নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বালকেরা ভুলে যায়, বালিকারা নয়।
পুরুষেরা ভুলে যায়, রমণীরা নয়।
প্রথম চিঠির, প্রথম পরশের স্মৃতিটুকু,
বালকের, পুরুষের উড়ুউড়ু মন থেকে
যত দিন যায়, তত ক্ষয়ে ক্ষয়ে যায়।
বালিকারা, রমণীরা মনের তোরঙ্গতলে
সযতনে সেসব স্মৃতি ভাঁজ করে রাখে।
অলস সময়ে আকাশে কালো মেঘ হলে
তারা আপন মনে সে তোরঙ্গ খুলে বসে।
পরতে পরতে সযতনে ভাঁজ করে রাখা
স্মৃতির সে সম্ভারগুলো খুলে খুলে দেখে,
নিবিড় আবেশে বুকে মুখে মেখে রাখে।
প্রথম চুম্বনের পরশটুকু পুরুষের ওষ্ঠ থেকে
বেখেয়ালে কবে যেন টুক করে ঝরে যায়,
নারীর অধরতলে তা চিরতরে রয়ে যায়।
ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রুদ্র জাহেদ। দারুণ অনুপ্রাণিত হ'লাম। প্লাসটাও অনেক প্রেরণা দিয়ে গেল।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রামানিক। মন্তব্যে প্রীত হ'লাম।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
মাহমুদ০০৭ বলেছেন: আসলেই কি পুরুষ ভুলে যায় আর নারী মনে রাখে ?
কি জানি!
কবিতা ভাল লাগ ল ।
শুভরাত্রি
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা লেখার সময় কোন কিছু ভাবিনি, কিন্তু আপনার মন্তব্যটা পড়ে আমারও মনে প্রশ্ন জাগছে, ঠিক বলেছি তো? কি জানি!
কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪
ফেরদৌসা রুহী বলেছেন: হুম ঠিক কথা।
আমি সেই শুরু থেকেই সব মনে রেখেছি আর তাকে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারেনা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন:
তা'হলে তো ঠিকই বলেছি আমি মনে হয়!
বালকের, পুরুষের উড়ুউড়ু মন থেকে
যত দিন যায়, তত ক্ষয়ে ক্ষয়ে যায়।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য ধন্যবাদ, ফেরদৌসা রুহী।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬
রাবেয়া রাহীম বলেছেন: বালকেরা ভুলে যায়, বালিকারা নয়।
পুরুষেরা ভুলে যায়, রমণীরা নয়।
প্রথম চিঠির, প্রথম পরশের স্মৃতিটুকু,
বালকের, পুরুষের উড়ুউড়ু মন থেকে
যত দিন যায়, তত ক্ষয়ে ক্ষয়ে যায়।
সত্যি কি খায়রুল ভাই , পুরুষ খুব ভোলা মনের হয় ? হবে হয়ত , নইলে নারী কেন এত মায়াবতী হবে সব কিছু মায়া দিয়ে বেঁধে রাখার জন্য ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: আমার তো সেরকমই মনে হয়েছিলো বলে ক্ষণিকের একটা ভাবনা থেকে কবিতাটি লিখেছিলাম।
আসলে কোন ভাবনা দিয়েই কোন কিছুকে জেনারাইলেজেশন করা যায় না, সমীচীনও হয়তো নয়। পুরুষদের যেমন ভুলো মন থাকতে পারে, নারীদেরও পারে। নারীরা যেমন কখনো মায়াবতী হয়ে থাকে, আবার কখনো হিংস্রও হয়ে থাকে। ঠিক তেমনি পুরুষেরাও দয়ার্দ্র হৃদয়ের অধিকারী হতে পারে, আবার প্রতিশোধ পরায়নও হতে পারে।
কবিতা পড়েছেন বলে খুশী হয়েছি। মন্তব্য করেছেন বলে আরও, রাবেয়া রাহীম।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর, অনেক অনেক মুগ্ধুতা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য, মাহবুবুল আজাদ।
শুভেচ্ছা জানবেন।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
এম মিজানুর রহমান বলেছেন: কবিতা কবিতাই । কিন্তু ভাবনা গুলো ছিল অসাধারণ । লেখার পূর্বের সৃষ্টিশীল অনুভূতির বর্ণনা ছিল অসাধারণ । লেখক এভাবেই বিচরণ করবেন পাঠকের মনে । আর জেনারাইলেজেশন করাই বা হল কই ? মনের এ প্রান্ত ও প্রান্ত মিলেই তো পরিপূর্ণ মন পেতে পারি ।আমি তার্কিক নই অনেকটা মনের বিশস্লেশক । সহমত পোষণ করেই বলতে পারি ---- গাড়িয়াল ভাই-- কত রব আমি পনথের পানে চাইয়া রে । এটা হাজার বছরের লালিত নারী মনের আকুতি ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার মন্তব্যের জন্য, আর সহমত পোষণের জন্য। শেষের দুটি বাক্য অতি চমৎকার!
শুভেচ্ছা জানবেন, এম মিজানুর রহমান।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
কল্লোল পথিক বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
কিন্তু দুঃখিত আমি আপনার সাথে একমত হতে পারলাম না।
শুধু বালিকা নয়
বালকেরাও ভুলে যেতে পারে না।
প্রথম স্মৃতির ব্যাপারে কোন নারী পুরুষ নয়।
কেউ ভুলে যেতে পারে না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবি, আমার সাথে আপনি একমত হতে পারলেন না, একথাটা জেনে খুবই খুশী হ'লাম। আমি তো তাই চাই, পুরুষেরা বলুক সত্য করে, তারাও ভোলে না।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারী পুরুষ নয় ,
''প্রথম প্রেমের সৃতি কেউ ভোলে না কেউ ভোলে ।''
সুন্দর কবিতা , তোরঙ্গ শব্দটার অর্থ এই মুহূর্তে মনে করতে পারছিনা ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
খায়রুল আহসান বলেছেন: 'তোরঙ্গ' শব্দটার অর্থ ট্রাঙ্ক, বাক্স পেটরা, ইত্যাদি।
অনেকদিন পরে এলেন, গিয়াস উদ্দিন লিটন। কেউ না ভুলুক, সেটাই চাই।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
তার আর পর নেই… বলেছেন: মনে হয় ঠিক বলেছেন, মেয়ে -মহিলা এরা ছোট ছোট স্মৃতি ধরে রাখে
+++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন:
সহমত পোষণের জন্য ধন্যবাদ, তার আর পর নেই…। নারীরা by instinct মায়াবতী হয়, সেজন্যই হয়তো বা।
প্লাস অনেক প্রেরণা দিয়ে গেলো।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
স্তব্ধ হোমোসিপিয়েন্স বলেছেন: খুব সুন্দর
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, স্তব্ধ হোমোসিপিয়েন্স। স্তব্ধতা ভঙ্গ করে দুটো শব্দ এখানে রেখে গেলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর ! এবং প্লাস।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুমন কর। আপনার অল্প কথায় অনেক প্রেরণা পেলাম। প্লাস দিলো বাড়তি প্রেরণা।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা!
বালকেরাও মনে রাখে!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম, আরণ্যক রাখাল। প্লাস ও মন্তব্য প্রেরণা দিয়ে গেল।
মনে রাখলেই ভালো।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
আবু শাকিল বলেছেন: দাদা -কে মনে রাখে না রাখে জানি না।
কবিতায় লাইক দিলাম ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আবু শাকিল। প্লাস পেয়ে প্রীত হ'লাম।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: সুন্দর মমনশীল কবিতা!
+++++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটাও খুব সুন্দর, মনোমুগ্ধকর, বিজন রয়। ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু কথা কিছু স্মৃতি কিন্তু মনে রয়ে যায়। অস্পষ্ট কিন্তু গাঢ়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র।
অস্পষ্ট কিন্তু গাঢ় -- ভালো বলেছেন।
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
ফেরদৌস প্রামানিক বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ফেরদৌস প্রামানিক। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে -----
------------------ কবি নজরুল!
অসাধারণ লিখেছেন কবিতাটি!!! শুভকামনা অনন্ত -----
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কামরুন নাহার বীথি। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
শামছুল ইসলাম বলেছেন: নারী-পুরুষের প্রেমানুভূতির চুলচেরা বিশ্লেষণে আপনাকে ১০০ তে ১০০ না দিলে অন্যায় হবে।
প্রকাশ ভঙ্গির ঋজুতায় অসাধারণ কবিতা।
ভাল থাকুন। সবসময়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
খায়রুল আহসান বলেছেন: ১০০ তে ১০০ পেয়ে ভীষণ অনুপ্রাণিত হ'লাম, শামছুল ইসলাম। কবিতার প্রশংসায় উৎসাহিত বোধ করছি।
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
মিহির মিহির বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইল।
শুভকামনা জানবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মিহির মিহির। মন্তব্যে প্রীত বোধ করছি।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: দারুন লিখেছেন। [/su]
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবি আব্দুল্লাহ আল মাহমুদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: আসলে কি তাই। কি জানি বাপু। কবি বলেছেন তাই সই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: এরকমটি আসলেই না হলে বরং খুশীই হবো।
ধন্যবাদ, আমার ব্লগে এসে কিছু বলে যাবার জন্য, সায়েম মুন।
শুভেচ্ছা।
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
লালপরী বলেছেন: আপনার বক্তব্য মাথা পেতে নিলুম ভাইয়া
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, লালপরী। মন্তব্যে প্রীত হ'লাম।
আপনার দুটো লেখা পড়ে এলাম। "অপরিণীতা" আর একেবারে প্রথম লেখাটা। কিছু মন্তব্যও সেখানে রেখে এসেছি।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা! খুব ভাল লেগেছে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: উদার প্রশংসা আর 'লাইক' এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ভ্রমরের ডানা। প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনার লেখা "ঘ্রাণ" এর উপর কিছু মন্তব্য রেখে এসেছিলাম অনেকদিন আগে। সময় করে দেখে নিলে খুশী হবো।
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
অশ্রুত প্রহর বলেছেন: লেখক সুন্দর কবিতা লিখেছেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অশ্রুত প্রহর। কবিতার প্রশংসায় লেখক মুগ্ধ ও অনুপ্রাণিত হলেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা "অসমাপ্ত ভালবাসা" কবিতাটি পড়ে সেখানে আমার কিছু কথা রেখে এসেছি। আশাকরি সময় করে পড়ে দেখবেন।
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০
হাসান মাহবুব বলেছেন: +++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, হাসান মাহবুব। +++ ভীষণভাবে অনুপ্রাণিত করে গেলো।
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৫
সায়েল বলেছেন: ভাল লাগল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
খায়রুল আহসান বলেছেন: দুটো শব্দের প্রশংসা, আমারও খুব ভালো লাগলো।
ধন্যবাদ ও বাসন্তী শুভেচ্ছা।
২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪
পলক শাহরিয়ার বলেছেন: কবিতার কতার সাথে পুরোপুরি একমত না হলেও কবিতা যে চমৎকার হয়েছে এ ব্যাপারে দ্বিমত থাকার কথা না কারো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার কথার সাথে একমত হতেই হবে, এমন কোন কথা নেই। কবিতার দ্ব্যর্থহীন প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, পলক শাহরিয়ার।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো লেখা, "বিশ্বের সুন্দরতম আর নান্দনিক ব্যাঙ্ক নোট আমার বাংলাদেশের" পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এলাম।
আশাকরি, সময় করে পড়ে দেখবেন।
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাল লাগলো ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা জানবেন। প্রশংসায় প্রীত হয়েছি, সেলিম আনোয়ার।
৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার ব্লগে আমার প্রথম কমেন্ট, বেশ ভালো মানের লেখা। পড়ে ভালো লাগলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
খায়রুল আহসান বলেছেন: আমার ব্লগে স্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
কবিতা পড়ে মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
আমিই মিসির আলী বলেছেন: আপনার ভাবনা অসাধারণ।
পড়ে ভালো লাগলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে ভীষন রকমের আনন্দ আর অনুপ্রেরণা পেলাম। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা, AmieeMisirAli।
৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
আহসানের ব্লগ বলেছেন: লেখাটা সুখপাঠ্য হলো ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
খায়রুল আহসান বলেছেন: লেখাটার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, আহসানের ব্লগ। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার নামটা দেখে একটু চমকেই উঠেছিলাম। ভেবেছিলাম, কী ব্যাপার, আমার ব্লগটা আবার কে নিয়ে গেলো?
আপনার প্রথম লেখা দ্বিপদী-"সুখ" পড়ে এলাম, সেখানে কিছু কথাও রেখে এলাম। আশাকরি সময় করে পড়ে দেখবেন।
৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১
খায়রুল আহসান বলেছেন: ভাল থাকুন। শুভেচ্ছা রইলো...
৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা