নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

এক টুকরো স্মৃতি-২

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৪

এক টুকরো স্মৃতি-১ পড়তে এখানে ক্লিক করুনঃ এক টুকরো স্মৃতি-১

প্রতিমা বন্দোপাধ্যায় এর অনুপম গায়কীতে এই অনবদ্য গানটি প্রথম শুনি যখন নবম-দশম শ্রেণীর ছাত্র ছিলাম। প্রেমহীন জীবন, কিন্তু প্রেমিক মন। ঐ ধূসর জীবনেও গানের কথাগুলো মনে রেখাপাত করে যায়। বন্ধু ফাহিয়ান মাঝে মাঝে গলা ছেড়ে গানটি গাইতো, তবে চির উচ্ছ্বল এই বন্ধুর গানের কথা নিয়ে কোন ভাবনা ছিল বলে মনে হয়না। আমি গানের কথায় ছবি দেখতে পেতাম, মনে মনে ছবি আঁকতাম। “জীবনের রঙ বদলে যায় রাতারাতি” – গল্পে গল্পে ইউরোপ আমেরিকায় হেমন্ত ও বসন্তের সমাগমে প্রকৃ্তির রঙ বদলানোর কথা জেনেছিলাম, এ গানের কথা শুনে নিজের জীবনের রঙ বদলানোর স্বপ্ন দেখতাম। “হৃদয় হরিণ, সারা রাত যে ছুটোছুটি, ছুটোছুটি” – চঞ্চল মনের কি অপূর্ব বর্ণনা! “সময় এখন রঙিন আলোকে মাখামাখি, মাখামাখি”- গানটা শোনার সময় এমনি নানা বিচিত্র রঙের আলো আমার মনে ছুটোছুটি করতো।

তখন আকাশবাণী কোলকাতা থেকে আমাদের সময় দুপুর আড়াইটায় সপ্তাহে চারদিন “গীতিকা” নামে আধুনিক গানের একটা অনুষ্ঠান প্রচারিত হতো। অনুষ্ঠানটার প্রতি মুখিয়ে থাকতাম। এছাড়া রাত দশটায় প্রচারিত হতো ‘অনুরোধের আসর’। আকাশবাণী কার্সিয়াং থেকে সন্ধ্যে সাড়ে ছয়টায়ও বাংলা গানের অনুরোধের আসর প্রচারিত হতো। তখন আমাদের গান শোনার একমাত্র মাধ্যম ছিলো রেডিও। কমন রুমে একটা রেডিওর চারপাশে বসে আমরা কয়েকজন গানপিয়াসী বন্ধু এসব অনুষ্ঠান শুনতাম। লেট সিক্সটিজ এবং আর্লী সেভেনটিজ এর বাংলা ইংরেজী সব রোমান্টিক গানই আমাদের কন্ঠে বেসুরো গলায় বাজতো।

স্বকন্ঠের সুর দিয়ে যারা অন্যের মনে প্লাবন আনতে পারেন, তারা নিশ্চয়ই স্রষ্টার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ সকাল ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়লাম । ভালো লাগলো আপনার স্মৃতিকথা!

১২ ই জুন, ২০১৬ দুপুর ২:০১

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট এ লেখাটা পড়ে আপনার ভালো লাগার কথা এখানে জানিয়ে গেলেন, এজন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন, রূপক বিধৌত সাধু।

২| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:৪২

ডঃ এম এ আলী বলেছেন: প্রেম শুধু এক মোমবাতি গানটি শুনছি আর লিখছি । স্মৃতিময় এ জীবন, সব স্মৃতিগুলিই মধুর হোক এ কামনাই করি । খুব ভাল লেগেছে পুরনো দিনের গায়িকার কথা ও গান শুনে ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:১২

খায়রুল আহসান বলেছেন: স্মৃতিময় এ জীবন, সব স্মৃতিগুলিই মধুর হোক এ কামনাই করি - অনেক সুন্দর একটা কামনা রেখে গেলেন আমার জন্য, সেজন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, ডঃ এম এ আলী। গানটি শোনাতে খুশী হয়েছি।

৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ১:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের । গানটি একবার নয় কয়েকবার শুনেছি পরিবারের সকলে মিলে । শুনিয়েছি তাদের পুরনো দিনের গান ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: পরিবারের সকলে মিলে এ গানটি শুনেছেন জেনে খুশী হ'লাম, ডঃ আলী। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৪| ১৫ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার স্মৃতিকথন ভাইয়া!!
গান ও শুনলাম ধন্যবাদ :)

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মনিরা সুলতানা। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
গানটা শুনেছেন জেনে খুশী হ'লাম। শুভেচ্ছা জানবেন।

৫| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪১

আরাফআহনাফ বলেছেন: স্মৃতিতে স্মৃতিময়, অবিস্মৃত সবি।

ভালো থাকুন সবসময়, শুভ কামনা রইলো।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আরাফআহনাফ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো একটি লেখা- দোয়া চাইছি, বাবার জন্য.. পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। দোয়া করছিঃ
হে আল্লাহ, তুমি ওনাকে ক্ষমা করে দিও। তার জীবনের সব নেক আমল ও নেক নিয়তকে কবুল করে নিও। তার জীবনের গুনাহগুলোকে মা'ফ করে দিও। তার বংশধর আর পরিবারের সদস্যদেরকে তোমার খাস হেফাজতে রেখো, তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখো, তাদের রুজি রোজগার আর ইজ্জতে বরকত দান করো, ওনার জন্য শান্তিপূর্ণ ক্ববর দান করো, তাকে শেষ বিচারের দিনে জান্নাত নসীব করো!
পবিত্র রমজানে মাসে তার জন্য করা এ দোয়া তুমি কবুল করো, হে মা'বুদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.