নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কাঁঁচা বাজারে লেখিকার এক বেলা :P

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪



যখন ফুটলো সবে গোলাপের কলি
তখন আমি তাকে ডাকিয়া বলি,
"চলো বাজারে ঘুরে আসি,
সেথায় আছে নাকি মুরগি বা খাসী।
না হয় নিবো কিছু চুনো মাছ ।
আর কিছু শাক লতা পাতা গাছ।
তুমি কিনবে চাল,
আমি কিনবো ডাল ।
তাই দিয়ে রান্না হবে খিচুড়ি ।
তারপর দুজনে মিলে
খেলবো লুকোচুরি" ।।
;)


একটি সদ্য প্রসুত আধুনিক কবিতা
**********

মন্তব্য ১৩৩ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বতুতা কবতেও লিখতে পারে!!!!:P

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

জুন বলেছেন: বতুতার বহুমুখী প্রতিভা :P
তাই ঝটপট ৫ মিনিটে লিখে ফেললাম আধুনিক কবিতা ।
আপনাদের ভালোলাগাই আমার চলার পথের সঙ্গী :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নীল আকাশ বলেছেন: চমতকার কবিতা। দারুন!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

জুন বলেছেন: আপনার প্রশংসা মাথায় তুলে রাখলাম নীলআকা৩৯ :)
ভালো থাকুন ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! আপু, এমন সুখাদ্যের সঙ্গে কবিতায় মুগ্ধতা ।
তবে অন্য একদিন নাহয় বিরিয়ানি হবে। হা হা হা।

শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

জুন বলেছেন: এমন সুখাদ্যের সঙ্গে কবিতায় মুগ্ধতা । ঠিকই বলেছেন পদাতিক চৌধুরি ।
সুখাদ্যে পেট ভরা থাকলেই তো শিল্পচর্চা হয় । খালিপেটে কি আর /:)

হা হা হা আরেকদিন অবশ্যই বিরিয়ানী হবে । অপেক্ষা করেন তবে বেশিদিন না :)
শুভকামনা

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: বাহ, কি চমৎকার একটা কবিতা লিখে ফেললেন, আর ছবিটাও তেমনই সুন্দর আর যুৎসই হয়েছে। শিরোনামটাও যথোপযুক্ত। :)
রান্না শেষ হলে আমাদেরকে ডাক দিয়েন, (অবশ্য যদি কাবাব মে কোই হাড্ডি দেখতে না চান, সেটা আলাদা কথা!) :)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন: আপনার মতন একজন আধুনিক কাব্য রচয়িতা ও কাব্যপ্রেমীর প্রশংসা শিরোধার্য্য করে নিলাম খায়রুল আহসান ঃ)
রান্না শেষ হলে আমাদেরকে ডাক দিয়েন, (অবশ্য যদি কাবাব মে কোই হাড্ডি দেখতে না চান, সেটা আলাদা কথা!) :)
অবশ্যই ডাক দেবো । কাবাব মে হাড্ডি হওয়ার কথা ভুলেও চিন্তা করবেন না =p~
আন্তরিক মন্তব্যে আন্তরিক ধন্যবাদ

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


আসলেই বহুমুখী

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: আমাদের দেশে অনেক বহুমুখী ফার্ম আছে তবে তাদের কার্যকলাপ এক মুখীতেই সীমাবদ্ধ সেটা হলো খাবারে ভেজাল মেশানো :(
আমার লেখালেখিতে এই সব খুজে পাবেন্না চাঁদগাজী :)
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোবতে পড়ে মনে হচ্চে লেখক এখনো নান্নামুন্না।:P এদিকে আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্চি...:(


হবে লুকোচুরি খেলা?
রেডি 1...2..3..

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোবতে পড়ে মনে হচ্চে লেখক এখনো নান্নামুন্না
হা হা হা ঠিকই বলেছেন পাঠক নান্নামুন্নাই :P
ready set go .....
4...5...6 ...

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আধুনিক কবিতার গালে এমন বন চটকানা মারলেন জুনাপু ;)

আহা কার কবিতায় না জানি মাথা খানা ঘুরেছিল!!! বলেন দিকি! কে? আমারও দেখে আসি!
হা হা হা

তবে আপনার কাব্য প্রতিভার সবাই যখন প্রশংসা করছে- আমি না করলে কি হয় :P
সেইরাম হয়েছে =p~ =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: আধুনিক কবিতার গালে এমন বন চটকানা মারলেন জুনাপু
ছিহ কি যে বলেন ভৃগু B:-/
সব সময় ভ্রমন কাহিনী লিখে লিখে সবার কান পঁঁচিয়ে ফেলছি, তাই এর হাত থেকে আপনাদের অব্যাহতি দেয়ার জন্যই এই প্রচেষ্টা।
মনে রাইখেন এই যে আপনিই আমার আগের ভ্রমন/ তথ্য লেখাটিতে আসেন নি :(
তবে আপনার কাব্য প্রতিভার সবাই যখন প্রশংসা করছে- আমি না করলে কি হয় :P
সেইরাম হয়েছে =p~ =p~

:) :)

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:


জুনাআপুর কবিতা পড়ে একদম খুন হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে গেলো!! :P

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

জুন বলেছেন: কঙ্কি শাহরিয়ার কবীর জুনাআপুর কবিতা পড়ে একদম খুন হয়ে যাওয়ার মত অবস্থা :-*
শেষে কি বিনা অপরাধে জেল /:)
মজা পেলাম ভাই =p~

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: আমার বেশ কিছুদিন ধরে খিচুরী খেতে ইচ্ছা করছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

জুন বলেছেন: রাজীব নুর তাহলে জলদি জলদি রেধে ফেলুন লতা পাতা দিয়ে খিচুড়ী ;)

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ভুয়া মফিজ বলেছেন: ওয়াও! আপনি দেখি আজকাল কবিতাও পোস্ট করা শুরু করে দিলেন!!
কবিতা এমনিতে ভালো লাগেনা, ভাষার জটিলতার জন্য। তবে আপনারটা বুঝতে কোন অসুবিধা হয়নি! =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

জুন বলেছেন: কি যে বলেন ভুয়া মফিজ আমি কি আজকাল কবিতা লিখলাম নাকি :-*
আমারতো কত কবিতা আছে ব্লগে , তবে এইরাম আধুনিক কবিতা নাই এইটা সত্য B-)
কবিতা এমনিতে ভালো লাগেনা, ভাষার জটিলতার জন্য। তবে আপনারটা বুঝতে কোন অসুবিধা হয়নি! =p~

ভাষার জটিলতা আবার কি :-* কিছু কিছু কবিতা মনে হয় টুকরো টুকরো শব্দ জুড়ে দেয়া অর্থহীন কথামালা । বোধের অগম্য :-<
মন্তব্যের জন্য মেলাটি ধন্যবাদ :)

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: হাহাহা— ভাল ছিল!! :#)

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

জুন বলেছেন: সহমত মেহেদী হাসান হাসিব :P

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭

সনেট কবি বলেছেন: সুন্দর+

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

জুন বলেছেন: সুন্দর :-*
হা হা হা সনেট কবি অনেক ধন্যবাদ

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, পারিবারিক ভালোবাসার কথামালা।
ভালো লাগলো

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১

জুন বলেছেন: ভালোলাগার অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

একটু আগে দেখলাম আপনার বিদায়ী পোষ্ট । কেন এ ধরনের সিদ্ধান্ত নাঈম ! ব্লগ সবার আপন আবার পরও । এখানে অভিমান করে ( যদি তাই করে থাকেন )চলে যাওয়াটা একেবারেই নিরর্থক। ফিরে আসুন লেখালেখিতে অনুরোধ রইলো ।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

=p~ খিচুড়ি কি হলো... নাকি খিধায় মরব....

তাড়াতাড়ি হাঁক দেন আপু।।

আমার খিদা লাগারটা কারণ কিন্তু আপনার কবিতা :P

+++ নেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

জুন বলেছেন: আসেন আসেন বসে পরেন পাত পেরে । এখনি ঢেলে দিচ্ছি গরম গরম খিচুরী ।
দেখলেন তো স্রাঞ্জি সে খিচুরীর কি ডিমান্ড ;)
প্লাস নিলাম সাথে শুভকামনা দিলাম

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: হাহাহা.............মজার হয়েছে। +।

কাল রাতেই খিচুড়ি-মুরগি খেলাম। ;)

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

জুন বলেছেন: মজার হয়েছে জেনে অনেক ভালোলাগলো সুমন কর ।
সাথে থাকুন বরাবরের মতই :)

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: জুন,



সবাই বলছেন ... "ওয়াও.." ! আমি কি বলি ? "কিয়াও" ? :(
"কিয়াও" মানে সনামধন্যা বতুতার এ কি হলো ? এমন খেপে গেলেন কেন ? ৫ মিনিটেই কবিতা ? কবিতার তন্দুর আছে মনে হয় আপনার কিচেনে ! ;)
বিদ্রোহী ভৃগু মনে হয় আপনার এমন কবিতা নাজিল করার শানে নযুল বুঝে ফেলেছেন । আমি হাবাগোবা মানুষ , অতশত না বুঝলেও বুঝেছি যে ; এখানে কবিতার বেশুমার ছড়াছড়ি দেখে লোভ সামলাতে পারেন নি । এই তো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে তাই দামেও সস্তা । লোভ তো হবেই মানুষের । তাইতো গেলো ক'দিন বাজারে সস্তায় ইলিশ কেনার ধুম । বাজারে ঢোকাই দায় । সেই লোভেই মনে হয় আপনি "চুনো মাছ" এর পেছনে ছুটেছেন, যদি ৬০০/৭০০টাকা কেজির চুনো মাছ, ইলিশের ঠ্যালায় ২০০/২৫০ টাকায় পাওয়া যায় ! B:-/

আমিও ১ মিনিটে সদ্য প্রসব করলুম এইখানা। খারাপ হইলে পয়সা ফেরত । :-P
কাঁঁচা বাজারে লেখিকার এক বেলা
তাতেই কবিতার এই ঠ্যালা ?
যদি যেতো পাকা বাজারে
সোনাদানায় ভরা কবিতা
হইতো কতো আহারে.......
..। :D

যে যাই-ই বলুক এটা একটা বাস্তবের কবিতা । কারন এমন কবিতা আপনার আগেও লেখা আছে , "সুস্মিতা.... " না কি যেন নামে ।
জব্বর লাইক দিয়েছি একটা ।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

জুন বলেছেন: সবাই বলছেন ... "ওয়াও.." ! আমি কি বলি ? "কিয়াও" ?
হা হা হা দাড়ান দাড়ান আমি কি বলি একটু ভেবে নেই আহমেদ জী এস =p~
ওকে আমি বলি 'মিয়াও' ;)

৫ মিনিটেই কবিতা ? কবিতার তন্দুর আছে মনে হয় আপনার কিচেনে ! ;)
কিচেনে তন্দুর নেই, তবে মাইক্রোওভেন আছে
তা মাইক্রোওভেনে কি কবিতা হয় :-*

মুরগী খাসি না পেয়ে শেষ পর্যন্ত চুনো মাছ লতা পাতা চাল ডাল মিলিয়ে একটা খিচুরী রাধলাম আরকি :P

জী আপনি ঠিকই মনে রেখেছেন এমনটি চাইনি সুস্মিতা নামে একটি কবিতা তন্দুর থেকে নামিয়ে ব্লগে পরিবেশন করেছিলাম মেলা দিন আগে । তবে সেটা ৫মিনিটে লিখিনি কিন্ত ;)

মজার একটি মন্তব্যে এক্রাশ ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

জুন বলেছেন: মিয়াও তো বল্লাম কিন্ত তার সাথে ছবি জুড়ে না দিলে কি মানায় :-*


এই নিন এক্রাশ মিয়াঁঁও B-)
=p~

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: যদি আধুনিক কবিতা এমন হয় তবে তাই ভাল।আমি কিন্তু কবিতা পড়ে মজা পেয়েছি।
তাৎক্ষনিক কবিতা আমরাও লিখতে পারি হু।

কবিতা লিখে লিখে
হয়ে যাবেন খুন
আমাদের প্রিয় আপু
নাম তার জুন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

জুন বলেছেন: আম্মো পারি মোস্তফা সোহেল ;)
এই নিন তার নজির #:-S

খিচুড়ী ও খিচুরী
তুম চলা গ্যায়া
মেরে দিল
করকে চুরি

=p~

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

ওমেরা বলেছেন:

আপু আগে আমার হাতে একটু দেন খিচুরী চেখে দেখি টেষ্ট লাগলে প্লেট নিয়ে আসব। তার পর খেয়ে দেখে লুকোচুরিও খেলব।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

জুন বলেছেন: খিচুরীতো শেষ হয়ে গেছে, এখন মটরশুটি খেতে পারেন ওমেরা ;)

আপনার পেতে রাখা হাতের ছবি দেখে মনে পড়লো রুশ উপকথায় পড়া একটি ছড়া :P
তাই আম্মো একটা ছবি আর কবিতা দিলাম B-)

ঘরে থাকা মোরগটাকে বাইরে বের করে নিয়ে খাবার জন্য চালাক শেয়াল বলছে ঃ--

মোরগ ভায়া মোরগ ভায়া
মাথায় ঝুটি হলুদ ছায়া
তেল চুক চুক তোমার গা
রেশমী তোমার দাড়িটা
জানলা দিয়ে মুখ বাড়াও
মটরশুটি খেয়ে নাও ।

=p~

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: লতা পাতার গাছ
তাতে দিয়ে মাছ
রান্না হবে খিচুড়ি
মোটা হবে ভুড়ি
কানে দিয়ে সুড়সুড়ি
এরপর খেলবো লুকোচুরি।

দারুণ! দারুণ!! দারুণ!!! আপনি চ্ষ্টো করলে আরো মজার মজার ছড়া আমাদের উপহার দিতে পারেন। খুবই ভালো লাগল। ধন্যবাদ জুন আপা।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: প্রামানিক ভাই

লুকোচুরি খেলতে গিয়ে ভাঙ্গলো আমার ঠ্যাং
ডাক্তারকে কল দিতে দেখি ফোন হয়েছে হ্যাং :P


এখানে দেয়া আপনার ছড়ার সাথে আমার পরবর্তী এপিসোড জুড়ে দিলাম B-)
আপনার ছড়াটাই সেইরাম হৈছে =p~

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: লতা পাতার গাছ
তাতে দিয়ে মাছ
রান্না হবে খিচুড়ি
হাতে দিয়ে তুড়ি
খেয়ে ভরাবো ভুড়ি
এরপর খেলবো লুকোচুরি।

দারুণ! দারুণ!! দারুণ!!! আপনি চ্ষ্টো করলে আরো মজার মজার ছড়া আমাদের উপহার দিতে পারেন। খুবই ভালো লাগল। ধন্যবাদ জুন আপা।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: আমি চেষ্টা করলে কি না পারি বলেন /:)
ধীরে ধীরে আমার প্রতিভার বিকাশ দেখতে পাবেন B-)
ধন্যবাদ প্রামানিক ভাই মজার ছড়া সহ মন্তব্যের জন্য ।

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন:

আমার মত চুনোপুটি কবিদের আর এবারে কোন ভাত রইলো না ব্লগে !!!
জুন আপু আপনি কবিতা ধরেছেন !!!
B:-) B:-) :(
যা দুইটা কবিতা লিখে খেয়ে পরে ছিলাম---------- এলা তো না খেয়ে মত্তে হবে গো আপু

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

জুন বলেছেন: আমার মত চুনোপুটি কবিদের আর এবারে কোন ভাত রইলো না ব্লগে !!!
কি যে বলেন জাহিদ অনিক ! আপনি নিজেকে বলছেন চুনোপুটি :-* তাহলে আমি কি হতে পারি বলেন :(
ব্লগের সব রুই কাতলা কবিদের মাঝে আমি চুনোপুটি হাজির হোলাম সামান্য অর্ঘ্য নিয়ে :)
না না মর্বেন্না ভাইটি । আমাকে ডরাইয়েন্না B:-/
আমি হোলুম ভাবের কবি, কাজের কবি নই =p~

অনেক অনেক ভালো থাকুন জাহিদ অনিক আর কবিতায় আমাদের ব্লগ খাতাটিকে সমৃদ্ধ করুন এই প্রত্যাশাই রইলো আপনার কাছে :) শুভেচ্ছান্তে ----

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

রাকু হাসান বলেছেন:

হাহাহহাহা শতাব্দীর সেরা কবিতা ;) =p~
শিরোনাম দেখে চমকে গেলাম । ব্যাপার ইবনে বতুতা কাঁচা বাজারে কি করে ;)
কথা হলো হাস্যরসের কবিতা লিখতে পারবেন অনেক :)
এটা দোষের কিছু নয় তো ,ভ্রমণপিপাসু একটু কবি হলো সমস্যা কোথায় ;)

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জুন বলেছেন: শতাব্দীর সেরা কবিতা বলে আমাকে দারুন লজ্জায় ফেলে দিলেন রাকু হাসান :``>>
শিরোনামে চমকানোর কিছু নাই ইবনে বতুতার নান্নাবান্না করে খেতে হয় নাকি :-*
খালি পেটে কি ভ্রমন হয় /:)
তাইতো বাজার থেকে চুনোপুটি আর লতা পাতা এনে শর্টকাটে রেধে ফেললাম খিচুড়ি তারপরই লুকোচুরি খেলা :P
এটা দোষের কিছু নয় তো ,ভ্রমণপিপাসু একটু কবি হলো সমস্যা কোথায়
আমিও আপনার মত সেটাই ভেবে লিখে ফেল্লাম উত্ত্রাধুনিক এক কবিতা =p~

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

সৈয়দ ইসলাম বলেছেন:
কবিতায় তো আমি পুরাই মুগ্ধ।
ভালোবাসাযুক্ত প্লাস++++

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: কবিতায় তো আমি পুরাই মুগ্ধ।
আরেহ ভাই আমিতো সেটাই চেয়েছি B-)
ভালোবাসাযুক্ত প্লাস পেয়ে খুশীতে আটখানা :`>


শুভকামনা সৈয়দ ইসলাম সব সময় প্রেরনা দেয়ার জন্য :)

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: ফাস্ট ফুড এর সাথে ফাস্ট কবিতা দারুণ জমবে!

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: ও এই কবিতা পড়ার জন্য ফাস্ট ফুড নিয়ে বসেছো মনিরা :-*
বাহবা বাহবা শুনে বিলক্ষন আনন্দিত হইলাম :)
চুনো মাছ আর লতাপাতার খিচুরীর কি সন্মানটাই না দিলে বোন, খুশীতে আমার কান্না পাচ্ছে :((

হা হা হা অসংখ্য ধন্যবাদ মন্তব্যে :)
শুভেচ্ছান্তে---

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ না আপু, তয় খিচুড়ি খাওয়ার পর লুকোচুরি খেললে ভালো হতো না? :D

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

জুন বলেছেন: হে হে হে, কম খারাপ না আপু, তয় খিচুড়ি খাওয়ার পর লুকোচুরি খেললে ভালো হতো না? :D
সে কি আর বলতে সাদা মন =p~
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খিচুড়ি আর লুকোচুরি দারুতো।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪

জুন বলেছেন: আসলেই দারুন খিচুড়ি আর লুকোচুরি ;)
শুভেচ্ছান্তে মোঃ মাইদুল সরকার :)

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

শিখা রহমান বলেছেন: কবিতাটা মজা লেগেছে। তবে কবিতা পড়ে খিদেও লাগলো। খিচুড়ি খেতে ইচ্ছে করছে। :(

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

জুন বলেছেন: কবিতাটি মজা লেগেছে জেনে অনেক খুশি হোলাম শিখা রহমান । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
এই নিন আপনার খিচুড়ী, সাথে চুনোমাছ না এক্কেবারে ইলিশ ভাজি ;)

২৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: #:-S

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

জুন বলেছেন: ইব্‌রাহীম আই কে ;) ;)

২৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

আরজু পনি বলেছেন: =p~ =p~ =p~
শিরোনাম দেখে একচোট হাসতে এসেছিলাম :P
আপনি যে অনেককিছু পারেন সে আমি জানি।
আর শিক্ষাজীবনে অনেক মেধাবী ছিলেন তা একজনের কাছ থেকে জেনেছি ;)
তবে অজগরের রূপক একটা গল্প আপনার ছিল সেটা মনে গেথে আছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

জুন বলেছেন: শিরোনাম দেখে একচোট হাসতে এসেছিলাম :P
তা খুব কি হতাশ হলেন পনি :-*
হা হা হা মন্তব্যটি পড়ে অনেক মজা পেলাম =p~

মেধাতো কাজে লাগাইনি পনি সেটাই আফসোস হয় । থাক সে সব কথা ।
কিন্ত যার কাছে শুনেছেন সে কেমন আছে জানেন কি ?

হ্যা সেই অজগরের গল্পটি আমারও খুব প্রিয় অবশ্য সেটা মনে হয় কারো কারো পছন্দ হয়নি ।
পরে এই ধরনের রূপক গল্প ব্লগে অনেক দেখলাম ।
সাথে থাকো অনেক অনেক ভালোলাগা ।

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!!

চড়ুইভাতি কাব্য!!!

আবোল তাবোল রান্না করে লুকোচুরি খেলা ..... :P

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

জুন বলেছেন: ঠিকই বলেছো শায়মা একেবারে চড়ুইভাতি কাব্য!!!
তবে চুনোমাছ আর লতাপাতা দিয়ে নান্না করা খিচুড়ি খুউউব মজা হয়েছিল =p~

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

৩১| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

উম্মে সায়মা বলেছেন: শিরোনাম দেখে আমি আরো ভাবলাম এবার বুঝি জুন আপু বাজারের ব্যাগ হাতে কোন এক্সক্লুসিভ কাঁচাবাজারের ছবি ব্লগ দিয়েছে। ওমা এসে দেখি এদিকে খিচুড়ি রান্না হচ্ছে!
আসন পেতে বসলাম খাবার জন্য ;)

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

জুন বলেছেন: এবার বুঝি জুন আপু বাজারের ব্যাগ হাতে কোন এক্সক্লুসিভ কাঁচাবাজারের ছবি ব্লগ দিয়েছে। কি যে বলেন উম্মে সায়মা সেসব তো কবেই দেয়া শেষ ;) আসলে আপনি হয়তো ব্লগে নিয়মিত আসেন না বলেই দেখতে পাননি ব্লগে সেই ঝড় তোলা পোষ্টখানি :`> দেখতে পারেন ।
ভাসমান এক বাজারে ভেসে ভেসে চলা (ছবি ব্লগ)

আসন পেতে বসলাম খাবার জন্য ;)
বসুন বসুন এখনি নামাচ্ছি চুলো থেকে চুনোমাছের খিচুড়ি , শুনতে যেমন তেমন খেতে কিন্ত মন্দ নয় =p~

৩২| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

বাকপ্রবাস বলেছেন: আধুনিক কবিতায়
খিচুরিও পাওয়া যায়
স্বাদে গন্ধে নাই তার তুলনা
যেতে হবে বাজারে
রানী ডাকে রাজারে
থলেটা হাতে নিতে ভুলনা
রাজা আর রানীতে
ঢাকা রাজনধানীতে
কাঁচাবাজার ঘুরেঘুরে চালডাল
খিচুরী হল শেষে
দারুণ ভালবেসে
যাচ্ছে সময় আধুনিক দিনকাল।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

জুন বলেছেন: স্বাগতম আমার লেখা কবিতায় বাকপ্রবাস :)
আমিও আপনাকে কবিতায় উত্তর দিতে চেষ্টা করলাম :`<

চুনো মাছের খিচুরী খেয়ে খেলছি লুকোচুরি।
চমকে দেখি ইয়া মোটা গোফ, বিশাল এক ভুড়ি !
হাতে লাঠি পুলিশ দেখে দিলাম জোরে লাফ
নর্দমাতে পরে গিয়ে বলি 'ওরে বাপরে বাপ' ।।
ভালো করে তাকিয়ে দেখি ভেঙ্গেছে এক ঠ্যাং
ডাক্তারকে ডাকতে গিয়ে দেখি ফোন হয়েছে হ্যাং
:P

এই আমার লেটেষ্ট আপডেট বাকপ্রবাস :(
মজার ছড়ার মাধ্যমে মজার একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৩৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

করুণাধারা বলেছেন: মাঝে মাঝে স্বাদ বদল হলে খুব ভালো লাগে, জুন। মাছ মাংসের বদলে চুনো মাছের সাথে খিচুড়ি খেতে ভালোই লাগবে মনে হচ্ছে, যেমন দারুণ ভালো ভ্রমণকাহিনীর বদলে এই কবিতাটি ডাবল ভালো লাগছে!!

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪

জুন বলেছেন: মাঝে মাঝে স্বাদ বদল হলে খুব ভালো লাগে, এটাই চিরন্তন সত্য করুনাধারা । দেখুননা তাইতো এই বয়সে চুনো মাছের খিচুড়ী সাথে লুকোচুরি খেলতে নামা । একেই বলে স্বাদ বদল :P
নাহ খেতে খারাপ হয়নি। সত্যি বলতে কি এসবই আমার প্রিয় বন্ধু ব্লগার সুরঞ্জনার রেসিপি দেখে করা ;)
বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন ? বলবেন সামু ব্লগের জুন নাকি এই রান্না তোমার কাছ থেকে শিখেছে #:-S

হা হা হা ডাবল ভালোলাগার ডাবল ধন্যবাদ প্রিয় করুনাধারা :)
শুভেচ্ছান্তে ----

৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

আখেনাটেন বলেছেন: এত চমৎকার খিচুড়ি ভুনাসমৃদ্ধ অাধুনিক কবিতা পড়িয়া অাপ্লুত হলুম জুনাপা। স্বাদ-গন্ধ-রূপ-রসে এক্কেরে জম্পেস!

এরকম আরো কিছু উত্তরাডুনিক ভুনাসমৃদ্ধ কবিতা চাই আপনার কাছ থেকে। :P

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

জুন বলেছেন: এত চমৎকার খিচুড়ি ভুনাসমৃদ্ধ উত্তরা অাধুনিক কবিতা পড়িয়া অাপ্লুত হয়েছেন জেনে আমি যে কতখানি আপ্লুত হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারছি না আখেনাটেন :`>
সবসময় সাথে সাথে থেকে আমার রান্নার প্রথম স্বাদ গ্রহঙ্কারী হবেন সেই প্রত্যাশায় থাকলুম ;)
আর আপনার চাওয়া পাওয়া ( উত্তরাডুনিক ভুনাসমৃদ্ধ কবিতা) যেন সবসময় পুরন করতে পারি সেই দোয়া করবেন =p~

শুভেচ্ছান্তে __

৩৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

এ.এস বাশার বলেছেন: আপা কবিতা তো চখাম লিখ্যাছেন ;) ,,,, :) কি বুইলবো ভাছা খুজে পাইছিনা তাই চখাম একটা লাইক দিয়্যা দিল্যাম... ;)
আপা ভালো থ্যাইকবেন কিন্তু.... B-)


বিঃদ্রঃ রাজশাহী ভাষা।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

জুন বলেছেন: আরেহ ভাই বুইল্লেইতো বুইল্বেন বুইলছি, আপনার প্রশংসা প্যায়া হামি খুশী হয়া মাটিত বৈসে পরেছি ;)
ভাছা দিয়ে কি করিবেন ভাই, লাইক দিলেই হপে =p~
আপ্নিও ভালো থ্যাইকবেন :P

রাজশাহীর ভাছা এটা কি বুইলে দিয়া লাইকবে /:)

=p~

৩৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ!! চমৎকার হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ গুলশান কিবরীয়া ।
শুভেচ্ছা সব সময়ের জন্য :)

৩৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

পবন সরকার বলেছেন: জুন আপা এত সুন্দর ছড়া লিখতে পারেন আগে জানা ছিল না।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

জুন বলেছেন: আমার জানা ছিল না পবন সরকার ;)
লিখতে পেরে আমি নিজেই অবাক হয়েছি B-)
=p~

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ।

৩৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

এম ডি মুসা বলেছেন: বিষয় ভালো
কবিতা তা হলও

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪

জুন বলেছেন: জী বিষয় আমি কখনো খারাপ নির্বাচন করি না :)

মন্তব্যের জন্য ও প্রথম আমার ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এম ডি মুসা ।

৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

কাতিআশা বলেছেন: কিউট ছড়াটা!...+++

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

জুন বলেছেন: কাতিআশা যাকে বলে কিউটের ডিব্বা B-)

:)

৪০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: B-) B-) খিচুড়ির ছবি দেন!

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

জুন বলেছেন: দি ফ্লাইং ডাচম্যান কুচো মাছতো দুরের কথা লতা পাতাও শেষ :(
তাই শেষ পর্যন্ত পোড়া মরিচই ভরসা :P

৪১| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় জুন,
হাহাহা, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আর প্রিয় জুন খাবার কবিতা লিখলেও বাজারে "ভ্রমণ" করিয়ে আনে ! গাড়িতে করে বাজারে গেলাম খিচুড়ির আঞ্জাম করতে (আধুনিক মন্তব্য করার চেষ্টা করছি কিন্তু ) আর এসে গাঁট হয়ে বসলাম খিচুড়ি খেতে (প্রিয় উম্মে সায়মা সাথে থাকবেন) I খিচুড়ি না পেলে আর আটাশ জন জোগাড় করে (টোটাল ত্রিশজন)হলেই তীব্র গণআন্দোলন হবে কোটা পদ্ধতি বহাল দাবির মতো খিচুড়ি বহালের দাবিতে I করুনাধারা-র সাথে ঐক্যমত্য মন্তব্যে I

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

জুন বলেছেন: মলাসইলমুনা অত্যন্ত ব্যস্ত থাকায় আপনার এই গভীর তাৎপর্য্যপুর্ন মন্তব্যটির উত্তর দিতে একটু দেরী হচ্ছে।
আশা করি কিছু মনে করবেন না । আসছি কাজ সেরে :)

৪২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

রক বেনন বলেছেন: ছোটবেলায় ভাইগুলো সব কাজের ছেলে হয় কেন? বাজার করা, পানি আনা, দোকানে যাওয়া, ফাই ফরমাশ খাটা সব ভাইদেরই কাজ। =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

জুন বলেছেন: ছোটবেলায় ভাইগুলো সব কাজের ছেলে হয় কেন?
তাইতো তাইতো রক বেনন ! দারুন একটি প্রশ্ন করেছেন B-)
আসলে নরম শরম হাল্কা পাতলা ধরনের ছেলেরাই মেয়েদের সাথে খেলায় শরিক হয় । ডাকুবুকোরা যায় গাছে চরতে , নদীতে ঝাপাই ঝুরতে । তা ঐসব ছেলেরা কি আর ফুল পাতা দিয়ে রান্না বান্না করতে পারবে !! তাইতো ওরা পানি আনে,মিছিমিছি বাজারে যায়, ফাই ফরমাশ খাটে :P

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ । দেরীতে উত্তরের জন্য ক্ষমাপ্রার্থী :)
শুভেচ্ছান্তে --------

৪৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পড়ে খিচুরী খাওয়ার জন্য মন চাইছে। সুন্দর কবিতাটি পাঠকমাত্রই ঘুরে আসবেন একপলকে বাজার থেকে।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালোলাগলো মাহমুদুর রহমান সুজন। ভালো ছিলেন নিশ্চয় ।
পুরনো সবাইকে দেখলে বড় ভালোলাগে ।
আমার এই খিচুরী কবিতার তেমন কোন বিশেষত্ব নেই । অলস সময়ের অপচয় বলতে পারেন আর কি । তারপরও সুন্দর বলেছেন মন্তব্য করেছেন দেখে খুব খুব ভালোলাগলো ।
সাথে থাকবেন সব সময় এই প্রত্যাশায় ।
শুভকামনা সব সময়ের জন্য ।

৪৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

খায়রুল আহসান বলেছেন: মেধাতো কাজে লাগাইনি পনি - কে বলতে পারে, কোনটা কাজ আর কোনটা অকাজ? মেধা মেধাই, কচুক্ষেতে পড়ে থাকলেও সেটা অন্ধকারে হীরক খন্ডের মত জ্বল জ্বল করে দ্যূতি ছড়াবে।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

জুন বলেছেন: খায়রুল আহসান আমি পনিকে অত্যন্ত সত্যি কথাটি বলেছি । আমাদের বিভাগের স্যারদের সাথে দেখা হলে, ক্লাশ মেটদের সাথে দেখা হলে তারাও আফসোস করে যা আমার আফসোসকে আরো বাড়িয়ে তোলে । কচুক্ষেতে পরে থেকে যতই জ্বল জ্বল করুক মনে রাখবেন জায়গাটি সেই কচুক্ষেতই । যে কেউ কাঁঁচ ভেবে অবহেলায় ছুড়ে ফেলবে। যাক এই বয়সে এসে আর এ নিয়ে ভাবতে চাই না । তবে কেউ মনে করিয়ে দিলে বুকের ভেতর ঠিকই চিন চিন করে ব্যাথা করে ওঠে।
অনেক ভালো থাকবেন আর আপনার প্রতিও আমার শ্রদ্ধা থাকলো আমাকে এতখানি মর্যাদা দেয়ার জন্য ।
শুভেচ্ছান্তে ------

৪৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

ইসমাঈল আযহার বলেছেন: সুন্দর

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

জুন বলেছেন: ধন্যবাদ ইসমাঈল আযহার । স্বাগত আমার ব্লগে সব সময়ের জন্য :)

৪৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

করুণাধারা বলেছেন: এই রান্না সুরঞ্জনা শিখিয়েছে? তাহলে তো আমাকেও শিখতে হয়! অনেক দিন থেকে ভাবছি ওকে ফোন করে বলি ব্লগে ফিরে আসতে। এত দিনে শোকের তীব্রতা কিছু তো কমেছে.......

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: জলদি জলদি শিখে নিন করুনাধারা পরে সুরন্জনাই হয়তো ভুলে যেতে পারে এই অমৃত রান্নার কৌশল ;)
আমিও কতবার বলেছি । এইতো আসলো আমার লেখায় । অনেক অনেক ভালোলাগছে আমার পুরোনো সাথী ব্লগারকে দেখে । আপনার কল্যানে তাকে দেখে কি যে ভালোলাগছে বলে বোঝাতে পারবো না । অসংখ্য ধন্যবাদ করুনাধারা

৪৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫

সুরঞ্জনা বলেছেন: কেমন আছ জুন? কোথায় আছ?

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

জুন বলেছেন: সুরন্জনা তোমাকে দেখে কি যে খুশী হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না । আমি আছি মোটামুটি । তুমি ভালোতো ? ফিরে এসে যোগাযোগ করবো ইনশাআল্লাহ । ভালো থেকো বন্ধু

৪৮| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: জুন ,




রাকু হাসানের সাম্প্রতিক পোস্টে আপনার অসুস্থ্যতার খবর জেনেই এখানে এসে দেখি আপনি মন্তব্যের জবাব দিচ্ছেন । মনে হয় সুস্থ্য হয়েছেন । ভালো থাকুন, সুস্থ্য থাকুন সব সময় ।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

জুন বলেছেন: রাকু হাসানের পোষ্ট থেকে এসেছেন আমার খোজ নিতে । এসব দেখে আর পড়ে মনটা ভীষন আবেগাপ্লুত হয়ে ওঠে আহমেদ জী এস । কেউ কাউকে চিনিনা তারপর ও সবার প্রতি সবার কি গভীর মমতা উদ্বেগ সত্যি বিস্ময়কর। আমাদের এই পারস্পরিক টানটা যেন সবসময় বজায় থাকে সেই প্রার্থনা করি। তবে আমি পুরোপুরি সুস্থ হৈনি । বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। ফলাফলের ভিত্তিতে চিকিৎসা শুরু হবে ইনশাআল্লাহ শীঘ্রই। দোয়া করবেন আমার জন্য । আপনারাও ভালো থাকুন । রাকু হাসানকে আমার অন্তর থেকে দোয়া থাকলো।

৪৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মেয়েদের বাজারে গমন কিন্তু আধুনিকতা। শেষটা দারুন হয়েছে। শপিং এ লুকোচুরি মন্দ নয়। আধুনিক কবিতা এমনই হয়!!

!:#P

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

জুন বলেছেন: মেয়েরা কি নতুন করে বাজারে যায় সেলিম আনোয়ার !!
সেই কবে থেকে যেতে দেখছি তবে সংখ্যায় কম ছিল :)
কবিতাটি দারুন লাগায় দারুন একটি ধন্যবাদ জানবেন ।

৫০| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



আশা করি, আপনি সুস্থ আছেন। ভাল থাকুন সব সময়।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

জুন বলেছেন: কাওসার চৌধুরী আমার জন্য এতখানি চিন্তিত এবং কনসার্ন সবাই দেখে অনেকটাই সুস্থ হয়ে উঠলাম যেন । ঔষধ খাচ্ছি আশাকরি অল্পদিনের মধ্যেই আপনাদের মাঝে পুর্নদ্যমে ফিরে আসতে পারবো । ভালো থাকুন ।

৫১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

রাকু হাসান বলেছেন:

দোয়া থাকলো । তাড়াতাড়ি সুস্থতা দান করুক স্রষ্টা ।অনেকে জানতে চাচ্ছে তাই আপডেট তথ্য দিলাম ,পোস্টে । সহব্লগারদের প্রতি সবার আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম । থাকুক সেই ভালোলাগা ,ভালোবাসা । সবাই শুভকামনা করলো । যাকে আমি কখনও ব্লগে আ্যাক্টিভ থাকতে দেখিনি ,সেই দেখি কমেন্ট করলো ,দোয়া রাখলো । হয়ত কমেন্ট করার জন্যই লগইন করছে 8-|

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জুন বলেছেন: রাকু হাসান আপনার এই উদবিগ্নতা দেখে সত্যি মনটা ভরে উঠলো । সকলের দোয়াতেই ফিরে আসতে পেরেছি আবার এই ব্লগ ভুবনে । এ কথা ভাবতেই ভালোলাগছে অনেক । সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সর্ব মহান আল্লাহতালার কাছে । বিশেষ ধন্যবাদ আপনাকে পোষ্ট দিয়ে দোয়া করার জন্য সবাইকে।

৫২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আপুনি,

আপনার দ্রুত আরোগ্যলাভ কামনা করছি। আমরা প্রচন্ড মিস করছি আপনাকে । সুস্থ হলে আমার ব্লগ বাড়িতে আপনার দাওয়াত থাকলো।


শুভকামনা প্রিয় আপুনিকে।

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: পদাতিক চৌধুরী আপনাকেও অশেষ ধন্যবাদ আমার খোজ নেয়ার জন্য । আমাকে উৎসর্গকৃত মরীচীকা পন্চম পর্বটি পড়েছি । মন্তব্য করবো শীঘ্রই। অসাধারন লাগলো পর্বটি । মনে হয় আমাকে উৎসর্গ করেছেন বলে ;) ভালোথাকুন আর বিজয়ার শুভেচ্ছা আপনি ও আপনার পরিবারের সবাইকে :)

৫৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কিছু কিছূ লেখা আছে পড়ার পর মনে হয় এমনটি আমি কেনো লিখতে পারিনি ? আপনার কবিতা তেমনি । খুব মজার আনন্দদায়ক কবিতা ।

পুনশ্চ: আমি কবিতা লিখতে পারি না ।

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরী হলো বলে আপনি সহ সকল মন্তব্যদাতার কাছেই ক্ষমাপ্রার্থী ঠাকুর মাহমুদ ।
আমিও তেমন কবিতা লিখিয়েওয়ালা নই ভাই । তবে বলতে পারেন সবাইকে কবিতা লিখতে দেখে আমার এই কবিতা একটি সাহসী পদক্ষেপ । তবে এটা কবিতা নাম দেয়ার যোগ্য নাকি তা বুঝতে আমি নিজেই অপারগ ।
যাইহোক তারপরো আপনাদের ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ ।

৫৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৬

নীল_পদ বলেছেন: profile pic ta dekhe onek porichito mone holo .. Mojar kobita

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জুন বলেছেন: কবিতাটি মজা লাগার জন্য অনেক ধন্যবাদ নীল পদ ।

৫৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

রাকু হাসান বলেছেন:

জুন আপু । কোথায় আপনি :( !! কেমন আছেন এখন ! B:-) অসুস্থতা কি বাড়লো ! :(
কিছুই জানি না । দোয়া রাখছি প্রাণভরে । আপনার সুস্থ সুন্দর সুখি জীবনের কামনা করছি ।

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: রাকু হাসান আমি এখন আপনাদের দোয়ায় মোটামুটি আছি । আমার জন্য এত ভালোবাসা দেখে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে ভাই । আমাদের এই বন্ধন অটুট থাকুক এই প্রত্যাশা থাকলো।

৫৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫০

নীল_পদ বলেছেন: প্রফাইল দেখে অনেক দিন পরেও চিনতে ভুল হয়নি। ভাল আছেন তো?

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

জুন বলেছেন: জী ভালো আছি । আরেকবার আসার জন্য ধন্যবাদ জানবেন ।

৫৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:





বেশ গভীর এবং অর্থবহ কবিতা! আধুনিক কবিতা নতুন রূপ লাবন্য পেল!!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

জুন বলেছেন: এই কবিতায় আপনি গভীরতা আর অর্থ খুজে পেলেন শুনে কি বলবো ভেবে পাচ্ছি না কথাকেথি :`>
যাইহোক ফেয়ার এন্ড লাভলী ছাড়াই রূপবতী হয়ে ওঠার জন্য কবিতাকে ধন্যবাদ সাথে আপনাকেও আন্তরিক শুভেচ্ছা :)

৫৮| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার সদ্য প্রসুত আধুনিক কবিতা । জীবনানন্দ দাসের ৬৪ তম মৃত্যু বার্ষিকির এই দিনে তাঁর বিদেহী পরম প্রশান্তি পাবে আধুনিক বাংলা কাব্যের পথচলার এমন চমৎকার আধুনিকায়ন দেখে । সেই পৌরানিক কাল থেকে চলে আসা কাঁচা বাজারের প্রচলনটাই মনে হয় যেন আবারো দারুনভাবে ধরা দিচ্ছে ধরনীতে । পৌরাণিক কাহিনিতে রয়েছে বর্ষার আগমন ঘটেছে। কিন্তু বৃষ্টি তেমন হয়নি। চাষিদের মাথায় হাত। মাঠের ফসল মাঠেই মারা যাচ্ছে। মা অন্নপূর্ণা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকেন। সকল দেবতা মা অন্নপূর্ণার এহেন দুর্দশায় ব্যথিত। ঘরে ঘরে অন্নাভাব হাহাকার ওঠে। সূর্যের তাপ হ্রাস করে বাঁচার জন্য মা অন্নপূর্ণা সূর্যদেবের ধ্যান করতে শুরু করেন। তাতে হিতে বিপরীত হয়। সূর্যের প্রখর ছটায় মা অন্নপূর্ণা দিন দিন শ্রীভ্রষ্টা হয়ে ক্ষীয়মান হতে থাকেন। দেবলোকে আলোড়ন সৃষ্টি হয়। দেবতারা সম্মিলিতভাবে সূর্যদেবের কাছে গেলে তিনি মা অন্নপূর্ণার এই দশার জন্য দুঃখপ্রকাশ করেন। এবং বলেন, মা অন্নপূর্ণা যেন সূর্য অস্তগমনকালে তার উদীয়মান ছটা বা রশ্মিকে দেখে তার স্তব বা ১২টি নাম উচ্চারণ করেন । তাই করার ফলে সমস্ত পৃথিবী অন্নে পূর্ণ হতে থাকল। মা অন্নপূর্ণা আবার তাঁর শ্রী ফিরে পান। সুন্দর সুন্দর কাঁচা পাকা ফলে মুলের পশারে ভরে যায় কিষানীর উঠান আর তাতে খিচুরী রাবরী সহ পাকানো হয় কতই না সুরুচীময় খানা খাদ্য ।

চলুক সুস্বাদু খিচুরী রান্না আশায় মুখ পেতে রইলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

জুন বলেছেন: ডঃ এম আলী প্রথমেই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অসুস্থতা সত্যেও এত তথ্য সমৃদ্ধ একটি মন্তব্যের জন্য। অন্নপূর্নার উদ্দেশ্যে কি প্রথমবারের মত এই ধরার বুকে রান্না হয়েছিল এই সুস্বাদু খাবার খিচুরী ? কৌতুহল রয়ে গেল ব্যপারটিতে :)
আপনি ভালো হয়ে উঠুন আর আগের মতই আমাদের সাথে চলুন এই ব্লগ ভুবনে এই দোয়া রইলো । মন্তব্যের উত্তর দিতে দেরীর জন্য আশা করি কিছু মনে নিবেন না । আমি নিজেও ডান হাতের কবজীর প্রচন্ড ব্যাথায় অস্থির । শুভকামনা জানবেন :)

৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

ডঃ এম এ আলী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যটি দেখতে আমারো দেরী হয়ে গেল । কিছু ইতিহাস জানতে চেয়েছেন , এ বিষয়ে আমি বড়ই দুর্বল, তবে এটা ঠিক খিচুরী তথা খানা বা অন্নের সাথে অন্নপুর্ণার রয়েছে বিরাট ঐতিহাসিক যুগসুত্রিতা । হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান কাশীতে প্রতি বছর মন্দিরে অন্নপূর্ণার পুজা ও অন্নকুঠ উৎসব হয় যেখানে অর্ঘ্য হিসাবে ফল মুল , খিচুরী রাবরীও পরিবেসিত হয় । সবাই জানি অন্নপূর্ণা মুলত এক হিন্দু দেবী , পৌরানিক মতে তিনি শক্তির এক রূপ , তিনি আবার দ্বিভূজাও বটে , তাঁর দুই হাতে অন্নপাত্র ও দর্বী; তিনি রক্তবর্ণা, সফরাক্ষী, স্তনভারনম্রা, বিচিত্র বসনা, নিরত অন্নপ্রয়াদিনী ও ভবদুঃখহন্ত্রী; তাঁর মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি ও অন্যপাশে শ্রী।

নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি সন্তুষ্ট হন। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে অন্নপূর্ণা নাম প্রাপ্ত হন। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অণুযায়ী, অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না । রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। অন্নদামঙ্গলকাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম। মাইকেল মধুসূদন দত্তও দেবী অন্নপূর্ণা ও অন্নদামঙ্গল কাব্যের প্রশস্তি করেছেন তাঁর "অন্নপূর্ণার ঝাঁপি" কবিতায়।

আমি ইতিহাসের ছাত্র নই বলে এ বিষয়ে বিস্তারিত লেখা আমার সাধ্য নয় । আপনার মত স্বনামধন্য ইতিহাসবিদের হাতেই এটা ভাল গতি পাবে । কথা যখন উঠেছে তখন এ প্রসঙ্গে দুএকটি প্রাসঙ্গিক কথা বলাই যায় । অস্টাদশ শতকের মধ্যে বাংলা ভাষায় রচিত মঙ্গলকাব্য গুলির থেকে অন্নদামঙ্গল কাব্য তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য স্বতন্ত্রতা লাভ করেছে।মঙ্গলকাব্য নিয়ে সামুতে আমার কয়েক পর্বের পোষ্ট রযেছে । তবে অপরাপর মঙ্গলকাব্যের তুলনায় অন্নদামঙ্গল কাব্যে দেবদেবীর মাহাত্ব্য প্রচারের সঙ্গে মানুষের মাহাত্ব্যও প্রচারিত হয়েছে । ঐ কাব্যের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সে সময়কার সুস্পস্ট সমাজচিত্র অঙ্কন। এখনতো আমরা ব্লগের লেখায় , ছবি দেই , এর মধ্যে কত না রং বেরংগের ছবি শোভা পায় , স্বুসাদু খিচুরী, বিড়িয়ানী, ফল, মুল , বিনোদন, ভ্রমনের ছবি কত কিছুরই না সমাহার তাতে থাকে । কিন্তু আমাদের মধ্যে হয়তবা অনেকেই জানেন না যে ১৭৭৮ খ্রিস্টাব্দে মুদ্রাঙ্কিত অর্থাৎ প্রেসে ছাপা প্রথম বাংলা বই প্রকাশিত হলেও এর বহু পরে ১৮১৬ সালে প্রকাশিত হয় ‘অন্নদামঙ্গল’ আর সেটিই ছিল বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ। বাঙালি শিল্পীদের আঁকা ৬টি ছবি এই গ্রন্থের সচিত্রকরণে ব্যবহৃত হয়েছিল যার একটি চিত্র নীচে দেখতে পারেন ।

তাই অন্নপূ্র্ণা দেবী যে শুধু মাত্র অন্নদানেই মগ্ন ছিলেন তাতো নয়, বরং তারই কাহিনী রচনার হাত ধরে বাংলা ভাষায় লেখা কাব্য বা অন্যবিদ রচনাতে চিত্রের ব্যবহার প্রথম অন্তরভুক্ত করে আমাদের জন্য একটি নব দিগন্তের সুচনা করে গেছেন । এ সব মিলিয়েই আমি অন্নপুর্ণাকে খিচুরীর সাথে মিলিয়ে দিয়েছি । এর বেশী ইতিহাস লেখার ক্ষমতা এ মহুর্তে আমার নেই । আমার ব্যথাতুর হাত নিয়ে লিখতে বড় কষ্ট হয় । আপনার হাতের ব্যথার কথা শুনে খারাপ লাগছে । সুস্থতার কামনা রইল ।

শুভেচ্ছা রইল

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: আমি ইতিহাসের ছাত্র নই বলে এ বিষয়ে বিস্তারিত লেখা আমার সাধ্য নয় ডাঃ এম আলী তারপর ও ব্যাথাভরা হাত নিয়ে যত টুকু অজানা ইতিহাস তুলে ধরেছেন এটাই আমার জন্য বিশাল ব্যপার । আমি নিজেও কষ্ট করে টাইপ করছি তাই আপনার কষ্টটা বুঝতে পারছি ।
আমাদের মধ্যে হয়তবা অনেকেই জানেন না যে ১৭৭৮ খ্রিস্টাব্দে মুদ্রাঙ্কিত অর্থাৎ প্রেসে ছাপা প্রথম বাংলা বই প্রকাশিত হলেও এর বহু পরে ১৮১৬ সালে প্রকাশিত হয় ‘অন্নদামঙ্গল’ আর সেটিই ছিল বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ। বাঙালি শিল্পীদের আঁকা ৬টি ছবি এই গ্রন্থের সচিত্রকরণে ব্যবহৃত হয়েছিল যার একটি চিত্র নীচে দেখতে পারেন ।
এই বিষয়টিও অনেকের মাঝে আমিও পরি । সত্যি অসাধারন একটি ব্যপার ছিল সে সময়ের জন্য ।
আপনি যে ইতিহাস ঘেটে এতখানি তথ্য খুজে এনেছেন আমার জন্য তার জন্য জানাই অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকুন, সুস্থ্য থাকুন ও সাথে থাকুন এই হোক আমাদের একে অপরের জন্য প্রার্থনা :)

৬০| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: জুন ভাই, আপনার নতুন লেখা কোথায় ?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

জুন বলেছেন: জুন ভাই, আপনার নতুন লেখা কোথায় ?
হা হা হা জুন ভাই ভালোই বলেছেন ঠাকুর ভাই =p~

হাতের ব্যথায় নতুন লেখা লিখতে বেশ কষ্ট । চেষ্টা করছি ছোটখাটো কিছু লিখতে ।
খোজ নেয়ার জন্য অনেক ধন্যবাদ :)

৬১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:





ইবনে বতুতার প্রশংসা করতে ভাল লাগে। প্রত্যেকটি লেখায় কিছু না কিছু অর্থ থাকে, গভীরভাবে ভাবলে কিছু অর্থ নিজের মত করে ধরা দেয়!!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

জুন বলেছেন: ইবনে বতুতার কি যথার্থই প্রশংসা প্রাপ্য ! আমার কিন্ত মনে হয় না কথা কেথি :)
তবে আপনার কবিতা আমার দারুন ভালোলাগে। যদিও অনেক ঝামেলায় অনেক ভালো ভালো লেখাগুলোই চোখের আড়ালে হারিয়ে যায় যা খুবই দুঃখজনক ।
আরেকটি কথা যা প্রথমেই বলা উচিৎ ছিল তা হলো দেরীতে মন্তব্যের উত্তর । আমার ডান হাতের কবজিতে প্রচন্ড ব্যাথা । ডাক্তার না করেছে তারপর ও সুযোগ পেলে আপনাদের মাঝে এসে হাজির হতে চেষ্টা করি। তবে অনেকের লেখাই পড়ি কিন্ত লিখতে কষ্ট হয় ।
ভালো থাকবেন । রাত্রির শুভেচ্ছা রইলো ।

৬২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: খিচুড়ি!

আপু, অনেকদিন খাওয়া হয়নি। আজকের ঠান্ডা মৃদু বাতাস, আকাশে মেঘের লুকোচুরি! উফফ! একদম, খিচুড়ি খাওয়ার উপযুক্ত পরিবেশ!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

জুন বলেছেন: অবশ্যই জুনায়েদ বি রাহমান । এখনি চুলোয় বসিয়ে দিন লতাপাতার খিচুরী , রাইস কুকারে আরো তাড়াতাড়ি হবে তারপর প্লেটে বেড়ে চুনোমাছ দিয়ে গপাগপ ;)
আমার এই কালোত্তীর্ন কবিতাটি এত জনপ্রিয়তা পেয়েছে দেখে আমি ভীষন আনন্দিত :`>
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাই।

৬৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

ফুকসারুললা বোনলাটেেম বলেছেন: O beauty! U are talent

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

জুন বলেছেন: থ্যাংকস ।

৬৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

বলেছেন: মন্তব্যগুলো পড়ে মজা পেলাম।



একটু চটুল কিশোর কাব্য - ভালোলাগা

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

জুন বলেছেন: একটু চটুল কিশোর কাব্য - ভালোলাগা র জন্য অনেক অনেক ভালোলাগা জানবেন ল :)
সাথে থাকুন প্রতিটি লেখায় ।
শুভেচ্ছান্তে ------

৬৫| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতাটা আরেকটু বড় হতে পারলোনা কবি??? খুব সুন্দর ছিলো।

১০ ই মে, ২০১৯ সকাল ৮:৪৭

জুন বলেছেন: প্রিয় মেঘ বালক এটা হলো আধুনিক কবিতা।
এগুলো বেশি বড় হয় না ;)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
সাথে থাকুন নিয়মিত সেই প্রত্যাশা :)

৬৬| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: লুকোচুরি লুকোচুরি গল্প......

খেলাধুলা করা ভালো B-))

১০ ই মে, ২০১৯ সকাল ৮:৫০

জুন বলেছেন: ঠিক ঠিক চুনোমাছের সাথে লতাপাতা আর চালডাল মিশিয়ে তৈরি খিচুড়ির টেস্টই আলাদা,
লুকোচুরি খেলতে মন চায় আর্কিপরেটিক্স ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.