নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কবি যখন কবিতা লিখেন, তখন তিনি
সামনে রাখেন কোন পাঠককে নয়,
তিনি খোঁজেন একজন বিশ্বস্ত শ্রোতাকে।
তিনি মনের কথা শোনাবার মানুষ চান।
কবির কবিতা যেন একেকটি গান,
যার সুর বাঁধা থাকে মনের আঙিনায়।
যার তাল লয় কবি আন্দোলিত করেন,
তার আবেগ অনুভূতির ইশারায়।
কবির মনের ভেতর যে কথাগুলো
অহর্নিশ ঘুরপাক খায়, আঁকুপাঁকু করে,
কবি সেসব কথা এতটা সময় ধরে
কাকে শুধোবেন? সময় হয়না কারো।
কবি যখন নিভৃতে বসে কবিতা লিখেন,
তিনি নিজ মনে একটা গানও গেয়ে যান।
সে গান শুনে যদি কেউ কন্ঠ মেলায়,
পাখিরা স্তব্ধ হয়ে শোনে,
ঝরা পাতা রয় কান পেতে,
কোন বিরহী বিরহিনী দীর্ঘশ্বাস ছাড়ে,
কৃতার্থ কবি তখন তাদের কথা ভেবে
নতুন প্রেরণা নিয়ে নতুন গান খোঁজেন।
ঢাকা
০২ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: কৃতার্থ কবি তখন তাদের কথা ভেবে
নতুন প্রেরণা নিয়ে নতুন গান খোঁজেন -- আপনিও মনে হচ্ছে তাদেরই একজন, ধমনী, যে সব পাঠকের কথা ভেবে কবি কৃতার্থ হন এবং নতুন কবিতা লিখতে বসেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮
আরজু পনি বলেছেন:
কোন কোন কবি নিজেই হয়ে উঠেন বিশ্বস্ত শ্রোতা ।
আপনার এই কবিতাটির ইংরেজি রুপটি পড়তে মন চাইছে ।
আজ অনেক রাত জেগে ফেলেছি...
ভালো থাকবেন। শুভরাত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৭
খায়রুল আহসান বলেছেন: কোন কোন কবি নিজেই হয়ে উঠেন বিশ্বস্ত শ্রোতা -- চমৎকার বলেছেন এ কথাটা। ভালো লাগলো।
আগামীতে কোন এক সময় দিব ইন শা আল্লাহ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫০
ধঅনের শীষ বলেছেন: বোনারপাড়া ষ্টেশন নিয়ে আপনার অনবদ্য রচনাটি পড়লাম । কি যে খুশি হয়েছি , ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বোনাড়পাড়ার সহজ সরল মানুষগুলিকে শুনিয়ে দেই আপনার কবিতার পঙ্থিমালা, সেই সাথে কবির লুকিয়ে প্রথম সিগারেট খাওয়ার গোপন কথাও । বিশেষ করে, শিশুরা কিন্তু ওদের বোনারপাড়া স্টেশনটি নিয়ে লেখা কবিতাটি খুবই পছন্দ করেছে। থ্যাংক ইউ সো মাচ। পরিশেষে একটা দাবিই জানাই- সামরিক অঙ্গনে অবসর পেলেও কবিতার অঙ্গনে কিন্তু আপনার অবসরে যাওয়ার কোন সুযোগ আর নাই। ভালো থাকুন , আমাদেরকে আরও আরও অনেক পঙ্থিমালা উপহার দিন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২২
খায়রুল আহসান বলেছেন: আপনার এই মন্তব্য পড়ে অভিভূত হ'লাম, ধঅনের শীষ। অনেক অনেক ধন্যবাদ এমন মন্তব্যের জন্য।
তবে এই কবিতাটা সম্বন্ধেও দু'চারটে কথা শুনতে পেলে আরও খুশী লাগতো।
আপনি যদি আমার "আমার কথা"সিরিজটি পড়ে থাকেন, তবে দেখবেন আগামী কোন একটা পর্বে বোনারপাড়া রেলওয়ে জংশনের কথা থাকবে।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: কথা গুলো শুধু কবিতা নয়, মনের গহিন বনে না বলা ঝনৎকার মনে হল।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
খায়রুল আহসান বলেছেন: বাব্বাহ, এতটা?
অতিশয় মুগ্ধ হ'লাম, ভ্রমরের ডানা!
ধন্যবাদ, আর নতুন বছরের শুভেচ্ছা!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১
এম.এ.জি তালুকদার বলেছেন: গুরুর তালিকায় আপনারও নামটা লিখে রাখলাম। ব্লগ খুলে আপনার লিংক অবশ্যই প্রতিদিন দেখার চেষ্টা করবো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: আমার ঝুড়ি থেকে এ কবিতাটিকে তুলে এনে পড়লেন, কবিতা ধন্য হলো। আপনাকে আন্তরিক ধন্যবাদ, এম.এ.জি তালুকদার, এতটা সৌজন্য প্রদর্শনের জন্য। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
ধমনী বলেছেন: মাশাআল্লাহ। আপনার কাব্যে জোয়ার বইছে।