নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আপন ঘরে আপন ঘোরে

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

অনেকদিন পর...
অনামিকা একটু একান্ত অবসর পেলো।
বুয়াকে ডেকে সে মাথায় তেল বসিয়ে নিচ্ছিলো।
বুয়া যেন এ অপছন্দনীয় কাজটাতে বিরক্ত না হয়,
সেজন্য সে এটা ওটা বলে তার মনযোগ টানছিলো।
তার এসব এলোপাতাড়ি কথাবার্তা কিছুক্ষণের জন্য
বুয়ার মনযোগ ধরে রাখতে পেরেছিলো বটে।

একটু পরেই তার কথার ঝাঁপি শুন্য হয়ে যায়।
তবুও অনুগত বুয়া তার মাথায় তেল বসিয়ে যায়।
অনামিকা চোখ বুঁজে তার এলোকেশ উড়িয়ে দিলো,
সাথে বেঁধে দিলো জীবনের একেকটি বর্ণিল স্বপ্ন।
লাল নীল হলুদ সবুজ, বিভিন্ন বরণের স্বপ্নগুলো
একেকটি রঙিন ঘুড়ি হয়ে আকাশে উড়তে থাকলো।

অনামিকা নিজেও একটি কিশোরী বালিকার ন্যায়
আকাশে উড়ে গেলো। মেঘে মেঘে ভাসতে থাকলো।
অবশেষে পৌঁছে গেলো আজন্ম ইপ্সিত চাঁদের দেশে।
সেখানে দেখতে পেলো ঝুলানো এক মস্ত বড় তালা।
অনামিকার খেয়াল হলো, একদিন এক স্বপ্নপরী এসে
তার হাতে দিয়েছিল এক গোছা চাবি। আর বলেছিলো,
তার স্বপ্নের দেশে যেতে হলে এ চাবির প্রয়োজন হবে।
অগত্যা সে ফিরে এলো তার নিজ ঘরে, নিজ ঘোরে।

ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

আরণ্যক রাখাল বলেছেন: অনামিকা নামটি সুন্দর

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আর কবিতাটি?

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

গেম চেঞ্জার বলেছেন: ঠিক ধরতে পারলাম না, কবিতার মূলভাবটি!

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

খায়রুল আহসান বলেছেন: এটা কবির ব্যর্থতা, গেম চেঞ্জার।
চেষ্টা করবো আগামীতে এমন কবিতা লিখতে, যেটা সহজে বোঝা যাবে।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আরণ্যক রাখাল বলেছেন: এটাকে অনুগল্প মনে হয়েছে| কবিতার টেস্ট পাইনি| অনগল্প হিসেবে চমৎকার| বিশেষ করে শেষ শব্দ কয়েকটি| আপন ঘরে, আপন ঘোরে| অনেক কিছু এতেই বোঝাতে পেরেছেন

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

গেম চেঞ্জার বলেছেন: স্যরি। আপনাকে হার্ট করতে চাইনি।

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: হার্ট হইনি, গেম চেঞ্জার। মন্তব্য পড়ে যে কথাটা মনে এলো, সেটাই বললাম।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

শামছুল ইসলাম বলেছেন: অনামিকার সব স্বপ্নের উৎস চাবিঃ
//আর বলেছিলো,
তার স্বপ্নের দেশে যেতে হলে এ চাবির প্রয়োজন হবে।//

তাই যত রঙিন স্বপ্নই দেখুক না কেন,
//লাল নীল হলুদ সবুজ, বিভিন্ন বরণের স্বপ্নগুলো//
ফিরে আসে আপন ঘরে,
//অগত্যা সে ফিরে এলো তার নিজ ঘরে, নিজ ঘোরে।//



আহসান ভাই, অসাধারণ একটা কাব্য উপহার দিলেন।

ভাল থাকুন। সবসময়।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতার এ অসাধারণ বিশ্লেষণ এর জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, ভাই শামছুল ইসলাম।
শুভেচ্ছা জানবেন।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক, এখানে ভালো লাগার কথাটুকু জানানোর জন্য।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

কিরমানী লিটন বলেছেন: হৃদয়ের গল্পটার কবিতার বর্ণনায় মুগ্ধতা রেখে গেলাম কবি,
অনেক ভালো থাকবেন,শরিরে-মনে,
সত শুভকামনা ...

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতায় এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য, কিরমানী লিটন।

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

রাশেদ মহাচিন্তিত বলেছেন: দারুন লিখেছেন|

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রাশেদ মহাচিন্তিত। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম লেখাটা আজ পড়ে এলাম, রাশেদ মহাচিন্তিত। বেশ ভালো লেগেছে।

৯| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




যতোই মানুষ স্বপ্নের ঘোরে থাকুক না কেন তাকে আবার ঘোর কেটে নিজের ঘরেই ফিরতে হয় । এমন বাস্তবতার ছোঁয়াই দেখলুম এখানে ।
কবিতার মান হয়তো তেমন আহামরি হয়নি তবে হয়ে যাবে । ধীরে সুস্থ্যে সময় নিয়ে লিখুন ।
শুভেচ্ছান্তে ।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস।

১০| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল অনামিকা ফিরে আসায় ।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা।

১১| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

ভ্রমরের ডানা বলেছেন: অনামিকা, আর ফিরে যেন না যায়। ঘরের দেউরীতেই বসে থাক অনামিকা। অনন্তকাল মাখুক কেশে তেল। কাটুক বিলি চুলে।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: খুব চমৎকার বলেছেন, ভ্রমরের ডানা। মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.