নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকার ডাকে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

কোন এক মেঘবালিকার ডাকে,
মেঘের মাঝে বসতি গড়েছিলো এক কবি।
দেখা হলো, কথাও হলো মেঘবালিকার সাথে,
ভালো লাগা থেকে কিছুটা ভালোবাসাও হলো,
তারপর! কী ভেবে যেন হঠাৎ করেই মেঘবালিকা
নিশ্চুপ হয়ে গেলো, কোথায় যেন হারিয়ে গেলো।

বিমূঢ় কবি আর কি করে থাকে মেঘের সে বসতিতে,
তাই ফিরে আসে ধূলি ধূসরিত, মাটির এ পৃথিবীতে।

ঢাকা
০৩ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৭

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর ভাবনাঃ

//বিমূঢ় কবি আর কি করে থাকে মেঘের সে বসতিতে,
তাই ফিরে আসে ধূলি ধূসরিত, মাটির এ পৃথিবীতে।//


ভাল থাকুন। সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, শামছুল ইসলাম।
শুভেচ্ছা রইলো।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ। তবে তাড়াতাড়ি ই যেন শেষ হয়ে গেলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: :) :)
জীবনের সব ভালো কিছুই একটু যেন তাড়াতাড়িই শেষ হয়ে যায়, অভ্রনীল হৃদয়।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

কল্লোল পথিক বলেছেন: বিমূঢ় কবি আর কি করে থাকে মেঘের সে বসতিতে,
তাই ফিরে আসে ধূলি ধূসরিত, মাটির এ পৃথিবীতে।
চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন কবি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কল্লোল পথিক। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

ডি মুন বলেছেন:
পরিমিত শব্দের সুন্দর কবিতায় মুগ্ধ হলাম।

+++

মেঘবালিকার শব্দহীনতায় কবির কবিতা শব্দময় হয়ে উঠুক।
:)

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্যে আমিও বেশ মুগ্ধ হ'লাম। আপনার কাব্যমানসের প্রশংসা করছি, ডি মুন।
মেঘবালিকারাই কবিকে দিয়ে কবিতা লিখিয়ে যায়, আবার কখনো মেঘ হয়ে এসে কবির চোখে জল ঝরায়, রঙধনু হয়ে এসে স্বপ্ন দেখিয়ে যায়।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: মেঘবালিকারা কখনও হারিয়ে যায় না । বারবার ফিরে আসে ধূলি ধূসরিত, মাটির এ পৃথিবীতে।

কবিতাটি চমৎকার এবং সংযত আবেগে বহৎ প্রকাশ।

আবারো দারুন একটি কবিতার জন্য শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, রেজওয়ানুল ইসলাম পাপ্পু, এতটা উদারভাবে প্রশংসা করার জন্য। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

মহা সমন্বয় বলেছেন: মেঘ বালিকা হারিয়ে গেল কেন?? তারপর, তারপর কি হল ??
মেঘ বালিকাকে হারিয়ে যেতে দিতে নেই। :)

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: সে 'কেন'র উত্তর কবির জানা নেই। তার আর পর নেই...

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: আহারে, কবির জন্য সমবেদনা, তবে কবি কিন্তু মেঘ কারিগর হতে পারে তার কবিতায় !! সুন্দর কবিতা ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: অল্প কথা বলেছেন, তবুও খুব খুশী হ'লাম, কথাকথিকেথিকথন। অনেক ধন্যবাদ।
আপনার একটা পুরনো কবিতা পড়ে এলাম। খুব ভালো লেগেছে।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

সুমন কর বলেছেন: মেঘবালিকা কি পাওয়া গেছে !!! !:#P

ভালো লাগা রইলো।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: যে যায়, সে ফিরে আসেনা। ভিন্নপথে দেখা হলেও, গন্তব্য ভিন্ন থাকে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুমন কর।
আপনার লেখা 'শিক্ষা ও রাজনীতি'র দুটো পর্ব পড়ে এলাম।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

অতঃপর হৃদয় বলেছেন: মেঘ বালিকা !!!!!!!!!!!!!!!!!!!!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.