নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হাওয়ায় বিলি কেটে কেটে তোমার নাম লিখা,
কিশোর বয়সে আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল।
হঠাৎ কেউ দেখে ফেললে অতিশয় লজ্জা পেতাম,
আঙুলটাকে টুপ করে পকেটে ঢুকিয়ে ফেলতাম।
চারিদিকে অন্তহীন ঔৎসুক্য, সবারই জিজ্ঞাসা,
কি লিখি? সহাস্যে আমি শুধু এ কথাই বলতাম,
ঐকিক নিয়মের এক কঠিন সমাধান খুঁজছিলাম!
কথাটা সবাই বিশ্বাস করতো, কেবল তুমি ছাড়া!
এর পর জীবনে অনেক নাম এসেছে আর গেছে,
আর কারো নাম তেমন করে আঙুলে ভাসতোনা।
এখনো মাঝে মাঝে মনে পড়ে, পকেটে হাত রেখে
সে নাম লিখার কথা, সেই বায়বীয় স্বাক্ষরের কথা।
(ইতোপূর্বে প্রকাশিত)
ঢাকা
১৫ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে মুগ্ধ হ'লাম। বরাবরের মত এ লেখাতেও প্রথম 'লাইক'টা আপনারই। সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, শামছুল ইসলাম।
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৬
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে+
১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, রুদ্র জাহেদ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
শামছুল ইসলাম বলেছেন: যে নাম লেখা হতো,
//হাওয়ায় বিলি কেটে কেটে//
লাজুক ভাবে,
পকেটে হাত রেখে গোপনে চলত বায়বীয় স্বাক্ষর চর্চা।
রোমান্টিক কবিতা, ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।