নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, গা মাঝি গা রে যত গান
রাত তখনো ভোর হয়নি সুন্দরবনের দিকে যেতে যেতে খুব সকালে চোখে পড়লো অপুর্ব এক দৃশ্য। চারিদিক কুয়াশাচ্ছন্ন আর তার মাঝেই সারি বেধে নৌকা ভাসিয়ে গ্রাম ছেড়েছে একদল মৎস শিকারী। মুগ্ধ নয়নে চেয়ে রইলাম বটে কিন্ত সেই সাথে মনে হলো পরিবার পরিজন ছেড়ে কি জানি কতদিনের এই দুর্গম যাত্রা শুরু তাদের?
সুন্দরবন নামের এই অপরূপ বনভূমি বাংলাদেশের এক গর্ব যার অবস্থান পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই বনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা জুড়ে স্থানীয় ভাষায় যাকে বলে বাঁদাবন।
উপগ্রহ থেকে তোলা গাঢ় রঙ্গে রঙ্গীন সুন্দরবন
সেই বাঁদাবনে বাওয়ালী, মৌয়াল এর সাথে আরো রয়েছে আরো এক সম্প্রদায় তারা হলো জেলে। মাছ ধরা যাদের পেশা। মাছের সাথে আরো রয়েছে কাঁকড়া ধরা। পদে পদে মৃত্যুর চোখ রাঙ্গানী উপেক্ষা করে দিনের পর দিন সুন্দরবনের খালে খালে নৌকা ভাসিয়ে চলে জেলের দল।
কেওড়া আর নাম না জানা গাছের মাঝে দিয়ে বয়ে চলা এমন অসংখ্য খাল
দুর্গম সেই বাঁদাবনের রাজা মানুষ খেকো বাঘ, যা সারা বিশ্বে যা রয়েল বেঙ্গল টাইগার নামেই পরিচিত তার হিংস্র থাবা এড়িয়ে, বিভিন্ন প্রজাতির অসংখ্য বিষাক্ত সাপ এর কামড় থেকে সতর্ক থেকে জীবন যুদ্ধে লিপ্ত তারা, পানিতেও ছাড় নেই তাদের,কারন সেখানে রয়েছে ভয়ংকর কুমীর। আর প্রকৃতির রুদ্র রোষ ঝড় ঝঞ্জা তো তাদের নিত্য সহচর। তাই স্থানীয় জেলেরা বনদেবী বনবিবির প্রার্থণা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে যাত্রা শুরুর আগে। সুন্দরবনের ভেতর খালে বিলে নিরাপদ বিচরণের জন্য বাঘের দেবতা দক্ষিন রায় এর প্রার্থণা করাও স্থানীয় জনগোষ্ঠীর কাছে জরুরি।
কাজল নদীর জলে, ভরা ঢেউ ছলছলে,প্রদীপ ভাসাও কারে স্মরিয়া..,সোনার বরণী মেয়ে, বলো কার পথ চেয়ে, আঁখি দুটি উঠে জলে ভরিয়া
মাঝি বাইয়া যাওরে .।
সারি বেধে শুরু হলো এ পথ চলা,কত দিনে শেষ হবে যায় কি বলা!
দুরন্ত নদী মেঘনা যার কুল নাই কিনার নাই। তারই বুকে আমাদের নির্ভিক জেলেরা ছোট এক ডিঙ্গি নৌকায় চড়ে শীত গ্রীস্ম বর্ষা সব ঋতুতেই জীবিকা নির্বাহের জন্য কি কষ্টই যে করছে না দেখলে বিশ্বাস হয় না।
হাড় কাপানো শীতের ভোরে মেঘনায় মাছের সন্ধানে
হেমন্ত মুখোপাধায় আর লতা মুঙ্গেশকর মনে হয় এদের কথা ভেবেই গানটি গেয়েছিল আর লেখক মনে হয় বিখ্যাত গীতিকার পুলক বন্দোপাধ্যায় ।
আমাদের জলযান থেকে ডাক আসায় এগিয়ে আসছে জেলের দল
আটার টোপ দিয়ে চিংড়ি মাছ ধরছে মোহনপুর চাদপুর মেঘনা নদীতে
এত দ্রুত তাদের হাতের কাজ যা আমরা অনেকক্ষন পর্যবেক্ষন করেও ধরতে পারি নি
ইলিশের সন্ধানে আতিপাঁতি করে খোজাখুজি চলছে জাল
নদীতে ইতস্তত ভেসে থাকা জেলেদের নৌকা
কুয়াশার মাঝে ভোরের নদীতে
সুপতি নদীতে ভোর সকালে বিলুপ্ত প্রায় মাছের সন্ধানে
জাল টেনে মাছের সন্ধানে সারাদিন
মেঘনায় ভেসে থাকা এক জেলে
কাঁকড়ার সন্ধানে বাঁদা বনের খালের মাঝে
কাঁকড়া ধরা নৌকার সারি
নিঃসংগ জেলে
দুবলার চরের জেলে নৌকা, তবে এদের লক্ষ্য খাল নয়, মোহনা
এবার আর ডিঙ্গি নয়, ট্রলারে শুরু হলো মাছ ধরার পালা
মাছে ভাতে বাঙ্গালী আমরা মাছ থাকলে আর কি চাই ? কিন্ত এতগুলো জেলে নৌকায় উল্লেখযোগ্য পরিমান কোন মাছেরই দেখা পেলাম না । তবুও অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেই শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই সব জেলের দল । একসময় স্থানীয় জনসাধারণের প্রাণিজ প্রোটিন ৮০ শতাংশ মেটাতো মাছ। এখন মাছ খাওয়ার সৌভাগ্য এলাকার খুব কম লোকেরই ভাগ্যে জোটে।
২য়টি বাদে সকল ছবি আমাদের ক্যামেরায় তোলা
২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
জুন বলেছেন: আমিও তাদের অক্লান্ত পরিশ্রম দেখে অবাক হয়েছি কাল্পনিক ।
মন্তব্য আর উৎসাহের জন্য অশেষ ধন্যবাদ
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
আরমিন বলেছেন: প্রথম ভালোলাগা জুন আপু !
২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
জুন বলেছেন: তাই আরামিন ? অনেক খুশী লাগছে সব সময় সাথে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
লাবনী আক্তার বলেছেন: ছবির সাথে গান মিলেমিশে একাকার।
ভালোলাগা রইল আপু।
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৮
জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা লাবনী
গানটি আমার অনেক প্রিয়।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০
মৃদুল শ্রাবন বলেছেন:
জেলেদের জীবন জীবিকা আমাদের কাছে হয়তো ছবিতে উপভোগ্য কিছু কিন্তু তাদের কাছে চরম বাস্তবতা।
পোষ্টের শুরুতেই সেইটা তুলে ধরেছেন বলে পোষ্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করছি।
শুভকামনা সবসময়।
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
জুন বলেছেন: মৃদুল শ্রাবন সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে
শুভকামনা আপনার জন্যও ।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ । জেলেদের জীবন নির্বাহের জীবন সুন্দরভাবে দৃশ্যায়ন হয়েছে । সেই সাথে অসাধারণ চির যৌবনা নদী রুপ !
আপনাকে এক সমুদ্র ভালোলাগা এবং পিলাচ ! ওখানে কিন্তু আবার জেলেদের ঢুকতে দিয়েন না । তাহলে কিন্তু ওরা সব ভালোলাগা, পিলাচ উঠিয়ে নিয়ে যাবে !
ভালো থাকুন ।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪
জুন বলেছেন: বাহ দারুন এক মন্তব্য করেছেন তো কলমের কালি
না না সমুদ্র পিলাচ সব সাবধানে আলমীরায় তুলে রাখলাম কারো এন্ট্রি নাই
অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি সময় করে দেখেছেন বলে সাথে শুভেচ্ছা একরাশ
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
দরিয়ার পারের লোক আমি। এই সময়টাতেই নদীর পার কত সুন্দর লাগে তা বলে বুঝানো যাবে না আপু। স্মৃতিতে টান খেলাম একটা ......
পোস্টে প্লাস+++ জুন আপুর জন্য হিংসা !!!
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
জুন বলেছেন: আরা চাঁটিগাইয়া নওজোয়ান।। দইজ্জার পাড়ে বসত করি মোরা বুকদি ঠেকাই ঝড় তুফান
আপনিও কি সেই দরিয়ার পাড়ের মানুষ নাকি স্নিগ্ধ শোভন ?
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভয়ামনা নিরন্তর
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চিরচেনা বাংলার ছবি। আপনাদের ক্যামেরায় অনেক সুন্দর কিছু ছবি পেলাম বরাবরের মতো।
জুনাপা, আঁই বইরাগি অই যাইয়ুম.... সব ছাড়ি দিয়ুম।
আর ভাল্লাগে না ভ্রষ্ট রাজনীতির নষ্ট ক্রিয়াকলাপ
মন ছুটে যায় মেঘনার পাড়ে....
গ্রামই আসল বাংলাদেশ
গ্রামেই আসল বাংলাদেশীরা থাকে।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১
জুন বলেছেন: আমারও আর ভালোলাগে না এই নষ্ট রাজনীতি । আর কত বছর চলবে ? কবে শান্তি আসবে এদেশে ?
যাই হোক যে কটা দিন সুন্দরবন ছিলাম এক অসীম শান্তিতে মন ভরে ছিল কিন্ত ঢাকায় পৌছে কি করে বাসায় ফিরবো সেটাও এক চিন্তার বিষয়।
মন্তব্য আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মাইনুল
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী বাঙালি বলেছেন: হেমন্তের গানের সুরে সুরেই পোস্টটা পড়লাম এবং দেখলাম। ছবিতে ছবিতে জেলে জীবনের ইতিকথা পড়লাম যেন। অবহেলিত জেলে সম্প্রদায়ের দুঃখগাঁথা আজও আমাদের তেমন ভাবে স্পর্শ করতে পারে নাই। তবুও তাদের সেবা আমরা নীরবেই ভোগ করে আসছি। ভালো লাগলো পোস্ট। চমৎকার ছবি পোস্ট। শুভ কামনা রইলো জুন।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
জুন বলেছেন: আপনি যতটুকু মন লাগিয়ে পড়েছেন আমি কিন্ত ততটুকু বিশ্লেষন করে লিখিনি আমাদের জেলে ভাইদের জীবন চরিত বিদ্রোহী বাঙালী। কারন আজ ব্লগের সবার পড়ার সময় খুব সংক্ষিপ্ত তাই ছোট করে এক ফাকিঝুকি লেখা । তবুও পড়েছেন জেনে অনেক খুশি হোলাম ।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্য ।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শেয়ার দিলাম..... ‘ওখানে’
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: কোথায় দিলেন বললেন না যে
আওয়াজ দিয়েন সময় পেলে
শুভেচ্ছা রইলো
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট এ ভালোলাগা জানবেন আপু
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ভালোলাগা অভি
শুভকামনা রইলো ।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা আপু।
চমৎকার পোস্ট।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: ভালোলেগেছে জেনে আমারও অনেক অনেক ভালোলাগলো এহসান সাবির
শুভকামনা রইলো ।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ষষ্ঠ ভাল্ লাগা।
+++
নদীর মোহনায় মিলে যাওয়া জেলেদের জীবন।
লেখা আর ছবিতে যথার্থভাবেই ফুটে উঠেছে।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র আপনাকে সুন্দর সুন্দর মন্তব্য আর ভালোলাগার জন্য
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
আবু শাকিল বলেছেন: পোষ্টের সাঁজ সজ্জা ভাল লেগেছে আপু।
ছবি এবং বর্ণনায়, দশে দশ !!!
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫
জুন বলেছেন: দশে দশ
১২ দিলে কি হতো আবু শাকিল
যা লেখার ছিরি আমার এতেতো দশে ২ দেয়া উচিত
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সাথে থাকা আর নিরন্তর উৎসাহ দেয়ার জন্য ।
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭
তুষার কাব্য বলেছেন: বাহ....চমৎকার সব ছবির সাথে অসাধারন একটা গান ফ্রি
অনেক ভাললাগা জানিয়ে গেলাম আপু ।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭
জুন বলেছেন: না তুষার একটা গান নয় আরেকটি যোগ করেছি
আসলে গান কি করে যোগ করতে হয় পোষ্টে তারও একটা এক্সপেরিমেন্ট বলতে পারো
মন্তব্য আর সবসময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮
জাফরুল মবীন বলেছেন: চমৎকার!
সুন্দর পোস্টটির জন্য বোন জুনকে সকৃতজ্ঞ ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
জুন বলেছেন: মোটেই চমৎকার নয় ভাই জাফরুল মবীন
বড্ড দায়সারা ভাবে লিখছি ইদানীং ।
তারপর ও পড়েছেন মন্তব্য করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫
আহমেদ জী এস বলেছেন: জুন ,
“মোর পানিতে ঘর, বন্দরে আসি তোর লাইগা” গানটি সহ ছবি দেখে কিছু দার্শনিক ভাবনা এলো মাথায় ( নাই কাজ খই ভাজ ) । মনে কিছু না করলে শেয়ার করি -
মানুষ চিরটা কালই দুঃখের পানিতে সাঁতার কাটতে কাটতে একটি সুখের বন্দরের খোঁজ করে গেছে । কেউ তার দেখা পেয়েছে, কেউ পায়নি । আপনার ছবির ভোর না হওয়া রাতে বেরুনো মাঝিরা সুখের বন্দরের আশায় আরও হাযার বছর নাও ভাসাবে ! কিন্তু দক্ষিনা রায়দের দাপটে বন্দরের দেখা মিলবেনা কোনওদিন ।
ছবিতে আপনাদের যান্ত্রিক নাওয়ে বসে তাদের কে দুরাগত গ্রহের কেউ মনে হবে । ছবিতে তারা ফ্রেমবন্দি হবে । কিন্তু কারো মনের ক্যানভাসে তাঁদের তৈলচিত্র আঁকবেননা কোনও অঁরি মাতিস বা ভ্যান গ্য ।
ছবির মনোরম কাজল নদীর জলে ভাসানো তরনীর সারি স্মরিয়া কোনও কোনও দিন হয়তো কোনও পাঠকের আঁখি দুটি উঠে জলে ভরে উঠবে । কিন্তু ভোরের পথযাত্রীদের পথ ফুরুবেনা । কোনও সোনার বরনী মেয়ে তার পথ চেয়ে চেয়ে হাড় কাঁপানো শীতের সন্ধ্যেয় একটা দীর্ঘশ্বাস ছাড়বে । শুধু নিঃসঙ্গ এক জেলে রয়ে যাবে আরও নিঃসঙ্গ , নিস্তরঙ্গ এক নদীতে দু’মুঠো অন্নের পথ চেয়ে ।
ক্ষুধা নামের বাঘের হাত থেকে কোনও বনবিবি-ই তাঁকে আসবেনা বাঁচাতে ।
তবুও বলে যেতে হবে – মাঝি বাইয়া যাওরে .....
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
জুন বলেছেন: সুন্দরবন ভ্রমণ নিয়ে আস্ত একটা পোষ্ট দেয়ারই ইচ্ছে ছিল আহমেদ জী এস। কিন্ত নানা কারনে তা হয়ে উঠছেনা। শিরোনামের গানটি গুন গুন করছে সর্বক্ষন কানের মাঝে। সুন্দরবন ভ্রমনের লাষ্ট রাত্রে ইনফর্মাল একটি কালচারাল শো হয়েছিল । তাতে বিভিন্ন দেশের ৪৫ পর্যটক ছিল। তাদেরই একজন তামিল বংশদ্ভূত মালয়েশিয়ান এক মহিলা এই গানটি গেয়েছিলেন তামিল ভাষায়। সেই পরিবেশে গানটি অদ্ভুত এক আলোড়ন তুলেছিল এই উপমহাদেশের গোটা বারো মানুষের মাঝে যা তাদের অংশগ্রহনের মাঝেই বোঝা গিয়েছিল।
সেই থেকেই গানটি নিয়ে কিছু লেখার আগ্রহ। আপনার সুন্দর একটি হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর সাথে থাকার জন্য শুভেচ্ছা ।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
সায়েম মুন বলেছেন: গান, ছবি বর্ণনায় সুন্দর পোস্ট আপু। আশা রাখি ভাল আছেন। অনেক শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২
জুন বলেছেন: অনেকদিন পর মুন ?
অনেক ভালোলাগলো দেখে । আশাকরি তুমিও ভালো আছো।
শুভকামনা তোমাদের সবার জন্য । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৫
প্রবাসী পাঠক বলেছেন: বর্ণনা, ছবি আর গান সব মিলিয়ে অসাধারণ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪
জুন বলেছেন: নাহ তেমন কিছুই বর্ননা দেয়া হয়নি প্রবাসী । শুধু পোষ্টে গান কি করে লিংক দিতে হয় এ ছিল তার এক্সপেরিমেন্ট
তারপর ও এসেছো মন্তব্য করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এক কথায় অসাধারণ
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ ডাইরেক্ট পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
ইমিনা বলেছেন: জুন আপুকে মাঝে মাঝে হিংসা হয়। ইস্, কত কত জায়গায় ঘুরতে পারছেন আপনি আর আমি কুনোব্যাঙ হয়ে বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
জুন বলেছেন: না না হিংসা নয় ইমিনা
ছুটি নিয়ে ঘুরে বেড়ালেই হবে ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর রাতের শুভেচ্ছা ।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।+++
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়
শুভেচ্ছা নিরন্তর
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
রাতুল_শাহ বলেছেন: আপনি উপগ্রহ থেকেও ছবি তুলেছেন?
হুম উত্তর পাইলাম:::: ২য়টি বাদে সকল ছবি আমাদের ক্যামেরায় তোলা
সব জায়গায় এত মাছের সন্ধান করেন কেন?
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: উপগ্রহ না হলেও এই গ্রহ ছেড়ে তো একদিন যেতে হবেই তাই না রাতুল ?
ভালো থেকো শুভেচ্ছা রইলো।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১
ঢাকাবাসী বলেছেন: অন্তর দিয়ে তোলা কিছু ছবি আর আমার আগে দেখা জেলেদের কঠিন পরিশ্রমের জীবন দেখা.. সব মিলিয়ে খুব ভাল লাগল।
২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ ঢাকাবাসী এমন মনকাড়া মন্তব্যের জন্য
শুভকামনা অনিঃশেষ ।
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
মহামহোপাধ্যায় বলেছেন: গান গল্প ছবি নিয়ে চমৎকার পোস্ট জুন আপু
সুন্দরবন যাবার পরিকল্পনা বহুদিনের!! প্রতিবারই একটা না একটা ফ্যাকড়া লেগে যায়
এবার সত্যি সত্যি চলেই যাব !!
ভালো থাকুন। শুভেচ্ছা অগুণিত
২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০
জুন বলেছেন: পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার মহামহপাধ্যায়
ঘুরে এসো জলদি, একদিন দেখবে সেই সুন্দর সুন্দরবন আর নেই । কিছু কলুষিত মানুষের লোলুপ থাবায় হতশ্রী এক বন।
শুভকামনা রইলো নিরন্তর ।
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খেইলি খুব আপু...
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
জুন বলেছেন: এটা কোন দেশের ভাষা জহির ইরান তুরান কি ?
অর্থটা কি ভালো না মন্দ বুঝলাম্না
যাই হোক পোষ্ট পাঠ আর দুর্বোধ্য এক মন্তব্যের জন্য অফুরন্ত ধন্যবাদ সাথে শুভেচ্ছা সকালের
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯
মুরশীদ বলেছেন: প্রিয় গানের সাথে চমৎকার ছবি মিলিয়ে ভালোলাগলো অনেক।
++++++
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩
জুন বলেছেন: গানদুটো আমারও অসম্ভব প্রিয়
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভেরি নাইস পোস্ট আপু!! ছবির সাথে গানও দিছেন
সুন্দরবনে কি বাঘের ছবি তুলছেন?
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮
জুন বলেছেন: গান এর লিংক দেয়াটাই ছিল আমার এক্সপেরিমেন্ট। অবশ্য এতে একজনের সহায়তা নিয়েছি । তার কাছে আমি এই ব্যাপারে কৃতজ্ঞ মাসুম১৪।
নাহ বাঘ কই ? তবে তার সদ্য হেটে যাওয়া পদচিনহ দেখেছি ।
মন্তব্যে অশেষ ধন্যবাদ সাথে একরাশ শুভকামনা সাথে থাকার জন্য
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০
আরজু পনি বলেছেন:
বরাবরের মতোই দারুণ ভ্রমণ পোস্ট !
কাজল নদীর জলে...গানটি অনেকদিন পর আপনার কল্যাণে শুনতে পেয়ে খুব ভালো লাগছে ।
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
জুন বলেছেন: নাহ পনি শুধু শুধু দারুন বোলো না এই পোষ্টকে । তবে গানদুটো অসাধারন এটা মানতেই হবে হেমন্ত লতা আর তরুনের গাওয়া অনাবদ্য এই সৃষ্টিকে ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩
মোঃমোজাম হক বলেছেন: আমার প্রাণকারা কাজল নদীর জলে --- গানটি শুনতে শুনতেই ভ্রমন কাহিনী শেষ করলাম। চমৎকার
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬
জুন বলেছেন: হ্যা মোজাম ভাই সত্যি প্রানকাড়া এই গান কি আবেগ কি গলা আর কি সুর সাথে কথাগুলো ।
পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে শুভেচ্ছা সকালের, দীর্ঘ প্রবাস থেকেও সাথে থাকার জন্য
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭
দীপংকর চন্দ বলেছেন: দেখা আর লেখাকে অন্য সুরে বেঁধে দিলো গান!
অনেক অনেক ভালো লাগা জানবেন জুন।
ভালো লাগার বিপরীত পিঠে খারাপ লাগার বসবাস।
কিন্ত এতগুলো জেলে নৌকায় উল্লেখযোগ্য পরিমান কোন মাছেরই দেখা পেলাম না ।
প্রকৃতির প্রতি বিরূপ আচরণের কষ্টদায়ক ফল ভোগ করাই হয়তো নিয়তি আমাদের!
তবু আশাবাদ অটুট থাকুক!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪
জুন বলেছেন: অত্যন্ত সুন্দর প্রেরনাদায়ী এক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দীপংকর চন্দ। এমন মন্তব্যের জন্য অপেক্ষা করি
শুভেচ্ছা রইলো
৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২
শায়মা বলেছেন: বাপরে!!!!!!!! কত্ত লেখা লিখেছো আপুনি!!!!!!!!!
সব এক এক করে পড়তে হবে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫
জুন বলেছেন: হ্যা পড়বে সেই আশা করেই তো লিখে চলেছি :#>
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শায়মা
৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: হায় হায় উপরের কমেন্ট তো আমি করিনি!!!!!!!!!!
কে করলো!!!!!!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
জুন বলেছেন: আমিও করিনি শায়মা ।
মনে হয় কালপুরুষ ভাইয়ের সেই ভুতে করেছে :-&
৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
দীপান্বিতা বলেছেন: বছরের প্রথম দিনটি খুব সুন্দর কাটালেন!......খুব ভাল লাগল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
জুন বলেছেন: আপনার দিনটিও নিশ্চয় সুন্দর কেটেছিল
ভালোলাগার জন্য অনেক ভালোলাগা ।
শুভেচ্ছান্তে দীপান্বিতা
৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪
অন্ধবিন্দু বলেছেন:
নিঃসঙ্গ জেলের অতুষ্টিতে আপনার মমতামাখা দৃষ্টি; ভালোলাগলো জুন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
জুন বলেছেন: আপনার মন্তব্যটি অসাধারণ অন্ধবিন্দু । সত্যি অল্প কথায় তা যে রকম লেখাই হোক তার সার অংশটুকু বের করে আনা আপনার এক বিরল প্রতিভা।
অশেষ ধন্যবাদ মন্তব্য আর সাথে আছেন বলে
৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: কি দারুন সব ছবি
আর আপনার লেখা পড়ে আপনার চোখে দেখা
খুব ভাল লাগল
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
জুন বলেছেন: এই মনিরা আপনিতো আমার দেশি মানুষ থাকেনও কত সুন্দর জায়গায়। লিখেন কি চমৎকার । আমি অবাক হই দেখে কি অল্প কথায় কি সুন্দর ভাবের প্রকাশ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: সুন্দরবন গিয়েছিলাম মাসখানেক আগে। আগে বলতেন একসাথে যেতাম, ভাড়া বেঁচে যেত একটু
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
জুন বলেছেন: তাইতো তাইতো ! কিন্ত আমাদের ট্যুর অপারেটর যে মাথা দেখে ভাড়া নেয় । তাতে আন্ডা বাচ্চাও বাদ যায় না
পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ নাহিদ রুদ্রনীল
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর পোস্ট। নদীর একটা সম্মোহনী ক্ষমতা আছে। খারাপ মানুষদেরও কখনো উদাসীন বানায়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
জুন বলেছেন: তাইতো প্রথম গানটিতে হেমন্ত বলেছেন অর্থাৎ গীতিকার পুলক বন্দোপাধ্যায় বলেছেন " মোর পানিতে ঘর, বন্দরে আসি তোর লাইগ্যা "
জুলিয়ান ভাই মন্তব্যটি চোখ এড়িয়ে যাবার জন্য আমি অনেক দুঃখিত ।
অসংখ্য ধন্যবাদ আমাকে স্মরণ করায়
৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রাকু হাসান বলেছেন: ক্যাপশন অসাধারণ ,শিরোনাম বেশ লাগছে । । তবে এই পোস্টে না আসলে এত সুন্দর গানটির সাথে পরিচিত হতে পারতাম না । গানটি প্রথম এই মুহূর্তে শুনছি । ভালো একটি গান পোস্টে যোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জুন আপু ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
জুন বলেছেন: এত কষ্ট করে খুজে খুজে আমার পুরনো লেখাগুলো পড়া ও আন্তরিক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ রাকু হাসান। জী গানটি আমারও অনেক প্রিয় তাই এখানে জুড়ে দিয়েছি একজনার অসীম সহযোগিতায়
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নদী পথে আমি যতবার ভ্রমন করেছি, আমি ততবার দেখেছি সকাল বেলা একটা অসাধারন পরিবেশ সৃষ্টি হয়। আর আমাদের জেলেদের জীবন যে কি কঠিন, তা আসলে না দেখলে বিশ্বাস হয় না।
এই মানুষগুলোর প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা এবং আপনাকেও ধন্যবাদ, সুন্দর একটা পোষ্টের জন্য জুনাপু।