নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

আমার নিত্যদিনের অতিথিরা (ছবি ব্লগ)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২


খাবারে নতুন অতিথি টিয়াকে ভাগ বসাতে দেখে বুলবুলি তো রীতিমত রেগে টং

আমি প্রতিদিন আমার মেহমানদের খাবার দেয়ার জন্য বারান্দার বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছি । বছর খানেক হবে মনে হয় আমার এই অতিথিদের আনাগোনা । তবে তারা সবাই মুক্ত বিহঙ্গ । খাচায় ভরা পাখি আমার ভালোলাগেনা । আমার আপ্যায়নে প্রথম আসলো চড়ুই ও তার দলবল । তাদের খাবার হিসেবে দেই চাল , কাউন অথবা ধান ।

এন্টিক সাজে চড়ুই দম্পতি


টবের ফাকে চড়ুই


সেই চড়ুই


স্ত্রী চড়ুই খেতে ব্যাস্ত আর স্বামী মশাই গ্রিলে বসে পাহারা দিচ্ছে। বিপদ দেখলেই চিক চিক করে গিন্নিকে সতর্ক করবে।

এরপর আসা শুরু হলো শালিকের । ক ক করে সংগীকে ডেকে আনে আর চড়ুইর খাবারই ভাগ করে খেয়ে যায় চড়ুই গুলোকে তাড়িয়ে দিয়ে , তবে তারা মহা চালাক , ছবি তোলা খুব কষ্টের ।


একাকী শালিক


ইতি উতি দৃষ্টি , তাঁর এই কাজ কারবার কেউ লক্ষ্য করছে কিনা তার জন্য সতর্ক শালিক !

এরপরের অতিথি হলো বুলবুলি । তারা আবার ঐসব ধান চাল খেতে চায়না। তাদের জন্য ভিন্ন আয়োজন। নিত্য ফল পাকুড়ের জোগান দিতে হয় তাদের জন্য। কখনো পাকা কলা , পাকা পেপে। আমের দিনে পাকা আম । তাদের সেই তৃপ্তি করে খাওয়ার ভঙ্গীটা দেখার মত । আমি পর্দার ফাক দিয়ে চুপি চুপি দেখি ।


বুলবুলি কলা খেতে ব্যাস্ত


বুলবুলি


বুলবুলি

এরপর আমাদের অবাক করে আজ চারদিন হলো অতিথি হয়ে আসছে টিয়া । দুটো অথবা কখনো একটি । তবে তাদের দলে মোট তিনটি পাখি আছে ।

আমার শিকলি কাটা পাখি


জোড় বেধে বসে আছে


খুটে খুটে খাচ্ছে গম


খেতে ব্যস্ত দুজনা


বনের পাখি বলে 'আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার '


খাবারের পাত্রটি খালি থাকায় মনমরা একাকী টিয়া

টিয়া পাখীরা যখন খেতে আসে তখন বুলবুলিগুলো পাশের বাড়ীর ছাদের থেকে তীক্ষ নজর দিয়ে বসে থাকে । কখন তারা যাবে আর কখন ওনারা এসে খাবেন । এবার আর ধৈর্য্যের বাধ মানলো না বুলবুলিটির । লাফ দিয়ে এসে আমাদের বেধে রাখা ডালে বসে পড়লো ।


টিয়া পাখীটার চলে যাবার অপেক্ষায় বিরক্ত বুলবুলি অন্য দিকে ফিরে বসে আছে

বাসার পাশে আগুনে পলাশ ফুলে টিয়া



আমার প্রিয় ব্লগের মাথার উপর এই বিজ্ঞাপন দেখার পর নিখাদ একটা ছবি ব্লগ দেয়ার উৎসাহ পেলাম :`>

শেষের বিজ্ঞাপনের ছবিটি ছাড়া বাকি সব ছবি আমাদের ক্যমেরায় তোলা

মন্তব্য ১৮২ টি রেটিং +৪৫/-০

মন্তব্য (১৮২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

প্রথম বাংলা বলেছেন: চমৎকার ব্যপার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে প্রথম বাংলা, আশা করবো সামনের দিনেও সাথে থাকবেন । শেষ বাংলা যেন না হয় :)
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার পাখির ছবি।
ভাল লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ কল্লোল পথিক । ওরা যখন প্রতিদিন এসে ক্যচোর ম্যচোর করে খাবারের জন্য তখন খুব ভালোলাগে আমাদের ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

অগ্নি কল্লোল বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো।
ভাল লাগা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: পাখিগুলো ছবির চেয়েও সুন্দর অগ্নি কল্লোল :)
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

মহা সমন্বয় বলেছেন: বাহ্ খুব ভাল বুদ্ধি .. আর একেই বলে প্রকৃতিক উপায়ে পাখি পালন। :)
কিন্তু টিয়া আসলো কই থেকে ? ঢাকায় তো টিয়া নেই ।
এটা অশ্যই উত্তরা ও তার আশে পাশের এলাকা।

মন ভাল হয়ে যাবার মত একটি পোষ্ট পোষ্ট।
ভাল লাগা রেখে গেলাম। !:#P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: ঢাকায় এখন গাছ নেই ফল নেই যা আছে সব মেহগনী ইউক্যলিপ্টাস , তাই পাখি কম।
উত্তরা কেন ? ধানমন্ডিতেও অনেক পাখি বিশেষ করে টিয়া দেখা যায় । লেকের পাশেই তাদের বসবাস ।
আপনার জন্য রইলো অনেক শুভকামনা ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: "বাগিচায় বুলবুলি তুই... নজরুলের এই গানটার কথা মনে পড়লো অাপনার বুলবুলি দেখে । ছবিগুলো সুন্দর হয়েছে । পাখিরা অাপনার অাতিথিয়তায় বোধহয় মুগ্ধ । ভালো লাগা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: ছবি পোষ্ট করতে গিয়ে আমারও এ গানটি মনে পরছিল সাধু ।
হ্যা ওরা আমার প্রতিদিনের প্রতিবেলার অতিথিই বটে ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রাকৃতিক দারুন অতিথি আর অতিথি আপ‌্যায়নেও দারুন আয়োজন।

আহা যদি টিয়া, বুলবুলি বা চড়ুই হতাম.. অতিথি হয়ে বেরিয়ে আসতাম আপনার আঙিনায় :)


+++++++++++++++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: হ্যা দারুন অতিথি বটে বৈকি বিদ্রোহী ভৃগু । আমি প্রতিদিন উপভোগ করি তাদের আনাগোনা আর কিচি মিচি ।
মানুষ হয়েই আসবেন পাখি হতে যাবেন কেন ভাই B-)
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

তার আর পর নেই… বলেছেন: আপনার বাসায় পাখিদেরও এত আপ্যায়ন! না জানি মানুষের কত আপ্যায়ন হবে! আপু, ছবিগুলো অনেক সুন্দর!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

জুন বলেছেন: আপনার বাসায় পাখিদেরও এত আপ্যায়ন! না জানি মানুষের কত আপ্যায়ন হবে!
হা হা হা ভালো বলেছেন তবে কানে কানে বলি এ কথা যেন মামুন রশিদ আর কুনো ব্যাং এর কানে না যায় =p~
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

ফজলুভাই বলেছেন: ওরররররে জোস :D :D :D
খুব ভালো লাগলো আপু :)
আপনার পোস্ট খুব ভাল লাগে...... :D
অনেক কিছু শিখতেও পারি আপনার কাছে থেকে :D
ধন্যবাদ :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

জুন বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা ফজলুভাই :)

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: চিত্ররুপময় !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

জুন বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতা পড়ে আমি কখনো খাচায় পাখি পালার কথা ভাবিনি রবিন্দ্রনাথ ঠাকুর ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

রানার ব্লগ বলেছেন: ভাই মোন ভরে গেছ, দেখি, আমিও চেস্টা করি, হয় কি না?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

জুন বলেছেন: অবশ্যই হবে রানার ব্লগ । একটু আদর পেলে পশু পাখিরা অনেক খুশি হয় বলেই আমার বিশ্বাস ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

তুষার@শীল বলেছেন: চমৎকার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

জুন বলেছেন: স্বাগতম তুষার@শীল আমার ব্লগে। ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: আমার বাসায় ও একই অবস্থা, শালিক চড়ুইয়ের বাসা বানিয়ে দেয়া হয়েছে, মাঝে মাঝে আমাদের দেখলে পাখিগুলো আবার রাগ ও দেখায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

জুন বলেছেন: বাসা বানিয়ে দিয়েছেন! তবে আমি বাসা বানিয়ে দেইনি। ওরা নিজেরাই বানিয়ে নিয়েছে আমার বেডরুমের এসির পেছনে। তবে খাবার ব্যবস্থা করেছি আমি। তারা মুক্ত বিহংগ সবাই। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আসা যাওয়া। আমাকে বারান্দায় দেখলেই তারা এসে হাজির হয় আশ পাশ থেকে।
আমার মত আরেকজন পাখী প্রেমিকের সন্ধান পেয়ে খুব ভালোলাগলো মাহবুবুল আজাদ :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা সকালের।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

ইসমত বলেছেন: চমৎকার ভালোবাসার প্রকাশ। চড়ই অতিথির ছবিগুলো আগেই দেখেছিলাম। আজকের ছবি আর বর্ণনা বরাবরের মতো দারুন। বিরক্ত বুলবুলি কি পরে খেতে পেরেছিল? আচ্ছা, কখনো কাক আসে নি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

জুন বলেছেন: আমার চড়ুই পাখীগুলোর কথা মনে রেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইসমত।
টিয়া পাখিরা খুব ধীরেধীরে খায় তাই বুলবুলিটা প্রচন্ড বিরক্ত হয়ে পরেছিল। টিয়া খেয়ে চলে গেলে ওরা এসেছিল। কাক ও আসে তবে তারা পাউরুটি অথবা আটার রুটি পছন্দ করে। মাছ ভাতও খুব পছন্দ তাদের। তবে নোংরা করবে বলে ওসব দেই না :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন আগামীতেও সেই প্রত্যাশায়।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাখিগুলোর ছবি যতটুকু না মুগ্ধ করেছে করেছে এই পাখিগুলোর জন্য খাবারের ব্যবস্থা যে করেছেন তার এই মহান কর্ম আমাকে মুগ্ধ করেছেন অনেক- অনেক বেশি।আপনি অনেক উচ্চ মনের অধিকারী। ভাল থাকবেন সব সময়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

জুন বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হলো আপনিও একজন মহৎ মনের অধিকারী মাহমুদুর রহমান সুজন ।
নাহলে আজকাল কারো সম্পর্কে নির্ভেজাল প্রশংসা করা দুস্প্রাপ্য একটি বিষয় :)
আপনিও ভালো থাকবেন আর সাথে থাকবেন । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

আহমেদ জী এস বলেছেন: জুন ,





ওয়াও.......... দারুন । ব্লগ খুলেই দেখি আমার "কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও ...." পোষ্টের খানিকটার সাথে মিলে যায় এমন সব ছবি নিয়ে আপনার এই পোষ্টটি ।
একটু ঘুরিয়ে আপনাকে সেটাই তুলে দিলুম ---------


খাবার খোটার ফাঁকে
কে কাকে আড়চোখে দেখে
উছিলায় মুখোমুখি বসি ....
চেয়ে চেয়ে দেখি বারেবারে
সে তো আমারি মতো আকুল
মুখ তুলিবারে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

জুন বলেছেন: ব্লগ খুলেই দেখি আমার "কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও ...." পোষ্টের খানিকটার সাথে মিলে যায় এমন সব ছবি নিয়ে আপনার এই পোষ্টটি ।
এওকি সম্ভব জনাব আহমেদ জী এস ! আপনার কাব্য কুসুমে পুর্ন অনাবদ্য লেখার সাথে আমার এই সাদামাটা পোষ্ট !!
যাক তারপর ও ভাবতে ভালোলাগছে । আর সংযুক্ত কবিতাটিও অপুর্ব ।
অনেক অনেক ধন্যবাদ সাথে থেকে উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত ।
শুভ সকাল ।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

মধুমিতা বলেছেন: দারূণ। অনেক অনেক ভালোলাগা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

জুন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ মধুমিতা ।

অটঃ মোজাম ভাই এর কোন খবর জানেন কি ? অনেকদিন দেখি না তাকে । ভালো আছেন তো ?

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, উত্তরাতে টিয়া পাখি ঘুরে বেড়ায় জানা ছিল না ! খুব ভাল লাগল আপু ! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

জুন বলেছেন: শুধু উত্তরাতে কেন জহির ? আমিতো অনেক জায়গাতেই মুক্ত টিয়ার ঝাক দেখি :)
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা জহির ।
শুভকামনা থাকলো ।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: বনের পাখি আপনার নিত্য সাথী!!! ভাবতেই ভাল লাগে!
অনেক অনেক অনেক শুভেচ্ছা আপনাকে !!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

জুন বলেছেন: কামরুন্নাহার বিথী প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই আপনার নিয়মিত উপস্থিতি আর প্রানবন্ত মন্তব্যে ।
একটা জিনিস পর্যবেক্ষন করে দেখলাম এসব পশু পাখিরা অনেক মানুষের চেয়ে অনেক ক্ষেত্রে ভালো । তাদের ভেতর অনেক মায়া । আগে যখন বাগান আর প্রচুর জায়গা সহ বাড়ীতে থাকতাম তখন হাস মুরগী টিয়া ময়না কুকুর বেড়াল পালতাম । অবশ্য এটা অনেক পুরনো কথা ।
অনেক ভালো থাকুন সুস্থ থাকুন :)

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

মিতু রহমান বলেছেন: টিয়া পাখীদের দেখে আঁতকে উঠেছি আপু। মনে হচ্ছিলো এই বুঝি গেলো পড়ে!
ভালো লেগেছে দেখে। পাখিরাও কথ আবলতে পারলে হয়তো বলতো -- ইশ শান্তিতে খেতেও দেয় না, খালি ক্লিক আর ক্লিক, খেতে বসলেও ক্লিক ক্লিক :)
ভালো থাকবেন আপু।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

জুন বলেছেন: এই মোটা ডাল থেকে পড়বে না মিতু রহমান , ওরাতো তারেও বসে থাকে আর দোল খায় :)

ইশ শান্তিতে খেতেও দেয় না, খালি ক্লিক আর ক্লিক, খেতে বসলেও ক্লিক ক্লিক
না না চিন্তার করবেন না , শব্দ ছাড়াই ছবি তোলা হয় জানালার কাচের ভেতর থেকে , পর্দার সামান্য ফাক দিয়ে ।
আপনিও অনেক ভালো থাকবেন :)
শুভকামনা রইলো ।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Beautiful Birds and one human heart

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

জুন বলেছেন: Many many thanks for ur nice cmnt Nurunnahar Lilian :)

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

হামিদ আহসান বলেছেন: বাহ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

জুন বলেছেন: বাহ ! সুন্দর একটি মন্তব্যে অশেষ ধন্যবাদ হামিদ আহসান ।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

কাবিল বলেছেন: ভাল মানুষের আশে পাশেই পাখিরা ঘুরে বেরায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

জুন বলেছেন: ভাল মানুষের আশে পাশেই পাখিরা ঘুরে বেরায়।
এত সুন্দর একটি মন্তব্য পেয়ে মনটা ভরে গেল কাবিল । আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতো দেখছি রীতিমত সাফারি পার্ক !
মানুষগুলি খাঁচায় আর প্রাণীরা উন্মুক্ত !

আপনার অতিথিদের নিয়ে আগেও একটা পোস্ট দেখেছি , তবে আনন্দের কোন ঘাটতি হয়নি ।

প্রথম পোস্ট দেখে আমিও এরকম এক আয়োজন করেছিলাম ।
চড়ুই , শালিক , কাক , বুলবুলি এসেছিল ।
পরের ঘটনা মর্মান্তিক । ডাকাত অতিথি কাক গিন্নীর কবুতরের বাচ্ছা খেয়ে আমাকে গান পয়েন্টে ঠেলে দিয়েছিল । =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

জুন বলেছেন: সাফারি বলে লজ্জা দিয়েন না গিয়াস লিটন :``>> আসে তো দুটো চড়ুই শালিক । সেদিন দুটো বাবুই পাখি এসেছিল । কিন্ত দেখতে দেখতে ফুরুৎ করে উড়ে গেল চেটেপুটে বাটি সাফ করে ।
হ্য আপনি বলেছিলেন সেই কাহিনী । কাক আমার বাসায় ও আসে তবে পাউরুটির টুকরো তাড়াতাড়ি চলে যায় পাশের বাড়ির ছাদে । তারপ সেখানে বসে পায়ের নখ দিয়ে ছিড়ে ছিড়ে খেতে থাকে ।
যাক অনেক কথা বলে ফেললাম । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

রক্তিম দিগন্ত বলেছেন: কী চমৎকার চমৎকার সব ছবি!!! পাখিরা ছবি তোলার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল!!!

আমি ঐদিন একটা পাখি দেখেছিলাম। ধূসর সবুজ। মাথায় লাল ঝুঁটি। ছবি তুলতে গেলাম। পাখি উড়াল দিল! :(

+++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য রক্তিম দিগন্ত ।
পাখিরা তো প্রতিদিনই অনেক বার করে আসে । সুতরাং একবার না পারিলে দেখো শতবার :)
তাই ছবি তুলতে সমস্যা হয়না ।

ভালো থাকুন, শুভ কামনা রইলো আপনার জন্য ।

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

গেম চেঞ্জার বলেছেন: ভাল লেগেছে আপু। প্রিয়তে নিয়ে রাখলাম। এটা মাঝে মাঝেই এসে দেখব। মন ভাল হবে।

(আজকের দিনে দেয়াতে কৃতজ্ঞতা। মুড অফ। কারণটিও নিশ্চয়ই জানেন)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: ভালোলাগার কথা শুনে অনেক ভালোলাগলো গেম চেঞ্জার তার উপর প্রিয়তে। সত্যি খুব ভালোলাগছে আমার পাখিগুলোকে ভালোবাসার জন্য।
আগামীদিনেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় :)

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

এহসান সাবির বলেছেন: কয়েকটা ছবি আমি ঝাপসা দেখতে পেলাম। আমার পিসি না কি ছবিই ঝাপসা?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানিয়ে রাখি পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য এহসান সাবির। দীর্ঘকাল ধরে সাথে আছেন তার জন্য অনেক ভালোলাগা ।
ঝাপসা দেখতেই পারেন কারন টিয়া আর বুলবুলির ছবিগুলো জানালার কাচের ভেতর থেকে তোলা। আর শালিক ছড়ুই গুলো ট্যবে জুম করে। তাই ঘোলা লাগছে।
সাথে থাকুন :)

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: আমার এই সাদামাটা পোষ্টটি ভালোলাগার অসংখ্য ধন্যবাদ সাদামনের মানুষ :)

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

আব্দুল্যাহ বলেছেন: পাখিদের খাদ্য দেবার ভাবনাটি চমৎকার। শুভ কামনা রইল এমন মহৎ কাজের জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

জুন বলেছেন: আপনার কি প্রথম মন্তব্য আমার ব্লগে? তাহলে স্বাগতম আমার ব্লগে। আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)
আপনার জন্যও রইলো অনেক শুভকামনা।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

টয়ম্যান বলেছেন: পাখিদের খাবার দেয়া শুভ কাজ । আপনার জন্যও টয়ম্যনের পক্ষ থিকা শুভেচ্ছা :)
+++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: শুভেচ্ছা গ্রহন করা হলো সানন্দে খেলনা মানব :)
সাথে থাকুন আগামী দিনগুলোতেও।

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মুরশীদ বলেছেন: ১নম্বর ছবিটা বেশী ভালোলাগলো । বুলবুলিটা যেন বলছে ---
" কিরে তুই যাবি কখন "?

প্লাস

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: হু তার খুদ কুড়োতে ভাগ বসাচ্ছে তাও আবার আধা ঘন্টা ধরে। তাইতো বুলবুলি রেগে টং আপনার কথায় ঘাড় বাকিয়ে যেন বলছে "গেলি"!
হা হা হা।।।।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মনিরা সুলতানা বলেছেন: গুরগাও থাকতে আমার বাসার ব্যালকনি তে আসত এমন করে ,ময়ূর সহ লম্বা লেজ ঝুলিয়ে বসে থাকত ...।
এখানে সামারে পানি খেতে আসে ঘুঘু আর শালিক ।
তোমার মত অতিথি পরায়ন না যে তাই সম্পর্ক এত ভাল না ।
চমৎকার ছবি ব্লগ আপু :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: জয়পুরে এমন লেজ ঝোলা ময়ুর অনেকবারই দেখা হয়েছে। রাস্তার পাশের গ্রামের মাটির বাড়ীর আংগিনায় ঘুর ঘুর করছে যেন পালা মুরগী।
ব্যংককে যে বাসায় ছিলাম তার আশে পাসে কত যে ঘুঘু চড়ুই শালিক আর কোকিল। কোকিলের ডাকে পাগল হওয়ার অবস্থা। সাভারে থাকার সময় ও প্রচুর পাখির মেলায় থেকেছি মনিরা। পশু পাখি খুব ভালোলাগে।
ছবি ব্লগ ভালোলাগার জন্য অনেক ভালোলাগা। সাথে থেকো আগামী দিনেও :)

৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: প্রতিটি ছবি সুন্দর এসেছে। এতো পাখি আপনার বাড়িতে আসে, দেখে খুব ভালো লাগল।
+।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: আপনার ভালোলাগার কথা জেনে অনেক খুশী হোলাম সুমন কর। আপনার ছবি ব্লগের ছবিগুলোও চমৎকার। শুভেচ্ছা রাত্রির।

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জোড়া টিয়া দুটো খুব ভালো লাগলো। সবগুলো পাখির ছবিই সুন্দর।

ধন্যবাদ জুন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: আপনার মন্তব্যের উত্তর লিখতে যাবো উপরে তাকিয়ে দেখি নোটিফিকেশন আপনার পোষ্টে আমার মন্তব্যের উত্তর দিয়েছেন। দেখে আসলাম আপনার অসাধারন প্রতি মন্তব্যটি। যাবো আপনার রম্য পড়তে।
আমার ব্লগটি দেখা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
এত্তগুলা সুন্দর।
কয়েকটা পাখি দেখে ইচ্ছা করসে রোস্ট করে ঝেয়ে ফেলি! :#)
বর্ডার/ফ্রেমটা ভাল লাগসে ||

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

জুন বলেছেন: রোষ্ট!! আমার পাখি দিয়ে! বলেন কি আপনি!!!
না না এরা আমার নিত্যদিনের মেহমান, এদের খাওয়া চলবেনা।
অসংখ্য ধন্যবাদ মুন অনেক দিন ধরে মন্তব্যে উতসাহিত করে যাচ্ছেন বলে :)

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

আবু শাকিল বলেছেন: পাখিরা ভ্রাম্যমাণ বাস ছেড়ে আপনার বাসায় স্থায়ি যায়গা করে নেবার সম্ভাবনা আছে :)আপনার অতিথি আপ্যায়নে পাখি মুগ্ধ।

আপনার তীক্ষ্ণ চোখ -কোন কিছু এড়ায় না।সাধারণ জিনিস অসাধারণ করে তোলেন।প্রতিটা ছবি অর্থ বহন করে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

জুন বলেছেন: আবু শাকিল আপনার মন্তব্যে আমি দারুন খুশী হোলাম। বিশেষ করে আমার তীক্ষ্ণ চোখের প্রশংসা :)
শুভকামনা করি আপনার জন্য প্রতিনিয়ত। অনেক ভালো থাকুন।

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাইলাম, আমিও ভাবছি পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করবো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

জুন বলেছেন: করেন সাদা মনের মানুষ , দেখবেন মনে অনেক প্রশান্তি অনুভব করবেন । আশাকরি আপনার মেহমানখানাও ভরে উঠবে পাখির কলকাকলিতে ।

আপনি সহ সব সহব্লগারদের কাছে ক্ষমা প্রার্থী মন্তব্যের উত্তর দিতে দেরীর জন্য । সংসারের শত ঝামেলার ফাকে ব্লগিং । বুঝতেই পারছেন :(

৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

একাকি শূন্যতা বলেছেন: গতবার

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে একাকি শুন্যতা । কিন্ত আপনার মন্তব্যটি বুঝতে পারি নি :(

গতবার :-*
তারপর ও অনেক ধন্যবাদ ।

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: আপনি এই রকম মুক্ত টিয়া বুলবুলি পাইলেন কিভাবে? চমৎকার আইডিয়া আপনার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

জুন বলেছেন: আমি ধরে আনিনি প্রামানিক ভাই । চড়ুই শালিক ছিল বিনে পয়সার ভাড়াটে । ওদের খাবার দিতে দিতে বাকি সবগুলোর আগমন ।
এদের ইতিহাস জানার জন্য আমার এই ছোট্ট পোষ্টটি দেখার অনুরোধ রইলো :)
এক জোড়া শালিক আর এক জোড়া চিল এর গল্প।

৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

যুগল শব্দ বলেছেন:

দারুণ ব্যাপার আপু।

মহাদেব সাহার ওই কবিতাটির কথা মনে পড়ে গেল !! +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

জুন বলেছেন: কোন কবিতাটি ভাই ? আমিতো বুঝতে পারলামনা ।
স্বাগত জানাই আমার ব্লগে যুগল শব্দ আর আন্তরিক ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য ।

৪০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুলবুলির বিরক্তি দারুণ লাগল। আর পাখিদের মেলায় সেই সাথে আপনার পাখিপ্রিয় মনের জন্য রইল শ্রদ্ধা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দিশেহারা সাথে থাকার জন্য ।
হু বুলবুলির এক্সপ্রেশনটা হলো ব্লগিও ভাষায় " কি ব্যপার, এইডা যায় না ক্যরে ! " B-)

সকালের শুভেচ্ছা রইলো ।

৪১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

প্রিন্স হেক্টর বলেছেন: পাখিগুলো কিউট!! ধন্যবাদ শেয়ার করার জন্য, জুন খালা :#)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

জুন বলেছেন: কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখলাম নাকি B:-) প্রিন্স হেক্টর !!
হ্যা ভাগিনা বেশিরভাগ পাখিই দেখতে কিউট ।
মন্তব্যের জন্য ও আমাকে মনে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ :)

৪২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

সায়েদা সোহেলী বলেছেন: ওয়াও !!!! নিত্যদিন এমন অতিথি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার জুন আপু !! আবার ও হিংসা হিংসা হিংসা :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

জুন বলেছেন: আবার ও হিংসা হিংসা হিংসা
হা হা হা সোহেলী
বলেন ভালোবাসা আর ভালোবাসা :)
আপনিও নিয়মিত পাখিদের খাবার দিলে ওরা আসবে দেখবেন ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো নিরন্তর ।

৪৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

ধমনী বলেছেন: সুন্দর সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

জুন বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধমনী :)
শুভেচ্ছা সকালের ।

৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

প্রবাসী পাঠক বলেছেন: আপনার নিত্য দিনের অতিথি এবং তাদের আপ্যায়ন দেখে ভালো লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রবাসী পাঠক পোষ্টটি দেখা আর মন্তব্যের জন্য । সাথে থাকুন আগামী দিনগুলোতেও :)

৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ ক্যাপচার !! সবচেয়ে অবাক হয়েছি টিয়ার আগমনটা দেখে ! তারা খুব রেয়ার মানুষের কাছাকাছি আসে ।

আপনার খাঁচাহীন পাখি প্রেম অনেক ভাল লেগেছে, ভালোবাসা পেলে বাঘও মনে হয় মানুষের বাড়িতে মেহমান হয়ে আসবে !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

জুন বলেছেন: এই টিয়াগুলোর মনে হয় ভয় ভেঙ্গে গেছে কিছুটা । আজ আট দশদিন হলো প্রতিদিন সকাল বেলা নিয়ম করে এসে খেয়ে যায় কথাকেথিকথন।
খাচার পাখি আমার ভালোলাগে না । ছোট বেলায় আম্মার মুখে রবীন্দ্রনাথের দুই পাখি কবিতার আবৃত্তি শুনে কেদে ফেলতাম ।
মন্তব্য আর উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৪৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

মশিকুর বলেছেন:

অসাধারন ব্যাপার :)

টিয়া!!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

জুন বলেছেন: ত্যি অসাধারন মশিকুর । আমরা নিজেরাই হতভম্ব হয়ে গিয়েছিলাম ওদের দেখে । এমনি আশে পাশের গাছে উড়তে দেখেছি । তাই বলে সাক্ষাৎ আমার দাড়ে !!
অনেক অনেক ধন্যবাদ ও শহুভেচ্ছা সকালের ।

৪৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০১

গোধুলী রঙ বলেছেন: অসাধারণ ব্যাপার স্যাপার, আপনার অতিথিরা চমৎকার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

জুন বলেছেন: সত্যি ওদের দেখলে খুব ভালো লাগে গোধুলী রঙ ।
শুভেচ্ছা জানবেন সকালের আর আগামীতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় :)

৪৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

রাবার বলেছেন: ওয়াও বারান্দায় পাখীর মেলা, দারুনতো ব্যাপারস্যাপার!
++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

জুন বলেছেন: ছোট থেকে এখনো প্রিয়র তালিকায় আছে লরা ইঙ্গলসের আত্নজীবনীর ৮টি খন্ড তার একটি হচ্ছে "নদীর তীরে ফুলের মেলা" ।
সেখানে লেখা অনেক পাখ পাখালীর গল্প । আমাকেও তেমনি টানে পশু পাখিরা ।
অসংখ্য ধন্যবাদ উৎসাহিত মন্তব্যের জন্য রাবার ।

৪৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

টরপিড বলেছেন: আমার বাসার বারান্দার সামনেই বিশাল কৃষ্ণচুড়া গাছ। বিকেল হলেই ওটাতে টিয়াসহ আরো নানা রকম পাখিরা এসে কান ঝালাপালা করে ফেলে। সারাদিন কম বেশি তো আছেই। একদিন আমি বারান্দায় বসে আছি, দেখি দুটা ম্যাগপাই এসে রেলিংয়ে বসল। আমি কিচেন-এ গিয়ে একটু পাউরুটি নিয়ে ছিড়ে দিতেই মহা উৎসাহে খাওয়া শুরু করল। একটু নিরাপদ দূরত্ব রেখেই। এরপর তারা নিয়মিতই আসা শুরু করল। কাছে আসতে আসতে কয়েকদিনের মধ্যেই হাত থেকে খাওয়া শুরু করল। পারলে কোলে উঠে হাত থেকে খায়, একটু এদিক ওদিক ছুড়ে দিলে শিকারী কুকুরের মত লাফ দিয়ে খায়! এভাবে কয়েকদিন যেতেই তেনারা নিয়মিত আসা শুরু করলেন। সকাল, দুপুর, বিকেল তিন বেলা নিয়ম করে। সকালে বেডরুমের সামনে এসে উঁকি দিয়ে দেখে আমরা উঠছি কিনা, না উঠলে চুপচাপ ঘুরাঘুরি করবে। যদি দেখে উঠছি তাহলে ডাকাডাকি শুরু করে (অনেকটা 'খিদা লাগছে, খাইতে দাও' টাইপের সুরে)। ওদের জন্য আলাদা করে পিরিচে রুটি রেখে দিতাম। ছুটি ছিল বলে তখন দুপুরেও খাওয়াতে পারতাম। ছুটি শেষে আমরা দু'জনই বাইরে, দুপুরে খাবার দেওয়ার কেউ নাই। বিকেলে বাসায় ফিরে দেখি, কিচেনে মগ ভাঙ্গা পড়ে আছে, বসার ঘরে উনারা 'ইয়ে' করে রেখেছেন। বুঝলাম, তেনাদের কান্ড। পরে আরো একদিন এরকম হওয়ার পর উনাদের খাওয়া বন্ধ করে দিছি। পরদিন এসে যথারীতি 'খাবার দেন' টাইপের সুর, আর আমি দিছি দৌড়ানি। দেখি, নড়েনা যায়গা থেকে! মনে হয় বিশ্বাস করতে পারতেছিলনা যে আমি দৌড়ানি দিতেছি! এরকম দুই-তিন দিন দৌড়ানি খাওয়ার পর আর আসেনা। মনে হয় দৌড়ানি খাওয়ায় ইজ্জতে আঘাত লাগছে!

আপনার ছবি দেখে মনে হলো, ওদের জন্যও এরকম ব্যাবস্থা রাখা যায়। তাহলে আর ঘরে আসবেনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

জুন বলেছেন: আহা আমারো মনে হয় এমন খোলা মেলা প্রাঙ্গন সহ একটি বাসা থাকতো । কত ফুল আর পাখিদের নিয়ে থাকতাম ।
হ্যা টরপিড আপনিও এমন ব্যবস্থা করেন ঐ গাছের ডালেই দেখবেন ওরা কি নিয়ম মাফিক আসবে । অনেক ভালোলাগে কিন্ত যাই বলেন ।
আপনার নিজের অভিজ্ঞতার কথা মন্তব্যের মাধ্যমে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ । সাথে থাকবেন সামনের দিনগুলোতেও আশা করবো :)

৫০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ ব্যাপার স্যাপার, আপনার অতিথিরা চমৎকার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

জুন বলেছেন: হ্যা অনেক ভালোলাগে যখন ওরা আসে বঙ্গভুমির রঙ্গমেলায় :)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

৫১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: এই জুন আপা, আপনি পাখির ছবি পোষ্ট দিয়া গেলেন কই?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

জুন বলেছেন: এই যে আছি প্রামানিক ভাই । কত ঝামেলা মাথায় নিয়ে যে শুধুমাত্র নিজের এই সামান্য শখটুকু মেটাতে এই ব্লগে আসি তা বুঝবেন না কোনদিন :( এক ভাবীরে জিজ্ঞাসা করতে পারেন :)
শুভকামনা রইলো প্রামানিক ।

৫২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

শামছুল ইসলাম বলেছেন: পাখীদের নিয়ে আপনার সময়টা তো খুব সুন্দর কাটে !!!!

ভাল লেগেছে ছবি গুলো।

ভাল থাকুন। সবসময়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ শামসুল ইসলাম । হ্য কিছুটা সময়তো কাটেই বটে ।
শুভেচ্ছা জানবেন আর সাথে থাকবেন সামনের দিনেও :)

৫৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

অলওয়েজ ড্রিম বলেছেন: বাহ চমৎকার। আর আপনি তো পাখিদের মনের কথাও বোঝেন, দেখলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

জুন বলেছেন: আপনি তো পাখিদের মনের কথাও বোঝেন, কই আর বুঝলাম ভাই অলওয়েজ ড্রিম ?
আমার খুব ইচ্ছে তাদের ভাষাটা বোঝার ।।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

৫৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

রাতুল_শাহ বলেছেন: কয়েকটা ছবি আগে দেখেছি মনে হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

জুন বলেছেন: হয়া রাতুল আমার এই পোষ্টের চড়ুই পাখির কিছু ছবি এখানে লাগিয়েছি ।
আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ

৫৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: জুনাপা তোমার অন্যতম সেরা পোষ্ট এটা। টিয়া হোয়াট এ লাভলী বার্ড। গ্রেট জুনাপা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

জুন বলেছেন: তাই নাকি নেক্সাস ! শুনে অনেক অনেক খুশী হোলাম । সত্যি অনেক সুইট এই টিয়া আর বুলবুলির প্রতিদিনের নীরব ঈর্ষা ।
শুভেচ্ছা থাকলো সকালের ।

৫৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

জেন রসি বলেছেন: খাঁচায় থাকা পাখি দেখতে আমারো ভালো লাগেনা। তাই আপনার নিত্যদিনের অতিথিদের দেখে ভালো লাগল। কারন তারা অতিথি, দাস নয়। :) চমৎকার ছবি ব্লগ। মাঝেমাঝে ছবি অনেক ভাষা প্রকাশ করে ফেলে। আপনার ছবি ব্লগগুলোও অনেকটা তেমন।

ভালো থাকুন সবসময়। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

জুন বলেছেন: কারন তারা অতিথি, দাস নয় খুব ভালো বলেছেন প্রিয় ব্লগার জেন রসি ।
আত্যন্ত সুন্দর এবং আন্তরিক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সব সময় আপনিও :)

৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: আমি অবাক হয়ে গেছি সত্যি খুব হিংসে হচ্ছে..........

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

জুন বলেছেন: না না হিংসের কিছু নেই ভাই আরিফুর রহমান হাওলাদার :)
আমরাও অবাক হয়েছি বিশেষ করে টিয়াগুলোর নিয়মিত আসাতে ।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য । সাথে থাকুন ।

৫৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ইখতামিন বলেছেন: ছোট বেলায় গ্রামের বাড়িতে অনেক ছোট পাখি দেখতে পেতাম। এখন তো তাও দেখা যায় না। আর শহরের কথা না-ই বা বললাম।

+

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

জুন বলেছেন: ইখতামিন অনেক দিন পর আমার ব্লগ বাড়ীতে দেখে অনেক ভালোলাগলো ।
হ্যা পাখীর সংখ্যা কমে যাচ্ছে গাছ কেটে ফেলার দরুন । তারপর ফলজ গাছের বদলে বনজ গাছ বোনা আর শব চেয়ে বড় সমস্যা করছে মোবাইলের টাওয়ার । সেদিন এক পত্রিকায় পড়লাম টাওয়ারের আশে পাশে পাখিদের ডিম নাকি ফোটে না । কি মর্মান্তিক ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো ।

৫৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাথিয়া বলেছেন: আহা কি চমৎকার। পাখীদের ছবি দেখে মনটাই ভালো হয়ে গেল আপি। +++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাথিয়া । আমাদের মনটাও ভালো হয়ে যায় যখন ওদের দেখি :)
শুভেচ্ছা রইলো অনেক

৬০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

তার আর পর নেই… বলেছেন: মামুন রশিদ আর কুনো ব্যাঙ কে চিনলাম না, চিনিয়ে দেন …
না হলে কিভাবে তাদের বলবো? =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

জুন বলেছেন: এই হলো কুনো *কুনোব্যাঙ*
আর এই হলো মামুন রশিদ মামুন রশিদ
সামহ্যোয়ার ইন ব্লগের দুজন হেভী ওয়েট ব্লগার । তবে কেন জানি কদিন ধরে দুই মামুনই নিরুদ্ধেশ তার আর পর নেই :(

৬১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

ঢাকাবাসী বলেছেন: অসম্ভব সুন্দর দৃশ্য, ঢাকা শহরে ইটপাথরের মাঝে টিয়া বুলবুলি! দারুন দুর্লভ আর সুন্দর। ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: একসময় এগুলো কমনই ছিল তারপর নীলকন্ঠি , বসন্ত বৌরি , চোখ গেল , কোকিল এমন কত পাখি ছিল এই ঢাকা শহরেই । এখন বিলুপ্ত প্রায় গ্রামেও । সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ।

৬২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

বলেছেন: বাব্বাহ। খুব খুব ভাল! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগলো ।

৬৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
A+ Post !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মোহাম্মাদ সাজ্জাদ ।
:) :)

৬৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বা মেহমানদের আনাগুনা দেখি খুব ভাল জমেছে আপনার বাসায়।

অনেক ভালো লেগেছে ছবিগুলি আর পাখিদের দেখে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

জুন বলেছেন: আপনার মন্তব্য পেয়েও অনেক ভালোলাগলো ফেরদৌসা রুহী। শুভেচ্ছান্তে :)

৬৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

বাঘ মামা বলেছেন: জীবনে প্রতিটা জীবের জন্য অভয় হয়ে বেঁচে থাকার নামই জীবন।

সেই দুর্ভাগা যে অন্যের জন্য ভয়ংকর।

ছোট্ট চুড়ুইটা তোমাকে ভয় পায়না এটা অনেক বড় ব্যপার আপু,

কেমন আছো?

শুভ কামনা সব সময়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

জুন বলেছেন: কেন ভয় পাবে!! আমি কি বাঘ :)
আমি ভালো আছি। তুমি কেমন আছো বাঘমামা ?
২০ ফেব্রুয়ারি ৬ বছর পুর্ন হবে ব্লগে, স্মরনে রেখেছি আমার ব্লগের প্রথম মন্তব্যকারীকে।
শুভকামনা রইলো আমার প্রিয় ব্লগারের জন্য।

৬৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: পাখি গুলো দেখার সাথে সাথে এটাও ভালো লাগলো আপনার বাসায় টুকরো টুকরো সবুজের ছোঁয়া যা দেখেও ভালো লেগেছে আপু

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

জুন বলেছেন: আমার যে সবুজ কি ভালো লাগে অপর্না আমি লিখে বোঝাতে পারবোনা। এর আগের পোষ্ট যা আপনার চোখ এড়িয়ে গেছে হয়তো বা সেখানে একটি এয়ারপ্ল্যন্টের ছবি আছে। সেটা যে আমি কত কষ্টে এনেছি তা বলতে পারবো না।
আপনার মন্তব্য পেয়ে অনেক অনেক ভালোলাগলো। সামনের দিনগুলোতেও আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশায়। শুভেচ্ছান্তে।

৬৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



একদম শেষের ছবিটা খুব ভাল তুলছেন আপা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

জুন বলেছেন: হ শেষের ছবিটা আমারো তুলতে খুব ভালোলাগছে কান্ডারি :P
কই ছিলা এতদি?? শুশুকের মত কত দিন পর পর ভেসে উঠো।
যাই হোক মনে রাখার জন্য এক্রাশ ধইন্যাপাতা :)

৬৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

মশিকুর বলেছেন:

আমার এক ফ্রেন্ডের রুমের ভিতরে চড়ুই বাসা বেধেছে!!! রুমের ভিতর উরাউরি করে... একদম ভয় পায় না। ভাগ্য ভাল যে ওর রুমে ফ্যান নাই; কুলার :)

এক বড় ভাইয়ের বারান্দায় কবুতর আসে... ওনার হাত থেকে খাবার খায়। প্রথম দিকে ভয় পেত কিন্তু এখন ভয় পায় না :) এখন ওই ভাই পাখির খাবার কিনে নিয়ে ওদের খাবার দেন। চমৎকার ব্যাপার; তাই না!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন মশিকুর ফ্যন ঘোরা অবস্থায় গজরে কোন পাখি ঢুকলে বিপদেরই কথা।
আমি ও খুব করে চাইছি যেন আমার মুক্ত পাখীগুলোও যেন আমার হাত থেকে খাবার খায়।
আবার আসার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। সকালের শুভেচ্ছা জানবেন

৬৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর ছবিব্লগ। আমার ব্লগে আমন্ত্রণ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য উলটা দুরবীন।
গেলাম আপনার ব্লগে। ম্নতুন কোন পোষ্ট নেই। শেষেরটায় মন্তব্য করেছি তো :)

৭০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

সায়েম মুন বলেছেন: দারুন একটা আইডিয়া। খেয়ে দেয়ে পাখিগুলো নিশ্চয়ই আপনার জন্য অনেক দোয়া করে। আমারও পাখি বেশ ভাল লাগে। দেখি আপনার মত কিছু করা যায় কিনা। 8-|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

জুন বলেছেন: দেখো আর পাখি আসলে ছবি ব্লগ দিয়ে আমাদের জানিও মুন ।
আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা রইলো শব সময়ের জন্য ।

৭১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্লাবন২০০৩ বলেছেন: খুবই ভালো লাগল আপু। মন ভালো করে দেবার মত ছবিগুলি। দেখি, আমিও আমার বাসায় এরকম একটা ব্যবস্থা করব, অতিথি আনার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

জুন বলেছেন: আপনার মন ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালোলাগলো প্লাবন ২০০৩ । মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
ব্যাবস্থা করেন আর আমাদের দেখান ছবি তুলে ।

৭২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

লালপরী বলেছেন: ইয়া আল্লা টিয়া পাখী! দারুন তো। দাড়ান আমিও ব্যবস্থা করছি আপু :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

জুন বলেছেন: সত্যি সত্যি টিয়া পাখি লালপরী ।
আমি দাড়িয়ে আছি আপনি ব্যাবস্থা শুরু করেন :)
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে ।

৭৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

জুন বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকলো যেন আপনার মন প্রান ফাগুনেরই মত রঙ্গীন হয়ে উঠুক এহসান সাবির :)

৭৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আপা প্রকৃতির সাথে তাল মেলানোর একটা প্রচেষ্টা বলতে পারেন।

বসন্তের একরাশ শুভেচ্ছা আপা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

জুন বলেছেন: আমার পক্ষ থেকেও বাসন্তী শুভেচ্ছা তোমার ও তোমার পরিবারের সবার জন্য কান্ডারি :)

৭৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব অতিথি । আপনার পোস্ট ভাল লাগলো । আমাদের অনেক ব্লগার পাখির ছবি প্রোপিক করেছেন । অনেকের নিক আবার পাখির নামে । ফাগুনের শুভেচ্ছা জুন আপু ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন সেলিম আনোয়ার। এই তো সায়েম মুনই তো ফিংগের নিকে আছে। অনেক দিন পর আপনাকে দেখলাম। খুব ব্যস্ত নাকি বই নিয়ে? বই এর পাঠক প্রতিক্রিয়া কেমন?
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
রাতের শুভেচ্ছা জানবেন।

৭৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

আরইউ বলেছেন: অসাধারণ মানবিক একটা কাজ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

জুন বলেছেন: মানবিক বুঝি না তবে তারা আমাদের জন্য অসাধারন আনন্দ নিয়ে আসে আরইউ :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৭৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার পোস্ট!
আগেই প্লাস দিয়ে গিয়েছিলাম। ৩৪ নং টা আমার।
নব বসন্তের শুভেচ্ছা!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্লাস আর মন্তব্যের জন্য। আমাকে মনে রাখার জন্য আরেক দফা ধন্যবাদ রয়েল বেংগল। বসন্তের শুভেচ্ছা আপনার জন্যও :)

৭৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: বইয়ের পাঠক প্রতিক্রিয়া এতটুকু যে বেশ কয়েকজন ভাল লেগেছে বলেছেন । তারা তো ব্লগার নন। এখন আপনি পড়ে একটা কমেন্ট করলে সেটা । অন্য ব্লগারদের বই সম্বন্ধে একটি ভাল ধারণা হতো ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

জুন বলেছেন: ব্লগার ছাড়া অপরিচিত পাঠকদের কেউ যদি ভালো বলে তবে অবশ্যই ভালো। কারন আমরা আমাদের সহব্লগারদের উতসাহিত করার জন্য, সহানুভুতি থেকেও যাই লেখা থাকুক তাকে অনেক ভালো বলবো। বাইরের অচেনা কেউ ভালো বললে অবশ্যই ভালো হয়েছে বলে ধরে নিতে পারেন সেলিম আনোয়ার :)

৭৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

দিয়া আলম বলেছেন: আপনার ব্লগতো দেখি একটা পাঠশালা, অনেক কিছু জানা যাবে এখানে আসলে, আপনি অনেক ভাগ্যবতি

ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: স্বাগত জানাই আমার ব্লগে দিয়া আলম । পাঠশালা নয় বলতে পারেন আমিও একজন ছাত্রী এখানে ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । সাথে থাকুন ।

৮০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

দীপান্বিতা বলেছেন: খাঁচায় ভরা পাখি আমারও ভালোলাগে না .... কি যে ভাল লাগছে! আমিও এখানে মুড়ি দিই, চড়ুই, ঘুঘু, বুলবুলি আসে ...
. শালিক খুব সাহসী, কিন্তু আসে কম :( .... পায়রাও আছে :)খাঁচায় ভরা পাখি আমারও ভালোলাগে না .... কি যে ভাল লাগছে! আমিও এখানে মুড়ি দিই, চড়ুই, ঘুঘু, বুলবুলি আসে ...
. শালিক খুব সাহসী, কিন্তু আসে কম :( .... পায়রাও আছে :)

খাঁচায় ভরা পাখি আমারও ভালোলাগে না .... কি যে ভাল লাগছে! আমিও এখানে মুড়ি দিই, চড়ুই, ঘুঘু, বুলবুলি আসে ...
. শালিক খুব সাহসী, কিন্তু আসে কম :( .... পায়রাও আছে :)খাঁচায় ভরা পাখি আমারও ভালোলাগে না .... কি যে ভাল লাগছে! আমিও এখানে মুড়ি দিই, চড়ুই, ঘুঘু, বুলবুলি আসে ...
. শালিক খুব সাহসী, কিন্তু আসে কম :( .... পায়রাও আছে :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: ওহ কি সুইট পাখীগুলো দীপান্বিতা । ব্লগের স্বল্প পরিসরে আমার মত একজন মুক্ত বিহংগ পাখী প্রেমিক পেয়ে খুব ভালোলাগছে । মুটুটা কি ঘুঘু নাকি কবুতর ? বোঝা যাচ্ছে না কিন্ত ।
ঠিকই বলেছেন শালিকগুলি বড্ড চালাক ।
শুভকামনা রইলো । অনেক ভালো থাকা হোক ।

৮১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

অগ্নি সারথি বলেছেন: পাখিদের আনাগোনা বেশ লাগল। আপনার পাখি প্রেমে ভাললাগা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

জুন বলেছেন: পাখিদের আনাগোনার বন্দোবস্ত করেছি অগ্নি সারথি :)
মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই ।
আগামীতেও সাথে থাকার প্রত্যাশায় ।

৮২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

মোঃমোজাম হক বলেছেন: ভাল আছেন আপা?
পাখি নিয়ে লেখাটা ভাল লাগেছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

জুন বলেছেন: আমি আছি একরকম মোজাম ভাই । অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালোলাগলো ।
লিখেন না লিখেন ছবি ব্লগ তো দিতে পারেন । পুরানো সবাইকে অনেক মিস করি ।
শুভকামনা রইলো , অনেক অন্নেক ভালো থাকবেন ।

৮৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোস্ট দেখে অবধি ভাবছি, আপুনির কারিশমা আছে! কিভাবে পারলেন ফ্রেমবন্দি করতে? উড়ে যায় না? আমি তুলতে গেলেই উড়ে যায়। :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

জুন বলেছেন: কোন কারিশমা নেই, শুধু পর্দা সামান্য ফাক করে জানালার কাচের ভেতর থেকে তোলা । তবে চড়ুই আর শালিক সরাসরি জ্যুম করে ট্যাবে টুলেছি। টের পেলে তারাও উড়ে যায় ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
আপনার বই বের হয়েছে দেখলাম , অনেক অনেক শুভকামনা রইলো যেন পাঠক নন্দিত হয়ে উঠে আপনার বইটি রেজওয়ানা আলী তনিমা ।

৮৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দরের কোন বর্ণনা নাই
শুধু+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

জুন বলেছেন: সুন্দরের কোন বর্ণনা নাই :-*
শুধু+ :)
মন্তব্যের জন্য আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জনাব নুর এমডি চৌধুরী

৮৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

আরজু নাসরিন পনি বলেছেন:
শিরোনামের অসাধারণ ব্যবহার ।

দ্বিতীয় ছবির ফ্রেমটা দারুণ হয়েছে ।

আর শেষে ছবিটা দেখে আমিও আমার রসকষহীন লেখায় ছবি যোগ করার অনুপ্রেরণা পেয়েছি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

জুন বলেছেন: শেষের ছবিটা আমাদের মাঝে দারুন অনুপ্রেরনার সৃষ্টি করেছে পনি ;)
যাই হোক আমারো প্রিয় ব্লগারের আগমনে ও মন্তব্যে অনেক ভালোলাগা রইলো ।
সকালের স্নিগ্ধ শুভেচ্ছা ।

অটঃ কাল তোমার পোষ্টে ঐ মন্তব্যটা করতে গিয়ে তিনটি নামে ঘুরতে হয়েছে :P

৮৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি সায়েমুন পাখির প্রোপিকে আছেন । এই পাখিটা তার খুব পছন্দের । ছোট হলে কি হবে সব পাখির কাছ থেকে এই পাখি খাজনা আদায় করে :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

জুন বলেছেন: আবার এসেছেন বলে অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।

৮৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১

খায়রুল আহসান বলেছেন: খুব ভালো লাগলো আপনার অতিথিদেরকে দেখে আর আপনার চমৎকার আপ্যায়নের ব্যাবস্থা দেখে। টিয়া পাখি আমার বাসার চারপাশেও আসা যাওয়া করে। আপনার এই পোস্টটা দেখে ইচ্ছে হচ্ছে অনুরূপ ব্যবস্থা করার।
মাঝে বইমেলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে আপনার লেখায় আসতে পারিনি বলে দুঃখিত।
অনেক দিন আগে আপনার ভিসুভিয়াস-২ ব্লগে বেড়িয়ে এসেছিলাম। (অনেক পুরনো ব্লগ, তাই হয়তো নোটিশ পান নাই)।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫০

জুন বলেছেন: জী করতে পারেন খায়রুল আহসান। এটা আপনার লেখালেখির মতই যথেষ্ট আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। মানে আমাকে দেয় আর কি।
ওই মন্তব্য আমি দেখিনি কারন নোটিফিকেশন আসে নি। এর থেকে উত্তরনের একমাত্র উপায় আমার সাম্প্রতিক পোষ্টে আপনার মন্তব্য করা :)। যেটা আমি তক্ষুনি দেখবো এবং উত্তর দিবো। তবে একটা কথা,,,,,
অনেক অনেক ভালো থাকুন। শুভকামনা রইলো।।

৮৮| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

খায়রুল আহসান বলেছেন: তবে একটা কথা,,,,, -- অনেক, অনেক ধন্যবাদ, কথাটার জন্য।
আপনিও ভালো থাকুন, এই শুভকামনায়...

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

জুন বলেছেন: হা হা হা অনেক অনেক ধন্যবাদ। আসলে আমিও বুঝি কথাটি ভারী একঘেয়ে হয়ে গেছে অতি ব্যবহারে। কিন্ত বিকল্প কিছু খুজে পাচ্ছি না বলার।
আবার এসেছেন বলে অনেক ভালোলাগলো। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়.....

৮৯| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

মেহবুবা বলেছেন: মন ভাল করা পোষ্ট।দীপান্বিতার মন্তব্য বেশ।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

জুন বলেছেন: আমার প্রিয় পোষ্টে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ মেহবুবা। অনেক দিন পর আসলেন। এখন মনে হয় পুরোদমে পাঠক হয়ে গেলেন :)
দীপান্বিতার মন্তব্যটি সত্যি সুন্দর।

৯০| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ২:০২

কালীদাস বলেছেন: ফটুগুলা চুইট B-))

আমার জানালাটা সুন্দর, তবে পাখি বসে না; বসলেও টের পাই না, ডাবল গ্লেজড গ্লাসের জন্য সাউন্ড টের পাইনা। সামনের লনে প্রায়ই মাঝারি আকারের দুইটা খরগোস দেখি। স্টাফদের কেউ একটা ধবধবে কালো বিড়াল পালে, বাসা থেকে বের হওয়ার সময় প্রায়ই দেখি ঐটা গেটে বসে খাচ্ছে

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

জুন বলেছেন: আমার জানালায় না কালীদাস, আমার অতিথিরা আসে আমার বারান্দায় B-)
আহা লন ওয়ালা বাসার রূপ ভুলেই গেছি।
অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় লেখা আর ছবিগুলো দেখার জন্য।

৯১| ১৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৬

নীল আকাশ বলেছেন: জুন আপু,
সবগুলি ছবিই অসাধারণ হয়েছে।
আপনার বাসায় তো দেখি মিনি পাখী চিড়িয়াখানা বানিয়ে ফেলেছেন!!
সত্য বলেছেন, পাখীদের মুক্তই ভালো লাগে।
টিয়া পাখি আসলেও খুব সুন্দর, আরেকটা আছে সুন্দর পাখী - কাকাতুয়া।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০

জুন বলেছেন: হ্যা নীল আকাশ এই পাখিদেরকেই আমি চরমভাবে মিস করি দেশের বাইরে থাকার সময়।
খাবার না থাকলে এসে ডাকাডাকি হাকাহাকি করে সোরগোল তুলে ফেলে বিশেষ করে চড়ুই বুলবুলি আর কাঠ শালিকের দল ।
লিংক ধরে আসা ও মনোগ্রাহী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভকামনা সবসময়ের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.