নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
একটু আগে কর্তা মশাই বাজার থেকে ফোন করলো "শোনো পিয়াজের কেজি দুইশ টাকা, দেশী পিয়াজ আধা কেজি আনবো কি"?
'না না না কোন দরকার নাই বাসায় এখনো বড় বড় তিনটা পিয়াজ আছে (যা আমি সাধারণত একদিন চালাই) তা দিয়েই ৩ দিন চলে যাবে' আমি চেচিয়ে জবাব দিলাম পাছে কানে ঠিকমত শুনতে না পেয়ে নিয়ে আসে যদি
আমি সপ্তাহে পিয়াজ কিনি যাতে পচা টচা না থাকে। সে আমাদের পিয়াজের সাথে দুই সপ্তাহ পর পর আলাদা এক কেজি পিয়াজ কিনে এনে আমাকে বলে "শোনো এইটা এক্সট্রা আনছি বুয়ার চুরি করার জন্য সে প্রতিদিন এখান থেকে একটা করে নিক, তুমি শুধোশুধি পিয়াজ চুরির জন্য বুয়ার সাথে ক্যাট ক্যাট কইরো না, বুয়া পাওয়া অনেক কষ্ট"।
সেই ব্যাক্তি আজ আমার কাছে জানতে চায় আমাদের জন্য আধা কেজি পিয়াজ আনবে কি না আধাকেজি পেয়াজ তিন দিন যায় টেনেটুনে
দীর্ঘদিনের পরিচিত এক বৌদি পিয়াজ নিয়ে আমাদের হা হুতাশ শুনে বিরক্ত হয়ে বল্লো " আপ্নাদের এত পিয়াজ লাগে কেন শুনি! তেলের মধ্যে একটু তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে তারপর আদাবাটা, হলুদ মরিচ গুড়া দিয়ে তরকারী দেবেন। মানুষ সেই তরকারি খেয়ে হাত চাটবে "।
হে বৌদি আপনি একদিন রান্না করে আমাদের দাওয়াত করেন যাতে আমরা শুধু হাত না চেটে আপনার পেয়াজহীন রান্না খেয়ে না হয় হাত চাটি
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
জুন বলেছেন: তাইতো মনে হচ্ছে জুনায়েদ বি রাহমান
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
ইসিয়াক বলেছেন: পেঁয়াজ বিহীন তরকারী !!
গরীব মানুষ তরকারীর অভাবে কাচা লঙ্কা আর পেঁয়াজ মেখে পান্তা ভাত খেতো।
আহারে এইটুকু বিলাসিতার অধিকার ও তাদের কেড়ে নেওয়া হলো।
এরপর আর কি কি হবে ????????
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
জুন বলেছেন: গরীব মানুষের এইটূকু বিলাসিতাও ধনী মানুষের সহ্য হয়না
এই পোড়ার দুনিয়ায় জন্মানোই বৃথা তাদের
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ইসিয়াক আপনাকে।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন পোস্ট। কাচা বাজার করতে গিয়ে এক সম্মানিত ক্রেতাকে বলতে শুনি পেয়াজের হালি কতো?? কে জানে ওরকম দিন আসে কিনা। পেয়াজের হালি কুড়ি টাকা ।
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
জুন বলেছেন: দারুণ পোস্ট বললেন সেলিম আনোয়ার এত দুঃখের লেখায়
আমরাও অচিরেই একটা করে পেয়াজ কিনবো সেই দিন বেশি বাকি নাই
মন্তব্যে অনেক ধন্যবাদ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১
মোহামমদ কামরুজজামান বলেছেন:
শুধুমাত্র কয়েক দিনের জন্য,আমরা যদি পেঁয়াজ বাবু কে ত্যাগ (কম ব্যবহার) করি তবে তিনই নীচে নেমে আসবেন ।
কারন,আমাদের কৃষক উত্পাদিত পেঁয়াজ বাবু কিছু দিনের মধ্যেই আসবেন ।
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
জুন বলেছেন: জী আমরা মানে আমি অন্তত পেয়াজের ব্যবহার অর্ধেকের চেয়েও নীচে নামিয়ে এনেছি মোহাম্মদ কামরুজ্জামান। দেখা যাক কি হয়। মন্তব্যে অনেক ধন্যবাদ রইলো।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
হাবিব বলেছেন:
আমি তোমার পেঁয়াজ হবো
রান্না ঘরে তরকারিতে,
যখন তখন কাটবে আমায়
ভর্তা শালুন দরকারিতে!
আমি তোমার পেঁয়াজ হবো
ঝালমুড়ি আর পান্তাভাতে
ভয় পেয়োনা ঝাঁঝ হবো না
শান্ত হয়ে বসবো পাতে!
পেঁয়াজ যদি দরকারি হয়
আমায় ভালোবাসতে পারো,
পেঁয়াজবিহীন শালুন তুমি
নির্ভয়েতেই ছাড়তে পারো!
১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩
জুন বলেছেন: দুর্মূল্য পিয়াজ নিয়ে দারুন এক কাব্য রচনা করলেন দেখছি হাবিব স্যার
আমি তোমার পেঁয়াজ হবো
ঝালমুড়ি আর পান্তাভাতে
ভয় পেয়োনা ঝাঁঝ হবো না
শান্ত হয়ে বসবো পাতে!৷
আপনার জন্য রইলো পেয়াজি শুভেচ্ছা
৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
আপনার পেঁয়াজ কথন মারাত্মক মজার হয়েছে ।
সে প্রতিদিন এখান থেকে একটা করে নিক, তুমি শুধোশুধি পিয়াজ চুরির জন্য বুয়ার সাথে ক্যাট ক্যাট কইরো না, বুয়া পাওয়া অনেক কষ্ট" ---পেঁয়াজ কথনে পেঁয়াজের
চেয়েও মূল্যবান একটি কথা বলেছেন।
অনেক ভালোলাগা ও ধন্যবাদ জানিয়ে গেলাম ।
১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫
জুন বলেছেন: জী মুক্তা নীল আপনার ভাইয়ের কথাটি এক রত্তিও মিথ্যা নয়
আপনার জন্যও রইলো অনেক শুভকামনা।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পান্তাভাত , কাঁচা মরিচ আর পেঁয়াজ। এসব তো অতীত।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
জুন বলেছেন: সেটাই মনে হচ্ছে স্বপ্নবাজ সৌরভ।
জ্বর আর ভার্টিগোতে শয্যাশায়ী। আপনাদের সবার উত্তর দিতে দেরী করার জন্য আন্তরিক দুঃখিত
৮| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
পদ্মপুকুর বলেছেন: সকাল বেলা হোম মিনিস্টার ফোন করে খুব আফসোস করলো যে আগে কেনো বেশি করে কিনে রাখেনি!! যখন ৭০/৮০ টাকা ছিলো, ভেবেছিলো সামনে দাম কমবে... আরে বোকা মেয়ে, এ দেশে একবার যে জিনিসের দাম বাড়ে, সেটা আর কমতে চায় না। শুধু মানুষের জীবনের দামই কমে দিনে দিনে।
আমার এই লেখাটা কি দেখেছেন?
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২
জুন বলেছেন: আমি যে কি কষ্টে একটা একটা করে পিয়াজ দিয়ে দিন চালাচ্ছি ভাবতেই চোক্ষে পানি এসে পরছে পদ্মপুকুর
জী আপনার লেখাটি পড়েছি কিন্ত মন্তব্য করা হয়নি শারিরীক অসুস্থতার জন্য
শীঘ্রই আসছি ভালো হয়ে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খ জনক গতকাল পেয়াজ কিনা হয়েছে ১৮০ টাকা করে
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪
জুন বলেছেন: কি দিন আসলো কাজী ফাতেমা আপু পেয়াজও হিসাব করতে হয়
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
সাইন বোর্ড বলেছেন: পিঁয়াজের ঝাল যেভাবে বেড়েই চলেছে, তাতে এবার সবাই পিঁয়াজ চাষে না নেমে পড়ে ।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
জুন বলেছেন: আর তারপরেই বিশাল একটা ধ্বস নামুক শেয়ার বাজারের মত আর আমাদের গরীব কৃষকরা মারা পড়ুক। বেচে থাকুক সিন্ডিকেটের লোকজন সাইনবোর্ড।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০১
নুরহোসেন নুর বলেছেন: কেকা আপার পেঁয়াজহীন রেসিপির অপেক্ষায় দিন গুনছে,
বাংলার শত শত ভোজন রসিক!
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
জুন বলেছেন: দুঃখের কথা কি বলবো আজ দুদিন ধরে মাছ ভাজা খাচ্ছি
১২| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪
মা.হাসান বলেছেন: দাম যা হোক না কেন, সবাই কিন্তু নিয়ন্ত্রনে আছে।
ঘুঝব না চড়ানোর ঝন্য সবাইকে অনুরোধ করছি।
তিন/চারদিন আগের কথা। বাসায় আমি একা। বেগুন ভর্তা খাবার ইচ্ছে হয়েছিলো। দোকান থেকে ১০০ গ্রাম পেঁয়াজ ১৫ টাকায় কিনে বেগুন কিনতে যেয়ে দেখি ৬০ টাকা কেজি। দোকানে পেঁয়াজ ফেরৎ দিয়ে ৬০ টাকা কেজি পেয়ারা কিনে এনেছি। সকালের নাস্তা একটা বড় পেয়ারা।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২
জুন বলেছেন: ইচ্ছে করলে এক আধ কেজি পেয়াক কি আর কিনতে পারি না মা হাসান! পারি কিন্ত নীতির প্রশ্নে কিনছি না। সব কিছুর দামই নাগালের বাইরে চলে যাচ্ছে আর আমরা অসহায় ভাবে তাকিয়ে দেখছি।
আমরা গুজব ছড়াতে চাই না, যা সত্য তাই বলি।
মন্তব্যে অশেষ ধন্যবাদ
১৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাংলাদেশ ১৫০ রানে অলআউট।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬
জুন বলেছেন: আশা করছি আর কিছুদিনের মধ্যে ইনিংস পরাজয় ঘটবে স্বপ্নবাজ
১৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিঁয়াজ কেন তুই নিঠুর হলি
আমরা হলাম পিঁয়াজ বলি।
তোর বিহনে চোখে জল আসেনা
এই দুঃখ কারে বলি!
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
জুন বলেছেন: পিয়াজ নিয়ে এত আলোচনা এত কাব্য রচিত হবে এটা মনে হয় পিয়াজ মশাই নিজেও ভাবি নি নুর মোহাম্মদ নুরু
১৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
ঢাবিয়ান বলেছেন: এখন পেয়াজের দাম তুঙ্গে কিন্ত আর কিছুদিন পর যখন কৃষকেরা শীত মৌসুমের নতুন পেয়াজ নিয়ে হাজির হবে তখন দেখবেন বাজারে পুরাতন পেয়াজের সরবরাহ হুহু করে বেড়ে যাবে এবং দেশীয় কৃষকেরা মার খাবে। এই দেশের জনগন কোন এক বিশেষ ব্যক্তির জানের দুষমন।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
জুন বলেছেন: ঢাবিয়ান আমাদের কিছু কিছু কৃষকরাও চালাক হয়ে গেছে, তারাও কেউ কেউ দাম বাড়ার খবর জেনে পরিপক্ক হওয়ার আগেই মাঠ থেকে পিয়াজ তুলে এনেছে বাজারে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
প্রামানিক বলেছেন: জুন আপা, আমার গিন্নি এর বিকল্প ব্যবস্থা বের করেছে টবে কয়েকটি পিয়াজ লাগিযেছে এর পাতা দিয়েই পিয়াজের স্বাদ দেয়ার চেষ্টা করে। আপনিও ট্রাই করে দেখতে পারেন।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
জুন বলেছেন: ভালো বুদ্ধি প্রামাণিক ভাই। তা ভালো আছেন তো? অনেকদিন ব্লগে আপনাকে দেখি না, পড়া হয় না আপনার মজার মজার কবিতা। ভালো থাকুন সবসময়
১৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
কলাবাগান১ বলেছেন: গত মঙ্গলবার সংসদে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেন, পেঁয়াজের বাজার যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলে, সেটা নিয়ন্ত্রণে এসেছ। সংসদে দাড়িয়ে মিথ্যা কথা বলার জন্য মন্ত্রীর পদত্যাগ দাবী করলাম।
বৌদি বলেছেন.... ভাবী বলে নাই???? ও হো বৌদিরা তো আবার হিন্দু....
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
জুন বলেছেন: এই কারনে পদত্যাগ করতে হলে বাংলাদেশের ৯৯% রাজনৈতিক নেতা নেত্রীদের তা করতে হবে কলাবাগান। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১৮| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
কিরমানী লিটন বলেছেন: মহা জ্ঞানী মহাজন, যে পথে করেছে গমন....
আমাদের মহাজ্ঞানী মহারাণীতো পিঁয়াজ খেতে নিষেধ করেছেন - শুনেন নি আপু? হায় হায় বলেন কি? আপনার কপালে খারাবী আছে মনে হয়....
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ কিরমানী লিটন ।
১৯| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: পেয়াজের ভবিষ্যৎ কি? আলোলোচনায় আসা দরকার।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
জুন বলেছেন: টক শো এর টপিকস হিসেবে নেয়া যেতে পারে মোঃ ইকবাল
২০| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
নীল আকাশ বলেছেন: লেখার সাথে সাতজে যারা মন্তব্যগুলি পড়েন নি তারা অনেক কিছু মিস করেছেন। বিশেষ করে হাসান ভাই এর টা।
সেদিন বাজার করার সময় পরিচিত একজনকে দেখলাম গুনে গুনে ৩টা পিয়াজ কিনলেন। আগে কিনতেন কেজি ধরে। এখন কি অবস্থা?
হায়রে দেশ! যিনি বন্ধ করতে বলেছেন উনি নিজে কি সেটা বন্ধ করেছেন?
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
জুন বলেছেন: নীল আকাশ বলেছেন: লেখার সাথে সাতজে যারা মন্তব্যগুলি পড়েন নি তারা অনেক কিছু মিস করেছেন।
হা হা হা আপনি তো ২০ নম্বরেই শেষ করলেন নীল আকাশ , এরপরের মন্তব্যগুলোও কিন্ত দারুন মজাদার পিয়াজুর মতই ঝাল ঝাল কুড়মুড়ে
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
২১| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
ঢাবিয়ান বলেছেন: @ কলাবাগান১ , ভাবী না বলে বৌদি বলার অন্তর্নিহিত অর্থ যদি বুঝতেনই তবে আর এমন আহাম্মকি মন্তব্য করতেন না।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭
জুন বলেছেন:
২২| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের এই যে আক্ষেপ,
এই যে ফানের নামে নিজেদের অসহায়ত্ব
এই যে সত্য অনুভবকে সত্যিভাবে বলতে না পারা
আমি ক্ষুদ্ধ
আমি ক্রদ্ধ
আমি প্রতিবাদ করছি -সরাসরি বলতে না পেরে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা
সবই স্বৈরাচারিতার ইন্ডিকেটর!
হুমায়ুনের তোতা যদি থাকতো - বলতো
তুই স্বৈরাচার! তুই স্বৈরাচার!!
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯
জুন বলেছেন: হুমায়ুনের তোতা যদি থাকতো - বলতো
তুই স্বৈরাচার! তুই স্বৈরাচার!!
অশেষ ধন্যবাদ মন্তব্যে ভৃগু ।
২৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ জী এস বলেছেন: জুন,
হা...হা...হা...
হাসিলাম কেন? ফল চুরি করিয়া ধরা খাইয়া পায়ুপথে সেই ফল ঢোকা্ইবার শাস্তিতে তিনজনের শেষোক্তজনের যে বেহাল অবস্থা সেই গল্পখানা মনে পড়িয়া গেল। আমার অবস্থাও তাহাই হৈতে যাইতেছে মনে হয়।
গিন্নী ৩০ টাকার পিঁয়াজ খাইয়া দেশের বাহিরে গিয়াছেন। সত্ত্বরই আসিয়া পড়িবেন। আপনার লাগে দিনে ৩ টা পিঁয়াজ তেনার লাগে কমপক্ষে অর্দ্ধ কেজি। কেন যে এই অভ্যাস তেনাকে করাইলাম আর সইলাম! আমার কি হইবে ?
আমিও আপনার কর্তার মতো সর্বতোভাবে ভেজাল পরিহারী মানুষ। এক্ষনে সহসা সেই "বুলবুল" ঝড় আসিয়া পড়িলে ঘটি-বাটি-খাট-তোষক সবই তো হারাইতে হৈবে।
জব্বর একখান লেখা বাস্তব রম্যের পিঁয়াজ দিয়া মাখাইয়া পরিবেশন করিয়াছেন। পিঁয়াজের রসে চোখে পানি আসিয়া পড়িয়াছে , সেই পানিতে পদ্মায় বন্যা বহিবে, দুঃকের কিছু থাকিবেনা। ফেনী নদীর সবটাই বন্ধুকে দিয়া দিলেও পানির ঘাটতি পড়িবেনা ইনশাআল্লাহ.................
পিঁয়াজের পি, লাজহীনের লা আর সরকারের স..............
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
জুন বলেছেন: আহমেদ জী এস
আপনার সরস মন্তব্যখানি পড়ে কি জবাব দেবো তাই ভাবলাম কিছুক্ষন বসে বসে
আমি বলি কি গিন্নীকে হাবিজাবি এনে স্যুটকেস ভারী না করে কিছু পেয়াজ নিয়ে আসতে বলুন। এতে এক ঢিলে দুই পাখী মারা পরবে । অন্যান্য জিনিসের মত ওনাকে গুচ্ছের ডলার দিয়ে দিনরাত কি আনবো কি আনবো ভেবে মাথাও ঘামাতে হবে না আর এখানে পেয়াজ কম খরচ করা নিয়ে আপনার অহর্নিশি বাক্যবাণেও ভাবীকে জর্জরিত হতে হবে না ।
কি ঠিক বললাম কি না বলেন তো
আপনার মন্তব্যেও রইলো পিলাচ
২৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাজারে পেঁয়াজ কিনতে গেলে হার্টবিট বেড়ে যায়।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
জুন বলেছেন: ঠিক বলেছেন হেনা ভাই । মন্তব্যে আপনাকে পেয়ে খুব খুশী হয়েছি
২৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৫
সোহানী বলেছেন: আপু, আমি কিন্তু সত্যিই পেয়াজ ছাড়া রান্না করি... দামের জন্য নয় কিন্তু । এখানে সারা বছরই প্রায় একই দাম থাকে। শুধু পেয়াজ কাটতে পারি না বলে। এবং খুব খারাপ হয় না। আর সত্যিই ফোড়ন দিলে খুব ভালো হয়। ট্রাই করে দেখুন।
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
জুন বলেছেন: সোহানী আমি আন্তরিক দুঃখিত মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেল বলে। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু দুষনে আক্রান্ত ছিলাম। তাই জ্বর সর্দি কাশির সাথে বিশ্রী ছিল চোখ এ এলার্জিজনিত সমস্যা
পেয়াজ কাটতে পারেন না শুনে খারাপ লাগছে। আমাকে যদি এই পিয়াজ কাটার চাকরি দিয়ে কানাডা নিতেন তাইলে আপনারও কত উপকার সাথে আমারও
অনেক অনেক শুভকামনা রইলো সোহানী ভালো থাকুন সবসময়।
২৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯
করুণাধারা বলেছেন: আমিও আধা কেজি পেঁয়াজ কিনেছি, দেখি কদিন চালানো যায়!!
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১০
জুন বলেছেন: আমিও আধাপোয়া এক পোয়া করে কিনে চলছি করুনাধারা। প্রতিটি সব্জীর দাম ৬০ টাকার নীচে না, শুধু মাত্র নীতিগত কারনে আমি পেয়াজ কিনছি না। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
২৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপু বাজারে পেলাস্টিকের পেয়াজ আসেনাই ?
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩
জুন বলেছেন: প্লাস্টিকের পেয়াজ আসবে আসবে চিন্তা কইরেন্না গিয়াস লিটন
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
২৮| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬
আহা রুবন বলেছেন: ইদানীং পেঁয়াজ কম কিনি। যেটুকু কিনি দেশি পাতাওয়ালাটাই কিনি। বেশি দাম দিয়েই যখন কিনব বিদেশিদের,মজুতদার-্আরতদারদের কেন টাকা দেব, গরিব কৃষক কয়টা টাকা পাক।
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭
জুন বলেছেন: আমিও গতকাল বুয়ার চিল্লাচিল্লিতে পাতা ওয়ালা পিয়াজ কিনলাম। আহা আমাদের কৃষক কিছু টাকা পাক এই সিন্ডিকেটের বাজারে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আহা রুবন।
২৯| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭
শিখা রহমান বলেছেন: পোস্টটা পড়তে মজা লাগলেও আপনি নির্মম বাস্তবতাকেই তুলে ধরেছেন।
ভালো লেগেছে। শুভকামনা সতত!!
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
জুন বলেছেন: শিখা রহমান আমি যে কতখানি লজ্জিত সবার এত সুন্দর সুন্দর মন্তব্যের জবাব দিতে দেরী হলো বলে তা বুঝিয়ে বলতে পারছি না। আপনার জন্য ও শুভকামনা রইলো।
৩০| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
কলাবাগান১ বলেছেন: @ঢাবিয়ান,
আপনার মত dimwit এর পক্ষে বুঝা সম্ভব না আমি কেন এই কমেন্ট করেছি...
মানুষের কিছু নির্দোষ কথার মাঝেও নিজের মনের সাম্প্রদায়িক মুখোশ টা খুলে যায়
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
জুন বলেছেন:
৩১| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: সাম্প্রতিককালে উপমহাদেশে বহুল চর্চিত বিষয়টি পেঁয়াজ। এখন আর পিয়াজি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুদ্র দোকানিরা করছেন না; দেশের তাবড় তাবড় রাজনীতিবিদরা এখন পেঁয়াজি ভাজছেন।
সুনীল গাঙ্গুলীর কবিতা
কবির মৃত্যু: লোরকা স্মরণে-র কয়েকটি লাইন এ প্রসঙ্গে বলা যায়,
" জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে,
পৃথিবীতে মানুষ যত বাড়ছে, ততই মুরগি কমে যাচ্ছে।
একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন,
কাঁচালঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই!
একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে,
বাপের জন্মেও একসঙ্গে এত বেজন্মা দেখিনি শালা!
পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে,
কুঁচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল!
একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে।
একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়।
.........."
শুভকামনা প্রিয় আপুকে।
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০১
জুন বলেছেন: পদাতিক চৌধুরী ভেবেছিলাম এই পেয়াজ আকালের দিনে ভাইয়ের বাড়ি অতিথি হই। ওম্মা আজ পেপারে দেখলাম ভাইএর দেশেও পেয়াজ আমদানিতে লেগেছে মোদী দা
আন্তরিক দুঃখিত ভাই জবাব দিতে অনিচ্ছাকৃত দেরীর জন্য। সাথে থাকবেন আগামীতেও
শুভকামনা সতত।
৩২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৫০
শেহজাদী১৯ বলেছেন: পি্ঁয়াজের কি আসলেই প্রয়োজন খুব? পিঁয়াজ ছাড়া রান্নার খুব একটা তারতম্য হবে না। কাজেই বর্জনই উত্তম।
২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
জুন বলেছেন: আমি বর্তমানে যা দিচ্ছি তা না দেয়ারই নামান্তর শেহজাদী। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকেব।
৩৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে পিয়াজ কথন ।
গীনেজ বুক অফ রেকর্ডে স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে ভারী পেঁয়াজের ওজন ৮.৫০ কেজি । টনি গ্লোভার (ইউকে)নামক জনৈক এক ব্যক্তি এটা জন্মিয়েছেন । ১২ই সেপ্টেম্বর ২০১৪ তারিখে যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারের হ্যারোগেটে ‘হ্যারোগেট অটাম ফুলের শোতে' এটি ওজন করা হয়েছিল।
এমন পেয়াজ ঘরের আঙগিনায় বা ছাদে কিংবা বারান্দার টবে গুটা কয়েক জন্মাতে পারলে কারোকেই পিয়াজ নিয়ে আর ভাবতে হবেনা । যাহোক পিয়াজের জ্বাল কমে গেলে মানুষ যে কান্নাই যাবে ভুলে !!
তবে পিয়াজ নিয়ে দু:খ থাকবেনা ।
আসছে বারে পিয়াজ পাবে
খেতের পিয়াজ আসল বলে
পিয়াজের জ্বাল কমে গেলে
শেষে সবাই কান্না যাবে ভুলে!
ছেলে ঘুমাবেনা পাড়া জুড়াবেনা
বর্গীও আসবেনা আর দেশে
জন্মানো পিয়াজ শেষ হবেনা
উড়বে টাকা আকাশে বাতাশে!!
পিয়াজের জ্বাল জাল হয়ে
তখন সে সব টাকা কুড়াবে
দেশে ক্যসিনো মেসিনোর
আর কোন প্রয়োজন না হবে!!!
শুভেচ্ছা রইল
২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
জুন বলেছেন: হা হা হা ভালোই বলেছেন এমন দৈত্যাকার পিয়াজ টবে বুনলে আজীবনের মত পিয়াজ সমস্যার সমাধান আপনি যে কোথা থেকে এমন সব তথ্য আর ছবি সংগ্রহ করেন?
আপনার কবিতা দেখেই বোধ হয় আজ খবরে বেড়িয়েছে জনগনের পকেট থেকে কত হাজার কোটি টাকা নাকি ডলার খরচ হয়েছে পেয়াজের জন্য।
যাক সবশেষে পেয়াজময় শুভেচ্ছা রইলো আর অনিচ্ছাকৃত কারনে জবাব দিতে দেরী হলো বলে দুঃখিত আমি।
৩৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৫
ল বলেছেন: পেয়াজ নিয়ে এত লঙ্কাকাণ্ড হয়ে যাবে জীবনে কি ভেবেছিলুম....
বৌদির পিয়াজ হীন রান্না - আমি খামুনা....
২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
জুন বলেছেন: বৌদির রান্নাই আপনাকে খেতে হবে ল না খেলে হাত চাটবেন কি খেয়ে? আমাদের পেয়াজ দিয়ে রান্না খেয়ে তো শেষে বেসিনে গিয়ে লিকুইড সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৩৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "শোনো পিয়াজের কেজি দুইশ টাকা, দেশী পিয়াজ আধা কেজি আনবো কি"?
............................................................................................................
পেয়াজ হালি বিক্রয় শুরু হয়েছে ,
কদিন আগেই তো বাসা থেকে বাজার করতে গেলে বলা হলো
হালি ৩৫ টাকা, স্বভাববশত: আধকেজি চাওয়া হলো, দাম পড়ল : ৫৪ টাকা (৫টি)
এবার দোকানী বল্ল কেমন হলো ? এক হালি কিনলে জিতে যেতেন ।
.............................................................................................................
আমি এখন অষ্ট্রেলিয়া সফর করছি , এখানে পেয়াঁজ কিনে আনল ১০ কে জি ১৬ AUD
হিসাব করে দেখলাম ৯৬ টাকা কেজি ।
তাহলে এখন কি হবে ???
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৮
জুন বলেছেন: আপনি কি এখনো অস্ট্রেলিয়া সফর করছেন ? ৯৬ টাকা কেজি খুব বেশি না স্বপ্নবাজ । আপনি আনতে পারেন সাথে আমাদের জন্যও
মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেল তার জন্য দুঃখিত ।
ভালো থাকুন অনেক অনেক ।
৩৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: আজ আমাকে বাজারে যেতে হবে।
পেঁয়াজ কিনতেই হবে। ঘরে একটাও পেঁয়াজ নেই।
৩৫ টাকার পেঁয়াজ ২০০ টাকা দিয়ে কিনতে হবে। বুকে এসে লাগে।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
জুন বলেছেন: মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেল রাজীব নুর । আশাকরি এর মাঝে আপনি আরো কয়েকবার ২০০ টাকা কেজি দরে পিয়াজ কিনেছেন তাই না ? সুরভী ভাবিকে বলেন এই এক কেজি দিয়েই মাস চালাতে
ধন্যবাদ ও শুভকামনা ।
৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২
ওমেরা বলেছেন: পিয়াজ কাটতে চোখে পানি আসে কিন্ত তরকারী মিষ্টি হয় । আমাদের বাসায় অন্যসব মসল্লা কমই ব্যাবহার হয় তবে সপ্তাহে প্রায় দশকেজি পিয়াজ লাগে । ভাগ্য ভালো এটা বাংলাদেশ না।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩
জুন বলেছেন: এক সপ্তাহে দশ কেজি বলেন কি ওমেরা তাহলে তো আপনাদের বাড়িতে প্রতিদিনই রাজসূয় যজ্ঞ অনুষ্ঠিত হয়। আমি গরীব মানুষ দুজনার সংসার সপ্তাহে দু কেজিতেই চলে যায় আসলে রাতে আমরা দুজনই ওটস অথবা রুটি খাইতো তাই
মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেল অনিচ্ছাকৃত কারনে তার জন্য দুঃখিত আমি। শুভকামনা রইলো অনেক।
৩৮| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখাটার শুরুর থেকে বৌদির আগমন পর্যন্ততো 'পিয়াজ কথন' শিরোনামটা ঠিকই ছিল কিন্তু মন্তব্য পড়তে গিয়েইতো গোল বাধলো । জিএস ভাই ,পদ্মপুকুর ও অন্যান্যদের মন্তব্য পড়েতো মনে হচ্ছে আপনার লেখার শিরোনামটা 'পেঁয়াজ বেদন'ও হতে পারতো !! যাহোক দেশবাসী পেয়াজের ঝাজ থেকে অচিরেই মুক্তি পাবে সেই স্বপ্ন দেখি নিত্য ।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩১
জুন বলেছেন: না মলাসইলমুনা পেয়াজের বেদনা থেকে দেশবাসী সহসা মুক্তি পাচ্ছে না তা আজকের পত্রিকা থেকেই জানতে পারবেন। আপনার মজার মন্তব্যটি পড়ে অনেক হেসেছি কিন্তু সময়মত তার জবাব দিতে পারিনি তার জন্য আন্তরিক দুঃখিত আমি। ভালো থাকুন আর সাথে থাকুন সবসময় এই প্রত্যাশা রইলো।
৩৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপি কেমন আছেন?
আজ পেয়াজের কেজি ২৫০ !!!
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
জুন বলেছেন: আপনি কেমন আছেন মোস্তফা সোহেল? ইশ কতদিন পর আপনাকে দেখলাম। আমিতো নড়বড়ে অবস্থায় ও চলেফিরে বেড়াচ্ছি তা আপনার খবর কি? কেমন আছেন? ব্লগে আসেন না কেনো?
আর পেয়াজের কথা না বলাই ভালো। ভালো থাকুন সবসময় এই প্রত্যাশা রইলো সাথে শুভকামনা।
৪০| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: বৌদি ঠিক কথাটি বলেছেন , অনেক ধন্যবাদ ।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
জুন বলেছেন: এখনতো তাইই মনে হচ্ছে দৃষ্টিসীমানা বৌদিই ঠিক
শুভকামনা রইলো অনেক অনেক।
৪১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: হাহাহা..........আজকের আসল বিনোধন !!!
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
জুন বলেছেন: বিনোদন বলেন কি সুমন কর!! এযে কি যন্ত্রনা প্রতিদিন এক্সপেরিমেন্ট চলছে পেয়াজ বিহীন সুস্বাদু রান্নার কসরত
কই থাকেন? আসেন না কেন ব্লগে? দেখিনা যে আপনাকে। ভালো থাকুন সবসময়।
৪২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
জুন বলেছেন: অসুস্থতার কারনে মন্তব্যের উত্তর দিতে পারছি না। ক্ষমাপ্রার্থী। আশাকরি দু একদিন বাদে পারবো।
৪৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭
মা.হাসান বলেছেন: বালিশের মাঝে দু একটি পিঁয়াজ রেখে রেস্ট নিন। অমূল্য অষুধের গুনে জ্বর সেরে যাবে।
আপনার অসুস্থতার খবরে খারাপ লাগছে। দ্রুত সুস্থতা কামনা করছি।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
জুন বলেছেন: আপনার দোয়া আর দাওয়াতেই মনে হয় সুস্থ হয়ে উঠেছি খানিকটা মা হাসান।
উত্তর দিতে দেরী তার জন্য দুঃখিত।
তারপর আপনার কিরপিন ভ্রমন কি শেষ? লেখালেখিতেও দেখছি কৃপনতা ট্রাং ভ্রমণ পর্ব শুরু করুন জলদি জলদি। অপেক্ষায়
৪৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০
ফয়সাল রকি বলেছেন: পেয়াঁজের মূল্য বৃদ্ধির সাথে অসুস্থতার কোনো সম্পর্ক নেই তো!
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
জুন বলেছেন: ঠিকি বলেছেন ফয়সল রকি এটা পুরাই আষাঢ়ে গল্প তা আষাঢ়ে গল্প ছেড়ে গেলেন কোই?
শুভকামনা রইলো অনেক।
৪৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
নীল-দর্পণ বলেছেন: ( আল্লাহ মাফ করুন) দাম গা সওয়া না হয়ে যায় ! আমি সেদিন চিন্তা করছিলাম তেলের দাম, চালের দাম এরকম যখন হল তখনো কিন্তু আমরা ভাবতাম কীভাবে মানুষ খাবে , কী হবে (গরু খাসীর দাম তো বাদ-ই দিলাম)....দেখেন ঠিকই দিন পার করতে হচ্ছে
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: আমাদের গায়ের চামড়া গন্ডারের চেয়েও মোটা নীল দর্পন, আস্তে আস্তে সবই সহ্য হয়ে যায়। কোন প্রতিবাদ করি না, সব মেনে নেই, খাওয়া কমিয়ে দেই তারপরও উচ্চ কন্ঠে আওয়াজ তুলি না, বলি না ভাত কাপড় আমাদের অধিকার।
ভালো থাকুন নীল আর সাথে থাকুন। শুভকামনা রাত্রির।
৪৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
নেক্সাস বলেছেন: মজায় মজায় প্রতিবাদ।সুন্দর
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: ধন্যবাদ আপনাকে নেক্সাস লেখাটি পড়ার জন্য।
৪৭| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২
মোঃমোজাম হক বলেছেন: যারা পিঁয়াজ ছাড়া রান্না জানে, তাদেরকে টিভিতে লাইভ রান্নাবান্না শোতে নিয়ে এসে আমাদেরকে দেখানো উচিৎ।
তারা নিজেদের রান্না খেয়ে দর্শকদেরও দেখিয়ে দেবে, সত্যিই তা খাওয়া যায়
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
জুন বলেছেন: ঠিক বলেছেন মোজাম ভাই। আমাদের অনেকেই বলে আমরা পেয়াজ ছাড়া এই রেধেছি ভীষণ স্বাদ কিন্ত কি ভাবে রান্না করছে তা বলছে না। হয়তো আমরা সেই গোপন রেসিপি জেনে যাবো সেই ভয়ে
তারপর আছেন কেমন? কোথায় আছেন? বাসার সবাই ভালো তো?
৪৮| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
আহমেদ জী এস বলেছেন: জুন,
আবার আসতেই হলো। কিছুই ঠিক বলেন নাই।
আপনিই তো তলে তলে একঢিলে দুই পাখি নয় তিন/চার পাখি মারার চাল চাললেন।
আমি গিন্নীকে বলি দু'স্যুটকেস ভরে পেঁয়াজ নিয়ে আসতে আর এয়ারপোর্টের কাষ্টমস তেনাকে ধরুক "তরল সোনা" স্মাগলিংয়ের জন্যে। এতে তিনি তো যাবেনই আমাকেও সঙ্গ দিতে হবে তাকে লোহার শিকের ঐধারে। মাইয়া পোলারাও মনে হয় বাদ যাবেনা।
এই এক ঢিলে চার পাঁচ পাখি মারলেন তো ?
এতোকিছুর পরে আপনাকেই বা ছাড়ি কি করে ? বলবো হুকুমের আসামী আপনি। প্রমান এই ব্লগে, এইখানে।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
জুন বলেছেন: তরল সোনা পেয়াজ কি তরল নাকি! আর উনাকে বুঝি স্যুটকেসের ডালা উন্মোচন করতে হবে না! দেখবেন সোনার বারের চেয়েও পেয়াজ দেখে আমাদের কাস্টমস এর লোকেরা বেশি খুশি হবে স্যুটকেস ভর্তি পেয়াজ দেখে। পুরাটাই হাত সাফাই হয়ে যাবে। এমনকি খুশী হয়ে আপনাদের দুজনার হাতে দুটো আসল স্বর্নের বার ধরিয়েও দিতে পারে
আরেকবার এসে এমন একটি মজার মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ আপনাকে গাজী সাহেব
শুভকামনা রইলো।
৪৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: এই তো সেদিনও ২৫/৩০ টাকা করে পেঁয়াজ কিনতাম। তারপর ৩০/৪০ টাকা। হঠাৎ কি হলো, ক্যাঙ্গারুর মত লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে একেবারে আয়ত্বের বাইরে চলে গেল!
সুখের কথা, গিন্নীও রাজী হয়েছেন, পেঁয়াজ ছাড়া রান্না বান্না চালিয়ে যেতে, যতদিনে দাম না কমে! ফলে, রান্না যেমনই হোক, আমার কোন উচ্চবাচ্য থাকে না।
হাবিব স্যার এর কাব্যটা দারুণ হয়েছে। আপনার প্রতিমন্তব্যটাও!
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
জুন বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ রইলো খায়রুল আহসান। আসলেই পেয়াজ যেন ক্রমশই নাগালের বাইরে চলে যাচ্ছে। আমিও অনেক কমিয়ে দিয়েছি এর ব্যবহার।৷
হাবিব স্যার এর মন্তব্য এমন কাব্যিকই হয়ে থাকে
শুভকামনা জানবেন।
৫০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: এখন থেকে মা.হাসান এর বাৎলে দেয়া পথটাই অনুসরণ করতে হবে বলে মনে হচ্ছে- পেঁয়াজের বদলে পেয়ারা!!
আশা করছি আর কিছুদিনের মধ্যে ইনিংস পরাজয় ঘটবে স্বপ্নবাজ - কি চমৎকার উত্তরটাই না দিলেন!
আমাকে যদি এই পিয়াজ কাটার চাকরি দিয়ে কানাডা নিতেন তাইলে আপনারও কত উপকার সাথে আমারও - ২৫ নং মন্তব্যটা পড়ে এ কথাটাই তো আমারও মনে হয়েছিল!!!
একজন মন্ত্রী বলেছেন, দেশের জনগণ যেখানে প্লেনে চড়তে পারেনা, সেখানে তিনি পেঁয়াজকে প্লেনে চড়িয়েছেন। আহা, কি তৃপ্তির ঢেকুর এ আহাম্মকটার!
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
জুন বলেছেন: মা হাসানের মত পেয়ারা না তবে কাচা পেপের ব্যবহার করছে ঝাল মুড়ি ওয়ালারা। আমি ঝোল ঘন করতে টমেটো পেষ্ট ব্যবহার করছি
আপনিও সোহানীর কাছে পিয়াজ কাটিং এর চাকরিটার জন্য আবেদন করতে পারেন। দেখেন শেষ পর্যন্ত কে ইন্টারভিউতে টিকে
হা হা হা ভালোই হবে। পিয়াজের দাম বাড়া উপলক্ষে যদি কানাডাতে জব পাই তবে দাম বাড়াই ভালো কি বলেন
সুন্দর ও আন্তরিক একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
৫১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০১
ডঃ এম এ আলী বলেছেন:
বিমানের ডিসএম্বারকেশন কার্ডে/ব্যগেজ রুলে আছে বীজ জাতীয় সতেজ কোন কিছু নেয়া যাবেনা, সাথে ফুল কিংবা ফলের কোন বীজ থাকলে পুর্বেই ঘোষনা দিয়ে তার কোয়ারেনটাইন করতে হবে ঘরে নিয়ে যাওয়ার আগে। একবার টিউলিপ ফুলের বড় পিয়াজের মত বীজ ( ভালব) নিয়ে দেশে যাওয়ার সময় ঘোষনা দিয়ে সেগুলি কোয়ারেনটাইন করে নিতে হয়েছিল ।এবার এত যে সতেজ পিয়াজ (এর মধ্যে কিছু পচাঁ আছে কিনা জানিনা) প্লেনে করে আসল সেগুলির কোয়ারেনটাইন হয়েছে কিনা সে সংংবাদ কোথাও দেখি নাই তবে শুনেছি সরাসরি আরতে উঠেছে। এর বিহীত কি হবে?
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
জুন বলেছেন: আমি নমপেন থেকে ঢাকা আসছি, থাইল্যান্ডের সুবার্নভুম এয়ারপোর্টে ট্রাঞ্জিট ছিল ৩ ঘন্টা । সেখানে ডিউটি ফ্রী শপ থেকে এক প্যাকেট কাজু বাদাম কিনেছিলাম। সেটা পাতলা প্লাস্টিকের ব্যাগে আমার হাতে ছিল। কোয়ারেন্টাইন ওয়ালা লাগেজের জন্য অপেক্ষারত আমার চারপাশে ঘুর ঘুর করতে করতে জানালো এটা আনা নিষেধ। বুঝলাম না রোস্টেড সেই কাজু কি ক্ষতি করবে! যাই হোক তার জন্য ৫০ টাকা জরিমানা দিলাম বেশি কথা না বলে কারন আমার স্যুটকেস ভরা নানা রকম প্ল্যান্ট ছিল ডঃ এম এ আলী ভাই সেগুলো নিরাপদেই আসলো।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ সাথে শুভকামনা।
৫২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
আমি তুমি আমরা বলেছেন: বুয়ার চুরি করার জন্য পেয়াজ!!!
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
জুন বলেছেন: দাম বাড়ুক আর কমুক বুয়াদের চুরি করার প্রিয় জিনিসই হলো পেয়াজ আমি তুমি আমরা
মন্তব্যে অনেক ধন্যবাদ।
৫৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
সৈয়দ সদানন্দ বলেছেন: সামুর একটা মার্কেটিং সিস্টেম থাকলে ভালো হত । পেঁয়াজের পাওটার বাজারে সুলভ মূল্যে নিয়ে আসা যেত । ভাবীরাও পেঁয়াজ পেসার ঝামেলা (কান্না ) থেকে মুক্তি পেত। অনেকে কান্না সহ্য করার ভয়ে পেঁয়াজে হাত দেয় না । তাদের হাত না দেয়াটা আমাদের কাছে পেঁয়াজহীন রান্না হয়ে উপস্থিত হয়! বলতে পারেনএটা আমাদের উন্নয়ন ।
৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
জুন বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন সৈয়দ সদানন্দ পিয়াজের পাউডার । আজ কই জানি পড়লাম দু চামচ বেসন পানিতে গুলে দিতে বলেছে পেয়াজের বদলে তাহলেই স্বাদে গন্ধে লা জবাব হয়ে ঊঠবে তরকারি
যাইহোক আমার ব্লগে স্বাগত জানাই। ভালো থাকুন আর সাথেই থাকুন।
৫৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২
জাহিদ হাসান বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
জুন বলেছেন:
৫৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন:
আপু, তেলে জিরা ছেড়ে দিয়ে পেঁয়াজ ছাড়া পাতাকপি ভাজি আমি।
দারুণ লাগে।
অনেক দিন পরে ব্লগে এসে আপনার পেঁয়াজ কথন ভালো লাগ।
শুভকামনাআপু।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০২
জুন বলেছেন: বহু বছর পর আপনি এলেন যেন অনেক দিন পর আমার ব্লগ বাগানে ফুল ফুটলো কামরুন্নাহার বিথী। ছিলেন কোথায়? আশা করি সপরিবারে ভালই ছিলেন আপু। আপনার পাতাকপি ভাজির কথা পড়ে বাসার মানুষকে বলছি তাড়াতাড়ি একটা পাতাকপি আনতে জিরা ফোড়ন দিয়ে রান্না করবো
আমার সামান্য লেখাটি ভালোলাগার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
৫৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
জুন আপা,
আপনার পেঁয়াজ গল্প পড়ে আনন্দ পেয়েছি। ধন্যবাদ সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য। পেঁয়াজ নিয়ে এত্তো বড় কান্ড হয়ে গেছে সপ্তাহ দশদিন আগে, যা লেখার সময় পাচ্ছি না। আর লেখার সময় হলে মন মানসিকতা থাকে না। দেখি আমি সময় সুযোগ করে লিখতে পারি কিনা।
আপা শুভ কামনা রইলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
জুন বলেছেন: জলদি জলদি লিখুন ঠাকুর মাহমুদ , আপনি লিখলে তো সেটি অত্যন্ত মনগ্রাহী হবে বলেই আমার বিশ্বাস । আমিতো শায়মার ভাষায় অং বং কিছু একটা লিখেছি মাত্র
মন্তব্যে অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইলো আপনার জন্যও
৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: অনিয়ন গ্রেভি
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
জুন বলেছেন: জী পেয়াজের দাম এখন মোটামুটি হাতের নাগালে।
তাই গ্রেভি খাওয়া যেতেই পারে আর্কিওপটেরিক্স
৫৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
অ্যানোনিমাস বলেছেন: জুনাপি
১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
জুন বলেছেন: আপনে!! এদ্দিন পর
৫৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
দেখতে এসেছিলাম নতুন পোষ্ট আছে কিনা ।
আজকের এটিএন টিভি নিউজে দেখলাম পাতা সহ
নতুন পেয়াজ ৪০ টাকা কেজিতে বাজারে বিক্রয় হচ্ছে।
মৌসুমী পেয়াজ বাজারে উঠা শুরু করলেতো মনে হয়
কৃষকের মাথায় হাত পড়বে । পিয়াজের উৎপাদন
ব্যয় কৃষক তুলতে পারবে কিনা তাতে সন্দেহ ,
সে সাথে পচনের ভয়ে গুদামে মজুদ পেয়াজ
যদি বাজারে নামতে শুরু করে অবস্থা গিয়ে
কোথাও দাঁড়াবে ভাবতেই গা শিহড়িয়া
উঠছে। পেয়াজ নিয়ে পোষ্ট আরো
একটি দেয়ার জন্য জন্য তৈরী
থাকতে পারেন ।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
জুন বলেছেন: সেটাই মনে হচ্ছে ডঃ এম এ আলী। পিয়াজ নিয়ে লেখা লেখি মনে হয় আগামী বছর পর্যন্ত চলবে
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৬০| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৫:৩১
মিরোরডডল বলেছেন:
সে প্রতিদিন এখান থেকে একটা করে নিক, তুমি শুধোশুধি পিয়াজ চুরির জন্য বুয়ার সাথে ক্যাট ক্যাট কইরো না, বুয়া পাওয়া অনেক কষ্ট"।
ভাইয়ার ভক্ত হয়ে গেলাম। অনেক কেয়ারিং
৬১| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৫:৩৭
মিরোরডডল বলেছেন:
ওমেরা এটা কি শোনালো??? এক সপ্তাহে দশ কেজি পেয়াজ লাগে ???
অন্য কোন খাবার না খেয়ে যদি শুধু মেইন মিল হিসেবে পেয়াজ খায়, তাওতো সপ্তাহে দশ কেজি লাগার কথা না
এটা কি ফান ছিলো, আমার বোঝার ভুল? নাকি সত্যিই তাই লিখেছে
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... আপু, অবস্থা তো মারাত্মক!