নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
রয়ে যায় পৃথক দূরত্বে, সমান্তরালে….
মাঝে মাঝে ছেলেটির খুব ইচ্ছে হতো…
কোন এক অরণ্যের অচেনা পথ ধরে
মেয়েটির হাতে হাত রেখে
গল্প করতে করতে এগিয়ে যেতে।
আর একটু একটু করে ভালোবাসতে,
কাছে পেতে, অনিমেষ পলকে…
একে অপরের দিকে তাকিয়ে থাকতে।
অথবা নিভৃত নিরালায় বসে
আনমনা হয়ে শুনতে,
সকাতরে, সাদরে বলে যাওয়া
ওর সব খেয়ালি কথকতা,
হয়ে মন্ত্রমুগ্ধ নিশ্চুপ শ্রোতা।
কিন্তু মেয়েটির প্রয়োজন ছিলো
একটি ঘরের। আর তাই
সেই খেয়ালি মেয়েটিও-
অকারণে স্বপ্নচারিণী হতে চায়নি,
বিলাসী অরণ্যচারিণী হতে চায়নি।
অবশেষে রেলপথের নিখুঁত দূরত্বের মত
তাদের সকাতর বাসনাগুলোও রয়ে যায়
পৃথক দূরত্বে, সমান্তরালে।
ঢাকা
২১ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:২৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ, প্রীত হ'লাম।
ভালোবাসা লো-লো খেলা নয় -
নতুন একটা খেলার নাম শুনলাম!
২| ২২ শে জুন, ২০১৬ রাত ২:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: বুড়ো মনে দেখি প্রেম পিরিতের কবিতা, হা হা ! যদিও মনের তারুণ্যই আসল তারণ্য, আর লেখকরাতো আরো এক ডিগ্রি উপরে, তাদের হৃদয়ের কখনো বয়স বাড়ে না, বরঞ্চ যেন দিন দিন কমে ! ওরা সব বয়সের, ইচ্ছে করলে লেখক তার হৃদয়কে সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর হৃদয়ের মত করে নিতে পারে, আবার বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধার হৃদয়েও রূপান্তর করতে পারে, করতে পারে যুবক- যুবতীর হৃদয়ের মতও ! লেখকরা ভাবনায় পারে না আসলে কোনটা !!
কবিতায় প্রেমিকাকে বাস্তবতা মেনে চলতে দেখা গেছে, আসলে প্রেমের ক্ষেত্রে কী সবসময় বাস্তবতা ধরা দেয়, প্রেম রহস্যময়ী !
কবিতা ভাল লেগেছে, সহজ সরল এবং কাবিক অভিব্যক্তি ।
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এমন চমৎকার মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
লেখকরা ভাবনায় পারে না আসলে কোনটা - লেখকেরা সবই পারে।
আপনার অনন্য অবগাহন - কবিতাটা পড়ে এলাম।
৩| ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:১১
কালনী নদী বলেছেন: ১০/১২ বছরের কিশোরী চাকরাণীর অনেক কথা আছে সেটাই!!
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, কালনী নদী।
৪| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৩২
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++++
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্লাস ও প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ, কল্লোল পথিক।
আপনার পুরনো কবিতা "বেহুলা" এবং তার ঠিক আগের দুটো কবিতায়ও কিছু মন্তব্য রেখে এসেছিলাম। সময় করে দেখে নিলে খুশী হবো।
৫| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২১
রায়হানুল এফ রাজ বলেছেন: আসলে বাস্তবতা এমনই।
প্রেমের কবিতা পড়ার তৃষ্ণা ছিল অনেকদিন ধরেই। আজ সেই তৃষ্ণা কিছুটা হলেও মেটলো।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, রায়হানুল এফ রাজ। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হয়েছি।
পবিত্র ঈদের শুভেচ্ছা রইলো- ঈদ মুবারক!
৬| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭
সুমন কর বলেছেন: ভালো লাগল। +।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৭| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: অকারণে স্বপ্নচারিণী হতে চায়নি,
বিলাসী অরণ্যচারিণী হতে চায়নি।
তবে কি সমান্তরাল থেকেই যাবে।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, তাই তো। সমান্তরালেই তো রয়ে গেলো!
কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাওয়াতে অনেক অনুপ্রাণিত হয়েছি। আর বলাই বাহুল্য, প্লাসে যারপরনাই প্রীত হয়েছি।
৮| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
সুলতানা রহমান বলেছেন: যায়ই তো! চাওয়া আলাদা হলে এরকমই হয়, এসব দূরত্ব কখনো ঘুচে না।
কবিতা খুব ভালো লেগেছে। তবে আপনার কবিতায় বলা 'ছেলেটার ' মতো ছেলেরা হয় না। মেয়েরা সত্যিই ভালোবাসার সাথে ঘরের স্বপ্নটাও দেখে ফেলে। অনেক সময় নিতান্তই বোকার মতো।
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, সুলতানা রহমান। এসব দূরত্ব কখনো না ঘুচলেও, প্রেমের পরশটুকু অন্তরে আজীবন রয়েই যায়।
আমার দেখা ছেলেটা কবিতার ছেলেটার মতই ছিলো।
৯| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৩৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুই জনের চাওয়া যখন দুই রকম তখনতো এমনই হবে। সাধারণ কথায় অসাধারণ হয়েছে কবিতাটি।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮
খায়রুল আহসান বলেছেন: সাধারণ কথায় অসাধারণ হয়েছে কবিতাটি। - অনেক ধন্যবাদ, মোঃ সাইফুল্লাহ শামীম, এতটা উদার প্রশংসার জন্য।
ভালো থাকুন সব সময়, শুভেচ্ছা রইলো।
১০| ২২ শে জুন, ২০১৬ রাত ৯:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টি প্রেমের আখ্যান , নিয়তিকে মেনে নেয়ায় বিরহে যার সমাপ্তি ।
সুন্দর কবিতা লিখেছেন কবি !
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন, কবিতা পড়ে এখানে এমন একটা সুন্দর উপলব্ধি রেখে যাবার জন্য। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনার হারানো দিনের কিছু প্রযুক্তি / একটি ছবি ব্লগ - লেখাটা পড়ে সেখানে কিছু কথা রেখে এসেছিলাম। আশাকরি দেখে নেবেন সময় করে।
১১| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬
নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর । ভালো লাগলো। ++
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, নীলপরি। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো।
১২| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।ধন্যবাদ
ভালো থাকুন
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময়। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
১৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//মেয়েটির প্রয়োজন ছিলো
একটি ঘরের//.....
একটি হাজার পৃষ্ঠার উপন্যাস হতে পারে এই শিরোনামে।
কবিতার পূর্বাপরকে আমি এই ‘ঘর’ থেকে দেখেছি.....
০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:১২
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই দেখেছেন তাহলে। কবিতার পূর্বাপর এই ঘরকে ঘিরেই আবর্তিত হয়েছে।
চমৎকার এই মন্তব্যে অনেক অনুপ্রাণিত বোধ করছি। অনেক অনেক ধন্যবাদ, মাঈনউদ্দিন মইনুল। ভালো থাকুন, ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মুবারক!
আপনার একেবারে গোড়ার দিকের দুটো লেখায় মন্তব্য রেখে এসেছি। একটা হরতালের উপরে লেখা, আরেকটা দ্য ইকোনমিস্ট এর পক্ষপাতমূলক লেখার উপর।
১৪| ২৫ শে জুন, ২০১৬ রাত ১:০৯
ডঃ এম এ আলী বলেছেন: কিন্তু মেয়েটির প্রয়োজন ছিলো
একটি ঘরের। আর তাই
সেই খেয়ালি মেয়েটিও-
অকারণে স্বপ্নচারিণী হতে চায়নি,
বিলাসী অরণ্যচারিণী হতে চায়নি।
অবশেষে রেলপথের নিখুঁত দূরত্বের মত
তাদের সকাতর বাসনাগুলোও রয়ে যায়
পৃথক দূরত্বে, সমান্তরাল
প্রেম চিরন্তনী স্বাসত তাতে কোন সন্দেহ নেই ,
প্রেমের কারণে রয়েছে অনেক আনেক বিরল স্বার্থ
ত্যাগের কাহিনী । রয়েছে লাইলী মজনু শিরি ফরহাদ
রজকিনি চন্ডিদাসী, বেহুলা লক্ষিন্দর এর মত প্রেম
কাহিণী। কিন্তু সকল প্রেমেই দেখা গেছে ঘর বাধার
একটি প্রচ্ছন্য ও অপ্রতিরুদ্ধ ইচ্ছা কিন্তু সেটা শেষ পরিনতিতে।
নাটকের প্রথম অংকেই যদি প্রেমিক ছেলেটি মেয়েটির হাতধরে
নির্জন বনে হাটার প্রবল ইচ্ছা ব্যক্ত করে তখন যে কারুর মনেই
ঘর বাধার স্বপ্নটি পুরণ হবে কিনা তা মনের অজান্তেই ভেসে
আসবে । এটাই সহজাত হিউম্যান সাইকোলজি , এর বাইরে
আন্য কিছু যদি কেও দাবী করেন তা হল তাহবে শুধু নীজকে
উচ্চমাত্রাত্রার প্রেমিক হিসাবে জাহির করার প্রবনতা যা সহজাত
হিউম্যান সাইকোলজি ও প্রয়োগিক সাইকোলজির সাথে সাংগর্সিক।
বর্তমান সামাজিক প্রেক্ষাপট, নারী নির্যাতন , প্রেমের ফাদে পরে কত
মেয়ের আত্মবিসর্জন। এ রকম করুন গাথায় এ বাংলার আকাশ
বাতাশ এতই ভারী যে সকলের মুখেই একটি কথাই ভাসে , সামাজিক
জীবনাচার আজ অধপতনের এক ক্রান্তিলগ্নে উপনিত । এরমক একটি
ক্রমাবনতিমুলক অবস্থার প্রেক্ষাপটে সমাজ সচেতন কবিমনে যে
উৎকন্ঠামুলক ভাবের উদয় হয়েছে এবং তা চমৎভাবে ছন্দময়
সুখপাঠ্য কবিতায় প্রকাশ করেছেন তা ভাবতে গেলে কবিমনের
গভীরতার কাছে নীজেক শুধু অআত্মসমর্পনই করতে হয়।
আর যাবার বেলাই তাই করে গেলাম । কবির প্রতি রইল
বিনম্র শ্রদ্ধা আর এ রকম লিখনি অব্যাহত রাখার
একান্ত কামনা । ভাল থাকার শুভেচ্ছা রইল ।
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩০
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতাটির এমন একটা চমৎকার বিশ্লেষণের জন্য আপনাকে যথাযথভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, ডঃ এম এ আলী। আমি মুগ্ধ।
ঈদের শুভেচ্ছা জানবেন, ঈদ মুবারক!
১৫| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৪৬
শায়মা বলেছেন: এমন করেই তো ছেলেটা আর মেয়েটার গল্প হয়ে যায়!
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, চমৎকার এ কথাটা।
এমন করেই তো ছেলেটা আর মেয়েটার গল্প হয়ে যায়
১৬| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৫
শরতের ছবি বলেছেন: ভালো লেগেছে । জীবন চলার পথে প্রেম হয় - প্রেম ভেঙে যায় ,হিসেবের পাল্লায় মেপে ।
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬
খায়রুল আহসান বলেছেন: জীবন চলার পথে প্রেম হয় - প্রেম ভেঙে যায় ,হিসেবের পাল্লায় মেপে - ভালো বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:২৯
অতৃপ্তচোখ বলেছেন: মেয়েটির চাওয়া তার প্রাপ্য। আর ঘরের ভালোবাসাই যে অমরত্ব পায় মনে।
সুন্দর বুঝিয়েছন, সহজেই উদ্দেশ্য স্পষ্ট। খুব ভালো লাগলো স্যার
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ অতৃপ্তচোখ, কবিতার এমন চমৎকার বিশ্লেষণের জন্য। কবিতা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হয়েছি।
১৮| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: এটি আগেই পড়েছিলাম। ৭ নং মন্তব্য।
উত্তর পাইনি।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: ক্রমান্বয়ে উত্তর দিয়ে যাচ্ছিলাম, (৮ নম্বররেরটা বাদে)। উত্তর দিতে দিতেই অভিযুক্তির নোটিফিকেশনটা এসে হাজির হলো! এতটা বিলম্বের জন্যে সত্যি সত্যিই খুব দুঃখিত।
১৯| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫
বিজন রয় বলেছেন: হা হা হা
আমি কিছু মনে করিনি।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
২০| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ প্রতি উত্তরের জন্য।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী।
২১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় মুগ্ধতা!
তবে কোথায় যেন পড়েছিলাম লাভ ইস ব্লাইন্ড!
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৬ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
যা বলতে চেয়েছিলেন, তা ভালোভাবে প্রকাশ পেয়েছে; কবিতার বক্তব্যও ভালো হয়েছে; ভালোবাসা লো-লো খেলা নয়, মেয়েটা জানে যে, প্রকৃতি তাকে বড় একটা দায়িত্ব দিয়েছে।