| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষ্ণচুড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
প্রতি ভোরে ছাদের ওপর লতিয়ে ওঠা বিশাল আকারের হলদে রংগা কলমী ফুলের ঝাড়
এ ফুলটির নাম যতদুর মনে পড়ে বার্ড অভ প্যারাডাইস
অচেনা ফুল/ পাতাবাহার
আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম , ক্যাকটাস
রোদের আলোয় ঝলমলে বাগান বিলাস
কাঞ্চন ফুল, আমার নিকের ফুলটি
পথের পাশে বুনো ফুল
রাতের আঁধারে সাদা বাগান বিলাস
পার্কে পথের পাশে ফুটে থাকা ছোট্ট মোরগ ফুল
এটাও নাম না জানা
ভুলোনা আমায় , ফরগেট মি নট ফুল
ভুটানে রাজ প্রাসাদের কাছে প্রিয় রংগা ফুল
সেই বাগান বিলাস
হলুদ অর্কিড এর উজ্জ্বল হাসি
এবার শ্বেতশুভ্র অর্কিড
লয়ক্রাথং উৎসবে ফুলের ঝুড়ি হাতে এক রমনীর হাসি
ছবি আমাদের ফোন আর ক্যামেরায় তোলা । টেষ্ট পোষ্ট । সবার সমস্যার জন্য আন্তরিক দুখিত ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
জুন বলেছেন: এবার দেখতে পাচ্ছেন জেনে ভালোলাগলো সুমন কর ।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
কবীর বলেছেন:
দারুণ ছবি ব্লগ ...........
ভালো লাগলো !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমার ও অনেক ভালোলাগলো শাহরিয়ার কবির ।
শুভেচ্ছা ![]()
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
ঢাকাবাসী বলেছেন: কই কিছুই তো দেখিনা!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
জুন বলেছেন: ঢাকাবাসী আপনারা মন্তব্য দেয়ার একটু পর থেকেই দেখা যাচ্ছিল । আমি তারাহুড়া করে পোস্ট ড্রাফ্ট করে আবার নতুন করে দিয়েছি । আবার দেখি এটা এসে হাজির । আবার আসুন , এবার অবশ্যই দেখতে পাবেন আমার অগৌছালো ফুলকুমারিদের ![]()
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
কবীর বলেছেন:
এখন, ছবি দেখা যাচ্ছেনা কেন..............বুঝলাম না কিছু । ![]()
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
জুন বলেছেন: আমিও ঘটনাটি বুঝতে পারছিলাম না শাহরিয়ার কবির। ইমগুর এপসটা দিয়ে ছবি আপলোড করা শিখতে গিয়ে এই বিপত্তি ![]()
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
প্রামানিক বলেছেন: আপনার ব্লগে ফুল ফুটে নাই, কাজেই বসন্ত অন্ধকারে আছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
জুন বলেছেন: প্রামাণিক ভাই
এবার এসে দেখুন আমার বসন্তের ফুলের ফুলেল হাসি ![]()
৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
সুমন কর বলেছেন: এবার দেখতে পেরেছি, সুন্দর।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
জুন বলেছেন: সুমন কর আপনার সহযোগিতার জন্য আমি কি বলে যে ধন্যবাদ দেবো । এই পোষ্টটি নিয়ে বিপাকেই পরেছিলাম ।। আবার আসার জন্য কৃতজ্ঞ।
৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮
শ।মসীর বলেছেন: বসুন্ধারা আবাসিকের কৃষ্ণচুড়ার বেশীরভাগ গাছগুলো কেটে ছেটে ফেলেছে ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০
জুন বলেছেন: বসুন্ধরার কৃষ্ণচুড়া গাছগুলো আমি দেখেছি শামসীর সামান্য বাতাসেই উপরে যেতে । কারন তাদের কোনটিরই মূল শেকড়টি নেই । যা মাটির গভীরে প্রোথিত হয়ে গাছটিকে টিকিয়ে রাখে ঝড় ঝন্ঝা থেকে । তাছাড়া গাছ কাটা, চুরি করে বিক্রি আমাদের রক্তে ঢুকে গেছে ।
মন্তব্যের ঊত্তর দিতে দেরি হলো নেট ওয়ার্কের সমস্যায় । অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ![]()
৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২
জুন বলেছেন: এই পোষ্টের ছবিগুলো দেখতে সমস্যা হওয়ায় আরেকটি নতুন পোষ্ট দিয়েছিলাম। কিন্ত বর্তমানে এটার টেকনিক্যাল প্রব সল্ভ করায় নতুন পোষ্টটি ডিলিট করে দিয়েছি । যারা সেই পোষ্টটিতে মন্তব্য করেছিলেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি । আর ছবি ছোট বড় সমস্যার সমাধান ফিরে এসে করবো আশা করছি
ছবিপুর কাছে দুখিত ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২
জুন বলেছেন: সমস্যাটির সমাধান হয়েছে ![]()
৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বসন্ত যে আসিতেছে সেটা প্রকৃতির বলার আগেই আপনি বলে দিলেন। ছবিগুলো অনেক ভালো লেগেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
জুন বলেছেন: ছবিগুলো ভালোলাগার জন্য আর আন্তরিক মন্তব্যটির জন্য ধন্যবাদ শাহাদাৎ হোসাইন ![]()
১০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮
সাহসী সন্তান বলেছেন: আপু, প্রথমেই শিরোনামে একটা সংশোধন আনা দরকার! বসন্ত দুইদিন পরে না, বরং তিনদিন পরে। মানে আজ মাঘ মাসের ২৭ তারিখ! সুতরাং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত বরনে আমাদেরকে আরো কমপক্ষে তিনদিন অপেক্ষা করতে হবে!
তবে ছবি গুলো খুবই সুন্দর! কেবল কিছু ছবি অত্যধিক বড় হয়ে যাওয়ায় দেখতে সমস্যা হচ্ছে। মানে স্কিন ক্রলিং করেই ছবি দেখতে হচ্ছে। আমার মনে হয় 'হলুদ অর্কিড এর উজ্জ্বল হাসি' ছবিটা যে সাঁইজে আসছে, সবগুলো ছবি যদি ঠিক ঐ একই সাইজে আনতে পারতেন তাহলে ভাল হতো!
আপনি যখন ছবির সাইজ গুলো ঠিক করবেন, তখন ঐ ছবিটাকে নমুনা হিসাবে ধরলে ভাল করবেন! তারপর যে ছবিটা একটু বড় হয়ে গেছে সেটার রেজ্যুলেশন কিছুটা কমিয়ে দিলেন। এবং যে ছবিটা ঐটার তুলনায় বড় হয়ে গেছে, সেটার রেজ্যুলেশনটা বাড়িয়ে দিলেন! ব্যস, তখন ঠিক হয়ে যাবে!
পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
জুন বলেছেন: আমি জানতাম নেটওয়ার্ক সমস্যার জন্য আগামী দুইদিনের ভেতর মন্তব্যের উত্তর দেয়া সম্ভব হবে না সাহসী । তাই দুদিন পরেই বসন্ত লিখেছি
আমি নীচে লিখেছি টেষ্ট পোষ্ট আই মিন ইমগুর দিয়ে প্রথমবারের মত আপলোড করেছি । তাই ভুল থাকা স্বাভাবিক । আমি দেশে ফিরে পিসি দিয়ে ট্রাই করবো । এই ফোন বা ট্যাব দিয়ে সম্ভব না । আর রেজুলেশন টেশন কি ওটা ফিরে আসার পর ডিরেকশন দিও । এসব আমি বুঝিই না
যাহোক আন্তরিক মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ রইলো সাহসী । রাতের শুভেচ্ছা সাহসী ও তার কৈতরী বানু কে ![]()
১১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
সাহসী সন্তান বলেছেন: এবং যে ছবিটা ঐটার তুলনায় বড় হয়ে গেছে, সেটার রেজ্যুলেশনটা বাড়িয়ে দিলেন! ব্যস, তখন ঠিক হয়ে যাবে!
- এবং যে ছবিটা ঐটার তুলনায় ছোট হয়ে গেছে, সেটার রেজ্যুলেশনটা বাড়িয়ে দিলেন! ব্যস, তখন ঠিক হয়ে যাবে (এইটা সঠিক)!
টাইপিং মিস্টেকের জন্য দুঃখিত আপু! ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫
জুন বলেছেন: আবার আসছো রেজ্যুলেশন নিয়া
১২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি পাগল পারা.........
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
জুন বলেছেন: কেন কেন পাগলপারা কেনো সাদা মনের মানুষ !! মন্তব্যের উত্তর দিতে দেরীর জন্য অনেক দু:খিত ![]()
১৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০
সাদা মনের মানুষ বলেছেন: ফুলের নাম ভুলোনা আমায় , সত্যিই চমৎকৃত হলাম। আচ্ছা আপু এই ফুলটার নামকরনের ইতিহাস কিছু জানেন কি?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১
জুন বলেছেন: না ভাই নামকরনের ইতিহাস আমার জানা নেই । তবে জানলে আমি অবশ্য জানিয়ে দেবো
আপনি ফরগেট মি নট লিখে সার্চ দিয়ে দেখেন কি অপুর্ব সুন্দর ফুলটি । এটা পথের পাশে অযত্নে ফুটে ছিলো ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
বিশাল বৃক্ষ শিমুলে যদি ফুল না আসে গ্রাম বাংলায় বসন্ত আসবে না; বসন্ত বাতাসে পাতাহীন শাখা ফুলে ফুলে ভরে, গ্রামের কিশোর কিশোরীকে করবে উদাসী! বড় গাছ, বড় ফুল, গ্রামের মানুষের বসন্তের ফুল, শিমুল!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০
জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন চাদগাজী । অপরূপা শিমুলের সৌন্দর্য্য ছাড়া বসন্ত অর্থহীন । কিন্ত আমি যে ফুলের ছবিগুলো দিয়েছি তা সবই এখানের অর্থাৎ থাইল্যান্ডের । আশ্চর্য্যের বিশয় আমি এখানে প্রায় বেশিরভাগ গাছই দেখি আমাদের দেশী । কিন্ত শিমুল পলাশটি কখোনো চোখে পড়ে নি।
কলকাতা থেকে উড়িষ্যা যাবার পথে এক বিশাল তেপান্তরের মাঠ নজরে পড়েছিলো যা পুরোটাই ছিল পলাশ ফুলে ফুলে ভরা । কি যে চোখজুড়ানো সেই দৃশ্য । তখন মনে হয় বসন্তকাল ছিল ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
১৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
আহমেদ জী এস বলেছেন: জুন ,
ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত আসেই । কেউ তাকে সাদরে কাছে টানে , কেউ আবার অবহেলা ভরে চেয়ে দেখে ।
"চাঁদগাজী" র সুরেই বলি --- শিমুল বৃক্ষে যদি ফুল না আসে গ্রাম বাংলায় বসন্ত আসেনা .................
স্নিগ্ধ পোস্ট ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
জুন বলেছেন: আহমেদ জী এস
স্বভাবসুলভ ভাবেই সংক্ষেপে কিন্ত ওজনে ভারী একটি মন্তব্য আপনার । বসন্তকে সাদরে বরন করে টেনে নেয়ার লোকই মনে হয় জগতে বেশী ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে বরাবরের মতই সাথে থাকার জন্য ।
১৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬
জুন বলেছেন: দেখেছি বিলিয়ার রহমান আর মন্তব্যও করে এসেছি আপনার পোষ্টে । চুরি বা চোরের ব্যপারে আমি খুবই অজ্ঞ । তাই আপনার সাথে গলা মিলিয়ে প্রতিবাদ করছি এই অন্যায়ের বিরুদ্ধে।
১৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫
শায়মা বলেছেন: বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা!!!! ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
জুন বলেছেন: প্রিয় ব্লগার শায়মা অনেক ছোট বেলার একটি প্রিয় রবীন্দ্র সংগীতের কথা মনে করিয়ে দিলেন । মন্তব্যে অনেক ধনাবাদ ![]()
১৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
এডওয়ার্ড মায়া বলেছেন: ফুল ফুটুক আর নাই ফুটুক - শুভেচ্ছা নিরন্তর ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫
জুন বলেছেন: আপনার জন্যও একই শুভকামনা রইলো এডওয়ার্ড মায়া । বাসন্তী শুভেচ্ছা ![]()
১৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুল না ফুটলেও কিন্তু ফুল দেখে ফেলেছি আপুনি তোমার পোষ্টে তাই আমার বসন্ত আজ থেকেই। তোমাকে বাসুন্তি শুভেচ্ছা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯
জুন বলেছেন: আপনার জন্যও রইলো বসন্তের ফুলেল শুভেচ্ছা মাহমুদুর রহমান সুজন । সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ![]()
২০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭
শিখা রহমান বলেছেন: জুন আপনার এই পোষ্টের ছবিগুলো দেখে মন ভালো হয়ে গেলো। আপনাকে বসন্তের ফুলেল শুভেচ্ছা। শুভকামনা রইলো। ![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫২
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে শিখা রহমান । আপনার মতন একজন অসাধারন ছোট গল্পকারের আগমনে সত্যি অনেক খুশী হয়েছি । আমার আন্তরিক ধন্যবাদ জানবেন মন্তব্যে । শুভেচ্ছা সকালের ।
২১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২
সচেতনহ্যাপী বলেছেন: সময় অপেক্ষায় থাকে না।। বয়ে যায়, তার মত করেই।।
ফুলময় পোষ্ট দেখে মনটা ..।।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৬
জুন বলেছেন: সচেতনহ্যাপী আমি যাই লিখি না কেন সব সময় আপনার উৎসাহ আমাকে ভীষনভাবে অনুপ্রানিত করে তোলে । অনেক অনেক ধন্যবাদ আমার এই সামান্য পোষ্টটি দেখার জন্য ।
২২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯
অপু তানভীর বলেছেন: প্রেমিকা আপাতত নাই, বসন্ত দিয়া কিতা করুম
![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৮
জুন বলেছেন: শুনে মর্মাহত হোলাম অপু তানভীর
তালপরও দেখেন কিছু হয় কি না
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ফাগুন আসছে ধেয়ে
দুদিন বাদেই বসন্ত , এর মাঝেই ফুলে ফুলে ছেয়ে গেছে জুনাপুর ব্লগ
দারুন দারুন ফুলের ছবি দেখে কেবল মুগ্ধতা আর মুগ্ধতা ।
বসন্তের বারতা নিয়ে দিকে দিকে ফুটে ঊঠুক শিমুল
গাছে গাছে ফুটুক আগুন ঝড়া পলাশ ফুল
পলাশতো শুধু ফাগুনের বসন্তেই নয় একে নিয়ে রচেছেন কবি নজরুল
বেশতো - হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নৈলে রাঁধব না, বাঁধব না চুল
হলুদ গাঁদার ফুল আর রাঙা পলাশ ফুল নিয়ে নজরুল গীতিটা এখানে CLICK করে নাচে গানে একটু শুনুন ।
অনেক অনেক শুভেচ্ছা রইল বসন্ত আগমনে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১০
জুন বলেছেন: আপনাকেও বাসন্তী শুভেচ্ছা ডঃ এম আলী এত সুন্দর একটি মন্তব্যে । সত্যি বলতে কি আপনার প্রতিটি পোষ্ট আর মন্তব্যে সহজ সরল ভনিতা ও অলংকার বর্জিত বাক্যে আপনার সুগভীর পান্ডিত্য পরিষ্কার ভাবেই ফুটে ওঠে। যা সত্যি অল্পদিনের ভেতর আপনাকে তুমুল পাঠকপ্রিয় করে তুলেছে
নেট ওয়ার্ক সমস্যা থাকায় উত্তর দিতে দেরীর জন্ দু:খিত । আর ছবিগুলো বাংলাদেশের প্রকৃতি থেকে তোলা হলে অবশ্যই পলাশ শিমুল থাকতো । এখানে আম কাঠাল এমনকি আমার অতি পরিচিত বুনোলতা তেলকূচার বন থাকলেও পলাষ শিমুল কখনো চোখে পরে নি ।
শুভকামনা সকালের ।
২৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
জেন রসি বলেছেন: বসন্ত আসছে মনেই ছিলনা!আপনার পোস্টে চমৎকার ফুলগুলো দেখে বসন্তের কথা মনে পড়ে গেল। বসন্তের শুভেচ্ছা আপু।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
জুন বলেছেন: জেন রসি আপনাকেও বসন্তের আন্তরিক শুভকামনা জানাই । অনেক ভালো থাকুন , সুস্থ থাকুন আর সাথে থাকুন সব সময়ের জন্য ![]()
২৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফেব্রুয়ারীতে জুন ভাল পোষ্ট দিয়েছে, দেখে মন ভরে গেল।
জুনকে ফুলের শুভেচ্ছা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯
জুন বলেছেন: ফরিদ আহমেদ চৌধুরী যত ফুলই ফুটুক না কেনো, দুনিয়াতে বেলী ফুলের সুবাসের তুলনা হয় না । আপনার ফুলটি খুব সুন্দর ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২
ঢাকাবাসী বলেছেন: এবার ভাল করে দেখলুম, দারুণ সুন্দর তো!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২
জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী আবার এসেছেন বলে ![]()
২৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭
অতঃপর হৃদয় বলেছেন: আমার প্রিয় ঋতু বসন্ত!
ফুল গুলো অনেক সুন্দর।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬
জুন বলেছেন: আপনার প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ অত:পর হৃদয়
আর আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
২৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
জীবন সাগর বলেছেন: বসন্তের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেলাম।
এসো হে বসন্ত
তোমায় করবো বরণ,
হৃদয়ের সমস্ত
ভালোবাসা কর হরণ।
হবো প্রাণবন্ত
ফুলে ফুলে ভর ভুবন,
থাকো অফুরন্ত
হয়ে প্রেমের লগন।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ জীবন সাগর আমার ব্লগে আসার জন্য ও মন্তব্যের জন্য
কবিতাখানিও বেশ ![]()
২৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩
পুলক ঢালী বলেছেন: সুন্দর ফুলছবি পোষ্ট। আপনার নিকে কাঞ্চন ফুল ? আমি ভেবেছিলাম বেগুনী অর্কিড। ভাল লাগা রইলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১
জুন বলেছেন: আমার নিকের ফুলের ছবিটি তুলেছিলাম জামালপুরের সুসং দুর্গাপুর এলাকা থেকে পুলক ঢালী ।
ছবিগুলো ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো । ধন্যবাদ
৩০|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন:
অসাধারণ বসন্তের আগমন ধ্বনি শুনিয়ে গেলেন আপু!!!
অনেকগুলো নতুন ফুলের নাম জানলাম, খুব ভাল লেগেছে!!
বাসন্তী শুভেচ্ছা রেখে গেলাম এই পোষ্টে!!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬
জুন বলেছেন: আপনার মতন ফুল প্রেমিক ও আমার কাছ থেকে ফুলের নাম জেনেছেন শুনে ভীষন ভালোলাগলো কামরূন্নাহার বিথী । আমিতো পথের ধার থেকে তোলা ছবি দিয়েছি কিন্ত আপনিতো নিজের বাগানের ফুলে আমাদের মুগ্ধ করেন
বসন্তের শুভেচ্ছা রইলো আপনার জন্যও ।
৩১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: বসন্তের শোভা ছড়িয়ে দিয়ে যাওয়া দারুন এক ছবি ব্লগ দেখে গেলাম!![]()
লাইক!![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিলিয়ার রহমান মন্তব্য আর প্লাসের জন্য ।
আশাকরি আপনার লেখা চোরদের ধরতে সক্ষম হবেন ।
৩২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
মনিরা সুলতানা বলেছেন: ছাদের ওপর লতিয়ে ওঠা বিশাল আকারের হলদে রংগা কলমী ফুল অনেক পছন্দ হইছে আপু !!!
বসন্তের শুভেচ্ছা আর ভালোবাসা ![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫
জুন বলেছেন: আসলেও মনিরা আমি এত বিশাল কলসের মত এই ফুলটি আমার দেখা কোন জায়গাতেই দেখিনি । সরু হাটা পথের কিছুটা জায়গার উপর টালির ছাদ । আর সেই ছাদ ভরে ফুটে থাকা ফুল যার অনেকগুলো ঝুলে আছে চারিদিকে । কি যে নৈসর্গিক দৃশ্য না দেখলে বোঝানো মুশকিল । তোমার জন্য ও রইলো অনেক শুভকামনা ![]()
৩৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১০
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ![]()
৩৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
আরইউ বলেছেন: অর্কিড অসম্ভব সুন্দর। কৃষ্নচুঁড়ার তুলনা হয়না। তবে আবার প্রিয় জেকারেন্ডা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৪
জুন বলেছেন: অর্কিডের সৌন্দর্য্যতো ইউনিভার্সাল । এর আকার , রং আর স্বায়ীত্বের জন্য
কৃষ্ণচূড়াতো সেই রকম । জ্যাকারান্ডার হাল্কা বেগুনী ফুলের শোভা অতুলনীয় । আফ্রিকার দেশগুলোতে এর প্রাচুর্য্ লক্ষ্য করা যায় । তাই নয় কি ??
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন আরইউ ![]()
৩৫|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
নতুন নকিব বলেছেন:
অনেক দু:খ এমনিতেই! এ বছর শীত উপভোগ করতে পারলুম না!
আসছি আসছি করেও শীতটা সেভাবে ধরা দিল না!
এর মধ্যেই বসন্তের গান? তার মানে? শীতের বিদায়?
এত দ্রুত!
হায় হায়!
এতো আপনি দেখছি আমার দু:খের অনলে ঘি ঢেলে দেয়ার আয়োজন পাকাপোক্ত করতে উঠেপড়ে লেগেছেন!
চমকপ্রদ ফুলের হাসি উপহার দেয়ায় অনেক অনেক ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
জুন বলেছেন: ঠিকই বলেছেন শালগুলো বের করার আগেই শীত চলে গেলো নতুন নকিব । যদিও আমার সবচেয়ে অপছন্দের ঋতু এই শীতকাল । তাই বসন্ত আসলে এত আনন্দ এত হাসি খুশী নাচ গান
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফুলগুলোকে দেখার জন্য ।
৩৬|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২
চৌধুরী মাহবুব বলেছেন: অাজি ধরাতে নেমেছে বসন্ত । গাছে গাছে নব কুড়ি, ফুলের সমাহারে প্রকৃতি যে অপ্সরি । নরম কুড়ির নির্মল হাসি অার সুবাস কবি মনে অানে কবিতার ঢালা । চারদিক অাজ বসন্তের গান । কেউ অার জড়তাকে জড়িয়ে জীবনের সুন্দর সময় কাটাতে চায়না । অাজ সবাই মেতেছে বসন্ত মিছিলে। এসো মিলিত হই অানন্দ মিছিলে । এসো হাতে হাত রেখে প্রকৃতির প্রসব অানন্দ দেখে হারিয়ে যায় সুখের মোহনায়। বসন্তের ধুলো উড়িয়ে হিমেল বাতাসের পরশ মাখিয়ে অাদুরি চাহনিতে শরীরে এক ফোটা সুখের পরশে অাজ বিভোর হব দুজনে। ঘরে বসে মোবাইলের স্কৃনে সবুজ না দেখে অপার সবুজের দেশে অাস সবুজ দেখি । নিজেকে সুখী মানুষের কাতারে শামিল করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: বসন্ত ঋতুকে ভালোবেসে আপনার কাব্যিক এই মন্তব্যে আমি আভিভুত । স্বাগত জানাই আমার ব্লগে । সাথে থাকবেন আগামীতেও সে প্রত্যাশায় ![]()
৩৭|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩
রানা আমান বলেছেন: চোখজুড়ানো ঝলমলে এক ছবি ব্লগ , খুব ভালো লাগলো ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রানা আমান সামান্য এই পোষ্টটি দেখার জন্য আর মন্তব্যের জন্য ।
৩৮|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
পাহাড়ের কান্না বলেছেন: আপু আপনি এখনো ব্লগে লিখে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে আমি ফেসবুকে অনেক খুজেও পাইনা। আমার ব্লগ পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার না করায় ভুলে গেছিলাম। গতকালকে সেটা রিকোভার করলাম।
ভালো থাকবেন আপু।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০
জুন বলেছেন: পাকা কত যে মিস করি তোমাকে , তোমার সেই অসাধারন কবিতাগুলো , কত প্যারোডি । কত সেই নির্মল হাসি ঠাট্টা । এখন লিখে চলেছি যদিও তেমন উল্লেখযোগ্য কিছু নয়। হ্যা পাসওয়ার্ড নিয়ে সবারই একটু সমস্যা হয়েছিল । তবে তা সাময়িক। তুমিও অনেক ভালো থেকো বাবু সহ তার মা কে নিয়ে । অনেক অনেক শুভকামনা ।
৩৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: চোখ দুটো জুড়িয়ে গেল। মনটা ভরে গেল। + +
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫
জুন বলেছেন: না ভাই আমার এই পোষ্ট কখোনোই চোখ জুড়ানো , মন ভরানো হতেই পারে না সেটা আমি নিজেই বুঝি খায়রুল আহসান । এটা আমার এক পরীক্ষনীয় পোষ্ট। তারপর ও সবসময় সাথে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
৪০|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
আমির ইশতিয়াক বলেছেন: আজ পহেলা ফাগুন বসন্তের প্রথম দিন।‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।’ কবি সুভাষ মুখোপাধ্যায়-এর প্রকৃতিকে চ্যালেঞ্জ করা অমিয় বাণীটি ঋতুরাজকে আলিঙ্গনের আহ্বান জানায়। শীতের শেষে প্রকৃতিতে এসেছে মধু বসন্ত। চারদিকে রঙ্গের বিচিত্র সমারোহ। দক্ষিণা বাতাসে মৃদু হিল্লোল মনে জাগায় শিহরণ। গাছে গাছে আমের মুকুলসহ বিভিন্ন ফুল ফুটেছে। বাতাবী লেবুর গাছে ফুল ধরেছে। কোকিল গান গাইছে। নব পল্লবে যেন বাংলার আনাচে কানাচে সবুজের সমারোহ। ফুলে ফুলে অলির গুঞ্জন। সব মিলিয়ে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রকৃতি যেন আজ নববধু সাজে সেজেছে। আজ প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। ছড়িয়েছে নানা রঙ। এই রঙ ছড়িয়ে পড়বে বালার প্রতিটি জনপদে। শীতের বিবর্ণতা কাটিয়ে গাছে গাছে নতুন পাতা জাগতে শুরু করছে। ফুলে ফুলে সেজে ওঠেছে প্রকৃতি। বসন্তের আগমনে প্রকৃতি সেজে ওঠে নতুনরূপে। কৃষ্ণচূড়ার ডালে, কোকিলের কুহু-কুহু রবে, ফাগুন আসছে আগুন সাজে। ফাগুন হাওয়ায় দোল লেগেছে বাংলার প্রকৃতিতে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে বাংলার সবুজ প্রান্তর। এই ঋতুতে ফুলে ফুলে সাজতে শুরু করে প্রকৃতি। ষড়ঋতুর এই বাংলায় ১৬ কোটি মানুষ ঋতুরাজ বসন্তের বর্ণিল উৎসব পালন করতে অপেক্ষায় থাকে সারা বছর ধরে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪
জুন বলেছেন: অসাধারন একটি মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমির ইশতিয়াক ।
প্রথম পোষ্ট এ ছবি দেখা যাচ্ছিলো না। এই অভিযোগে সেটা ড্রাফটে নেই । আবার দ্বীতিয় একটা পোষ্ট দেই যেখানে আপনি সম্ভবত মন্তব্য করেছিলেন । আবার এটা আসায় ওটা ড্রাফটে নিতে বাধ্য হই । আমার ব্লগীয় জীবনে এমন ঘটনা এবারই প্রথম । আপনার মন্তব্যটি মুছে যাওয়ায় আপনার পোষ্টে গিয়ে আন্তরিক দু:খ প্রকাশ করে এসেছিলাম ।
শুভেচ্ছা সকালের ।
৪১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক চমৎকার ছবি গুলা।
কোন মন্তব্য নেই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫
জুন বলেছেন: মন্তব্য নেই বলেও যে মন্তব্যটুকু করলেন তার জন্য অশেষ ধন্যবাদ সামিউল ইসলাম বাবু । অনেকদিন পর আপনাকে দেখলাম মনে হলো ![]()
৪২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
আপু 'ফরগেট মি নট' ফুলের নামকরণের ইতিহাস আমি কিছুটা জানি,
বলব কি ?
শুভেচ্ছা রইল
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আবার আসার জন্য ডঃ এম আলী । অবশ্যই বলবেন , আমি জানলেই কি আর আপনার মত এত সুন্দর করে বলতে পারবো ??
তাছাড়া আমি এখন চিয়াং মাই এর পথে । কবে ফিরবো কবে লিখবো তার কি ঠিক আছে
দেখুন যাবার পথে ট্রেন থেকে এইমাত্র তোলা চিয়াংমাই এর ছবি

৪৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব ফুল! কিছুক্ষনের জন্য ফুলের রাজ্যে হারিয়ে গেছি ।
বার্ড অভ প্যারাডাইস প্রথম দেখলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
জুন বলেছেন: মন্তব্যের জন্ অসংখ্য ধন্যবাদ গিয়াস লিটন
এই ফুল এখন বাংলাদেশের অনেক বাসাতেই শোভাবর্ধন করছে । আপনি হয়তো খেয়াল করেন নি ।
শুভকামনা রইলো।
৪৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আপনি চিয়াংমাইএর পথে আর আমিতো এখন গ্রীন ল্যান্ডে এস্কিমোদের সাথে, আমার কুটিরে গিয়ে দেখতে পারেন এস্কিমোরা এখন কেমন আছে । এখন চোখে ঘুম , এখানে রাত ১২ টা বাজে, শীতে কাবু , তাই কাল সকালে ঘুম থেকে উঠে লিখব ।
শুভেচ্ছা রইল ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০
জুন বলেছেন: আমি বড্ড শীতকাতুরে । যদি কোন অপছন্দের ঋতু থেকে তা হলো শীত। তাই এখন আর এস্কিমো দেখতে যাচ্ছি না । তাও যদি আপনি সেখানে হাজির থাকতেন তাহলে না হয় সীল মাছের চামড়ার কোটটা গায়ে চড়িয়ে একটু ফুচকি দিয়ে আসতাম
আপনি বলেছিলেন পলাশ না ফুটলে বসন্ত আসে না । আশেপাশে পলাশ না দেখে এ কদিন মনটা খারাপ হয়ে ছিল । কিন্ত গতরাত থেকে আজ চৌদ্দ ঘন্টার জার্নিতে পথের দুপাশে প্রচুর পলাশ ফুল দেখলাম । ক্যামেরা বের করতে করতেই বহু পেছনে চলে যাচ্ছিল । শেষ পর্যন্ত আপনার জন্য ট্রেনের জানালা দিয়ে কিছু পলাশের ছবি তুলতে পারলাম
৪৫|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯
অশ্রুকারিগর বলেছেন: বরাবরের মতোই সুন্দর ছবি ব্লগ ........... ![]()
ভালো লাগলো।
বসন্তের শুভেচ্ছা আপু, একটু দেরিতে আরকি ![]()
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৬
জুন বলেছেন: সত্যি বহুদিন পরেই ব্লগে আসলেন মনে হলো অশ্রু কারিগর । ভুলে যান নি দেখে অনেক ভালোলাগলো । শুভকামনা সকালের ।
৪৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার সব ছবি।
এগুলা কি আপনার হাতে তোলা??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭
জুন বলেছেন: অনেক অনেক পরে আসলেন আমি মিসির আলী । আশাকরি ভালো ছিলেন এতদিন ।
জী ছবিগুলো পথে ঘাটে চলতে চলতে আমার মোবাইলে তোলা
ভালো থাকবেন ।
৪৭|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৪
করবি বলেছেন: শুভ বসন্ত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২৯
জুন বলেছেন: করবি কোথায় ছিলেন এতদিন ?? সেদিন পাকা আসলো আজ আপনি । উজান ঠেলে ঠেলে চলার সকল কষ্ট ভুলে গেলাম আপনাদের দেখে
ভালো আছেন তো । উফ কতদিন পর ।
শুভেচ্ছা সকালের ।
৪৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭
কালীদাস বলেছেন: সুন্দর পোস্ট, ছবিগুলো ভাল লাগছে ![]()
থাই মহিলাদের ট্রাডিশনাল ড্রেস যেইটা (শাড়ি, স্কার্ট আর ম্যাক্সির ফিউশন মনে হয়), এইটার নাম কি বলতে পারেন?
থ্যাংকু ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১০
জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা কালীদাস।
থাই মহিলাদের ঐ পোশাকটি স্থানীয় ভাষায় ফা নুং বলে বোলে মনে পরছে
ভালো আছেন আশাকরি। শুভকামনা রইলো।
৪৯|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
রাতুল_শাহ বলেছেন: পোস্ট পড়তে আসছি।
ধন্যবাদ দেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
জুন বলেছেন: জানো রাতুল গতকাল আমি চিয়াং মাই এ অনেক উচু পাহাড়ের উপর এক রাজকীয় প্রাসাদ দেখতে গিয়েছিলাম। সেই প্রাসাদের বাগানের ফুল দেখে আমি বিস্মিত। ফিরে এসে এটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি। এখন অনেক সমস্যার মধ্যে আছিতো তাই
ভালো থেকো অনেক অনেক। বহুদিন ধরে সাথে আছো নিস্বার্থভাবে, তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জেনো।
৫০|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩
রাতুল_শাহ বলেছেন: বহুদিন ধরে সাথে আছো নিস্বার্থভাবে, তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জেনো
লাইনটা কি কপি করা থাকে।
লাইনটার মাঝে নতুন কিছু নিয়ে আসেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৮
জুন বলেছেন: সাথে আছো লিখি, তবে নিস্বার্থভাবে কথাটিতো কখনো লিখিনা, আমি জানি তুমি কখনো কোন স্বার্থ নিয়ে আসোনা। তাই তো লিখেছি এ লাইন রাতুল ![]()
৫১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ।
আপনার কথাটি শুনে খুব ভালো লাগলো।
চিয়াং মাই এর প্রাসাদের গল্পের অপেক্ষায় থাকলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১
জুন বলেছেন: আমার লেখার অপেক্ষায় থাকার কথা শুনে খুব খুশী হোলাম রাতুল। ঢাকা এসে লিখবো অবশ্যই
সকালের শুভেচ্ছা জেনো ।
৫২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
নিয়াজ সুমন বলেছেন: এতগুলো অপূর্ব ফুল দেখার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে অর্জুন ফুলের এক গুচ্ছ শুভেচ্ছা..
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪
জুন বলেছেন: আপনার দেয়া অর্জুন ফুলের রূপে মুগ্ধ হোলাম সাথে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন নিয়াজ সুমন ।
৫৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬
শামীম সরদার নিশু বলেছেন: মুগ্ধ আমি, ভালো লাগা রেখে গেলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫
জুন বলেছেন: মুগ্ধ হবার মত তেমন কোন পোষ্ট না শামীম সরদার নিশু । তারপর ও হয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৫৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭
চৌধুরী মাহবুব বলেছেন: ধন্যবাদ, সরস মন্তব্যের জন্য ধন্যবাদ লেখক মহোদয়। অামার ব্লগে লেখার ব্যাপারে পরামর্শ চাই ০১৮২২৩৩৪৫৩২
বা অাপনার সেল নং দিন ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১
জুন বলেছেন: পরামর্শ দেয়ার মত জ্ঞান-গম্মি যদি আমার থাকতোই তাহলেতো কাজই হতো চৌধুরী মাহবুব । পরামর্শ অর্থাৎ জ্ঞান দেয়ার মত বহু জ্ঞানী লোক এখানে আছে আপনি তাদের সাহায্য চাইতে পারেন
তবুও সামান্য যদি কাজে লাগতে পারি তাহলে ব্লগেই জানাবেন । আমি দেশের বাইরে থাকি ।
৫৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ফুলের শোভায় মন ভরে গেলো, আপু।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩
জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখেও ভালোলাগলো এটিএম মোস্তফা কামাল । কেমন আছেন ? জানি বই মেলা নিয়ে অনেক ব্যাস্ত সময় পার করছেন । আপনার বই আর মেলার খবর কি জানাবেন ![]()
৫৬|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
ভাবুক কবি বলেছেন: দারুণ ছবি ব্লগ।
সিনিয়র ভাইয়েরা দেখি সব এই ছবি ব্লগে ছবি দেখায় ব্যস্ত। কবিদের রাজ্যে যাবে কখন?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
জুন বলেছেন: আপনার মন্তব্যে মজা পেলাম ভাবুক কবি । ভাবুক বলেই যে একেবারে অন্ধ তা নয় বোঝা গেলো ভালোমতই
সিনিয়র ভাইয়ারা যে ভাবুক কবির বাসা বাড়ী রেখে ফুলবাগানে বসে আছে এটা ঠিক না
আপনি জলদি তাদের দাওয়াত করেন ।
মজার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ ![]()
৫৭|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
ডঃ এম এ আলী বলেছেন: আমার বরিল তথা তাইগা বনভুমি পোষ্টে আপনার মুল্যবান মন্তব্যের ছোট্ট জবাবটা দেখে আসলে খুশী হব ।
শুভেচ্ছা রইল ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
জুন বলেছেন: ডঃ এম আলী মন্তব্যের উত্তর দিয়ে তা জানাতে এসেছেন দেখে আমি অভিভূত । আমি এখনি যাচ্ছি আপনার ব্লগ বাড়ীতে আর আমার মত অজ্ঞ ব্লগারের ততোধিক অপ্রাসংগিক মন্তব্যের কি উত্তর দিলো আপনার মত এক বিজ্ঞ এবং অসামান্য বুদ্ধিদীপ্ত একজন ব্লগার তা দেখার তর সইছে না ![]()
৫৮|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০
ডঃ এম এ আলী বলেছেন: কি যে বলেন শ্রদ্ধেয় আপুমনি, আপনার লিখাগুলি আমার কাছে মহা মুল্যবান আর আপনি হলেন বলতে গেলে এই ব্লগের একজন আইকন, আপনার পোষ্ট গুলি হতে জানতে পারি অনেক মুল্যবান তথ্য যা আমার ক্ষুদ্র জ্ঞানের জানারও বাইরে ।
আমার বরিল তথা তাইগা বনভুমি পোষ্টে আপনার মুল্যবান মন্তব্যের ছোট্ট জবাবটা আবার একটু কষ্ট করে দেখে আসলে খুশী হব ।
শুভেচ্ছা রইল ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬
জুন বলেছেন: আপনার বিনীত মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও শুভাশীষ জানবেন ডাঃ এম আলী । বিনয় মানুষকে সন্মানীয় এবং প্রজ্ঞাবান করে তোলে এটা আপনি নিশ্চয় জানেন । আর ব্লগে এর উদাহরন আপনি অন্যতম একজন কিন্ত তাই বলে আপনি ক্ষুদ্রজ্ঞানী মোটেই নন। এ আপনার বিনয়।
এদিকে নিজেকে সর্বাজ্ঞ পন্ডিত ভাবার মত অহংকারো কিন্ত মানুষের পতন ডেকে আনে । অহংকারী মানুষের সাহচর্য্য সবসময় পরিত্যাজ্য । কারন তা আপনাকে মানসিকভাবে বিকল করে তোলে ।
আপনার পোষ্টে আমার মন্তব্যের উত্তর দেখে লাপ্তি সম্পর্কে নিজের জ্ঞানকে আরেকটু সমৃদ্ধ করে নিয়েছি । তার জন্য অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন আর সাথে থাকুন সেই প্রত্যাশায় ![]()
৫৯|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাসন্তী ফুলের মেলা ঘুরে গেলাম আপু।
দেরি করে ফেলেছি বসন্তের শুভেচ্ছা দিতে।
তাই প্রিয়তে রাখলাম এই বসন্ত বাগান।
ফুলের মতোই সুন্দর হোক আপনার প্রতিটি দিন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
জুন বলেছেন: আমার সামান্য এই পোষ্টটি দেখা,মন্তব্য আর প্রিয়তে নেয়ায় আন্তরিক ধন্যবাদ জানাই নাইম জাহাংগীর নয়ন ।আগামীতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় ।
৬০|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
দীপান্বিতা বলেছেন: দারুন! বাসন্তী শুভেচ্ছা ![]()
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩
জুন বলেছেন: আপনার জন্যও রইলো অশেষ শুভকামনা দীপান্বিতা ।
৬১|
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:০৯
রাতুল_শাহ বলেছেন: দেশে কবে আসবেন?
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:২৪
জুন বলেছেন: এসেছি রাতুল কিন্ত সুস্থ নই
ভালো আছো তো??
৬২|
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১৮
মুশি-১৯৯৪ বলেছেন:
মন কিছুটা খারাপ ছিল, তবে ফুলগুলো দেখে ভাল হয়ে গেল।
তবে ফুল নিয়ে আমার কিছুটা বিব্রতকর স্তৃতি রয়েছে, যেমন ’করবী’ ফুলটি সম্পর্কে আমাদের দেশে সচেতনতা প্রয়োজন,গ্রাম গজ্ঞে অনেকেই জানে না যে এই ফুলটি তার স্বর্গীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রেখেছে ভয়াবহ মৃত্যুফাঁদ।
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে মুশি। দেরীতে হলেও আমার ফুলে ফুলে ভরা ব্লগটি আপনার নজর এড়ায়নি তার জন্য আন্তরিক ধন্যবাদ।
জী করবি ফুলের মত আরো অনেক প্ল্যান্ট আছে যা ভয়ংকর। এমনকি কামরাঙা ফলটি খেলেও যাদের কিডনিতে সামান্য প্রবলেম আছে তাদের সাথে সাথে মৃত্যু। সচেতন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রাত্রির।
৬৩|
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
রাতুল_শাহ বলেছেন: কি হয়েছে আপনার?
আমিও কিছুটা অসুস্থ। এখন এটা ওয়াসার পানির কারণ না আবহাওয়ার কারণ বুঝতেছিনা।
দোয়া করি, আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১২
জুন বলেছেন: আমার কি হয়েছে জানতে পারবে ব্লগার খায়রুল আহসানের বইমেলার টুকিটাকিতে শায়মাকে লিখেছি। সেই দীর্ঘ বর্ননা আর দিতে চাইনা মোবাইলের ক্ষুদে বাটন চেপে চেপে ![]()
আবহাওয়ার কারনই হবে । এইমাত্র খবর পেলাম আমার ছেলের ও ভাইরাল জর ।
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই প্রার্থনা রইলো ।
৬৪|
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৩৯
সায়েম মুন বলেছেন: আপনার এই পোস্টটা দুই দিন আগে অফলাইনে দেখেছিলাম। তখন ফুলময় ছিল। জানাতে এসে এখন দেখি সব ফুল হাওয়া। সামুর পেটের গন্ডগোল শুরু হয়েছে কিনা।
আপনি ভাল আছেন তো আপু?
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১৭
জুন বলেছেন: মুন কতদিন পর পর এসে উকি দাও । পুরোনো অতি পরিচিত মুখ কি যে ভালোলাগে দেখতে তা লিখে বোঝাতে পারবো না । আমার পোষ্টতো আর পোষ্টের মত না । শুধু অবসর সময় কাটানোর খেলা ![]()
কেমন আছো ? ভাবী কেমন আছে আর আমাদের ছোট ভাগ্নে /ভাগ্নী ?? শুভকামনা রইলো সবার জন্য ।
৬৫|
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৩:৫২
সচেতনহ্যাপী বলেছেন: সামান্য না, অন্ততঃ আমার কাছে।। ব্লগে কয়েকজনের যে লেখা আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনুগুলির মাঝে, "বুবুটিও" আছে যে, তার মাঝে!!
বোনটির নূতন লেখা নেই কেন??
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
জুন বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে আবেগাপ্লুত হয়ে গেলাম সচেতনহ্যাপী। কতবার ভাবি কি হবে এই ছাইপাঁশ লিখে। শুধু শুধু লোক হাসানো বৈতো আর কিছু না। তারপর ও যখন অবসর ভারী হয়ে ঊঠে, গুমোট হয়ে ওঠে মনের আকাশ বাতাস তখন গুটি গুটি পায়ে আবার পিসির সামনে বসি যতসব হাবিজাবি নিয়ে।
আপনারা আসেন মন্তব্য করেন খুব ভালোলাগে।
লিখবো নতুন একটি বিষয় নিয়ে ভাই। ভালো থাকুন অনেক অনেক। শুভকামনা সব সময়ের জন্য।
৬৬|
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৫১
নায়না নাসরিন বলেছেন: সুন্দর ছবি পোস্ট আপু । +++++
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭
জুন বলেছেন: আরেহ নায়না কত্তদিন পর আমার লেখায় আপনাকে পেলাম । অনেক ভালোলাগলো দেখে । এতদিন কই লুকিয়েছিলেন শুনি ?? ।আপনার সুন্দর বলায় আমার ছবিগুলো আরো সুন্দর হয়ে উঠলো
ভালো থাকুন আর সাথে থাকবেন আগামীতেও সেই প্রত্যাশা রইলো ![]()
৬৭|
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:১১
গেম চেঞ্জার বলেছেন: জুনাপু!
পোস্টের ছবিগুলোর কি হলো? ![]()
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬
জুন বলেছেন: এটা ইমগুরের অবদান গেম
কিভাবে ছবিগুলো আবার দেখা যাবে বা ভবিষ্যতে এই এপ ইউজের তরিকাটাই বুঝতে পারছি না । খুব মন খারাপ লাগছে নিজের পোষ্টের এই হাল দেখে ।
৬৮|
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮
গেম চেঞ্জার বলেছেন: ফ্লিকারে আপলোড করতে পারতেন অথবা গুগলে!
![]()
আমি তো ব্লগস্পটে ইমেজ আপলোড করি, ছবিব্লগ দিতে হলে।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪
জুন বলেছেন: ফ্লিকার বা গুগুলে কি করে আপলোড করে যদি বলতে একটু অসুবিধা না থাকলে গেম ।
৬৯|
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:০৩
গেম চেঞ্জার বলেছেন: আপনি ফ্লিকারে ফটো আপলোড করতে জানলে এই ভিডি থেকেই বের করতে পারবেন। ![]()
https://www.youtube.com/watch?v=W9xvUih2Rao
আর আপলোড না জানলেও সমস্যা নেই, লগিন করার পরে আপলোড করার Upload Photos লিংক এমনিতেই দেখতে পারবেন। এরপর ইউআরএল বের করে ফেলবেন এই ভিডিওর সাহায্যে। ![]()
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
জুন বলেছেন: খুবই উপকারী লিংক গেম । অসংখ্য ধন্যবাদ জানাই সাহায্যের জন্য ।
৭০|
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
রাতুল_শাহ বলেছেন: ৭ বছর পূর্তিতে শুভেচ্ছা রইলো।
এখন ধন্যবাদ খাওয়ান
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০০
জুন বলেছেন: শুভেচ্ছা জানাবার জন্য অনেক খুশী হোলাম রাতুল । এত ঝড় ঝঞ্ঝার মাঝেও সাত সাতটি বছর এক জায়গায় স্থির হয়ে কাটিয়ে দেয়া আমার মত অস্থির চিত্তের একজনের জন্য কম কথা নয়
ধন্যবাদ সাথে নুডলস আর চিকেন উইথ টমেটো সস

৭১|
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
ব্লগে ৭ বছর পুর্ণ হলো আপনার, এটা অনেক সময়, অভিনন্দন।
আপনার পোস্টের ছবিগুলো দেখা যাচ্ছে না; আমার কম্প্যুটারের সমস্যা, নাকি আপনার দিক থেকে সমস্যা?
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৩
জুন বলেছেন: সময় করে এসে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ।
কি জানি কিসের যে সমস্যা তাই বুঝতে পারছি না । এবার সেই আগের মত মাইক্রোসফটে এডিট করে দিলাম । আশাকরি এখন আর দেখতে সমস্যা হবে না ।
৭২|
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত আপনার জন্য ট্রেনের জানালা দিয়ে কিছু পলাশের ছবি তুলতে পারলাম (৪৪ নং প্রতিমন্তব্য) -- ছবিটা দেখে কেন জানি খুব ভাল একটা অনুভুতি মনে জাগলো। তা শুধু পলাশের কারণেই নয় হয়তোবা। আর ৪২ নং প্রতিমন্তব্যের ছবিটা দেখে কোন সুদূরের একটা স্মৃতি যেন উঁকি দিয়ে গেল। বিচিত্র মানুষের মন!
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৯
জুন বলেছেন: জী জনাব খায়রুল আহসান । যেহেতু পুরো ছবিগুলোই থাইল্যান্ডে আমার নিজের তোলা তাই নেট থেকে পলাশের ছবি দিতে ইচ্ছে করেনি । এ কারনেই যখন চিয়াং মাই যাচ্ছিলাম তখন পথের পাশে পলাশ দেখে চমকে উঠেছি । যখন ক্যামেরা রেডী তখন পলাশ আসেনি । আর যখন অনাবশ্যক বসে আছি তখন পলাশে পলাশময়
কি স্মৃতি উকি দিল আপনার ট্রেনের ছবি দেখে জানতে পারি কি ?? চলন্ত ট্রেনের জানালা দিয়ে উকি দিয়ে গেলো
পুরনো পোষ্টটিতে আরেকবার আসার জন্য য়ান্তরিক ধন্যবাদ আপনাকে ।
৭৩|
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
খায়রুল আহসান বলেছেন: দেশে এসেছেন? আর ক'টা দিন আগে এলে তো বইমেলায় হয়তো দেখা হয়ে যেত কোন একদিন।
আশাকরি ভাল আছেন এখন। পা ঠিক হয়েছে?
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১০
জুন বলেছেন: হ্যা দেশে থাকলে হয়তো বা যাওয়া হতো খায়রুল আহসান । আশাকরি আগামী কোন এক বই মেলায় ।
পা এর হাড়ে চিড় ধরেছে । চিকিৎসা চলছে । খোজ নেয়ার জন্য কৃতজ্ঞতা জানাই ।
৭৪|
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে মোঃ গাউছুল আজম ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর লেগেছে জেনে ![]()
৭৫|
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯
অর্ক বলেছেন: দারুণ ভালো লাগলো জুন আপু এই পোস্টটি। প্রত্যেকটি ছবিই মনোমুগ্ধকর। পবিত্রতায় ভরে উঠলো মন। শেষ না হয়ে যদি আরও কিছু ছবি থাকতো! শুভকামনা অবিরাম। ভালো থাকুন সবসময়।
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
জুন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন অর্ক সেই প্রার্থনা করি
আমার ছবি ব্লগটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা সন্ধ্যার ।
৭৬|
০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৯
কাওসার চৌধুরী বলেছেন: সিম্পলি, স্পীচলেস। টু গুড পিক।
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
জুন বলেছেন: থ্যাংক ইউ ভেরী মাচ কাউসার চৌধুরী ফর ইঊর নাইস কমেন্ট ।
৭৭|
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:০৯
জুন বলেছেন: ধন্যবাদ আপনাকে রাজীব নুর আপনার মত একজন জবরদস্ত ক্যামেরাম্যানের মুখে প্রশংসা শুনে ![]()
৭৮|
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩
নীল আকাশ বলেছেন: আপনার পুরানো পোস্টে ছবি দেখতে আসলাম। ফুলের ছবিগুলি ভাল লেগেছে।
ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৬
জুন বলেছেন: ধন্যবাদ আপনাকে নীল আকাশ ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২১
সুমন কর বলেছেন: ছবি আসে নি, নাকি আমি দেখতে পারি নি.....