নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ঘুমে তুমি

২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪২

তুমি তখন মগ্ন ছিলে ক্যান্ডি ক্রাশের খেলাটাতে,
দৃষ্টি তোমার বাঁধা ছিলো সেলফোনের ঐ পর্দাটাতে।
শুয়ে শুয়ে খেলতে খেলতে ঘুমের ঘোরে চশমাটাকে
চোখে রেখেই ঘুমিয়ে গেলে, সেলফোনটা বুকে রেখে।

ফোনটা থেকে স্ক্রীনের আলো মুখে তোমার পড়েছিলো
শব্দ করেই যাচ্ছিলো সব আসতে থাকা বার্তা গুলো।
তুমি ঘুমের ঘোরে নক্সীকাঁথা গায়ের উপর টেনে নিলে,
উদোম র’লো পায়ের পাতা, দেখলে না তা চক্ষু মেলে।

ইচ্ছে হলো সুড়সুড়ি দেই উদোম থাকা পায়ের পাতায়,
ঘুম না হবার দোষটা যদি চাপাও তুমি আমার মাথায়!
তাই সুড়সুড়ি আর হয়না দেয়া রেগে যাবে সেই ভয়েতে,
বরং কাঁথাটাকেই একটু টেনে দিলেম ঢেকে পা দু’টোকে।



ঢাকা
১৪ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫

সুলতানা রহমান বলেছেন: ক্র্যান্ডি ক্রাশের খেলাটা মজার। পড়ে ও ভাল লাগলো

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য, sultana rahman। মন্তব্যে প্রীত হ'লাম।

২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব সুন্দর এই লেখাটাতেই অামার চৌদ্দশোতম মন্তব্যটা করলাম । ভালো থাকুন ।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: "চৌদ্দশোতম" এর মাইলফলক স্পর্শ করায় অভিনন্দন, হে সাধু!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: এই "চৌদ্দশোতম" এর পরে আপনি আরও প্রায় পাঁচ হাজার মন্তব্য করেছেন, কিন্তু আজকাল আর আপনি আমার পাতায় মোটেও আসছেন না! :(

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ ছন্দময় কবিতা। ভাল লেগেছে। :)

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, অভ্রনীল হৃদয়। আমার কোন লেখায় এটাই বোধকরি আপনার প্রথম কথা।
অশেষ ধন্যবাদ।
আপনার নিকনামটা খুব সুন্দর।

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

মাধব বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হয়েছি, মাধব। 'লাইক' করাতেও।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

শামছুল ইসলাম বলেছেন: ঠিক জানিনে, এই কি ভালবাসাঃ

//ইচ্ছে হলো সুড়সুড়ি দেই উদোম থাকা পায়ের পাতায়,
ঘুম না হবার দোষটা যদি চাপাও তুমি আমার মাথায়!
সুড়সুড়ি আর হয়না দেওয়া তোমার পায়ে সেই ভয়েতে
বরং কাঁথাটাকেই একটু টেনে পা দু’টোকে দিলেম ঢেকে।//


অনুভূতির অনুপম প্রকাশে অনিন্দ্য সুন্দর কাব্য।

ভাল থাকুন। সবসময়।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট মন্তব্যটাও তেমনি অনুপম, অনিন্দ্য সুন্দর।
ধন্যবাদ ও শুভেচ্ছা, শামছুল ইসলাম।

৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫

মানবী বলেছেন: কবিতা পড়ার সময় দৃশ্যপট জীবন্ত হয়ে উঠেছিলো!

আন্তরিক ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: আমার একটা ধারণা হয়েছিলো, আপনি বুঝি কবিতা পছন্দ করেন না। সে ভুলটা ভাংলো, তাই খুশীও হলাম খুব।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
রাহেলা হত্যার বিচার সম্পর্কিত আপনার একটা অতি পুরনো পোস্ট পড়ে আজ কিছু মন্তব্য রেখে এসেছি। আশাকরি সময় করে পড়ে দেখবেন। আজকাল তো পুরনো লেখার উপর মন্তব্যের নোটিফিকেশন লেখকের কাছে যায় না, তাই এখানেই সেটা উল্লেখ করলাম।

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

জুন বলেছেন: বাহ দারুন আবেগ আর প্রেমের ব্লেন্ডিং এ তৈরী কবিতা। খুব ভালোলাগলো ভাবী ক্যান্ডি ক্রাশ খেলে শুনে। আমি অবশ্য মাই টকিং এঞ্জেলা গেমস নিয়েই ব্যস্ত :)

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা মানুষ কম পড়ে, অন্ততঃ আমারগুলো। আপনি এলেন, পড়লেন, মন্তব্য করলেন- তাই খুশী হ'লাম।
ক্যান্ডি ক্রাশ খেলার অনেক অনুরোধ আসে। আমি ভুলেও কখনো ক্লিক করিনি। কারণ আমার সে সময় নেই।
কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: মানবী বলেছেন: কবিতা পড়ার সময় দৃশ্যপট জীবন্ত হয়ে উঠেছিলো! আমার কাছেও তাই মনে হল। চমৎকার

২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

খায়রুল আহসান বলেছেন: মানবীর সাথে সাথে আপনাকেও তাই জানাচ্ছি অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, মাহবুবুল আজাদ, এমন একটা চমৎকার কম্পলিমেন্ট দেওয়ার জন্য।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আবার এলাম; কবিতাটা আরও দুবার পড়লাম। কী এক অদ্ভূত মাদকতা আছে প্রতি পরতে পরতে!

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: পুনরায় এসে ভালবাসার এ কবিতাটাকে আরও দুবার পড়ে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যে আবারো প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.