নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

নীল সায়রের অতল জলে (ছবি ব্লগ)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮



গায়ক সুবীর সেন নামটি হয়তো আপনাদের অনেকের কাছেই পরিচিত। এক সময়ের আধুনিক বাংলা গানের জনপ্রিয় এই গায়ক তাঁর বিখ্যাত একটি গানের বানীতে শ্রোতাদের কাছে প্রশ্ন রেখেছিলেনঃ-

তুমি বলেছিলে কোন মনের মুক্তো যায়না তো কভু কেনা ।
ওগো মন পেতে হলে মনের মুল্য চাই ।
সুনীল সাগরে পাঠালে আমাকে ঝিনুক কুড়াতে তাই ….
তুমি বলেছিলে ….
সারাদিন ধরে ঝিনুক কুঁড়িয়ে শেষে ,
অনেক আশায় দাঁড়ালেম কাছে এসে
ঝিনুকের কথা ভুলেছো তখন শুধালে আমারে শুধু ,
“সাগর কেমন সুন্দর বলো তাই” ?

তুমি বলেছিলে

সেই গানের বানীতে করা প্রশ্নের উত্তর যদি দিতেই হয় তবে বলতে হয় সাগরের সেই অপরূপ সৌন্দর্য্যের বর্ননা যত কাব্যিক ভাবেই তুলে ধরি না কেন, তাতে হয়তো তার আসল রূপের ছিটেফোটা টুকুই ফুটে উঠবে। আর সেই নীল সায়রের অতল তলে যে জগৎ লুকিয়ে আছে এক অলৌকিক, অপার্থিব সৌন্দর্য্য নিয়ে বাস্তবে তা অবলোকন করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছে । যদিও আধুনিক প্রযুক্তির কল্যানে এই পৃথিবীর কোন রহস্যই আর মানুষের দৃষ্টির বাইরে নেই। অজানা নেই অতল সাগরের রূপও । তারপর ও কথা থেকে যায় ।

অপুর্ব সুন্দর এই মাঝের ঝাঁকের মাঝে কোন সে জন ?


মাথার উপর দিয়ে ভেসে বেড়ানো বিশাল হাঙ্গর যার সুতীক্ষ দাত আপনাকে নিমেষে ছিড়েখুড়ে একাকার করে ফেলতে পারে ।


অথবা আট শুড় ওয়ালা অক্টোপাস যে কিনা ক্ষনে ক্ষনে তার বিশাল দেহের আকৃতি আর রঙকে বদলে ফেলছে।


পানির মাঝে এধার থেকে ওধারে ছুটে চলা স্টিং রে

স্টিং রে গুলো তার চাবুকের মত লম্বা লেজ নিয়ে বিদ্যুৎ গতিতে আপনার বিস্মিত চোখের সামনে এসে আবার ছুটে যায় অদুরে সেই অন্ধকারের দিকে তখন সৃষ্টির সেই বিস্ময়কর রূপ দেখে নির্বাক হতে হয় , চিৎকার করে উঠতে হয় । অদ্ভুত এক ভালোলাগায় ভরে যায় ক্ষুদে ক্ষুদে দর্শকদের মত আমাদেরও মন ।

সমুদ্র দেবতার করতলে মাছের মেলা


সি লাইফ অথরিটি

মেঝেতে সংস্থার নাম দেয়া দিক চিনহ
সাগর তলের সেই রহস্যময় জগতকে খুব কাছ থেকে জানার জন্য মানুষের মনের যে আকুতি তা উপলব্ধি করতে পেরেই আন্তর্জাতিক সংস্থা সী লাইফ সেই বিস্ময়কর জগতকে পৃথিবীর অনেক দেশের মানুষের চোখের সামনে তুলে ধরেছে । এই অনেক দেশের মাঝে রয়েছে থাইল্যন্ড।সময় আর সুযোগ থাকায় সী লাইফ সৃষ্ট সমুদ্র তলদেশের সেই অসাধারন রূপ দেখার জন্য একদিন হাজির হোলাম ব্যংককের বিখ্যাত এলাকা সিয়ামে।


বিখ্যাত শপিং মল সিয়াম প্যরাগন

বিদেশী সব ট্যুরিষ্টদের স্বপ্ন বিখ্যাত শপিং মল সিয়াম প্যরাগনের নীচেই ১০ হাজার স্কয়ার মিটার জায়গা জুড়ে দুই স্তরে নির্মিত এই সামুদ্রিক এক্যুরিয়ামটি দক্ষিন পুর্ব এশিয়ার মাঝে সবচেয়ে বড়। অত্যন্ত দৃষ্টি নন্দনভাবে তৈরী সেই কৃত্রিম সাগরতলে ৫,০০০,০০০ লিটার লবনাক্ত পানির মাঝে ঘুরে বেড়ানো ৩০ হাজারেরও বেশি বিচিত্ররূপধারী সব সামুদ্রিক প্রজাতি আপনাকে সাদর আমন্ত্রন জানাবে তাদের বিস্ময়কর জগতটি দেখার জন্য ।

দুটি স্তরে বানানো সমুদ্র তল


অচেনা মাছেরা সাতার কেটে যায়

ছবির মত সাজানো সেই নীলাভ সমুদ্রতলে আমরা যখন গানের মত ডুবে ডুবে মুক্তো খুজতে নেমেছি তখন স্থানীয় সময় সকাল ১১টা। অল্প আলো আধারির মাঝে পথ চলতে চলতে মুক্তো খুজে না পেলেও কৃত্রিম সেই সাগর তলের দৃশ্য দেখে মুগ্ধ আমি । আশাকরি আপনিও মুগ্ধ হবেন বৈকি ।

প্রবালের স্তরে লুকিয়ে থাকা জলজ প্রানী


লাল আলোয় সামুদ্রিক প্রানী জেলী ফিস


এবার সবুজ আলোয় একটিবার দেখুন কি সুন্দর জেলী ফিস


ছোট বড় সব দর্শকের কাছেই আকর্ষনীয় এ জগত

বহু আগে ডুবে যাওয়া কোন ভাঙ্গা নৌকার পাশ ঘেষে রাজকীয় চালে ভেসে বেড়ানো একাকী হাঙ্গর


সি হর্সের মত এমন প্রানীদের রক্ষাকর্তা সী লাইফ সংগঠন


প্রবাল ঘিরে থাকা সি হর্স


সাগর তলে লাল নীল মাছ সাতার কেটে চলে


প্রবাল আকড়ে আছে কোন এক সামুদ্রিক প্রানী


ভয়ংকর হাঙ্গরের চলাফেরা


স্কুলের বাচ্চারা টিচারদের সাথে


এও এক অজানা রঙ্গীন সামুদ্রিক মাছের ঝাঁক


লাল প্রবালের ঝাড়ে বাতাসে ঝড় উঠে কি ?

ক্ষিধে লেগে গেছে ? কোন চিন্তা নাই । এখান থেকে খেয়ে দেয়ে ঘুরতে পারবেন রাত নটা পর্যন্ত ।


আম্মু ভয় পাই


বাঁদিকে কার মুর্তি বাশী বাজিয়ে সমুদ্রের দেবতা কি দানোকে ডেকে চলেছে ?


সামুদ্রিক ঘাসের ফাকে পাতার মত দেখতে হলুদ সবুজ মাছের আনাগোনা


এম্পায়ারার পেঙ্গুইন এর সাথে ক্ষুদে দর্শক


মুক্তো খুজে বেড়াচ্ছে কি ?


আহা আমিতো কেবল ডুবুরীর মত অতলেই ঘুরে মরেছি,
ঝিনুক খুজতে খুজতে
সাগর দেখার সময় তো পাই নাই ...তুমি বলেছিলে... "সাগর কেমন সুন্দর বলো তাই".....



নীল সায়রের অদ্ভুত এই মাছগুলো ও দারুন সুন্দর


মাথার উপর ঘুরে ফিরে বেড়াচ্ছে হাঙ্গর


রূপসায়রে ডুব দিয়েছে অরূপরতন আশা করে , ডুবুরীর সাথে দুই দর্শক


বাব্বাহ এত্ত বড় মাছ


সেই সমুদ্রের দেবতা নেপচুন হাত তুলে কিছু বলছে কি ?


সামুদ্রিক লাল কাকড়া ।


বেরিয়ে আসার আগে এখানে এই দোকান থেকে কিনে নিতে পারেন সামুদ্রিক সব প্রজাতি নিয়ে তৈরী স্টাফড টয় ।

ছবি আমাদের ক্যমেরায় তোলা

মন্তব্য ১৭৭ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (১৭৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: ১ম হইছি, আপা চা দেন।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: এখন তো লাঞ্চ টাইম প্রামানিক ভাই B-)
১ম হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: অল্প আলো আধারির মাঝে পথ চলতে চলতে মুক্তো খুজে না পেলেও কৃত্রিম সেই সাগর তলের দৃশ্য দেখে মুগ্ধ আমি । আশাকরি আপনিও মুগ্ধ হবেন বৈকি ।

মুগ্ধ হবো কি? লেখা এবং ছবি দেখে মুগ্ধ হয়েও গেলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো প্রামানিক ভাই। সত্যি মনোমুগ্ধকর, যদিও ছবিতে ভালো করে ফুটে উঠেনি তার প্রকৃত রূপ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

কল্লোল পথিক বলেছেন:



অসাধারন ছবি ও বর্ণনা।
ধন্যবাদ আপু,
আপনার চোখে নীল সমুদ্রের আরেক রুপ দেখলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কল্লোল পথিক। মুক্তি পেয়ে আবার ব্লগে আপনার সজীব পদচারণা ভালো লাগছে।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস। আপনার পোস্টের মাধ্যমে শপিং মল শিয়াম প্যরাগন ঘুরে এলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর আপনার মন্তব্যের জন্য। এ হলো এই শপিং মলের নীচে সমুদ্র জগত এর ছবি :)

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ঘুরে এলাম সাগর তলে ..........
কি অসম্ভব সুন্দর সব দৃশ্য!!
ভালো লাগছে!

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগা মোঃ সাইফুল্লাহ শামীম :)
সাথে থাকুন ভবিষ্যতেও ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ!

পুরাই ভিন্ন স্বাদের ভ্রমন করালেন। অনেক অনেক ধণ্যবাদ।

রহস্যময় সাগর অতলের দারুন সব জগত সাথৈ কাব্যের দোত্যনা!

ঝিনুক না হয় নাইবা পেলাম.. ঘূরাটাইতো যথেষ্ট আনন্দের। :)

+++++++++++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: ঝিনুক না হয় নাইবা পেলাম.. ঘূরাটাইতো যথেষ্ট আনন্দের।
ঝিনুক আমরাও খুজে পাইনি বিদ্রোহী ভৃগু ।
তারপর ও আমাদের সাথে ঘুরে বেড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: নীল সাগরের দেশে ঘুরে এলাম আপনার সাথে!!

আমারও বেশ কিছু ছবি আছে সাগরতলের, সিংগাপুর আর সিডনী একুরিয়াম দেখেছিলাম।
কিন্তু আপনার মত ক'রে উপস্থাপন করবার ক্ষমতাও আমার নেই!!

অনেক অনেক শুভেচ্ছা আপু!!!

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

জুন বলেছেন: কামরুন্নাহার বিথী আপনার জন্যও রইলো অজস্র শুভকামনা ।
আপনার দেখা ছবিগুলো দিয়ে আশাকরি সামনে পোষ্ট পাবো ।
আমি এখন আর খেটেখুটে কই আর ব্লগ লিখি আগের মত । এখনতো ছবি দিয়ে সব ফাকিবাজি পোষ্ট ।
পোষ্ট দেখা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বর্ণনা আর ছবি আপু
আমি ও গত বছর গিয়েছিলাম এমনি এক ভ্রমনে ,তোমার ছবি গুলো ও অনেক বেশি সুন্দর ।

শুভ কামনা আপুনি :)

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

জুন বলেছেন: ভ্রমনে গিয়েছিলে কিন্ত আমাদের দেখাওনা কেন মনিরা :(
এবার ছবি ব্লগ দিও কিন্ত। সুন্দর ছবি আর কই? সেদিন ওখানে যাবার পথে সাংঘাতিক অসুস্থ হয়ে গিয়েছিলাম। ভাবি নি দেখা হবে। তারপর বাকি সদস্যদের কথা ভেবে রেস্ট নিয়ে ঢুকেছিলাম সাগর তলে :)
শুভকামনা তোমার জন্যও।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

কালনী নদী বলেছেন: যতটুকো জেনেছি বোন তাথে অজানার পাল্লাটাই ভারি হচ্ছে!
সাগর ভ্রমন ভালো লাগলো++++

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

জুন বলেছেন: এই মহাবিশ্বের কতটুকুই বা আমরা জানি বা জানা সম্ভব বলুন? তাই আর আফসোস করি না :)
ভালোলাগলো জেনে অনেক ভালোলাগা কালনী নদী।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: চমৎকার, অসাম।
+++

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

জুন বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিজন রয়।
শুভকামনা জানবেন

১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে জুন, এই অসাধারণ ছবি ব্লগটির জন্য। ২০১৩ সালে আটলান্টায় এরকম একটি অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ আমার হয়েছিলো, সেকথা মনে পড়ে গেল। আমার ২০ মাসের নাতনিটা আরেকটু বড় হোক, তখন ওকে আর ওর দাদীকে নিয়ে ব্যংককের বিখ্যাত সিয়াম প্যরাগনের নীচের সেই দক্ষিন পুর্ব এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক এক্যুরিয়ামটি দেখতে যাব, সে পরিকল্পনাটি এখনই করে রাখলাম।
"লাইক"।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

জুন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আপনার আন্তরিক মন্তব্যের জন্য খায়রুল আহসান। আপনি আটলান্টা অর্থাৎ আমেরিকার কথা বললেন, সেটাতো আরো বড় আরো আকর্ষিণীয় হওয়ার কথা। অপেক্ষায় রইলাম সেই ছবি দেখার জন্য।
অবশ্যই দাদী আর নাতনীকে নিয়ে যাবেন। দুজনেই একই পরিমান মজা পাবে আমি নিশ্চিত। সিয়াম বিটিএস স্কাই ট্রেন স্টেশন তো অন্য লাইনের ইন্টার চেঞ্জ তাই সে কারনে প্রায় প্রতিদিন আর মলে বহুবার গিয়েছি। কিন্ত সি লাইফটা আগে দেখা হয়নি আলসেমীর জন্য। আমরা সত্যি উপভোগ করেছি।
দাদী নাতনীর ছবির অপেক্ষায়।
ভালোলাগার জন্য অনেক ভালোলাগা রইলো।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওয়াও.... আরেকটি অনবদ্য ছবি পোস্ট!

মানুষ সবসময় অদেখাকে দেখতে চায়, পেছনকে দেখতে চায়। উপর তো দেখাই যায়। মানুষ চায় তলকে দেখতে। আজ সাগরের তল দেখলাম।

বরাবরই অদেখা-অচেনাকে নিয়ে আপনার পোস্ট। জুন আপা.... সেলাম লন :)

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

জুন বলেছেন: মাইনুদ্দিন মইনুল প্রথমেই আন্তরিক ধন্যবাদটা জানিয়ে রাখি, কারন কখন ভুলে যাই জানাতে কে জানে। হাজার হলেও বয়স তো হচ্ছে বেভভুল হবার B-)
টিভির কল্যানে সমুদ্র শয্যা দেখার সৌভাগ্য হয়েছে অসংখ্যবার, কিন্ত কৃত্রিম হলেও জ্যন্ত একেবারে চোখের সামনে দেখার আনন্দই আলাদা।
আপনার জন্য ও রইলো অজস্র শুভকামনা :)

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: সাগর নিয়ে কয়েকটা ছবি দেখেছিলাম । ছবিগুলোতে লোকজন হাঙ্গর এর হামলার শিকার হয় । এসব দেখলে শরীর কেমন শিউরে উঠে । ভালো লেগেছে পোস্ট!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

জুন বলেছেন: তা ঠিক আমরাও বিখ্যাত ম্যুভি জস দেখে ভীষন ভয় পেয়েছিলাম রূপক বিধৌত সাধু। তবে সমুদ্রের বন্ধু সুলভ প্রানী বিশেষ করে ডলফিনদের নিয়েও অনেক ছবি হয়েছে। তাছাড়া সাগরতলের জীবন যাত্রা আমার কাছে সব সময়ই আকর্ষণীয়। সাগর তলের জগত নিয়ে তৈরি আলেক্সান্ডার বেলায়েভের এম্ফিবিয়ান ম্যান কতবার দেখেছি বলতে পারবো না।
ভালোলাগার জন্য অসংখ্যবার ভালোলাগা

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রাবার বলেছেন: আপনার চোখ দিয়ে বিস্ময়কর জগত দেখে নিলাম আপু ।
+++++

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

জুন বলেছেন: সাথে আছেন দেখে অনেক ভালোলাগা রবার :)

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: এসব দৃশ্য দেখি আর ভাবি, মহান সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করেন, সাগরের অতল তলে হোক, পর্বতশৃঙ্গে হোক, ধূ ধূ মরুভূমির বালুচরে হোক, আর গহীন জঙ্গলের অভ্যন্তরেই হোক! সেই মহা পরাক্রমশালী সৃষ্টিকর্তার অনুপম সৃষ্টিশৈ্লী শুধু নয়নজোড়াই জুড়িয়ে দেয় না, মহাবিস্ময়ে মাথাটাকেও তাঁর প্রতি নুইয়ে দেয়।
আবারো ধন্যবাদ, এই সুন্দর ও বিস্ময়কর ছবি ব্লগের জন্য।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

জুন বলেছেন: এসব দৃশ্য দেখি আর ভাবি, মহান সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করেন, সাগরের অতল তলে হোক, পর্বতশৃঙ্গে হোক, ধূ ধূ মরুভূমির বালুচরে হোক, আর গহীন জঙ্গলের অভ্যন্তরেই হোক! আর মহাবিশ্বের কথাই ভাবুন খায়রুল আহসান। কত নিখুত সৃষ্টি কত নিখুত মাপঝোক । কক্ষপথের এক সুতো ভেতরে থাকলে আমাদের পৃথিবী সহ সমস্ত গ্রহ উপগ্রহ আছড়ে পড়বে সুর্য্যের বুকে , এক সুতো বাইরে থাকলে হারিয়ে যাবো বিশাল মহাশুন্যে । কি অদ্ভুত অবাক করা বিস্ময় ।
আমার সামান্য লেখা আর ছবিগুলো আপনার মনকে নাড়িয়ে দিয়ে গেছে জেনে অনেক ভালোলাগলো । আসলে এই পোষ্টটা আমি দিতে চাই নি । ভুমিকম্প থেকে আমার পাঠকদের দৃষ্টি সরাতে এই আয়োজন ।
আরেকবার আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

সাহসী সন্তান বলেছেন: শেষমেশ জুনাপু ডুবুরির অভিজ্ঞতাও অর্জন করলো? আর কত অভিজ্ঞতার মালিক আপনি জানতে বড়ই ইচ্ছা হচ্ছে! ;)

জুনাপু, অফ লাইনেই পোস্টটা পড়ে ফেবুতে শেয়ার দিয়ে রাখছিলাম! পোস্টটা সত্যিই অসাধারণ ছিল! যদিও আপনার প্রত্যেকটা পোস্টই অত্যন্ত তাৎপর্যময় এবং অনেক অজানা ইতিহাস বহন করে। তারপরেও এই পোস্টটা একটা বিশেষ ক্যাটাগরিতে আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে। এবং সত্যিই খুব ভাল লেগেছে!

সাগরের তলদেশটা যে এতটা সুন্দর হতে পারে সেটা আপনার পোস্ট না দেখলে বোঝা যায় না! ভিন্ন স্বাদের এবং ভিন্ন আঙ্গিকের ছবি ব্লগটিতে অনেক অনেক ভাল লাগা!

শুভ কামনা আপু!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

জুন বলেছেন: তারপরেও এই পোস্টটা একটা বিশেষ ক্যাটাগরিতে আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে। কেমন! :-*
সাগর তলের দৃশ্য টিভি আর সিনেমায় দেখে এখন আর সেই অর্ধেক মানুষ অর্ধেক মাছ ইকথিয়ান্ডারের জগতের মত বিস্ময়কর লাগবে না ভেবেছিলাম । তারপর ও চোখের সামনে কিছুটা হলেও দেখে মন ভরে গেছে সাহসী ।
ফেবুতে শেয়ার , পড়া আর এমন এক আন্তরিক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো ।
শুভকামনা তোমার জন্যও :)

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

তাসলিমা আক্তার বলেছেন: পানির নিচের জগৎ নিয়ে আমারো আগ্রহ আছে। খুব টানে। সিয়ামে আমিও গিয়েছিলাম, কই আমিতো এতো সুন্দর করে দেখিনি। তাই বলি, জুনের মত দেখার চোখ থাকতে হয়।

খুব ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

জুন বলেছেন: সুকুমভিত লাইন থেকে সিলম লাইনে ইন্টারচেঞ্জ করতে হলে আপনাকে সিয়ামে আসতেই হবে যদি আপনি এম বি কে বা টোকিও যেতে চান । আমি থাকি যখন তখন প্রতিদিন ই সিয়াম যাওয়া হয় লাইন চেঞ্জের জন্য । তাছাড়া ঐ সিয়াম প্যরাগন শপিং মলেও বহুবার গিয়েছি কিন্ত তার নীচেই থাকা একুরিয়ামটা দেখা হয়নি কখনো । এবার আর মিস করি নি তাসলিমা আক্তার । সত্যি উপভোগ করেছি ঘন্টা তিনেক সেই সাগরের তলে ।
ভালোলাগার জন্য অনেক ভালোলাগা রইলো ।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

আমিই মিসির আলী বলেছেন: কতকিছু জানি নাহ্! :(

ভালো লাগলো ছবি এবং কথাগুলা।

+++

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

জুন বলেছেন: আসলেই এই পৃথিবীর অনেক কিছুই অজানা রয়ে গেল মিসির আলী :(
ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা :)

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

জনৈক অচম ভুত বলেছেন: অসাধারণ সব ছবির সাথে নিখুঁত বর্ণনা।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

জুন বলেছেন: জনৈক অচম ভুত এর মুগ্ধতা জেনে আমিও ধন্য হোলাম :)
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে ।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর পোস্ট, জুন আপু। :)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮

জুন বলেছেন: সুন্দর বলার জন্য অশেষ ধন্যবাদ আলভী রহমান শোভন :)
আগামীতে সাথে থাকবেন প্রত্যাশায় ।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসারণ আপনার চোখ দিয়ে দেখে উদার চিত্তে আমাদের মাঝে শিয়ার করেছেন অনেক খুশি হলাম।অনেক ভাল লাগা রইল।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

জুন বলেছেন: উদার চিত্তের কোন ব্যাপার না মাহমুদুর রহমান সুজন । কিছু দেখে ভালোলাগলে মনে হয় কারো সাথে শেয়ার করি ভালোলাগা টুকু । এতে অবশ্য অনেকে বিরক্ত ও হতে পারে । তারপর ও আপনারা সময় করে দেখেন , অনুভূতিটুকু জানিয়ে যান তার জন্য অশেষ কৃতজ্ঞতা । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভেচ্ছা এক রাশ

২২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

মুসাফির নামা বলেছেন: সত্যিই অপূর্ব লেগেছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

জুন বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ জানবেন মুসাফির নামা ।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: ওয়াও!!!!

জেলী ফিস সেই রকম লাগছে আলোতে।

এক গাদা প্লাস আপুনি।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

জুন বলেছেন: জেলী ফিসগুলো আমারো ভালোলেগেছিল এহসান সাবির । ফুকেটের জেমস বন্ড আইল্যন্ডে বেড়াতে গেলে আমাদের জলযানের এক যুবক নাবিক সেই আন্দামান সাগর থেকে গ্লাসে করে একটি জেলী ফিস ধরে আমাকে উপহার দিয়েছিল ।
এক গাদা প্লাসের জন্য এক গাদা ভালোলাগা :)

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: জুন ,



অতল জলের আহ্বানে সুনীল সাগরে আবগাহন করা হয়তো যায় , তল খুঁজে পাওয়া যায়না । তবুও সে তল খুঁজে খুঁজে যে মুক্তো তুলে এনে ছবিবন্দি করে সাজিয়েছেন ঝিনুকের মালার মতো করে , তা দৃষ্টি নন্দন ।

প্রবালের দ্যুতি , নীল মাছেদের বর্ণাঢ্য সন্তরণ , জেলি ফিসের পেখম তোলার চিত্র -বিচিত্র রঙ যেন কোন এক জলদেবীর হাতের স্পর্শে স্বপ্নের মতো ঘাস রঙে জাগ্রত পোষ্টের সবটা জুড়ে ।

সুবীর সেন এর মতোই বলি - মনের মুক্তো কেনা যায়না । খুঁজে নিতে হয় ।
সে খোঁজা আপনার বিফলে যায়নি । আপনার ক্যামেরার ঝিনুকে সে মুক্তো যেন ছবি হয়ে উদ্ভাসিত । আর আপনার মনের ঝিনুকের বুকে তো বটেই .....................

শুভ রাত্রি ।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

জুন বলেছেন: আহমেদ জী এস
বরাবরের মতই আপনার বুদ্ধিদীপ্ত এবং সাথে অসাধারন চমকপ্রদ মন্তব্যের উত্তর দিতে গেলে শুধু ভাবি কি লিখলে এর সদুত্তর হয় ।
শুধু বলি সুবীর সেনের মুক্তোর মতই ঝলমলে আপনার মন্তব্যটি ।
শুভেচ্ছান্তে --

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা সিম্পলি এপিক ১টা পোস্ট হৈসে।
ওয়াও!!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

জুন বলেছেন: এপিক পোষ্ট কি না জানিনা মুন তবে আমার ভালোলাগা অনুভুতিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ।
আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ভালোলাগা জানবেন ।

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

ফয়সাল রকি বলেছেন: সুন্দর পোষ্ট। +++

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমার অতি সাধারন পোষ্টটি দেখা আর মন্তব্যের জন্য ফয়সাল রকি ।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: অসাধারণ একটা পোস্ট।

একেকটা ছবি দেখছি আর মুগ্ধ হচ্ছি।

আপনার সাথে মনে হচ্ছে আমি নিজেও ঘুরে এসেছি।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

জুন বলেছেন: আপনার আন্তরিক এই মন্তব্যে আমার অনেক ভালোলাগা ফেরদৌসা রুহী । সাথে থাকবেন আগামীতেও সেই প্রত্যাশা করি ।

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই সুন্দর করে সাজিয়েছেন।। অতলের দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ।।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

জুন বলেছেন: সচেতনহ্যাপী আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশী হোলাম । বহুদিন ধরে সাথে থেকে উৎসাহিত করছেন যা আমাকে আরেকবার কিছু লিখতে উৎসাহিত করে ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪০

পুলহ বলেছেন: ব্লগে সবাই আপনাকে সম্মান করে ইবনে বতুতা বলে ডাকে, আপনার ব্লগেও ব্লগ-নিকের নীচে লেখা ইবনে বতুতার ব্লগ... কিন্তু এই পোস্ট দেখে আমার হঠাত মনে হোল- আপনি একদিক থেকে ইবনে বতুতার চেয়েও ভাগ্যবান। তিনি তো আর সাগর জলের নীচে এমন অপূর্ব জগতটাকে এভাবে দেখে যেতে পারেন নি.....
বরাবরের মতই খুব আনন্দ পেলাম আপনার পোস্ট পড়ে। শুভকামনা আপু আপনার জন্য!
ট্রাভেলিং চলুক।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

জুন বলেছেন: পুলহ মন্তব্যের মাঝে আমায় এতখানি সন্মানিত করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ।
আপনার জন্যও রইলো অশেষ শুভকামনা । সাথে থাকবেন সেই প্রত্যাশী ।

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫১

নীলপরি বলেছেন: অপূর্ব , অপূর্ব । অসাধারণ একটা পোস্ট । ++++++++

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলপরি সব সময় মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ।
শুভেচ্ছা নিরন্তর ।

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

শামছুল ইসলাম বলেছেন: ভ্রমণের ক্ষেত্রে আপনি নতুন মাত্রা যোগ করলেন - সমুদ্রের গভীর থেকে ঘুরে আসলাম আপনার সুন্দর ছবি আর বর্ণনায় ভেসে ভেসে।

ভাল থাকুন। সবসময়।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শামসুল ইসলাম আপনাকে। আপনিও অনেক ভালোথাকুন এই কামনাই রইলো।

৩২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

আলোরিকা বলেছেন: 'নীল সায়রের অতল জলে'- শিরোনাম , বর্ণনা , ছবি সব মিলিয়ে অসাধারণ আপু ! অনেক শুভকামনা ------- ভ্রমণ অব্যাহত থাকুক , সেই সাথে ভ্রমণ ব্লগ :)

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

জুন বলেছেন: আমার পোষ্টটি পড়া, মন্তব্য ও ভালোলাগার জন্য অনেক অনেক খুশী হয়েছি আলোরিকা। সাথে থাকবেন সেই প্রত্যাশা রইলো।

৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

টোকাই রাজা বলেছেন: অসাধারন 'নীল সায়রের অতল জলে' প্রিয়তে নিলাম।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

জুন বলেছেন: আমার লেখাটি আপনার ভালোলেগেছে এবং প্রিয়তে নিয়েছেন জেনে খুব খুশি হয়েছি টোকাই রাজা। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।

৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬

সোহানী বলেছেন: ওয়াও.... কয়েকদিন ধরে মাথায় এ্যাকুরিয়াম ঘুরছে, শুধু আমার+বাচ্চাদের ক্লাসের জন্য সময় বের করতে পারছি না। এখন আপনার ছবি দেখে মনে হচ্ছে নাহ্ এই উইকেই বেড়িয়ে পড়ি..............+++++++

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

জুন বলেছেন: এমনই হয় সোহানী। আমাদের ঐ পথে প্রায়শ যাতায়ত। প্রতিবার ভাবি যাবো। এই যাবো যাবো করে ঘরের পাশের এই জায়গায় আর যাওয়া হয়না। এবার গেলাম আর আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না :)
এবার বাচ্চাদের নিয়ে ঘুরে আসুন চটজলদি। সেখানে বাচ্চারা কিন্ত দারুন উপভোগ করছে দেখলাম, আর তাতো করবেই যেখানে আমাদের মত বুড়োরা মজা পাচ্ছে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।

৩৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: লোভ লাগতেছে! :`>

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

জুন বলেছেন: সত্যি লোভনীয় মিজানুর রহমান মিরান । পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৩৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওয়াও, দারুণ সব ছবি! থাই সরকারের উচিত আপনাকে ওদের ভ্রমন বিষয়ক শুভেচ্ছা দূত নিয়োগ দেয়া ! :#) :#)

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

জুন বলেছেন: ভ্রমন বিষয়ক শুভেচ্ছা দূত ! ভালো বলছেন জহির ;)
যাহোক আমার উপর এতটুকু আস্থার জন্য অনেক খানি কৃতজ্ঞতা রইলো । উৎসাহের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো ।

৩৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

অগ্নি সারথি বলেছেন: বিনে পয়সায় আপনার সাথে সিয়াম প্যরাগনের সামুদ্রিক এক্যুরিয়ামটা ঘুরে আসা গেল। ধন্যবাদ!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

জুন বলেছেন: বিনে পয়সায় দেখলেন অগ্নি সারথি :-* আমরাতো মাথাপিছু এক হাজার বাথের উপরে টিকিট কেটেছি :(
টিকিটের সাথে অবশ্য মাদাম ত্যুসোর মোমের মিউজিয়ামটি ছিল:)
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৩৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

মানস চোখ বলেছেন: আপা 'সিয়াম ওশান ওয়ার্ল্ড" আমার কাছে অসাধারণ লেগেছে আর আমার ছেলে তো খুবই উপভোগ করছে। আপনার পোস্টে আবার ঘুড়ে এলাম। ধন্যবাদ 'জুন' আপা এই সুন্দর পোস্টের জন্য, ভালো থাকবেন সবসময়!!!

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

জুন বলেছেন: যাক এই পোষ্টের সুবাদে হলেও অনেক দিন পর আপনার সাথে দেখা হলো মানস চোখ । আশাকরি ভালো আছেন সপরিবারে । বাচ্চারাতো বটেই আমাদের মতন বুড়োরাও উপভোগ করছিল মানস চোখ :)
আমার এই ছবি পোষ্টটি ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

সাথিয়া বলেছেন: নীলপরি আপুর মত বলতে হয় অপুর্ব অপুর্ব। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালোলাগা রইলো
++++++++++

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

জুন বলেছেন: নীলপরির মত আপনাকেও বলি ধন্যবাদ ধন্যবাদ সাথিয়া :)
সাথে থাকুন ।

৪০| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৬

রেজওয়ান তানিম বলেছেন: ইতালির জেনোয়ায় গেছিলাম একটা সি ওয়ার্ল্ড এ। ওখানেও অনেক কিছু ছিল তবে কিছু জিনিশ ছিল না মনে হচ্ছে। বার্লিন এ আরেকটা দেখেছিলাম ওটা একেবারেই ছোট।

ভাল লাগল ছবি গুলো। কোন জায়গায় বললেন না যে

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

জুন বলেছেন: আন্তর্জাতিক সংস্থা সী লাইফ সেই বিস্ময়কর জগতকে পৃথিবীর অনেক দেশের মানুষের চোখের সামনে তুলে ধরেছে । এই অনেক দেশের মাঝে রয়েছে থাইল্যন্ড।সময় আর সুযোগ থাকায় সী লাইফ সৃষ্ট সমুদ্র তলদেশের সেই অসাধারন রূপ দেখার জন্য একদিন হাজির হোলাম ব্যংককের বিখ্যাত এলাকা সিয়ামে।
এই যে লিখেছি তানিম :(
ভালোলাগার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো ।
শুভেচ্ছা সকালের ।

৪১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি সবার শেষে আইছি আমারে পান দেন B-)

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬

জুন বলেছেন:
এই নেন সাদা ভাই , সাথে চুন সুপারীও রইলো :)
প্রথম আর শেষ যাই হোক মনে করে এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ ভাই ।

৪২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: কোন একদিন আমার ক্যামেরায়ও এমন রূপ ধরা পড়বে। ভালোলাগা জানিয়ে গেলাম আর রেখে গেলাম অনেক অনেক হিংসা :-B

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

জুন বলেছেন: আপনি হলেন সাদা মনের মানুষ , চেষ্টা করলেও হিংসা আপনার দ্বারা সম্ভব নয় ভাই :)
অবশ্যই ধরা পড়বে আপনার ক্যমেরায় খুব শিঘ্রিই আশা করি ।
শুভ কামনা রইলো আপনার জন্য ।

৪৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

নীল বরফ বলেছেন: যদি ভুল না করে থাকি "বাব্বাহ এত্ত বড় মাছ " মাছটি হল Arapaima। অ্যামাজনের বনের নদীতে এই মাছের বাস সেই প্রাগইতিহাসিক কাল থেকে। জীবন্ত এক ফসিল এই মাছ। বেশ বড় হয়, প্রচণ্ড শক্তিশালী। ন্যাশনাল জিওগ্রাফিকে দেখলাম এমন নদী রাক্ষস একটা রয়েছে ব্রাজিলের এক একুরিয়ামে। ব্রাজিলে এদের নাম pirarucu।
প্রায় ১০ ফুট, ১৮০ কেজি ওজন!। River Monster এর বিজ্ঞানী জেরেমি এই মাছকে অ্যামাজন বেসিনের এক ডাইনোসর যুগের মাছ হিসাবে গণ্য করেছে!
চমৎকার এক হয়েছে আপনার এই পোস্টটা। ভাল থাকুন সবসময়।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

জুন বলেছেন: Arapaima মাছটি সম্পর্কে তথ্য যোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ নীল বরফ ।জেরেমি ওয়েদের এই মাছটি ধরা নিয়ে এপিসোডটা আমি দেখেছি টিভিতে।
রিভার মনষ্টার আমার খুব প্রিয় একটি সিরিজ যেমন প্রিয় বেয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড ।
শুভ কামনা রইলো আপনার জন্যও ।

৪৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:

আরো ইমো মিস করতেছি ...
একটা হার্ট শেপ মিস করতেছি :P

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

জুন বলেছেন: দাড়ান একটু খুজে দেখি হার্ট শেইপ ইমো পাই কিনা ।
ওহ পেয়েছি এই নিন পনি :P


পোষ্টটি দেখার জন্য খুব খুশী হয়েছি :)

৪৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

দীপান্বিতা বলেছেন: আমারও এমন ঘোরার খুব সখ! খুব ভাল লাগল :)

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

জুন বলেছেন: দীপান্বিতা প্রথমেই মা হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন রইলো । এই ব্যস্ত সময়েও আমাদের দেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ

৪৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০

কুটনি বুড়ি বলেছেন: আপনি কোন দেশে থাকেন?

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে কুটনি বুড়ি । আপনার নিকের নামটা বেশ ব্যতিক্রমী #:-S
আমি যে কই থাকি তা নিজেও জানি না :(

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

ফয়সাল রকি বলেছেন: জুন আপু গুপী দাদা'র গল্পে একটা কমেন্ট দিছলাম... :)

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

জুন বলেছেন: দেখেছি এবং উত্তর দিয়েও এসেছি আপনার চমৎকার মন্তব্যটিতে ফয়সাল রকি :)

৪৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো।
ছবিগুলোও দারুন হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: পোষ্টটি দেখা, মন্তব্য আর ভালোলাগার জন্য আন্তরিক ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী :)

৪৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট! প্রত্যেকটা ছবি সহ আপনার বর্ননাও অসাধারণ! আমিতো প্রথমে ভাবছিলাম আপনি বুঝি সত্যিই সুমুদ্রের গভীরে নামছিলেন! পরে দেখলাম না, এটা একটা অ্যাকুইরিয়াম! যেখানে সুমুদ্রের তলদেশের মত আবহ সৃষ্টি করে রাখা হয়েছে খুব সুন্দর ভাবে!

তাছাড়া বর্তমান পোস্টের শিরোণামটাও খুব সুন্দর! চমৎকার পোস্টে অনেক অনেক ভাল লাগা আপু! শুভ কামনা জানবেন!

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৩

জুন বলেছেন: খুব সুন্দর করে আমার সামান্য লেখাটিকে তুলে ধরেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ রয়েল বেংগল টাইগার। না ভাই সমুদ্রের নীচে নামার অত সৌভাগ্য আমার হয়নি। তবে থাইল্যন্ডের পাতায়াতে ফাইবার গ্লাস বোটে চড়ে প্রবালের ঝাড় আর সামুদ্রিক মাছ দেখার সৌভাগ্য হয়েছিল।
আপনিও আমার শুভ কামনা জানবেন।

৫০| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

জেন রসি বলেছেন: সাগরের তলদেশ ঘুরে আসতে পারলে কত মজাই না হত!

চমৎকার সব ছবি। :)

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫

জুন বলেছেন: সাতার জানি না জেন রসি। তাই নিরাপদ দুরত্ব বজায় রেখে যতদুর দেখা যায় আরকি। অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালোলাগলো। শুভেচ্ছা সকালের

৫১| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৬

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে অত:পর হৃদয়। প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

৫২| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৫২

হুকুম আলী বলেছেন: আপা আমি নতুন এসেছি। আপনার ছবি লেখা যে কয়টা পড়েছি সবগুলোই ভাল লেগেছে।

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:০৮

জুন বলেছেন: স্বাগত জানাই আমার ব্লগে আপনাকে হুকুম আলী। ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৫৩| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৩৯

পবন সরকার বলেছেন: আপনার ভ্রমণ কাহিনী পড়ে খুব ভাল লাগল। ছবিগুলোও খুব সুন্দর।

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪১

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে পবন সরকার । ভালোলাগার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

৫৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ পোষ্ট জুন আপু। লাইকের সাথে সাথে আপনার জন্য অনেক অনেক হিংসা রইলো :)

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৯

জুন বলেছেন: অনেকদিন পর শোভনকে দেখে অনেক অনেক খুশী হোলাম। আমার খুশি শোভনের হিংসাকে বহু দূরে ভাসিয়ে নিয়ে যাক :)
মনে করার জন্য কৃতজ্ঞ।

৫৫| ০৫ ই মে, ২০১৬ সকাল ৯:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগা রইল ।

০৫ ই মে, ২০১৬ দুপুর ২:২৬

জুন বলেছেন: ভাল লাগার জন্য অনেক ভাল লাগা রইল দৃষ্টিসীমানা :)

৫৬| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আরেকটা বানাইসি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




:) :) :)

১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬

জুন বলেছেন: বাহ দারুন তো শায়মা :)

৫৭| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০৮

দীপান্বিতা বলেছেন: :``>>

১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৭

জুন বলেছেন: :)

৫৮| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু সত্যিই..................................................

১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৮

জুন বলেছেন: কি সত্যি তুহিন! বুঝতে পারলাম না :(

৫৯| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:৫৩

ফরিদ আহমাদ বলেছেন: জুন আপু,আপনার সাথে ঘুরে মুগ্ধ হলাম।
আবার কবে ঘুরতে নিয়ে যাবেন?

১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৯

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে ফরিদ আহমেদ। দেখি কবে যেতে পারি :) মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬০| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার পোস্টে এসে বোলার মতো তো কিছু খুঁজে পাই না। চমৎকার, চমৎকার!

১৮ ই মে, ২০১৬ সকাল ১০:০৩

জুন বলেছেন: ঠিক আমার মত প্রফেসর।
আমিও আপনার চমৎকার সাইন্স ফিকশনগুলো পড়ে স্পেল বাউন্ড হয়ে যাই :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

৬১| ১৭ ই মে, ২০১৬ রাত ১:২৮

রিপি বলেছেন: চমৎকার লাগলো। দারুন সব ছবি দেখা হলো।

১৮ ই মে, ২০১৬ সকাল ১০:০৪

জুন বলেছেন: সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রিপি।

৬২| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: +ছবি এবং বর্ণনায় ।

১৯ শে মে, ২০১৬ দুপুর ২:০২

জুন বলেছেন: আপনাদের দুজনার জন্য রইলো অভিনন্দন সাথে একরাশ শুভকামনা।

৬৩| ২৯ শে মে, ২০১৬ রাত ২:৪২

মহা সমন্বয় বলেছেন: সত্যিই যদি সুমুদ্রের ওই নীল জলরাশির নিচে মাছদের সাথে বসবাস করতে পারতম তাহলে কতই না ভাল হইত। :)
চমৎকার সব হ্রদয় জুড়ানো ছবি... ভাল লাগছে !:#P

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: আমারো অনেক অনেক ভালোলাগছে বহুদিন পর ব্লগে ঢুকতে পেরে আর সেই সাথে আপনার সুন্দর মন্তব্যটি দেখে তার উত্তর দিতে পেরে। সেই সাথে অনেকদিন পর আপিনাকেও দেখলুম মহা সমনবয়।

৬৪| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:২১

বাঘ মামা বলেছেন: আপু কেমন আছো তুমি?সব ঠিক আছেতো?

শুভ কামনা সব সময়

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

জুন বলেছেন: এতদিন ব্লগে ঢুকতে না পেরে দারুন মনমরা ছিলাম বাঘমামা। আজ ভালোলাগছে :)
শুভকামনা আমার পক্ষ থেকেও

৬৫| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সিলা বলেছেন: কি দারুন সব ছবি আপি....!! :)
দেখতে দেখতে মনে হচ্ছিল ওখানেই চলে গিয়েছিলাম।
এত্তগুলা ধান্যবাদ আপি....

৩১ শে মে, ২০১৬ সকাল ৯:৫৩

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি দেখার জন্য সিলা। জানি না এবারই প্রথম আসলেন কি না আমার ব্লগে। যদি তাই হয় তবে আপনাকে জানাই স্বাগতম :)

৬৬| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৩১

সিলা বলেছেন: না আপনার অনেক গুলা পোস্ট আম দেখেছি দারুন সব পোস্ট করেন আপনি আপি....
কিন্তু কমেন্ট করিনি কখন

৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৩০

জুন বলেছেন: আমার চোখের আড়ালে নিশি কুটম্বের মত এসে লেখাগুলো পড়ে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ সিলা আপনাকে।
অনেক অনেক শুভকামনা রইলো।

৬৭| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: হ্যালো জুন আপা, নতুন পোষ্ট দেন না কেন?

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২

জুন বলেছেন: আমাকে মনে করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। এতদিন পাসওয়ার্ড সমস্যার কারনে ব্লগেই ঢুকতে পারিছিলাম না। তাছাড়া আমি দেশের বাইরে। ল্যাপটপ ছাড়া লিখতে অসুবিধা হয় ট্যাব দিয়ে। তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কিছু লিখতে :)

৬৮| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জুন বলেছেন: দিবো ভাই বিজন রয়। আপনি আমার লেখার নিয়মিত পাঠক। আমার লেখার প্রত্যাশা করছেন জেনে কৃতজ্ঞ আমি। দেশের বাইরে। ল্যাপটপ ছাড়া লেখালেখি করতে একটু সমস্যা হচ্ছে।

৬৯| ০২ রা জুন, ২০১৬ সকাল ১১:০৪

ইখতামিন বলেছেন: অসাধারণ

০৩ রা জুন, ২০১৬ সকাল ৮:৪৮

জুন বলেছেন: পুরনো মানুষজন দেখলে ভালো লাগে :)
দেখতে আসার জন্য অশেষ ধন্যবাদ ইখতামিন।

৭০| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৪৮

সাহসী সন্তান বলেছেন: অনেকদিন তো পোস্ট-টোস্ট দেন না দেখি? আপনার কি আর ফটোক ওয়ালা পোস্ট পাবো না নাকি? এত দীর্ঘ বিরতি তো মাইনা নেওন যায় না! পোস্টের জন্য কি আন্দলোন করা লাগবে নাকি? ;)

এই পোস্টের আগে একটা পোস্ট দেখলাম 'ভূমিকম্প' নিয়ে! সেইটা রাইখা দেওয়ার কারণ বুঝলাম না। এত সুন্দর তথ্য ভিত্তিক পোস্টের মাঝখানে ঐ পোস্ট রাখা কিছুটা বেমানান লাগছে। আশাকরি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন!

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:১০

জুন বলেছেন: আমি বর্তমানে একটু সমস্যার মাঝে আছি। এখানে ল্যপটপ নিয়ে আসি নি। মোবাইল বা ট্যাব দিয়ে লেখার অভ্যাস নেই :( তাই এই অবস্থা। আর মাঝেতো পাসওয়ার্ড নিয়ে কত হ্যাপা পোহালাম তাতো সবারই জানা।
দেখি চেষ্টা করে দিতে পারি কি না।
আর ভুমিকম্পের পোষ্টের একটা মাজেজা আছে। তা হলো ঠিক ভুমিকম্প শুরু হওয়ার মুহুর্তেই পোষ্টটি দেয়া হয়েছিল যা দিনক্ষন আর সময় সহ একটি ঐতিহাসিক দলিল ও কালের সাক্ষী :P

৭১| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: এই তিক্ত গরমে কৃত্তিম সমুদ্র ঘুরে এসে যেন একটু প্রশান্তি পেলাম । অসাধারণ !

১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৮

জুন বলেছেন: অনেকদিন পর ব্লগে একটু একটু লগ হতে পারছি আর আপনাদের মন্তব্য দেখতে ও উত্তর করতে পারছি। আশাকরি ভালো ছিলেন ও আছেন। ভালোলেগেছে জেনে আমারো অনেক ভালোলাগলো ভাই কথাকথি।
শুভেচ্ছান্তে

৭২| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

রাতুল_শাহ বলেছেন: ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি নিশ্চয়।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৯

জুন বলেছেন: বহুদিন পর এসেই এমন এক মিথ্যে ইলজাম রাতুল, বড়ই কষ্ট পাইলাম :( ছবির নীচে ডেট ও প্রিন্ট করা আছে। পোষ্টের শেষে লেখাও আছে আমাদের ক্যামেরায় #:-S
যাক তবুও বহুদিন পরে বহু ক্রোশ হেটে আমার ব্লগীয় বাদায় পদধুলি পড়ার জন্য কালাই এর রুটির সাথে খাবার জন্য এক ট্রাক ধইন্যাপাতা :P
অনেক অনেক শুভকামনা রইলো :)

৭৩| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৪:১৭

সচেতনহ্যাপী বলেছেন: নূতন কিছু নিয়ে আসছেন না কেন?? প্রায়ই তার সন্ধানে এসে ঘুরে যাই।। ভাল আছেন তো??

১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১৩

জুন বলেছেন: নতুন লেখা নিয়ে আসবো খুব শীঘ্রই সচেতন হ্যাপী। আমার লেখার জন্যও যে অপেক্ষা করেন জেনে খুব ভালো লাগলো। আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো?
শুভেচ্ছান্তে।

৭৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৯

রাতুল_শাহ বলেছেন: এক ট্রাক!!!!!!!!!!!!
এইবার ধনিয়ার গুড়ার দাম বাড়বে। হায় হায় এখন কি হবে????//

১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৪

জুন বলেছেন:
রাতুল :( :(

৭৫| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:




আবার নতুন করে দেখলাম; স্বচক্ষে দেখা নিশ্চয় বিরাট ব্যাপার।

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯

জুন বলেছেন: অবশ্যই স্বচক্ষে দেখার এক আলাদা অনুভূতি তো আছেই। আবার আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী

৭৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:১৩

রাতুল_শাহ বলেছেন: এখন তো জিরার গুড়া + ধনিয়ার গুড়া + লবণ + শুকনো মরিচ ভাজা ভাঙা দিয়ে কাচা কাচা আম খাওয়ার সময়।

এখন ধনিয়া পাতা দিয়ে কালাই রুটি ভালো লাগার কথা না।

যাহোক ধনিয়ার গুড়া দেওয়ার জন্য ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৫

জুন বলেছেন: :)

৭৭| ১৮ ই জুন, ২০১৬ রাত ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন: পোস্ট এর লিখা, সাগর তলের প্রাণীদের মনমাতানো ছবি আর মন্তব্যের ঘরে থাকা আরো মনোহর দৃশ্যগুলি অভিভুত হয়ে দেখলাম অনেকক্ষন ধরে । খুবই ভাল লেগেছে । লন্ডন একোরিয়ামে রাখা একটি বিরল প্রজাতির মৎস ছবি দেয়া হলো সংযোজনে । আমার হাজার প্রাণের বিনিময়ে সুন্দরী ললনাদের জন্য একটি রেশমী শাড়িতে রেখে আসা অাপনার মন্তব্যের জবাবটির নোটিফিকেশন মনে হয় যায়নি আপনার গৃহকোণে ।

ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৯

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ড: এম এ আলী। নোটিফিকেশন সসমস্যাটা ভীষন জালাতন করছে। আপনার মন্তব্য দেখার পর এখন দেখে আসলাম। কি বলে যে ধন্যবাদ জানাবো এত সুন্দর এক ফুল উপহারের জন্য।
অনেক ভালো থাকুন। শুভেচ্ছান্তে

৭৮| ১৮ ই জুন, ২০১৬ রাত ২:১০

ডঃ এম এ আলী বলেছেন:

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:০১

জুন বলেছেন: সাগর তলে যে কত রকম জলজ প্রানী আছে তা বিশ্বাস হয় না। সুন্দর থেকে কুতসিত, আকর্ষণীয় থেকে ভয়ংকরতম।
ছবিটির জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৭৯| ১৮ ই জুন, ২০১৬ রাত ২:৪০

গেম চেঞ্জার বলেছেন: জুনাপ্পি!!!! আপনি ভুলে গেলেন আমাদের!!


আপনার লাইফে এত এত স্মৃতি আছে যে, এইগুলো চিন্তা করে বিস্মিত না হয়ে পারিনা। :)

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:০৪

জুন বলেছেন: কি যে বলেন গেম চেঞ্জার আমি কি আপনাদের কখনো ভুলতে পারি! না ভোলা সম্ভব বলুন? কত স্মৃতি জড়িয়ে আছে আপনাদের সাথে এই ভার্চুয়াল জগতে।
আমার লাইফে স্মৃতি!!! বুঝলাম না ব্যাপারটা গেম?
শুভেচ্ছা জানবেন সকালের :)

৮০| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:০৬

জুন বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন ভাই :)

৮১| ২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৫২

অদৃশ্য বলেছেন:



আপু নতুন কিছু নিয়ে আসুন তাড়াতাড়ি... এটাতো এর মধ্যে অনেকবার দেখা হয়ে গেলো...

শুভকামনা...

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১০

জুন বলেছেন: নতুন লেখা আসবো খুব শীঘ্রই দোয়া করেন অদৃশ্য। শুভেচ্ছা আপনার জন্যও।

৮২| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩

রিকি বলেছেন: ওয়াও.. আপি। অসাধারণ.. :)

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১৮

জুন বলেছেন: অনেক ভালোলাগলো রিকি অনেকদিন পর আপনাকে দেখে :)

৮৩| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৯

রিকি বলেছেন: আমি এই মাস থেকে ব্লগে নিয়মিত আসার চেষ্টা করি আপু। আপনাকেও তো দেখিনা :(

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৬

জুন বলেছেন: পাসওয়ার্ড নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। তারপর থেকে একটু অনিয়মিত। তারপর আমি দেশের বাইরে থাকায় মোবাইল বা ট্যাবে ব্লগে লেখা একটু সমস্যা। আপনি ভালো আছেনতো? শুভকামনা রইলো আপনার জন্য।

৮৪| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের আর কত নিচে নামাবেন আপু !! :P
কমেন্ট করার জন্য শুধু নিচে নামছিই নামছি । যেন নীল সায়রে ঝাঁপ দিয়েছি ।

চমৎকার পোস্ট , বেশ ভাল লাগলো ।
''রূপসায়রে ডুব দিয়েছে অরূপ রতন আশা করে , ডুবুরীর সাথে দুই দর্শক '' এখানে আপনাকে চিনলাম , আরেকজন কে ? :P

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০০

জুন বলেছেন: এবার যে পোষ্ট দিয়েছি তাতে বেশি স্ক্রল করতে হবেনা গিয়াস উদ্দিন লিটন :)
বহুদিন পর আপনাকে আমার ব্লগে দেখে অনেক ভালোলাগলো। আর ছবি ব্লগটি ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন সকালের।

৮৫| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:০৭

রেজওয়ান তানিম বলেছেন: আপনার লেখা প্রকাশ হয়েছে পত্রিকায়

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০২

জুন বলেছেন: বাংলাদেশে গেলে ম্যাগাজিনটি অবশ্যই সংগ্রহে নিবো তানিম। অনেক অনেক অনেক ধন্যবাদ :)

৮৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৩০

তামান্না তাবাসসুম বলেছেন: অপুর্ব !!

দেখতে দেখতে আর বর্ননা পড়তে পড়তে মনে হচ্ছিল ওখানেই চলে গিয়েছিলাম।

ভালবাসা আপুনি।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩০

জুন বলেছেন: সত্যি অপুর্ব সেই নীল সায়রের নীচে তামান্না তাবাসসুম। ভালোলাগলো আপনার মন্তব্যটি :) শুভেচ্ছা সকালের।

৮৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০০

কালীদাস বলেছেন: থাইল্যান্ডেরটায় যাইনি (সময় ছিল না), জার্মানিতে আর কোরিয়াতে দুইটা আন্ডারসি মিউজিয়ামে গিয়েছিলাম; অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল। সাগরের পানির নিচে সাতড়ে নামার সাহস নেই আমার, নাহলে গ্রেনাডায় আন্ডারসি স্কাল্পচার মিউজিয়ামটা দেখতে যাওয়ার খায়েশ ছিল। একুয়ালং সহ গাইডেড ট্যুরে ম্যুরাল দেখার এক্সপেরিয়েন্স সম্পূর্ণ অন্যরকম হওয়ার কথা।

২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: এমনটাই হয় কালীদাস। থাইল্যান্ড যে কতবছর ধরে কতবার এসেছি থেকেছি যার লেখাজোখা নেই তারপর ও আমি গেলাম মাত্র কিনা এ বছরের প্রথম দিকে মনে হয়।
পানির নীচে শার্কের সাথে নামতে আমার ভয় করছিল। তাই নামি নি।
এরপরের বার গেলে ঘুরে আসবেন, ভালই লাগবে মনে হয়।
অনেকদিন পর পর আসলেও আমার কথা যে ভুলে যান না তার জন্য কত যে খুশি হই বলে বোঝাতে পারবো না।
সাথে থাকবেন যখনই আসেন ব্লগ রাজ্যে :)
শুভেচ্ছা রাত্রির

৮৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বহতা নদীর মত আনন্দদায়ী বর্ণনা আর অপূর্ব সব ছবি । +++++

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

জুন বলেছেন: আপনার মন্তব্যটিও ঝরনার মত ঝিরি ঝিরি বয়ে গেল আমার ব্লগ বাড়ীতে ।
নিন আপনার জন্য রইলো আইনস্টাইন সেই মোমের যাদুঘর শিয়াম প্যারাগন থেকে :)

৮৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি আগে দেখা হয়নি আপু।এখন দেখে খুব ভাল লাগল।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

জুন বলেছেন: মোস্তফা সোহেল
আমি মনে করি এটা কোন ব্যপার না । এত এত ব্লগারের এত এত পোষ্ট দেখা কি কারো পক্ষে সম্ভব !
পরে হলেও যে দেখে মন্তব্য করে গেছেন তাতেই আমি অনেক খুশী হয়েছি। আপনি আমার অনেক প্রিয় একজন ব্লগার তাই আপনার ভালোলাগায় আমারো ভালোলাগা জানবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.