নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কুড়িয়ে পাওয়া ভালোলাগার কিছু এলোমেলো কথোপকথন

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭



সুদক্ষ শিকারী তীরটি ছুড়ে মারলো আর সাথে সাথেই ধনুকের মতো আজ বেঁকে গেল আমার সুস্থির মন খানি। আমি শুনেছি প্রেমের ক্ষেত্রে নিঃস্বার্থতার এক ধরনের ছায়াচ্ছন্ন আনন্দ নাকি আছে। কেউ এ আনন্দটুকু নিতে পারলে কারও পক্ষে কখনও মন খারাপ করে রাখা সম্ভব নয়।

ভালোবাসা পেতেও তেমন কাঠখড় পোড়াতে হবে না, যেমনটা হতে পারে বলেই ভেবেছিলেম।

আমি জানি বন্ধু বা প্রেমিক মানেই প্রানচঞ্চলতা, তাদের ছেড়ে থাকতে বড্ড কষ্ট হয়।সামনে এমন সময় এগিয়ে আসছে ধীরলয়ে, যখন হারানো দিনের বিশ্বস্ত মানুষগুলোর সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করে নেয়ার প্রয়োজন হয়ে পড়বে । তীব্র এক চাওয়া থেকে পরিচয় হবে নতুন সত্তার সঙ্গে ।শুনেছি ভালোবাসার নাকি শেকল থাকতে নেই। তবে ডানা থাকতে হয়। সে ডানায় ভর দিয়ে আলবাট্রসের মত সুনীল সাগরে ভেসে যাবো একদিন। কারো জন্য গভীর সমুদ্রে ডুবুরীর মত ডুব দেবো অপার্থিব এক মুক্তো খুজতে।



উষ্ণ দিনের এক সুন্দর সুগন্ধী নির্যাস গায়ে মেখেছি আমি, শান্তির একটু সময় কাটুক। ভালোবাসা তো আমাকে দিয়ে এ যাবৎ কম পাগলামি করিয়ে নিলো না। আরও বাকি আছে – তাই গতিকে যদি ভালোবেসে থাকি, তো স্থবিরতাকেও ভালোবাসতে পারবো।

ঘৃনা আমি কাউকে করিনা, কারন যাকে ঘৃণা করবো, সে-ই তো অপশক্তি হয়ে জীবন বিষিয়ে দেবে।

আজ ঘুম ঘুম এক দুপুর আমার, আরেকটু হেঁটে আসি,আরেকটু দূর । না এখানেই স্বস্তি, ওখানটায় থেমে যাওয়ার সিদ্ধান্তটি ধোপে যেন না টিকে তার এক বন্দোবস্ত করতেই হবে আমাকে। অবচেতন মনের ভাবনায় বড্ড তোলপাড় আজ।

মনের আঙ্গিনায় প্রবল ধারায় নয়, রিমঝিম বৃষ্টিই হচ্ছে , তবে সেই বৃষ্টিতে সে যদি আমাকে ভেজাতে চায়, ভিজিয়ে যাক। চোখের পানিটুকু ধুয়ে যাক সেই সাথে। পিঁপড়ের আগেইতো বৃষ্টির গন্ধ পেয়েছি। কই ভিজে যাওয়াতো এড়াতে পারলাম না, ভেজা শালিকের পালকের মতনই চুপসে উঠেছি।



জানি না কেন জানি আজ সবুজ রঙও আমাকে কাছে পেতে চাইছে। টানছে অদৃশ্য এক চুম্বকের মত। চোখ মেলতেই দেখলুম সবুজ ঘাসের ডগায় শিশিরের ফোটাগুলো রোদের ছোয়ায় মতির মত জ্বলে উঠছে। সেই সুগন্ধি সবুজের ভেতর সুড়ুৎ করে ঢুকে পড়তে হবে আর সাথে সাথে বুক ভরে ঘ্রাণ নেয়ার সময় খুব করে খেয়াল রাখতে হবে তা যেন না হয় পরাধীন বাতাস । বাতাস পরাধীন হলে শ্বাস না নিয়ে, প্রয়োজন হলে মরে যেতেও রাজি আমি।

দূরতম সম্পর্কের কেউ শোনাবে অনেক দিনের পুরনো কোনো এক গল্প, যার মাধ্যমে বুঝে যাবো আমার অতীত। জানি না যা পাচ্ছি, তা ধরে রাখতে পারবো কী না। পাওয়া আর না পাওয়ার মাঝে একটু খানি কথা থেকেই যাচ্ছে ...।

তাইতো তেপান্তরের মাঠ পেরিয়ে চলেছি একাকী আনমনে, শাড়ীর পাড় আঁকড়ে ধরেছে চোঁরকাটার দল। পা জড়িয়ে যাচ্ছে আমার। দুটি পৃথক লক্ষ্যের দিকে চোখ রেখে মধ্যবর্তী পথ ধরে এগিয়ে চলেছি। প্রতিমুহূর্তে প্রাপ্তির সঙ্গে যে বোঝাপড়া হচ্ছে তার তো কোন কিনারা মিল্লো না ।

মনে হয় জীবনের পাওয়া সমস্যাগুলো যথেষ্ট ছড়িয়ে দিতে পারি নি বলেই এক জায়গায় ব্যথার জড়ুল হয়ে আছে। সেখানে প্রিয়জনের আদরের হাত রাখলেও গলা চিরে চিৎকার বেরিয়ে আসে।

অনেকে বলেন, প্রকৃতির বিরুদ্ধে যেতে নেই। কেন যে যেতে নেই ? কি আছে তাতে ? মানুষই তো স্বয়ং প্রকৃতির অংশ। সুতরাং ‘প্রকৃতির বিরুদ্ধে’ বলে কিছু নেই। কিছু নেই ....





সুত্রঃ কুড়িয়ে পাওয়া

মন্তব্য ৬৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

শান্তির দেবদূত বলেছেন: কুড়িয়ে পাওয়া শব্দাবলী বেশ ভালো লেগেছে। কুড়িয়ে কুড়িয়ে এত ভালো শব্দাবলী পান কিভাবে? আমি পাই না কেন ?? :( :( :(

"পরাধীন বাতাস" - চমকে উঠার মত উপমা দিয়েছেন! বেশ!

শুভকামনা রইল।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দেবদূত ।
খুজতে থাকেন পেলেও পেতে পারেন অমুল্য রতন :)
পরাধীন বাতাস শুনে আমিও চমকে উঠেছি।
শুভেচ্ছা বিকেলের।

২| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

চড়ুই বলেছেন: প্রকৃতির বিরুদ্ধে’ বলে কিছু নেই ? #:-S #:-S #:-S #:-S

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০

জুন বলেছেন: ঠিক ঠিক কারন আমরাওতো প্রকৃতির অংশ :)
স্বাগতম ব্লগে আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

৩| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০০

নতুন পাঠক বলেছেন: সমস্যা সংকুল পথে পা বাড়াতে গিয়ে পা জড়িয়ে আসে । জীবনের সমস্যাগুলো যথেষ্ট ছড়িয়ে দিতে পারি না বলেই এক জায়গায় ব্যথার জড়ুল হয়ে থাকে। সেখানে প্রিয়জনের আদরের হাত রাখলেও চিৎকার বেরিয়ে আসে।
অনেকে বলে থাকেন, প্রকৃতির বিরুদ্ধে যেতে নেই। কিন্তু মানুষ স্বয়ং প্রকৃতির অংশ। সুতরাং ‘প্রকৃতির বিরুদ্ধে’ বলে কিছু নেই। কিছু নেই ....

কুড়িয়ে পাওয়া ভালোবাসার এলোমেলো কথা গুলো পড়তে দারুণ লেগেছে।

+++++++++++++++++++++

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন: আমারও অনেক ভালোলাগলো আপনার মন্তব্য নতুন পাঠক। ধন্যবাদ আর স্বাগতম আমার ব্লগে ।
শুভেচ্ছা জানবেন ।

৪| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪

ডি মুন বলেছেন: আমি শুনেছি প্রেমের ক্ষেত্রে নিঃস্বার্থতার এক ধরনের ছায়াচ্ছন্ন আনন্দ নাকি আছে। কেউ এ আনন্দটুকু নিতে পারলে কারও পক্ষে কখনও মন খারাপ করে রাখা সম্ভব নয়।

ছায়াচ্ছন্ন আনন্দ উপভোগ করছি বহুদিন ধরে। যদিও,

বাতাস পরাধীন হলে শ্বাস না নিয়ে, প্রয়োজন হলে মরে যেতেও রাজি আমি।

তবুও মরি না। কারণ,

ভালোবাসা তো আমাকে দিয়ে এ যাবৎ কম পাগলামি করিয়ে নিলো না। আরও বাকি আছে – তাই গতিকে যদি ভালোবেসে থাকি, তো স্থবিরতাকেও ভালোবাসতে পারবো।


সুন্দর লেখায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম জুন আপু।

ভালো থাকুন , ভালো লিখুন, নিরন্তর।

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

জুন বলেছেন: আপনার লেখা গল্পটিও পড়ে আসলাম ডিমুন। অনেক ভালোলাগলো ।
আপনিও অনেক ভালো থাকুন আর এভাবেই লিখতে থাকুন সুন্দর সুন্দর গল্প।
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা।

৫| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেকে বলে থাকেন, প্রকৃতির বিরুদ্ধে যেতে নেই। কিন্তু মানুষ স্বয়ং প্রকৃতির অংশ। সুতরাং ‘প্রকৃতির বিরুদ্ধে’ বলে কিছু নেই। কিছু নেই ....

ভালো লাগলো আপু।

লেখাটা নির্মল। কখনো কবিতা, কখনো কবিতার মতো, কখনো নিটোল গদ্য। এটাকে বার কয়েক ঝালাই করলে চমৎকার কবিতাই হয়ে উঠবে মনে হচ্ছে।

শুভ কামনা আপু।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ছাই ভাই।
ঝালাই করার কাজটা ভাবছি আপনার ঘাড়েই ফেলতে হবে :)
আপনার জন্যও শুভকামনা ।

৬| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রকৃতির বিরুদ্ধে যেতে নেই। কিন্তু মানুষ স্বয়ং প্রকৃতির অংশ। সুতরাং ‘প্রকৃতির বিরুদ্ধে’ বলে কিছু নেই। কিছু নেই ...

ভাল লাগল+++

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কুড়িয়ে পাওয়া শব্দগুলো ভালোলেগেছে জেনে ।
শুভেচ্ছা জানবেন বঙ্গভুমি ।

৭| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

মামুন রশিদ বলেছেন: জীবন থেকে কুড়িয়ে পাওয়া ভালোলাগার কথোপকথন ভাল লাগলো । :)

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

জুন বলেছেন: ভালোলাগলো জেনে অনেক অনেক ভালোলাগলো মামুন । অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ইতি টোকাই :!>

৮| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতার মতো আবেশ দিলো...

কুড়িয়ে পাওয়া মুক্তার মালা :)

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪

জুন বলেছেন: হু ভাবছি এটাকে কবিতা বানিয়ে আরেকটা পোষ্ট দেবো মাইনুদ্দিন মইনুল :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা

৯| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার সৃজনশীল মনের প্রকাশ আছে এ লেখাতে।
তাই আবারও বলি আপনে আইলস্যা। :P

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

জুন বলেছেন: আইলস্যা :P
আপনি একদম ঠিক বলেছেন জুলিয়ান ভাই ।
আইলস্যার পোষ্টে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

১০| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৫

রাতুল_শাহ বলেছেন: কবিতা কবিতা একটা ভাব আছে।

এত সুন্দর করে লিখেছেন, অনেক ভালো লাগলো।

ভালবাসার কথা এমনিতেই ভালো লাগে , তবে যার জন্য লেখা, তার কাছে আরো ভাল লাগবে।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১২

জুন বলেছেন: কারো জন্য নয় রাতুল। আমি আমার জীবনের সাথে লেখালেখি মিশিয়ে ফেলিনা কখনো ।
কবিতা কবিতা ভাব কিন্ত কবিতা নয় । কি অবাক কান্ড তাই না ?
মন্তব্যের জন্য অনেক অনেক ভালোলাগা আর দীর্ঘদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৫

মুদ্‌দাকির বলেছেন:
অনেক দুঃখের !!! এত দুঃখ কেন ???

আর শেষ লাইনটা কেমন জানি গে বা ল্যাসবিয়ান ভাব !!! ???

:| :| :| :| :| :| :| :|

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মুদাক্কির আপনাকে । না কোন দুঃখ নিয়ে লিখিনি । ব্লগের সাথে আমার ব্যক্তিগত জীবনকে মিলাইনি ভাই।

১২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯

ত্রিশোনকু বলেছেন: কুড়িয়ে পাওয়া শব্দাবলী ভাল্লাগলো খুব।

অভিনন্দন জুন।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

জুন বলেছেন: যাক আমার পাতা কুড়োনো স্বার্থক হলো ত্রিশঙ্কু । মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আসলে সব জায়গায় আমরা দুইভাগ করি। মানুষ সৃষ্ট আর প্রকৃতি প্রদত্ত। কি বিজ্ঞানে কি সমাজে। এমনটাই চলে আসছে।

সুন্দর পোস্ট ।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

জুন বলেছেন: সুন্দর মন্তব্য আর সবসময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।

১৪| ১২ ই জুলাই, ২০১৪ ভোর ৫:২২

জাফরুল মবীন বলেছেন: “শুনেছি ভালোবাসার নাকি শেকল থাকতে নেই। তবে ডানা থাকতে হয়।”- হায় কপাল!এ জন্যই কী প্রেমে এত ব্যর্থতা?ভালবাসার মানুষটি প্রায়শঃই ডানা মেলে উড়ে যায়! :P

আপনার লেখনিতে ভাবার্থের বহুমাত্রিকতা রয়েছে।অনেক ভাললাগা জানিয়ে গেলাম বোন জুনকে।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১০

জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জাফরুল মবীন মজার একটি মন্তব্যের জন্য। ডানা কাটা পরী ছাড়া কিছু নেই, তবে শিকলি কাটা পাখী আছে বৈকি :)

ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো ভাই।
শুভেচ্ছা জানবেন ,

১৫| ১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

আহমেদ জী এস বলেছেন: জুন ,



কুড়িয়ে পাওয়া এলোমেলো শব্দ নিয়ে এক ভালোবাসার ঘর যেন ঘুরে এসেছেন । আপনার সব ভ্রমন কাহিনীর চঞ্চলতা ছাড়িয়ে এই কথকতা যেন আরো বাঙ্ময় , হৃদয়াবেগে ছন্দ তুলে আর ও যেন চঞ্চলা হয়েছে । ভালোবাসার ভেতরের কথা, আপনার কুড়িয়ে পাওয়া কথোপকথনে সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দুর কণক আভার মতো হিরন্ময় হয়ে উঠেছে যেন ।

শুনেছেন , ভালোবাসার নাকি শেকল থাকতে নেই । তবে ডানা থাকতে হয় । বলি- সে ডানায় উড়ে যাবার ইচ্ছেশক্তি ও থাকতে হয় । উড়ে যাবার আবেগটুকু গা'য়ে মাখতে হয় । সবার তা থাকেনা । ডানা ঝাঁপটানোই সার হয় । আলবাট্রস আর কতোটুকু দুরে উড়ে যায় ! যেতে হবে আকাশের সীমানা পেরিয়ে ।
আজকাল ডুবুরীর মত ডুব দিয়ে সমুদ্রের গহীন থেকে মুক্তো খোঁজার কষ্ট কে-ই বা করতে চায় ! সোনার শেকলে বাঁধা থাকতেই তার পছন্দ ।

প্রেমের ক্ষেত্রে নিঃস্বার্থতার এক ধরনের ছায়াচ্ছন্ন আনন্দ নাকি আছে । খুব ধ্রুপদী এক অনুভবের কথা নকশী কাঁথার মতো নিপাট এখানে । তবে এও বলি - প্রেমে নিঃস্বার্থতা বুনে তোলা, নকশী কাঁথার কারুকাজের মতোই দুরহ ।
নিঃস্বার্থতার সোনালী সুতোয় আঁকা ভালোবাসা তো তাই কম পাগলামি করিয়ে নেয় না আমাদের দিয়ে !

আর , ঘৃনা করবেন কেন ? যে ভালোবাসায় আমাদের ভ্রমন করিয়ে আনলেন, সেখানে তো এর ছায়াও থাকার কথা নয় ।

ভালোবাসা তাদেরই মানায় , কোনও কারন ছাড়াই স্বপ্ন দেখার বিরল ক্ষমতা রাখেন যারা ।

সন্ধ্যের শুভেচ্ছা ।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩১

জুন বলেছেন: আহমেদ জী এস ,অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আপনার মন্তব্য তার অসাধারণ বৈশিষ্ট নিয়ে আমার সামান্য কুড়িয়ে পাওয়া কিছু শব্দ নিয়ে এত মধুর ভাবে খেলে গেলো, যা আমাকে বিস্মিত করলো। আরো একটু ভালোলেখার স্বপ্ন দেখালো মনে হয়।
অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর এমনি সবুজ সতেজ হয়ে থাকুন এই কামনায় ।

১৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২

রাতুল_শাহ বলেছেন: কবিতা কবিতা ভাব কিন্ত কবিতা নয় । কি অবাক কান্ড তাই না

অবাক তো হইলাম । এর পেছনে কি ঘটনা লুকায়িত?

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫

জুন বলেছেন: বিশাল ঘটনা আছে রাতুল যা কলম দিয়ে লেখার নয়, তুলি দিয়ে আঁকার নয়,
কাউকে বলার মতন নয় এমনি কিছু কথা :)
ধন্যবাদ অনেক অনেক ।

১৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: প্রকৃতির অংশ হয়েও প্রকৃতিকে কতটুকুই বা বুঝতে চেষ্টা করি প্রয়োজন ছাড়া। প্রয়োজনের তাগিদে যতটুকু বুঝি সেটুকু ব্যবহার করতে গিয়ে অজ্ঞাতেই হয়তো কোথাও ভুল করি!

@মুদ্দাকির ভাই, আমরা প্রকৃতির অংশ কিন্তু পুরো প্রকৃতি না। ঝড় সাইক্লোন অতি বৃষ্টি খরা অনেক কিছুই আমাদের বিরুদ্ধ কিন্তু হয়তো প্রকৃতির সকল সমন্বয়ের তাগিদে এরও প্রয়োজন আছে। এনিমেল প্ল্যানেটের এক ডকুমেন্টারিতে দেখেছিলাম সাইক্লোন কিভাবে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র ও বংশগতি রক্ষা করে। সমকামীতার হয়তো প্রকৃতির কোন প্রয়োজন আছে কিন্তু প্রকৃতির অংশ মানুষের জন্য এটা সম্পুর্ণ আনপ্রোডাক্টিভ। উদ্দেশ্যবিহীন সুখ লাভ শুধুই সার্থপরতা। কারণ প্রকৃতির একটি নিয়মের দোহাই দিয়ে বংশগতি রক্ষা করার মতো আরেকটি নিয়মকে আমরা অগ্রাহ্য করতে পারিনা। সুতরাং "প্রকৃতির বিরুদ্ধে যেতে নেই" বিশেষ অর্থে এটা সমকামীতাকে সমর্থন হতে পারেনা কোনভাবেই।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

জুন বলেছেন: ঠিক বলেছো কুনো । মন্তব্যের জন্য আর সব সময় সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

১৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: কুড়িয়ে পাওয়া মুক্তকথায় মুগ্ধতা জানবেন ইবনে বতুতা আপু !

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

জুন বলেছেন: তোমাকেও যে অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ অভি। সাথে আছো সাথেই থেকো যেকদিন ব্লগে আছি :)

১৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার , ভালো লাগলো পড়তে ।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪০

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে অদ্বিতীয়া আমি ভালো লেগেছে জেনে অনেক ভালোলাগলো :)

২০| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৭:২৭

গোল্ডেন গ্লাইডার বলেছেন: কুড়িয়ে পাওয়া কথা ভাললাগলো ++++++

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ গোল্ডেন গ্লাইডার ।
শুভেচ্ছা নিরন্তর ।

২১| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:

কুড়িয়ে পাওয়া শব্দগুলো আমাদেরও একান্ত অনুভূতির স্পর্শ ৷ হয়ে উঠতে পারত আপনার কবিতার পঙতিমালায়, গাঁথার অপেক্ষা শুধু ৷ প্রাপ্তি আর অপ্রাপ্তির বিঁদূর সীমারেখা নিয়েই পথচলা পথিকের ৷

ভাল থাকুন ৷

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

জুন বলেছেন: ইদানিং আমি বড্ড অলস হয়ে উঠেছি জাহাঙ্গীর আলম৫২। কুড়িয়ে আনা ফুলগুলো এখন কেন জানি এলোমেলোই পরে থাকে, মালাগাথা বড্ড কষ্টের কাজ মনে হয়। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন এটুকু আশা করতেই পারি আপনাদের কাছে। শুভেচ্ছা থাকলো একরাশ ।

২২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন:
৮ম প্লাস

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: থেংকু থেংকু প্লাসের জন্য ঘুনপোকা :)

২৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪১

নিশাত তাসনিম বলেছেন: শিকারি বানান ই কার হবে আপু । ঘৃণা ণ হবে। সুগন্ধি ই কার হবে । যাবত ত হবে । কারণ ণ হবে। সুডুত ত হবে । সূত্র ঊ কার হবে ।

:) :)

এক নিশ্বাসে পোস্টটি পড়ে ফেললাম ।

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

জুন বলেছেন: এক নিশ্বাসে পোস্টটি পড়ে ফেললাম শুনে অসম্ভব ভালোলাগলো নিশাত তাসনিম । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য :)

বানান শুদ্ধ হলে কি আর আসবেন আমার ব্লগে ! তাই তো কিছু ভুল থাকে যাতে আপনারা আসেন । সত্যি বলতে কি বানানে আমার কিছু ভুল থেকেই যায় :(

২৪| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কুড়িয়ে পাওয়া কথকতা :)

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ দুর্জয় :)
ভালো থেকো অনেক।

২৫| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

সায়েম মুন বলেছেন: কোন এক গল্পের শুভসূচনা যেটা কিনা কাব্যিকভাবে উপস্থাপন করা হয়েছে। যথেষ্ঠ নির্মল লেখা।

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: অনেকদিন পর ফিঙ্গেটাকে আমার ব্লগে দেখে অনেক ভালোলাগছে ।
ভালো আছোতো মুন সপরিবারে । ফিরে এসেছো কি ?
কুড়িয়ে পাওয়া শব্দ নিয়ে লেখাটি ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ তোমাকে।

২৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর, ভালো লাগলো।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৫

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী :)

২৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৭

সায়েদা সোহেলী বলেছেন: আপু অবজেকশান! ! ----- এইটা যদি হয় এলোমেলো কথোপকথন তাহলে গোছানো , মধুর বলে পৃথিবী তে কিছু বাকি থাকে আর !!! ??

এই নিয়ে তিনবার পরলাম , প্রথম দুবার মন্তব্য দেওয়ার মত এনার্জি ছিলো না শুধু ভালোলাগা টুকু সাথে করে নিয়ে গেছি সার্থপরের মতো :)

।তোমার কুড়িয়ে পাওয়া ভালোলাগার সুবিন্যস্ত মধুর., মায়াময় প্রকাশে এক ঝাকা ++++++


( কোন পথে এগুলো কুড়িয়ে পাও ঠিকানা টা গোপনে জানিও ত আমাকে )

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০

জুন বলেছেন: কথায় বলে দান দান তিন দান তা তোমারও সেই অবস্থা। অনেক ভালোলাগলো কবি সায়েদা সোহেলীকে দেখে যদিও প্রথম দুবার অদৃশ্যই থেকে গিয়েছে ;) এবার সশরীরে আত্মপ্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ :)

কুড়িয়ে আনি কোথা থেকে সেই গোপন কথা বলা যাবে না :-P
=p~

২৮| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৯

সায়েদা সোহেলী বলেছেন: *পড়লাম :P আছাড় খাইনি কিন্তু চোরকাঁটা বুঝলা :)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬

জুন বলেছেন: হু বুঝেছি তোমার ঐ চোরকাটা মন শাড়ীর পাড়ে :P :P

২৯| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৯

না পারভীন বলেছেন: অসাধারণ লাগলো। প্রিয়তে নিয়ে রাখলাম। এরকম লেখা পড়তে পারার মধ্যেই আনন্দ :)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩

জুন বলেছেন: মন্তব্য আর প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ না পারভীন । যদিও কুড়িয়ে আনা কথার ঝাঁপি তারপরো আপনাদের ভালোলাগায় আমি কৃতার্থ ।

৩০| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল।
কাব্যিক।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ লেখোয়াড় । অনেকদিন পর আপনাকে দেখলুম আমার ব্লগে । ভালো থাকুন সবসময় :)

৩১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এক দমে পড়ে গেলাম। এক কথায় চমৎকার !

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২২

জুন বলেছেন: এবার নিঃশ্বাস ফেলূন মাসুম আহমেদ ১৪ । মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেল নানান ঝামেলায় । অসংখ্য ধন্যবাদ :)

৩২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: ফিঙ্গেটা ব্যস্ততার কারলে উড়তে পারে না আপু। 8-|
এখন কিছুটা ব্যস্ততা কমে হালকা হয়েছে। আমরা সবাই ভাল আছি। আসতে আরও অনেক দেরী হবে। /:)

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৩

জুন বলেছেন: আস্তে আস্তে কমে যাবে ব্যস্ততা ফিঙ্গেটারও মুন । ভালো থেকো সবাইকে নিয়ে :)

৩৩| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

আবু শাকিল বলেছেন: " দূরতম সম্পর্কের কেউ শোনাবে অনেক দিনের পুরনো কোনো এক গল্প, যার মাধ্যমে বুঝে যাবো আমার অতীত। জানি না যা পাচ্ছি, তা ধরে রাখতে পারবো কী না। পাওয়া আর না পাওয়ার মাঝে একটু খানি কথা থেকেই যাচ্ছে ...।""

চমৎকার লিখেছেন আপু।অনেক ভাল লাগা জানিয়ে গেলাম।

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫১

জুন বলেছেন: কুড়িয়ে পাওয়া কথাগুলো ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো আবু শাকিল । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩৪| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


লেখা পড়ে মুগ্ধ হোলাম।

০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৬:৩২

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কান্ডারী :)
শুভেচ্ছা সকালের :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.