নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কত সুধীজনে সরল মনে
আশা দিয়ে যায়,
“ভোর হয়, তবু ভোর হয়”,
সে আশায় বুক বাঁধতে পারে,
কে বা জানে ক’জনায়?
সবাই জানে, রাত্রি চিরস্থায়ী নয়।
প্রভাত পাখির গানে গানে
ভেসে ওঠা প্রতিদিনের সূর্যোদয়,
কারো কারো কাছে
শুধুই ক্লান্তি বয়ে আনে।
যারা নগ্নপদ গুণটানা মাঝির মত
জীবন তরীকে টেনে নিয়ে যায়,
তাদের কাছে প্রতিটি প্রভাতকে
পাথরের মত ভারী মনে হয়।
ক্লান্তি দিয়েই তাদের দিন শুরু হয়।
ঢাকা
২৩ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আবার অনেকের কাছে প্রতিটি ভোরই এক একেকটি নতুন দিন হয়ে আসে, বোঝাহীন।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
যারা নগ্নপদ গুণটানা মাঝির মত
জীবন তরীকে টেনে নিয়ে যায়,
তাদের কাছে প্রতিটি প্রভাতকে
পাথরের মত ভারী মনে হয়।
ক্লান্তি দিয়েই তাদের দিন শুরু হয়।
আসলেই সত্যকথা। কবিতায় বাস্তবিক ভাবধারা ভাল লেগেছে +
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: ন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার "ঘ্রাণ" কবিতাটি পড়েছি।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য।
ভালো থাকুন, প্রামানিক।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার। +++
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রশংসা আর +++ পেয়ে কবিতাটি ধন্য হলো। অনেক ধন্যবাদ।
আপনার "বাংলার মুখ আমি দেখিয়াছি" লেখাটা আমি পড়েছি এবং কিছু কথাও সেখানে রেখে এসেছি।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
কল্লোল পথিক বলেছেন: +++
কবিতা চমৎকার হয়েছে।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবি। প্রেরণা পেলাম।
শুভেচ্ছা জানবেন।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার কবিতা সংকলনটি পড়ে (কাব্যিক ভ্রমণ) অভিভূত হ'লাম।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ অর্থবহ কবিতা। অনেক ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: নেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কবিতা পড়ে এখানে মন্তব্যটি রেখে যাওয়ার জন্য, মোঃ সাইফুল্লাহ শামীম।
শুভেচ্ছা জানবেন।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: সবাই জানে, রাত্রি চিরস্থায়ী নয়।
প্রভাত পাখির গানে গানে
ভেসে ওঠা প্রতিদিনের সূর্যোদয়,
কারো কারো কাছে
শুধুই ক্লান্তি বয়ে আনে অসাধারণ । অনেক অনেক ভাল লাগা ।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
খায়রুল আহসান বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
শায়মা বলেছেন: ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু।।
এই-যে হিয়া থরোথরো
কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো,
ক্ষমা করো, ক্ষমা করো প্রভু।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা, আমার প্রিয় এ গানটা এখানে উদ্ধৃত করার জন্য।
আপনি তো অনেক ভালো গান গান বলে শুনেছি (মানে এই ব্লগে জেনেছি)। আপনার স্বকন্ঠে গীত এ গানটির কোন লিঙ্ক পাওয়া যাবে?
আমার লেখায় আসাতে খুশী হয়েছি।
১০| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: কখনো ক্লান্তি যেন আপনাকে ছুঁতে না পারে।
++++
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবি, মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
১১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: এ গানটা আমার রেকর্ড করা নেই ভাইয়া। অন্য কিছু গান আছে।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
খায়রুল আহসান বলেছেন: অন্য কিছু গান আছে -- কোন একটা লিঙ্ক পেয়ে আপনার তিনটে রবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম, ভালো লেগেছিলো। আরো পেলে আরো শুনতাম।
আপনার একটা লেখায় কোন এক 'পান্তাবুড়ী'র বাড়ীতে পহেলা বৈশাখে ডাকাত পড়ার কাহিনী পড়ে এলাম। দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা!
১২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
শায়মা বলেছেন: হা হা
ওকে গান দিয়ে যাবো ভাইয়া।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
খায়রুল আহসান বলেছেন: কোথায় দিলেন, শায়মা?
১৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
শায়মা বলেছেন: ভেঙ্গে মোর ঘরের চাবি
এই নাও আরেকটা গান ভাইয়া!
১৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
শায়মা বলেছেন: Fagun haoa
এই নাও ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান .......
আমার বাঁধনছেড়া প্রাণ......
১৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
শায়মা বলেছেন: [link|http://www.mediafire.com/download/vvkkj9mclh1v5m4/chelebela.wma|Chelebelar golpo shonar Dingulo.......
এটা কবিতা
১৭| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লেগেছে কবিতা।
আপনার আশা যেন কখনোই না ফুরায়, শুভকামনা থাকবে সবসময়।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই প্রথম এলেন। আপনাকে আমার ব্লগে সুস্বাগতম জানাচ্ছি।
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম। আর পরের কথাগুলোতে যারপরনাই প্রীত।
আচ্ছা, এত কিছু থাকতে "ক্লান্তি"তেই প্রথম এলেন কেন?
শুভেচ্ছা জানবেন আপনিও।
১৮| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
প্রথমেই কেন ক্লান্তিতে এলাম?
মন ক্লান্ত ছিল হয়ত, তাই এটাই বেছে নিল।
ভাল থাকবেন।
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কথাটা জানানোর জন্য। আশাকরি সময় সুযোগ বুঝে আবারো এসে কিছু পড়ে যাবেন, এবং বলেও যাবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
এম.এ.জি তালুকদার বলেছেন: “সবাই জানে, রাত্রি চিরস্থায়ী নয়” তবে ভোর হয়, মাথায় রাতের বোঝা নিয়ে!!