নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নচারী

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২

তোমার নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাবে,
অথচ তোমাকে দেখা যাবে না।
তোমার হৃদস্পন্দন অনুভব করা যাবে,
অথচ বুকে মাথা রেখে তা শোনা যাবে না।
তোমার ছায়া দেখা যাবে,
অথচ তোমার কায়া স্পর্শ করা যাবে না-
এমন অন্যায় কিছু অনুচ্চারিত শর্ত
মেনে নিয়েই এক পা এক পা করে
তোমার দিকে এগিয়েছিলাম, সুদূরিয়া!
তোমার দুয়ারে করাঘাত করা সম্ভব নয়
জেনেও একটা ঘরের ছবি এঁকেছিলাম।
মায়াময় তোমার চোখের গভীরে তাকিয়ে
ছোট্ট একটা বাবুই পাখির বাসা দেখেছিলাম।
অথচ আমি জানতাম,
আমার ভালবাসার পায়ে শর্তের শৃঙ্খ্ল ছিল।
সে শৃঙ্খ্ল মেনে আমি তাই স্বপ্নচারী হ’লাম।


ঢাকা
০১ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: "অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই। "

আপনি পরিতৃপ্ত একজন মানুষ। অবসর জীবনটা ভালই উপভোগ করছেন স্যার। আপনার কবিতা কয়টি পড়লাম। ভাল লেগেছে।
অবসর জীবনে সৃজনশীল কাজে লেগে থাকলে আনন্দ পাবেন এবং পরবর্তী প্রজন্মকে কিছু দিয়ে যেতে পারবেন।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: আমার কয়টি কবিতা পড়ার জন্য এবং উদ্ধৃতিটুকুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিএম বরকতউল্লাহ।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা++

আপনি কি জন ডানের কবিতা পড়েন??

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
না, ওনার কোন কবিতা পড়েছি বলে মনে পড়ছেনা।

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ সুমন কর, মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫২

সায়েদা সোহেলী বলেছেন: অথচ আমি জানতাম,
আমার ভালবাসার পায়ে শর্তের শৃঙ্খ্ল ছিল।
সে শৃঙ্খ্ল মেনে আমি তাই স্বপ্নচারী হ’লাম।


অনেক না পারা , না পাওয়ার মাঝেও কখন কখন সবটুকু পাওয়া খুজে নেই আমরা , , নিজেদের মত করেই ।
কিংবা সবটাই শূন্য , মায়া মরিচিকা
জানি , তবুও .........................

কবিতায় অনেক অনেক ভালো লাগা ভাইয়া

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য এবং আলোকিত ভাবনাটুকু শেয়ার করার জন্য ধন্যবাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো।

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভ সকাল।

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, হাসান মাহবুব। মন্তব্য এবং 'লাইক' আনন্দ ও প্রেরণা দিয়ে গেল।
শুভেচ্ছা জানবেন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১০

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর বিষয়বস্তু নিয়ে লেখা,

আমার ভালবাসার পায়ে শর্তের শৃঙ্খ্ল ছিল।
সে শৃঙ্খ্ল মেনে আমি তাই স্বপ্নচারী হ’লাম।

খুব সুন্দর সমাপ্তি , কবিতা ভাল লেগেছে প্রিয় কবি।

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৭| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: জন ডানের প্রনয় বিষায়ক কবিতাগুলো অদ্ভুত রকমের সুন্দর।

এই কবিতাটি পড়ে দেখতে পারেন

The Canonization

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়লাম, অসাধারণ প্রেমময় এবং প্রাণবন্ত। প্রথম চরণটা জীবনে বহুবার শুনেছি, তবে এখন জানলাম এটা কার এবং কোন কবিতার। অমিত লাবণ্যের কথোপকথনেও শুনেছি। লিঙ্কটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

৮| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

শামছুল ইসলাম বলেছেন: স্বপ্নচারী এমন প্রেম কী বৃথা যেতে পারে?
অনেক অনেক ভাললেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার 'অনেক অনেক ভাল লেগেছে' জেনে আমিও অনেক খুশী হ'লাম, শামছুল ইসলাম। মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত।

৯| ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার কথামালায় ফেরারী পাখিদের কূজন!

খুব ভাল লাগা!

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ কাব্যিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।বিতায় "লাইক' বাড়তি অনুপ্রেরণা যুগিয়ে গেল!
শুভেচ্ছা জানবেন।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: খায়রুল ভাই, সুদুরিয়ার ছায়া মন ছুয়ে গেলো
অনেক ভালো থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রাবেয়া রাহীম । অনেকদিন পরে আমার পাতায় এলেন। কবিতা পড়ে মন ছোঁয়ার কথা বলে গেলেন, খুব ভালো লাগলো।
আপনার কবিতা যেমন ভালো, গল্প লেখার হাতও তেমনই ভালো। খুব ভালো হচ্ছে আপনার লেখাগুলো।
ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৯

দিয়া আলম বলেছেন: কবিতাটা তুমি লিখেছো ১লা অক্টো ২০১৬, মানে গতকাল, ভাইয়া তোমার যুবক জীবন কেমন ছিলো বলোতো? এত রসবোধ মন এখোনো তোমাার, কি সুন্দর কবিতা তুমি পোষ্ট করে যাচ্ছো, উফফ অসাধারণ।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর করে কবিতার প্রশংসা করে যাবার জন্য অশেষ ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
আমার বাল্যকাল আর কৈশোরের কিছু কথা বলে গেছি "আমার কথা" সিরিজে, যার শুরু হয়েছিল এখানেঃ
আমার কথা-১
তবে যৌবনের কথা এখনও লেখা হয়ে উঠেনি। শীগগীরই তাতে হাত দেবোঃ

১২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমার ভালবাসার পায়ে শর্তের শৃঙ্খ্ল ছিল।
সে শৃঙ্খ্ল মেনে আমি তাই স্বপ্নচারী হ’লাম।

..........ভালোবাসার জন্য স্বপ্নচারী হওয়াই যায়, এতে থাকুক না যতোই শৃঙ্খ্ল, ভালোলাগা জানিয়ে গেলাম।

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার অনেক পুরনো পোস্ট শিরোনামহীন ব্লগ পড়ে সেখানে কিছু কথা রেখে এলাম।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ইমরান আল হাদী বলেছেন: খুব ভাল লাগলো,শুভেচ্ছা নিবেন।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:০২

ডঃ এম এ আলী বলেছেন: তৃপ্তি অতৃপ্তি দুটোই মিটে যায় কবিতাটিতে , চমৎকার ভাবের প্রকাশ ।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুন্দর মন্তব্য রেখে গেলেন, ডঃ এম এ আলী। মন্তব্যে এবং প্লাসে (+) অনুপ্রাণিত হ'লাম।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: আপনার কবিতা বরাবরি ম্যাটিঊড়। খুব ভাল লাগলো

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নেক্সাস, কবিতার প্রশংসায় অত্যন্ত প্রীত হলাম, ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫

রায়হানুল এফ রাজ বলেছেন: গল্পটা মিলে গেল যে কবি। মনে মাঝে বিচরণ করেন কীভাবে???

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতায় মানুষের জীবনের গল্পই থাকে, একটা নির্দিষ্ট শৈ্লীতে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । ভাল থাকুন সারাক্ষন, সারাবেলা ।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। মন্তব্য ছুঁয়ে গেল। আপনিও ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।
অনেকদিন পর আপনার একটা কবিতা পড়লাম। খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.