নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৮

কিশোর বয়সে এক ঝড়ো সন্ধ্যায়,
ছাতা হাতে এসে তুমি দাঁড়ালে দরজায়,
চেয়েছিলে ধার নিতে কিছু গল্পের বই,
ছিলনা তোমার আর বলার কিছুই।

ছিলনাতো সে সময়ে হুমায়ুন, মিলন,
তবে ছিল তারাশঙ্কর, নীহার রঞ্জন।
সমরেশ বসু আর বিমল মিত্র,
নিপুনভাবে আঁকতেন সমাজ চিত্র।

তাদেরই একটা বই দিলেম তোমাকে,
পকেটের রুমাল দিয়ে প্রচ্ছদটা ঢেকে।
বলেছিলেম, দেখো যেন দুরন্ত হাওয়ায়,
ভিজে না শরীর তোমার বৃষ্টির ঝাপ্টায়।

কিছুই না বলে তুমি সেই বরিষনে,
পিছু ফিরে চলে গেলে আপন মনে।
রেখে গেলে প্রশ্ন কিছু, ভাবাতে শুধুই,
ছিলনা কি আর তোমার বলার কিছুই?

তাকিয়ে দেখছিলাম আমি দৃষ্টি অপলকে,
আঁধারে মিলিয়ে যাওয়া সেই ছায়াটিকে।
দৃষ্টির অগোচরে তুমি যেই চলে গেলে,
অমনি ফিরে আসি আমি পড়ার টেবিলে।

ধীরে ধীরে যায় দিন, মাস পার হয়,
বইটি তোমার কাছে অধরাই রয়।
ফেরত পেলাম যখন ছয় মাস পরে,
মনে হলো দিয়ে গেলে কিছুই না পড়ে।

রুমালটির কথা আমার ছিলনা মনে ,
মনে হলো যখন তুমি বললে গোপনে;
জানতে চেয়েছিলে যদি ফেরত না পাই,
এমনই কি ক্ষতি হবে, যারপরনাই?

প্রশ্ন যেমন সহজ, ঠিক তেমনি উত্তর,
কি আর এমন ক্ষতি, ভাবি মনের অন্তর।
বলে দেই সরাসরি, কোন ক্ষতি নাই,
তবে একটি কথা আমি তবু জিজ্ঞাসিতে চাই।

ছোট্ট এই রুমাল তুমি কোন প্রয়োজনে,
রেখেছো তোমার কাছে, কি আছে মনে?
বলেছিলে, অনুভবে পেতে মোরে সারাটি ক্ষণ,
রেখেছো কাছেতে সেটা, কথাটি গোপন।

রুমালতো নয় শুধু এক টুকরো কাপড়,
কত ছবি আঁকা থাকে ওটার ভিতর।
কিশোর বয়সের সেই স্মৃতি অবিনাশী,
জীবনের স্রোতে গেছে কোথা যেন ভাসি।

জীবন তো নয় এক সরল রেখা,
হোকনা যতই শুধু ফিরে ফিরে দেখা।
হারিয়ে যায় কত কিছু জীবনের বাঁকে,
স্মৃতি হাতড়ালেও সব অদেখাই থাকে।

ঢাকা
২১ ফেব্রুয়ারী ২০১৩
০৯ ফাল্গুন ১৪১৯
কপিরাইট সংরক্ষিত

(ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত কবিতা থেকে)

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: জীবন তো নয় এক সরল রেখা,
হোকনা যতই শুধু ফিরে ফিরে দেখা।
হারিয়ে যায় কত কিছু জীবনের বাঁকে,
স্মৃতি হাতড়ালেও সব অদেখাই থাকে।

দারুণ সুন্দর কবিতা
+

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি ও প্রশংসার জন্য অনেক ধন্যবাদ, রুদ্র জাহেদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫

কল্লোল পথিক বলেছেন:






অসাধারন কবিতা।
সুপার লাইক।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটাকেও সুপার লাইক, কল্লোল পথিক। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় বরাবরের মত অনুপ্রাণিত হ'লাম, শামছুল ইসলাম। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
প্লাস অনেক অনুপ্রেরণা দিয়ে গেলো।

৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:



দারুণ কথাচিত্র।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র। প্রশংসায় প্রীত হ'লাম।

৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো। ধন্যবাদ ভাই

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, শাহরিয়ার কবীর, কবিতা পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

৬| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে, দৃষ্টিসীমানা। মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি। প্লাসে প্রীত।

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

উল্টা দূরবীন বলেছেন: অনেক ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, উল্টা দূরবীন। কবিতাটা আপনার ভালো লাগাতে অনুপ্রাণিত বোধ করছি।

৮| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর একটা গল্প, সুন্দর একটা কবিতা।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটা মন্তব্য।
ধন্যবাদ ও শুভেচ্ছা, চন্দ্ররথা রাজশ্রী (সুন্দর একটা নাম)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.