নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩





কু... ঝিক ঝিক!
ছোটবেলার সেই বাষ্পচালিত কালো কয়লার রেল ইঞ্জিন!
তারপরে এলো কানাডা থেকে হলুদ রঙের ডিজেল ইঞ্জিন।
এর পর হলো কত রূপান্তর, তবুও কমেনি রেলের কদর।
এখনো মনে হয়, কোন একটা লম্বা ট্রেনে দৌড়ে গিয়ে বসি!
ট্রেনটা কোথায় যাবে কোথায় থামবে কিছু না ভেবেই বসি।

বসে একান্তে নিভৃতে...
মনের ভেতরে ঘুরপাক খাওয়া সব ভাবনাগুলোকে-
অসীম আকাশে ছড়িয়ে দিয়ে উড়াবো ঘুড়ির মত,
খস খস করে কবিতার কথা লিখে যাব অবিরত।
যদি কিছু আসে মনে, অতীব সঙ্গোপনে...
আপন খেয়ালে লিখে যাব তাও দ্বিধাহীন, আনমনে।

ইচ্ছে হলেই যখন খুশী হঠাৎ পড়বো নেমে-
কাছের কিংবা দূরের কোন অচেনা ইস্টিশনে।
প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যাবো কোন শুকনো বিলের ধারে
মাছ ধরা সব ছেলেদের সাথে যোগ দিব হৈ হুল্লোড়ে।
শীতল মাটির পরশ লাগানো কাদা পায়ে অবশেষে
সর্ষে ক্ষেতের বুক চেরা পথে হেঁটে যাব হেসে হেসে।


ঢাকা
০৬ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ছবিসূত্রঃ ১। গুগল সার্চ ২। সাহস ২৪.কম)

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কু উ উ উ
ঝিক ঝিক ঝিক
রেলগাড়ী চলে
তালে তালে ঠিক !

খায়রুল আহসান ভাই হলেন হিমু
রেল চড়ে যত শখ বায়না মিটামু
স্মৃতি ধরে দিয়ে খোঁচা কত সূখ দিলেন
ছিল রেল পাতে কান পেতে কি শিহরণ!!

রেল ব্রীজ থেকে দিনু টপাটপ লাফ
এর আগে হুইশেলে ড্রাইভার প্রানপাত,
দুষ্টুরা দল বেঁধে থাকতাম দাড়িয়ে
এসে গেলে বেশি কাছে পড়তুম লাফিয়ে ;)

যেই কথা যায় বলা তাই মেলে ছন্দে
রেলে চড়ে কতবার পড়েছিনু দ্বন্ধে;
গাছ কেন পিছে যায়, এত জোরে দৌড়ে
মেলাতে বসেছি কত উল্টে পাল্টে, ঘুরে!!

:)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: রেল ব্রীজ থেকে দিনু টপাটপ লাফ
এর আগে হুইশেলে ড্রাইভার প্রানপাত,
দুষ্টুরা দল বেঁধে থাকতাম দাড়িয়ে
এসে গেলে বেশি কাছে পড়তুম লাফিয়ে
-- দারুণ দুরন্তপনার এ স্মৃতিকথা বেশ উপভোগ করলাম।
আপনার কবিতাটাও খুব সুন্দর হয়েছে।
প্রথম মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

পুলহ বলেছেন: শেষের চার লাইন বেশি সুন্দর লেগেছে আমার কাছে...
রেল দেখলেই অবধারিতভাবে পথের পাচালীর কথা মনে হয়।
শুভকামনা শ্রদ্ধেয়!

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: রেল দেখলেই অবধারিতভাবে পথের পাচালীর কথা মনে হয় - আমারও তাই হয়।
আপনি পড়ার পর এ কবিতাটিতে ব্যাপক সম্পাদনা হয়েছে। তাই আপনার ভাল লাগা ঐ শেষের চার লাইন হয়তো এখন আর অক্ষত নেই। তবুও, ভাল লাগার এই কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

ধ্রুবক আলো বলেছেন: কোনদিন ট্রেইনে লং জার্নি করি নাই,,,
শেষের লাইন টা কিন্তু +++

ভালো লাগা রেখে গেলাম

১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: কোনদিন ট্রেইনে লং জার্নি করি নাই,,, -- হায় হায়, বলেন কী! যে কোন একদিন একটা আন্তঃনগর ট্রেনে চেপে বসুন, উদ্দেশ্যহীনভাবে। তাহলে কবিতার ভাবটা ধরতে পারবেন।
ভালো লাগা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

কামরুল হাসান জনি বলেছেন: Nostalgia! Thanks.

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা স্মৃতি থেকেই লেখা বটে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

আহা রুবন বলেছেন: রেলগাড়ি সব সময় অন্যরকম একটি অনুভূতি তৈরি করে। গভীর রাতে নিঝুম কোনও গ্রামে হঠাৎ ভেসে আসা কু...ঝিক...ঝিক... ভাললাগা রেখে গেলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। পড়ার পর মনের মধ্যে যেটুকুই ভাবনার উদয় হয়েছে, তা এখানে শেয়ার করাতে প্রীত হ'লাম।
গভীর রাতে নিঝুম কোনও গ্রামে হঠাৎ ভেসে আসা কু...ঝিক...ঝিক... ভাললাগা রেখে গেলাম - আমাদের গ্রামের বাড়ীতে যখন যেতাম, তখন শুনতাম রাত প্রায় ৩/৪ টার দিকে একটা ট্রেন কু...ঝিক...ঝিক... করে চলে যেত। আপনার মন্তব্যটা পড়ে মনে সে ভাবনাটার উদয় হলো।
আপনার প্রথম পোস্ট ক্রোধ পড়ে সেখানে মন্তব্য এবং ভাল লাগা (+ +) রেখে এলাম।
শুভেচ্ছা জানবেন।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এগুলো তো আমার ইচ্ছে.......চলেন দু'জন একই সাথে ইচ্ছে পূরণের খেলা খেলি :)

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: চলেন দু'জন একই সাথে ইচ্ছে পূরণের খেলা খেলি - এর পরে কাছের কোন বনে বাদারের উদ্দেশ্যে রওনা দেবার আগে পারলে একটা খবর দিয়েন। বুড়ো মানুষকে সাথে নেয়ায় আপত্তি না থাকলে আর তেমন অসুবিধে না থাকলে চেষ্টা করবো সঙ্গ দিতে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

ঋতো আহমেদ বলেছেন: এই মেট্রোপলিটনে প্রাত্যহিকের শৃঙ্খলে বাঁধা পড়ে আছি। মন চাইলেও অনেক কিছুই পারিনা।

ভাল লাগল খুব ।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়েছেন, খুশী হয়েছি। ভাল লাগার কথা বলে গেলেন, অনুপ্রাণিত হয়েছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুন্দর কবিতা । পাঠে অনেক আনন্দ আনে,
মনে পড়ে যায় মাধ্যমিক স্কুলের ইংরেজী পাঠ্য বইয়ে
থাকা Robert Louis Stevenson এর
From A Railway Carriage কবিতাখানি
এখানে তা উঠিয়ে দেয়ার লোভ সামলাতে
পারলাম না । মনে হল আহসান ভাইএর
কবিতাটির সাথে একেও শেয়ার করি
সকলে মিলে ।

From A Railway Carriage

Faster than fairies, faster than witches,
Bridges and houses, hedges and ditches;
And charging along like troops in a battle
All through the meadows the horses and cattle:
All of the sights of the hill and the plain
Fly as thick as driving rain;
And ever again, in the wink of an eye,
Painted stations whistle by.
Here is a child who clambers and scrambles,
All by himself and gathering brambles;
Here is a tramp who stands and gazes;
And here is the green for stringing the daisies!
Here is a cart runaway in the road
Lumping along with man and load;
And here is a mill, and there is a river:
Each a glimpse and gone forever!

- Robert Louis Stevenson



শুভেচ্ছা রইল

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: ছবিসহ Robert Louis Stevenson এর From A Railway Carriage কবিতাটি এখানে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আমার প্রিয় এ কবিতাটি আমি অনুবাদ করে গত ০৭ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে এ আসরেই প্রকাশ করেছিলাম। অনুবাদটি দেখতে পাবেন এখানেঃ Click This Link

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ট্রেনের অধ্যায় যেন পুরোবার নয়, যেন পুরোবে না !

কবিতায় ট্রেনের দৈর্ঘের মতো ভাললাগা !!

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ট্রেনের দৈর্ঘের মতো ভাললাগা !! - :) অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত!
ট্রেনের অধ্যায় যেন পুরোবার নয়, যেন পুরোবে না! - কেন এ কথা?

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: আনার কবিতা পড়ে পুরানো দিনের কথা মনে পড়ে গেল।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, প্রামানিক। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

আলোরিকা বলেছেন: পু--উউ--- ঝিক ঝিক ---- শুনেলেই মনে হয় অজানার হাতছানি ! এক ধরণের রোমান্টিকতা , বিষাদ জড়িয়ে আছে এ শব্দে --------

'If you miss the train I'm on, you will know that I am gone
You can hear the whistle blow a hundred miles....'

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটা মন্তব্যে অনেক অনুভব ছড়িয়ে গেলেন, আলোরিকা!
You can hear the whistle blow a hundred miles.... - চির মধুর এ গানটির কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা রইলো।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

হাসান মাহবুব বলেছেন: ট্রেন হলো সবচেয়ে কাব্যিক পরিবহন। এমন ছন্দ আর কোন যানবহনে নেই।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: ট্রেন হলো সবচেয়ে কাব্যিক পরিবহন। এমন ছন্দ আর কোন যানবহনে নেই - চমৎকার বলেছেন কথাটা! মনে পড়ে ছোটবেলায় ট্রেনের শব্দের সাথে আমরা ভাইবোনরা মিলে ছড়া কাটতাম।
মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে প্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার পুরনো পোস্ট (১৮+)একটি রাশিয়ান জোক,এবং তার অতি দূর্বোধ্য পদ্য রূপান্তর! পড়ে খুব উপভোগ করলাম।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ট্রেন হলো সবচেয়ে কাব্যিক পরিবহন। এমন ছন্দ আর কোন যানবহনে নেই। সহমত !

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: ন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম। আপনার লেখা বিশ্ব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: পনার লেখা সম্রাট জাহাঙ্গীর আর আনার কলি,মুঘল হেরেমে ঝড় তোলা প্রেমকাহিনী। কে ছিলেন এই আনার কলি? পোস্টে একটা মন্তব্য রেখে এসেছিলাম। সময় করে দেখে নিলে খুশী হবো।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

অরুনি মায়া অনু বলেছেন: "ঝিকির ঝিকির রেলের গাড়ি, রেল ছুটে যায় তাড়াতাড়ি,
স্টেশনের বাঁধন ছাড়ি, পৌঁছে যাব যে যার বাড়ি".........
ছড়াটি মনে পড়ে গেল।
বিচিত্র এই মন কত কিই না চায়। এক নিমিষে মুক্ত পাখি, পরক্ষণেই তার বন্ধ আঁখি।
সকল ইচ্ছে পূরণ হোক ভাইয়া।
বহুদিন গরুগাড়ি চড়িনা। রেল গাড়ি চড়িনা।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এ ছড়াটি অবশ্য আমার কমন পড়েনি। আমরা বলতাম- ঝিকির ঝিকির ময়মনসিং, ঢাকা যাইতে কতদিন?
রেলগাড়ীতে চড়ার সম্ভাবনা থাকলেও, গরুর গাড়ীতে চড়া হতো আর সম্ভব নাও হতে পারে। আপনার জীবদ্দশাতেই হয়তো গরুর গাড়ী বিলুপ্ত হয়ে যাবে এ দেশ থেকে।
আপনার পুরনো পোস্ট রাতের ঢাকা পড়ে একটা মন্তব্য রেখে এলাম সেখানে।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো লাগার চিহ্নটুকু (+) রেখে যেতে বোধহয় ভুলে গিয়েছিলেন! :)
শুভেচ্ছা জানবেন।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
ট্রেনে চড়ে ঈদে বাড়ী ফেরার সময় ট্রেনে চড়ার আসল মজা বোঝা যায় !

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, সেটাও আরেক ধরণের মজা বটে!
কবিতায় প্লাস দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট ভালবাসায় কাঁদা পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
শৈশবকালের দুরন্তপনায় কুঃ ঝিক ঝিক শব্দটির আলোড়ন কবিতায় পেয়ে কিছুক্ষণ শৈশবে ফিরে এলাম।


কবিতাটি সহজবোধ্য ও অত্যন্ত চিত্তাকর্ষক!

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি পড়ে আপনি শৈশবে ফিরে গিয়েছিলেন, তা জেনে ভাল লাগলো। কবিতায় প্লাস + দিয়ে গেছেন, তাতে ভীষণ অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!
আপনার পুরনো পোস্ট বিলের পাখি, দ্বিতীয় পর্ব পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আহা, এমন যদি হতো! ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মতো। (ছোট্টবেলার সুকুমার রায়ের কবিতার ভাবনা এসে মাথায় জায়গা নিলো।) এটা কবির সার্থকতা।

কবিতার ট্রেন একটি সুখস্মৃতি হয়ে থাকবে। ছোটবেলায় লঞ্চে করে নানাবাড়ি যেতে হতো - এখন সেখানে নদীই নেই! কিন্তু স্মৃতি রয়ে গেছে....

শুভেচ্ছা জানবেন, কবি :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: আমি উত্তরবঙ্গের মানুষ। তাই ছোটবেলায় নানাবাড়ী-দাদাবাড়ী যাবার প্রধান ও সহজ উপায় ছিল ট্রেন। ট্রেন দেখলে আমি এখনো স্মৃতির সাগরে ডুব দেই।
কবিতাটি পড়ে আপনার ভাবনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, মাঈনউদ্দিন মইনুল। নতুন বছর আপনার জন্য সুখ ও সাফল্যের হোক, এই শুভকামনা জানিয়ে...

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!

কু ঝিকঝিক রেলগাড়ি কাব্য!!!!!!!!

তোমার মেইল আইডি নিতে আসছিলাম এসে পেয়ে গেলাম ছোট্টবেলার মনে করার মত এক কবিতা!!!!!!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: পেয়ে গেলাম ছোট্টবেলার মনে করার মত এক কবিতা!!!!!!!! - তা কবিতাটা কেমন লাগলো?
অনেক কথা এলোমেলো মনে হলো পড়ে এলাম। অতি চমৎকার লাগলো।

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

ফারহানা শারমিন বলেছেন: কু.... ঝিক ঝিক! ছোটবেলায় মুখে হাত দিয়ে কু... ঝিক ঝিক বলে দৌড়াতাম।এখনও এটা করি।সবাই ধমকে বলে,তুই আর কবে বড় হবি? আমার ছেলেটা এখনও কথা বলতে শেখেনি।শিখলে হয়ত সেও ধমকাবে।অথবা হয়ত আমার ছেলেমানুষির সঙ্গী হবে......
কবিতাটা খুবই ভাল লেগেছে

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা পড়ে নিজস্ব কিছু স্মৃতির কথা এখানে শেয়ার করাতে প্রীত হ'লাম। আপনার লেখা হংস মিথুনের গল্পটা পড়ে এলাম।
কবিতাটা খুবই ভাল লেগেছে - জেনে খুবই অনুপ্রাণিত হ'লাম।
নতুন বছরের শুভেচ্ছা! ভাল থাকুন।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১১

মাহবুব তালুকদার বলেছেন: মনে হল কৈশোরটাকে হাতের মুঠোয় ভরে কবিতার আঁচলে ভরে এনে ঝনাৎ করে ছেড়ে দিলেন। খুবই চমৎকার।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। সুন্দর, কাব্যিক মন্তব্যটির জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!
নতুন বছর ২০১৭ আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ হোক!

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

জুন বলেছেন: অনেক রকম যানবাহনে চড়ার সৌভাগ্য হয়েছে খায়রুল আহসান। কিন্ত রেল্গাড়ীর মত কাউকে এত ভালোবাসিনি। এখনো প্রিয় আমার। ছোটবেলায় সীতাকুন্ডে স্টেশনের পেছনেই ছিল বসবাস। দিনের একটি দীর্ঘ সময় কেটে যেতো সেই স্টেশনে। আপনার কবিতা আমাকে সেই ছোটবেলায় নিয়ে গেল যখন খুব ভোরে শিউলী ফুল কুড়িয়ে পরিত্যক্ত গার্ড রুমের বারান্দায় পা ঝুলিয়ে বসে মালা গাথতাম।
অচেনা স্টেশনে নেমে পড়ার আকুলতা সারাজীবন আমার মাঝে কাজ করে গেলো তা আর কি বলবো। শুধু আশে পপাশের বাস্তব্বাদী কিছু লোকের কারনে এ স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেলো।
অনেক ভালোলাগলো কবিতাটি।
+

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো কবিতা পড়ে আপনার নস্টালজিক স্মৃতিচারণ। রেলগাড়ীর প্রতি আপনার আলাদা আকর্ষণের কথা জেনেও ভাল লাগলো, কারণ আমারও তা আছে। আমি এখন যে জায়গায় বাস করি, ঘর থেকে বের হতে গেলেই প্রতিদিন নির্ঘাত দু'বার করে রেলগেটে আটকা পড়তে হয় (একবার যাবার সময়, আরেকবার ফেরার সময়)। ট্রাফিক জ্যামে পড়লে অস্থির হয়ে যাই, কিন্তু রেলগেটে আটকা পড়লে সুবোধ বালকের মত চুপ করে রই কখন ট্রেন টা আসবে আর আমি সেটাকে এবং যাত্রীদেরকে দেখবো তার প্রতীক্ষায়। ভাল লাগে এখনো ট্রেন দেখতে...
অচেনা স্টেশনে নেমে পড়ার আকুলতা সারাজীবন আমার মাঝে কাজ করে গেলো তা আর কি বলবো - :) :) !!!!
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে যুগপৎ প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
বিজয় দিবসের শুভেচ্ছা...

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

খায়রুল আহসান বলেছেন: যখন খুব ভোরে শিউলী ফুল কুড়িয়ে পরিত্যক্ত গার্ড রুমের বারান্দায় পা ঝুলিয়ে বসে মালা গাথতাম - দৃশ্যটা যেন চাক্ষুষ দেখতে পাচ্ছি! সীতাকুন্ডে কোন সালে ছিলেন?

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ লিংক অনুসরন করে সে অনুবাদ কাব্যটি দেখে এসেছি । খুব সাবলিল অনুবাদ ও সুন্দর হয়েছে সেটা ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অনুবাদের এ প্রশংসাটুকুর জন্য। অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




ইচ্ছে হলেই যখন খুশী হঠাৎ পড়বো নেমে-
গাঁয়ের পথ ছেড়ে শুকনো বিলের ধারে
একাকী আনমনে
সর্ষের রঙ মাখাবো হৃদয়ে অতীব সঙ্গোপনে...


ইচ্ছে করে , খুউব ইচ্ছে করে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: এ ধরণের কত শত ছোট ছোট ইচ্ছেরা মানুষের মনে সঙ্গোপনে বাসা বেঁধে থাকে!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ক্ষণিকের জন্য হলেও ট্রেন একটি সমাজের মত , যেখানে সকল ধরণের লোক থাকে, নানান ধরণের নানাবিধ আলোচনা হয়, বহুমুখী সুখ দুঃখ আদান প্রদান হয় । স্টেশনে স্টেশনে অনেকে হারিয়ে যায় ধীরে ধীরে, যেন মৃত্যুর মত । একটি নির্দিষ্ট সময়ের জন্য চলে এই ছলাকলা, যে যার গন্তব্যে ফিরে যায় । শুধু পার্থক্য হলো এখানে নিজের ইচ্ছেমত গন্তব্যে যাওয়া যায় কিন্তু মরণের পর কেউ নিজের ইচ্ছেমত গন্তব্য বেছে নিতে পারবে না !

বারংবার ট্রেনের এই কীর্তি চলে আসছে, আমাদের একটা লেসন দিচ্ছে । এ যেন শেষ হওয়ার নয়, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ট্রেনের জীবনগুলো কিন্তু ট্রেন চলছে অবিরত !

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: আবার ঘুরে এসে আমার প্রশ্নের জবাব দিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।
বারংবার ট্রেনের এই কীর্তি চলে আসছে, আমাদের একটা লেসন দিচ্ছে । এ যেন শেষ হওয়ার নয়, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ট্রেনের জীবনগুলো কিন্তু ট্রেন চলছে অবিরত ! - আপনার এ গভীর জীবন দর্শনে অভিভূত হ'লাম। তিনবার করতালি এ অসামান্য মন্তব্যের জন্য!
নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ২০১৭ আপনার জন্য হয়ে উঠুক সুখ ও সাফল্যের, আশাপূরণ আর অর্জনের বছর।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

রাতুল_শাহ বলেছেন: ট্রেনের ছন্দের সাথে কবিতার ছন্দ দারুণ লেগেছে।

কবিতার সাথে চমৎকার ছবি ভেসে উঠে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: ট্রেনের ছন্দের সাথে কবিতার ছন্দ দারুণ লেগেছে - ধন্যবাদ, এ ছন্দটুকু খুঁজে নেয়ার জন্য। প্লাসে প্রাণিত।
অনেকদিন পর আপনাকে আমার লেখায় পেয়ে ভাল লাগছে। ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

জীবন সাগর বলেছেন: আপনার মনের উম্মুক্ত ইচ্ছাগুলো হোক পূরণ এই প্রত্যাশা।

স্মৃতিগুলোই ধরে রাখে মানুষের যৌবন কিশোর পিছনে ফেলে আসা দিনগুলি।
ফিরে ফিরেে আসে মনের আকাশে কখনো শুভ্রতুষার ঝড় বা সুখের পায়রা হয়ে।

একরাশ ভালো লাগা রেখে গেলাম কবিতায় ,কবির প্রতি অফুরন্ত ভালোবাস

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫

খায়রুল আহসান বলেছেন: পেছনে এসে আমার এ কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ, জীবন সাগর।
কবিতায় একরাশ ভালবাসা পেয়ে ভীষণ অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.