নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রবাসী বাংলাদেশীদের বাংলা বই প্রীতিঃ
বাংলাদেশী এবং ভারতের পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালী পৃথিবীর আনাচে কানাচে বহু দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এঁরা বিদেশী ভাষা বলতে বলতে আর শুনতে শুনতে যখন হাঁপিয়ে ওঠেন, তখন হয়তো একান্ত অবসরে দেশ থেকে নিয়ে যাওয়া কোন বাংলা বই খুলে বসেন, নয়তো কোন বাংলা নাটক বা সিনেমার সিডি। তাদের অনেকে মুখিয়ে থাকেন একুশে বইমেলার দিকে। নিজে দেশে আসতে না পারলেও বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কাউকে দিয়ে দেশ থেকে বই কিনে নিয়ে যান। আবার তারা বিদেশে বসেও অনেক সময় ছোট পরিসরে বাংলা বইমেলার আসর খুলে বসেন। এবারের বই মেলায় আমার “জীবনের জার্নাল” যে স্টল থেকে বিক্রয় হচ্ছিলো, একই স্টল থেকে জাপান প্রবাসী একজন বাংলাদেশী লেখকের দু’ তিনটে বইও বিক্রী হচ্ছিলো। লেখকের পুরো নামটা আমার মনে নেই, তবে যে নামে তাকে সবাই সম্বোধন করেন, সেটা মনে আছে- প্লাসিড।তিনি একজন বাংলাদেশী খৃষ্টান, এই নামের সাথে আরও দুটো অংশ ছিল, যা একটু আনকমন হওয়াতে ভুলে গেছি। তার বই কিনতে এসেছিলেন আরেক জাপান প্রবাসী বাংলাদেশী, নাম মুকুল মোস্তাফিজ। তিনি জানালেন, তারা নিয়মিতভাবে বাঙালীর সব অনুষ্ঠানই সেখানে পালন করতে চেষ্টা করেন, এমন কি বইমেলাও। তিনি, প্লাসিড এবং তাদের মত আরও অনেকে মেলা ঘুরে ঘুরে অনেক বই কিনেছেন বলে তিনি জানালেন। এগুলো জাপান প্রবাসী বাংলাদেশীরা যারা দেশে আসতে পারেন নি, তাদের বাংলা বই পড়ার তৃষ্ণা মেটাবে। তিনি সাগ্রহে এক কপি “জীবনের জার্নাল”ও সংগ্রহ করলেন।
শত ব্যস্ততার মাঝেও কবিতাঃ
ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত জনাব হাদী শত ব্যস্ততার মাঝেও রাতের বেলা সময় করে কবিতা পড়েন। এবারের মেলা থেকে তিনি কিনেছেনও অনেক বই, এসেছিলেন মেলার শেষ শুক্রবারে। ‘জাগৃতি’র সামনে দাঁড়িয়ে তার সাথে আলাপ হচ্ছিলো। আমার প্রথম কবিতার বই বের হয়েছে জেনে তিনি বেশ উৎসাহ নিয়েই বইটি হাতে নিলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়েই দুটো কবিতা পড়ে বইটা কিনে নিলেন।
মেলার শেষ শুক্রবারঃ
শেষ শুক্রবার বলে সেদিন মেলায় কর্মজীবি ক্রেতাদের বেশ ভিড় হয়েছিলো। মনি আর রুমা এসেছিলেন ছুটির অবসরে। তারা “জীবনের জার্নাল” এ আগ্রহ দেখালেন, যেমন দেখালেন শিক্ষা মান্ত্রণালয়ের কর্মকর্তা জহুরুল ইসলাম, তার স্ত্রী ও কন্যা জেনিফার। বুয়েটে অধ্যয়নরত স্থাপত্যবিদ্যার ছাত্র পলাশ শাকিল এর সাথে পরিচিত হয়েছিলাম মাত্র পাঁচদিন আগে, ক্যাডেট কলেজ ক্লাবে অনুষ্ঠিত এক্স-ক্যাডেটদের প্রকাশিত বই প্রদর্শনীতে। তখনই সে আমাকে বলেছিল, বই মেলায় এসে আমার সাথে একদিন দেখা করবে। এই শেষ শুক্রবারে সেও এলো। আমাকে অনুরোধ করে জানালো যে আমি যদি দশ মিনিটের জন্য তার সামনে দাঁড়িয়ে থাকি, সে আমার একটা পেন্সিল স্কেচ করে দেবে। আমার তাতে খুব একটা আগ্রহ ছিল না, তাই ‘দেখি’ বলে একটু সময় নিলাম এবং আমার বই এর প্রমোশনাল কাজে মনোনিবেশ করলাম। একটু পরে সে এসে আবার অনুরোধ করলো। তখন মেলা শেষ হবার সময় ঘনিয়ে এসেছে। এবারে ভাবলাম, জীবনে এই প্রথম কোন একটা কিছুর মডেল হয়ে একজন শিল্পীর সামনে দাঁড়াবার প্রস্তাব পেলাম, সেটা গ্রহণ করতে আপত্তি কেন? তাই সদাহাসিমুখ এই তরুণের আন্তরিক অফারে রাজী হয়ে গেলাম। ঠিক দশ মিনিটই দাঁড়িয়ে ছিলাম। তারপর পলাশ আমাকে বললো, “ভাইয়া, এবারে আপনি আপনার কাজ করতে পারেন। আমি একটু ফাইন টিউনিং করে স্কেচটি আপনার হাতে দিচ্ছি”। ঠিকই মেলার আলো নিভে যাবার আগ মুহূর্তে এসে সে স্কেচটি আমাকে দিল। আমি স্কেচ হাতে তার সাথে সোৎসাহে একটা ছবি তুলে রাখলাম। বাসায় এসে দেড় বছরের নাতনিকে স্কেচটা দেখিয়ে যখন জিজ্ঞাসা করলাম, এটা কে? ও সাথে সাথে স্কেচটাতে ওর ছোট্ট তর্জনীটা লাগিয়ে বললো, “দাদা”! বুঝলাম, শাকিল হাই মার্কস নিয়ে পাশ করলো। পরে অবশ্য শাকিলের আরো প্রতিভার কথা জেনে মুগ্ধ হই। স্থাপত্যবিদ্যার ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভাল কন্ঠশিল্পী, MECA Band এর সাথে জড়িত। কিছুদিন আগে দ্বাদশ মেকা পুনর্মিলনী অনুষ্ঠানেও সে গান গেয়ে এসেছে। তার আরও গুণ-সে একজন ভাল কার্টুনিস্ট এবং বই এর প্রচ্ছদ শিল্পী। এত গুণের অধিকারী এই সদা হাসিমুখ, সদা বিনয়ী শিল্পীর আমি সার্বিক সাফল্য কামনা করি। অপেক্ষায় থাকবো, বন্ধু বৎসল এই পলাশ জীবনে কতটা উঁচুতে উঠতে পারে, তা দেখতে….
খায়রুল আহসান
ঢাকা
২২ মার্চ ২০১৬
জাপান প্রবাসী বাংলাদেশী বইপ্রেমী মুকুল মোস্তাফিজ
ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত জনাব হাদী, শত ব্যস্ততার মাঝেও যিনি রাতের বেলা সময় করে কবিতা পড়েন।
মনি ও রুমা- সহোদরা না বান্ধবী, সে প্রশ্নটা রয়েই গেলো....
শিক্ষা মান্ত্রণালয়ের কর্মকর্তা জহুরুল ইসলাম, তার স্ত্রী এবং কন্যা জেনিফার এর সাথে...
এমসিসি/৪৩ ব্যাচ এর প্রতিভাধর পলাশ শাকিল, বুয়েটে স্থাপত্যবিদ্যা পড়ছেন। এছাড়া একাধারে একজন কার্টুনিস্ট, প্রচ্ছদশিল্পী এবং গুণী কন্ঠশিল্পীও বটে।
"দেখে যেন মনে হয় চিনি উহারে"....
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: মানুষের সাথে মিশে যাওয়ার মাঝে একধরনের আনন্দ আছে। -- অবশ্যই আছে। এটা যারা করতে পারে, তাদের জীবন নানা বিচিত্রতায় সমৃদ্ধ হয়।
মন্তব্যে প্রীত হ'লাম, মোঃ সাইফুল্লাহ শামীম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
শামছুল ইসলাম বলেছেন: আপনার সব গুলো তীর্থযাত্রাই পড়ে আসছি।
কোন যেন মন্তব্য করা হয়নি।
আজ আর না করে থাকতে পারলাম না।
খুস সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরেছেন বর্ণনা ও ছবিতে।
আপনার স্কেচটা অসাধারণ হয়েছেঃ
//"দেখে যেন মনে হয় চিনি উহারে"....//
ভাল থাকুন। সবসময়।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
খায়রুল আহসান বলেছেন: "দেখে যেন মনে হয় চিনি উহারে".... প্রায় কাছাকাছি নিজের প্রতিবিম্বটাকে শিল্পীর দশ মিনিটের আঁচড়ে এভাবে ফুটে উঠতে দেখে মনে মনে কবিগুরুর 'সোনার তরী'র ঐ লাইনটাই প্রতিধ্বনিত হয়েছিলো।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। অনুপ্রাণিত হ'লাম।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: আমার চলে আসার সময় ঘনিয়ে এসেছিল বলে, বইমেলায় গিয়েছিলাম প্রথম দিকেই।। সাথে বডিগার্ড গিন্নী (যার কাজ শুধু আমার বইগুলো গুছানো।। আসল কাজ পুরানো বন্ধুদের কাছ থেকে দুরে রাখা) ।। বাধ্যগত স্বামীর আচরনই করেছি।। ভাল করেছি না??
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ভালোই করেছেন বোধহয়। কিন্তু আপনার বন্ধুদের প্রতি আপনার স্ত্রীর এত তীক্ষ্ণ দৃষ্টি কেন?
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বরাবরের মতোই মুগ্ধতা। মানুষের সাথে মিশে যাওয়ার মাঝে একধরনের আনন্দ আছে।