নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
ব্যথা পেলে মানুষ কাঁদে, সশব্দে বা নীরবে।
প্রিয়জনের বিদায়ে কাঁদে, শোকাহত হলে কাঁদে।
ভেঙ্গে পড়লে নিভৃতে বসে কাঁদে, ফুঁপিয়ে কাঁদে।
প্রেমে ব্যর্থ হয়ে কাঁদে। আনন্দে ও প্রার্থনায় কাঁদে।
তুমি কবি নও, এসব কান্না যদি শুনতে না পাও।
চাপা কান্না বাষ্প হয়ে ঊর্ধ্বগামী হয়ে যায়।
বারবার ঢোক গিলে তা লুকোতে হয়।
দু'চোখে অশ্রুর ফোঁটা মুক্তো হয়ে ঝুলে থাকে।
আস্তিনে বা আঁচলে মুছে ফেলার আগেই,
যদি তা দেখতে না পাও, তবে তুমি কবি নও।
মুখের ভাষা যখন হারিয়ে যায়,
চোখের তারাগুলো তখন নীরবে কথা বলে।
দূরে চলে গেলেও, কোন এক ফুলেল সুগন্ধিমাখা রাতে
জ্যোৎস্নালোকে বাতাসে ভেসে আসে আদরের যত কথা।
তুমি কবি নও, যদি তুমি শুনতে না পাও সেসব কথা।
পিয়ানো, দোতারায় বা গীটারে যে সুর ঝংকার ওঠে,
আহা! সেখানেও লুকিয়ে থাকে কত প্রাণের আহাজারি।
সুরের সে মূর্ছনা ছাপিয়ে একটি বিশুদ্ধ কবিতা
যদি তুমি পড়তে না পার, তবে নিশ্চয় জেনে রেখো,
সুরের শ্রোতা হলেও, তুমি আসলেই কোন কবি নও।
ঢাকা
১৭ ফেব্রুয়ারী ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পোস্ট করার মাত্র সাত মিনিটের মাথায় আপনার এ মন্তব্যটি পেয়ে অবাক ও অভিভূত হয়ে গেলাম, রূপক বিধৌত সাধু।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সময়টা নিভৃতে কাঁদার মাধ্যমেই অতিবাহিত হচ্ছে -- এটা কি আপনি নিজের কথা বলছেন?
শুভকামনা রইলো।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম!
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
খায়রুল আহসান বলেছেন: অতি সত্ত্বর আপনার মেঘাচ্ছন্ন মনে রোদের ঝিলিক দেখা দিক, অন্তর থেকে এই কামনা করছি, রূপক বিধৌত সাধু।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
গেম চেঞ্জার বলেছেন: ভাবের নিগুঢ় প্রকাশ!!
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, গেম চেঞ্জার। মন্তব্যে প্রীত হ'লাম।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: আমি কবি, হাজারো বাক্যের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে আপনার দারে কড়া নাড়ি,
শুন্য থালা হাতে একটাই চাওয়া, দু ফোঁটা অশ্রু দেবেন। যদি পারেন তবে আমি
কবি হব- কবি রব জীবনের জন্য।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার এ কাব্যিক মন্তব্যে অভিভূত হয়ে গেলাম!
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
কবিদের অশ্রু কখনো মাটিতে ঝরে,
কখনো বাষ্পীভূত হয়ে আকাশে ওড়ে।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
জনম দাসী বলেছেন: অস্তিনে বা আঁচলে মুছে ফেলার আগেই, যদি তা দেখতে না পাও... অপূর্ব বেদন কথন; কেউ কেউ চোখে জল নিয়ে তবুও তো মুখে হাসি এঁকে, সমুখে দাড়িয়ে বলে আমি ভালো আছি প্রিয়... তুমি ভালো থেক।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, জনম দাসী।
আপনিও আপনার মন্তব্যের মাঝে এক অপরূপ চিত্র এঁকে গেলেন।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ অাপনাকে । সুহৃদদের শুভ কামনাই পথ চলার পাথেয় ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, রূপক বিধৌত সাধু, ব্যক্তিগত ব্যথার কথা শেয়ার করার জন্য। শান্তি কামনা করছি।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো। শুভকামনা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লাগায় উৎসাহিত বোধ করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ, sultana rahman।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
শামছুল ইসলাম বলেছেন: কবির স্বরূপ উন্মোচনের চমৎকার প্রয়াস।
সুন্দর এবং সত্য কথাঃ
//মুখের ভাষা যখন হারিয়ে যায়,
চোখের তারাগুলো তখন নীরবে কথা বলে।//
ভাল থাকুন। সবসময়।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা 'লাইক' করায় আপনাকে অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করে দেখলাম, আপনার উপরের মন্তব্যটাই আমার ব্লগে ১০০০তম মন্তব্য। হয়তো আমাদের উভয়ের জন্য এটা একটা ক্ষুদ্র মাইলফলক। সহস্রতম মন্তব্যটা আপনার কাছ থেকে এলো বলে খুশী হ'লাম।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
সুমন কর বলেছেন: কঠিন সত্য তুলে ধরেছেন। সুন্দর।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় কবিতার উচ্চ প্রশংসা করে গেলেন, সুমন কর। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
কাবিল বলেছেন: সহমত
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কাবিল
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: অসাধারন ,ষষ্ট লাইনটা আর একবার পড়লে মনে হয় জল মোছার জন্য টিসু খুঁজতে হত । ভাল থাকুন ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার আবেগাপ্লুত মন্তব্যটা এ্যপ্রিশিয়েট করছি। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, দৃষ্টিসীমানা।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
আরজু পনি বলেছেন:
কবি হওয়া আসলেই এতো সহজ নয়...যদি ভাবনার গভীরে, সুরের মুর্চ্ছনে প্রবেশ করা না যায়।
খুব সুন্দর লিখেছেন ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা এ্যপ্রিশিয়েট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আরজুপনি।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: "মুখের ভাষা যখন হারিয়ে যায়,
চোখের তারাগুলো তখন নীরবে কথা বলে।" যথার্থই ।
কান্না সমাচার ভালো লাগলো । সময়টা নিভৃতে কাঁদার মাধ্যমেই অতিবাহিত হচ্ছে ।