নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র ও নারী

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

সমুদ্রের বুক ভরা জল।
তবু সেথায় কোন কোন দুঃখিনী আসে প্রতিরাতে।
নিকষ কালো অমাবস্যায় কিংবা দীপ্ত পূর্ণিমাতে,
ওদের কাজল কালো দু’চোখ থেকে অশ্রু ঝরাতে।

প্রতি রাতে সমুদ্র অপেক্ষা করে থাকে,
কখন সেসব দুঃখিনী এসে তার কাছে বলে যাবে
বুক উজাড় করে ওদের অভিমানী গোপন কথা।
তারপর শীতল জলে সন্তরণ শেষে ফিরে যাবে।

সমুদ্র ও নারীর সখ্যতা প্রাচীন।
উভয়ে সহনশীলা, উভয়ে সতত বহমান।
উভয়ের বুকে হিল্লোল ওঠে একটুখানি ছোঁয়ায়,
উভয়ে রুদ্র মূর্তি ধারণ করে থাকে সময় সময়।

ঢাকা
২৮ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত - বিনা অনুমতিতে উদ্ধৃত করাও নিষেধ।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

আচ্ছা উদ্ধৃতও করলাম না।

তবে অনেক বেশি সুন্দর হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: না না, এখানে উদ্ধৃত করা যাবে। আজকাল কবিতা খুব বেশী চুরি হয়ে যাচ্ছে, তাই বিরক্ত হয়ে এ সতর্কবাণীটা লিখেছিলাম।
খুব দ্রুতই আপনার মন্তব্যটা পেয়ে গেলাম। প্রশংসা ও প্লাসে প্রেরণা পেলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, আরজু পনি।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:
কোট করতে হলে কপি পেস্ট করতে হয়...সেই সুযোগটা পাইনি শেষ লাইন পড়ার পর।
তাই চট করে মন্তব্য করে ফেলতে পেরেছিলাম।

তবে আপনিও দ্রুত জবাব দিয়ে রক্ষে করলেন। নইলে আমি অনেকবার খোঁজ নেই জবাব পেলাম কিনা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: নইলে আমি অনেকবার খোঁজ নেই জবাব পেলাম কিনা -- আমিও, এবং বোধকরি সবাই তাই করে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

রেজওয়ান করিম বলেছেন: সুন্দর হয়েছে

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রেজওয়ান করিম। প্রীত হ'লাম।

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । শেষ স্তবকটা বেশি অসাধারণ ।

লেখা চুরি হলে আমার ভাল লাগে । তখন নিজেকে ভাল লেখিয়ে মনে হয় !!! হা হা ।

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কথাকথিকেথিকথন। কবিতার উদার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
লেখা চুরি হলে আমার ভাল লাগে । তখন নিজেকে ভাল লেখিয়ে মনে হয় -- আপনার মত আমিও আগে এরকম ভাবতাম। কারণ, চুরি সেটাই হয়, যার কোন মূল্য আছে। আমার লেখা চুরি হওয়া মানে আমার লেখার মূল্য আছে। মূল্যহীন জিনিস কেউ চুরি করেনা।
কিন্তু সম্প্রতি কয়েকজনের বিরূপ অভিজ্ঞতার কথা জেনে আমি খুব হতাশ বোধ করি এসব ব্যাপারে। তাদের কেউ কেউ নিজের কবিতার বই ছাপানোর পরে চোর তাদের হুমকি দিচ্ছে তাদের কবিতা তিনি চুরি করে ছাপিয়েছেন এই বলে।

৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

নির্মাণ শ্রমিক বলেছেন: শিরোনাম দেখেই ভয় লেগেছে! এতো রাতে এতো আবেগে হিট দেয়াটা উচিত হবেনা বলে নিজেকে সংযত রাখলাম।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, নির্মাণ শ্রমিক।

৬| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: হুমকি দেয় ! চোরের মায়ের বড় গলা । এটা বেশি বাড়াবাড়ি । এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা দরকার । দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে কপিরাইট ল এর প্রয়োগ তেমন নাই । যা খুবই জরুরী নয়তো দেশে ভালো লেখক আসবে না ।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ কথাকথিকেথিকথন।

৭| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: নদীও নারীর মতো কথা কয়।

নারী এখানে সাগর!!
সুন্দর হয় আপনার লেখা।

২য় প্লাসটি আমার।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয় আপনার লেখা -- ধন্যবাদ, কবি বিজন রয়। আপনার কাছ থেকে দ্বিতীয় প্লাস পেয়ে অনুপ্রাণিত হ'লাম।

৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: সমুদ্র ও নারীর সখ্যতা প্রাচীন।
উভয়ে সহনশীলা, উভয়ে সতত বহমান।
উভয়ের বুকে হিল্লোল ওঠে বাতাসের ছোঁয়ায়,
উভয়ে রুদ্র মূর্তি ধারণ করে থাকে সময় সময়


সবটাই ভালো লেগেছে। শেষের কথার সাথে একমত।

তবে কিছু কিছু নারী সময়ে সময়ে রুদ্র মূর্তি ধারন করতে পারেনা আর তারা চিরকালই বঞ্চিত।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: তবে কিছু কিছু নারী সময়ে সময়ে রুদ্র মূর্তি ধারন করতে পারেনা আর তারা চিরকালই বঞ্চিত -- একথা যেমন সত্য, তেমনি সত্য এ কথাও যে কিছু কিছু নারী কখনো কখনো নয়, সবসময়ই রুদ্র মূর্তি ধারণ করে থাকেন। আমি তাই গড় হিসেবটাকেই ধরে নিয়ে বলেছি, উভয়ে রুদ্র মূর্তি ধারণ করে থাকে সময় সময় ... :)
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, ফেরদৌসা রুহী।

৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: অ নে ক ভাল লাগল । ভাল থাকুন ।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। শুভেচ্ছা জানবেন।

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: জেনে অনুপ্রাণিত হ'লাম, মাহমুদুর রহমান সুজন। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

আরাফআহনাফ বলেছেন: নীল সমুদ্র - নীল নারী।
আমার কাছে সমুদ্রের চেয়েও নদীকেই নারীর সখ্যতায় বেশি মানানসই লাগে। (একান্তই আমার মত)

শত ভালোলাগা জানবেন।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার একান্ত মতটাও ঠিকই আছে। নদী ও নারীর মিল অনেক।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



কবিতার শেষ স্তবকে দারুন ভাবে সমুদ্র ও নারীকে একীভূত করেছেন । প্রখর আপনার দৃষ্টি । আসলেই নারী সমুদ্রের মতোই অধরা, কখনও সহজ-সরল, কখনও বা অনায়াস সমর্পণে সলাজ । কখনও বা দুঃসাহসিকা , কখনও অন্তরতমা । +


( আমার ব্লগের সর্বপ্রথম পোষ্টটিতে আপনার ২০১৫'র শেষদিকের মন্তব্যটি আজ হঠাৎ আমার নজরে এলো । সেখানে আপনাকে প্রত্যুত্তর করে এসেছি । ধন্যবাদান্তে )

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস, আপনার এই সুন্দর বিশ্লেষণ এর জন্য। আপনার প্রত্যুত্তরটাও দেখলাম এবং একনলেজ করে এলাম।
শুভেচ্ছা জানবেন।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগল।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা রইলো।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: এত দিন নারীর সাথে নদীর সখ্যতার কথা জানতাম, আজ দেখলাম নারীর সাথে সমুদ্রের সখ্যতা।
ভালো লিখেছেন।
++++

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: দুটো সখ্যতাই হতে পারে। মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ, রায়হানুল এফ রাজ। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৯

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, উল্টা দূরবীন। প্রশংসায় প্রীত হ'লাম।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: সমুদ্র ও নারীর সখ্যতা প্রাচীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.