|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কবির ভাবনাগুলো সফেন সাগরের বুকে
আনমনে চলা এক জাহাজের মত।
নিজের গতি আছে,
দিক নির্ণয় যন্ত্র আছে,
তবুও পোতাশ্রয়ে ভেড়ার আগে
নাবিক তাকিয়ে থাকে বাতিঘরের দিকে।
কবির ভাবনাগুলো কবিতা হয়ে ওঠার আগে
খুঁজে ফিরে একটি বাতিঘর।
তা হতে পারে কোন প্রিয়মুখ, কোন চেনা সুর, 
একটি পাখির ডাক, একটি হারিয়ে যাওয়া স্মৃতি,
একটি শিশুর হাসি, একটি মুখের মায়ামাখা চোখ 
কিংবা শুধুই একটি অশ্রুত, কল্পিত কন্ঠস্বর। 
ঢাকা
১০ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
 ২০ টি
    	২০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:১৭
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কবি কল্লোল পথিক। শুভেচ্ছা জানবেন।
২|  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:২৩
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:২৩
সুমন কর বলেছেন: ২য় প্যারা ভালো লেগেছে।
  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৪০
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ, সুমন কর। ২য় প্যারা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। প্রথম প্যারাটাকে আরেকটু উন্নত করার ব্যাপারে কোন মতামতথাকলে জানাবেন। 
৩|  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:২৮
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:২৮
তার আর পর নেই… বলেছেন: এই লাইনগুলো একশো ভাগ ঠিক আমার জন্য। যাই লিখি না কেন তাই মনে হয়, কখনো কখনো শুধুই কল্পনা ... +++
  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৪৩
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ, তার আর পর নেই…। কবিতা পড়ে নিজের ভাবনাটুকু শেয়ার করার জন্যেও ধন্যবাদ ও শুভেচ্ছা।
৪|  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৩৯
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৩৯
কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ ভাই
  ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৪৪
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম, শাহরিয়ার কবীর।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
৫|  ১১ ই মার্চ, ২০১৬  রাত ৮:২৩
১১ ই মার্চ, ২০১৬  রাত ৮:২৩
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান  , 
বাতিঘরের মতোই কবিতার নাবিককে যেন পথ দেখালেন । 
নিছক একটি কবিতাই নয় , আসলেই কবিতার সব নাবিককে  জাহাজের খোলে রাখা হৃদয়ের গোপন কৌটাখানি অনাবৃত করে দেখিয়ে দিলেন দর্শনের  ভঙ্গিতে ।
এবার সব নাবিক অনায়াসে খুলে দিতে পারবেন কবিতার জাহাজের সব দড়িদড়া, খুলে দিতে পারবেন পাল.............
  ১১ ই মার্চ, ২০১৬  রাত ৮:৪৭
১১ ই মার্চ, ২০১৬  রাত ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: আপনার এমন চমৎকার মন্তব্য পড়ে অভিভূত হ'লাম, আহমেদ জী এস। অনেক, অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা এই উদারতার জন্য।
৬|  ১২ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৬
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৬
জুন বলেছেন: কয়েক বছর আগে মিশর ভ্রমনে গিয়ে পৃথিবীর পুরনো সপ্তম আশ্চর্য্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর দেখে এসেছিলাম । যা দেখে হালছাড়া দিশা হারানো নাবিক তার গন্তব্য খুজে পেতো । আপনার কবিতা পড়ে বুঝলাম সেই বাতিঘরের দিশার দিকে তাকিয়ে থাকে আমাদের কবিতাও । 
অনেক ভালোলাগা রইলো খায়রুল আহসান ।
+
  ১২ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৪২
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতার একেবারে মর্মকথাটুকু ঠিকই ধরতে পেরেছেন আপনি, জুন। মন্তব্যে কবিতা সমৃদ্ধ হলো।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!
৭|  ১২ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:৪৭
১২ ই মার্চ, ২০১৬  বিকাল ৫:৪৭
লালপরী বলেছেন: কবিতার বাতিঘর একরাশ মুগ্ধতা 
+++++++
  ১২ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৮
১২ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, লালপরী। এতগুলো প্লাস পেয়ে আমিও মুগ্ধ!   
 
শুভেচ্ছা জানবেন।
৮|  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ১:০৮
১৩ ই মার্চ, ২০১৬  রাত ১:০৮
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।
  ১৩ ই মার্চ, ২০১৬  রাত ১:১৫
১৩ ই মার্চ, ২০১৬  রাত ১:১৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, উল্টা দূরবীন। প্রীত হ'লাম।
৯|  ১৫ ই মার্চ, ২০১৬  রাত ৯:৩০
১৫ ই মার্চ, ২০১৬  রাত ৯:৩০
পথে-ঘাটে বলেছেন: কবিতাটা গতকাল পড়েছিলাম। আজকে আবার সামনে পড়ল। পড়ে মনে হল নতুন কবিতা পড়ছি।
শুভ কামনা কবির জন্য।
  ১৬ ই মার্চ, ২০১৬  সকাল ১১:৪০
১৬ ই মার্চ, ২০১৬  সকাল ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ পথে-ঘাটে, দ্বিতীয়বার এসে কবিতাটি পড়ে যাবার জন্য এবং মন্তব্য রেখে যাবার জন্য। 
শুভেচ্ছা জানবেন।
১০|  ২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:১৬
২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কখনো কখনো কবিতার ভাবনা থেকেও কবিতা হতে পারে, যেমন হয়েছে এই কবিতাটি।
অনেক ভাল লাগলো।
শুভেচ্ছা রইল।
  ২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৩৩
২১ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:৩৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, চন্দ্ররথা রাজশ্রী, কবিতা পড়ে এমন সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভীষণ অনুপ্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:০৭
১১ ই মার্চ, ২০১৬  রাত ১২:০৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়+++