নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
অদ্যাবধি পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে,
যেখানে যত জানা বা অজানা ভাষায়, কিংবা-
লেখা হয়নি, তবে-
কবি মনে ধ্বনিত হয়েছে, কিংবা-
কবির ওষ্ঠে উচ্চারিত হয়েছে,
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর তপ্ত প্রশ্বাস!
প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!
তা হোক সে কবিতাটি কেবল আনন্দের নির্মল,
কিংবা প্রেমের নিটোল বা কোন বেদনার বোল,
তার সবটুকু এসে থাকে হৃদয় মাড়িয়ে,
তার সবটুকু থেকে যায় দিগন্ত পেরিয়ে,
বিধাতার মহাশূণ্যে তারা করে নেয় ঠাঁই,
রয়ে যায় অনন্তকাল ধরে,
নশ্বর দেহের ভেতর যে অবিনশ্বর মন,
সে মনের সাফাই সাক্ষী হয়ে।
ঢাকা
০৯ ফাল্গুন ১৪২১
একুশে ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ, ধমনী। প্রেরণা পেলাম।
২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: যেন সব কবিতাদের একবাক্সে বন্দি করে দিলেন। সহজিয়া কবিতায় ভালো লাগল।
+++
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, দিশেহারা রাজপুত্র। কবিতা যেমন তেমন হোক, কবিতার উৎস তো এক, কবিদের কোমল মন।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
মহা সমন্বয় বলেছেন: ভাল লাগল।
ধন্যবাদ।
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ, মহা সমন্বয়।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা নিয়ে কবিতাটি বেশ লাগলো ।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যটাও খুব ভালো লাগলো, কথাকথিকেথিকথন। আমি চাই যে আপনি আমার এর ঠিক আগের পোস্টটা, অর্থাৎ "আমার কথা-২৪" টাও একটু পড়ে দেখবেন। আশাকরি ওটাও আপনার ভালো লাগবে।
মন্তব্য প্রেরণা যুগিয়ে গেল।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ বলেছেন । খুব ভালো লাগলো ।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা এতটা এপ্রিশিয়েট করাতে খুবই প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, গুলশান কিবরীয়া। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখা হয়নি, তবে-
কবি মনে ধ্বনিত হয়েছে, কিংবা-
কবির ওষ্ঠে উচ্চারিত হয়েছে,
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর তপ্ত প্রশ্বাস!
প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!
চমৎকার !
এক কবির জবানীতে কাব্য নিঃসরণের উৎসের কাব্যিক বর্ণন ভাল লাগলো ।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন, এই ভালো লাগার কথাটুকু জানানোর জন্য। তবে আমি চাই যে আপনি আমার এর ঠিক আগের পোস্টটা, অর্থাৎ "আমার কথা-২৪" টাও একটু পড়ে দেখবেন। আশাকরি ওটাও আপনার ভালো লাগবে।
মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
ধমনী বলেছেন: ১ বছর আগের কবিতা হলেও স্বাদটা নতুন লাগলো।
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর তপ্ত প্রশ্বাস!
প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!