নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সুখের গভীরেও থাকে দুখের আঁচর

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:১৬

সুখে থেকে কেউ কবি হতে পারেন না।
যারা সুখের কবিতা লিখতে পারেন, লিখে যান,
তাদের পংক্তিগুলোর গভীরেও থাকে
কোন রুদ্রাণী শকুনির নখের আঁচর,
নয়তো কোন হিংস্র বাঘিনীর দংশনের গভীর ক্ষত।
এসব যন্ত্রণা নিয়েই কবিরা লিখে যান অনুভবের কথা।
সেসব কখনো কল্পিত সুখের কথা হয়, কখনো দুখের।
পাঠকেরা কখনও সুখী কবির দুঃখ দেখতে পান না।

ঢাকা
১৬ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুমন কর। শুভেচ্ছা জানবেন।

২| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:২৪

কবীর হুমায়ূন বলেছেন: দুখের ভেতরে থেকেই কবিরা সুখের বচন বলেন,
সুখের পাহাড় মাড়িয়ে মাড়িয়ে দুখের পন্থে চলেন।


ভালো বলেছেন, কবি। ভালো থাকুন সব সময়।

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩২

খায়রুল আহসান বলেছেন: দুখের ভেতরে থেকেই কবিরা সুখের বচন বলেন,
সুখের পাহাড় মাড়িয়ে মাড়িয়ে দুখের পন্থে চলেন

আপনি ছন্দে ছন্দে আমার মনের কথাটাই বলে গেলেন!

অনেক ধন্যবাদ, প্রিয় কবি কবীর হুমায়ূন। অনেকদিন পর আপনাকে আমার কবিতায় পেয়ে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩| ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪

আমার আমিত্ব বলেছেন: কবি হতে হতে গেলে মনে হয় অনেক গুন থাকা লাগে, সবাই তো কবি হতে পারে না।


আপনার লেখা ভালো লাগল কবি।
ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, আমার আমিত্ব। এজন্য জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার "প্রথম পোস্ট" শীর্ষক প্রথম পোস্টটা পড়ে সেখানে কিছু কথা রেখে এলাম। আশাকরি পড়ে নেবেন সময় করে।

৪| ২১ শে মে, ২০১৬ রাত ৯:৫০

সিলা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে তবে....... :(

০১ লা জুন, ২০১৬ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: তবে কী?

৫| ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৯

নীলপরি বলেছেন: সেসব কখনো কল্পিত সুখের কথা হয়, কখনো দুখের।
পাঠকেরা কখনও সুখী কবির দুঃখ দেখতে পান না।



কবির মন কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । ভালো লাগলো ।

০১ লা জুন, ২০১৬ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা থেকে এ অংশটুকু উদ্ধৃত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, নীলপরি। কবিতা পড়ে মন্তব্য করে উৎসাহ দিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা ও শুভকামনা। ভালো থাকুন, সব সময়।
আপনার একেবারে প্রথম দিকের লেখা "প্রতি প্রেম" পড়ে মন্তব্য করে এসেছিলাম। একটু সময় করে দেখে নেবেন।

৬| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:২০

সোজোন বাদিয়া বলেছেন: কবি হতে চাইনা, দুঃখ এড়াতে চাই। কোনোটাই এড়াতে পারি না।
ভাল লিখেছেন।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সোজোন বাদিয়া। কবি ও দুঃখ একে অপরকে এড়াতে পারেনা বৈকি!

৭| ২৩ শে মে, ২০১৬ সকাল ১০:৩৫

সিলা বলেছেন: অনে......ক গুলা ধন্যবাদ :)

০১ লা জুন, ২০১৬ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: :)

৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪১

উল্টা দূরবীন বলেছেন: অনেক অনেক ভালোলাগা।

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উল্টা দূরবীন, কবিতা পড়ে ভালো লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।

৯| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৫৭

রিপি বলেছেন: হুম আসলেই তাই। ভালো লেগেছে ভাইয়া।

০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, রিপি। মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৩৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: বাস্তব লিখেছেন কবি।

০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কবিতাটি পড়ে এখানে দুটো কথা রেখে যাবার জন্যে। মন্তব্যে প্রীত হ'লাম।
ভালো থাকুন, এম এস আরেফীন ভুঁইয়া।
কতো পর শিরোনামে আপনার একটা পুরনো কবিতা পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম।

১১| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লায়াগল

০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: আমার এই কবিতায় একমাত্র প্লাসটি দিয়ে আপনি আমায় ধন্য করেছেন, কাজী ফাতেমা। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৫১

ডঃ এম এ আলী বলেছেন: যন্ত্রণা নিয়েই কবিরা লিখে যান অনুভবের কথা
অতি সত্য কথা।
ভাল লাগার অনুভুতিটুকু রেখে গেলাম ।
ভাল থাকুন এ কামনা থাকল ।

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী, কবিতা পড়ে কবির অনুভবের কথা উপলব্ধি করার জন্য এবং এখানে দুটো কথা রেখে যাবার জন্য। ভালো থাকুন, সব সময়।
আপনার লেখা কুলিদের দেখা যাবেনা স্টেশনে : এমনটা কবে হবে বাংলাদেশে পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।

১৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:২৯

ডঃ এম এ আলী বলেছেন: দু:খিত আমি কেন যে দেখা হয়নি আপনার লিখা সে মন্তব্যখানি, নীজের উপরই আমার রাগ হচ্ছে । এখনই যাব তবে যাওয়ার আগে একটি কথা সবিনয়ে জানিয়ে দিয়ে যেতে চাই সেটি হল আপনার এই কবিতার শেষ লাইনটি :

"পাঠকেরা কখনও সুখী কবির দুঃখ দেখতে পান না।"

এটা পাঠ করার পরেই আমার জানামত একজন দুর্ভাগা কবির দূ:খ্যের কাহিনী নিয়ে একটি কবিতা লিখার চিন্তা মাথায় আসে , আর তা থেকেই আমি তিয়ান ময়ী পাহাড় টিলায় বসবাসকারী একজন দুর্ভাগা কবির দু:খের কাহিনী নিয়ে একটি কবিতা লিখি । কবির পুর্বাপর কাহিনী এত বিশাল যে তা লিখার পর দেখলাম তা অনেক বড় হয়ে গেছে এবং এটা না হয়েছে পদ্য না হয়েছে গদ্য । যাহোক, চারভাগের তিনভাগ রেখে দিয়ে একভাগ পোষ্ট করে দিলাম । কবিতাটির প্রেক্ষাপট একান্ত ভাবেই আপনার কবিতার শেষ লাইন টুকু । আপনার কবিতাটি ভাললাগার অনুভুতি শুধু রেখে যায়নি কিছু তার নিয়েও গিয়েছিলাম , নিয়ে যাওয়ার প্রমানটি তখন দিতে পারবনা বলে সেসময় লিখা হয়নি । হা, এখন বলতে পারি কিছু অনুভুতি নিয়েও গিয়েছিলাম ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতার শেষ চরণটি আপনাকে একটা বিশাল কবিতা লিখতে উদবুদ্ধ করেছে জেনে নিজেই খুব অনুপ্রাণিত বোধ করছি।
আপনার কবিতাটির মাত্র চার আনা পোস্ট করেছেন, তাতেই বেশ বড় মনে হয়েছে। তবে পুরো কবিতাটি বেশী বড় হলে আপনি সেই দুঃখী কবির কথা গদ্য আকারেও লিখে ফেলতে পারেন।
অনেক ধন্যবাদ, পুনর্বার মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.