নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কেন জানি

১৩ ই জুন, ২০১৬ সকাল ১০:২৮

শুনেছি, কবিদের অনেক অনেক দুঃখ থাকে।
আমার কোন দুঃখ নেই,
তাই বলা চলে আমি কোন কবিও নই।
তবু কেন জানি, অন্যের দুঃখবোধে আমি
অতি সহজেই খুব ভারাক্রান্ত হয়ে যাই।

তবু কেন জানি, বেদনাহতদের দেখলে
এক নিমেষেই আমি সমব্যথী হয়ে যাই।
কিছু করি বা না করি, তাদের কথা
চুপ করে শুনে যাই। আমি কবি নই, তাই
কবিতা আর হয়না লিখা তাদেরকে নিয়ে।

তবু কেন জানি, ঝরা শিউলিকে দেখে
আমার পথ চলা থেমে যায়। মালা গাঁথি
বা নাই গাঁথি, অঞ্জলিভরে তাদের তুলে
নিতেই হয়। আমি কোন গীতিকার নই,
তাই তাদের নিয়ে লেখা হয়না কোন গান।

আমি কোন কেউকেটা দেশপ্রেমিক নই।
তবু কেন জানি, যখন দেশের ঐ লালসবুজ
পতাকাটাকে কোথাও পতপত করে উড়তে
দেখি, তখন অবলীলায় আমার হৃদয়টাও
দুলে ওঠে, আর চোখ থেমে যায় লাল বৃত্তটাতে।

যখন কোন দেশাত্মবোধক গান শুনি, তখন
সে গান বেজে ওঠে সহস্রসুরে আমার অন্তরে।
তার অনুরণন বেজে চলে আমার ভেতরে ভেতরে।
আর তখনও কেন জানি আমার চশমার দু'টি কাঁচে
পৃথিবীর সব কুয়াশা যেন হঠাৎ করে নেমে আসে!


ঢাকা
১৮ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

অন্যের দু:খে আমারও মন কাদে
ভাল থাকুন সর্বদা

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কাজী ফাতেমা, কবিতাটা পড়ে নিজের কিছু কথা এখানে শেয়ার করার জন্যে।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্রথম প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: তবু কেন জানি, অন্যের দুঃখবোধে আমি
অতি সহজেই খুব ভারাক্রান্ত হয়ে যাই।


ভাল লিখেছেন
পড়ে অনেক ভাল লাগলো।
ভাল থাকুন।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৩২

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতিটুকুর জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: এই তো, এমন লেখাই তো চাই।

সব মানুষের দুঃখ আছে, কিন্তু সব মানুষ কবি না।

অসাম।
++++++++

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেল আপনার অল্প কথার মন্তব্য। ধন্যবাদ বিজন রয়, এমন উদার প্রশংসা এবং প্লাসের জন্য।
শুভেচ্ছা রইলো।

৪| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: বিষয়বস্তু ভালো লাগল।

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪১

খায়রুল আহসান বলেছেন: জেনে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ১৪ ই জুন, ২০১৬ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির শুরু থেকে শেষ, তার পরেও যতটুকু এর রয়ে গেছে রেশ, ততটুকু পর্যন্ত লেগেছে ভাল।
ভাল থাকার শুভ কামনাও থাকল ।

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার করে আপনার ভালো লাগার কথাটা জানিয়ে গেলেন, পড়ে মুগ্ধ হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা, ডঃ এম এ আলী। ভালো থাকবেন।

৬| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৩

কল্লোল পথিক বলেছেন: তবু কেন জানি, ঝরা শিউলিকে দেখে
আমার পথ চলা থেমে যায়। মালা গাঁথি
বা নাই গাঁথি, অঞ্জলিভরে তাদের তুলে
নিতেই হয়। আমি কোন গীতিকার নই,
তাই তাদের নিয়ে লেখা হয়না কোন গান।


চমৎকার কবিতা।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, কল্লোল পথিক।

৭| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
অনুরণিত হ’লেম। সমব্যথী একজন পেলে আমাদের কবি লাগবে নে, মশাই।

আশাকরি ভাল আছেন।
ধন্যবাদ

২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: আমি ভালো আছি, আশাকরি আপনিও ভাল আছেন, অন্ধবিন্দু।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

৮| ১৫ ই জুন, ২০১৬ রাত ২:০০

মহা সমন্বয় বলেছেন: মানুষের প্রতি মমত্ববোধ এবং দেশপ্রেম কবিতাটির মধ্যে স্পষ্ট বিদ্যামান। :)
প্রতিটি মানুষের মাঝে কবির এ বাণী ছড়িয়ে পরুক সে কামনাই করছি। :)

৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এ উদার প্রশংসার জন্য, মহা সমন্বয়। অনেক প্রেরণা পেলাম।

৯| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:২৬

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর দেশ প্রেম আছে কবিতা
বেশ সুন্দর লিখেছেন প্রিয় কবি ,,,

৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, প্রথমকথা। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

১০| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৪১

জুন বলেছেন: আমি খুব সামান্যতেই দু:খ পাই, খুব সহজেই মানুষকে বিশ্বাস করি তারপর ও আমি কবি গল্পকার কিছুই হতে পারি নি। বহুদিন আগে একজন বলেছিল আমি নাকি অতি আবেগী যা থাকা ঠিক না। তারপর ও.....
শেষ প্যারাটায় মনটা আদ্র হয়ে উঠলো খায়রুল আহসান।
কবিতায় প্লাস


১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: জুন, আপনি কবিও, গল্পকারও। কবিতা হয়তো কম লিখেছেন, কিন্তু যে ক'টা লিখেছেন সবই উচ্চ মানের। আর গল্প তো বলেই যান সব কথায়। ট্রাভেলগের তো মাস্টার আপনি। ইতিহাসের ছাত্রী হিসেবে আপনার ট্রাভেলগগুলো বিশেষ মাত্রা লাভ করে।

১১| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৪

আলোরিকা বলেছেন: আমারও এমন হয় । এভাবে যদি সবার মন আর্দ্র হত । কবিদের হয়তো একান্ত ব্যক্তিগত কিছু দুঃখ টুক্ষ থাকতে পারে ------কিন্তু তাদেরকে অন্যের দুঃখ আসলেই কতটুকু স্পর্শ করে তা বিধাতাই জানেন ! কবিতা ভাল লেগেছে । ভাল থাকুন :)

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: শুধু বিধাতাই নন, আমিও জানি। কবিদেরকে অন্যের দুঃখ আসলেই খুব সহজে স্পর্শ করে যায়। :)
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

১২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: সবার ভেতরেই এমন অনুভুতি কখনও না কখনও জাগে ভাইয়া।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: আজকে ইফতার বানানোর জন্য কিচেনে যান নি? :)
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যের সাথে একমত।
প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০১

শায়মা বলেছেন: আজ সারাদিন শপিং ডে ছিলো ভাইয়া! ফিরেছি ৫ টায়! :)

তাই অন্যরা কিচেনে গেছে আমি শুধু ডাইনিং টেবলে গেছি!:)

৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: বাহ, বাহ, খুব ভালো! ঠিক মাগরিবের আযানের আগ-মুহূর্তে মন্তব্যটা পেয়েছিলাম তো, তাই জিজ্ঞেস করেছিলাম।

১৪| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৫| ২৩ শে জুন, ২০১৬ রাত ২:১১

অতৃপ্তচোখ বলেছেন: 'তবু কেন জানি, বেদনাহতদের দেখলে
এক নিমিষেই আমি সমব্যথী হয়ে যাই'
অসাধারণ অনুভূতিশীল মন আপনার, লিখেনও চমৎকার। খুব ভাল লাগলো গুরু

৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, অতৃপ্তচোখ। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনার "ক্ষমা করে দিও বাবা! তোমাদের ঋণ-" শিরোনামে লেখাটা পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.