নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

পাখিরা কি করোনা ভাইরাসের জীবানু বহন করে?

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:০০


খোলা আকাশে উড়ে বেড়ানো পাখিরা কি করোনা ভাইরাসের জীবানু বহন করে কি না কেউ জানলে একটু কাইন্ডিলি জানাবেন।

একজন আমাকে জানিয়েছে বারান্দায় পাখিদের খাবার দেয়া বিপদজনক।

এই বিষয়ে কারো জানা থাকলে মন্তব্যের ঘরে জানানোর অনুরোধ করছি।

সবাই ভালো থাকুন আর সবাই সবার জন্য দোয়া করুন।
ইনশাআল্লাহ এই বিপদ থেকে শীঘ্রই আমরা সবাই মুক্তি পাবো।৷

ছবি সব আমার অতিথি পাখি এবং আমার মোবাইলে তোলা।

মন্তব্য ৮৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২১

ভুয়া মফিজ বলেছেন: এখন পর্যন্ত তো এমন কিছু দেখি নাই। আপনে দুর থিক্কা ওগো খাওন দ্যান। সামনে থাইকা বাইরা দেওনের কাম কি? :P

বাকী আল্লাহ ভরসা।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

জুন বলেছেন: না ভুয়া সামনে মোড়ায় বইসা বাইড়া দিয়া খাইতে দেইনা সাথে হাত পাংখা নিয়া। কিন্ত উনারা তো গ্রিলের বাইরে ডালের সাথে বেধে দেয়া প্লেটে খায়। সেখান থেকে তাদের হাচি কাশির মধ্যে দিয়ে সংক্রমিত হই কি না সেটাই চিন্তার বিষয় /:)
প্রথম মন্তব্যের জন্য মেলা ধন্যবাদ রইলো।

দাওয়াত দিছিলেন আমিও তা রক্ষা করছি কিন্ত উপযুক্ত সন্মান পাই নাই #:-S পরের বার দাওয়াতে যাবার আগে ভাবতে হপে ;)

২| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২১

জেন রসি বলেছেন: "Most recently, Group 3 coronaviruses have been detected in greylag goose (Anser anser), mallard duck (Anas platyrhynchos) and pigeon (Columbia livia)."

সাবধান থাকাই ভালো। আর আমাদের দেশে এসব নিয়ে গবেষণা হচ্ছে বলে মনে হয়না। পশু পাখি সক্রমিত কিনা তা বলাও যাচ্ছেনা সেভাবে।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫২

জুন বলেছেন: অনেক অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুউব ভালোলাগলো জেন রসি। কেমন আছেন? কোথায় আছেন? বলেন ভালো আছেন তো?
যাই হোক আপনার দেয়া ততথ্যগুলো আমিও দুদিন আগে দেখেছি। তাই এই তথ্য আর একজন শুভাকাঙ্ক্ষীর বারণে বড় ভয় হচ্ছে। কিন্ত অনেক মায়া লাগছে ওদের জন্য। বারান্দায় কেউ গেলেই ঝাপ দিয়ে পরছে গ্রীলে। দুটো জংলী কবুতরও আছে এর মাঝে। এর জন্যই ভয় হচ্ছে বেশি।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো সাথে শুভকামনাও।

৩| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: 'করনা' ভাইরাস শুধু মানুষদের আক্রমন করে। পশু পাখিদের নয়।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৮

জুন বলেছেন: আমিও তো তাই জানতাম রাজীব নুর। এখন তো বিভ্রান্ত :(
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রইলো।

৪| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৩

ফয়সাল রকি বলেছেন: ব্যাপারটা আসলেই চিন্তার। দেখা গেলো পাখি বহনকারী হলে আমরা ঝাঁকে ঝাঁকে পাখি মারা শুরু করে দিলাম :(

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৩

জুন বলেছেন: পাখি মারার কথা শুনেই তো খারাপ লাগছে ফয়সাল রকি। কিন্ত আমরা তো অসচেতন। পাখি মারার পর তাদের সঠিক ভাবে মাটি চাপা না দিলে সেই মৃতদেহ থেকে আরো ভয়ংকরভাবে রোগ ছড়িয়ে যাওয়ার আশংকা থাকে।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পাখিরা করোনা ভাইরাসের জীবানু বহন করে বলে মনে হয় না। কারণ, এ পর্যন্ত দেশি বিদেশী কোন মিডিয়া বা সূত্র থেকে এরকম শুনিনি। কোন মেডিক্যাল সাইন্টিস্ট বা ডাক্তারের থেকেও শুনিনি। তারপরেও ১ নং কমেন্ট মোতাবেক চলুন। আশা করি, সমস্যা হবে না।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৬

জুন বলেছেন: হেনা ভাই আমিও শুনিনি। করোনা বিষয়ে অনেক কিছু দেখে আর পড়ে মনে হয়না আমার প্রিয় পাখিরা এত্ত খারাপ। কি ভাবে যে ডাকতে থাকে চোখে না দেখলে বিশ্বাস হয় না। ওদের জন্য ফিড ছাড়াও বিভিন্ন ফলমুল ঘরে আছে। ভয় হয় বাতাসে ভেসে আসে যদি ভাইরাস সত্যি তারা বহন করে থাকে। আর কোন ভাইরাস ভয় পাচ্ছি না করোনাকে ছাড়া :-&
অনেক অনেক ধন্যবাদ হেনা ভাই। পরিবারের সবাই আর স্পেশাল নাতনীকে নিয়ে নিরাপদে থাকুন।

৬| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সতর্ক থাকা উচিৎ সব কিছু থেকে ।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৯

জুন বলেছেন: সতর্ক থাকছি মোটামুটি অনেক কিছু থেকেই জানিনা কতটা সফল হচ্ছি। কিন্ত পাখিগুলোর জন্য ভীষণবমায়া লাগছে সেলিম আনোয়ার।
সালমানকে নিয়ে নিরাপদে থাকুন সবসময়।

৭| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৩

ভুয়া মফিজ বলেছেন: এইটা দেখেন view this link

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১১

জুন বলেছেন: দেকছি কিন্ত এই লিংকে বুলবুলি শালিক চড়ুই করোনা ভাইরাস বহিন করে কি না তা লিখে নাই ভুয়া। তারপরও এত্ত কষ্ট করছেন তার জন্য রাশি রাশি ধন্যবাদ :)

৮| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪০

ঢাবিয়ান বলেছেন: Coronavirus 'unlikely' to have human-to-animal transmission, experts say

তবে সতর্ক থাকা ভাল

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১২

জুন বলেছেন: ঢাবিয়ান হিউম্যান টু এনিম্যাল হলেতো প্রব নেই কিন্ত ভাইসভার্সা হলেই তো বিপদ। তারপর ও আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো।

৯| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:০০

নজসু বলেছেন:


আমার বাজরিগার আর টিয়া আছে।
চিন্তার বিষয়!

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫

জুন বলেছেন: আমিও চিন্তায় পড়ে গেলাম নজসু /:)
তবে খাচায় বন্দী পাখি দেখলে আমার খুব খারাপ লাগে। আমারগুলো সব আকাশে উড়ে বেড়ানো উন্মুক্ত পাখির দল। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। নিরাপদে থাকবেন।

১০| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:২০

একাল-সেকাল বলেছেন:
বাতাস ছাড়া সবা-ই বহনকারী

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: জী সেটাই পড়লাম, কাচ, কাগজ, কাঠ, কাপড়, প্লাস্টিক, তামা,পিতল, লোহা মাটি কিছুই বাদ নেই। তবে মাধ্যম লাগবে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১১| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

রূপম রিজওয়ান বলেছেন: view this link

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: অনেক ধন্যবাদ লিংক দেয়ার জন্য।

১২| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৯

রূপম রিজওয়ান বলেছেন: "When it comes to pet birds, at this time, there is no evidence to support that it could transfer to them. Given that birds and mammals are two largely different groups and the virus is not even transferring well between mammal species at this time, it is unlikely to be a problem for birds. As previously mentioned, coronaviruses are usually species-specific. This makes it more likely that the virus cannot spread from humans to pet birds."

২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৭

জুন বলেছেন: আপনার মন্তব্যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম দেখা যাচ্ছে। মানুষ থেকে পাখিতে ট্রান্সফার হচ্ছে কিন্ত পাখি থেকে মানুষে আসছে কি না এটাই চিন্তার বিষয় রূপম রিজওয়ান। অনেক ধন্যবাদ রইলো মন্তব্যের জন্য ।

১৩| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৯

পদ্মপুকুর বলেছেন: গত সপ্তাহে আমার বারান্দায় একটা বুলবুলি এসে বাসা করেছে...

২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৪১

জুন বলেছেন: খুব ভালো লাগলো শুনে পদ্মপুকুর :)

১৪| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০০

ভুয়া মফিজ বলেছেন: অনেকগুলি আর্টিকেল পড়লাম এই ব্যাপারে। সবগুলির লিঙ্ক আপনেরে দেওনের কোন মানে নাই।

মূল কথা হইলো, বারান্দায় গিয়া খাওন দিয়া ঘরে আইসা ভালো কইরা হাত ধুইবেন। সবচেয়ে ভালো হইলো, অন্য কামে ওই বিশেষ বারান্দায় গেলেও হাত ধোয়া। তয় খাওন দেওয়া বন্ধ কইরেন না। এইটা আল্লাহর খুবই প্রিয় একটা কাম আপনে করতাছেন।

দাওয়াত দিছিলেন আমিও তা রক্ষা করছি কিন্ত উপযুক্ত সন্মান পাই নাই খোলাসা কইরা কইলে বুজতে সুবিদা হইতো!! :)

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৬

জুন বলেছেন: আমি বড় দ্বিধা দ্বন্দ্বে আছি ভুয়া এই ব্যাপারটা নিয়ে। এক বেলা করে দিচ্ছি। আমার কাজিন আমেরিকা থাকে সে তার বাগানে পাখীদের জন্য অনেকগুলো খাবারের ব্যবস্থা করেছে, কিন্ত সেগুলো এখন কাঠবিড়ালির অধিকারে। তাড়িয়েও কুল পাচ্ছেনা। আমরা বল্লাম তুমি ওদের তাড়িও না, ওরাও দেখতে ভীষণ কিউট, আর নিরীহ একটি প্রানী।
যাক আল্লাহ ভরষা দেখি কি হয়।
শেষ লাইন হলো ডাইকা টাইকা নিয়া যান তবে আমার মন্তব্যগুলোর উত্তর দিতে আপনি অনেক দেরি করেন /:)

১৫| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: অতীতের বার্ড ফ্লু বিষয় মনে আছে নিশ্চয়ই । খুব সতর্ক থাকা চাই ।

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:২০

জুন বলেছেন: বার্ড ফ্লুর কথা আমার খুব মনে আছে সেলিম আনোয়ার। ওই সময় আমরা চীন বেড়াতে গিয়েছিলাম। স্ক্রিনিং এর জন্য বেইজিং এয়ারপোর্টে যে বিশাল লম্বা লাইনে দাড়াতে হয়েছিল তা বলার নয়। তার উপর আমার গায়ে ছিল হাল্কা হাল্কা জ্বর। মনিটরের দিকে তাকাতেও ভীষণ টেনশন হচ্ছিল।
তবে কথা হলো বার্ড ফ্লু পুরাই বার্ড থেকে আর এই করোনা যে কি থেকে শুরু সেটাই রহস্য।
ভালো থাকুন সবসময়।

১৬| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষের গোস্তের মজা একবার পাইলে আর কে পাখি-টাখি খাইবে?

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:২২

জুন বলেছেন: মানুষের গোস্তের মজা একবার পাইলে আর কে পাখি-টাখি খাইবে?
:-*

১৭| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সতর্কতা অবলম্বন করাই শ্রেয়।

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: আন্তরিক দুঃখিত নেওয়াজ আলী আপনার মন্তব্যটি চোখ এড়িয়ে যাওয়ার জন্য । আসলে সারাদিন এত ব্যস্ততা আর টেনশনে কাটে যে কোন কিছুতেই ১০০% মনযোগ দিতে পারছি না ।
সতর্কই আছি । আপনিও ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে গৃহবন্দী হয়ে ।

১৮| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

ভুয়া মফিজ বলেছেন: দেকছি কিন্ত এই লিংকে বুলবুলি শালিক চড়ুই করোনা ভাইরাস বহিন করে কি না তা লিখে নাই ভুয়া। না, তা লেখে নাই, তয় ওয়াইল্ড বার্ডের রিস্ক নিয়া কিছু সাধারন জ্ঞানের কথা কইছে, তাই দিছি আর কি!!! :)

এইগুলি জানলে করোনাও খুব একটা সুবিদা করতে পারবো না বইলা আমার মনে হইলো।

২৫ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

জুন বলেছেন: তারমানে আমাকে আপাতত বার্ড ফিডিং বন্ধ রাখতে হবে ভুয়া।
আচ্ছা আপনি কি হিচককের বিখ্যাত ম্যুভি "বার্ড" দেখেছেন? নিরীহ পাখিও যে কত হিংস্র হতে পারে তা এই ছবিতে দেখেছিলাম। ডলবি সাউন্ড সিস্টেম সহ বড় পর্দায় এই ছবি দেখে গা শিউড়ে উঠেছিল।
আমারে হিচককের কনটেমপোরারি ভাইবেন্না ভুয়া :``>>
আরেকবার এসে সদুপদেশ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো। শুভকামনা অনেক অনেক।

১৯| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আল্লাহপাক তুমি আমাদের রক্ষা করো। তুমিই এখন একমাত্র ভরসা।

২৫ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৭

জুন বলেছেন: আপনার মত আমিও এই পৃথিবীতে যত প্রান আছে তাদের সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য দুয়া করছি রাজীব নুর। আরেকবার এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

২০| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


ভাইরাসে অনেক দেশে অনেক পাখী মারা গেছে, বন্য পাখীরা মানুষের থেকে দুরত্ব বজায় রাখে; ফলে, চিন্তিত হওয়ার দরকার নেই।

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৬

জুন বলেছেন: জী আমিও শুনেছি পাখিরা অসুস্থ বা মৃত্যুর সময় হলে দলবল আর লোকালয় ছেড়ে অনেক অনেক দুরে চলে যায়। মানুষের মত তারা আহাম্মক না যে নিজের রোগ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বিদেশ থেকে রোগ এনে হাটে বাজারে ছড়িয়ে দেয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। উত্তর দিতে দেরীর জন্য আন্তরিক দুঃখিত।

২১| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

আহমেদ জী এস বলেছেন: জুন,




বড় বেকায়দায় ফেলা পোস্ট!

২-৩দিন আগে নেটে কোথায় যেন পড়েছিলুম, করোনায় কি কি খাওয়া ইমিউন সিস্টেমকে বুষ্টআপ করবে, কি কি খাওয়া নিষেধ। সেখানে লেবু, কমলা, আদা, রসুন ইত্যাদি বেশী করে খাওয়ার পাশাপাশি মুরগী খেতে বারন করেছে কারন মুরগী পাখী জাতীয় প্রানী তাই। সেখানে বাদুর এর প্রসঙ্গও তুলেছে। গরুর ও খাসির মাংশ খাওয়া যেতে পারে মুরগীর বদলে।

সবকিছু মিলাইয়া হযবরল হৈয়া গ্যাছে বৈল্লা আন্নেরে কি উপদেশ দিমু কইবার পারতাছিনা.............. :(

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:০১

জুন বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে জবাব দেয়ার জন্য। আসলে ল্যাপটপ না আনার কষ্ট হাড়ে হাড়ে টের পাচ্ছি।
মুরগী না খাওয়া নিয়ে আমাদের আর ভারতেই হৈচৈ হচ্ছে কিন্ত এখানে সুপার শপ গুলোতে তো বরাবরের মতই প্রচুর মুরগী বিক্রী হচ্ছে তাও আবার ব্রয়লার। আসলেই হযবরল অবস্থা। কে কাকে কি উপদেশ দিবে তা নিয়ে সবার মাথাই আউলা।
যাইহোক ভালো থাকুন সবসময় এই প্রত্যাশা রইলো।

২২| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

রিফাত হোসেন বলেছেন: এসবের জন্য আমি https://www.who.int/ অনুসরণ করে থাকি। ভরসা পাই আর কি।

তাদের বক্তব্য
Can I catch COVID-19 from my pet?
While there has been one instance of a dog being infected in Hong Kong, to date, there is no evidence that a dog, cat or any pet can transmit COVID-19. COVID-19 is mainly spread through droplets produced when an infected person coughs, sneezes, or speaks. To protect yourself, clean your hands frequently and thoroughly.

WHO continues to monitor the latest research on this and other COVID-19 topics and will update as new findings are available.

২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫০

জুন বলেছেন: রিফাত হোসেন
আন্তরিক দুঃখিত মন্তব্যের উত্তর দিতে দেরী হলো বলে। আমি আসলে পাখিগুলোকে খাচায় রেখে পালছি না। এরা স্বাধীন। আমি বারান্দার গ্রিলের বাইরে খাবারআর পানি দিয়ে রাখি। ওরা যে যার মত এসে খেয়ে দেয়ে যায়। এরা কি বার্ড ফ্লুর মত করোনা ভাইরাস ছড়ায় কিনা এটাই আমার জানার বিষয় ছিল। যাই হোক সবার মন্তব্যে বোঝা গেল যে এদের সাথেও স্যোশাল ডিস্টেন্স মেইন্টেন করতে হবে অর্থাৎ দুর থেকে তাদের পাত্রে খাবার দিতে হবে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।

২৩| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মলাসইলমুইনা বলেছেন: জুন,
বাদুড় ম্যামাল হলেও পাখিইতো - তাই না ? আপনার বাসার আসে পাশে বাদুড় নেই তো আবার ! আপনারতো আবার বারান্দায় পাখি এলেই আপ্যায়নের অভ্যেস ! বাদুড় উড়ে এলে কিন্তু আবার খাবার এগিয়ে দিতে যাবেন না ।এই সময়ের জন্য খুবই দুশ্চিন্তার একটা হবি আছে কিন্তু আপনার । বাদুড় থেকেইতো মনে হয় এলো এই ভাইরাস ।আপাতত স্থল (Pangolin কিন্তু কোভিড ১৯ ছড়ায় !) অন্তরীক্ষের দু পেয়ে, চার পেয়ে বা দুই পাখা বিশিষ্ট সব প্রাণী থেকেই সাবধান । আপ্যায়নের মাধ্যমে সবাইকে খুশি করাই রেওয়াজ । পক্ষিকুলকে আপ্যায়ণ করতে যেয়ে ব্লগ কমিউনিটিকে বেখুশি আর দুশ্চিন্তাগ্রস্থ করবেন না ।

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৩

জুন বলেছেন: : প্রিয় ব্লগার মলাসইলমুনা,
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেল বলে। কি যে এক পেরেশানির ভেতর ফিয়ে সবাই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক এই ভয়ানক দানবের হাত থেকে যা অসতর্কতায় বোতল থেকে বেরিয়ে এসেছে।
যাই হোক সবার মন্তব্যে বোঝা গেল যে এদের সাথেও স্যোশাল ডিস্টেন্স মেইন্টেন করতে হবে অর্থাৎ দুর থেকে তাদের পাত্রে খাবার দিতে হবে।
আন্তরিক ধন্যবাদ রইলো মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।

২৪| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি, সব পাখীকে নিয়েতো পরিক্ষা করা হয়নি। সাবধানে দিবেন। ওরাতো বারান্দা থেকেই খায় তাতে সমস্যা হবার কথা না। সবাইকে আল্লাহ রক্ষা করুন।

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১২

জুন বলেছেন: সুজন আপনার কথায় একটু সাহস পেলাম। একটু দুরত্ব বজায় রেখেই দিচ্ছি আর বারের পরিমানও কমিয়ে দিয়েছি। মায়া লাগে যখন এসে মুখ বাড়িয়ে ডাকাডাকি করে গ্রীলের বাইরে ডালের উপর বসে।
উত্তর দিতে দেরীর জন্য আন্তরিক দুঃখিত। ভালো থাকুন যেখানেই থাকুন।

২৫| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আপু পোস্ট ও মন্তব্যগুলো পড়লাম। বেশ কিছু লিংকও দেখলাম।সময়ে-সময়ে খাওয়ার দেয়া একেবারেই নিরাপদ নয় বিষয়টি পরিষ্কার। তবে আপনার যেহেতু হবি কাজেই কিছু বলার নেই। সাবধানতা অবলম্বন শ্রেয়।

শুভেচ্ছা নিয়েন।

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৪

জুন বলেছেন: পদাতিক অনেক দুঃখিত মন্তব্যের উত্তর দিতে দেরী হলো বলে। আসলে ফোন দিয়ে লিখতে কষ্ট।
যাই হোক তারপর ও আমার পাখিগুলোকে খাবার না দিয়ে পারছি না। এমন করে ডাকাডাকি করে যে মুখ ফিরিয়ে রাখা যায় না। তবে বার বার না দিয়ে দু বার দিচ্ছি আর দুর থেকে মানে স্যোশাল ডিস্টেন্স মেইনটেইন করছি ;)

২৬| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



নভেল কোরোনা ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে যা এখনো উত্তরহীন রয়ে গেছে, তবে চীন-ভিত্তিক গবেষকরা বলেছেন যে তারা মনে করেন প্যাঙ্গোলিন - পিঁপড়া খাওয়া একটি ক্ষতিকারক প্রাণী হতে এই
ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল।


মেডিকেল নিউজ টুডে সম্প্রতি নতুন ভাইরাসটি সম্পর্কে একটি বিস্তৃত ফিচার প্রকাশ করেছে,
যা ব্যাখ্যা করে যে করোনা ভাইরাসগুলির জন্য বাহক হল বাদুড় ।


তবে এখন বলা হচ্ছে বাদুড়ের মাধ্যমে সরাসরি ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কম কেননা বেশিরভাগ এমনতর
ভাইরাস যথা SARS এবং MERS এর মত রোগের জীবানু বহনের জন্য পাখী নয় বরং দায়ী ছিল কিছু চতুষ্পদি
প্রাণী । SARS এর জন্য দায়ী করা হয় সিভেট বিড়ালকে , অন্যদিকে মরুভুমির উট নাকি MERS এর জীবানু ছড়িয়ে
দিতে সহায়তা করেছিল।

যাহোক, হতে পারে পাখীর মাধ্যমেই খুব সহজেই রোগ জীবানু বহন বেশ সহজ, যেহেতু পাখী আনেক সময় পচা বাসি খাবার খায় কিংবা তাদের সংশ্পর্শে যায় তাই এগুলির সাথে সরাসরি সংস্পর্শে না যাওয়াই ভাল বলে মনে হয়্। তবে এখন দেখা যায় এই করোনা ভাইরাসটির প্রসারের জন্য চতুষ্পদী প্রাণী কিংবা ডানাওয়ালা পাখীর চেয়ে দ্বিপদী অসচেতন মানুষই বেশী দায়ী । তাইতো এখন দুনিয়া জুরে মানুষই বলতে গেলে এখন পিঞ্জরে আবদ্ধ হয়ে রয়েছে । আর কতদিন যে মানুষকে পিঞ্জরাবদ্ধ থাকতে হবে তা আল্লাই জানেন । তবে এটা অনেকটাই নিশ্চিত যে করোনা ভাইরাস প্রতিরোদক টিকা আবিস্কৃত হলেও তা বিভিন্ন ধরণের পরীক্ষা ও মানবদেহে প্রয়োগের সফল পরীক্ষা নিরীক্ষার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নিয়ে বাজারে আসতে কম পক্ষ্যে ১২ থেকে ১৮ মাস লেগে যেতে পারে । ততদিন আমাদেরকে হয়তবা বিবিধ রকমের কঠীন নিয়মচারিতার মধ্যে থেকে পিঞ্জরেই ( নীজ গৃহে) আবদ্ধ থাকতে হতে পারে। দোয়া করি আল্লাহ সকলকে রক্ষা করুন।

আপনি সহ পরিবারের সকলের সুস্থতার জন্য রইল শুভকামনা ।

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

জুন বলেছেন: প্রথমেই দুঃখ প্রকাশ করছি অনিচ্ছাকৃত দেরীর জন্য প্রিয় ব্লগার ডাঃ এম এ আলী।
মনে আছে বেশ কয়েক মাস আগে আর্জেন্টিনীয় উপকথার অনুবাদ করেছিলাম এই প্যাংগোলিন বা বনরুই যা আর্জেন্টিনার লোকেদের কাছে কুইরকুঞ্চো নামে পরিচিত। এই নিরীহ প্রানীইটিই আজ বিশ্বব্যাপী বিধ্বংসী মহামারী করোনা ভাইরাস এর জন্য দায়ী বলছেন কিছু কিছু বিশেষজ্ঞরা। কেউবা বলছে বাদুর। আমি বলতে চাই আমরা এই মানুষরাই তার জন্য দায়ী। কারন তারা আমাদের সংস্পর্শে আসেনি, আমরা নিয়ে এসেছি তাদের খাবারের টেবিলে। জঘন্য এই খাদ্যাভাসের জন্য চীনারা অনেক আগে থেকেই সুপরিচিত। যাক তাদের কথা। এখন পাখিদের ছড়ানো সার্স, বার্ড ফ্লু এভিয়ান ফ্লু নানা নামে এসে দুনিয়ায় আলোড়ন তুলেছে। কিন্ত করোনার মত বিধ্বংসী হয়নি কোন ভাইরাসই।
আপনাদের সবার উপদেশ শিরোধার্য করে পাখির খাবার দেয়ায় যথাসাধ্য সাবধানতা অবলম্বন করছি।
তবে বারান্দার বাইরে তাদের জন্য বেধে দেয়া ডালে বসে ডাকাডাকি শুনলে আর চুপ করে থাকা যায় না। কবে যে এই মারনরোগ দুনিয়া থেকে বিতাড়িত হবে সেই অপেক্ষায়।
আপনিও ভালো থাকুন সবাইকে নিয়ে। সাবধানে থাকুন ঠান্ডা থেকে। আর আমাদের জন্য ও দোয়া করবেন।

২৭| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: আয় হায় আমার তো চড়ুই ও আছে ঘুলঘুলি তে আবার বাসায় পোষা বেড়াল কুটুমিয়া !!!

আল্লাহ সহায় আপু ।

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫০

জুন বলেছেন: অনেক অনেক দুঃখ প্রকাশ করছি মনিরা অনিচ্ছাকৃত এই দেরীর জন্য। আশাকরি সাহেব বিবি চড়ুই আর কুটুমিয়াকে নিয়ে নিরাপদেই আছো। ভালো থেকো অনেক অনেক।

২৮| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:২১

সচেতনহ্যাপী বলেছেন: আমি বরাবরই আমার সানসেটে কবুতরদের খাবার দিয়ে থাকি "এসব" না ভেবেই

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: আমিও দেই সচেতনহ্যাপি :`>
অনেক পাখি আমার হাত থেকে খায়। তবে এখন আর এসবের মাঝে যাই না, ভয় হয়।
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালোলাগলো। আশাকরি ভালোই ছিলেন। ভালো থাকুন সবসময়।

২৯| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:৩৮

শের শায়রী বলেছেন: জুনপা, আপনি আইজকা পাখিগো নিয়া পোষ্টাইছেন ওদিকে পাখিগুলা একটায় আর একটারে কইতাছে, "আচ্ছা জুনপা যে আমাগো খাওন টাওন দেয়, মানুষটা খুব ভালা, কিন্তু ধারে যাওনের দরকার নাই, খাওন দিয়া উনি ৩ ফুট সইরা গেলে খাবার খাবি, উনাগো জাতির মাঝে কি যেন একটা রোগ হইছে, ছোয়াইচা, একটু দূরে দূরে থাকিস। তয় মানুষ টা অনেক মায়াবতী আমাগো লাইজ্ঞা অনেক টান কিন্তু জানডা আগে।" :P

আমি পাখিদের এই ঘটনা কেমনে জানলাম জানেন? না কমুনা ওইডা সিক্রেট আমার আর পাখিদের মাঝেই থাকুক :)

জাষ্ট কিডিং আপা। ভালো থাকুন। সাবধানে থাকুন।

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: শের শায়েরী আমি জানি পাখিদের আলাপ সালাপ আপনি কি ভাবে জেনেছেন। নীচে লিংক দিলাম মিলিয়ে দেখেন সত্যি বলছি কি না :)
https://www.somewhereinblog.net/blog/June/30225842
আপনিও ভালো থাকুন আর সাবধানে। আমিও চেষ্টা করছি আপ্রাণ।

৩০| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:৪২

কাছের-মানুষ বলেছেন: করোনা ভাইরাস পাখিরা বহন করে কিনা আমি এখনো কোন কিছুতে পাইনি, তাছাড়া বিশেষজ্ঞরা পাখি বহন করলে অবশ্যই সতর্ক করত।

তবে প্রথম বিশ্ব যুদ্ধের সময় এক মহামারি দেখা দিয়েছিল, তখন পৃথিবী এখনকার মত এত উন্নত ছিল না, সেই সময়ে পৃথিবীর কোন দেশ এই তথ্য জনসম্মুখে আনেনি মনবল ভেঙ্গে যাবে দেখে মানুষের কারণ তখন এমনিতেও যুদ্ধে মানুষ মরছিল, একমাত্র স্প্যানিজরা শীকার করেছিল তাই একে স্প্যানিজ ফ্লু নামেও ডাকা হয়, এই স্প্যানিশ ফ্লু সম্ভবত পাখির মাধম্যে ছড়িয়েছিল। এই মহামারীর স্থায়িত্ব ছিল ১৯১৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত।



৩১ শে মার্চ, ২০২০ রাত ১১:১১

জুন বলেছেন: স্প্যানিশ ফ্লু ছাড়াও আরো কত ফ্লু পাখির মাধ্যমে ছড়ালো। এই সব নিরীহ পাখিরাও যে মানুষের জীবন সংশয়ের কারন হয়ে দাড়াতে পারে তা ভাবতেও ভয় হয়। সাবধানে থাকছি এখন। মন্তব্যের উত্তর দিতে দেরী হলো বলে আআন্তরিক দুঃখিত।

৩১| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৩:৫৫

সোহানী বলেছেন: ছড়ায় নাকি ছড়ায় না ওটা নিয়া চিন্তা বাদ দিয়ে ক'দিন একটু দূরে থাকেন। আর ভুয়া মফিজের মতো বলি আদর যত্ন করেন ভালো কথা বাট দূর থেইকা করেন। আপাতত: তাদের ডাইনিং টেবিলটা ঘরের বাহিরে রাখেন ;)

৩১ শে মার্চ, ২০২০ রাত ১১:১৩

জুন বলেছেন: জী আপনাদের কথা শুনে আমি এখন দুরে দুরেই থাকছি সোহানী :(
মন্তব্যের উত্তর দিতে দেরী হলো বলে আন্তরিক দুঃখিত।

৩২| ২৫ শে মার্চ, ২০২০ ভোর ৬:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:




করোনা ভাইরাসে সাবধান থাকার অসংখ্য নিউজ আর্টিকেল ও টিভি চ্যানেলে সতর্ক বার্তা দেখে যা জানতে পেরেছি করোনা কি থেকে কিভাবে হয়েছে তা এখনো “মনে হয়” পর্যায়ে আছে। ভবিষ্যতেও সম্ভবত “মনে হয়” পর্যায়েই থেকে যাবে।

যাইহোক পশু পাখিদের খাওয়াতে পারা ভাগ্যের বিষয় এটি সবাই পারেন না। তাছাড়া জানালার বাইরে খাবার দিচ্ছেন এটি একটি বড় বিষয়। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, অসুস্থ পাখি খুব সেনসেটিভ হয়। অসুস্থ (বন্য) পাখি খাবার গ্রহণ করে না এবং লোকালয় থেকে যথা-সম্ভব দুরে থাকতে চেষ্টা করে। তারপরও নিজের আস্থার জন্য সাবধান থাকতে দোষ কি?

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

জুন বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরীর জন্য আন্তরিক দুঃখিত ঠাকুর মাহমুদ । সারা পৃথিবীর এই বিপর্যয়ে সব কিছুর শিডিউল যেন এলোমেলো হয়ে পরলো । যাই হোক আপনাদের পরামর্শ মেনে আমি খানিকটা দুরত্ব রেখেই পাখীদের খাবারের ব্যবস্থা করছি ।

অসুস্থ পাখি খুব সেনসেটিভ হয়। অসুস্থ (বন্য) পাখি খাবার গ্রহণ করে না এবং লোকালয় থেকে যথা-সম্ভব দুরে থাকতে চেষ্টা করে। আপনার এই কথাটির উত্তরে বলি দু বছর আগে যখন তৃতীয়বারের মত সুন্দরবন ভ্রমনে যাই তখন ছোট নৌকা করে গাইড আমাদের খালের ভেতরে নিয়ে যাচ্ছিল । তখন পাখিদের সম্পর্কে মাঝি বলেছিল যে কোন পাখি যদি অসুস্থ হয় তখন তারা নিজেরাই বনের অনেক গভীরে চলে যায় মৃত্যুর প্রতীক্ষায়। গা শিউড়ে উঠেছিল শুনে ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।ভালো থাকুন এই দুর্যোগে এটাই হোক আমাদের সবার প্রতি সবার কামনা ।

৩৩| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

কূকরা বলেছেন: এইসব বেকুব পাখ পাখালি থেইকা দূরে থাকেন। এইগুলারে খাবার দিতে হইলেও সাবধানতা অবলম্বন করেন। আপাতত সাবধানের মাইর নাই।

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

জুন বলেছেন: এইগুলারে খাবার দিতে হইলেও সাবধানতা অবলম্বন করেন। আপাতত সাবধানের মাইর নাই।
জী আপনার উপদেশ শিরোধার্য্য কুকরা । এজন্য কুকরাদেরও খাবার দেয়া বন্ধ করে দিয়েছি :(
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩৪| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: পুরো ভারতবর্ষ আজ রাত বারোটা থেকে আগামী একুশদিন পর্যন্ত লকডডাউন ঘোষণা করা হয়েছে।

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: হু এই লক ডাউনের মাঝে একেবারে শাট ডাউন হয়ে বসে আছি । এরই মাঝে ব্লগ যেন আমাদের এক ফালি খোলা জানালা ।
ভালো থাকুন রাজীব নুর বাড়ীর সবাইকে নিয়ে ।

৩৫| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪০

শায়মা বলেছেন: দূর থেকে খাবার দিয়ে দিলেই ভালো মনে হয়। কিছুই তো বলা যায়না। কেউ বলতেও পারবেনা ঠিক ঠাক কই থেকে যে ছড়াচ্ছে এই বদমাইস ভাইরাস!! আল্লাহ জানে ......

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: শায়মা বহু বহু দিন পর তোমাকে ব্লগে দেখছি তাও আবার আমার পোষ্টে । খুব খুশী হয়েছি বৈকি । ব্লগে পুরানো বলতে আছি আমরা সবেধন নীলমনি দু চারজন তাও যদি হারিয়ে যাও সেটা কি ঠিক ।
যাই হোক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিও আর ভালো থেকো ।

৩৬| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৭

করুণাধারা বলেছেন: পাখিদের ছবি খুব সুন্দর হয়েছে।
আকাশে ওড়া পাখি করোনা ভাইরাস ছড়ায় কিনা জানিনা, কিন্তু কয়েকদিন আগে কোথাও পড়েছি, মহামারী আকার নিলে এটা হাঁস মুরগিতেও ছড়াবে, তাই মুরগি খাওয়া ঝুঁকিপূর্ণ!!

আসলে অবস্থা যে কী, তাইতো বুঝতে পারছি না। :( এখন শুধু দোয়া করা ছাড়া আর করার কিছু নাই।

ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাইখেন।

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: করুনাধারা দুঃখিত জবাব দিতে এত দেরী হলো বলে । আসলেও গোটা বিশ্ব কনফিউসড কোথা থেকে আসলো এই মারণ ভাইরাস আর কবেই বা শেষ হবে এর মরণ কামড় । সত্যি ভীষন টেনশনেই আছি । সব কিছু যেন ওলট পালট হয়ে গেল দুনিয়াতে ।
আপনিও আমাদের জন্য দোয়া করবেন । আমি তো পৃথিবীর কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠির জন্য দোয়া করি না , আমি দোয়া করি এই দুনিয়ায় মহান আল্লাহ তালার প্রতিটি সৃষ্টির জন্য । ভালো থাকুন নিরাপদে থাকুন ।

৩৭| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: মানুষ বাচলে পশু পাখি বাঁচবে।
আবার পশু পাখি বাচলে মানুষ বাঁচবে।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:০০

জুন বলেছেন: মানুষ বাচলে পশু পাখি বাঁচবে।
আবার পশু পাখি বাচলে মানুষ বাঁচবে।

সহমত রাজীব নুর । আরেকবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩৮| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৮

ভুয়া মফিজ বলেছেন: তারমানে আমাকে আপাতত বার্ড ফিডিং বন্ধ রাখতে হবে ভুয়া। বন্ধ করার কোন কারন দেখি না। আপনের বার্ড ফিডিং যদি আমি আমার মতো কইরা ভিজ্যুয়ালাইজ করি, তাইলে কোন সমস্যাই নজরে আসে না। বাকী আপনের মর্জি।
আলফ্রেড হিচককের "বার্ড" দেখছি। ওইটা মনে কইরা ভয় পাওনের কিছু নাই। আমাগো দেশের পাখীরা ছোটখাটো এবং ভদ্র। :)

ডাইকা টাইকা নিয়া যান তবে আমার মন্তব্যগুলোর উত্তর দিতে আপনি অনেক দেরি করেন আমি কিসের মধ্যে আছি, আমি জানি। আস্তে আস্তে ব্লগের দেওয়া সময় আরো কমার সম্ভাবনা আছে। বিভিন্ন সময়ে ব্লগেই কারন কইছি, সম্ভবতঃ আপনের নজর এড়াইছে। সমস্যা দিনে দিনে বাড়তেইয়াছে। খালি আপনেরটা না, সবারটা দিতেই দেরী হইতাছে। কি করমু! স্যরি বলা ছাড়া আর কোন উপায় নাই। :(

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

জুন বলেছেন: আশাকরি অল্প দিনের মধ্যেই সব সমস্যা কাটিয়ে উঠে প্রবল বিক্রমে ব্লগিং শুরু করবেন আর আমার মন্তব্যের উত্তর সাথে সাথে দেয়া সহ আমার পোষ্টে একাধিক মন্তব্য করে সর্বাধিক মন্তব্যকারী হিসেবে খাতায় নাম লেখাবেন :`>
বিভিন্ন ভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে আমার সমস্যা সমাধানে সহায়তা করার জন্য এক্রাশ ধৈন্যবাদ ভুয়া ।
অনেক অনেক ভালো থাইকেন । দেখছেন্তো বুড়া চার্লস সাতদিনে ভালো হয়া গেছে সুতরাং নো চিন্তা ।

৩৯| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

মুক্তা নীল বলেছেন: জুন আপা ,
এই নিষ্পাপ পাখিদের কাছ থেকেও আমাদের সাবধান থাকতে বলা হয়েছে যদিও এখন পর্যন্ত পাখিতে সংক্রামক হয়েছে তা শুনি নাই । তারপরেও আপা সাবধানে থাকতে হবে আমাদের সবাইকে । বড় মায়া লাগছে পাখিগুলোঊ ছবি দেখে।
ভালো ও নিরাপদে থাকুন ।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

জুন বলেছেন: সাবধানে থাকতেই চেষ্টা করছি মুক্তানীল । অনেক দিন পর ব্লগে আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
আশাকরি ভালো ছিলেন আর ভবিষ্যতেও ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো ।

৪০| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: পাখির মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে, এমন তথ্য এখনো পাইনি। তবে, একটু দূরে থেকে পক্ষীকূলের প্রতি আপনার আপ্যায়ন চালিয়ে যেতে পারেন। আমিও তা চালিয়ে যাচ্ছি। তার সাথে জানাতে চাই, আমার ব্যালকনির দেয়ালে আটকানো একটি প্ল্যান্টের টবে দুটো বুলবুলি পালা করে তা' দিয়ে যাচ্ছে। ওরা মাঝে মাঝে উড়ে গেলে এক সুযোগে তিনটে শৈল্পিক ডিমের একটা ছবিও তুলেছি।
পাখির মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে, এমন তথ্য এখনো পাইনি। তবে, একটু দূরে থেকে পক্ষীকূলের প্রতি আপনার আপ্যায়ন চালিয়ে যেতে পারেন। আমিও তা চালিয়ে যাচ্ছি। তার সাথে জানাতে চাই, আমার ব্যালকনির দেয়ালে আটকানো একটি প্ল্যান্টের টবে দুটো বুলবুলি পালা করে তা' দিয়ে যাচ্ছে। ওরা মাঝে মাঝে উড়ে গেলে এক সুযোগে তিনটে শৈল্পিক ডিমের একটা ছবিও তুলেছি।

পদ্ম পুকুর ভায়াও হয়তো অচিরেই এমন একটা সুসংবাদ দিতে পারবেন।


পদ্ম পুকুর ভায়াও হয়তো অচিরেই এমন একটা সুসংবাদ দিতে পারবেন।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

জুন বলেছেন: আপনিতো ভাগ্যবান খায়রুল আহসান । আমার অতিথি বুলবুলিগুলো শুধু খেয়েদেয়ে চম্পট দেয়, বাসা বানানোর কোন পরিকল্পনা দেখি না । অপেক্ষা করেন অচিরেই নাতি নাতনীতে ঘর ভরে উঠবে । আপনারা ছিলেন না তাই নিরিবিলি ভেবে ডিম পেড়ে গেছে ।
ভালো থাকুন আর বুলবুলির ডিম পাহারা দিন । কাকগুলো ভারী পাজী ওরা দেখলেই ডিম খেয়ে ফেলে ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪১| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



জুন, আমি নিজের পোষ্টে না যাওয়ায়, ইন: ইব্রাহিম সাহেব সম্পর্কে উত্তর দেয়া সম্ভব হয়নি; উনি আমার ঘনিষ্ট ব্যক্তি ছিলেন; উনার শেষ সময়ের অসুস্হতা মৃত্যুর খবর পেয়েছি; কিন্ত দেখতে যাওয়া সম্ভব ছিলো না।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:১০

জুন বলেছেন: জী দেখেছি । পরে আপনি আমার প্রতিটি মন্তব্যের জবাব দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।

৪২| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি ইন্জ: ইব্রাহিম সাহেবকে জানতেন?

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

জুন বলেছেন: চাঁদগাজী সাহেব উনি আমার এক ঘনিষ্ঠ পরিচিতের আত্মীয়।
ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না ।

৪৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন:

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

জুন বলেছেন: কিন্ত সচেতনহ্যাপি আপনি কি জানেন এই কবুতর যেদিন থেকে আসা শুরু করলো সেদিন থেকে টিয়া আসা বন্ধ হলো :(( এসেই টিয়াপাখিদের তাড়িয়ে দেয়। এত খারাপ লাগে কিন্ত উপায় নাই। খাবার দিলেই কোথা থেকে যে তারা হাজির হয় জানি না। টিয়াপাখিগুলো শুকিয়ে একেবারে কাঠি কাঠি হয়ে গেছে। এর আগে কিন্ত আমার সব মেহমানদের সহবস্থান দেখার মত। একসাথে খানাপিনা আর এই পাজি কবুতরের দল :(
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন আর নিরাপদে। দোয়া করবেন আমাদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.