| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সি পার্ল হোটেলের লোগো
আজ ফিরে আসছি ঢাকায় ইনশাআল্লাহ। আকাশ আজ ঝকঝকে তকতকে। সূর্য তার সব রোশনাই ঢেলে দিচ্ছে চরাচরে। গাছগুলো এতদিন ঝুম বৃষ্টিতে ভিজে চুপসে গিয়েছিল। আজ তার পাতাগুলো রোদ পরে চিকচিক করছে। কি অসাধারণ এক সৌন্দর্য চারিদিকে। এখন মনে হচ্ছে আর কটাদিন থেকে যাই। কিন্ত হায় আজ আমাদের ফিরতেই হবে যে। নাস্তা খেয়ে রুমে ঢোকার চেষ্টা করতে ব্যার্থ হয়ে রুম সার্ভিসের একজনের মাস্টার কার্ড দিয়ে ভেতরে ঢুকলাম। বুঝলাম আমাদের রুমে ঢোকার কার্ড তার কার্যকারিতা হারিয়েছে স্বয়ংক্রিয় ভাবে।
জানালা দিয়ে দূর সমুদ্র আজ সূর্যের আলোয় ঝলমলে
সমুদ্রের বুকে এক নিসংগ সাম্পান, এটাও রুমের জানালা থেকে তোলা 
আমিও কক্সবাজারকে ভালোবাসি, সীপার্ল হোটেলের কৃত্রিম সমুদ্রের ঢেউ
একদা গরীবের বাগানের অতি সাধারণ জবা ফুল তার অমলিন সৌন্দর্য বিলিয়ে চলেছে ধনীর বাগিচায়
আরেক রঙের জবা
সেই প্রাচীন লাল ঝুমকো জবা
চিরহরিত ঝাউগাছ, আমার প্রিয় রঙ, আমার লাকি কালারও বটে
কি সবুজ একেবারে যেন আমার সবুজ বাংলাদেশ
আমাদের দেখে খাবারের আশায় দৌড়ে আসলো লাল হলুদ সব রঙিন মাছের দল
পুলের পাশেই এই হোটেলের বাংগালী রেস্তোরাঁ আপ্যায়নে যাচ্ছি আপ্যায়িত হতে
দরজার সামনেই বিশাল এক ইলিশ মাছের মুর্তি, এক পিস মাছ ভাজার দাম শুনে
খাবার দাবার পরিবেশন মাটির হাড়িতে কিন্ত প্লেট গ্লাসে পুরো ইংরেজিআনা বহাল
রংগন ফুল এই ধনীর প্রাসাদে তার সৌন্দর্য এর ডালি মেলে ধরতে চাইছে প্রানপনে
আবার হেটে হেটে রুমে ফেরা, আরেকটু পরেই ফিরতে হবে
খেয়েদেয়ে লাউঞ্জে বসতেই এয়ারপোর্টে ড্রপ দেয়ার জন্য বাস এসে হাজির
আজ সমুদ্র অনেকটাই শান্ত তাই না!
সমুদ্র আর বেলাভূমি মিলেমিশে একাকার
আমাদের নিয়ে উড়াল দেয়ার অপেক্ষায়
মেঘের ভেলায় ভেসে ভেসে চির পরিচিত ঢাকায় ফিরে আসা
প্লেন থেকে নামার সময় দরজায় দাঁড়ানো কেবিন ক্রুকে বলে আসলাম সেদিনের সেই দুর্যোগপুর্ন আবহাওয়া সত্বেও আমাদের নিরাপদ যাত্রা ও অবতরনের জন্য উনি যেন ক্যাপ্টেন সৈকতকে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেন
আমার ঘুরাঘুরি ফুরলো, নটে গাছটি মুড়ালো ।
সব ছবি আমার মোবাইলে।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৪
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুজন আপনাকে ![]()
২|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫১
করুণাধারা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর উঠেছে!
আপাতত ছবি দেখেই চোখ জুড়াই।
চোখ জুড়ানো ছবি ব্লগে প্লাস
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭
জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ করুনাধারা সব সময় এসে থাকেন। কাল সন্ধ্যায় ফিরে অনেক ক্লান্ত ছিলাম সব গোছাতে গোছাতে। তাই আর কারও মন্তব্যের উত্তর দিতে পারি নি। ভালো থাকুন সব সময় ![]()
৩|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
দেখার চোখ থাকলে যা হয়!
প্রকৃতির নিত্যতাকেও ফ্রেমে আটকে রাখা যায়!
আমরাও ফাঁকে দেখে নিলাম দারুন ভ্রমনের দারুন সব ছবি
+++
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯
জুন বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগলো ভৃগু। কই ছিলেন আপনি এতদিন ব্লগ ছেড়ে ?
আপনার দেখার চোখ আছে তাই যাই দেখছেন তাই ভালো লাগছে
তারজন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো সব সময়ের জন্য।
৪|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: অনেকদিন কক্সবাজার যাই না।
চারা বছর আগে একবার গিয়েছিলাম। ইচ্ছা আছে ফারাজাকে নিয়ে যাবো। সে ইচ্ছা মতো সমুদ্রে লাফালাফি করবে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০
জুন বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে রাজীব নুর । বাচ্চাদের নিয়ে ঘুরে আসুন ছুটিতে । এখনতো বর্ষা সমুদ্র কিচুটা উত্তাল । তবে সুইমিং পুলে নিরাপদ ।
৫|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভ্রমণের ছবি আমার কাছে সব সময়ই ভালো লাগে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০
জুন বলেছেন: আমার কাছেও তাই জলদস্যু
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
৬|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩২
নীল-দর্পণ বলেছেন: ছবি ভ্লগ সবসময়েই খুব ভালো লাগে। ঈদে কক্সবাজার (শ্বশুর বাড়ী) গেলেও বীচে যাওয়া হয়নি। ভেবেছিলাম ট্রেন চালু হবে সেপ্টেম্বরে তখন খুব মজা করে ঢাকা থেকে যাবো কিন্তু অতিবর্ষণে ট্রেন লাইনের ফুলে ফেঁপে ওঠা দেখে মনটাই ভেংগে গেছে!
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০
জুন বলেছেন: ঈশ আগে জানলে কক্সবাজারের আত্মীয় বাড়িতে বেড়ানোটাই মিস হয়ে গেল নীল দর্পন, সেই সাথে মিস হলো আস্ত কুড়ার দুরুজ আর আসল মেজবানী মাংস
আগামী ঈদে বেচে থাকলে শায়মার সাথে গাটছড়া বাধতেও পারি
কক্সবাজারের সেই রেললাইনের প্রতি আমারও আগ্রহ ছিল। তবে এই ঘটনার পর প্রধান প্রকৌশলী বলেছে এই ঘটনা থেকে উনি শিক্ষা নিয়েছেন । লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে উনি শিক্ষা নিলেন ।
সব সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ নীল দর্পন ![]()
৭|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৪
শেরজা তপন বলেছেন: অল্প সময়ে বেশ দারুন একটা ভ্রমণ করলেন।
ছবির সাথে ক্যাপশন গুলো চমৎকার। মাটির হাঁড়িতে খাবারটা কি একটু বেশি মজা লাগলো?
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
জুন বলেছেন: আসা যাওয়া মিলে মোট পাচ দিন ছিল আমাদের ভ্রমন শেরজা তপন । এমনিতেই অসংখ্য ধন্যবাদ সাথে ক্যাপশন ভালোলাগার জন্য আরেকদফা ।
আর খাবার রান্না করেছে নরমাল হাড়ি পাতিল আর কড়াইতে কিন্ত পরিবেশন মাটির হাড়িতে । তবে প্লেট- গ্লাস মাটির ছিল না কিন্ত , ছবি দিলাম দেখেন

৮|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৫
শেরজা তপন বলেছেন: ওঃ অফটপিক হলেও আর একটা কথা; আপনার পেঁচা নিয়ে কবিতা লেখা কতদূর এগুলো?
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
জুন বলেছেন: শেরজা তপন বলেছেন: এই পর্ব তাও আপনার নামের একটু মান ইজ্জত রেখেছে!!
কোয়েলের ডিম থেকে যা হোক মুরগির ডিমে এসেছে ![]()
আমার প্রতি আন্তরিকতার জন্য সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লেখা নিয়ে সময় করে বিস্তারিত আলাপ করব।
সেই বিস্তারিত আলাপ আর করেন্নাই, শুধাই পেচা পেচা করতেছেন ![]()
৯|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: জুন,
যাক, ফিরলেন তো বটে তবে কোন অজানার পানে আবার কখন ডানা মেলবেন ? ![]()
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
জুন বলেছেন: আমার কোন কিছুর ঠিক নাই আহমেদ জী এস , ধরেন গিয়ে উঠলো বাই, তার কটক যাই অবস্থা আর কি
যাই হোক যাই লিখি তার সাথে থেকে নিয়মিত উৎসাহ দিয়ে যান তার জন্য ধন্যবাদ আপনাকে ![]()
১০|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৮
শায়মা বলেছেন: আপুনি
নেক্সট টাইম মনে রেখো
নীলুমনির শ্বশুরবাড়ি জিন্দাবাদ ঐ কক্সেস বাজারেই!!!!!!!!!!
সি পার্ল ছেড়ে নীলমনিপার্লে যাবো আমরা ওকে!!!!!!!!!!!
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: সি পার্ল ছেড়ে নীলমনিপার্লে যাবো আমরা ওকে! অবশ্যই শায়মা, এমন আদর আর আপন হোটেল থাকতে পরের হোটেলে থেকে গুচ্ছের পয়সা খরচ করার কোন মানে হয় বলো
নীলমনি পার্ল জিন্দাবাদ
তোমার রঙ্গীন সাম্পানটার মত বেশ কিছু সাম্পান দেখেছি এয়ারপোর্টে আসতে যেতে মেরিন ড্রাইভে । কিন্ত এত দ্রুত গতিতে মাইক্রো চালাচ্ছিল যে ছবি তোলার তোড়জোড় করতে করতেই আরেক স্পটে
মন্তব্যের জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না কারন তুমি এমনিতেই অনেক লম্বা
ভালো থেকো আর সাথে থেকো ।
১১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৯
নীল-দর্পণ বলেছেন: হাহাহা শায়মাপুনি আমিও রাজী
তোমার পজ্জাপতি স্কার্টটা নিয়ো ফটোসেশনের জন্যে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
জুন বলেছেন: আমারও একটা স্কাট আছে তবে প্রজাপতি নেই, হিবিজিবি ছাপা। চলবে ?????
![]()
১২|
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:১৬
সোহানী বলেছেন: দীর্ঘদিন কক্সবাজারে ছিলাম। আমরা যখন ছিলাম তখন হোটলে সায়মই ছিল একমাত্র নামকরা। সেই বাসা থেকে হেঁটে সমুদ্রের পাড়ে আসতাম আমরা। আহ্ সেই সব দিনগুলো।
ছবিতে ভালোলাগা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১২
জুন বলেছেন: উত্তরটা দিতে দেরি হলো সোহানী। এত কাজ আর ভালো লাগে না। কোন সায়মনে ছিলেন? যেটা একটু শহরের দিকে নাকি কলাতলী বীচের ধার ঘেঁষে? কলাতলীরটা নতুন আমরা গত বছর সি ত্রাং দেখার জন্য উঠেছিলাম। মালিক মনে হয় একই। তবে আমার ছেলে যখন ৩/৪ বছর তখন একবার গিয়েছিলাম বৃষ্টির সময়। উঠেছিলাম হিল টপ সার্কিট হাউসে। দিনের অর্ধেকটা সময় নিরিবিলি সেই লাবনী বিচে কাটিয়ে ফিরে আসতাম। আহা কি সেই বিশালত্ব সমুদ্রের যা আজকাল বানিজ্যিক কাঠামোর অন্তরালে ধুকে ধুকে মরছে।
অনেক কথা লিখে ফেললাম পুরনো মানুষ পেয়ে
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
১৩|
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১০
কাছের-মানুষ বলেছেন: ছবিগুলো সুন্দর। কতদিন থাকলেন কক্সবাজারে?
সুইমিংপুলটি দেখতে সুন্দর, পাশেই বীচ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬
জুন বলেছেন: আমরা আসা যাওয়া নিয়ে ৫ দিন ছিলাম ২৭-৩১ অগাস্ট দুপুর পর্যন্ত কাছের মানুষ ![]()
জী রিসোর্টটি ইনানীর জালিয়াপালং এলাকায় বিরাট জায়গা নিয়ে তৈরি। ওরা বলে তাদের এই হোটেল পাচ তারকা বিশিষ্ট
ওদের দুটো সুইমিংপুল আছে, একটা বড়, একটা সামান্য ছোট। পুলগুলো বেশ ভালো মেইন্টেনেন্স করে।
ছবির প্রশংসা আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৪|
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬
অপু তানভীর বলেছেন: পরপর দুটো ছবি ব্লগ দেখে আমার মাথায় তো কক্সবাজার যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে । না যাওয়া পর্যন্ত শান্তি নাই অথচ আগামী মাস দুয়েক সময় পাওয়া যাবে বলে মনে হচ্ছে না । বড় ঝামেলায় ফেলে দিলেন দেখছি !
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২০
জুন বলেছেন: তাড়াতাড়ি ঘুরে আসুন। সিজন বা ছুটির সময় গেলে অনেকে হোটেল না পেয়ে বীচে থাকতে হয়। বাচ্চাদের নিয়ে গেলে অনেক কষ্ট অপু।
আরেকটা কথা গতকালই আপনার পোস্ট দিতে হলো অপু
তারপর শাহ আজিজ ভাই এর অভিমান ভরা পোস্ট তার কাউন্টার গাজী সাহেবের! আমার পোস্ট এক মিনিটের মধ্যেই দ্বিতীয় পাতায়
যাই হোক সব সময় সাথে থেকে উৎসাহিত করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৫|
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ই সুন্দর ছবিগুলো আপু++
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৪
জুন বলেছেন: গত কয়েক দিন ধরেই আপনার কথা ভাবছিলাম পদাতিক। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আগ বাড়িয়ে আর কথাই বলবো না
আমার অপরাধ আমার কাছে অজানা। জ্ঞ্যানত আমি এই ব্লগ বাস্তব জীবনে কাউকে কখনো কষ্ট দিয়ে কিছু বলিনি বা করি নি তারপর ও ----
যাইহোক এসেছেন আমি অনেক অনেক খুশী হয়েছি
ভালো থাকবেন সব সময় এই দুয়া করি পদাতিক।
১৬|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৬
নীল-দর্পণ বলেছেন: হিবিজিবি ছাপার স্কার্টও চলবে মানে একদম উড়ে উড়ে চলবে
ছোট বেলায় স্কার্ট কিনবা ঘেড় ওয়ালা জামা পরলে এক ঘুরুন্টি মেরে জামা ফুলাতে গিয়ে মাথা ঘুরে যেতো, এখন কন্যাদের সেই কান্ড দেখলে হাসি পায়
রেল লাইনের প্রকৌশলী ছাত্র থাকা অবস্থায় লেখা পড়া করেননি উনার এখন দেশের হাজার কোটি টাকা খরচের পর শিক্ষা নিতে হল!
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৩
জুন বলেছেন: ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন নীল দর্পন
উক্কে হিবিজিবি পরেই না হয় যাবো শায়মার প্রজাপতির সাথে ![]()
১৭|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪
অপু তানভীর বলেছেন: আমিও তো একই কথা কইতে পারি ।
আমি পোস্ট দিলেই দেখি হয় আপনি আগে পোস্ট দিয়েছেন নয়তো পরে । আর আমি যেদিন পোস্ট দিই সেদিন দেখি দুনিয়ার মানুষ পোস্ট দিয়ে ভরে ফেলে । অথচ দেখেন গত দুইদিনে পোস্ট দেই নি কয়েকটা পোস্ট সেই কখন থেকে প্রথম পাতায় রয়েছে !
![]()
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৬
জুন বলেছেন: জালালুদ্দিন রুমিকে দেখলাম গত দুইদিন শুধু প্রথম পাতায়ই না প্রথম পোস্ট হিসেবে দন্ডায়মান
আমি কি দুষ কৈচ্চি আপ্নেই কন
এই বিষয়টা নিয়া আমি এর আগে একটা পোস্টও দিছিলাম।
তারপর ও সুরাহা হয় নাই ![]()
১৮|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২২
অপু তানভীর বলেছেন: ওয়েট এইটা নিয়ে একটা পোস্ট দিই ![]()
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩২
জুন বলেছেন: আবার কি পোস্ট দিবেন অপু
ক্যাচাল পোস্ট নাকি ![]()
১৯|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬
কিরকুট বলেছেন: সমুদ্র তো দূর থেকেই দেখালেন । কাছে গেলে কি সমুদ্র আপনার সৌন্দর্যে ঝলসে যেতো ?
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
জুন বলেছেন: সমুদ্রের খুব কাছে আমি যাইনি সত্যি কথা কিরকুট। সমুদ্র আমার সৌন্দর্যে ঝলসাতো না, তবে আমি তার রূপে ঝলসে যাচ্ছিলাম যে
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ![]()
২০|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
রানার ব্লগ বলেছেন: আপনি একটা ব্লগ সাইট খুলে ফেলুন বা এখানেই পোস্ট দিন ভ্রমন ব্লগ । তাতে জাওয়া আসা খরচ থাকা খাওয়া খরচ ঘোরাফেরা খরচ কেনাকেটা খরচ সব বিস্তারিত ভাবে থাকবে । আমাদের উপকার হবে অনেক ।
জানালার ফাঁকা দিয়ে সমুদ্র না দেখে
ওঁকে আলিঙ্গন করুন ।
বিনিময়ে সে আপনার যৌবন ফিরিয়ে দেবে ।
*** আমি কিন্তু আপনাকে বুড়ি বলি নাই !!
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩২
জুন বলেছেন: ব্লগ সাইট কি জিনিস রানার ব্লগ ? অনেক বছর আগে ব্লগার দুর্যোধনের সহায়তায় একটি ব্লগ স্পট খুলেছিলাম । এরপর ওটা হারিয়ে ফেলি মানে পাসওয়ার্ড ইত্যাদি । এরপর আবারও ব্লগার আরজুপনির সহায়তায় আরেকটা ব্লগ স্পট খুলি । কিন্ত সামুতেই সময় দিতে পারি না তাই আর কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না ![]()
*** আমি কিন্তু আপনাকে বুড়ি বলি নাই !!
কিন্ত আমি বুড়িই রানার ব্লগ
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো ![]()
২১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৮
লিংকন বাবু০০৭ বলেছেন: ছবি ভ্লগ সবসময়েই খুব ভালো লাগে। বিশেষ করে ভ্রমন এবং খাবারের।
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩
জুন বলেছেন: এগুলো হলো ফাকিবাজি ব্লগ লিংকন বাবু
এসেছেন মন্তব্য করেছেন তার জন্য আন্তরিক শুভকামনা জানবেন ।
২২|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছবি এবং সুন্দর ভ্রমণ নিঃসন্দেহে।
এই বড় বড় হোটেলগুলিতে খরচ এতো বেশী তারপরও বেশ কিছু দামী হোটেল লোকসান গুনছে প্রতিবছর। যেমন চট্টগ্রাম শহরেরর পেনিনসুলা একটা বেশ দামী হোটেল। কিন্তু ওদের লোকসান হয়েছে এই বছরে ২ কোটি ৪৩ লাখ টাকা। তবে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা গত ৯ মাসে ৮০ কোটি টাকা লাভ করেছে। ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল (আগের রূপসী বাংলা বা শেরাটন) ২০২২ সালে ১১১ কোটি টাকা লোকসান দিয়েছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭
জুন বলেছেন: ছবি ব্লগটি ভালোলাগায় অনেক খুশী হয়েছি সাড়ে চুয়াত্তর। সেইসাথে হোটেলের লাভ লোক্সান তুলে ধরেছেন অল্প কথায়। লোকসান গুনলেও তারপরও যে কত হোটেল উঠছে দেখলে মনে হয় কংক্রিটের জংগল। সেই জংগল ভেদ করে সমুদ্র দেখা দুস্কর।
ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো।
২৩|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১
ডঃ এম এ আলী বলেছেন:
রয়েল টিউলিপ হিসেবে পরিচিত দেশের সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেল ও বিশ্ব সেরা লাক্সারি রিসোর্ট এ
চমৎকার কটি দিন কাটানোর মনোরম বিবরণ পাঠে ও চমৎকার সব ছবি দেখে মুগ্ধ ।
এই পাঁচতারকা হোটেলের অত্যাধুনিক রেস্টোরেন্টে মাটির থালা বাসনে (যদিউ বিদেশী কিছু উকরণ রয়েছে)
খাবার পরিবেশন একে একটি ভিন্ন মাত্রা দিয়েছে । ইলিশের ছবি সাথে রঙ্গন ও জবাফুল , ঝাউগাছের সবুজ
পাতা,সাগরের বুকে সাম্পান, এয়ার পোর্টে ফেরার তরে বাস আর গ্রাউ্ডেড উড়োজাহাজ মিলে মিশে অপরূপ
এক ভ্রমন কাহিনী ।
এমন একটি রিসোর্টকে পিছনে ফেলে তারি উপর দিয়ে ডানা মেলে ঘরে ফেরার যাত্রাতেই বা আনন্দ কম কিসে
পরে কোন অজানায় উড়ার জন্য ডানা মেলবেন দেখার অপেক্ষায় রইলাম ।
বড় করে দেখানো ছবি দেখা না গেলে বলবেন , দেখার ব্যবস্থা করে দিব।
শুভেচ্ছা রইল
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৬
জুন বলেছেন: আলী ভাই দু:খের সাথে জানাচ্ছি যে আপনার দেয়া ছবিগুলো দেখতে পাচ্ছি না। আপনি কি ইমগুর থেকে আপলোড করেছেন?
আরেকটা সংবাদ এইবার শুনে আসলাম তা হলো রয়েল টিউলিপ এর সাথে সী পার্লের বিচ্ছেদ। যাক ভালোই চলছে। এই অফসিজনেও যথেষ্ট পর্যটক আছে।
আমার ছবিগুলো নিয়ে ব্যবচ্ছেদ বরাবরের মতোই মনোগ্রাহী
আমি যে কখন কই যাই আগে থেকে কোন প্ল্যান থাকে না। যখন মনে হলো আর কি
সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো।
২৪|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আপু এবারে যে আমাকে বিপদে ফেলে দিলেন। আসলে আমার ব্লগ বাসাতে আপনাকে সুদীর্ঘ একযুগেরো অধিককাল না পাইয়া বড় কষ্টে ছিলাম। অবশেষে কক্সবাজারে আপনাকে দেইখা আমুদিত হয়েছি। আমারও আপনার মতো সাদা মনে কাঁদা নেই আপু
তাইবলে অহেতুক মন ভার করে আমাকে অপরাধী করবেন না প্লিজ।
ভালো থাকবেন সবসময় এই দোয়া করি।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০০
জুন বলেছেন: পদাতিক আমি তো সব সময় ব্যাস্ত থাকি বোঝোই তো। কত্ত কাজ যে আমার। তারপর ও চেষ্টা করি খুজে খুজে সবার লেখা পড়তে। আসলে এই বছরটা আমার বেশিরভাগ সময় বাইরে কেটেছে। তাতে অনেক সময় ওয়াই ফাই এর সুবিধা ছিল না ![]()
এখন থেকে নিয়মিত হবোই হবো
তুমিও ভালো থেকো বাসার সবাইকে নিয়ে।
২৫|
০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ব্লগ সাইট কি জিনিস রানার ব্লগ ?
অনেক সময় সহজ শব্দ আসল শব্দের জায়গা নিয়ে নেয় মনের অজান্তে। সাইট বলতে ব্লগ স্পট ই বুঝিয়েছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০২
জুন বলেছেন: ওহ আইচ্ছা যাহাই বায়ান্ন তাহাই তেপ্পান্ন
এই জিনিস দুইবার খোলা হইছে কিন্তু ঠিকমতো পরিচালনার অভাবে মৃতপ্রায় রানার ব্লগ। আমি খুইজা পাইলে আপনারে ঠিকানা দিমুনে গিয়া পইড়া মন্তব্য কইরা আইসেন
২৬|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭
ডার্ক ম্যান বলেছেন: অনেকদিন কক্সবাজার যাওয়া হয় না।
গতবছর ব্লগার ডি মুনের সৌজন্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া হয়েছিল।
আপনি তো ভালোই দিন কাটাচ্ছেন। আজ গ্রামের বাড়ি, কাল কক্সবাজার পরশু ব্যাংকক।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬
জুন বলেছেন: ব্লগার ডি মুনের খবর কি ডার্ক ম্যান ! কত জন যে হারিয়ে গেছে আর আমি আজও কলুর বলদের মত খোটায় বাধা পরে রয়েছি এখানে
আচ্ছা আমার কি কোথাও যাবার জায়গা নেই
পতেংগা কিন্ত আমরা যখন যেতাম অনেক আগে তখন কিন্তু অনেক সুন্দর ছিল। এখন তো ----
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
২৭|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
রয়েল টিউলিপের সাথে বিচ্ছেদ হওয়ার পরেও সি পার্ল ভাল চলছে শুনে ভাল লাগল ।
ধারণা করছিলাম ইমগুর ব্যবহার করা ছবি নাও দেখতে পারেন । এর আগে আরো কয়েক
জন বলেছেন তারা এমন ছবি দেখতে পান না। যাহোক স্বাভাবিক ছবি দিয়ে পুর্বের মন্তব্যটি
আবার নীচে তুলে দিলাম আশা করি এবার দেখা যাবে, আমারো জানা হবে ছবি কিভাবে
দিতে হবে ।
রয়েল টিউলিপ হিসেবে পরিচিত দেশের সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেল ও বিশ্ব সেরা লাক্সারি
রিসোর্ট এচমৎকার কটি দিন কাটানোর মনোরম বিবরণ পাঠে ও চমৎকার সব ছবি দেখে মুগ্ধ ।
এই পাঁচতারকা হোটেলের অত্যাধুনিক রেস্টোরেন্টে মাটির থালা বাসনে (যদিউ বিদেশী কিছু উকরণ রয়েছে)
খাবার পরিবেশন একে একটি ভিন্ন মাত্রা দিয়েছে । ইলিশের ছবি সাথে রঙ্গন ও জবাফুল , ঝাউগাছের সবুজ
পাতা,সাগরের বুকে সাম্পান, এয়ার পোর্টে ফেরার তরে বাস আর গ্রাউ্ডেড উড়োজাহাজ মিলে মিশে অপরূপ
এক ভ্রমন কাহিনী ।
এমন একটি রিসোর্টকে পিছনে ফেলে তারি উপর দিয়ে ডানা মেলে ঘরে ফেরার যাত্রাতেই বা আনন্দ কম কিসে ![]()
পরে কোন অজানায় উড়ার জন্য ডানা মেলবেন দেখার অপেক্ষায় রইলাম ।
বড় করে দেখানো ছবি দেখা না গেলে বলবেন , দেখার ব্যবস্থা করে দিব।
শুভেচ্ছা রইল
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫
জুন বলেছেন: ছবি দেখলাম এম এ আলী ভাই। অন্নেক সুন্দর, বাস্তবের চেয়েও সুন্দর।
আবার প্লেনও আছে দেখছি
আরেক বার এসেছেন তার জন্য অনেক খুশী হয়েছি। শুভকামনা রইলো আপনার জন্য।
২৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
ডার্ক ম্যান বলেছেন: ডি মুন ভাল আছেন। তার সাথে নিয়মিত কথা হয় ।
পতেঙ্গা এখন অনেক সুন্দর ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬
জুন বলেছেন: ভালো আছে জেনে ভালো লাগলো অনেক। পতেংগা এখন অনেক সুন্দর বলেছেন তবে ইদানীং যাই নি তাই দেখা হয় নি
আরেক বার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ইলিশের কেজি ছিল ২০০০ টাকা মূর্তি থাকাটাই স্বাভাবিক
সুন্দর।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮
জুন বলেছেন: ইলিশের কেজি ছিল ২০০০ টাকা মূর্তি থাকাটাই স্বাভাবিক
পোস্টে আসা ও মজার একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
৩০|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
সোনালি কাবিন বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫
জুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবিও ক্যাপশনগুলো পড়ে মনে হলো আপুনি আপনার সাথেই ছিলাম ভ্রমনিটিতে। শুভ কামনা রইল।