নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কঠিন অসুখ ও স্ট্যাটাছ :|

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২


বেশ কিছুদিন আগের কথা আমি আর আমার ছোট জা এক প্রতিবেশীর বাসায় গিয়েছিলাম কাজে। ওনার দুটো ছেলে মেয়ে, ছেলেটি ৮/১০ বছর আর মেয়েটি বছর ছয়েক। যাই হোক চা নাস্তা পানের পর এ কথা সে কথা, তখন সেই ভদ্রমহিলা করুন মুখে জানালো তার ছেলেটি একটি বিরল রোগে আক্রান্ত। সারা পৃথিবীতে মাত্র ৫ জনের এই রোগ আছে। একজন জাপানি ডাক্তার এই রোগ আবিস্কার করেছেন তার নামেই এই রোগের নাম। নামটা আমি উল্লেখ করতে চাই না কারন বাইচান্স উনি এই লেখা পড়লে বুঝে ফেলবেন তার কথা বলছি। আপাতদৃষ্টিতে সুস্থ বাচ্চাটা দেখে আর তার রোগ সম্পর্কে জেনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমিও সন্তানের মা।
বাসা থেকে বের হয়ে আসতে আসতে আমার জা যে কিনা বয়সে আর পড়াশোনা সবকিছুতেই আমার চেয়ে অনেক কম কিন্তু অনেক বুদ্ধিমতি। হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে তাকে বললাম "মনিকা শুনলে রোজী ভাবীর ছেলের কথা? ইশ কি খারাপ লাগছে শুনে, কি হবে এখন! এমন রেয়ার ডিজিজ! " আমার এই সব কথার মাঝেই আমার জা অপ্রত্যাশিত ভাবে ঝাঝিয়ে উঠলো, "ভাবী আপনি চুপ করেন তো"! আমি তো অবাক যে মনিকা আমাকে অসম্ভব শ্রদ্ধা করে আর ভালোবাসে। বিস্মিত আমি বললাম "কেনো "!
মনিকা বল্লো "আপনি কি জানেন না আজকাল মানুষ এই সব বড় বড় অচেনা অসুখের কথা বলে গর্ববোধ করে!
"বিস্মিত আমি বললাম "কউ কি! নিজ সন্তানের এত বড় অসুখের কথা বলে গর্ব করার কি কেউ আছে "! জা বল্লো "আছে,আছে ভাবী, এমন কঠিন কঠিন অসুখের কথা বল্লে তাদের স্ট্যাটাছ বাড়ে"! ( বেচারা স্ট্যাটাস কে স্ট্যাটাছ বলতো)।
আমি তো বেকুব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সে একটা সবজান্তার হাসি দিয়ে বল্লো, "ভাবী আপনি কিচ্ছু জানেন না, কারণ আপনি তো বাচ্চা নিয়ে স্কুলে যান না তাই"!
হয়তো বা বাচ্চা নিয়ে স্কুলে না যাওয়ার দরুন নতুন জামানার অনেক বিষয়ের উপর আমার জ্ঞ্যান আহরনে অনেক কিছুর ঘাটতি ছিল।
অপরূপ রূপসী প্রিয় জা টা আমার কোভিডের প্রথম ধাক্কাতেই মারা গেছে। সেটাও ছিল হঠাৎ করে দুনিয়ায় আসা এক কঠিন অচেনা অজানা অসুখ যা নিয়ে এক রেস্তোরাঁ কর্মী বলেছিল দুনিয়ামে এয়সা বিমার আয়া যিসকো কোই ইলাজ নেহি

ছবিটা নেট থেকে

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

ঢাবিয়ান বলেছেন: অনেকেই অসুস্থতার কথা বলে বেড়াতে পছন্দ করে আবার কেউ কেউ পুরো বিষয়টাই গোপন করে। তবে গোপন করাটাই বুদ্ধিমানের কাজ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

জুন বলেছেন: গোপন করাও ঠিক না আবার বার বার বলে বেড়ানোও না ঢাবিয়ান। তবে জানানো ভালো। মানুষের দোয়া আর বিপদে সাহায্য পাওয়া যায়।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার জা মিছা কিছু কননি; ইদানীং লক্ষ্যকরা যায় কিছুলোক বড় বড় অসুখের কথা বলে নিজের স্ট্যাটাস বাড়ায়; ভাব ধরে অমুক বড় ডাক্তার দেখালাম, এতো টাকা খরচ করলাম, ইন্ডিয়া গেলাম ইত্যাদী ইত্যাদী ....

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

জুন বলেছেন: সেটাই তো এখন মনে হয় মশিউর রহমান,বেচারা সঠিক ছিল। আমারতো কল্পনাতেও আসে না এমন ভয়ংকর কিছু নিজের আপনজনদের নিয়ে ভাবতে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

শাওন আহমাদ বলেছেন: অনেকেই অসুস্থতার কথা বলে বেড়াতে পছন্দ করে আবার কেউ কেউ পুরো বিষয়টাই গোপন করে। তবে গোপন করাটাই বুদ্ধিমানের কাজ। ২
আপনার জা এর জন্য দুআ রইলো। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষ কে ভালো রাখুন, সুস্থ রাখুন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: দেখেন আমি মনে করি আপনজনদের কাছে বলা উচিত। হয়তো অর্থবলের জন্য প্রয়োজন না হলেও লোকবলের জন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয়। অবশ্য এটা আমার বিশ্বাস। হ্যা আমার জা টা বড় অল্প বয়সেই চলে গেল যা ছিল আমাদের কল্পনারও বাইরে৷
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পৃথিবীতে নতুন নতুন রোগের বিস্তার ঘটবে এটাই সত্যি। আপনার জা মারা গেছে জেনে খারাপ লাগলো। পরবারে তিনি ভাল থাকুন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

জুন বলেছেন: জী আপনি ঠিকই বলেছেন মাইদুল সরকার। এন্টিবায়োটিকও তার কার্যক্ষমতা হারাচ্ছে দ্রুত। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

বিষাদ সময় বলেছেন: স্কুল, কলেজের ছেলে মেয়েদের ওয়েটিং গার্ডিয়ানদের মনে হয় একটা ভিন্ন সংস্কৃতি আছে। অনেকটা সময় অলস কাটাতে হয় তাই মনে হয় সেখানে নিত্য নতুন থ্রিল আনা হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

জুন বলেছেন: অনেকটা সময় অলস কাটাতে হয় তাই মনে হয় সেখানে নিত্য নতুন থ্রিল আনা হয়। ভালোই বলেছেন বিষাদ সময় ;)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

নজসু বলেছেন:


সুস্থতা আল্লাহতায়ালার সবচেয়ে বড় নেয়ামত। সুস্থ থাকলেই বরং গর্ব করা উচিত।
যে সব মানুষ বড় বড় অচেনা রোগের কথা বলে গর্ব করে তারাও মানসিকভাবে এক প্রকার অসুস্থ।

মৃত ব্যক্তিকে নিয়ে কোন সমালোচনা করতে চাইনা।
করোনায় মারা যাওয়াটা উনার কাছে গর্ব করার মতো কিছু ছিলো কিনা জানতে পারলে ভালো হতো। :(

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: সুস্থতা আল্লাহতায়ালার সবচেয়ে বড় নেয়ামত। সুস্থ থাকলেই বরং গর্ব করা উচিত। আসলেও তাই।
আমার জা কিন্ত গর্ব করতো না শারীরিক অসুস্থতা নিয়ে কিন্ত যেহেতু সে বাচ্চাদের নিয়ে স্কুলে যেত সেখানে সে শুনেছে এই সব কাহিনী। যাই হোক অনেক অনেক ভালো মনের মানুষ ছিল। তার সাথে যারা পরিচিত ছিল তার মৃত্যুর কথা শুনে কাদে নাই এমন একটা মানুষ ছিল না। আল্লাহ পাক তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে বেহেশত নসীব করুন।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

শেরজা তপন বলেছেন: আপনার লেখা দেখে লগইন করলাম। এমন ঘটনার মুখোমুখি আমার ও হতে হয়েছে :)
যাউগ্গা কইলে কইবেন স্ট্যাটাছ; আমার মেজদা কিন্তু এমন একটা বিরল রোগে আক্রান্ত!
আপনার জা এর কথা শুনে ভীষণ কষ্ট পেলাম!! :(

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন: শেরজা তপন বলেছেন: আপনার লেখা দেখে লগইন করলাম :-0 এইটা কি গর্বিত হওয়ার ইমো!! যদি তাই হয় তবে তাই হোক :)
আপনার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো যেন আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ করে দেন। সেই বিরল রোগে আক্রান্ত ছেলেটা শুনি বর্তমানে সম্পুর্ন সুস্থ।
আমার জা টা বড় ভালো মানুষ ছিল শেরজা। বিশেষ করে আমার পরিবারকে সে অসম্ভব ভালো বাসতো।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

ডার্ক ম্যান বলেছেন: করোনার চিকিৎসাও কিন্তু চলে এসেছে। যদিও আমি করোনার কোন টিকা নেই নি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: সেই সময় চিকিৎসা ছিল না। গেন্ডারিয়ার বিখ্যাত আসগর আলী হাসপাতালে মারা যায়। তখন ডাক্তারদের পিপিই ছিল না বলতে গেলে, তারা ভয়ে রোগীর কাছে আসতো না, নার্স আর আয়ারাই অক্সিজেন বাড়াতো কমাতো। আমরা কেউ যেতে পারিনি। ১০ দিনের ভেতর একদিন আমার দেবর সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা পিপিই কিনে কয়েক হাত দূর থেকে ওকে শেষবারের মতো দেখে এসেছিল। বিল করেছিল নয় লাখ টাকা। বিনা চিকিৎসায় কি করুন মৃত্যু।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



অনেক মায়েরা বেকার; বেকারদের গল্পের শেষ নেই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: অনেক মায়েরা বেকার; বেকারদের গল্পের শেষ নেই। তারপরও তাদের একটা জগৎ তৈরি হয়। কিছু প্রডাকটিভ এক্টিভিটিও থাকে। নইলে তো সেই হাতা খুন্তি আর বেড়ি নিয়েই তাদের জীবন কেটে যায়।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ওহ হ্যা আপনি কি মন্তব্য করার অধিকার ফিরে পেয়েছেন মনে হয়? এখন থেকে আশাকরি লক্ষী ছেলের মত ব্লগের নিয়ম কানুন মেনে চলবেন 8-|

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৫

নীলসাধু বলেছেন: বাচ্চা নিয়ে স্কুলে গিয়ে যারা বসে থাকেন তারা মনে হয় ভিন্ন এক প্রজাতি।
তাদের নিয়ে নানা কথা শুনি।
ইন্টেরেস্টিং।

.......
আশা করছি কুশলে আছেন আপনি?

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

জুন বলেছেন: আসলেও তাদেরও কিছু করার নাই নীলসাধু। দীর্ঘ সময় বসে থাকলে বিভিন্ন প্রসংগের অবতারণা ঘটেই থাকে আর কি :)
আমি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: কতো রকমের মানসিক রোগ যে থাকে মানুষের তার কোন শেষ নাই।অনেক রোগের নাম হয়তো এখনো তৈরি হয় নাই।নতুন নতুন ভাইরাস নতুন নতুন রোগ তৈরি করছে।
কোবিরের কারনে অনেকের অকালমৃত্যু হয়েছে।অনেক ভালো লোক হারিয়ে গেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

জুন বলেছেন: জী আমিও তাই পড়ি বিভিন্ন মাধ্যমে। এন্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারাচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলে তার নীচ থেকে গা মোড়ামুড়ি দিয়ে বেরিয়ে আসছে নানান রকম ভয়ংকর সব ভাইরাস যা এতদিন বরফের নীচে চাপা পরেছিল। সামনের দিনগুলো জানি না কেমন হবে।
কোবিরের কারনে অনেকের অকালমৃত্যু হয়েছে।অনেক ভালো লোক হারিয়ে গেছে। আমার অনেক আপনজন কোভিডে চলে গেছে চির জীবনের মত।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে কামাল ১৮।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: রোগ শোক অসুখ বিসুখ আমি খুব অপছন্দ করি।
সব সময় প্রার্থনা করি- আমার যেন অসুখ বিসুখ না হয়। যদি মৃত্যু আসে, সেটা যেন ঘুমের মধ্যে হয়ে যায়। নিজে যেন না ভূগি, কাউকে যেন না ভোগাই।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

জুন বলেছেন: আমারও আপনার মত মনে হয় যেন নিজের হাত পা থাকতে যেন চলে যাই। কারো উপর ডিপেন্ড যেন না করতে হয়। তবে সবই আল্লাহর ইচ্ছা।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে রাজীব নুর।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২

করুণাধারা বলেছেন: স্ট্যাটাস বাড়াতে নিজের সন্তানের মিথ্যে রোগ বানিয়ে দিল!!

আমার এক আত্মীয়ের সন্তানের সত্যিই বিরল রোগ হয়েছিল। এর নাম ছিল zell weger's syndrome. ডাক্তার বলেছিল বাচ্চাটা ৬ মাস বাঁচবে কিন্তু সাতানব্বই দিন বয়সে মারা গিয়েছিল।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

জুন বলেছেন: এই ব্যাপারটা শুনে আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম করুনাধারা। এও কি গর্ব করার বিষয়! আপনার আত্নীয়র সন্তানের কথা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন। আর তার বাবা মাকেও এই শোক সইবার শক্তি দেন।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আসলে এই দুনিয়ায় অনেক ধরণের মানুষ।
শেষের দিকে এসে আপনার জা এর মৃত্যুর কথা শুনে মন খারাপ হয়ে গেলো। :(

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

জুন বলেছেন: অনেক রকম মানুষ নিয়েই দুনিয়া জ্যাক স্মিথ। আমার জায়ের মৃত্যুটা খুবই আকস্মিক এবং অকল্পনীয়। আমার জন্মদিন ১২ ই জুন, ওর স্বামী মানে আমার দেবরের জন্মদিন ১৬ ই জুন। জা বলেছিল "ভাবী মাঝখানে ১৪ ই জুন আপনাদের দুজনের জন্মদিন,আমরা সবাই মিলে পালন করবো। ভাগ্যের কি পরিহাস সেই ১৪ই জুনই ও দুনিয়া ছেড়ে চলে গেল।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩

কাছের-মানুষ বলেছেন: নিজের সন্ত্রানের অসুখ নিয়ে কেউ গর্ব করে বলতে পারে এটা এখনো আমার বিশ্বাস হচ্ছে না!

আপনার 'জা' এর পরণতির কথা শুনে খারাপ লাগল। আসগর আলী হাসপাতালের ওখানে আমার শ্বশুর বাড়ী, তারা ওখানকার স্থানিয়, এই হাসপাতালের কথা যার কাছেই শুনেছি, সবাই বলে ডাকাত ওরা, ভয়াবহ রকমের বিল করে! চিকিৎসারও যে খুব ভাল সেরকম শুনি নাই! করোনা কত কিছু কেড়ে নিল, এর ভয়াবহতা চোখের সামনে দেখলাম, এখনতো করোনা ডাল ভাত হয়ে গিয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

জুন বলেছেন: সন্তানের অসুখ নিয়ে গর্ব করে অসুস্থ ব্যক্তিরা কাছের মানুষ, কোন সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব না।
আসগর আলী হাসপাতাল ৯ লাখ টাকা চার্জ করেছে তাও যদি বাচাতে পারতো। এর চেয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করলে অনেক ভালো হতো কারণ তারা প্রথম থেকে করোনা রোগীর চিকিৎসা করছে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৫

নজসু বলেছেন:


আমি আসলে মনিকা আপার কথা সেভাবে বলতে চাইনি আপা। কারোই অকাল মৃত্যু কাম্য নয়।
আল্লাহতায়ালা উনাকে জান্নাত নসীব করুন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

জুন বলেছেন: না নজসু আমি কিছু মনে করি নি। কে কার মৃত্যু কামনা করে বলেন? এমনকি শত্রুর মৃত্যু কামনা করাও তো ঠিক না। ভালো থাকুন সব সময় :)

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: আমাদের সমাজে নারী/পুরুষ আছেন তারা তাদের রোগ শোকের গল্প করতে ভালোবাসেন । কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন , কি কি সমস্যা তার আছে, কতো কতো দামী ঔষধ তাদের খেতে হয়, ব্যাথা কোথা থেকে উঠে কোথায় গিয়া নাচানাচি করে, দিনেরমধ্যে কয়বার তিনি অজ্ঞান হয়ে পরেন, কোন ডাক্তারের কেমন হাত যশ, এমন কি তাদের প্রেসক্রিপশান ও ঔষাদের ডাব্বা খুলে বসবেন প্রুভ দেবার জন্য। এইসব বিষয়ে দিনভর ক্লান্তিহীন দ্বির্ঘ আলোচনায় তাদের একদম অরুচি নেই। আর সেই সব আলোচনা যদি আপনি না শোনেন ঠিকঠাক মতন আপনার দোষের কোন সীমা পরিসিমা নাই ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

জুন বলেছেন: হা হা হা রানার ব্লগ আপনার তো ভালো অব্জার্ভেশন দেখা যাচ্ছে এই বিষয়ে ;)
হু অনেকে অসুখের কথা বলতে খুব আরাম পায়। আমিও একটু একটু বলি আপনজনদের :- এই যেমন মাথা ব্যাথা, পেট ব্যাথা, পা ব্যাথা ইত্যাদি :P
থ্যাংক ইউ, থ্যাংক ইউ রানার ব্লগ নিয়মিত আমার হাবিজাবি পোস্ট পড়ার জন্য :)

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

জুন বলেছেন: আপনি সব সময় নিজে মন্তব্য করেও সবার মন্তব্য দেখতে আসেন ব্যাপারটা ভালোই লাগে অনেক রাজীব নুর।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:২০

সোহানী বলেছেন: আপনার জা'য়ের জন্য প্রার্থনা থাকলো।

হাঁ, ফেসবুক কল্যাণে অসুখ নিয়ে স্ট্যাটাস দিতে প্রায় দেখি। দোয়া টোয়ার জন্য দরখাস্ত, যা আমাকে একটু বেশীই অবাক করে। কারন মানুষের দু:খ কষ্টের জায়গা ফেসবুক না এটা অনেকেই মানে না।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

মেহবুবা বলেছেন: সবকিছুতে মানুষের নিজেকে/নিজের বিষয়কে extraordinary করবার চেষ্টা ! কখনো কখনো করুণ অথচ হাস্যকর লাগে। শেষটায় এসে ধাক্কা খেলাম, আপনার ছোট জা ইন্তেকাল করেছেন? আল্লাহ ওনাকে চিরশান্তি দান করুক সেই দোয়া করি আল্লাহর কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.