নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সংসার কোলাহল মাঝে,
প্রাত্যহিক জীবনের কিছুটা সময়
লুকিয়ে রাখি শুধু নিজের জন্য।
ভুলে যাই সব কিছু,
এটা নেই, ওটা নেই,
নেই নেই ভাবনাটা তবু নেয় পিছু।
কোথায় কবে কার ছিল সব কিছু?
রাজা রাণীর যদি নেই থাকতে পারে,
সেনাপতি ভূমিপতি কোটিপতি সবাই,
নেই এর কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ছাড়ে,
মাওলানা, ভিক্ষু, পাদ্রী, পন্ডিত মশাই,
নেই নেই তো সবার অন্তরে, যারপরনাই!
তাহলে আমি কোন্ ছার?
জীবন কাটাতে হবে এই 'নেই' এর মাঝার!
ঢাকা
১৫ ফেব্রুয়ারী, ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, রাবেয়া রাহীম। কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই ''নেই''টাই যত অশান্তির মূল ।
আমার যা আছে অন্য অনেকের তাও নেই ।
আমার দুটো পা আছে অনেকের তাও নেই ।
আমার দুটো পা নেই কিন্তু হাত আছে অনেকের হাত পা দুটোই নেই ।
আসলে 'নেই' কে যদি আমরা 'আছে'তে রুপান্তর করতে পারি , 'অশান্তি'টা আপনা আপনিই 'শান্তি'তে রূপান্তরিত হয়ে যাবে ।
আপনার কবিতাগুলি বরাবরই প্রথম শ্রেণীর , এটাও ।
শুভ কামনা জানবেন ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার দর্শন সমৃদ্ধ আপনার এ মন্তব্যটাও প্রথম শ্রেণীর, গিয়াস উদ্দিন লিটন। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে, আমার এ কবিতাটা পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
রিকি বলেছেন: এই 'নেই' এর সত্যি কোন শেষ নেই। সাধারণ কথাগুলোর অসাধারণ বহিঃপ্রকাশ অনেক অনেক ভালোলাগা জানবেন
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
খায়রুল আহসান বলেছেন: সাধারণ কথাগুলোর অসাধারণ বহিঃপ্রকাশ -- এতটা প্রশংসা পেয়ে অভিভূত হ'লাম। খুব সম্ভবতঃ আমার কোন লেখায় এটাই আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে আপনাকে স্বাগতম, শুভেচ্ছা!
আপনার প্রথম লেখাটা পড়তে গিয়ে দেখি পুরনো অনেক লেখাই হয়তো মুছে দিয়েছেন। যাহোক, এখন প্রথম হিসেবে বিদ্যমান "অতঃপর জিহাদ" পড়ে কিছু কথা রেখে এলাম। সময় করে দেখে নেবেন আশাকরি।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নেই
জাগতিক সত্য বাকি সব মিথ্যে
অভাববোধ আমরা মানুষ মানুসিক ব্যাধির পর্যায় নিয়ে গেছি। বাঁচতে ভুলে গেছি। শুধু হাপিত্যেসে কাটিয়ে দেই সারাটা দিন রাত।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র।
আপনার প্রথম দিকের কবিতা "কাব্যিক" পড়ে ভালো লাগলো, 'লাইক' করলাম। কিছু কথাও রেখে এলাম।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
রাবার বলেছেন: নেই অনেকে আবার আছে আছে করতে করতে শ্যষ। ভালোলাগা দিলাম ++++্
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রাবার।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
অজানিতা বলেছেন: 'নেই' এর ভাবনায় হারাতে চাইনা। যা কিছু আছে তা নিয়েই ভালো থাকুক সবাই। কবিতায় ভালোলাগা রইলো।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, অজানিতা। মন্তব্যে প্রীত হ'লাম।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
রাবেয়া রাহীম বলেছেন:
কোথায় কবে কার ছিল সব কিছু?
রাজা রাণীর যদি নেই থাকতে পারে,
সেনাপতি ভূমিপতি কোটিপতি সবাই,
নেই এর কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ছাড়ে,
মাওলানা, ভিক্ষু, পাদ্রী, পন্ডিত মশাই,
নেই নেই তো সবার অন্তরে, যারপরনাই!
=========
খায়রুল ভাই, অনেক ভাল লাগলো