নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বোনেরা নদীর মত

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

দুই সহোদরা বোন দুই নদীর মত,
যাদের জন্ম হয়েছে একই উৎসে-
শৈলচূড়ায়, গলিত হিমবাহে কিংবা
অন্য কোন উচ্চস্থানে। ওরা একসাথে
কিছু পথ পাড়ি দিয়ে ভাগ হয়ে যায়-
প্রকৃতির অদৃশ্য ইশারায়।

দুই সহোদরার জন্ম হয় একই পরিবারে।
ওরা বেড়ে ওঠে একসাথে, আনন্দে দুখে।
তারপর ওরা ভাগ হয়ে যায় দুই সংসারে,
দূরত্ব রচিত হয় তাদের মাঝে, চিরতরে।

দুই নদী হয়তো আবারও এক হয়ে যায়
বহু পথ পাড়ি দিয়ে, এ বিশ্ব চরাচরে-
কোন সাগর মোহনায় অথবা মহাসমুদ্রে।
দুই সহোদরা হয়তো আবার মিলিত হয়,
দুই সংসারের অবিরাম ঘানি টানা শেষে
পারিবারিক অনুষ্ঠানে অথবা গোরস্তানে।

পাদটীকাঃ ছোটবেলায় আমি দাদীমার সাথে অনেক গল্প করতাম। আমাদের দাদীকে আমরা ‘দাদীমা’ বলে ডাকতাম। দাদীমা অনেক আগে একদিন আমায় বলেছিলেন, ‘বোনেরা নদীর মত’। ওদের জন্ম এবং বেড়ে ওঠা একসাথে, তারপর বহুদিন পৃথক পথ পাড়ি দেয়া, অবশেষে পুনরায় মিলিত হওয়া কোন পারিবারিক অনুষ্ঠানে কিংবা কখনো কখনো পারিবারিক গোরস্তানে। খুব ছোটবেলায় দাদীমার মুখে এ দর্শন বাক্যটি শুনেছিলাম, কিন্তু কথাটা আজীবন আমার মনে গেঁথে আছে। দুই কিশোরী বোনের মাঝে আমি যখনই খুব মিল দেখি, তখনই আমার এ কথাটি খুব মনে পড়ে। আজকের এই আধুনিক যুগে হয়তো কথাটা ততটা সত্য নয়, কিন্তু মূল দর্শন বোধকরি আজও ঠিকই ওরকমটি আছে। কবিতাটি আমার শ্রদ্ধেয়া দাদীমার পুণ্য স্মৃতির প্রতি উৎসর্গিত হলো।

ঢাকা
২৩ জুলাই ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

মৌমুমু বলেছেন: আমরা এক ভাই আর এক বোন। ভাইয়া আমার বড়। খুব ছোট খাকতে খুব আফসোস হতো যে আমার যেন একটা বোন নেই। আম্মুকে দেখি সব সুখ দু:খড়গুলো খালামনির সাথে শেয়ার করে কিন্তু আমি কখনোই সেটা পারিনি। আমার মেয়ে কাজিন গুলোও আমার চেয়ে অনেক ছোট। প্রায় সব গুলোই চকলেট খাওয়ার বয়সের। আপনার লিখাটা পড়ে আজ আবারো বোনের আফসোস হচ্ছে!
খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
ভালো থাকবেন।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা পড়ে নিজস্ব ভাবনার কথা শেয়ার করাতে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

২| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭

নাগরিক কবি বলেছেন: সুন্দর

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
শুভেচ্ছা রইলো...

৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার দাদীমা এর দর্শন সত্য । বোনের আলাদা হয়ে যায় বোন থেকে, ভাই থেকে । অন্য বৃক্ষে তারা ঘর সাজায় । মৃত্যু সবাইকে একই স্রোতধারায় নিয়ে আসে ঠিক কিন্তু আবারও ভাই বোনদের একত্রিত করে কিনা তা জানা নেই ।

সুন্দর কবিতা, বেশ পারিবারিক ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: এ দর্শনটা বোনদের জন্য যেমন সত্য, কোন কোন ক্ষেত্রে হয়তো ভাইদের জন্যেও তেমন সত্য হতে পারে।
মৃত্যু সবাইকে একই স্রোতধারায় নিয়ে আসে ঠিক কিন্তু আবারও ভাই বোনদের একত্রিত করে কিনা তা জানা নেই -- দুই নদী কখনো মিলে কোন মোহনায়, কখনো আবার আলাদা আলাদাভাবে পতিত হয় কোন সাগরে বা মহাসাগরে। সংসারের ঘানি টেনে, ছেলেমেয়েদের মানুষ করে কখনো প্রবাসে কখনো দেশে কর্মস্থলে প্রতিষ্ঠিত করে বোনদের ফুরসৎ হয় আবার আপন ভাইবোনদের সাহচর্য খোঁজার। এটাকে মোহনায় মিলন ভাবা যেতে পারে, চিরতরে সাগরে বিলীন হবার আগে কিছুটা সময় দুই বোনের বার্ধক্যে আবার একত্রিত হওয়া। মৃত্যুর পরে যদি পারিবারিক গোরস্তানে আবার দু'জনেই সমাধিস্থ হন, সেটাকে আলাদাভাবে সাগরে কিংবা মহাসাগরে বিলীন হওয়া ভাবা যেতে পারে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেকদিন পর আবার আপনাকে ব্লগে পাওয়া যাচ্ছে। এটা আনন্দের বিষয়।
ভাল থাকুন, শুভকামনা...

৪| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: বোনেরা নদীর মত। আসলেই, বোনেরা খুব স্নেহ সুলভ স্বভাবের হয়। বোনদের মায়া মমতা অনেক।
বোনেরা খুব যত্নশীল হয়।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাটা এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত হয়েছি।

৫| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

নীলপরি বলেছেন: খুব সুন্দর ভাবনার কবিতা । ++++++

আপনার দাদীমার জন্য শ্রদ্ধা রইলো ।

আপনাকে শুভকামনা ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: ভাবনাগুলো আপনার আল লেগেছে জেনে প্রীত হ'লাম।
আপনার ++ গুলো সবসময়ই আমাকে প্রেরণা যুগিয়ে যায়, আরো ভাল লেখার জন্য উৎসাহিত বোধ করি।
আপনার দাদীমার জন্য শ্রদ্ধা রইলো -- অনেক ধন্যবাদ। আমি মনে করি আমি জীবনে যতটুকু সাফল্য অর্জন করেছি, তার পেছনে তাঁর দোয়া ছিল এবং আছে।
ভাল থাকুন, শুভকামনা...

৬| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


নদীই সমতলের প্রাণ, নদী না থাকিলে সমতল হয় মরু

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ দার্শনিক মন্তব্যটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো...

৭| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: পাদটীকার কথাগুলো ভালো লাগল। কবিতায় তা সুন্দরভাবে ফুঁটিয়ে তুলেছেন।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: পাদটীকার কথাগুলো না বললে হয়তো কবিতার দর্শনটাকে ঠিকমত উপস্থাপন করতে পারতাম না। কথাগুলো আপনার ভাল লেগেছে জেনে প্রীত ও উৎসাহিত হ'লাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার প্রায় সব লেখায় আপনার মন্তব্য পাই। ভীষণ অনুপ্রাণিত হই।

৮| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




আপনার এরকম স্মৃতিচারণমূলক লেখাগুলোর বক্তব্য অনেক ভালো হয় । এখানেও তাই । একটা দর্শন । জীবন দর্শন ।

তবে শুধু কি বোনেরাই নদীর মতো আলাদা আ্লাদা ধারায় হারিয়ে যায় ? সংসার গল্পের পাত্রপাত্রীদের পথও দু'টো দিকে বেঁকে যায় অহরহ । ব্যতিক্রম চোখে পড়ে কম ।

কবিতার শেষের লাইন তিনটি দীর্ঘশ্বাস তুলে দেয়ার মতো ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য মানেই প্রেরণা, বিদগ্ধ আলোচনা। এখানেও তাই।
সংসার গল্পের পাত্রপাত্রীদের পথও দু'টো দিকে বেঁকে যায় অহরহ । ব্যতিক্রম চোখে পড়ে কম - অস্বীকার করার উপায় নেই।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনুপ্রাণিত।

৯| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বোনেরা নদীর মত যথার্থই সত্য । পাদটিকার কথাগুলো চমৎকার । কবিতা সুন্দর হয়েছে ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার মূল দর্শনের সাথে ঐকমত্য প্রকাশ করায় আনন্দিত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভকামনা...

১০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: আপনার কবিতা এবং পাদটীকার কথাগুলো যথার্ত। খুব ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার খুব ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি। পাদটীকার কথাগুলো যথার্থ মনে করেছেন জেনেও খুশী হ'লাম।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।

১১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

ওমেরা বলেছেন: নানীর কাছ থেকে আম্মু ,আম্মুর কাছ থেকে আপু , আপুর কাছ থেকে আমি শুনেছি , নদীতে , নদীতে দেখা হয় কিন্ত এমন ও হতে পারে দুই বোনে কখনো দেখা হবে না । তবে আপনার কথাটাই যুক্তিসম্মত বেশী । খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: নদীতে , নদীতে দেখা হয় কিন্ত এমন ও হতে পারে দুই বোনে কখনো দেখা হবে না -- আগের যুগের পরিস্থিতিতে এ কথাটাও ঠিক ছিল। এখন যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে দুই বোনের দেখা হবার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।
কবিতাটি আপনার খুব ভাল লেগেছে জেনেও অনেক ভাল লাগলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার লেখা অন্তরসম বাবা পোস্টটা পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

১২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার স্মৃতিচারণ তা কবিতায় রুপ দিয়েছেন। খুব ভালো লাগলো +++

আপনার দাদীমার জন্য শ্রদ্ধা রইলো ।
আপনিও ভালো থাকুন । সবসময়.....

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: স্মৃতিচারণ থেকেই কবিতাটা উঠে এসেছে। আপনার কাছে কবিতাটা খুব ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
আমার দাদীমার প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ। তিনি অনেক পুণ্যবতী এবং বিদুষী মহিলা ছিলেন।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

১৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: গভীর জীবন দর্শন !
আসলেই তাই বোনেরা নদীর মত ; লেখায় ভলোলাগা ।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতায় প্লাস রেখে গেছেন, এতে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।
আপনি নিজেও বহুদিন পর কবিতায় ফিরে এসেছেন দেখে খুব ভাল লাগলো। ফিরে এসে লেখা কবিতাটিও খুব ভাল লেগেছে।
মন্তব্যেও জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩২

আখেনাটেন বলেছেন: স্মৃতির মলাট উল্টাতে গিয়ে দেখি চোখের কোণে জল

হয়ত এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা নির্মল।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: স্মৃতির মলাট উল্টাতে গিয়ে দেখি চোখের কোণে জল
হয়ত এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা নির্মল
- কবিতা পড়ে অসাধারণ একটা কাব্যিক মন্তব্য করেছেন। হৃদয় ছুঁয়ে গেল!!
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া অনেক সুন্দর কবিতা লিখেছেন। পড়তে গিয়ে চোখ দুটো ছল ছল করে উঠল।
আমার বোন একটিই। আমাকে আমার বোনই লালন পালন করে বড় করেছে ।
একজন মা জন্মের পরে সন্তানের জন্য যা করে আমার বোন তার সবকিছুই করেছে।
আজ সেই বোন আমার থেকে দূরে থাকে। একদিন হয়তো মিলিত হব মৃত্যুর পরে।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটা অত্যন্ত হৃদয়স্পর্শী। আশাকরি আপনি শারিরিকভাবে সম্ভব না হলেও অন্যান্য যোগাযোগের মাধ্যমে আপনার মাতৃসম বড় বোনের সান্নিধ্য লাভ করবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১৬| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩

জুন বলেছেন: খুব ভালোলাগলো লেখাটি খায়রুল আহসান । আপনার কবিতা আর ছোট ছোট আত্মজীবনীগুলো একই সমান চিত্তাকর্ষক ।
আগের দিনের কথাটি তুলে ধরেছেন । বলা হতো গাঙ্গে গাঙ্গেও একদিন দেখা হয় কিন্ত বিয়ে হয়ে গেলে বোনদের মাঝে নাকি আর দেখা হয় না। এটা হয়তো অনেক আগের দৃশ্য । যে যার শশুড়বাড়ি আর নিজের সংসার ছেলেমেয়ে নিয়ে কাটিয়ে গেল সারাটি জীবন। তারপর মৃত্যু এসে সব দায় দেনা শোধ করে নিয়ে যেতো কবরের অতলে অথবা চিতার আগুনে।
বোনদের মাঝে যোগাযোগের একটাই ক্ষীন সুযোগ ছিল তা হলো পরিবারের কারো বিয়ে না হয় মৃত্যুতে । তাও অনেক সময় শশুর শাশুড়ি বা স্বামী মহোদয়ের হুকুম পেলে।
অনেক ভালোলাগা রইলো ।
১০ নং প্লাস চিনহ দিয়ে গেলাম ।
+

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা আর ছোট ছোট আত্মজীবনীগুলো একই সমান চিত্তাকর্ষক - অনেক ধন্যবাদ এমন উদার প্রশংসার জন্য। অনুপ্রাণিত হ'লাম।
১০ নং প্লাস চিহ্নটাও অনেক প্রেরণা যুগিয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৭| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: গভীর এবং চিরন্তন সত্য কথা গুলো ছন্দে ছন্দে কি দারুন ভাবেই না প্রকাশ করলেন!! অসাধারণ!!!

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...

১৮| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূল দর্শন বোধকরি আজও ঠিকই ওরকমটি আছে।

কোন সন্দেহ নেই!
ভাললাগা একরাশ :)

+++

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সহমতে এবং মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৯| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা ও কবিতার কথাগুেলো ভাললেগেছে।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, সে কথাটা এখানে জানিয়ে যাবার জন্য।
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
প্রশংসায় প্রীত হ'লাম। শুভেচ্ছা...

২০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

ডঃ এম এ আলী বলেছেন: লেখাটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সহোদরা নদীর জীবনের সাথে সহদোরা বোনের জীবন গাথা । কত সুন্দর দার্শনিক তত্বমুলক জ্ঞানের অধিকারী ছিলেন আপনার দাদীমা ভাবতে গেলে শুধু তাঁর প্রতি শ্রদ্ধাই বাড়ে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: কত সুন্দর দার্শনিক তত্বমুলক জ্ঞানের অধিকারী ছিলেন আপনার দাদীমা ভাবতে গেলে শুধু তাঁর প্রতি শ্রদ্ধাই বাড়ে -- একজন বিদুষী মহিলার প্রতি আরেকজন বিদ্বান ব্যক্তির এ শ্রদ্ধাঞ্জলি আমায় আপ্লুত করলো।
অনেক অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী, কবিতা পাঠ শেষে আপনার এ আন্তরিক মন্তব্যের জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।

২১| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: আবেগ এখানে নিষ্পাপ শিশুর মত, অনেক অনেক ভাল লাগা জানবেন।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: আবেগ এখানে নিষ্পাপ শিশুর মত, অনেক অনেক ভাল লাগা জানবেন - অনেক অনেক ধন্যবাদ, আমার লেখায় আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

করুণাধারা বলেছেন: আজকের এই আধুনিক যুগে হয়তো কথাটা ততটা সত্য নয়, কিন্তু মূল দর্শন বোধকরি আজও ঠিকই ওরকমটি আছে।

আসলেই মূল দর্শন আজো ঠিক ওরকমটাই আছে। বোনেরা নদীর মত- তবে কি ভাইয়েরা একই গাছের বিভিন্ন ডালের মত, যেখানে গাছটি তাদের পরিবার। দেখুন, যে পরিবারে ভাই বোন দুইই আছে সে পরিবারে ঈদে উৎসবে সব ভাইয়েরা একসাথে মিলে কিন্তু বোনেদের যেতে হয় নিজ স্বামীর সাথে শ্বশুর বাড়িতে। বিয়ে হয়ে যাবার পর বোনে বোনে প্রানের কথা বলার অবকাশ খুব কমই মেলে- আজকের এই আধুনিক যুগেও।

চমৎকার উপমা।+++

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: বিয়ে হয়ে যাবার পর বোনে বোনে প্রানের কথা বলার অবকাশ খুব কমই মেলে- আজকের এই আধুনিক যুগেও। -- কথাটা দুর্ভাগ্যজনক হলেও, সত্য।
তবে কি ভাইয়েরা একই গাছের বিভিন্ন ডালের মত, যেখানে গাছটি তাদের পরিবার বাহ, আপনার এ ভাবনাটাও তো খুব সুন্দর!
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে খুশী হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আজ বন্ধু দিবস।
আজকের এই দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: বন্ধু দিবস এর শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। একনলেজ করতে দেরী হয়ে গেল বলে দুঃখিত।
ভাল থাকুন, শুভকামনা...

২৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



মানবিক সব সম্পর্কই এক একটা অলিখিত বন্ধনে আবদ্ধ । তাই বন্ধুদিবসের আলো নিভে গেলও তার রোশনাই ধরে বলি .....

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
ভাল থাকুন সব সময়, সৃষ্টির ফসলে ভরে উঠুক আপনার দু'হাত!

২৫| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫

রানার ব্লগ বলেছেন: শুধু বোনদের বেলায় না , ভাইদের বেলায় ও এমন ঘটে।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: তা বটে!
মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

শাহেদ খান বলেছেন: চমৎকার! শুধু শিরোনামেই একটা কবিতা হয়ে যায়, তবে 'ভাবের সম্প্রসারণ'ও সুন্দরভাবে করেছেন!

শুভেচ্ছা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: শুধু শিরোনামেই একটা কবিতা হয়ে যায় - ঠিক বলেছেন, শিরোনামটাই যেন একটা কবিতা।
ভাবের সম্প্রসারণ'ও সুন্দরভাবে করেছেন! - ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.