নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

রাজার- বাড়ী (ছবি ব্লগ)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩



এতদিন তো আমার চোখে ক্যম্বোডিয়ার ভাঙ্গা চুড়া প্রাচীন রাজকীয় ঘর বাড়ীর ছবি দেখলেন । আজ দেখুন বর্তমান রাজবাড়ীর স্থির চিত্র আমার চোখে। সুদীর্ঘ ইতিহাস থেকে জানা যায় যে প্রাচীন কাল থেকে ১৮৬৩ সালের আগ পর্যন্ত তাদের রাজধানী ক্যম্বোডিয়ার বিভিন্ন জায়গায় ছিল। তবে ফ্রান্সের অধীনে থাকার সময় ১৮৬৩ খৃষ্টাব্দে আউডং থেকে শেষবারের মত রাজধানী নমপেনে স্থানান্তরিত হয় যা আজও সেখানেই আছে । রাজা সিসোওয়াথ (১৯০৪-২৭ )এর আমলে সৌন্দর্য্য ও নির্মানে এই প্রাসাদের ব্যপক উন্নতি হয়।

আমাদের হোটেলের ছাদ থেকে দূরে লাল লাল উচু চৈনিক ডিজাইনের রাজবাড়ী


প্যলেসের সামনে প্রয়াত রাজা নরদোম সিহানুকের ছবি ।

রাজ প্রাসাদের গেটের একদম বিপরীতে সোজা ঐ যে দূরে হলুদ রঙ টালির ছাদওয়ালা স্থানীয় নির্মান শৈলীতে তৈরী গেট দেখা পাচ্ছেন সেটাই হলো রাজাদের জন্য নির্ধারিত নৌকাঘাট । যেখানে তাদের বজরা ভিড়তো ।


প্রধান প্রবেশ পথ আমাদের মত সাধারনের জন্য নয় , তাই পাশের এই পথে রাজপ্রাসাদের প্রাঙ্গনে প্রবেশ

এগিয়ে চলেছি


এমনি ছোট একটি গেট দিয়ে ঢোকার পর

প্রাসাদ প্রাঙ্গনে প্রবেশ


দূর থেকে রাজকীয় মঠ


সবুজ ঘাসে ছাওয়া প্রাসাদ প্রাঙ্গন


মঠে ওঠার সিড়ি । হিন্দু ধর্মের প্রভাবে সমুদ্র মন্থনের চিত্র এদেশের সব জায়গার সব স্থাপনাতেই লক্ষ্য করা যায়


মঠের সিড়ি থেকে অদুরে আরেকটি লোকজ স্থাপত্যে তৈরী একটি গৃহ


কাছ থেকে নাগ রাজ বাসুকীর মুখ


মঠের অদুরে রাজকীয় ঘর বাড়ী


মঠের বারান্দার মেঝের মোজাইক

মঠের ভেতর ছবি তোলা নিষেধ , সেখানে রয়েছে বৌদ্ধের বিভিন্ন সাইজের মুর্তি । স্বর্ন দিয়ে তৈরী প্রচুর জিনিস পত্র এবং থাইল্যান্ডের কিংস প্যলেসের অনুকরনে এমারেল্ডের তৈরী সবুজ বুদ্ধের একটি মুর্তি । তবে বিশ্বস্ত সুত্রে জানা গেল সেটা এমারেল্ড অর্থাৎ পান্না নয়।


মঠের বারান্দা থেকে


এই বারান্দা ধরে নীচে নেমে গেলাম


নীচে থেকে কারুকাজ করা স্তম্ভ


প্রধান প্রবেশ পথ ছাড়াও রাজ পরিবারের বর্তমান বসতবাড়ীর দিকে চলে গেছে এই পথ। নাগলিংগম গাছের পাশ দিয়ে


রাজকীয় মঠের সন্ন্যাসীদের থাকার ঘর


অদুরে সিলভার প্যাগোডা আর সামনে বিখ্যাত এংকরভাটের প্রতিকৃতি


সিলভার প্যাগোডার নীচে কারুকাজ


হিন্দু পৌরানিক উপাখ্যানের বর্নিত পর্বত কৈলাশ এর ক্ষুদ্র রেপ্লিকা

কয়েকটি সিড়ি পেরিয়ে উপরে উঠে দেখি পুজ্য সেখানে গৌতম বুদ্ধ


নরোদম সিহানুক ঘোড়ার পিঠে , চেয়ে আছে পুর্ব দিকে

সেই সৌধের চারিদিকে শ্বেত পদ্মের বাগান

দেয়ালে আকা চিত্র কলা তবে উপজীব্য সেই রামায়নে রচিত রাবন এর সীতা অপহরণ

মুল প্রাঙ্গন থেকে কারুকার্য্যময় বেরুনোর পথ

গেট পেরিয়েই দেখা হলো নাগলিঙ্গম গাছের নীচে সৌম্য শান্ত বুদ্ধের প্রতিকৃতির সাথে


স্থানীয় শিল্পীরা স্থানীয় বাদ্যযন্ত্র দিয়ে বাজনা বাজাচ্ছে প্রাসাদের বাইরের প্রাঙ্গনের এক ঘরে যা যাদুঘর বলে উল্লেখ করা আছে


সেই যাদুঘরে বাঁশ ও বেতের তৈরী সামগ্রী

সোনালী রঙ্গে রাঙ্গানো রাজকীয় বজরা

ছবিগুলো সব আমাদের ক্যমেরায় ।

মন্তব্য ১২৭ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আম্মায়ায়ায়া আমি ফাস্ট হইছি

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

জুন বলেছেন: আমি দেরী করেছি উত্তর দিতে দিশেহারা :(
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

পুলহ বলেছেন: আপু, আপনার কম্বোডিয়া ভ্রমনের ছবি ব্লগ গুলোর একটা অন্যরকম ব্যাপার উল্লেখ না করে পারছি না- সেটা হচ্ছে সেখানকার রোদ এবং আকাশ! রোদ এতো সুন্দর ও হয়!!
আর সে রোদ গায়ে মেখে স্থাপত্যগুলোও কেমন অপার্থিব হয়ে উঠেছে (বিশেষ করে আগের পর্বগুলোর)
ভ্রমণ চলুক :)

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: পোষ্টখানি যে খুব মনযোগ দিয়ে দেখেছেন তাই পরিস্কার ফুটে উঠেছে আপনার মন্তব্যটুকুতে পুলহ ।
আপনার বিস্ময়ের উত্তরে বলি বিষুবরেখার উপরে ক্যম্বোডিয়ায় মাত্র দুটি ঋতু , বর্ষা আর গ্রীস্ম। আমরা যখন গিয়েছি নভম্বরে তখন বর্ষা শেষ গ্রীস্মকাল চলছিল । তারপরো তাদের দেশে জন সংখ্যা কম আয়তনের তুলনায় । গাড়ী ঘোড়া কল কারখানা কম । বায়ু দুষন নেই বললেই চলে যতটুকু দেখেছি ১০ দিনে ।
আর রাজবাড়ী বলে কথা তবে ওরা আমাদের মত অনুন্নত দেশ হলেও সৌন্দর্য্যের প্রতি একটা দুর্বলতা রয়েছে । ভাঙ্গা ঘর বাড়ীতেও বিভিন্ন ফুল আর নানা জাতের অর্কিড ঝোলানো ।
অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য । আগামীতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় :)
শুভেচ্ছা সন্ধ্যার ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: দিশে হারা রাজপুত্র ফাস্ট হইছে আমি থার্ড হইছি তাড়াতাড়ি চা দেন। ছবি আর বর্ননা পড়ে মন জুড়িয়ে গেল। ধন্যবাদ জুন আপা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: ওহ আপনি এসেছেন প্রামানিক ভাই ? ভিক্টোরি স্ট্যান্ডের কোথাও জায়গা না পেলেও চা আপনার জন্য ঠিকই বরাদ্দ আছে ।
এই নিন :)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: রাজ প্রাসাদ না থাকলে কিসের রাজা! রাজাদের রাজকীয় কারবার দেখে আমরা মুগ্ধ হয়। এই মনোমুগ্ধকর কারুকার্য খচিত প্রাসাদ গুলোর দেয়ালে গুমরে কাঁদে কারুশিল্পীর গৌরব। পেমেন্ট পরজন্তয় শেষ, আর কেউ মনে রাখেনি। পেমেন্ট'ই বা কতটুকু হয়েছিল কে জানে। শেষে মীর মোশাররফ হোসেনের কথাটিই মনে পড়ে "ইহা রাজচক্র ইহার মর্ম ভেদ করা বড়ই কঠিন " ।



১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

জুন বলেছেন: এই মনোমুগ্ধকর কারুকার্য খচিত প্রাসাদ গুলোর দেয়ালে গুমরে কাঁদে কারুশিল্পীর গৌরব। পেমেন্ট পরজন্তয় শেষ, আর কেউ মনে রাখেনি। পেমেন্ট'ই বা কতটুকু হয়েছিল কে জানে।
বাবু<বাবুয়া<বাবুই আপনার উপরের বক্তব্যটির সাথে আমিও সম্পুর্ন একমত । হাদীসে লেখা আছে গায়ের ঘাম শুকানোর আগেই মজুরের পারিশ্রমিক শোধ করে দিও । কিন্ত এটা রাজা বাদশাই শুধু নয় অনেক ধনী ব্যাক্তিও মেনে চলে কি না সন্দেহ ।
তারপর ও আমরা দেখেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি । মুল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

সুমন কর বলেছেন: চমৎকার ছবি ব্লগ! দারুণ !

তা আমি কি, + আপনার মতো দিবো, নাকি আমার মতো.......হাহাহাহাহাহা... !:#P

না থাক, আমার মতোই দিলাম !! ;)

+।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: প্রশংসা ও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমন কর । আসলে প্লাস দেয়ার ব্যাপারটা অনেক সময় মনে থাকে না । পোষ্ট পড়ে সোজা মন্তব্যে চলে যাই । তবে পরে ঠিকই দিয়ে আসি । তদন্ত করে দেইখেন ;)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

মনিরা সুলতানা বলেছেন: পদ্মবাগান পছন্দ হইছে আপু ..

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: মনিরা সুলাতানা বহুদিন ধরে সাথে থাকার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ।
ঐ সব দেশগুলোতে তো রাস্তার আশে পাশেই প্রচুর পদ্মের দেখা মেলে । তাছাড়া পদ্ম তাদের মতে পবিত্র ফুল পুজোয় ব্যবহার করে । ঐ যে লেক ইনলে তে দেখিয়েছিলাম না কি করে পদ্ম ডাটি থেকে সুতো বের করে বুদ্ধের জন্য কাপড় বুনছে :)
শুভেচ্ছা সন্ধ্যার ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন জোরানো পোষ্ট।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন । সাথে থাকুন আগামীতেও ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রামাণিক ভাই আপনি চা চা :P



আমি পোলাও কোর্মা খামু। :)

রোদ্দুর খেয়ালে আসে নাই প্রথমে। পুলহ এর কথায় চোখ গেল। সত্যি জীবন্ত করে তুলেছে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: প্রামানিক ভাই চাই পছন্দ করে দিশেহারা :)
পোলাও কোর্মা নিয়ে আসছি ।

আকাশটা সত্যি খুব ঝকঝকে ।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

সাহসী সন্তান বলেছেন: আহাঃ হাঃ, বড়ই সৌন্দর্য মন্ডিত পোস্ট! তবে আজকের বর্ননাটা এত কম কেন আপু? আপনার পোস্টে গল্পসহ ছবি দেখতে বড়ই ভাল লাগে! নতুন প্রাসাদের গল্পকি ভুলে গেছেন নাকি? :`>



পোস্টে প্লাস সহ ভাল লাগা জানিয়ে গেলাম আপু! ভাল থাকবেন সব সময়!

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: তবে আজকের বর্ননাটা এত কম কেন আপু? আপনার পোস্টে গল্পসহ ছবি দেখতে বড়ই ভাল লাগে!
আমি আরো ভাবলাম সব সময় এত বক বক করি ইতিহাস পাতিহাস বলে বলে । সবাই হয়তো বিরক্তই বোধ করে ।
পোষ্ট পড়া মন্তব্য আর ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ সাহসী । আগামীতেও সাথে থাকার প্রত্যাশায় :)
শুভেচ্ছা সন্ধ্যার ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

আহমেদ জী এস বলেছেন: জুন ,




ছবিতে অনবদ্য । অসাধারন । পোষ্টে প্লাস ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

জুন বলেছেন: আহমেদ জী এস
আপনার কাছে পোষ্টটি অনাবদ্য আর অসাধারন লাগা মানে আমার মত নগন্য এক ব্লগারের কাছে বিশাল এক ব্যাপার ।
অসংখ্য ধন্যবাদ বহুদিন ধরে সাথে থেকে আপনার অসাধারন এবং মূল্যবান মন্তব্য দেয়ার জন্য ।
অনেক শুভকামনা রইলো আর শুভেচ্ছা সন্ধ্যার ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ ।পোস্টে++++++++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

জুন বলেছেন: পোষ্টটিতে প্লাস আর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ কল্লোল পথিক ।
শুভেচ্ছা নিরন্তর ।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর! :)
আপনার পোস্টগুলা দেখলে আফসোস/হিংসা লাগে || /:)

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

জুন বলেছেন: ইমরাজ কবির মুন আমি অনেক আশা করি আপনিও একদিন দেশ বিদেশে ঘুরে বেড়ান আপনার ইচ্ছেমত ।
মন্তব্য আর পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য !দিনে দিনে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন জুনাপু । ছবিগুলি অসাধারণ হয়েছে ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা রইলো সেলিম আনোয়ার । সাথে থাকুন আগামীতেও এই প্রত্যাশায় ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

রাতুল_শাহ বলেছেন: একদিন ক্যামেরাটা ধার দিয়েন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

জুন বলেছেন: অবশ্যই রাতুল আর আমাকে হারিয়ে দেবে ছবি তোলার প্রতিযোগীতায় :)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো ।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: এত এত ঘুরেন! আপনার বোধহয় হাতের বদলে পাখা আছে!
খুব সুন্দর পোস্ট

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

জুন বলেছেন: এত এত ঘুরেন! আপনার বোধহয় হাতের বদলে পাখা আছে!
না ভাই হাত পাখা নয় পা এর নীচে সর্ষে :`>
মন্তব্য আর সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আরন্যক রাখাল

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার সাথে ঘুরে এলাম আপু :)

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

জুন বলেছেন: আমার সাথে সাথে ঘোরার জন্য একরাশ শুভেচ্ছা রইলো স্বপ্নবাজ অভি । আগামীতেও আমার অখাদ্য লেখায় আমন্ত্রন জানিয়ে রাখলাম :)

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক পড়েছি তার সম্পর্কে... রাজা নরোদম সিহানুকের প্রাসাদ দেখা হলো।
দৃষ্টিকাড়া সৌন্দর্য্য ও নির্মাণশৈলী...


কী লাভ এসব দেখে...
জীবনে একটা পিঞ্জরাও বানাতে পারলাম না :(

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

জুন বলেছেন: জীবনে একটা পিঞ্জরাও বানাতে পারলাম না :(
যে প্রাসাদ বানায় তার পিঞ্জিরায় কি প্রয়োজন বুঝলাম না মাইনুদ্দিন মইনুল :-*
আর যে ঐ গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ২৫০ টাকায় এক কাপ কফি খায় তার কিসের অভাব :||
হা হা হা অনেক অনেক শুভকামনা রইলো আপনার ও পরিবারের সব্বার জন্য । সাথে থাকুন যেমনটি আছেন প্রথম থেকেই ।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

আবু শাকিল বলেছেন: স্ক্রল বাটন দিয়ে নীচে নামছিলাম আর ছবি গুলোতে দেখে ভাল লাগছিল :)
আপনার সাথে আমরাও ঘুরে আসলাম ।এত্ত হাটাহাটি করলাম
এখন ক্ষিদা পাইছে -খাওন-দাওন এর ব্যবস্থা রাখেন নাই =p~
+

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

জুন বলেছেন: খিধে লেগে গেল সিড়ি বাইতে বাইতে আবু শাকিল! বাহ ডারুন তো!
এত আন্তরিক একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।
শুভকামনা অনেক অনেক।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: অতি চমৎকার ছবি ব্লগ

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দেবজ্যোতিকাজল সাথে আছেন বলে। ভালো থাকুন আর আগামীতেও সাথে থাকুন :)
শুভেচ্ছা সন্ধ্যার।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

ধমনী বলেছেন: দুর্দান্ত!!
প্রাসাদ প্রাঙ্গণে কি প্রাচীরের ছায়া?
১৯২৭ এর নির্মাণ হলেও বোধ হয় সম্প্রতি বেশ সংস্কার হয়েছে (ছবি দেখে ধারণা)

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধমনী মনযোগী পাঠ ও পর্যবেক্ষনে। বিশাল এলাকা ঘিরে ঢেউ তোলা উচু প্রাচীর।
তারই ছায়া হবে হয়তো। আপনি কোন ছবিটার কথা বলেছেন যদি বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। সংস্কারতো অবশ্যই করে কারন এটা বর্তমানেও রাজাদের বাসগৃহ।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সব ছবি! বিমোহিত হলাম!

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

জুন বলেছেন: বিমোহিত করতে পারলাম সামান্য কটি ছবিতে যেনে খুবই ভালো লাগলো সাধু। আগামীতেও সাথে থাকবেন সেই প্রত্যাশাটুকু রইলো। সন্ধ্যার শুভেচ্ছা :)

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার ।কি অপরূপ কারুকাজ।

ছবি দেখে মুগ্ধ। পদ্ম ফুলের বাগান সৌন্দর্য্য আরো বাড়িয়ে দিয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জুন বলেছেন: পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ফেরদৌসা রুহী।
আসলে নকশাটি ঐ অঞ্চলের ট্রাডিশনাল বলতে পারেন :)
শুভকামনা জানবেন আর সাথে থাকবেন সেই প্রত্যাশাটুকু নিয়ে।


২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

অন্ধবিন্দু বলেছেন:
ওহ! একেবারে ঝকজকা সব ছবি। কিন্তু ছবিগুলো ছোট হয়ে আসছে, তাতে ভাল করে দেখতে অসুবিধে :( কিছু কি করা যায় না! শ্বেত পদ্মের বাগান পছন্দ হয়েছে। মন্তব্যে জনাব বাবু<বাবুয়া<বাবুই কিন্তু উচিতই বলেছেন।

মর্ম ভেদ করা যতই কঠিন হোক, সৌন্দর্য যে ভেদ করেই যায় শেষমেশ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

জুন বলেছেন: অন্ধবিন্দু
নিয়মিত আমার লেখায় মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ছবি তো মাইক্রোসফট অফিস পিকচার ম্যনেজারের লার্জ সাইজ ডকুমেন্ট ১০২৪ -৭০৬ পিক্সেল । আমার মনে হয় সামুর নতুন ভার্সনের পর থেকেই ছবি ছোট দেখাচ্ছে।
শুভকামনা রইলো আর আগামীতে সাথে থাকার প্রত্যাশায় ।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবি সাথে বনর্না

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ shahadath hossain মন্তব্যের জন্য :)
শুভকামনা রইলো অনেক ।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবি B-) B-)

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

জুন বলেছেন: শাহরিয়ার কবীর সাথে উৎসাহিতের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা রাত্রির :)

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাজিল বলেছেন: দারুন লাগল। শুভ কামনা রইল :)

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

জুন বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো সাজিল । আপনার ভ্রমন পোষ্ট ও তাতে ছবিগুলো অসাধারন হয়ে থাকে ।
শুভেচ্ছান্তে ।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ওহ অসাধারণ, ইচ্ছে করে উড়ে যাই, হয়তো কোন একদিন যাওয়া ও হবে.......ভালোলাগা জানিয়ে গেলাম আপু।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

জুন বলেছেন: সাদা মনের মানুষ
আপনি এত ঘুরতে পছন্দ করেন অবশ্যই একদিন যাওয়া হবে এই দোয়া করি কায়োমনোবাক্যে ।
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা রইলো । সাথে থাকুন
শুভেচ্ছান্তে

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

গেম চেঞ্জার বলেছেন: আহাঃ কি চমৎকার লাগলো........

জুনাপু! সন্ধ্যার সময়টা পুরাই উপভোগ্য হয়ে গেল আজ। থ্যাংকিউ সো সো মাচ।

আর...........

উপরে চা, পোলাও, কোর্মার জন্য আবেদনপত্র জমা পড়েছে। আপনি কই??????????????????

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

জুন বলেছেন: এইযে ভাই আছি । খুব ব্যস্ত ছিলাম তার জন্য সময়মত কারো মন্তব্যের উত্তর দিতে পারি নি । খুবই লজ্জিত তার জন্য ।
আর ছবিগুলো ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।
উপরে পোলাও কোর্মা দেয়া হয়েছে গেম চেঞ্জার :)

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'যত দেখি তৃষ্ণা মিটেনা ---------''

ছবি গুলি দেখতে দেখতে ভাবছিলাম নিছে লিখা থাকবে ছবি সুত্র নেট ।
সেটা তো নাইই , উপরন্ত লিখা আছে ছবিগুলো সব আমাদের ক্যমেরায়

বিরাট জব্দ হলাম ! B-)

ছবি গুলি দেখে আমি মুগ্ধ !!!!

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

জুন বলেছেন: ছবি গুলি দেখতে দেখতে ভাবছিলাম নিছে লিখা থাকবে ছবি সুত্র নেট ।
না ভাই আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকে ভ্রমন ব্লগ লেখায় নিজের তোলা ছবি ব্যবহার করতে ।
মুগ্ধতা আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ গিয়াস লিটন ।
শুভকামনা

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো অসাধারণ ক্লিয়ার । খুব ভাল লেগেছে রাজকীয় দর্শন !

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

জুন বলেছেন: । সেদেশের আকাশটা বেশ পরিস্কার তাই হয়তো ছবিও ঝকঝকে । আমার সৌজন্যে খানিকটা রাজকীয় দর্শন করলেনই না হয় কথাকেথিকথন :)
অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত মন্তব্যে উৎসাহিত করার জন্য ।
শুভেচ্ছা সকালের ।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর, মন ভালো করে দেওয়ার মত পোস্ট।

আবারও কারো কারো মন খারাপও হতে পারে, এই যেমন মঈনুল ভাইয়ের মত আমার কিছুটা আক্ষেপ হচ্ছেঃ

//কী লাভ এসব দেখে...
জীবনে একটা পিঞ্জরাও বানাতে পারলাম না //


ভাল থাকুন। সবসময়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

জুন বলেছেন: খুব সুন্দর, মন ভালো করে দেওয়ার মত পোস্ট। আমার সামান্য একটি ছবি ব্লগে আপনার মন ভালো হয়েছে শুনে আনন্দিত হোলাম জনাব শামছুল হক ।
অসংখ্য ধন্যবাদ আপনার আন্তরিক মন্তব্যের জন্য । আপনিও ভালো থাকুন । শুভকামনা রইলো সতত ।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

রিকি বলেছেন: ছবিগুলো অনবদ্য হয়েছে। অনেক অনেক ভালোলাগা রইল আপি :) :) :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ রিকি পোষ্টটি দেখার জন্য । সাথে থাকুন সেই প্রত্যাশায়:)

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

নিমগ্ন বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারণ______! +++++

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

জুন বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নিমগ্ন ________:)

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

এস কাজী বলেছেন: এ্যানাদার মাস্টারপিস বাই জুনাপু। খুব সুন্দর হয়েছে ছবি ব্লগ জুনাপু :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

জুন বলেছেন: এ্যানাদার মাস্টারপিস বাই জুনাপু।
এ্যানাদার মাস্টারপিস মন্তব্য বাই এস কাজী :)
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

তার আর পর নেই… বলেছেন: আপনার হাত ধরে যে কত কিছু দেখছি! প্লাস।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ তার আর পর নেই…:)
সাথে থাকুন সেই প্রত্যাশায় ।
শুভেচ্ছা সকালের ।

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: সোনালী বজরাটা খুব সুন্দর। প্রতিটা ছবি এত জীবন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

জুন বলেছেন: ঐ সমস্ত দেশগুলো প্রতিটি জিনিসই সুন্দর এবং সাথে পরিস্কার পরিচ্ছন্ন রাখে অপর্না মম্ময় ।
পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । সাথে থাকুন সেই প্রত্যাশায় ।
শুভেচ্ছা সকালের ।

৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

ডি মুন বলেছেন: আহ, এইরকম রাজপ্রাসাদের ছাদে নরম রোদে বসে কোন শীতের সকালে যদি গরম গরম চা খাইতে পারতাম। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

জুন বলেছেন: আহা ডি মুন সেদেশে কখনো রোদ পোহানোর কথা চিন্তাও করবেন না । একেতো রাজবাড়ীর ছাদ বসার উপযুক্ত ডিজাইনের না আর গ্রীস্ম বর্ষা এই দুটি ঋতুর দেশে গরমের দিনে প্রচন্ড গরম থাকে ।
পোষ্টটি দেখে ও মজার একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ।

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

টয়ম্যান বলেছেন: আপনার চোক্ষে রাজবাড়ী দেখলাম । বড়ই সৌন্দর্য্য :) ++++্

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য টয়ম্যান ।
সাথে থাকুন আগামী দিনগুলোতেও ।
শুভকামনা জানবেন :)

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! রাজা বলে কথা!

রবি ঠাকুরের চোর দেখা গল্পের মতো- রাজা দেখেও ঐ শিশুটির মতো কেউ যদি বলে ওমা রাজা কই! এতো আমাদের মতোই মানুুষ ;) =p~ =p~ =p~ =p~ =p~

নাহ! রাজা হইতে মঞ্চায়না। বোরিং লাইফ! ইচ্ছামতো পার্কে বসে বাদাম খাওয়ার কিংবা জানিপার মতো ক্যামেরা হাতে ঘোরার সূখ নাইক্যা :P =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

জুন বলেছেন: আহা! রাজা বলে কথা!
তবে কথা হলো আমরা রাজা দেখিনি তার ঘর বাড়ী আর ছবি দেখে এসেছি বিদ্রোহী ।
তাদের জীবনটি আমার কাছেও অনেক নিয়ম কানুনের নিগড়ে বাধা মনে হয় । দেখেননি রোমান হলিডে ম্যুভিতে ?
মজাদার এক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও আগামীতেও সাথে থাকার প্রত্যাশায় ।
শুভেচ্ছা :)

৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

তানজির খান বলেছেন: ছবি গুলো দেখছি আর মুগ্ধ হচ্ছি। সত্যি কি দারুণ। আরো এমন পোস্ট চাই। জুন আপু আপনাকে অনেকদিন পাইনা। আশাকরি ভাল আছেন। শুভ কামনা ও শ্রদ্ধা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

জুন বলেছেন: জী ভালো আছি তানজির খান । ছবিগুলো দেখা ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই । সাথে থাকুন আগামীতেও সেই প্রত্যাশায় । শুভকামনা নিরন্তর ।

৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

রমিত বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ! আপনার কল্যানে দেখা হলো। অনেক ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ রমিত সময় আর মনে করে আমার ব্লগে আসার জন্য :)
শুভেচ্ছান্তে

৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

কিরমানী লিটন বলেছেন: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারনে রাস্তায় জ্যামে আটকা ছিলাম- তাই সবার থেকে লাস্ট। :( :( :(

চমৎকার পোস্ট। কম্বোডিয়ার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছুই জেনেছি আপনার মননশীল পোস্টগুলো থেকে। সেজন্য অনেক ধন্যবাদ আর সহস্র অভিবাদন প্রিয় জুন আপুমনিটাকে, ভালো থাকবেন, অনেক সুন্দরের মাঝে। অনেক শুভকামনা রইলো...

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্যের জন্য কিরমানী লিটন ।
জ্যমের মধ্যে আটকে থেকেও যে ভুলে যান নি তার জন্য আরেকবার ধন্যবাদ :)

৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

ঢাকাবাসী বলেছেন: এত সুন্দর ছবি আর সাথে অল্প কথায় সুন্দর বর্ণনা, খুব ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

জুন বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ ঢাকাবাসীভাই অনেক দিন ধরে উৎসাহিত করে যাবার জন্য :)
সাথে থাকুন আগামীতেও ।

৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: ফেসবুকে আপনাকে মিস করছি!
ঘুরে এলাম, আপনার সাথেই!

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

জুন বলেছেন: ফেবু নেই শাহদাত ভাই :(
আমার সাথে ঘুর ঘুর করার জন্য স্পেশাল ধইন্যাপাতা :)

৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: রাজাদের রাজকীয় কারবার দেখে মুগ্ধ আমি!!!!
মুগ্ধ আপনার তোলা ছবিতে আর বর্ণনায়! খুব খুউব ভাল লেগেছে আপু!!!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

জুন বলেছেন: আমিও মুগ্ধ হয়েছি কামরুন্নাহার বিথী। তবে বেশ অনেকগুলো দেশের ই রাজবাড়ী দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন হয়েছে । মনে হয়েছে পাথরের বুকে বহু মানুষের চোখের পানি মিশে আছে এতে ।
আপনার জন্য ও অনেক শুভকামনা ও দোয়া রইলো ।

৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

রাতুল_শাহ বলেছেন: না আমি ভালোভাবে ছবি তুলতে পারি না। বন্ধুরা আমার সুন্দর সুন্দর ছবি তুলে, কিন্তু আমি যখন তুলি তখন ছবি ঘোলাটে হয়ে যায়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

জুন বলেছেন: বড়ই আফসোসের কথা রাতুল শাহ । তবে চেষ্টা করলে অবশ্যই শেখা হবে । আমিও তো ভালোভাবে ক্যমেরার সব সুযোগ সুবিধাগুলো ইউজ করতে পারি না । কত মাস বছর ধরে আমার ক্যমেরার ডেট একদিন এগিয়ে আছে তাই ঠিক করতে মনে থাকে না :( আবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৪৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

মহান অতন্দ্র বলেছেন: খুব সুন্দর ছবিগুলো আপু।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য মহান অতন্দ্র :)

৪৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

নুরএমডিচৌধূরী বলেছেন: ব্লগ তো নয় যেন সৌন্দর্যের নীলা ভুমি
যতই দেখি যেন ততই দেখার সাধ জাগে

প্রশংসা করার ভাষা নেই আপু
শুভ কামনা

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

জুন বলেছেন: আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা জনাব নুর এমডি চৌধুরী ।
সাথে থাকুন আগামীতেও ।
শুভেচ্ছা রাত্রির ।

৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

কম্বোডিয়ার রাজবাড়ি ঘুরে আসলাম।

চমৎকার লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

জুন বলেছেন: কম্বোডিয়ার রাজবাড়ি ঘুরে আসলাম। জেনে অনেক ভালোলাগলো বঙ্গভূমির রঙ্গমেলায় ।
সাথে থাকুন আগামীতেও । অনেক শুভকামনা রইলো ।

৫০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

জেন রসি বলেছেন: আপনার ছবি ব্লগ দেখলে মনে হয় দেখা হয়নাই চক্ষু মেলিয়া.......

আসলেই অনেক কিছুই অদেখা থেকে যাবে।

চমৎকার সব ছবি এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

শুভকামনা রইলো। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ নিয়মিত আমার পোষ্টগুলো দেখা ও আন্তরিক মন্তব্যের জন্য জেন রসি ।
শুভকামনা রইলো আপনার জন্যও ।

৫১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গোল্ডেন গ্লাইডার বলেছেন: বিনা পয়সায় রাজার বাড়ি দেখলাম আপা :P

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

জুন বলেছেন: তাই নাকি গোল্ডেন গ্লাইডার :|
যাক তবুও যে দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ।

সবার মন্তব্যের জবাব দিতে দেরী হলো অনিবার্য্য কারনে তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি ।

৫২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

গেম চেঞ্জার বলেছেন: জুন আপ্পি!! কেমন আছেন? একটা প্রশ্ন ছিল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

জুন বলেছেন: ভালো আছি গেম চেঞ্জার, তবে দেশ ছেড়ে কি ভালোলাগে বলুন ?
কি প্রশ্ন ? বলে ফেলুন :)

৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

গেম চেঞ্জার বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু। ঝামেলাগুলো শেষ হোক। আমার কারণে কোন অনাকাঙ্খিত বোধ হলে স্যরি। :(

অনেক ভাল থাকুন। শুভকামনা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

জুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য গেম চেঞ্জার । আর অনেক ভালো থাকুন :)

৫৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: রাজাদের জন্য নির্ধারিত নৌকাঘাটে এখন কি হয়? অন্যরা কি ঐ নৌকাঘাট ইউজ করে?

+++++++

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

জুন বলেছেন: এখন তো দামী দামী গাড়ি ঢুকতে দেখলাম গেট দিয়ে রাজবাড়িতে । আনুষ্ঠানিকতায় হয়তো চড়ে থাকে বজরায় এই ঘাট দিয়ে। তবে এই ঘাট তাদের জন্যই নির্ধারিত। পাবিলিকের জন্য নয় এহসান সাবির। পাশেই সাধারনের জন্য ঘাট রয়েছে অর্থাৎ সিড়ি নেমে গেছে নদীতে নৌকাতে চড়ার জন্য :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা সকালের।

৫৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

হৃদয় মালতী বলেছেন: আপনি অনেক ঘুরাঘুরি করেন মনে হয়? ছবিগুলো খুব ভাল লাগলো!

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

জুন বলেছেন: আপনি অনেক ঘুরাঘুরি করেন মনে হয়
জী হৃদয় মালতী :`> :``>>
ভালোলাগা আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৫৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:


আপা, দেশটার জনগোষ্ঠীর ঠিক কত শতাংশ বৌদ্ধ আর কত শতাংশ হিন্দু। সেখানে কোন ধর্মের উদ্ভব আগে হিন্দু নাকি বৌদ্ধ? প্রশ্ন গুলো এই কারণে করলাম যে আপনার বর্ণীত প্রতিটি ঐতিহাসিক স্থানে একই সাথে হিন্দু ও বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু ও সংস্কৃতির দেখা পাওয়া যায়।

চুপি চুপি কইয়া যাই ২৬ নম্বর টা কিন্তু আমার :P

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

জুন বলেছেন: মোস্তফা পলাশ অত্যন্ত গুরুত্বপুর্ন পড়ালেখা বাদ দিয়ে আমার পোষ্টে আসার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো ।
তবে রেজাল্ট খারাপ হলে আমার দোষ নাই , আমি আপনারে ডাইকা আনি নাই :||
বুদ্ধ ধর্ম প্রসারের আগে ঐ অঞ্চলে হিন্দু ধর্মই প্রচলিত ছিল । অর্থাৎ পৌত্তলিক ধর্ম ছিল ।
মোট জনসংখ্যার ৯৫% বুদ্ধ ধর্মের । বাকি খৃষ্টান , মুসলিম ও অন্যান্য ।
শুভকামনা রইলো যেন পরীক্ষায় অনেক ভালো ফলাফল হয় :)

৫৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

অগ্নি সারথি বলেছেন: নরোদম সিহানুক ঘোড়ার পিঠে , চেয়ে আছে পুর্ব দিকে - পুর্ব দিকে তাকিয়ে থাকার বিশেষ কি কারন রয়েছে? কম্বোডিয়া কি হিন্দু শাসক গন কোন এক কালে শাসন করেছিলেন?

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

জুন বলেছেন: অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে খুব খুশী হোলাম অগ্নি সারথি।
নরদোম সিহানুকের অনেক পুর্বসুরী অর্থাৎ অনেক খেমার রাজারাই হিন্দু ধর্মের ছিল । বিশ্বের নতুন আশ্চর্য্যের তালিকায় নাম লেখানো এংকরভাট কিন্ত হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উতসর্গকৃত ছিল ।
আপনার সময় থাকলে আমার এই পোষ্টটা দেখতে পারেন ।
শুভকামনা রইলো ।
[link|শত বছর ধরে অরন্যে হারিয়ে যাওয়া বিশ্বের এক বিস্ময় সেই এংকরভাট আমার চোখে।]

৫৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপা, এই মাস ও আগামী মাস শুধু ছবি ব্লগ দিয়েন। ৫ মিনিটে ব্লগ ভ্রমন শেষ করবার পারি।

কি আর করুম আপা, সারা দিন ল্যাপির সামনে বইসা থাকতে থাকতে আমি বসা বাবা B:-) হইয়া গেছি (মাশারফ করিমের শুয়া বাবা নাটকের মতো)। তাই মাঝে মধ্যে একটু ঢু মারি ব্লগে =p~

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

জুন বলেছেন: হায় হায় বলেন কি মোস্তফা কামাল পলাশ !! শুধু ছবি ব্লগ :-*
তবে ভালোই হলো আমার জন্য :) ছবি ব্লগ দেয়াই তো সোজা । আর আপনাদের জন্যও সহজ ।

কি আর করুম আপা, সারা দিন ল্যাপির সামনে বইসা থাকতে থাকতে আমি বসা বাবা
B-)

৫৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রাজবাড়ী দেখে মন ভরে গেল।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

জুন বলেছেন: পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তুহিন ।
শুভকামনা .।

৬০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ছবি দেখে খুব ভাল লাগল। অনেক সুন্দর ছবি। ছবির সাথে ক্যাপশন পড়ে অনেক কিছু জানা হলো।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই আবার মন্তব্য করার জন্য :)
অনেক শুভকামনা রইলো।

৬১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

ব্লগার মাসুদ বলেছেন: অসাধারন ছবি ব্লগ । ভালো লাগলো ।

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক ভালোলাগা ব্লগার মাসুদ।
শুভেচ্ছা সকালের

৬২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ও তারমানে ক্রেডিট গোজ টু আকাশ !!! হা হা

(প্রতিউত্তরের নটিফিকেশন পাই নাই তো তাই দেরী হলো, এখনি মনে হলো আপনার থেকে আমার একটা প্রতিউত্তর পাওনা তাই ঢুকলাম দেখতে প্রতিউত্তর দিয়েছেন কিনা !! )

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

জুন বলেছেন: জী এত ঝকঝকে আকাশকে বাহবা না দিয়ে উপায় আছে কথাকথিকেথি :)
মাঝে মাঝে নোটিফিকেশনের বিশেষ করে পুরানো পোষ্টে মন্তব্য না দেখানোয় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ।
অনেক অনেক ধন্যবাদ আরেকবার আসার জন্য ।

৬৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


রাজারা অনেক কিছু গড়েছিলেন, মানুষের জন্য তেমন কিছু করেছিলেন বলে মনে হয় না; মানুষগুলোও নিস্ঠুর।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

জুন বলেছেন: রাজারা অনেক কিছু গড়েছিলেন, মানুষের জন্য তেমন কিছু করেছিলেন বলে মনে হয় না; মানুষগুলোও নিস্ঠুর।
কারো বেলায় হয়তো সত্যি কারো বেলায় হয়তো সত্যি নয় চাঁদ্গাজী ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.