নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

যখন কবিতা লিখি

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

আমি যখন কবিতা লিখি,
তখন মনে আমার কোন প্রিয় গানের সুর বাজতে থাকে।
ঊর্ধ্বাকাশ থেকে নেমে আসে যেন কোন আলোকচ্ছটা,
যা মন খারাপ করা বিমর্ষ আঁধারকে আলোকিত করে,
জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে উঠে
আমি বিশুদ্ধতায় অবগাহন করতে থাকি,
আর ক্রমে ক্রমে নিজেকে নিষ্কলুষ বোধ করতে থাকি।

কবিতা লিখার সময়
কিছু বিশুদ্ধ ভালোবাসার কথা আমায় আচ্ছন্ন করে রাখে।
আমি নিষ্পাপ শৈশবের কথা নীরবে স্মরণ করি,
কৌতুহলী কৈশোরের কথা আনমনে স্মরণ করি,
আমাকে এ জীবনে যারা ভালোবাসার আলো দিয়েছে,
তাদের কারো না কারো কথা স্মরণ করি।
ভালোবাসার পবিত্রতা আমার মনকে পরিশুদ্ধ করে চলে।

যাদের উৎসাহে আর আশীর্বাদে
কবিতার মত কল্পজগতে আজ আমার অবাধ বিচরণ,
আমি তাদের কথা পূতচিত্তে স্মরণ করি।
আমার প্রতিটি কবিতায়
কারো না কারো মুখচ্ছবি উজ্জ্বল হয়ে ভেসে ওঠে।
যেসব মায়াবী মুখ সতত অনুপ্রেরণা দিয়েছে আমায়
অপার ভালোবাসায়, এই ক্ষুদ্র জীবনের পথ পরিক্রমায়।


ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, প্রামানিক, কবিতা পড়ে ভালো লাগার কথা জানানোর জন্য।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০

রুদ্র জাহেদ বলেছেন: নান্দনিক।খুব ভালো লাগলো

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার (শুধু আমার নয়) প্রতি আপনার ভালোবাসা আর অনুরাগ দেখে আমি মুগ্ধ, রুদ্র জাহেদ। আপনি প্রায়ই কবিতা পড়ে ভালোবাসার স্বাক্ষর হিসেবে 'লাইক' দিয়ে যান, এটা কবিকে অফুরন্ত প্রেরণা যোগায়। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে এ উদারতার জন্য।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: আপনজনের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: একেবারে খাঁটি ও সত্য কথা বলেছেন, ফেরদৌসা রুহী। কবিতা পড়ার জন্যে অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

লালূ বলেছেন: Dr. N i l i m a - I B R A H I M - a- t e a c h e r - a n d -s o c i a l - w o r k er -w h e n - as k e d - s h e i k h - m u j i b - a b o u t - s t a t us - o f- w a r - c h i l d - m u j i b - r e p l i e d -' "I - d o - n o t - w a n t- t h o s e- p o l l u t e d - b l o o d -i n- t h i s- c o u n tr y".[88 (R e a d - A m i - B i r a n g a n a - B a l c h i - B y - N i l i m a - I b r a h i m )

S e v e r a l - i n t e r n a t i o n a l - a g e n c i e s- t o o k - p a r t --i n -t h e -a d o p t i o n -p r o g r a m m e, s u c h -a s- M o t h e r - T e r e s a's- S i s t e r s - o f - C h a r i ty. T h e - m a j o r i t y - o f- t h e - w a r - b a b i e s - w e r e- a d o p t e d - i n - t h e -N e t h e r l a n d s - a n d - C a n a d a

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

খায়রুল আহসান বলেছেন: যদিও আমার কবিতা সম্পর্কে আপনার এ মন্তব্যের প্রাসঙ্গিকতাটুকু ঠিক বুঝে উঠতে পারলাম না, তবুও কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, লালূ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৭

শাহাদাত হোসেন বলেছেন: খুব সুন্দর

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, ধন্যবাদ ও শুভেচ্ছা, shahadath hossain।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

সুলতানা রহমান বলেছেন: আমি কবিতা লিখতে চাইলে শব্দরা সব পালায়।
শুভকামনা!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: কোথায় আর পালাবে, sultana rahman? আমি তো দেখছি আপনার সব কবিতাই শব্দের সমাহারে ভরপুর।
মন্তব্যে প্রীত হ'লাম, শুভকামনার জন্য ধন্যবাদ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

রাবার বলেছেন: অসাধরন

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ রাবার, মন্তব্যে প্রীত হ'লাম।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার লেখার যাদুটা কয়েক বার অনুভব করার সৌভাগ্য হয়েছে। আসলেই অসাধারণ অনুভুতি। আপনি অনেকের মনের কথা বলেছেন। অনেক ভাল লাগা।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার ভাবটুকু অনুধাবন ও অনুভব করতে পেরেছেন জেনে খুশী হ'লাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন, ভ্রমরের ডানা।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

জনম দাসী বলেছেন: আজও এই পৃথিবীতে নিবিড় ভালোবাসা আর নির্দ্বিধায় ক্ষমা করার মত কিছু মানুষ আছে বলেইনা পৃথিবী টিকে আছে। আপন জন ভালভাসে সেই আপনজন কে কিছু দেয়া হয় বলে, যেমন স্বামী স্ত্রী, সন্তান, বাবা, ভাই বোন আত্মীয় পরিজন, ইষ্টি কুটুম সব মিলিয়ে সেই একই ... একমাত্র আল্লাহ এবং মা ছাড়া, আর সেই মায়ের পরে যদি আর কেউ থাকে সে হচ্ছে সেই প্রেমিকা বা সেই স্ত্রী যে তার প্রেমিক বা স্বামীকে নিজ সন্তানের চেয়েও অধিক বেশী ভালবাসে সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে। রক্তের বন্ধন বা কাগজের বন্ধনই প্রকৃত বন্ধন নয়। আত্মার বন্ধনটাই আসল। আপনার লেখা গুলোর মাঝেই তার অনেকটা প্রতীয়মান । কবিতা ভালো লেগেছে। ভাল থাকুন সব সময় আহসান ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: এমন সব চমৎকার কথাগুলো পড়ে অভিভূত হ'লাম, জনম দাসী। গভীর অনুভব থেকে বের হয়ে এসেছে এসব কথা।
আর সেই মায়ের পরে যদি আর কেউ থাকে সে হচ্ছে সেই প্রেমিকা বা সেই স্ত্রী যে তার প্রেমিক বা স্বামীকে নিজ সন্তানের চেয়েও অধিক বেশী ভালবাসে সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে -- যদিও এর বিপরীত চিত্রও আছে, তথাপি এই চিত্রও সত্য।
আত্মার বন্ধনটাই আসল -- ধ্রুব সত্য কথা।
এমন সুন্দর মন্তব্যের জন্য শুধু ধন্যবাদই যথেষ্ট নয়। আপনাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার অনুভব ছড়িয়ে দিলেন পাঠক এবং লেখক হৃদয়ে। কবিতা সত্যিই আমাদেরকে পবিত্র করে এবং মঙ্গলের দিকে পরিচালিত করে। কবিতার পাঠক বা লেখক কখনও মন্দ কিছুতে উৎসাহী হতে পারে না।

আপনার 'প্রেয়সীর চোখ' পড়ে মুগ্ধ হয়েছিলাম, যদিও মন্তব্য করা হয় নি। কবিতার মন্তব্য দেওয়া আমার কাছে কঠিন হয়ে পড়ে। এ নিয়ে একটি পোস্টও দিয়েছি। যেন ব্লগের কবিরা আমাকে ভুল না বুঝেন।

আপনার কবিতাগুলো অনুভবে পরিপূর্ণ এবং এর ভাব পাঠককে সংক্রমিত করে। এটিই কি কবিতার কাজ নয়!!

শুভেচ্ছা জানবেন....

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার পাঠক বা লেখক কখনও মন্দ কিছুতে উৎসাহী হতে পারে না -- সত্য কথা নিঃসন্দেহে।
'প্রেয়সীর চোখ' আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি। অনেক অনেক ধন্যবাদ, মাঈনউদ্দিন মইনুল।
আপনার কবিতাগুলো অনুভবে পরিপূর্ণ এবং এর ভাব পাঠককে সংক্রমিত করে। এটিই কি কবিতার কাজ নয়!! -- অসাধারণ একটা কম্পলিমেন্ট দিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন।
আন্তরিক শুভেচ্ছা রইলো।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ, সুমন কর।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: অসাধারন ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

খায়রুল আহসান বলেছেন: শব্দ মাত্র একটা, কিন্তু প্রশংসাটা যেন পুরো কবিতা জুড়ে লেপ্টে আছে।
মন্তব্যে প্রীত হয়েছি, দৃষ্টিসীমানা। 'লাইক' এর জন্য আন্তরিক ধন্যবাদ।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

কেউ নেই বলে নয় বলেছেন: ভালো লিখেছেন। +

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কেউ নেই বলে নয়। প্রশংসায় প্রীত হয়েছি, 'লাইক' পেয়ে অনুপ্রাণিত হয়েছি।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

বনমহুয়া বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, বনমহুয়া। 'লাইক' এর জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা লিখার সময়
কিছু বিশুদ্ধ ভালোবাসার কথা আমায় আচ্ছন্ন করে রাখে।
আমি নিষ্পাপ শৈশবের কথা নীরবে স্মরণ করি,
কৌতুহলী কৈশোরের কথা আনমনে স্মরণ করি,
আমাকে এ জীবনে যারা ভালোবাসার আলো দিয়েছে,
তাদের কারো না কারো কথা স্মরণ করি।
ভালোবাসার পবিত্রতা আমার মনকে পরিশুদ্ধ করে চলে।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:১৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ, নাজমুল হাসান মজুমদার। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

কিরমানী লিটন বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার অনুভব ছড়িয়ে দিলেন পাঠক এবং লেখক হৃদয়ে। কবিতা সত্যিই আমাদেরকে পবিত্র করে এবং মঙ্গলের দিকে পরিচালিত করে। কবিতার পাঠক বা লেখক কখনও মন্দ কিছুতে উৎসাহী হতে পারে না।

আপনার 'প্রেয়সীর চোখ' পড়ে মুগ্ধ হয়েছিলাম, যদিও মন্তব্য করা হয় নি। কবিতার মন্তব্য দেওয়া আমার কাছে কঠিন হয়ে পড়ে। এ নিয়ে একটি পোস্টও দিয়েছি। যেন ব্লগের কবিরা আমাকে ভুল না বুঝেন।

আপনার কবিতাগুলো অনুভবে পরিপূর্ণ এবং এর ভাব পাঠককে সংক্রমিত করে। এটিই কি কবিতার কাজ নয়!!

শুভেচ্ছা জানবেন...
চমৎকার মুগ্ধতা রেখে গেলাম...

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: মাঈনউদ্দিন মইনুল এর মন্তব্যের উত্তরে যা বলেছি, একই কথা আপনাকেও বলতে চাই।
কবিতা পাঠ করে মুগ্ধতার কথা জানিয়ে গেলেন, এজন্য অনুপ্রাণিত বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.