নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কৃতজ্ঞতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

বক্ষমাঝে আছো তুমি, বক্ষভেদী দেখিতে না পাই,
হৃদস্পন্দনে বাজো তুমি, কর্ণমাঝে শুনিতে না পাই।
নিঃশ্বাসেতে আছো তুমি, প্রশ্বাসেতেও আছো,
কায়ার মাঝে আছো তুমি, ছায়ার মাঝেও আছো।

তুমি আছো বলেই আমি সবার মাঝে আছি,
তুমি বিনে থাকবেনা কেউ আমার কাছাকাছি।
তোমার দয়ায় চলি ফিরি, যেমন মৎস্য সাগরে
সন্তরণে ইচ্ছেমাফিক অথৈ পাথারে।

দুঃখ তাপে ব্যথার মাঝে কাঁদছে কত লোকে,
সেই তুলনায় আছি আমি যেন স্বপ্নলোকে!
এই কথাটা ভাবি যখন, তোমার কথা আসে স্মরণ,
রুকু সিজদায় কৃতজ্ঞতায় অশ্রুজলে ভাসে নয়ন।

আমার কোন শক্তি নেই, না আছে আর কারো-
সুরক্ষা করে ব্যাধি থেকে, ক্ষতি থেকে,
অদৃশ্য বিপদ থেকে, অসম্মানের গ্লানি থেকে,
তাই সমর্পিত তোমার কাছেই, বাঁচাও কিংবা মারো।

ঢাকা,
২৮ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

ক্লে ডল বলেছেন: আমাদের সকলের কৃতজ্ঞতা, তিনি গ্রহণ করুন!!

ভাল লাগল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: আমীন!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ক্লে ডল। প্রীত হ'লাম, প্লাসে (+) অনুপ্রাণিত।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

সম্রাট৯০ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: একজন সম্রাট এর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আমি ধন্য হ’লাম।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

শামছুল ইসলাম বলেছেন: তাঁর প্রতি আপনার কৃতজ্ঞতার প্রকাশটা সুন্দর হয়েছে।
কবিতায় প্লাস।

ভাল থাকুন। সবসময়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: এমন সুন্দর মন্তব্য পেয়ে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো। ভালো থাকুন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

শরতের ছবি বলেছেন:


বক্ষমাঝে আছো তুমি, বক্ষভেদী দেখিতে না পাই,
হৃদস্পন্দনে বাজো তুমি, কর্ণমাঝে শুনিতে না পাই।
নিঃশ্বাসেতে আছো তুমি, প্রশ্বাসেতেও আছো,
কায়ার মাঝে আছো তুমি, ছায়ার মাঝেও আছো।
----এই ক'টা লাইন বেশ মনে ধরেছে আমার ।

কৃতজ্ঞতা প্রকাশ সুন্দর হয়েছে ।






২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২

নীলপরি বলেছেন: কবিতায় সমর্পণ ও কৃতজ্ঞতা ভালো লাগলো ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নীলপরি, মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভালো থাকুন।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সমর্পণে স্বচ্ছন্দ থাকলে তা ভালোলাগা অনুভব করায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: মূল্যবান কথা, ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা জানবেন প্রিয়। ভাল থাকুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

কাবিল বলেছেন: আমাদের সকলের কৃতজ্ঞতা তাঁহার দরবারে পৌঁছাক। আমিন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: আপনি অনেকদিন পরে এলেন আমার কোন লেখায়, সেজন্য জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা। দয়াময় আপনার ইচ্ছেটা কবুল করুন, এই প্রার্থনা করি। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

পুলহ বলেছেন: "তোমার দয়ায় চলি ফিরি, যেমন মৎস্য সাগরে
সন্তরণে মনের সুখে ইচ্ছেমাফিক অথৈ পাথারে। "-- দয়ার সাগরের রূপক হিসেবেই কি 'অথৈ পাথার'কে কল্পনা করা হয়েছে? সুন্দর উপলব্ধি।

"হাছন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়।"-- আপনার কবিতা পড়ে মরমী কবির লেখা এই দু'টি লাইনের কথা মনে পড়লো।
শুভকামনা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: সাগর যেমন বুকে জল ধারণ করে মৎস্যকে বাঁচিয়ে রাখে, তার যথেচ্ছা চলা ফেরা সহজ করে দেয়, আমার দয়াময়ও তেমনি তাঁর দয়া দিয়ে আমাকে, আমার পরিবারের সদস্যগণকে, আমার যানবাহনকে ঘিরে রেখেছেন, আমাদের এ পৃথিবীর বুকে বেঁচে থাকা এবং চলাফেরার কাজকে সহজ করে দিয়েছেন এবং বিপদমুক্ত রেখেছেন এ যাবত তাঁর অসীম দয়ায়।
মরমী কবি হাছন রাজার গানের এ চরণ দু'টি উদ্ধৃত করার জন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। মনে হলো, আমার মনের গহীন ভাবের প্রতিধ্বনিটুকুই যেন শুনতে পেলাম এ দুটো চরণে। উদ্ধৃতাংশটুকু আমার ফেইসবুকের ওয়ালে ঝুলিয়ে রাখলাম। আশাকরি এতে আপনার অনুমতি থাকবে।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বক্ষমাঝে আছো তুমি, বক্ষভেদী দেখিতে না পাই,
হৃদস্পন্দনে বাজো তুমি, কর্ণমাঝে শুনিতে না পাই।

সুন্দর+

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন:
সুন্দর +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রক্তিম দিগন্ত। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুঃখ তাপে ব্যথার মাঝে কাঁদছে কত লোকে,
সেই তুলনায় আছি আমি কতই না সুখে!
এই কথাটা ভাবি যখন, তোমার কথা আসে স্মরণ,
রুকু সিজদায় কৃতজ্ঞতায় অশ্রুজলে ভাসে নয়ন।

অসাধারন!!!!!

+++++++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু। উদ্ধৃতাংশটুকুতে যে আবেগ আর অভিব্যক্তির প্রকাশ ঘটেছে, তারই ভিত্তিতে কবিতার শিরোনাম দিয়েছি।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। শুভেচ্ছা জানবেন।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: বক্ষমাঝে আছো তুমি, বক্ষভেদী দেখিতে না পাই,
হৃদস্পন্দনে বাজো তুমি, কর্ণমাঝে শুনিতে না পাই।


অসাধারণ, খুব ভালো লাগল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, প্রশংসায় অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



যারা আপনার সম-বয়সী; কিন্তু আপনার মতো অবসরে যেতে পারেননি, আপনার মতো ব্লগে লিখতে পারেন না, তাদের হয়েও কিছুটা কৃতজ্ঞতা জানালে ভালো হতো!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, জানাবো। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

প্রথমকথা বলেছেন: দুঃখ তাপে ব্যথার মাঝে কাঁদছে কত লোকে,
সেই তুলনায় আছি আমি কতই না সুখে!
এই কথাটা ভাবি যখন, তোমার কথা আসে স্মরণ,
রুকু সিজদায় কৃতজ্ঞতায় অশ্রুজলে ভাসে নয়ন।


খুব সুন্দর করে ইসলাম এবং নিজের জীবনের সাথের ধর্মের সংশ্লিষ্ঠতার, আখেরাত এবং পরকালের কথা ভেবে ব্যথিত হলেন। খুব সুন্দর ধর্মীয় কবিতাও বলা চলে। মুগ্ধ হলাম কবি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রথমকথা, কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।
মনের একটা বিশেষ অবস্থার কথা (স্রষ্টার দয়া অনুভব করে গভীর কৃতজ্ঞতা বোধের কথা) অভিব্যক্ত হয়েছে এ কবিতায়। যারা স্রষ্টায় বিশ্বাস করেন, যেকোন ধর্মাবলম্বীই হোন না কেন, তাদের মনেও এ বোধটা হয়তো মাঝে মাঝে আসে, বা আসতে পারে। তাই এ কবিতাটিকে হয়তো ধর্মীয় কবিতা বলাটা ঠিক হবেনা, বরং এটাকে একজন বিশ্বাসীর উপলব্ধি ভাবা যেতে পারে, সে যে কোন ধর্মেরই হোক না কেন।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনিতো দেখছি বাংলা সাহিত্যের George Herbert হয়ে যাচ্ছেন। :) :)

আপনার Religious কবিতায় ++।

ভালোথাকুন।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: আমার চেয়ে সাড়ে তিনশত বছরের অগ্রজ George Herbert এর মত একজন মেধাবী মানুষের সাথে এ অধমের তুলনা করাতে লজ্জিত বোধ করছি। তিনি ছিলেন একাধারে কবি, তার্কিক, পাদ্রী এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। ট্রিনিটি কলেজ, ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট স্কলার ছিলেন তিনি। তার সব কবিতাই মূলতঃ ধর্মীয় বিশ্বাস ও আচার আচরণ সম্পর্কীয়। নিজের কবিতা সম্পর্কে তাঁর নিজস্ব বক্তব্যঃ "they are a picture of spiritual conflicts between God and my soul before I could subject my will to Jesus, my Master"। এমন একজন বিদ্বান ও ধার্মিক ব্যক্তির সাথে আমি বা আমার কর্ম মোটেই তুলনীয় নয়। আমি কবিতায় ধর্মীয় বিশ্বাস বা মতবাদ প্রচার করিনা। তবে স্রষ্টা সম্পর্কে আমি ভাবি এবং সে ভাবনার সময় আমার মনে যে ভাব জাগ্রত হয়, সেটা সহজেই কবিতার অবয়ব ধারণ করতে পারে।
কবিতায় মন্তব্য ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮

পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২০| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

নেক্সাস বলেছেন: খুব সুন্দর করে সুন্দর সমর্পন কাব্য লিখলেন,।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: আপনিও খুব সুন্দর করেই বললেন কথাটা। আন্তরিক ধন্যবাদ সেজন্য।

২১| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: বোধকরি আমার কোন লেখায় আপনি এই প্রথম এলেন, স্বাগতম!
কবিতা সুন্দর হয়েছে জেনে প্রীত ও অনুপ্রাণিত বোধ করছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২২| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২০

হাসান মাহবুব বলেছেন: বিশুদ্ধ মনের শর্তহীন সমর্পন। ভালো লাগলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্য, কবিতার সার সংক্ষেপ।
প্রীত ও অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.