নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এক অদৃশ্য হুইসেলের ফুঁৎকারে আমাদের দৌড় শুরু হয়।
নানা চড়াই উৎরাই পেরিয়ে আমরা দৌড়াতেই থাকি।
শেষ সীমারেখা দৃশ্যমান নয়।
যার পথ যত দীর্ঘ, স্মৃতির সম্ভার তার তত বেশি ভারী।
যার যার পথসীমা নির্দিষ্ট, তবে ট্র্যাক পৃথক।
রেলপথের মত কখনো দুটো ট্র্যাক এক হয়ে যায়,
আবার কখনো বাঁকা পথ নেয়।
পথ শেষ হওয়া সতীর্থরা পড়ে রয়, আমরা দৌড়াতে থাকি।
আবার সেই অদৃশ্য হুইসেলের শব্দে আমাদের দৌড় শেষ হয়।
আমরা থেমে যাই, সতীর্থরা দৌড়াতে থাকে।
দৌড় শেষে কোন বিজয়-স্তম্ভ নেই।
ফলাফলঃ 'স্থগিত! আপাততঃ সাজঘরে যাও'!
ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
জীবনটা আমার কাছে স্বপ্নের মতই মনে হয়।ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ - আপনার কথাটাও এক দিক দিয়ে ঠিকই আছে।
একটা দীর্ঘ, চলমান স্বপ্ন!
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
শাহিন-৯৯ বলেছেন: বাঁশের ছাউনির নিচে হবে এই দৌড়ের শেষ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কারো কারো ভাগ্যে সে ছাউনিটাও জোটেনা।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: দৌড়ে বিজয়ী হোন, এই কামনা রইলো
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, হৃদয় ছোঁয়া মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানবেন।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
নতুন নকিব বলেছেন:
হৃদয়ে দাগ কেটে যাওয়া কথামালা।
অনেক শুভকামনা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। মন্তব্যে অনুপ্রাণিত!
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: "জীবনটা আমার কাছে স্বপ্নের মতই মনে হয়।ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ।" - আমারো তাই মনে হয়।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০০
খায়রুল আহসান বলেছেন: জীবনটা তো আসলেই বহু স্বপ্নের সমাহার!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন - কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬
খায়রুল আহসান বলেছেন: ১২ বছর আগে লেখা আপনার সবচেয়ে পুরনো দুটো পোস্ট- অভিমানী এবং হে নারী পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে পড়ে নেবেন।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: এ দৌড়ের শেষ, শুধু শেষ ঠিকানায়.....
ভালো হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: এ দৌড়ের শেষ, শুধু শেষ ঠিকানায়..... - চমৎকার বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো...
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কবিতাটি কয়েক বার মনোযোগ দিয়ে পড়লাম ! খুব সুন্দর লিখেছেন++
আর আপনার কবিতাটি পড়ে মনে পড়ে গেল কবিগুরুর লেখা......
কে লইবে মোর কার্য,কহে সন্ধ্যারবি।
শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী,
আমার যেটুকু সাধ্য করিব তা আমি।
আমাদের জীবনের লক্ষ্য কি সাফল্য না,স্বার্থকতা? সফল সেই ব্যক্তি যে নেয় বেশি, আর স্বার্থক সেই ব্যক্তি যে দেয় বেশি। স্বার্থকতা ভালোবাসা দিয়ে তৈরী হয়। আমাদের দৌড় একদিন শেষ হবে ঠিক,কিন্তু তারপরেও আমি কিছু হৃদয়ের মাঝে বেঁচে থাকবো। আসলে এ দৌড়ের স্বার্থকতা কিছু হৃদয়ের মাঝে বেঁচে থাকাটা। কবিতায় অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম। আপনিও সবসময় ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্যও শুভ কামনা রইল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি কয়েক বার মনোযোগ দিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আসলে এ দৌড়ের স্বার্থকতা কিছু হৃদয়ের মাঝে বেঁচে থাকাটা - কথাটা খুব ভাল লাগলো।
শুভকামনার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনার জন্য অনেক, অনেক দোয়া রইলো। আপনার জীবন সফল (সাধারণ অর্থে) ও সার্থক, দুটোই হোক!
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ প্রতিনিয়ত জীবন যুদ্ধে দৌড়ের উপর আছে। হয়ত দৌড় শেষ হওয়ার আগেই সাঁজ এসে যায়। প্রভাত হলে আবার শুরু করে, এভাবেইই চলছে জীবন।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: মানুষ প্রতিনিয়ত জীবন যুদ্ধে দৌড়ের উপর আছে - একদম ঠিক কথা।
তবে মানুষ সাঁঝেও দৌড়ায়, রাতেও দৌড়ায়।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
সম্ভবত কবির সৈনিক জীবনের অবিরত শৃঙ্খলার কঠিন হুইসেলের ফুৎকার তাঁকে তাড়িয়ে নিয়ে এসেছে এই কবিতায় ।
সৈনিক জীবনের শুরু থেকে শেষতক যে দৌঁড় তারই রূপকের আবরণে ঢেকে রাখা জীবনদর্শনে নিয়ে গেছে তাঁকে - দৌঁড় আর দৌঁড় , প্রাপ্তির লাল ফিতে ছুঁয়ে বিজয় স্তম্ভে উঠে অবারিত হাসির জন্যে যে জীবনে বিজয় স্তম্ভটাই নেই ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: হুইসেলের ফুঁৎকারে দৌড় দেয়া শিখেছিলাম সেই ছোট্ট বেলায়, পাড়ার বিভিন্ন প্রতিযোগিতায়, তারপরে স্কুলের মাঠে, 'মুকুল ফৌয' করার সময় থেকেই। তারপর থেকে হুইসেল, বিউগল ইত্যাদি জীবনের সাথে জড়িয়ে যায়। তবে আপনি নিশ্চয় ঠিকই বুঝতে পেরেছেন, আমি যে হুইসেলের কথা বলেছি, সেটার শব্দ কানে শোনা যায় না, কিন্তু অন্তরে কাজ হয়। তাই আপনার এ সঠিক পর্যবেক্ষণ- জীবনের শুরু থেকে শেষতক যে দৌঁড় তারই রূপকের আবরণে ঢেকে রাখা জীবনদর্শনে নিয়ে গেছে তাঁকে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১১
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা!
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দৌড়ের শেষপ্রান্তে তো পৌছুতেই হবে মানে দৌড়টা শেষ করতেই হবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
খায়রুল আহসান বলেছেন: ইচ্ছে না থাকলেও সেটা করতেই হয়!
মন্তব্যের জন্যে ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৮
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই, হ্যা সত্যি আমাদের জীবন ভোর দৌড়ের উপরেই থাকি আমরা | সবকিছুতে চাওয়া পাওয়ার হিসেবে করলেও জীবনের এই দৌড়টা পুরস্কার ছাড়াই, কোনো বিজয় স্তম্ভে না উঠেই শেষ করতে হচ্চে আমাদের সবাইকেই | সতীর্থরা ঝরে পরে যাচ্ছে সেই দৌড়ের শুরু থেকেই সেটা জীবন ভর আমাদের দেখতেই হচ্ছে চাই বা না চাই কিছু আসে যায় না | ভালো লাগলো কবিতা |
১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ্কবিতার বিশ্লেষণে অনুপ্রাণিত।
শুভেচ্ছা---
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট দেবতার সাথে বিদ্রোহ এবং তবুও তুমি হেলেন পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যু অবধি এ দৌড় চলতে থাকে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
খায়রুল আহসান বলেছেন: ঠিকই বলেছেন, অমোঘ সত্য!
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
ফলাফল আপাতত স্হগিত!
কিছু কিছু ছাত্র নিজেদের ফলাফল কিছুটা অনুমান করতে পারেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
খায়রুল আহসান বলেছেন: তা পারেন বৈকি!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
জাহিদ অনিক বলেছেন:
মরণেই যেন এ দৌড় শেষ!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: মরণেই যেন এ দৌড় শেষ! - ঠিক তাই! ধন্যবাদ।
মন্তব্যে অনুপ্রাণিত।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
এফ.কে আশিক বলেছেন: কবিতার কথা গুলো খুব গভীর ভাবনার...।
জন্ম থেকে মৃত্যু অবধি আমরা দৌড়াই সত্য কিন্তু তার বেশির ভাগটাই দুনিয়ার জন্য
তাই হয়ত দৌড় শেষে কোন বিজয় স্তম্ভ খুজে পাই না, ফলাফল ও শূন্য হয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: জন্ম থেকে মৃত্যু অবধি আমরা দৌড়াই সত্য কিন্তু তার বেশির ভাগটাই দুনিয়ার জন্য - এ কথাটাও অনেকের জন্য অনেকাংশে সত্য।
তাই হয়ত দৌড় শেষে কোন বিজয় স্তম্ভ খুজে পাই না, ফলাফল ও শূন্য হয় - আমি অবশ্য কবিতায় ফলাফল শূন্য হবার কথা বলিনি, বলেছি ফলাফল স্থগিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
প্রামানিক বলেছেন: অদৃশ্য হুইসেলের ফুঁৎকারেই আমাদের জীবন চলে আবার হুইসেলেই থেমে যায়। বড়ই ভাব সম্পন্ন কবিতা। ধন্যবাদ আহসান ভাই।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: বড়ই ভাব সম্পন্ন কবিতা - আপনাকেও অনেক ধন্যবাদ, কবিতার ভাব উপলব্ধি করে এখানে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
ভাল থাকুন, সপরিবারে--- বিজয়ের শুভেচ্ছা!
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যের ভাবাবেগে জীবনকালের গভীরতম উপলব্ধি খোঁজে পেলাম আমি।
অসাধারণ ভাবনাচিন্তার প্রকাশ।
মুগ্ধতা জানিয়ে গেলাম কাব্যে
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতায় মুগ্ধতা জানিয়েযাবার জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, বিজয়ের শুভেচ্ছা...
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
করুণাধারা বলেছেন: গভীর উপলব্ধিরর দারুন প্রকাশ! কবিতাটা পড়ে আরেকবার নতুন করে জীবন নিয়ে ভাবলাম। কখন দৌড় থেমে যায় কে জানে!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
খায়রুল আহসান বলেছেন: আমরা প্রায়শঃ ভুলে যাই, এ জগতে আমাদের আগমন শুধুমাত্র একটা নির্দিষ্ট কালের জন্য, তারপর শুরু হয় আমাদের অনন্তকালের যাত্রা। সেটা কেমন হবে, তা সবার অজানা। তাই যিনি স্রষ্টা, শুধুমাত্র তাঁর উপরেই ভরসা রেখে আমরা আমাদের বিবেকের নির্দেশ অনুযায়ী ভাল কাজ করে যেতে পারি। এ ছাড়া আমাদের সঞ্চয় বলতে কিছুই থাকবেনা, কেননা এ জগতে কোন কিছুই আমাদের নিজস্ব নয়, সব কিছুই সেই Supreme, Sovereign স্রষ্টার, তাঁরই পদতলে পড়ে রবে বিশ্ব ব্রহ্মাণ্ড।
কখন দৌড় থেমে যায় কে জানে - যখনই থামুক, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পরেই যেন তা থামে!
মন্তব্যে এবং প্লাসে প্রাণিত হ'লাম। ভাল থাকুন, শুভকামনা!
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: জীবনের এই দৌড় কোন এক অদৃশ্য হইসেলে শুরু হয়ে আবার কোন এক অদৃশ্য হুইসেলে শেষ হয়ে যাবে।
জীবনটা আমার কাছে স্বপ্নের মতই মনে হয়।ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ।