নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লকডাউনের এক সকালে মগ ভর্তি চা বানিয়ে আয়েশ করে টেবিলে বসলাম নাস্তা খেতে। চিনি নেবো বলে হাতটা বাড়িয়ে দিতেই সেই ফুটন্ত গরম চায়ের পুরোটাই উল্টে পড়লো পায়ের উপর। অসহ্য ব্যাথাতেও চুপ করে উঠে শাওয়ারের নীচে বসে পড়লাম। এদিকে আমার কত্তাবাবু ফেসবুক নিয়ে মহা ব্যস্ত। অনেক্ক্ষণ ডাকাডাকি পর কুম্ভকর্ণের ঘুম ভাংলো, উঠে এসে দেখে টেখে উদবিগ্ন গলায় বল্লো " জলদি বার্নল লাগাও গিন্নী "। বাসায় নাই শুনে তাড়াতাড়ি সে চটজলদি মাস্ক আর গ্লাভস পড়ে তৈরি। কত্তা আমার বুড়ো হলে কি হবে বুদ্ধি আছে
হেকে বল্লো," কই তোমার একটা পুরানো প্রেসক্রিপশন দাও দিনি "। জিজ্ঞেস করি 'প্রেস্ক্রিপশন দিয়ে কি হবে আবার! ওতে কি বার্নল লেখা আছে"!!
কত্তা মশাই হেসে উত্তর দিলেন "শোন গিন্নী দেশের যা অবস্থা, কখন রাস্তা ঘাটে পুলিশ ধরে তার কি ঠিক আছে! বুঝলে না এই বুড়ো বয়সে বেতো পা নিয়ে আর যাই হোক কান ধরে ওঠ বোস করতে পারবো না বাপু "
কেউ কি ভাবতে পারবে যে তিন দিন কক্সবাজার বেড়িয়ে শুধু একটা তাঁতের গামছা কিনলাম। আর এক মুহূর্তের জন্য সাগরের পানি লাগাইনি পায়ে। আমার যেমন পা তেমনি আছে এক্কেবারে শুকনা খটাখটা
পুরানো ফোন থেকে নতুন কেনা ফোনে কিছুই ট্রান্সফার করতে না পেরে ভাগ্নের সাহায্য নিলাম। ভাগ্নে বউ বল্লো "খালামনি এটা অনেক সময় দোকানেই করে দেয়"। বললাম "দেখো গতকাল বিক্রেতার সাথে এমন ভাব নিয়েছিলাম যেন আমি কত গিয়ানী? "র্যাম কত? মেমোরি কেমন? স্ক্রলিং স্পীড কেমন? ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে"? বিক্রেতার সাথে বিশাল ভাব নিয়ে বিশাল বিশাল সব গিয়ানি আলাপ সালাপ। বুঝছো লোকটা আমার কথা শুনে নিজ্যেস আমাকে স্টিভ জবস ভেবে নিয়েছে ! আজ আমি তাকে গিয়ে বলি কেমনে যে ফোনের কনফিগারেশনটা করে দ্যান"
আজকাল হিন্দি ছবির গানের কথায় কি বিবর্তনই না হয়েছে। বিখ্যাত কবি কাইফি আজমি, সাহের লুধিয়ানভি, মজরুহ সুলতানপুরি ছাড়াও আরও কত শত গীতিকারদের গানের ভাষায় সমৃদ্ধ হিন্দি গানে মুগ্ধ হয়েছি তার হিসেব নেই। তারা লিখেছিল "যব তুম মুসকুরাই তো চাঁদ খিলতে হ্যায়"। এখন শুনি "যব তু মুসকরাই,তো হুয়া বিপি (ব্লাড প্রেশার) হাই "। কি অভুতপুর্ব উদ্ভাবন!! খারাপ না, আমি উপভোগই করি এই ধরনের মিশ্রন। সালমান খান নাচছে আর গাইছে "মেরে শাদী হোগি, বেবি হোগি, বদলেগি হাম ন্যাপকিন"। কি সব লিরিকস!! এর জন্য প্রতিভা লাগে
একটা ফোন আসলো নম্বরের নীচে লেখা রাশিয়া। আননোন নম্বর দেখে ধরি নাই। পরে মনে হলো ধরে জিজ্ঞেস করতাম "আপনি কি ভ্লাদিমির পুতিন নাকি"? উনি ছাড়া রাশিয়ায় থাকা আর কাউকেই আমি চিনি না বাপু
ফোনের কন্টাক্ট লিস্ট চেক করতে গিয়ে দেখি অনেকেই আর নেই। গত একটি বছরের মাঝে করোনার কাছে হার মেনে তারা একে একে মায়াময় এই পৃথিবী ছেড়ে চলে গেছে, ছেড়ে গেছে আমাদেরও, শুধু পরে আছে রিসিভ না করা তাদের ফোন নং গুলো । একে একে মুছে ফেলছি তাদের নাম
ছবি নেট
০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২২
জুন বলেছেন: আমার এই স্মৃতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
২| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
সাজিদ! বলেছেন: আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি জুনাপু।
০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫০
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজিদ , অনেকদিন পর আপনাকে দেখলাম মনে হলো
৩| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩
আহমেদ জী এস বলেছেন: জুন,
একঘেয়ে বিষয় নিয়ে একই ধরনের পোস্টের ছড়াছড়ির মাঝে এমন পোস্টটি তিনদিন কক্সবাজারে বেড়ানোর মতোন মেজাজ ফুরফুরে করে দিয়ে গেলো। মনে হলো আপনাকে একটা ফোন করি! কিন্তু আননোন নম্বর দেখে যদি আবার না ধরেন তাই আপাততঃ বিরত রইলুম। তার উপর নম্বরের নীচে যদি বাংলাদেশ লেখা আসে তবে তো আপনার পোড়া পায়ে বার্ণল লাগিয়েও যন্ত্রনা কমবেনা। বাংলাদেশের সবাই তো সবার আত্মীয়-স্বজন তাই নম্বরটি ট্রেস করতে গিয়ে হাজারখানেক কল করতে হবে আপনাকে । ফোন টিপতে টিপতে হাত লবেজান হয়ে যাবে। তখন গলা খুলে গাইতে হবে - " যব তু কল কিয়া , মেরা বিপি বাড় গিয়া.."
এখন আপনার যদি পিতিভা থাকে তবে এই প্রশ্নটি আপনি করবেনই - " আমার ফোন নম্বর পাবেন কই ?"
তাইতো , আপনার ফোন নম্বর পাবো কই !!!!!!! এখন আমার কি গাইতে হবে - "আঁওয়াজ দে ক্যাঁহা হ্যাঁয়.... ?"
০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৪
জুন বলেছেন: এত মজা করে মন্তব্য করেছেন যে তারাহুড়ায় এর উত্তর দিলে মন্তব্যের অমর্যাদা হবে তাই সময় নিয়ে আসছি আহমেদ জী এস
০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৮
জুন বলেছেন: যাক বাবা শেষ পর্যন্ত আমার এই টুকরো টাকরা স্মৃতিতে আপনি কক্সবাজার এর স্বাদ পেলেন যেনে মহা আনন্দিত আহমেদ জী এস
করেন ফোন আর হু আমিও তখন গুনগুনিয়ে একটি হিন্দি গান ধরবো মেরা দিলকা টেলিফুন বাজে রিং রিং রা রা রিং
অনেক মজার একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়
৪| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯
গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর! ইস্ আমি যদি এভাবে লিখতে পারতাম !
০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩০
জুন বলেছেন: এইটাতো স্মৃতি কথা এতে আপনি কি সৌন্দর্য খুজে পেলেন গেয়ো ভুত!!
আমার ব্লগে প্রথম আসলেন সাথে একটি মন্তব্য তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
৫| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০
রানার ব্লগ বলেছেন: প্রেম আজকাল আসমান থেকে মর্তে নেমে এসেছে, কেউ এখন আর চাঁদের তুলনা করে না কারন সবাই জানে ওটা নিষ্প্রাণ ।
এর পর পায়ে গরম চা পরলে ঠান্ডা জল লাগাবেন বার্নলের প্রয়োজন নাই ।
আহা !! কেনো মুছে দিলেন, মাঝে মাঝে ফোন বুক খুলে দেখতেন নেই হয়ে যাওয়া লোকটা কবে আপনাকে শেষ কল করেছিলো । মানে আপনাকে শেষবারের মতো স্বরন করেছিলো, ব্যাস্ততার এই যুগে কে কাকে স্বরন করে বলুনতো? স্মৃতি বড্ড বেদনাময় । মাঝে মাঝে আমাদের এই রকম বেদনার মধ্য দিয়ে যাওয়া উচিৎ ।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৮
জুন বলেছেন: চাঁদ এখন মাটিতে ভালোই বলেছেন রানার ব্লগ
কল ছেড়ে তো সাথে সাথেই বসে পরি কিন্ত তারপর ও জ্বলুনি কমে নি।
দু একটা মোছার পর বাকিগুলো রেখে দিয়েছি, কেমন মনটা ভারী হয়ে আসছিলো।
আন্তরিক একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: পুতিন আপনাকে কেন ফোন করতে পারে?
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১০
জুন বলেছেন: ইউক্রেনের সাথে যুদ্ধ করবে কি না জিজ্ঞাসা করার জন্য
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে রাজীব নুর।
৭| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: তারা লিখেছিল "যব তুম মুসকুরাই তো চাঁদ খিলতে হ্যায়"। এখন শুনি "যব তু মুসকরাই,তো হুয়া বিপি (ব্লাড প্রেশার) হাই "। কি অভুতপুর্ব উদ্ভাবন!! খারাপ না, আমি উপভোগই করি এই ধরনের মিশ্রন। "মেরে শাদী হোগি, বেবি হোগি, বদলেগি হাম ন্যাপকিন"।
Genda Phool গানের লিরিকটা ভালো করে বুঝে নিলে কোনো মেয়েই এই গান শোনার কথা না। অথচ এই গান মেয়েদের কাছে খুবই....
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১২
জুন বলেছেন: আসলেও ইদানীং হিন্দি র্যাপ গানগুলো প্রচন্ড অশ্লীলতা দোষে দুষ্ট জলদস্যু। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
৮| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পড়ছি।লেখা পড়ে ভাল লেগেছে।
আপনি কেমন আছেন জুনাপি?
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৩
জুন বলেছেন: আমি ভালো আছি সোহেল। আপনি কেমন আছেন? ভালো তো? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৬
জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের একটা গানের লিরিক্স- "তোমার হৃদয়ের ফুটবল মাঠে খেলেছি যে কতো ম্যাচ, ধরেছি কতো ক্যাচ...."! গীতিকার এর নামটা এই মুহূর্তে মনে পরছেনা
যখন ক্লাস ফাইভে পড়ি তখন লালবাগের অরিজিনাল ঢাকাইয়া আমাদের এক সহপাঠী 'কৈতোর হারুন'এর মা খুব উর্দু হিন্দি গানের ভক্ত ছিল। একটা ডুয়েল হিট হিন্দি গানের লিরিক্স- 'মেরে নাম কি গংগা, মেরে নামকি যমুনা, বোল রাধা বোল সংগম হোগা কেনে নাহি হ্যায়"- তখন নারী কণ্ঠে বলতো- হোগা, হোগা হোগা.....
আমাকে কৈতোর হারুনের মা ডেকে বলে- " হিমু, হুনছোছ- এই গানডায় বেডি অসব্য অসব্য কতা কয়"!
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৪
জুন বলেছেন: হা হা হা মজার একটি মন্তব্য জুলভার্ন
আসলেও এক দেশের বুলি, একদেশের গালি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১০| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০১
মিরোরডডল বলেছেন:
জুনাপু তোমার এই স্টোরি পড়ে আমারও পুরনো দিনের কথা মনে হয়েছে ।
এক বিকেলে আমিও পায়ের ওপর এক মগ চা ফেলে পা পুড়ে ফেলি ।
কি অসহনীয় যন্ত্রণা ! কিন্তু ভেবেছি ঠিক হয়ে যাবে তাই ডক্টরের কাছে যাইনি ।
রাতে আমার পুরো শরীর বিছানায় আর এক পা নীচে বালতি ভরা পানির ভিতর । এভাবে কি আর ঘুম হয় !
দৃশ্যটা ইমাজিন করো
পরদিন ডক্টর ভীষণ বকা দিয়েছে কেনো এতো লেইট করে গেলাম ।
দুই মাস লেগেছে রিকভার করতে ।
যে গানের লিরিক বললে, এটা কি ফান নাকি সত্যিই এমন লিরিক আছে ।
ইফ সো, সিরিয়াসলি ! এরকমও গান হয়
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৯
জুন বলেছেন: আমার পাও ভেতরে ভেতরে পুড়ে গিয়েছিল মিররডডল। ফুটন্ত এক কাপ চা কাত হয়ে সোজা আমার কোলে,উফফ মনে হলেও ভয় লাগে।
হ্যা গানটা সত্যি। ইদানীং ওদের অনেক গানের লিরিকসই অশ্লীলতা দোষে দুষ্ট
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো।
১১| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লেগেছে স্মৃতিগুলো।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ফুটন্ত গম চা পায়ে না পড়লেই পারতো।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
জুন বলেছেন: সেটাই মহাজাগতিক চিন্তা
অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২২
দোয়েল২ বলেছেন: চা তো গ্রাভিটির টানে নিচের দিকে পরার কথা।
যিনি এ্ত সুন্দর লিখেন তার তো মাটিতে পা থাকার কথা না।
তাহা হলে চা পায়ে পরলো কি ভাবে চিন্তা করছি।
শেষের রম্যটা বুঝতে পারিনি।
বাকীগুলান ভাল লেগেছে।
১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫০
জুন বলেছেন: দোয়েল২ বলেছেন: চা তো গ্রাভিটির টানে নিচের দিকে পরার কথা।
আসলে আমার চায়ের চামচের হ্যান্ডেলটা লম্বা, নীচের ছবির মত। মগের মধ্যে খাড়া ভাবে ছিল আমি চেয়ারে বসে হাত বাড়িয়ে চিনির পট আনতে গেছি আর অমনি কাত হয়ে মগ ভর্তি চা আমার কোলের উপর
যিনি এ্ত সুন্দর লিখেন তার তো মাটিতে পা থাকার কথা না। ভালো লেখা!! ভালোই বলেছেন দোয়েল!
শেষেরটা রম্য ছিল না, আসলে ওটা এখানে দেয়া আমার ভুল। করোনায় দু বছরে অনেক অনেক আত্নীয় পরিজন মারা গেছেন তাদের ফোন নম্বরগুলো লিস্টে রয়ে গেছে সেটাই উল্লেখ করেছি।
ব্লগে স্বাগত তো বটেই সাথে এত সুন্দর এক আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৪| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুস্থ থাকুন সুন্দর থাকুন
আনন্দ থাকুক ঘিরে আপনাদের
১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫১
জুন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার কাজী ফাতেমা ছবি
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
১৫| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪২
মনিরা সুলতানা বলেছেন: প্রেসক্রিপশন চেক করে বের হইছিল তো ! না মানে যদি সেখানে ওরস্যালাইন তিনবেলা লেখা থাকত তাইলে ও দুলাভাই কে প্রাইমারি স্কুলের জীবনে ফিরতে হত। বলত বাসায় কি লবণ চিনি ও নাই ?
ভাবতে তো পারলাম আপু, পোড়া পায়ে লবণ জলে কেমনে নামবেন
আপু স্রিদেভি রাজেশ এর আব্বা আম্মা গান টা শুনো নাই ? হিন্দি ছবি ইন্ডাস্ট্রিতে মনে হয় সবকিছু র বাম্পার ফলন। আর রাশিয়া থেকে যখন কল এসছিল তখন কি সেখানে বাই আনি চান্স নির্বাচন চলছিলো ? হতে পারে রাস্পুটিন রাতের নির্বাচনের ভোট দিতে এসে পুরানা বান্ধবীদের খুঁজছিল।
শেষ প্যারায় বিষাদ ভর করলো, ফেসবুক বন্ধু লিস্ট দেখলে ও আজকাল অবিশ্বাস মনে হয়। সমস্তক্ষন আপডেট দিতে থাকা কিছু আই ডি কেমন হুট করেই ঠিকানা না রেখেই চলে গেল।
শুভকামনা আপু।
১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: হা হা হা মজার একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মনিরা। এখন হাসছি কিন্ত সেই জ্বলুনি যে কি ভয়ংকর ছিল মনে হলেও ভয় লাগে। এখন চেষ্টা করি এই ভুল আর না করতে। মানে চামচটা এখন মগে রাখি না, পাশে রাখি
হিন্দি গানের লিরিক্স এখন কালজয়ী
অনেক অনেক প্রিয়জন বিদায় নিয়েছে গত দু বছরে। এক সাথে এত পরিচিতর বিদায় আগে কখনো দেখি নি।
ভালো থেকো, সাবধানে থেকো। শুভকামনা সবসময়।
১৬| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
সম্পূর্ন অন্যরকম কিছু রম্য কথন দিয়ে আপনার পোষ্টটি সাজানোর প্রয়াস দেখে মুগ্ধ হয়েছি ।
ধারণা করি এ রকমের রচনা আপনার পুড়া পায়ের যন্ত্রনা ও মোবা্রইল ফোন নাম্বার বিরম্বনা
হতে প্রসারিত অন্য সকল মনোবেদনা কিছুটা হলেও প্রশমিত করবে ।
আশা করি আরো কিছু নতুন চমক থাকবে সামনের দিনগুলিতে ।
সাথেই থাকব ।
শুভেচ্ছা রইল
১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
জুন বলেছেন: আপনিও সাথে থাকুন আর অনেক অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার। শুনলাম আপনি ব্যাক পেইনের বিড়ম্বনা এখনো কাটিয়ে উঠতে পারেন নি। এটা মনে হয় সেই মেরু অঞ্চলের অরোরা বোরিয়ালিস দেখার প্রতিক্রিয়া।
অনেক সুন্দর সাথে আন্তরিক একটি মন্তব্য করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
১৭| ১৩ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
হ্যাঁ ব্যাক পেইনের বিড়ম্বনা কাটিয়ে উঠতে পারছিনা বরং দিন দিন যন্ত্রনা বাড়ছে ।
ঠান্ডায় কাবু করে ফেলে , মনে করেছিলাম আবহাওয়া পরিবর্তনে উপকার হবে,
তাই ঢাকায় এক চক্কর দিয়ে এলাম । কিন্তু অবস্থা আরো খারাপ হয়েছে ।
আত্মিয় স্বজনদের সাথে দেখা সাক্ষাত করার জন্য মেইন রোডের বাইরে
অলি গলিতে যেতে হয়েছে । কিন্ত প্রতিটি রাস্তার অবস্থা খুবই করুন ।
উচু নীচু , ভাঙ্গাচুরা আর সবচেয়ে খারাপ দিক হলো রাস্তায় অসংখ্য
স্পীড ব্রেকার । মনে হয় প্রতিযোগীতা দিয়ে রাস্তায় স্পীড বেকার
তৈরী করা হয়েছে । যে যার বাড়ীর সামনে প্রভাব খাটিয়ে স্পীড
ব্রেকার তৈরী করেছে , ভাবখানা এই যে আমার বাড়ীর সামনে
দিয়ে ধুলা উড়ায়ে গাড়ী চালিয়ে যাবে এমন সাধ্য কার । কিন্তু
সমস্যা হলো আমাদের মত বয়স্কজনদের , সামান্য ঝাকুনীতেই
মাঝায় ব্যথা লাগে । কবে যে রাস্তায় অহেতুক স্পীড ব্রেকার
তৈরী বন্ধ হবে তা আল্লাই জানেন ।
সুন্দর প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৩
জুন বলেছেন: আসলেই আপনি ঠিকই বলেছেন এই স্পীড ব্রেকারের কথা। কিছুদিন আগে আমি বসুন্ধরা গিয়েছিলাম, মনে হলো এক হাত পর পর এক একটা স্পীড ব্রেকার লাগানো। কথা অদ্ভুত অবস্থা। ভালো থাকুন আর সুস্থ হয়ে উঠুন শীঘ্রই এই দোয়া করি।
১৮| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার স্মৃতিগুলো রসিয়ে রসিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে শেষের কথাগুলো পড়ে মনটা খারাপ হয়ে গেল। একদিন হয়তো আমাদের নাম্বারগুলোও অনেকে মুছে দেবে, এমনকি আপনজনেরাও!
৩ নং মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই ভালো লেগেছে। জুল ভার্ন এবং মনিরা সুলতানা এর মন্তব্য দুটোও।
পোস্টে প্লাস। + +
৩০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৪
জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এমন একটি আন্তরিক মন্তব্য করার জন্য খায়রুল আহসান। সব সময় পাশে থেকে উৎসাহিত করেন যা অসম্ভব প্রেরণাদায়ক। ভালো থাকুন। আপনার মেলবোর্ন এর চিঠির প্রত্যাশায় রইলাম কিন্তু। শুভকামনা সবসময়।
১৯| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা প্রথম কবিতা 'তবে তাই হোক' পড়ে একটা মন্তব্য করেছিলাম। পড়েছেন কি?
(এ যাবত আমার লেখা সর্বশেষ পোস্টের ২৪ নং প্রতিমন্তব্যটি দ্রষ্টব্য।)
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
জুন বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত যে আপনার মন্তব্যটির উত্তর দেয়া হয়নি দৃষ্টি এড়িয়ে যাবার জন্য । আজই সব উত্তর দেবো । এত ঝামেলার মধ্যে থাকি যে কিছুই ঠিক মত হয় না এখানেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম তারপর পোস্টে যাচ্ছি নামাজ শেষেই ।
২০| ১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৩৭
খায়রুল আহসান বলেছেন: প্রায় এক যুগ আগে আপনার লেখা "তুমি আসবে?" কবিতাটি পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি। কবিতার রোমান্টিকতায় মুগ্ধ!
২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩১
জুন বলেছেন: তাই নাকি! আসল কথা কি জানেন আমি যতটুকু সময় পাই তাতে নিজের পোস্টের উত্তর আর অন্যের পোস্টে মন্তব্য করতেই সময় কেটে যায়, পুরনো পোস্ট দেখার সময়ই পাই না খায়রুল আহসান। আমি লজ্জিত যে আপনার মন্তব্য আমার চোখ এড়িয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২০
শূন্য সারমর্ম বলেছেন:
রাশিয়া থেকে বিশ্বের কোথাও কল যাবে আর!