নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জোড়া ধনেশ পাখী ।
আরেক জোড়া ধনেশ পাখী ভিন্ন ভঙ্গীমায় বসা
এই পাখিটির নাম জানি না
ব্লগার বাধলেই বাঁধন মনে করিয়ে দিয়েছে পাখিটির নাম , কেশোয়ারী , অনেক ধন্যবাদ ওনাকে
ছেলেদের আধুনিক চুলের কাটিংটা বোধহয় এখান থেকেই ধার করা
এবার একটা সাদা শকুন দেখেন
আমাদের চির পরিচিত উট পাখী
লেকের মাঝে কাঠের ভেলায় ভেসে বেড়ানো পেলিক্যান।
অনেকগুলো হরিন দল বেধে
কর্তা মশাইর প্রিয় প্রানী, তাই এর প্রচুর ছবি তোলা হয়েছে
আবারো হাতী
জিরাফ...পরিচয় না দিলেও চলবে মনে হয় ।
সাদা বানর
নিঃসংগ গন্ডার
দেখে মনে হচ্ছে জলহস্তীটা পান খাওয়া ফোকলা দাত বের করে আমার কাছে খাবার চাইছে। কিন্ত বোর্ডে পরিস্কার লেখা আছে কোন প্রানীকে খাবার দেয়া চলবে না
নিরাশ হয়ে আবার পানিতে নেমে পড়লো বাচ্চাটাকে নিয়ে
বোর্ডে দেখলাম কিছু আগেই তাদের নাস্তা খাওয়া শেষ, তারপরও দুষ্ট দুটো উদবেড়াল মাছের আশায় তাকিয়ে আছে।
কালো একটি ভালুক ঘুমানোর পায়তারা করছে ।
আর দুজন বিশাল নীম গাছের নীচে দুষ্টুমিতে ব্যাস্ত
২৭ শে এপ্রিল বিশ্ব টাপির দিবস । বিলুপ্তির হাত থেকে প্রানীটিকে রক্ষার জন্যই এই দিবস
ঘরের মাঝে এক টাপির শুয়ে আছে
আর ইনি হলেন আমাদের গর্বের প্রতীক বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার । ভরপেট খাওয়া দাওয়া করে এখন বিশ্রামে।
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:০৮
জুন বলেছেন: ভদ্র প্রানী বলেই সারি দিয়ে দাঁড়িয়ে আছে
অনেক অনেক দিন পর প্রিয় ব্লগার আমিনুরকে আমার পোষ্টে দেখে খুব ভাললাগলো ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ।
২| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪
সুমন কর বলেছেন: ছেলেদের আধুনিক চুলের স্টাইলটা বোধহয় এখান থেকেই ধার করা ভালো বলেছেন।
সুন্দর ছবি পোস্ট।
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১০
জুন বলেছেন: একদম সেই রকম রোনাল্দোর মত তাই না সুমন কর
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৩| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জুনাপু এটা কি বার্মাতে নাকি??
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১২
জুন বলেছেন: ইয়েস। তবে বেশিরভাগ আনকমন জীব জানোয়ার সরিয়ে নেয়া হয়েছে নতুন রাজধানী নেপিডর অত্যাধুনিক চিড়িয়াখানায়।
আমরা শুধু ঝড়তি পরতি জিনিস দেখে আসলাম কাল্পনিক
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৪| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
বাঁধলেই বাঁধন বলেছেন: ৩নং ছবির পাখিটার নাম "ক্যাসোয়ারি"( Cassowaries ) ।
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
জুন বলেছেন: আপনি বলার পর আমারও মনে পরেছে পাখিটির নাম কেশোয়ারী। অনেক আগে ঢাকা চিড়িয়াখানায় দেখেছিলাম। তবে করুন দশাপ্রাপ্ত।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ । স্বাগতম রইলো আমার ব্লগে ।
৫| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:০০
জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার।
ছবিগুলো দেখে আমরাও চিড়িয়াখানার কিছু অংশ ঘুরে ফেললাম।
এটা কোন দেশের চিড়িয়াখানা?
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:২১
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জেন রসি আপনাকে ।
আমিও ভাবলাম আমাদের দেশের চিড়িয়াখানায় যাবার তো জো নাই তাই আমার চোখেই দেখেন ।
এটা ইয়াঙ্গন চিড়িয়াখানা
৬| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১১
কাবিল বলেছেন: আপুনি, কোনটা রেখে কোনটা বেশি সুন্দর বলব বুঝতে পারছিনা। আপুনি, কোনটা রেখে কোনটা বেশি সুন্দর বলব বুঝতে পারছিনা।
কোন দেশের চিড়িয়াখানা উল্লেখ করেননি ভালই হইছে, সবার মাঝে একটু চাহিদা বিরাজ করুক।
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫
জুন বলেছেন: ঐ কেশোয়ারী পাখি যা আজকাল কার ছেলেদের চুলের স্টাইল ঐটা নইলে ফোকলা দাতের জলহস্তিটা সিলেক্ট করতে পারেন কাবিল
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
আপনার লাষ্ট পোষ্টে মন্তব্য করতে চেষ্টা করলাম । হচ্ছে না কেন বুঝলাম না
৭| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১৮
রিকি বলেছেন:
চিড়িয়াখানা দেখে মনটা ভাল হয়ে গেল। জুন আপুর পোস্টে প্লাস is a must
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯
জুন বলেছেন: আমিও চাইলাম আপনাদের মন ভালো হোক তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা রিকি
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য
৮| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: কোন প্রকার কথা হবে না, শুধু যোগ আর যোগ ++++
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
জুন বলেছেন: আর কোন কথা নাই শুধু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
৯| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৩০
মোঃমোজাম হক বলেছেন: ছবি ব্লগটা ভাল লাগলো।
আমাদের বিজিবি গার্ডের মতো বাঘকেও তারা বন্ধী করে রেখেছে
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
জুন বলেছেন: হা হা হা মোজাম ভাই ঠিকই বলেছেন । আমাদের বন্দী করে রাখলে আরো ভালো হতো। তবে ওদের ১৮টি উপজাতির মাঝে সবচেয়ে ভয়ংকর হলো রাখাইন আর কারেন উপজাতি যারা আমাদের সীমান্ত ঘেষে আছে।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
১০| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯
কলমের কালি শেষ বলেছেন: টিকেট কাটা ছাড়াই বিদেশের একটা চিড়িয়াখানা ঘুইরা আইলাম !
পোস্টে একহাতি লাইক দিলাম ।
০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩০
জুন বলেছেন: আর এমন বিনে পয়সায় কাউকে কোত্থাও ঘুরিয়ে আনবো না ভাবছি
এখন থেকে সব গোপন থাকবে
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ককাশে
১১| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:১০
রিকি বলেছেন: আপি আপনার ৩ নম্বর অনামিকা (নাম না জানা) পাখিটা Mohawk style follow করেছে---অথবা Mohawk style একে দেখেই শুরু হয়েছে !!!! দেখেন মিলেনি???
০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩৯
জুন বলেছেন: উত্তর আমেরিকা আর কানাডা জুড়ে থাকা নৃ জনগোষ্ঠী Mohawk বা মহিকানদের চুলের স্টাইল এখন কিশোর আর তরুনদের মুগ্ধ করে রেখেছে রিকি । খুজে দেখতে হবে এই পাখিটি কি নিউ গিনি আর উত্তর পুর্ব অস্ত্রেলিয়া থেকে মহিকানদের দেশে গিয়েছিল নাকি ?
যাই হোক ছবিটির জন্য এবং আবার আসার জন্য অশেষ ধন্যবাদ রিকি আপনাকে
১২| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩০
রূপা কর বলেছেন: আপনের সাথে বিদেশি চিড়িয়াখানা দেখলাম আপা
০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
জুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রূপাকর
১৩| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
৯ নং ভালো লাগা রইল।
০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০৬
জুন বলেছেন: মন্তব্য আর ভাললাগার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক
১৪| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: জুন ,
সুন্দর ।
বিদেশের মাটিতে চিড়িয়াখানায় একদিন কেন , কোনদিনই ঘোরাঘুরি করার সুযোগ ইহজন্মে হবেনা হয়তো । তাই অন্তর্জালে ঘোরাঘুরি করে কর্তা মশাইর প্রিয় প্রানীটির ছবি যোগাড় করলুম ,
A bull elephant makes his presence known at a watering hole in Etosha National Park, Namibia
আর এইখানা আপনার জন্যে - চিড়িয়াখানা থেকে নয় ------
Buffalo escape a fire in New Delhi by plunging into the Yamuna river ..
০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১২
জুন বলেছেন: কি বলেন আহমেদ জী এস ইচ্ছে থাকলে সবই হয় । একেবারে হতাশ হয়ে পরলেন মনে হলো । হয়তো বলবেন চিড়িয়াখানা দেখার আবার কি হলো বুড়ো বয়সে ? এসব দেখবে বাচ্চারা । তবে আমি কিন্ত ভাই দেশ হোক আর বিদেশই হোক সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখতে চেষ্টা করি। এই যেমন সেদিন গেলাম ঘোড়াশাল রোজার আগে । সেখানে গিয়ে পথের ধারে হোটেল থেকে ভাত খেয়ে আশে পাশে ঘুরে দেখলাম , বাজারে গেলাম । আহামরি কিছু নেই দেখার তারপরও আমার দেশের একটি স্থান ।
তার কালেকশনের অল্প কয়টা ছবি দিলাম , সময় পেলে দেখবেন । আর আপনার ছবিগুলো আর আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
http://www.somewhereinblog.net/blog/June/29296083
১৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:৩৫
দীপংকর চন্দ বলেছেন: ছেলেদের আধুনিক চুলের স্টাইলটা বোধহয় এখান থেকেই ধার করা
হা হা হা হা
অনেক অনেক ভালো লাগা বরাবরের মতো।
প্রতিটা ছবিই সুন্দর।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪১
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দীপংকর চন্দ সব সময় পাশে থেকে উৎসাহ দিয়ে মন্তব্য করার জন্য ।
পাখিগুলোর শিং নাকি ঝুটি বুঝলাম না দেখেই আজকালকার তরুন যুবকদের মাথাটা চোখের সামনে ভেসে উঠলো
শুভকামনা সকালের ।
১৬| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫০
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। দারুণ লাগল হাতীদের ভদ্রতা। শুভেচ্ছা রইল।
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই । আপনার জন্যও রইলো শুভকামনা
১৭| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যদি শ্রীলংকায় যান তবে দেহিওয়ালা চিড়িয়াখানা দেখে আসতে ভুলবেন না। পোস্টে +++
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:০৬
জুন বলেছেন: শ্রী লংকা যাবার অনেক দিনের প্ল্যান আছে । এবার যখন মায়ামনার গেলাম তার আগে শ্রী তে যাবার ইচ্ছে ছিল । কিন্ত গরমের কথা ভেবে যাই নি ।আল্লাহ চাহেতো সামনে অবশ্যই যেতে চেষ্টা করবো আর আপনার সাজেশন মত সেই চিড়িয়াখানাটি দেখে আসবো ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । আগামীতেও সাথে থাকুন ।
১৮| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩০
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি আপু
০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মনিরা ।
শুভকামনা রইলো
১৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১:২০
সচেতনহ্যাপী বলেছেন: চুলের ষ্টাইলের ধারনাটি অপূর্ব!! আর হাতিগুলি কি মার্চিং অর্ডার পেয়েছে??
০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৮
জুন বলেছেন: হাতীগুলোর ব্যপারে আমারও তেমনটি মনে হচ্ছে সচেতনহ্যাপী
আর চুলেরটা
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
২০| ০২ রা জুলাই, ২০১৫ ভোর ৪:৩২
সানি হাসান বলেছেন: সব গুলো ছবিই বেশ সুন্দর।
ছবিগুলো দেখে ভাল লাগল।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:১০
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে সানি হাসান । মন্তব্য আর ভালোলাগলো জেনে অনেক ভালোলাগলো
২১| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৩২
আরণ্যক রাখাল বলেছেন: দারুণ পোস্ট। এটা কোন দেশের চিড়িয়াখানা?
আপনার উপস্থাপনটা সুন্দর
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:০১
জুন বলেছেন: এটা ইয়াঙ্গনে ওদের নতুন এবং অত্যাধুনিক চিড়িয়াখানা করেছে নতুন রাজধানী নেপিদতে ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আরন্যক রাখাল ।
২২| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:০০
কানাই স্যার বলেছেন: দেখলাম, খুব সুন্দর মন আপনার । আমাদেরও দেখালেন। ভাল থাকবেন।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১২
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে কানাই স্যার । আপনার মন ভালো বলেই অন্যের মনও ভালো দেখছেন ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
২৩| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খেইলি গাসাংগ খানুমে জুন, মামনুন। (অনেক সুন্দর জুন খানুম, ধন্যবাদ)
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৪
জুন বলেছেন: ইহা কি পারস্য দেশের ভাষা নাকি জহির ? আপনাকেও অনেক অনেক মাম্নুন পোষ্টটি পড়া আর মজার একটি মন্তব্যের জন্য
২৪| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:২৪
ঢাকাবাসী বলেছেন: ঠামি সা পিবিলা? (চা খাবেন?)। আপনার চিড়িয়াখানার ছবিগুলো দেখে ভাবছিলুম আমাদের দেশের চিড়িয়াখানার মহাচোর কর্তাগুলো কেমন নির্মমভাবে প্রানীদের খাবার চুরি করে, যত্ন নেয়না, প্রয়োজনে খুন করে ফেলে, সারামাস দুহাতে টাকা মারছে, আর মিলিটারী জান্তার দেশে (সেখানে গনতন্ত্র নাকি নেই!) প্রানীগুলো কি চমৎকার ভাবে থাকছে। ধন্যবাদ আপনাকে।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৭
জুন বলেছেন: আপ্নি আবার কোন দেশের ভাষা নিয়ে আসলেন ঢাকাবাসী
আপনি ঠিকই বলেছেন আমাদের দেশের চিড়িয়াখানার করুন অবস্থা দেখলে কান্নাই পায় । ওদের প্রানীদের এত বিশাল বিশাল জায়গা জুড়ে রেখেছে যে আমরা খুব কম সংখ্যক প্রানীরই কাছ থেকে ছবি তুলতে পেরেছি ।
মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই । শুভকামনা রইলো সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে থাকুন
২৫| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ভাল লাগলো আপু!!
আপনার উপস্থাপনটা সুন্দর, ভাল থাকবেন!!
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৯
জুন বলেছেন: কই আর তেমন উপস্থাপনা করলাম কামরুন্নাহার বিথী খুবই সাদামাটা ছবি ব্লগ । তারপর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমার পোষ্টটি ঝলমল করে উঠে এটাই যা আনন্দের ।
অনেক ধন্যবাদ আপনাকে
২৬| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২৮
মুরশীদ বলেছেন: বুড়ো বয়সে চিড়িয়াখানা ঘুরঘুর ভালোই লাগলো
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:২০
জুন বলেছেন: জী বুড়ো হলে মানুষ আবার শিশু হয়ে যায় বলে শুনেছি এবার স্বচক্ষে দেখলাম
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
২৭| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭
এহসান সাবির বলেছেন: জেব্রা কই? ঘোড়া? সিংহ নাই?
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:২২
জুন বলেছেন: জেব্রা । সিংহ সবই ছিল এহসান সাবির । কিন্ত তাদের এত বিশাল জায়গায় রাখা হয়েছে, তাতে আবার গাছ না বিশাল বিশাল সব মহীরুহ। তার ফাক দিয়ে এদের ছবি পরিস্কার আসে নি ভাই ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
আর পিঠা পোষ্ট দিয়ে সেই যে গায়েব হইলেন ব্যাপারটা কি
২৮| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোলাগতেছিলো দেখতে। আমাদের চিড়িয়াখানার পশু পাখি দেইখা মায়াই লাগে, যাইতে ইচ্ছা করেনা।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৪
জুন বলেছেন: আপনার কথাটি শতভাগ সত্য । বাঘের খাচার পাশ দিয়েতো হাটাই যায় না দুর্গন্ধে । মায়াই লাগে প্রানীগুলোর জন্য ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ শতদ্রু ।
২৯| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
মশিকুর বলেছেন:
মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম একবার। বহুত দুর্গন্ধ এই চিড়িয়াখানার দুর্গন্ধের অবস্হা কী? এই পোস্টে হালকা বর্ণনার অভাব অনুভব করেছি আপু। আর ছবিগুলো খুবই ভাল লেগেছে
শুভকামনা রইলো
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৯:১৫
জুন বলেছেন: ্মন্তব্যে অনেক খুশি হোলাম মশিকুর । নাহ কোন দুর্গন্ধ নেই সেখানে । যদিও এটা এখন ২য় স্থান অধিকার করেছে নতুন চিড়িয়াখানা নতুন রাজধানীতে স্থানান্তরের পর তারপর ও আমাদের টার চেয়ে ভালো । এসব দেখলে আমাদের দেশের জন্য দুঃখই হয় । এসব দুর্নীতিপরায়ন কর্মচারীর দৌরাত্বে কোথাও কেউ ভালো নেই ।
আপনার জন্য ভেতরের পরিবেশের কয়েকটি ছবি দিলাম ।
এদিকে জিরাফ জেব্রা আর বাঘ আছে তার চিনহ ।
৩০| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:২১
শাহাদাত হোসেন বলেছেন: হাতিগুলা তো দেখি একদম সহজ সরল ।
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫
জুন বলেছেন: কি জানি দেখেতো তাই মনে হচ্ছে shahdath HOSSAIN । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
৩১| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭
জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক ভালোলাগা সাদা মনের মানুষ
৩২| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বিদেশী চিড়িয়াখানা হইলেও পশুপাখি গুলা কিন্তু আমাদের দেশীয় চিড়িয়াখানার মতই এহেবারে সেম টু সেম ।
০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫১
জুন বলেছেন: চিড়িয়াখানার মাঝে বন্দী পশুপাখি তো সব দেশে একই রকম কান্ডারি
যাইহোক অনেক দিন পর আমার ব্লগে পা ফেলা আর মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ
৩৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০
রাবার বলেছেন: চিড়িয়া দেইখা মজা পাইলাম । তয় মগের মুল্লুকে আমাগো বাঘটারে দেইখা খারাপ লাগলো
০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫
জুন বলেছেন: মজার চেয়ে বেশি কষ্টই লেগেছে তাদের জেলজীবন দেখে রাবার । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৩৪| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
হুপফূলফরইভার বলেছেন: মন্তব্য ০১: জলহস্তিটা কি কাউকে দেখে শুখভেংচি কাটলো কিনা?
মন্তব্য ০২: হাতিগুলো তো দলবেধে পেরেড করছে মনে হলো।
প্রশ্ন ০১: কুন দেশে তে চিড়িয়াখাণা বর্ণনাতার কৈ?
০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০
জুন বলেছেন: না ভেংচি নয় হুপ জলহস্তিটা মনে হয় খেতে চাইছিল হাসি হাসি মুখ করে ।
হাতিগুলো দেখে তাই মনে হলো অবশ্য।
চিড়িয়াখানাটা ইয়াংগনে
৩৫| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫
দীপান্বিতা বলেছেন: দারুন
১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০০
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা সাথে আছেন অনেক দিন ধরে
৩৬| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: আপুনি!!!!!!
চিড়িয়াখানা আমি ভীষন পছন্দ করি!!!!!!!!
১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৩
জুন বলেছেন: তাই নাকি ? তবে আমাদের দেশে তাদের খাবার আর থাকার ব্যাবস্থা এত করুন যে দেখলে মায়াই লাগে।
তোমার ইফতার পোষ্ট দেখেছি । এত্ত মজার মজার খাবারের আয়োজন দেখে জিভ দিয়ে টুপ করে একটু
৩৭| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট। চাক্ষুস না দেখতে পাওয়া সাধ মিটিয়ে নিলেম আজ।
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
জুন বলেছেন: তার জন্য অসংখ্য ধন্যবাদ রেজোয়ানা আলী তনিমা
শুভকামনা রইলো অনেক ।
৩৮| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
আবু শাকিল বলেছেন: হে জুন আপু,
চিড়িয়খানা থেকে ঘুরে আসলাম।
একদম ফ্রী তে।
সুযোগ প্রদানের ধন্যবাদ জ্ঞাপন করিলাম।
ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন ।
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫২
জুন বলেছেন: আমিতো ভাই আপনাদের ফ্রি ফ্রি ঘুরিয়ে আনছি সব জায়গা থেকে
অনেক ভালো থাকুন আবু শাকিল
ঈদের শুভেচ্ছা আপনি ও আপনার পরিবারের জন্যও ।
৩৯| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৮
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
২০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২০
জুন বলেছেন: আপনিও ভালো থাকুন আর ঈদ শুভেচ্ছা জানবেন এহসান সাবির ।
৪০| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭
দীপান্বিতা বলেছেন: ঈদ মোবারক
নতুন পোষ্ট কই!
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮
জুন বলেছেন: ঈদ মোবারক । নতুন পোষ্ট দিয়েছি
সময় পেলে দেখো দীপান্বিতা
৪১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩১
মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: অাপু ওদের জন সংখ্যা কত? চিড়িয়াখানার রাস্তাঘাটে তো কোন জন মনিষ্যি দেখা যাইতেছেনা। ব্যাপার কি? আমার ফেসবুকে যে কয়টা বার্মিজ ফ্রেণ্ড আছে তাদের দেওয়া ছবিতেও তেমন কোন জন চলাচল দেখিনা। কিছু কিছু ছবি দেখে নিশ্চিত ধ্যান হয় যে বিশ্বে সবচেয়ে সুখী মানুষ গুলোর দেশ হল বার্মা। তুমি কি বল??
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
জুন বলেছেন: মায়ানমার আয়তনে আমাদের দেশের চেয়ে চার গুন বড় আর লোক সংখ্যা মাত্র চার কোটি । আমরাও ইয়াঙ্গনের একেবারে ডাউন টাউনে ছিলাম শেষ ৫ দিন । সেখানেও খুব কম মানুষই দেখেছি ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ েমাঃ রােশদ এয়াকুব।
৪২| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: বাহ!! জুনাপুর চোখ দিয়ে পুরো বিদেশি চিরিয়াখানাটা ঘুরে দেখে আসলাম। দারুণ লাগলো।
প্রতি ইদের পর আমার একটা বিশেষ দায়িত্ব হলো বাসার সব পিচ্চির রাখাল হয়ে চিড়িয়াখানায় যেতে হবে এবার আমার ভাইপো এক বিচিত্র কারণে প্রতিটা খাঁচা বা ফেন্সের সামনে গিয়ে পশুপাখি দেখার বদলে উল্টো তার আশেপাশের মানুষ গুলো দেখেছে। ভেবে দেখলাম এটা দেখাও একটা চমৎকার ব্যাপার
ভাল থাকুন। শুভেচ্ছা রইল
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
জুন বলেছেন: পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মহামহোপাধ্যায়
৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ভাল লেগেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তুমি আমরা
৪৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
ভ্রমরের ডানা বলেছেন: চিরিয়াখানার থেকে আমার গেম রিজার্ভ বা অভয়ারণ্য গুলি বেশি প্রিয়। এসব ঘুরতে দারুন মজা আছে। তবে চিরিয়াখানা কম প্রিয় যে তা কিন্তু নয়। প্রাণিজগৎ এর বন্য সদস্যদের বনেই দেখতে বেশ মানানসই। ছবি ব্লগ অসাধারণ লেগেছে। রয়েল বেংগল টাইগার টা অনেক কিউট।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪
জুন বলেছেন: ভ্রমরের ডানা আপনি ঠিকই বলেছেন খাচায় আবদ্ধ জীব জানোয়ার দেখার চেয়ে অভয়ারন্যই অনেক ভালো ।
ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে দুবার ঘুরে আসার অভিজ্ঞতা নিয়ে আমার একটি ছবি ব্লগ দেখতে পারেন । এটা অভয়ারন্য
http://www.somewhereinblog.net/blog/June/29955341
৪৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! ওয়াও!! ওয়াও!! এত এত ভাললাগা কোথায় রাখি!!
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৪
জুন বলেছেন: এত দিন পর গেম চেঞ্জার আমার গেম পার্কে ভ্রমনের জন্য এক কাভার্ড ভ্যান ধৈনাপাতা
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৩
আমিনুর রহমান বলেছেন:
হাতীগুলো এতো ভদ্র হয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কেন জুনাপু?
ছবিব্লগে পিলাচ।