নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর এক সারস পাখী

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭


ইজিপশিয়ান এক পৌরাণিক সারস যাকে মিশরীয়রা বলে বেনু, সুর্য দেবতা রা এর সংগী । রা এর সাথেই আসেন প্রতিটি সুর্যোদয়ে আর রায়ের সাথে অস্তমিত হন অমর পাখি বেননুর বা বেনু। এখন প্রশ্ন হলো এই অরপরূপ সুন্দর পাখিটি কি কখনো ভয়ংকর হতে পারে! হতে পারে একটি কোটিপ্রান ধ্বংসের কারন! হতেও পারে। আজও তো নিত্য নতুন কত কত রহস্যই আবিস্কার হয় আর তা অজানাই থেকে যায় আমাদের কাছে, যার সমাধান কেউ বের করতে পারে নি। তেমনি আছে বেনু।
মহাকাশের এক কোনে সুর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ নিয়ে আমাদের এই সৌরজগত যে সংসার পেতেছে তার বাইরেও রয়েছে আরও কত শত সৌর জগত, কত মহাকাশ, সেখানে রয়েছে কত গ্রহ উপগ্রহ যার খবর আমরা জানিই না। আমাদের জানার বাইরে বিজ্ঞানীরা জেনেছে এমনি এক বহু দূর দূরান্তের অজানা মহাকাশ থেকে মিশরীয় পুরাণের অমর পাখি বেনু পৃথিবীর সাথে দেখা করতে ছুটে আসছে।
উপগ্রহ বেনু কিন্ত এর আগেরগুলোর মত ছোট খাটো না। আমেরিকার নাসার বিজ্ঞানীরা হিসেব করে দেখেছে অতিকায় এই গ্রহানুটি দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় প্রায় ৩৮১ মিটার আর আয়তনে ৫০০ মিটারের কিছুটা কম।
নাসার বিজ্ঞানীরা একে পরমানু বোমা বলে আখ্যায়িত করেছে। কারণ এই গ্রহানুটির সাথে কোনভাবে যদি পৃথিবীর সংঘর্ষ হয় তাহলে এ থেকে ১২ হাজার মেগাটন শক্তি নিঃসৃত হবে। পৃথিবীতে এখনও পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার চেয়েও যা ২৪ গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম। আর যা পৃথিবীকে ধ্বংস করবে এক লহমায়। আর যদি সরাসরি ধাক্কা নাও লাগে তাহলেও সে পাশ দিয়েই যাবে আর সেটা ৭৫ লক্ষ কিলোমিটার। এই দূরত্ব থেকেও বেনু নাকি আমাদের পৃথিবীর জন্য অশনি সংকেত বয়ে আনবে।

তবে আশার কথা আমরা আমাদের জীবদ্দশায় এই প্রলয় দেখে যাবো না কারন বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, যদি ‘বেণু’র সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তা হবে ২২ শতকের শেষ দিকে বা ২৩ শতকের শুরুতে। একটি সম্ভাব্য তারিখও গণনা করে বার করা গিয়েছে। ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে। বেনুকে দেখার জন্য ততদিন কি আমরা বেচে থাকবো! তবে আমরা না থাকলেও আমাদের ভবিষ্যৎ বংশধররা থাকতে পারে আর বেনুর বিপর্যয়ে যেন তারা শেষ না হয়ে যায় এই শুভকামনাই থাকলো। অন্যান্য গ্রহাণুর মতই বেনুও যেন আমাদের এই নীল গ্রহের কোন ক্ষতি না করে দূর দুরান্ত দিয়েই চলতে চলতে এক সময় হারিয়ে যায় এই অসীম মহাবিশ্বের অন্য কোথাও, অন্য কোনখানে ।

তথ্য সুত্র নেট।
ছবি নেট, কারণ এই ছবি আমার পক্ষে তোলা সম্ভব না।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: আমি কামে ব্যাস্ত ছিলাম আর আই ফাঁকে- ব্লগারেরা সব ঘুমাইতেছে।
কাম শেষ করে আসছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: আসেন আর আমি ওয়েট করছি বেনুর জন্য যেমন করছি :)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নাহ্ ততদিন আমরা ও আমাদের ছেলেমেয়ে বাঁচবে না B-) , কিন্তু ততদিনে পৃথিবীও থাকবে কিনা সেই সন্দেহও আছে ।

বিঃদ্রঃ আপা আপনার পোস্ট এখনও প্রথম পাতার প্রথম দিকেই আছে !!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

জুন বলেছেন: তার আগেই ৯.৯ মাত্রার ভুমিকম্পে আমাদের নাকি দফারফা হবে নিনি। ইউটিউবে বলছে আমাদের দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা :-&
জানি না কি যে হবে আমাদের :(
প্রথম পাতায় আছে শুনে একটু আশ্বস্ত হোলাম। আমি আবার ছাদে গিয়েছিলাম হাটতে। দেখি ইয়া বড় এক চাঁদ। বেনু ভেবে তাড়াতাড়ি চলে আসলাম, :)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

ঢাবিয়ান বলেছেন: প্রথম কয়েক লাইন পড়েতো ভয়ই পেয়ে গিয়েছিলাম :-&

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৫

জুন বলেছেন: তারপরের লাইনগুলি ঢাবিয়ান :-* :-*

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩২

ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। প্রথম এসেছেন মনে হয়?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু ২১৮২ সালে ধংস হবে তখন আমাদের নাতিপুতি পোলাপাইন ওদের কী হবে? আমরা না হয় পার পেয়ে গেলাম কিন্তু ওদের কথা ভেবে ভয় লাগতাছে আপু..

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১০

জুন বলেছেন: না না ভয়ের কিচ্ছু নাই পদাতিক, বিজ্ঞানীরা আশা করছে সারসটা ৭৬ লক্ষ মাইল দূর দিয়ে যাবে। অবশ্য তাতেও নাকি আমাদের পৃথিবীর ক্ষতি হবে। তবে কি ক্ষতি হবে সেটা বলে নাই। আসলে সবই আন্দাজের উপর। সুতরাং নাতি পুতি ধুতি নিয়ে ভয় নাই :)

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

রানার ব্লগ বলেছেন: বেনু যদি আসে তা এই পৃথীবির টানেই আসবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১০

জুন বলেছেন: হু আমার মনে হয় এই সামুর টানেই আসবে যেমন আমরা কত শত লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা সহ্য করেও আসি রানার ব্লগ :`>
মন্তব্যের জন্য ধন্যবাদ । আপনাকে কিরকুটের সাথে গুলিয়ে ফেলি তার জন্য ক্ষমাপ্রার্থী :(

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:


যেসব ব্লগার অবিবাহিত আছেন, তাদের বিয়ে করা ঠিক হবে না। যাদের ছেলেমেয়ে আছে, তাদের ৩য়/৪র্থ জেনারেশনের জন্য ভয় আছে। কিছু সন্তান যখন আছে, আরো বিয়ে করলেও ভয়ের পরিমাণ একই থাকছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

জুন বলেছেন: বিয়ে না করে কি কেউ ব্লগে আছে সোনাগাজী !! আমারতো মনে হয় না ।
যাই হোক এত সুন্দর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এইটাই যা চিন্তার বিষয় :(
ভালো থাকুন , মন্তব্যে ধন্যবাদ জানবেন ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



বিপজ্জনক গ্রহানুটি নিয়ে বেশ তথ্যবহুল পোষ্ট ।
এর সাথে মিশরীয় উপকথার মিল রয়েছে জানা ছিলনা ।
আপনার পোষ্টের কল্যানে মিশরীয় মিথটি আরো বিস্তারিত জানার আগ্রহ জেগে উঠায় বিষয়টি নিয়ে আন্তরজালে
বেশ অনেকটা সময় কাটালাম । বিচরণ কালে যে পরিমান তথ্য উপাত্ত ছবি সংগ্রহ করেছি তা মন্তব্যের ঘরে তুলে
দিলে বিশাল একটি রচনা হয়ে যাবে। চুম্বক কথা হলো মিশরীয় পৌরাণিক কাহিনী অনুসারে, সুর্যের সাথে সম্পর্কিত
বেন্নু একটি স্ব-সৃষ্ট সত্তা ছিল, বলা হয় যে বিশ্ব সৃষ্টিতে এর ভূমিকা ছিল।

গ্রীক পুরাণে বিকশিত ফিনিক্স পাখী সংক্রান্ত কিংবদন্তির মূল অনুপ্রেরণা হতে পারে এই বেন্নু সারস উপাক্ষান ।
ফ্রেডারিক জাস্টিন বার্টাচ কতৃক অঙ্কিত ফিনিক্স পাখীর একটি ছবি (১৮০৬)

প্রাচীন মিশরিয় একটি গ্রাম দেইর এল-মদিনায় অবস্থিত আইরিনেফারের( Irunefer was most likely a
worker in the royal tombs )সমাধিতে মাথায় সূর্যের ডিস্ক সহ শিল্পীর তুলিতে আঁকা বেন্নুর একটি চিত্র

সুত্র :ছবি সুত্র উইকিপিডিয়া
বিষয়টি নিয়ে বেশ কিছু সময় কাটিয়ে আইরিনেফারের সমাধির বিষয়ে শিল্পি সাহিত্যিকদের আগ্রহ ও কালচার
দেখে প্রতিতি হল পাচীন মিশরিয় সম্রাট ফারাওদের মত বিশাল আকারের স্মৃতি চিহ্ন বা স্তুতি না করা হলেও
সেই রাজন্য বর্গের সাধারণ কর্মচারীগনও যথেষ্ট গুরুত্ব পেত, তাইতো সাধারণ কর্মীগন তাদের মেধা ও শ্রম দিয়ে
প্রাচীন মিশরিয় সভ্যতা গড়ে দিয়েছিল। আজকে কয়েক হাজার বছর পার হয়ে গেলেও সেই সব মেধাবী,পরিশ্রমী
ও সাহসী প্রাচীন মিশরিয় কর্মী বাহিনীর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলী।

যাহোক , সাথে আরো ২ টি ছবি যুক্ত করে বিপজ্জনক বেন্নু গ্রহানুটির প্রতি ফিরে যাই ।


বেন্নু হিসাবে পরিচিত এই বিপজ্জনক গ্রহাণুটি প্রতি ছয় বছরে পৃথিবীর চারপাশে একটি কক্ষপথ সম্পন্ন করে
এবং ইতিমধ্যে ১৯৯৯ , ২০০৫, এবং ২০১১ সালে এটি আমাদের পৃথিবীর সাথে তিনবার ঘনিষ্ঠ মুখোমুখি
হয়েছে। যদিও সংঘর্ষের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, বিজ্ঞানীরা অনুমন করেছেন যে একটি 2,700 সম্ভাবনার
২৭০০ ভাগের মধ্যে ১ ভাগ অর্থাৎপ্রায় ০.০৩৭% ।
সুত্র : Click This Link

গুরুত্বপুর্ণ তথ্য সমৃদ্ধ ও অতি আগ্রহের পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২১

জুন বলেছেন: আপনি আমার ব্লগে আসবেন এই আশা করে লিখি আলী ভাই । আর আমার যত অপুর্নতা আপনি পুর্ন করবেন সেই প্রত্যাশাও থাকে। নইলে আমার দেখা ইজিপ্টের অনেক ছবিতে পাখিরা আছে সেটা নিয়ে অনেক মহাকাব্য লেখা যেত :)
ইজিপ্টের বিখ্যাত লুক্সর মন্দিরের প্রধান ফটকের সামনে আমার একটা ছবি দিলাম দেখেন বা দিকের পিলারে কত্ত পাখি । বাজ, প্যাচা, বক আরও কতকিছু । এখানে বেন্নু ঘাপ্টি মেরে আছে কি না বুঝতে পারছি না। আমার পোস্টকে সমৃদ্ধ করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৯

কামাল১৮ বলেছেন: আমাদের কোন ছাদ নাই।বেশির ভাগ ঘরই আমাদের দেশের টিনের ঘরের মতো।ছাদে গিয়ে যে আকাশ দেখবো তার উপায় নাই।
এতোদিনে মানুষ কোন একটা উপায় বের করে ফেলবে।বিজ্ঞানের উন্নতি খুব দ্রুত হচ্ছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

জুন বলেছেন: আমাদের কোন ছাদ নাই।বেশির ভাগ ঘরই আমাদের দেশের টিনের ঘরের মতো।ছাদে গিয়ে যে আকাশ দেখবো তার উপায় নাই। কি ভাবে ছাদ থাকবে বলেন কামাল ১৮ :-* ছাদ থাকলে বরফ জমে ধ্বসে পরবে যে !
অবশ্য উপায় বের করবে যেদিক দিয়ে আঘাত করবে সেই দিকটা একটু বাকা করে নিলেই হবে কি বলেন B-)
আল্লাহ ভরষা

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৬

আহমেদ জী এস বলেছেন: জুন,




সারস পাখি এ জীবনে সরেস না হইলেও ভয় পাইয়ে দিয়েছিলেন শুরুতে। :|| তবুও যেটুকু ভয় ছিলো তা আবার ডঃ এম এ আলী র মন্তব্যে পুরোপুরি উধাও।
এখন ধেনুর পীঠে চড়ে বেনু বাঁজিয়ে গান গাওয়াই যায়! :P

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

জুন বলেছেন: আপনিও ভয় পাইছিলেন কন কি :-* আমরা একবার ভোলা বেড়াইতে গেছিলাম সেইখানে রাস্তার দুই পাশে কত্ত বক আর সারস দেখছিলাম । এটা যে এত্ত ভয়ংকর জানাই ছিল না তখন :||
আলী ভাই লিখবে বলে আমি আর এসব উল্লেখ করি নি :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

শাওন আহমাদ বলেছেন: ইশ! দেখার ভাগ্য হলনা! :|

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

জুন বলেছেন: হ আমারও এই দুক্ষ শাওন আহমেদ :(

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সোনাগাজী বলেছেন: যেসব ব্লগার অবিবাহিত আছেন, তাদের বিয়ে করা ঠিক হবে না। যাদের ছেলেমেয়ে আছে, তাদের ৩য়/৪র্থ জেনারেশনের জন্য ভয় আছে। কিছু সন্তান যখন আছে, আরো বিয়ে করলেও ভয়ের পরিমাণ একই থাকছে।
............................................................................................................................................
তিনি যা বলছেন তাতে আজকালের ছেলেমেয়ে দের পোয়া বারো ।
এমনিতেই পরকীয়া এদেশে ভয়ানাক ভাবে বিস্তার করেছে তো এখন আর কেউ বিয়ে করবেনা ।
শুধুই প্রেম করে সময় কাটাবে ।
.............................................................................................................................................
তবে বেনু সারস নিয়ে আমার বক্তব্য ভিন্ন ।
বিগত ইতিহাস বলে প্রতি একশত বৎসর পর পর পৃথিবিতে কোন একটা পরিবর্তন
আসবেই , তা হতে পারে মহামারী, প্রলয়, ভূমিকন্প বা নূতন কিছুর বিষ্য়কর আর্বিভাব ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন প্রতিবার আসছে আসছে করে আর আসে না। কানের পাশ ঘেঁষে চলে যায়। সেই রাখাল ছেলে আর বাঘের গল্পের মত স্বপ্নের শংখচিল। তবে এইবার আসতেও পারে নাও পারে :)

আর শুধুই প্রেম করে সময় কাটাবে :-*

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

শেরজা তপন বলেছেন: ইশশশ শি রে অল্পির জন্যি মিস করি গেলাম!সব্বাই একসাথি মিলি ঝোলি মারা যেতি পারতাম - কামনা খারাপ হোত না!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

জুন বলেছেন: আমরা মিস করলাম তবে আমাদের নাতি পুতিরা নাও মিস করতে পারে শেরজা ;)

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

করুণাধারা বলেছেন: বেনুর আগমনে যদি পৃথিবী ধ্বংস হয় তাহলে সেটাকে কেয়ামত বলা যাবে কি? কারণ কেয়ামতে পৃথিবী ধ্বংস হয়ে যাবার কথা।

ভালোই তো মিশরীয় পুরাণের সারস ছিল। একে আবার ভয়ংকর গ্রহানূর সাথে মেলানোর দরকার কি ছিল। কার মাথা থেকে যে নামকরণের চিন্তা আসে।

একটু একটু ভয়ই দেখায় দিছিলেন। ডঃ এম এ আলীর মন্তব্য পড় আশ্বস্ত হলাম, বেনুর দ্বারা ধ্বংস তাহলে হচ্ছে না! :D

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

জুন বলেছেন: মরক্কোতে ১০ সেকেন্ডে যা হলো সেটা তো তাদের কাছে কেয়ামতই করুনাধারা। আবার লিবিয়ার ডারনা আর বেনগাজীতে যা হলো সেটাও সেই হাজার হাজার মানুষের কাছে কেয়ামতই তাই না? এখন বিভিন্ন নিউজ এ দেখি আর অল্প কয়েকদিনের মাঝে আমাদের দেশে ৯.৯ মাত্রার ভুমিকম্পে ঢাকা সিলেট ধ্বংস হয়ে যাবে। তখন সেটাতো আমাদের কাছে কেয়ামতই হবে তাই না? বেনু আসতে তো অনেক দেরী ;)

আপনার পোস্টের সুত্র ধরে বলি ছেলের বৌ এর জন্য ওনার চাহিদা সম্পন্ন পোস্টে আমি বলেছিলাম আমার স্টাইলে যে "একটা শিক্ষিত মেয়ে কি আপনার এই শর্ত মেনে নেবে বলে আপনি মনে করেন"? উনি জবাব দিয়েছিলেন " না মানলে হবে না"। অনেকে ওনাকে সাপোর্ট করছিল। আমি আর যাই নি। এসব আমার ভালো লাগে না। আপনি বলেছেন আপনার বান্ধবী এ আই টি থেকে গ্রাজুয়েশন করা। আমার ছেলেও তাই। আর ব্যাংককের সুকুমভিতে ওই সব মধ্যপ্রাচ্যের লোকদের একটা এলাকাই আছে। পুরুষ রা তো বটেই ইয়ং অপরূপা সুন্দরী মহিলারাও হিজাব নিকাব পরে হুক্কা টানছে ফুটপাতের চেয়ার টেবিলে বসে। আমার বক্তব্য তাদের পোশাক না করুনা, আমার পয়েন্ট তাদের মুখে হাদীস, হাতে তজবিহ । আর একই গৃহকর্মীর সাথে বাবা ছেলে দাদা লাইন দিয়ে ------ এবার বুঝাতে পেরেছি কি আমার বক্তব্য? :)

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর ব্যাংককের সুকুমভিতে ওই সব মধ্যপ্রাচ্যের লোকদের একটা এলাকাই আছে। পুরুষ রা তো বটেই ইয়ং অপরূপা সুন্দরী মহিলারাও হিজাব নিকাব পরে হুক্কা টানছে ফুটপাতের চেয়ার টেবিলে বসে। আমার বক্তব্য তাদের পোশাক না করুনা, আমার পয়েন্ট তাদের মুখে হাদীস, হাতে তজবিহ । আর একই গৃহকর্মীর সাথে বাবা ছেলে দাদা লাইন দিয়ে ------ এবার বুঝাতে পেরেছি কি আমার বক্তব্য? :)
..........................................................................................................................................
আর মধ্যপ্রাচ্য সহ মিশরের মুতা বিবাহ ?
এ নিয়ে আমার পোষ্ট ও আছে !!!
আসলে আমরা সময়ের ফ্রেমে বন্দী ।
আমরা এখনো বাথরুমের ভাঙ্গা , দরজা মেরামতে ব্যস্ত
ইউরোপের মেয়েরা তখন সী বীচে , শরীরিয় মেলা খুলে বসে আছে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরেকবার এসেছেন শংখচিল :)
ভালো থাকুন সব সময়।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এই পোস্ট পড়ার পরে আমার নাতি-পুতি, পুতির পুতি, পুতির পুতির নাতি/নাত্নিদের নিয়ে ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেছি। :) যেভাবে হোক বেনুকে থামাতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

জুন বলেছেন: আর চিন্তা নাই চুয়াত্তর, ৭৬ লক্ষ মাইল দূর দিয়ে যাবে নাকি, তারপর ও শুনি মহাকাশের হিসাবে এইটা নাকি কাছ দিয়েই যাওয়া :-&
আল্লাহ ভরষা।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটি ভয়ংকর, পৃথিবী বা আমাদের উপগ্রহ চাঁদে এসে ধাক্কা খেলে খবর আছে! ৭৬ লক্ষ মাইল দূর দিয়ে যাক, তবে চাঁদে গিয়ে আঘাত না হানলেই নয়! তবে শেরজা তপন সাহেবের মতন আমারো মনে হয় সবার এক সাথে ভবলীলা সাঙ্গ হলে খারাপ হত না!

০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৬

জুন বলেছেন: দোয়া করেন সারস যেন আমাদের ত্রী সীমানায় না আসে :)
ভালো আছেন তো কাছের মানুষ?

১৮| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৯

কাছের-মানুষ বলেছেন: ভালো আছেন তো কাছের মানুষ?
এইতো ভাল আছি। উইকেন্ড আমাদের এখানে আজ, উইকেন্ডে সাধারণত আমি ইজি কাজে বিজি থাকি, বাজার করা, ঘরের কাজ, উইকেন্ডে একদিন ছেলেকে নিয়ে সুইমিং পুলে নামে সাতার শিখানোর চেষ্টা করি, বাসায় কাউকে দাওয়াত রান্নাবান্না করি যদিও এই সপ্তাহে কাউকে বলিনি, বাইরে ঘুরতে যাই, এভাবেই চলছে!

আপনিও ভাল আছেন আশাকরি।

০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৪

জুন বলেছেন: ভালোই চলে যাচ্ছে আপনার দিনকাল কাছের মানুষ। ইজি কাজে বিজি থাকাটাই একটা বিশাল ব্যাপার তাই না! অনেক ভালো থাকুন সব সময় বাড়ির সবাইকে নিয়ে এই শুভকামনা রইলো :)

১৯| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: লিওনার্দো এর ডোন্ট লুক আপ ছবিটা দেখেছেন কি? আপনার লিখার সাথে মিল পাবেন ;)

০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৮

জুন বলেছেন: মহাকাশ নিয়ে ব্যপক আগ্রহ থাকায় এই ধরনের ম্যুভিগুলো মিস হয় কম। এসব দেখলে মনে হয় চিকন এক সুতার উপর ঝুলছে আমাদের নীল গ্রহ। অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য সোহানী। ভালো থাকুন এই শুভকামনায় :)

২০| ০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৭

মুদ্‌দাকির বলেছেন: পৃথিবীর কিছু মানুষ এত সুখে আছেন যে তার ফ্যান্টাসি জুড়ে আছে Apocalypse, আজব মানুষ আজব!!

০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: জী আপনি একদম আমার মনের কথা বলেছেন মুদাককির। নাসার আসলে খেয়ে দেয়ে কোন কাজ নেই মনে হয়। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.