|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বুকটা যখন কোন কারণে ভারী হয়ে ওঠে,
পাখিরা তখন এসে আমায় গান শুনিয়ে যায়।
ভালো লাগে পাখিদের কণ্ঠ, বর্ণ, চলাফেরা।
কারো সযত্ন অবহেলা যখন বুকে বেজে ওঠে,
চোখের পাতা দুটো তখন ভারী হয়ে আসে।
আমি ঘুমিয়ে পড়ি। পরে সব ঠিক হয়ে যায়।
স্বপ্নেরা খেলা করে আমায় নিয়ে, শিশুদের মত
কখনো হাসায়, কখনো কাঁদায়। আমি বালিশকে 
আঁকড়ে ধরে একটা অবলম্বন খুঁজে যেতে থাকি। 
কোন গানের চরণ শুনে যদি স্মৃতি মনে ভাসে, 
আমি একটা পত্র লিখতে বসে যাই, আপন মনে।
কিছুটা লেখার পর দেখি, এটা পত্র নয়, পদ্য।
 
ঢাকা 
২৫ জানুয়ারী ২০১৬ 
সর্বস্বত্ব সংরক্ষিত।
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২২
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: পদ্য পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রূপক বিধৌত সাধু।
তাও ভালো যেভাবেই হোক মনটা তো ভালো হয় -- ভালো না হয়ে উপায় আছে, সাধুজী? বাবা মায়ের কাছে চরম বকুনি পিটুনি খেয়েও শিশুরা সব ভুলে গিয়ে কিছুক্ষণ পরেই আবার তাদের কাছেই ধর্ণা দেয় না? 
এ বিশ্বজগতে আমরা সবাই কারো না কারো কাছে তো শিশুই!
২|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:০৮
মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগল 
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৪
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মনিরা সুলতানা। কবিতাটা পড়েছেন বলে আমারও ভাল লাগলো।
৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:১২
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:১২
কাবিল বলেছেন: কিছুটা লেখার পর দেখি, এটা পত্র নয়, পদ্য।    
 
মন খারাপের সময় লিখতে বসলে পত্র পদ্য যেটাই হোক কিছুটা হলেও মনটা হালকা হয়। 
ভাল থাকুন সব সময়।
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৭
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক কথা বলেছেন, কাবিল। বহু অপঠিত, অপ্রেরিত পত্র আমাদের ভারী মনকে হাল্কা করে নীরব সাক্ষী হয়ে এখানে সেখানে চাপা পড়ে থাকে।
৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০২
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০২
কল্লোল পথিক বলেছেন: স্বপ্নেরা খেলা করে আমায় নিয়ে, শিশুদের মত
কখনো হাসায়, কখনো কাঁদায়। আমি বালিশকে
আঁকড়ে ধরে একটা অবলম্বন খুঁজে যেতে থাকি। 
ভাল লাগল ,ভাল থাকুন সব সময়।
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০৪
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কল্লোল পথিক। মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি।
শুভেচ্ছা জানবেন।
৫|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৩
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৩
জনম দাসী বলেছেন: হয়তো জীবনের না বলা কথা গুলোকে দু অক্ষর লিখবো বলে বসলে, হয়ে যায় গান, তারপর পদ্য, গদ্য কখনও বা হয়ে যায় তা বাস্তব জীবন থেকে নেয়া মস্ত এক উপন্যাস......।
লিখতে যাওয়া গানের কবিতায়, ভাল লাগা রেখে গেলুম ভাই সাহেব......
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:২২
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:২২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবি জনম দাসী, অনেকদিন পরে এলেন।
শুভেচ্ছা জানবেন।
৬|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩০
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩০
শামছুল ইসলাম বলেছেন: কষ্টের কত রকমফের, কবির ভাষায় তারই দু'একটার সহজ প্রকাশ।
নীল কষ্টেরা ক্রমশঃই ফিকে হয়ে আসে কখনো পাখির কলতানে, কখনো প্রগাঢ় নিদ্রায়।
স্বপ্নেরা কবিকে হাসায়-কাদায়।
গানে গানে স্মৃতিরা ভর করে হৃদয় আঙিনায়, তারে স্মরি লেখা পত্র হয়ে পদ্য---সযতনে তারি প্রকাশ কবিতার পাতায়।
//কোন গানের চরণ শুনে যদি স্মৃতি মনে ভাসে, 
আমি একটা পত্র লিখতে বসে যাই, আপন মনে।
কিছুটা লেখার পর দেখি, এটা পত্র নয়, পদ্য।//
ভাল থাকুন। সবসময়।
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫২
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ভাবে আমার কবিতার প্রশংসা করে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, শামছুল ইসলাম। 
নীল কষ্টেরা ক্রমশঃই ফিকে হয়ে আসে কখনো পাখির কলতানে, কখনো প্রগাঢ় নিদ্রায় -- খুব সুন্দর বলেছেন। আমিও এটাই বলতে চেয়েছিলাম। 
শুভেচ্ছা জানবেন, ভালো থাকুন।
৭|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৩
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৩
জনম দাসী বলেছেন: নিরবে যে পড়িতে অভ্যস্ত, তার আসা টা কি খুব জরুরি!!!
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৪
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: না, তা নয়। অনেক ধন্যবাদ এ মন্তব্যের জন্য।
৮|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৯
২৬ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কবিতা লেখার চেয়ে গদ্যের দিকে মনোযোগ দিলে ভালো সাফল্য পাবেন আশা করি। লিখে ফেলুন না একটা গল্প! 
আমার কথায় বিরক্ত হলে আগেই স্যরি বলে নিচ্ছি।
  ২৬ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪০
২৬ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪০
খায়রুল আহসান বলেছেন: বিরক্ত হবার কোন কিছুই নেই এখানে। কোন লেখাকে পাঠকের 'কবিতা' মনে না হতেই পারে। কোন লেখাকে 'কবিতা' হিসেবে  স্বীকৃতি দেওয়ার মানটা আপনি অনেক উচ্চেই রাখেন বলে আপনার আগের কিছু মন্তব্য থেকেও আমি জানতে পেরেছি। কিন্তু আমার কথা হলো, কবিতা লিখা যায় না, কবিতা 'আসে'। আমার মনে যখন যা যেভাবে 'আসে', সেভাবেই তা লিখি। যেমন ধরুন, আমি ইংরেজীতেও কিছু কিছু কবিতা লিখি। আমি কোন মাইকেল মধুসূদন বা তাঁর সাথে তুল্য কেউ নই জানি (টিটকারির জন্য হলেও), কিন্তু আমি দেখেছি আমার কিছু কিছু ভাবনা প্রকাশ করার সময় ইংরেজীতেই তা সাবলীল পথ খুঁজে পেয়েছে। এরকম কদাচিৎ হয়, তবে হয়। 
যাহোক, গল্প লেখার আপনার এ পরামর্শটা নিতান্তই আন্তরিকতা থেকেই এসেছে বলে আমি নিশ্চিত, তাই নিজের সামর্থ্যের সীমারেখা সম্বন্ধে জানা থাকা সত্ত্বেও সেটাকে গুরুত্বের সাথেই নেয়ার চেষ্টা থাকবে। যদি কোনদিন সফলভাবে কোন গল্প লিখতে পারি, আপনার কথা মনে করবো নিশ্চয়ই। 
মন্তব্য ও সাজেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ, অপর্ণা মম্ময়।
৯|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩১
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বাদ পাই নি তবে বিস্বাদ নয়।
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৫
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যের জন্যেও।
১০|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: কারো সযত্ন অবহেলা যখন বুকে বেজে ওঠে,
চোখের পাতা দুটো তখন ভারী হয়ে আসে।
আমি ঘুমিয়ে পড়ি। পরে সব ঠিক হয়ে যায়।
এই কাজ আমি এখনো করি। 
ভাল লেগেছে কবিতার কথা।
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৯
২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: জেনে ভালো লাগলো, ফেরদৌসা রুহী। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৪
২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৮:৩৪
রাজিয়া সুলতানা বলেছেন: ভালো লাগলো পড়তে।
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৮:৪০
২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রাজিয়া সুলতানা। কবিতা পড়তে ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
১২|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ২:৪১
২৭ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ২:৪১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ খায়রুল ভাই।
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৮
২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, প্রামানিক, কবিতা পড়ে ভালো লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য।
১৩|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৩
২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৩
তার আর পর নেই… বলেছেন: পত্র হলেও মন্দ হয়না।
এখন পত্র লিখতে কেউ ভালো না বাসলেও পড়তে ভালবাসে।
লিখে ফেলেন।
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৫
২৭ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: আমি তো লিখি, লিখেই চলেছি। 
মন্তব্যের জন্য ধন্যবাদ, তার আর পর নেই…। শুভেচ্ছা রইলো।
১৪|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৪
২৭ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অনুভূতি । এভাবেই সকল মন খারাপ জয় করা যায় । ভাল লাগলো কবিতায় ।
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৭
২৭ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, কথাকথিকেথিকথন। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৫|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:২৭
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:২৭
অবাকবিস্ময়২০০০ বলেছেন: এরপর একটু বড় করে লিখবেন --ভালো হয়েছে
  ২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১১:১৪
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, অবাকবিস্ময়২০০০। দেখা যাক...
১৬|  ২৮ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:২৫
২৮ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:২৫
সুমন কর বলেছেন: আমি একটা পত্র লিখতে বসে যাই, আপন মনে।
কিছুটা লেখার পর দেখি, এটা পত্র নয়, পদ্য। 
সুন্দর হয়েছে। +।
  ২৮ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৪
২৮ শে জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাস এর জন্য অনেক ধন্যবাদ, সুমন কর। অনুপ্রাণিত হয়েছি।
১৭|  ২৮ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১০:২৪
২৮ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১০:২৪
তাহসিনুল ইসলাম বলেছেন: সহজ এবং সুন্দর.। ভালো লাগলো ।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:০৬
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: অল্প কথার প্রশংসাটুকু রেখাপাত করে গেলো। ধন্যবাদ ও শুভেচ্ছা! 
আপনার "একটি মাকড়সার আকস্মিক মৃত্যু" লেখাটা পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এলাম।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:০৪
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মন খারাপের পদ্য পড়লাম । তাও ভালো যেভাবেই হোক মনটা তো ভালো হয় । ভালো থাকুন ।