নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কান্দে হাসন রাজার মন মনিয়ারে ( ছবি ব্লগ)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১


কান্দে হাসন রাজার মন মনিয়ারে
আজ থেকে বহু বছর আগে সুনামগঞ্জের সুরমা নদীর পারে বাস করা এক প্রতাপশালী দাপুটে জমিদার বৈরাগ্য সাধনে মুক্তির পথ বেছে নিয়েছিলেন । কিন্ত সেই ব্যাক্তিটি কে ? আমার মনে হয় এর উত্তর আমরা অনেকেই জানি। তারপর ও বলি সেই ব্যাক্তিটি ছিলেন অহিদুর রেজা যিনি দেওয়ান হাসন রাজা নামেই সবার কাছে সমাধিক পরিচিত ।

হাসন রাজার বংশ তালিকা
বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ সৃষ্টিকারী এই মরমী সাধক ১৮৫৪ সালের ২১ শে ডিসেম্বর সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে লক্ষনশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহন করেন।

তৈলচিত্রে হাসন রাজা
এক সময়ের দোর্দন্ড প্রতাপশালী, প্রজাদের উপর বিনা কারনে অত্যাচারী এবং ভোগ বিলাসে মত্ত জমিদার হাসন রাজার এক আধ্যাত্নিক স্বপ্ন-দর্শণে আমুল পাল্টে গেল তার জীবন দর্শন । মন হয়ে উঠলো তার প্রিয় হাওড় হাকালুকির মত প্রসারিত। বিলাস প্রিয় জীবন ছেড়ে দিলেন, সেই সাথে ছাড়লেন জমকালো পোশাক পড়া। চরিত্রে এলো এক সৌম্যভাব। জীবনের যত ভুল ত্রুটি সব শুধরাতে শুরু করলেন একে একে।

যাদুঘরের প্রবেশপথ
শুধু বাইরের জগতেই নয়, তার অন্তর্জগতেও এলো বিরাট পরিবর্তন। অর্থ সম্পদ ছাড়াও তার অগাধ ভূসম্পত্তির প্রতিও নিরাসক্ত হয়ে উঠলেন। তাঁর মনের মধ্যে এলো এক ধরনের উদাসীনতা, যাকে বলা যায় বৈরাগ্য। সাধারণ মানুষের খোঁজ-খবর নেয়া হয়ে উঠলো তাঁর প্রতিদিনের কাজ। আর সকল কাজের উপর ছিল তার নিজস্ব রীতিতে আধ্যাতিক গান কবিতা এসব লেখা।
কি ঘর বানিয়েছেন উনি শুন্যের মাঝার, লোকে বলে, বলেরে ঘর বাড়ী ভালো নয় আমার। সত্যি কি তাই! ঐ অঞ্চলের প্রতাপশালী জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরীর সন্তান বিশাল ভুসম্পত্তির অধিকারী হাসন রাজার বাড়ি কি সত্যি ভালো নয় ! সুনামগঞ্জ বেড়াতে এসে মনে হলো এই বিখ্যাত সাধক কবি হাসন রাজার বাড়িটি দেখে না গেলে এখানে আসাটাই বৃথা হবে।
আসুন আমাদের সাথে আপনারাও দেখে নিন হাসন রাজার বাড়ী যা বর্তমানে একটি মিউজিয়াম বানানোর চেষ্টা করেছেন।

হাসন রাজার বাড়িটির বর্তমান চেহারা

গ্রীলের সাথে লাগানো নিয়মাবলী

মিউজিয়ামের ভেতর

হাসন রাজার ভেলভেটের পোশাক

হাসন রাজা ও তার স্ত্রীর ব্যাবহৃত খড়ম

সিলেট অঞ্চলের মানুষ প্রচন্ড পান ভক্ত, হাসন রাজাও ব্যতিক্রম নন । তারই নিদর্শন তাঁর ব্যবহার করা এই পিকদানী

হাসন রাজার ব্যবহার করা ঘি এর কলস

এই কলসে হাসান রাজা কাঁচা পয়সা রাখতেন এবং এখান থেকে পয়সা নিয়ে তিনি তাঁর প্রজাদের মাঝে মুঠি মুঠি বিলিয়ে দিতেন

হাসন রাজার ব্যবহৃত কলস

রান্নাঘরে ব্যবহৃত তামার হাড়ি

হাসন রাজার বাসায় ব্যবহৃত কাসা পিতলের আগরদানী, গ্লাস

মরমী গায়ক হাসন রাজার রেডিও

কাঠে তৈরী রেডিওর ঢাকনা

হাসন রাজার ব্যবহৃত বাদ্যযন্ত্র

হাসন রাজার সহস্তে লেখা গানের খাতা

হাসন রাজার ব্যবহৃত সাদামাটা কাঠের চেয়ার


হাসন রাজার জমিদারীর নথি পত্র


হাসন রাজার মৌজা ম্যাপ রাখার বাক্স

হাসন রাজার চার পুত্রের ছবি

মিউজিয়ামের পুরনো দরজা

মরমী সাধক গায়কের গানের ভক্ত কিছু দর্শক

। নিজেই লিখেছিলেন -----
লোকে বলে বলেরে, ঘর বাড়ী ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।


এই হলো জমিদার হাসন রাজার বর্তমান ঘর বাড়ী যাতে প্রবল দৈন্যতা আর জীর্নতার ছাপ প্রকট । অন্য কোন দেশ হলে এই ঐতিহ্যকেই কত শিল্পিত ভাবে তুলে ধরতো দর্শকদের সামনে।

এই ছবিগুলো সব সুনামগঞ্জের লক্ষনশ্রী গ্রামের হাসন রাজার মিউজিয়াম থেকে আমাদের তোলা । এখানে সিলেট শহরের হাসন রাজা মিউজিয়ামের কোন ছবি নেই ।

মন্তব্য ১১৪ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা। ইতিহাস সমৃদ্ধ ছবি ব্লগ সুন্দর হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ইমতিয়াজ ১৩ ।
শুভেচ্ছা অনিঃশেষ :)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

দারুন পোষ্ট = জুনাপু। :) :)

খুব ভালো লাগল, আমার খুব পছন্দের একজন গায়ক। তিনি গানের মাধ্যমে দর্শনচর্চা করেছেন!

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

জুন বলেছেন: বাহ এমন প্রশংসা করলে লেখার আগ্রহ বেড়ে যায় কাল্পনিক :)
অশেষ ধন্যবাদ অনুপ্রানিত করার জন্য :)
যারা মনে করে সমালোচলনা করলে ভালো হয় আমি তাদের সাথে একমত না :P

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

আবু শাকিল বলেছেন: আপনার পোষ্টের মাধ্যমে সুনাম গঞ্জ না গিয়ে ঘরেই হাসন রাজা মিউজিয়াম দেখে নিলাম।

ভাগ্যিস আমাদের জুনাপু ছিল :) :) :)

আপনার পোষ্টে অন্য রকম স্বাদ পেলাম। ভাল লাগল ।

সুন্দরবন পোষ্ট কবে পাচ্ছি। ??

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

জুন বলেছেন: আপনার পোষ্টের মাধ্যমে সুনাম গঞ্জ না গিয়ে ঘরেই হাসন রাজা মিউজিয়াম দেখে নিলাম।

তাই নাকি :-* :-*
তাহলে তো আর এরকম পোষ্ট দেয়া চলবে না :(

মন্তব্য আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল :)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগলো.......কিন্তু মিউজিয়ামের উপরে ২ তলায় কাপড় নেড়ে দেয়া...সেখানে কারা থাকে। :(

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০০

জুন বলেছেন: একথাটিই তো শেষে এসে লিখলাম । অনেক দেশেই কত সামান্য জিনিসের কি অসাধারণ উপস্থাপনা । আর আমরা কি করছি ।
উপরে যতদুর শুনলাম তার উত্ত্রাধিকারীরা বসবাস করেন রেজওয়ান করিম ।
ব্লগে আসা আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০১

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ভালোলাগা আপনাকেও নুর ইসলাম রফিক :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

মায়াবী রূপকথা বলেছেন: অনেক ভালোলাগা। শুভকামনা

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা মায়াবী রূপকথা।
সকালের শুভেচ্ছা জানবেন

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

তানজীব তন্ময় বলেছেন: অসাধারণ পোস্ট । হাসন রাজার বাড়ি যে এখনো টিকে আছে , জানা ছিল না । কোন দিন সুযোগ পেলে ঘুরে আসবো ।
শুভেচ্ছা রইলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

জুন বলেছেন: অবশ্যই ঘুরে আসবেন তানজীব তন্ময় । নিজেদের দেশের গৌরবের কথা, ঐতিহ্য যদি আমরা নিজেরাই না দেখি নিজেরাই না তুলে ধরি তাহলে কারা করবে এসব বলুন ?
অনেক অনেক ভালোলাগলো আপনার মন্তব্য পেয়ে । অনেক অনেক শুভকামনা রইলো :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার পোস্ট ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাথে আছেন বলে নাজমুল হাসান মজুমদার

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: বাহ অনেক সুন্দর পোষ্ট

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ নেক্সাস পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য :)

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। অনেক ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

জুন বলেছেন: পোষ্ট পড়া আর মন্তব্য করার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ সুমন কর :)

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি পোস্ট------- ছবি দেখেই মন ভরে গেল

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

জুন বলেছেন: শুনে আমারও মনটা ভরে গেল লাইলী আরজুমান খানম লায়লা :)
অনেকদিন ধরে সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

ডি মুন বলেছেন:
খুবই চমৎকার পোস্ট
সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম।

+++


ধন্যবাদ জুন আপু

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: ভালোলাগা আর প্রিয়তে জেনে আমারও অনেক ভালোলাগলো ডিমুন :)
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

এমএম মিন্টু বলেছেন: আনেক ভাল পোষ্ট আপু ৯ নং ভাললাগা রেখে গেলাম আপু।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালোলাগা আর ৯নং ভালোলাগার জন্য এমএম মিন্টু :)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

অপ্রতীয়মান বলেছেন: ভালো লাগলো আপনার উপস্থাপন এবং মূল্যায়ন। আগ্রহ অনুভব করছি একবার ঘুরে আসার জন্যে।


শুভ কামনা জানবেন :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: আমার পোষ্ট পড়ে আপনার ঘুরে আসার ইচ্ছে হলো জেনে অনেক ভালোলাগলো অপ্রতীয়মান। এসবই তো আমাদের ঐতিহ্য আমাদের শিল্প :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: মরমী শিল্পীর স্মৃতি জড়ানো এতো ছবি কোন দিন এক সাথে দেখা হয় নাই। আপনার কল্যাণে আজ দেখতে পাড়লাম। সুন্দর আয়োজন।

অন্য কোন দেশ হলে এই ঐতিহ্যকেই কত শিল্পিত ভাবে তুলে ধরতো দর্শকদের সামনে।

কথাটা যথার্থ বলেছেন। আমরা মনে হয় গুণীদের কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছি কিংবা ভুলে যাওয়ার চেষ্টা করছি। অথচ এদের হাত ধরেই আমাদের বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে। যারা এদের অবমাননা করছে, এক সময় তারাও অবমাননার স্বীকার হবে নিশ্চিত।

খুব ভালো লাগলো পোস্টটি। ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

জুন বলেছেন: এদের হাত ধরেই আমাদের বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে।
যথার্থই বলেছেন বিদ্রোহী বাঙালী । সেই পাকা দালান যা বর্তমানে হাসন রাজার যাদুঘর বানিয়েছে তার কি দৈন্যদশা। প্রবেশ পথের বাইরে অনাদরে অবহেলায় রাখা ওনার ছবি, নীচে কাঁচা হাতে লেখা জাদুঘর । যে এই সব বিখ্যাত ব্যক্তিদের অবমুল্যায়নকেই যেন প্রকট করে তুলেছে।
অনেক অনেক ধন্যবাদ পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য ।
শুভেচ্ছান্তে .।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উপস্থাপনায় প্রানবন্ত পোস্ট । হাসন রাজা বাড়িটিতে তার পোষা কোড়া পাখিগুলোর নামের একটা তালিকাও দেখেছিলাম ।ভাল লেগেছে ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

জুন বলেছেন: কোড়া পাখি ভালোবাসতেন তবে নামগুলো আমার চোখে পরে নি সেলিম আনোয়ার । কিন্ত তাঁর প্রিয় দুটি ঘোড়ার নাম দেখলাম জং বাহাদুর এবং চান্দমুশকি নামে।
পোষ্ট পড়া মন্তব্য আর অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইতিহাস আশ্রয়ী পোস্টটির জন্য। শুধু পোস্টই নয় এটা, হাসন রাজা মিউজিয়ামটি একনজরে দেখেফেললাম যেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

জুন বলেছেন: আমিও আপনার মতই দেখেছিলাম কিন্ত এত দারিদ্রের ছাপ এই জমিদারের মিউজিয়াম যা সত্যি আমাকে ব্যাথিত করেছিল সুফিয়া।
পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শুভকামনা ।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ছোট্ট এই মিউজিয়াম টা ভ্রমনের অভিজ্ঞতা আছে , ছবিগুলো খুব সুন্দর এসেছে আপু :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

জুন বলেছেন: হাসন রাজার যাদুঘরের আরেক জন দর্শক পেয়ে অনেক ভালোলাগলো :)
অনেক ছবিতে শোকেসের কাচে ফ্লাশের রিফ্লেকশন এসেছে :(

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অভি ।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

জাবের তুহিন বলেছেন: এর সম্পর্কে বিশদ জানার আগ্রহ আরো প্রবল হলো ।
সুন্দর পোস্ট ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

জুন বলেছেন: হাসন রাজার জীবনের বিশদ ইতিহাস আমার আগে অনেকেই লিখেছেন ব্লগে। কিন্ত সেই সব পোষ্টে ছবি ছিলনা। তাই আমি লেখার দিকে না গিয়ে ,শুধু ছবি দিয়ে গেছি ক্যাপশনসহ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন জাবের তুহিন।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। চমৎকার পোস্ট !

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে তাহসিনুল ইসলাম ।
ভালোলাগা আর মন্তব্যের জন্য অনেক ভালোলাগা :)
শুভেচ্ছা সন্ধ্যার ।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসলেই দারুণ এক ভার্চুয়াল ভ্রমন হয়ে গেল।
অনেক ধন্যবাদ আপু, কেমন আছেন আজকাল ?

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

জুন বলেছেন: হায় গ্রানমা অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম মনে হচ্ছে ।
এমন করে নাতি নাত্নীদের ভুলে গেলে কি চলে :-*

ভালো আছি ভাই আপনাদের দোয়ায় । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সবসময়ের জন্য :)

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১

খেলাঘর বলেছেন:

অদ্ভুত


আমার লেখা পোস্ট সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না; এখনো কমেন্ট করার ক্ষমতা আছে; তবে, কমেন্ট খুব একটা করবো না।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

জুন বলেছেন: তাই খেলাঘর !

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

আলম দীপ্র বলেছেন: অসাধারণ পোস্ট !
এতো ভালো হয় কেমনে পোস্ট ! +++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

জুন বলেছেন: কই ভালো দীপ্র ? তোমরা ভালো বলেই আমার সামান্য পোষ্টই ভালোলাগে মনে হয় :)

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

অসাধারণ এই পোস্টে আপনার শেষের কথাগুলো খুবই বেদনাদায়ক সত্যি ।

এই সপ্তাহে গিয়েছিলাম শ্রীনগর, ঢ়াড়িখাল জগদিশ চন্দ্র বসুর এলাকায়, যাদুঘরে...কতো যে অযত্ন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না!

আমাদের দেশের মেধার কোন মূল্য নেই...সব কামড়াকামড়িতে ব্যস্ত :(

প্রিয়তে নিয়ে গেলাম।
অনেক শুভেচ্ছা রইল, প্রিয় ব্লগার ।।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন পনি । আমিও স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ী ছাড়াও ইদ্রাকপুরের দুর্গ ইত্যাদি আমার মা এর দেশ বিক্রমপুরের অনেক ঐতিহাসিক স্থাপনার দুর্দশা দেখে ভীষন মন খারাপ লেগেছিল। অযত্ন অবহেলায় পরে আছে সারা দেশ জুড়ে এমন অনেক কিছু । কান্তজীর মন্দিরের পোড়ামাটির টালি খুলে নিয়ে যাচ্ছে এমন হাজারো উদাহরণ।

যাক এসব কথা ,মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন সবসময় সেই কামনাই করি ।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: অসাধারন পোষ্ট । খুব ভালো লাগলো । ছবিগুলো চমৎকার । ++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো ককাশে :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

তাসজিদ বলেছেন: অনেক দিন ধরে যাবার ইচ্ছে । যাওয়া আর হয়ে উঠে না।

আপাতত ছবি দেখে চোখ জড়াই।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪

জুন বলেছেন: সুজোগ থাকলে ঘুরে আসবেন তাসজিদ । আমিতো সুযোগ তৈরী করে নেই :)
পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট জুন আপু।


ব্লগে যারা ভ্রমন পোস্ট দিচ্ছেন সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের জন্য অনেক না দেখা স্থান এবং সে সবের তথ্য আমরা জানতে পারছি। কৃতজ্ঞতা জানবেন জুন আপু।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্যের জন্য । সবার তো সব যায়গায় যাবার সুযোগ হয়না তখন কোন জায়গা থেকে পাওয়া তথ্যই জানার আগ্রহকে পুর্ন করে প্রবাসী ।
শুভকামনা সকালের :)

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৭

সায়েদা সোহেলী বলেছেন: ..থ্যাঙ্কু বিনা টিকেট এ হাসন রাজার বাড়ি ঘুরিয়ে আনলে! ! :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

জুন বলেছেন: আমার পোষ্টে এসে সব জায়গায়ই তো বিনা টিকিটে যাইতেছো সোহেলী, এইটা কি উচিৎ হইতেছে :( আমি এরপর গেটলক বাসে যাবো /:)
=p~
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সোহেলী সাথে এক গুচ্ছ শুভেচ্ছা ।

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০২

রাবার বলেছেন: কান্দে হাসন রাজার মন মনিয়ারে
++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ রবার এত্তগুলো প্লাস দেয়ার জন্য :)

৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২

জাফরুল মবীন বলেছেন: এ ধরণের তথ্য ও ছবি সমৃদ্ধ ব্লগ পোস্টের উপযুক্ত স্থান “প্রিয়তে”;তাই সেখানেই নিয়ে গেলাম।আর জানিয়ে গেলাম অজস্র ধন্যবাদ ও শুভকামনা।

ভাল থাকুন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

জুন বলেছেন: পোষ্ট পড়া, উৎসাহদায়ক মন্তব্য আর প্রিয়তে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জাফরুল মবীন :)
সকালের শুভেচ্ছা জানবেন ।

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






//সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। অনেক ধন্যবাদ।// B-) ;) !:#P

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

জুন বলেছেন: :| :!>

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//লোকে বলে বলেরে, ঘর বাড়ী ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার। //



কত সহজ ভাষা কত গভীর তত্ত্ব....
উদাস মনে আরও উদাস হয়ে যায়!







অসাধারণ এক সংগ্রহ.. জুনাপ্পি.... আপনাকে থেংকু
অনেক থেংকু :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

জুন বলেছেন: কত সহজ ভাষা কত গভীর তত্ত্ব....
উদাস মনে আরও উদাস হয়ে যায়!

যথার্থই বলেছেন মাইনুদ্দিন মইনুল । মানুষের জীবনে কখন যে কি ধরণের পরিবর্তন আসে । কোন পথ ছেড়ে কোন পথে চলা শুরু করে সেটাই ভাবনার বিষয় ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

অন্ধবিন্দু বলেছেন:





খড়ম, আচকান পিকদানী সাধক হাসন শুনছনি-

আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে ...

আমরা সহজ কতাডারে যেমনে প্যাচাইয়া-হেচাইয়া কইয়া যেমন উঁচুদর হইতে চাই। সে হিসাবে হাসনের দাম-ই নাই ...কৃতজ্ঞতা লইবেন, জুন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

জুন বলেছেন: অসাধারণ অসাধারণ অন্ধবিন্দু অসম্ভব সুন্দর এক মন্তব্য আপনার । আমার অনেক প্রিয় হাসন রাজার এই গানটি ।

আপনিও আমার শুভেচ্ছা গ্রহন করুন এবং সাথে থাকুন সব সময়ের জন্য :)

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

কাবিল বলেছেন: খুব ভালো লাগলো । +++
ছবিগুলো চমৎকার । +++

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে কাবিল :)
ভালোলাগা আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১

তুষার কাব্য বলেছেন: অসাধারণ পোস্ট আপু ।খুব প্রিয় একজন মরমী সাধক শিল্পী ।

চমত্কার সব গান সৃষ্ঠি করে গেছেন আপন মনে ।

ভালো লাগা অনেক...

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

জুন বলেছেন: আমার মনে হয় এই দেশে অনেকেরই প্রিয় এই হাসন রাজা । পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ তুষার কাব্য ।

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

বেসিক আলী বলেছেন: আপনার ক্যামরার চোখে হাসনরাজা জাদুঘর দেখে ফেল্লাম :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

জুন বলেছেন: তবুওতো দেখেছেন বেসিক আলী যেমন আমি দেখলাম অনেক অনেক দিন পর :)
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

মুরশীদ বলেছেন: তথ্য ও ছবি সমৃদ্ধ পোস্ট। খুব ভাল লাগলো । :D
++++++্

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা মুরশীদ :)

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

রাবেয়া রব্বানি বলেছেন: প্লাস

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

জুন বলেছেন: পোষ্টটি দেখা আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রাবেয়া রব্বানী :)

৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আপা আপনার পোস্ট মানেই, একদম পুরন পরিচিত জিনিস কে একদমঈ নতুন করে দেখা
দারুন সব ছবি
শুভ কামনা

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

জুন বলেছেন: আমাদের এইসব ঐতিহ্য কি কখনো পুরোনো হয় মনিরা ? নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরাই যে আমাদের কর্তব্য ।
অনেকদিন ধরে সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা :)

৪০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের ঐতিহ্য এবং গৌরবের জিনিষগুলোর সঠিক যত্ন নেই না। করিনা দেশ ও আন্তর্জাতিক মহলে তাদের সুন্দর উপস্থাপন, চেষ্টা করিনা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যসমূহের প্রচার এবং প্রসারের। ব্লগের মাধ্যমে সুপ্রিয় জুনাপুর হাত ধরে উঠে আসা ছবিগুলোর মাধ্যমে নিশ্চই ব্লগ পাঠকদের মধ্যে হাসন রাজার জাদুঘর পরিদর্শনে আগ্রহ তৈরী করবে।

উনবিংশতম ভালোলাগা।

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

জুন বলেছেন: অসম্ভব সুন্দর একটি মন্তব্যের জন্য ভালো কিছু বলবো বলে ঠিক করে রেখেছিলাম কুনো । কিন্ত আমিনুরের অসুস্থতা মনটা কে ভারাক্রান্ত করে তুললো এই সকালে ব্লগে খবরটা দেখে । দোয়া করি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে। কালই তার বিবাহ বার্ষিকীর পোষ্টে মন্তব্য করলাম । খুব খারাপ লাগছে । আপডেট দিও ।

৪১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

সোহানী বলেছেন: সত্যিই তাই... অন্য দেশ হলে অসাধারন একটা মিউজিয়াম হতো......

দারুন একটা মিউজিয়াম ঘুরে এলাম আপনার সাথে জুন আপু........

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

জুন বলেছেন: এটা যে কতখানি সত্যি তা আপনি ভালো করেই জানেন সোহানী ।
কত সাধারন জিনিস উপস্থাপনার গুনে অসাধারণ হয়ে উঠে আর আমাদের দেশে ,,,,
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: জুন,






ঠিক আগের পোষ্টটির মতোই জাগিয়ে তোলার পোষ্ট ।

আগেরটিতে ছিলো প্রকৃতির প্রতি অবহেলা আর অপরিনামদর্শিতার কথা । এবারে বললেন মানুষের প্রতি অবহেলার কথা । যে মানুষ কিনা আবার ... “কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার ….” এর মতো গান বাঁধে । সে মরমী গান আবার ফেরে মানুষের মুখে মুখে ।

মরমী এই মানুষটির প্রতি শ্রদ্ধা দেখানোর দৈন্যতা আর তাঁর স্মৃতির প্রতি এই অবহেলা সত্যিই কষ্টকর ।
আসলে অবহেলা সব সময়েই কষ্টকর…..


০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

জুন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আমার দীনহীন পোষ্টে এত ভারী একটি মন্তব্যের জন্য আহমেদ জী এস । আমার দুটি পোষ্ট নিয়ে তুলনা ও বিশ্লেষন চমৎকার করে তুলে এনেছেন আপনার নিজস্ব ঢং এ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো মন্তব্য আর পড়ার জন্য ।

৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


নাইস পোস্ট আপু।

আপু এই যাদুঘরে আমাকে ছবি তুলতে দেয় নাই :( । আপনি কি করে তুললেন?

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শোভন । আমিনুরের অসুস্থতা মনটাকে ব্যাথিত করে তুল্লো।
তুমি কোন মিউজিয়ামের কথা বলছো ? সিলেট শহরে যেটা রেস্টুরেন্ট পানসীর পাশে সেখানে ছবি তোলা নিষেধ । তবে সুনামগঞ্জের সাহেব বাড়ীর ঘাটের পাশে এই মিউজিয়ামে শুধু ভিডিও করা নিষেধ, ছবি তোলা নয় ।

৪৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

বাঘ মামা বলেছেন: জুন আপু একজন চমৎকার মানুষ একজন পরিপূর্ণ ব্লগার অদেখাকে দেখা আর অজানাকে জানার এক বিশ্বস্ত মাধ্যম।

দীর্ঘজীবি হও তুমি

শুভ কামনা সব সময়

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

জুন বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ বাঘমামা পুরোটা সময় ধরে পাশে থেকে উৎসাহ অনুপ্রেরনা দিয়ে যাওয়ার জন্য :)
শুভকামনা তোমার জন্যও

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

ইমিনা বলেছেন: এই হলো জমিদার হাসন রাজার বর্তমান ঘর বাড়ী যাতে প্রবল দৈন্যতা আর জীর্নতার ছাপ প্রকট । অন্য কোন দেশ হলে এই ঐতিহ্যকেই কত শিল্পিত ভাবে তুলে ধরতো দর্শকদের সামনে।

....... আসলেই সত্য কথা। এখানে এসেই মনটা খারাপ হয়ে গেলো।
তবুও প্রাপ্তীর আনন্দটা শেয়ার করতে চাই। আপনার কল্যানেই হাসন রাজার মূল্যবান মিউজিয়াম দেখা সম্ভব হলো। অনেক ধন্যবাদ জুন আপু :)

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ইমিনা পোষ্ট পড়া আর চমৎকার একটি মন্তব্য করার জন্য :)
শুভকামনা এই শীত সকালের ।

৪৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা জুন।

লোকে বলে বলেরে, ঘর বাড়ী ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার


কেন যেন ভেতর বাড়ির শূণ্যতার একটা ছবি দেখতে ইচ্ছে করছিলো মনে!



আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দীপংকর সুন্দর মন্তব্য এবং মনযোগী পাঠের জন্য। ছবিটা কোথাকার বুঝলাম না । এটা কি হাসন রাজার সমাধি ?

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল, জুন!

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা :)

৪৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

আদম_ বলেছেন: অনেক সুন্দর পোস্ট। আগেই পড়েছিলাম কিন্তু কমেন্ট লেক্তে হাত বিষ করে তাই করি নাই।
আমার ফিলিপাইন পোস্টের প্রথম পর্ব এখানে Click This Link

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

জুন বলেছেন: কমেন্ট লিখতে হাত বিষ :-& কঙ্কি :-*
তাও আমার ভাগ্য বলতে হবে ব্যাথা হাত নিয়েও যে কিছু লিখেছেন আদম। পড়বো আপনার পোষ্ট।
কি যে হয়েছে বুঝতে পারছি না সন্ধ্যা হলেই আর সামুতে প্রবেশ করতে পারি না :(

৪৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

এনামুল রেজা বলেছেন: উবগারি পুষ্ট। অবশ্যুই ঘুরে আসবু। :D

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

জুন বলেছেন: অবশ্যই ঘুরে আসবেন আর আরো ভালো করে লিখবেন সেই আশায় রইলাম এনামুল রেজা ।
আমার ব্লগে স্বাগতম আপনাকে :)

৫০| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

আরমিন বলেছেন: জুন আপু, তোমার পোস্ট পড়ছিলাম, আর মনে মনে 'লোকে বলে বলেরে, ঘর বাড়ী ভালা নায় আমার ,কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার ' গানের লাইন গুলো মাথায় ঘুরছিলো, পোস্টের শেষে এসে দেখি তুমি নিজেই লিখে রেখেছো !

২৬তম ভালো লাগা রেখে গেলাম ! :)

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরামিন২৯ পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য :)
এই গানটাতো যখন হাসন রাজাকে চেনার বয়স হয়নি তখন থেকেইতো শুনে আসছি ।
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা ।

৫১| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো আমার, ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

জুন বলেছেন: খুব সুন্দর এলাকাটি তবে সেই হাসন রাজার যুগে নিশ্চয় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এক জায়গা ছিল মনে হয় । যার জন্যই জমিদারী ছেড়ে গান রচনায় ঝুকেছিলেন ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাদা মনের মানুষ :)

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

আমিনুর রহমান বলেছেন:




দারুণ পোষ্ট জুনাপু। তাছাড়া ভালো না হইলেও এখন বলতে হবে অসাধারন পোষ্ট নাইলে যদি ৮০টাকার নাস্তা আবার বাতিল করে দেন :P


আমার দুর্ভোগ ২০১১ তে একবার হাসান রাজার বাড়ীর সামনে দিয়ে আসার সুযোগ হয়েছিলো কিন্তু যাওয়া হয়ে উঠেনি।


১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

জুন বলেছেন: ভালো হোয়ে ফিরে এসেছো তার জন্য শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আল আমীনকে আমিনুর ।

পরে একসময় নিশ্চয় যাওয়া হবে চিন্তা কি ।
এ অবস্থায় ও পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
সাথে শুভকামনা আর সুস্থতার জন্য প্রার্থনা ।

৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোস্ট বরাবরের চেয়ে আরেকটু বেশি ভালো লাগছে। কারন লোকটা আমার এলাকার! তার আরেকটা বাড়ি ছিল রামপাশা ইউনিয়নে, যেটা আমার ইউনিয়ন! হাসান রাজার আরেকটা মিউজিয়াম আছে সিলেট শহরে!

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

জুন বলেছেন: তাই নাকি মাসুম ১৪ ? তাহলেতো বলতে হয় ভাগ্যবান যে এমন একজন মরমী সাধক গায়কের প্রতিবেশি :)

এর আগের বার যখন সিলেট গিয়েছিলাম লালাখাল দেখতে তখন পানসী হোটেলে কয়েকবার খেয়েছিলাম । তখন ঐ মিউজিয়ামটি দেখেছি । ছবি তোলা নিষেধ তারপর চুরি করে কয়েকটা ছবি তুলেছি :P

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মাসুম সাথে শুভকামনা রইলো :)

৫৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: জুন আপুর পোস্ট মানেই অন্যরকম কিছু। তাঁর মাঝে যদি সেটা হয় হাসন রাজার জাদুঘর নিয়ে তাহলে তো সেটা অনন্য। এই বিষয়ে তাই আরকিছু না বলে বরং অন্য কথা বলি, হাসন রাজার মিউজিয়ামের প্রবেশ পথের যে ছবি দিয়েছেন!! মানে যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলেছেন, আপনার পেছনেই ছিল দুটো পলাশ গাছ, গতবছর গিয়েছিলাম........... এত সুন্দর পলাশ ফুল আমি কখনোই দেখিনি। এরপর থেকে পলাশ ফুলের কথা শুনলেই ঐ গাছের কথা মনে পড়ে।

(ছবি দেয়ার ইচ্ছে ছিল কিন্তু সামু দিচ্ছে না :( )

পলাশ ফুলের শুভেচ্ছা রইল আপু :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

জুন বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: জুন আপুর পোস্ট মানেই অন্যরকম কিছু। না না ব্যতিক্রমি কিছুই নয় যা দেখেছি তাই লিখেছি ,
পলাশের দিন ছিলনা তখন তাই সে বৃক্ষ নজর কাড়তে পারে নি দুর্ভাগ্য আমার।
ছবি দিতে পারলে দিও দেখবোকেমন সে গাছ।
আমি গতবার পুরী থেকে কলকাতা আসার পথে ট্রেনে একটা জায়গা দেখেছিলাম যেখানে মাইলের পর মাইল ধু ধু মাঠে শুধু পলাশ গাছ আর সেই গাছে ফুটে থাকা আগুনবরণ ফুল।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার ছবিতে ছবিতে ঘুরে এলাম মরমী শিল্পী হাছন রাজা'র বাড়ি তথা জাদুঘর থেকে। একগুচ্ছ ভালোলাগা রইল পোস্টে। ভালো থাকুন সবসময়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

জুন বলেছেন: আমার ব্লগে অদেখা মন্তব্য দেখা যায় না তাই আপনাদের মন্তব্যগুলো দীর্ঘদিন চোখ এড়িয়ে যায় । আমি অত্যন্ত দুঃখিত এর জন্য ।
পোষ্টটি ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

৫৬| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৪৮

রাঙা মীয়া বলেছেন: দারূন তো

দারূন তো

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:০৬

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে। আন্তরিক ধন্যবাদ আন্তরিক একটি মন্তব্যের জন্য ।
আপনার প্রিয় ব্লগারের তালিকায় আমার নাম দেখে খুবই অবাক হয়েছি।
আর আমি কিনা আপনাকে চিনিই না :(
শুভেচ্ছান্তে

৫৭| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:০২

রাঙা মীয়া বলেছেন: অবাক হওয়ার কিছু নাই আপুমনি :-B

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৩৪

জুন বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.