নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ফলবতী বৃক্ষের বেদনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে,
বনের মাঝে ঠায়,
কোকিল একটা বসে আছে
বৃক্ষটির শাখায়।
কোকিল যখন কুহু ডাকে
আপন মনে বসে,
বৃক্ষ তখন ভাবতে থাকে
ফাগুন বুঝি আসে!

ফলবতী সে বৃক্ষের ফল
ফাগুন মাসে পাকে।
এই ফাগুনেও ফল নিয়ে
সে অপেক্ষাতে থাকে।
আচমকা এক দুর্বিপাকে
হলো ফলের ক্ষতি,
ঝুলেই ওরা র’লো শাখে
হলোনা কোন গতি।

পাইকারেরা এলো সবাই,
পাড়লো পাকা ফল,
তারটা ছাড়া বাকী গাছের
ফল নিল সে দল।
হাটে গিয়ে পসরা সাজায়
পাইকারেরা বসে,
বিকিকিনির ভিড়ভাট্টায়
চলে হিসেব কষে।

আপন শাখে ফলের ভারে
বৃক্ষ দাঁড়িয়ে ভাবে
কার শাপে তার হলো ক্ষতি
কার কাছে সে যাবে!
ফলের হাটে বিকিকিনির
শোরগোলের মাঝে
কান্নাটা তার অশ্রুত রয়
সকাল, সন্ধ্যা সাঁঝে।

ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাব গাম্ভির্যময় অসাধারন কবিতা ।
অল্প কথায় অনেক কথাই গেল বলি কবিতাটি
দিয়ে গেল অনেক বারতা ফাগুনের লাগি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য, প্রথম 'লাইক' এবং উদার প্রশংসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফাল্গুনী শুভেচ্ছা---

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

তারেক_মাহমুদ বলেছেন: ফলবতী বৃক্ষের হয়তো সুখ দু:খ আনন্দ বেদনার অনুভূতি নেই কিন্তু আপনার কবিতায় দারুণভাবে ফুটে উঠেছে ফলবতী বৃক্ষের বেদনা। খুব ভাল লাগলো স্যার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: কে বলেছে বৃক্ষের হয়তো সুখ দু:খ আনন্দ বেদনার অনুভূতি নেই - সেই ছোটবেলা থেকেই স্যার জগদীশ চন্দ্র বসু'র একটি লেখা থেকে জানি, বৃক্ষেরও প্রাণ আছে, আছে অনুভূতি।
আপনার কবিতায় দারুণভাবে ফুটে উঠেছে ফলবতী বৃক্ষের বেদনা - অনেক ধন্যবাদ আপনাকে, এ প্রেরণাদায়ক মন্তব্যের জন্য। ভাল থাকুন, শুভেচ্ছা রইলো---

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

তারেক ফাহিম বলেছেন: ফলবতী বৃক্ষের বেদনা কবিতা পাঠে মুগ্ধতা।

ফাল্গুনের শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এ মুগ্ধতাটুকু জানিয়ে যাবার জন্য।
আপনাকেও জানাচ্ছি ফাল্গুনী শুভেচ্ছা---

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

প্রামানিক বলেছেন: ছন্দ কবিতা ভালো হয়েছে। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: ছন্দ কবিতা ভালো হয়েছে-- ধন্যবাদ প্রামানিক, কবিতার এ প্রশংসাটুকুর জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

কানিজ রিনা বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল,ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কানিজ রিনা, কবিতাটা পড়ে প্রশংসা করার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সৈয়দ ইসলাম বলেছেন: খায়রুল ভাই,


বৃক্ষর কষ্ট খুব সুন্দর ভাবে তুলে ধরলেন, ধন্যবাদ।

ফলগুলোতে দেয়া ফরমালিনের কথা কি ভুলে গেলেন? :((

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: না, ওসব ফলগুলোতে কোন ফরমালিন ছিল না।
বৃক্ষের কষ্ট খুব সুন্দর ভাবে তুলে ধরলেন -- আপনাকেও ধন্যবাদ, এ প্রশংসাটুকুর জন্য।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


ভাবনার গঠনে কিছুটা অসংগতি থাকায়, কবিতার মর্মকথা অনুধাবনে কিছুটা সমস্যা হচ্ছে; বৃক্ষ-জীবনের আনন্দ হলো ফুলে ফলে অন্যকে খুশী করা; এই বৃক্ষের বেদনা বুঝা যাচ্ছে। কিন্তু শিলায়, একা সেই গাছের ফল কেন নষ্ট হলো? তাই, কবিতায় লুকিয়ে থাকা আপনার ভাবনাটা প্রকাশ করাই সঠিক হবে।

যাক, ফল গাছের শেষ ফলগুলো দরিদ্ররা কুড়িয়ে নেয়, আংশিক নষ্ট ফল পেয়েও ওরা প্রাপ্তির মহাসুখে সুখী হয় কিছু সময়ের জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনি যে কতটা মন দিয়ে আমার এ নগন্য কবিতাটি পড়েছেন, আপনার মন্তব্য থেকে তা বুঝতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। মন দিয়ে না পড়লে "ভাবনার গঠনে কিছুটা অসংগতি থাকায়, কবিতার মর্মকথা অনুধাবনে কিছুটা সমস্যা হচ্ছে" - এ কথাটা বলা সম্ভব হতো না।
কিন্তু শিলায়, একা সেই গাছের ফল কেন নষ্ট হলো? - স্বীকার করছি, এখানে একটু অসঙ্গতি রয়ে গেছে। সবার মন্তব্যের উত্তর দেয়া শেষ হলে এর একটি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবো।
একটি মন্তব্যে একাধিক 'লাইক' দেয়ার কোন ব্যবস্থা থাকলে, আপনার এ মন্তব্যটাতে আমি তাই দিতাম।
অনেক অনেক ধন্যবাদ। বসন্তের শুভেচ্ছা জানবেন।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




একটি অপ্রকাশিত কিন্তু গভীর ভাবের ছড়া ।
আমাদের এলাকায় একটি প্রবাদ চালু আছে -- " ডিম পাড়ে হাসে , খায় বাঘডাশে " । অর্থাৎ আপনার পাড়া ডিমটি খেয়ে যায় অন্যকেউ । সম্ভবত এমন একটি ভাব ছড়াটির গায়ে জড়িয়ে আছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: একটি অপ্রকাশিত কিন্তু গভীর ভাবের ছড়া - অনেক ধন্যবাদ, আহমেদ জী এস, কবিতার পেছনের গভীর ভাবটুকু অন্বেষণ করার জন্য।
অনেক অনুপ্রাণিত হ'লাম।

১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "রেদোয়ান কবির : আপনার জন্যে" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব ফুল পুজায় লাগেনা। পুজায় না লাগা ফুলদের অনেক কস্ট, এই ফল গুলিরও দেখি একই অবস্থা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: পুজায় না লাগা ফুলদের অনেক কস্ট, এই ফল গুলিরও দেখি একই অবস্থা। - আপনি ঠিকই বলেছেন, অনেকটা সেরকম কষ্টের কথা অনুধাবন করেই কবিতার উৎপত্তি।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

ওমেরা বলেছেন: ভাইয়া আপনার কবিতাটা আমি তেমন বুঝি নাই কিন্ত আমার ছোট বেলার একটা ভাবনার কথা মনে পড়ল, আমার বয়স তখন ৭/৮ হবে আমার আব্বু, ভাইয়াদের সাথে কুরবানির হাটে গিয়েছিলাম , অনেক গরু দেখে ছোট্ট মনে ভাবনা এসেছেন এত গরু সব বিক্রি হবে না তাহলে অবিক্রিত গরু গুলো কি মন খারাপ করবে, তারা কুরবানী হতে পারবে না এটা ভেবে।

ধন্যবাদ ভাইয়া।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে আপনার ছোট বেলার একটা ভাবনার কথা এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

ভাইরাস-69 বলেছেন:

“ফলবতী বৃক্ষের বেদনা” কবিতাটি ভাবার্থ বোঝার চেষ্টা করলাম।
ইংরেজীতে একটা কবিতা আছে “দেয়ার ইজ নাথিং এগেইন....” আবার বলে কিছু নাই।
কোন কিছু একবার চলে গেলে তা ফিরে আর আসে না,তবে মানুষের প্রতি প্রেম-ভালবাসা কখনো শেষ হয়ে যায় না।
যদি তা্ রেখে যাওয়া যায়। যদিও পৃথিবীতে যান্ত্রিক শক্তির ব্যবহারের ফলে মানুষের পেশী শক্তির ব্যবহার দিন দিন কমে আসছে।
সেই সাথে মনুষের আবেগ ও অনুভুতির অবক্ষয় হচ্ছে, এটাই এখন স্বাভাবিক ঘটনা। আপনার এ কবিতাটি অনেক গভীরতা বহন করে। পড়ে অনেক ভাল লেগেছে। শুভ কমনা রইল।


বসন্তের শুভেচ্ছা রইল ভাইয়া।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: “দেয়ার ইজ নাথিং এগেইন....” - টি এস ইলিয়ট এর Ash-Wednesday কবিতাটার কথাই বলেছেন।
কোন কিছু একবার চলে গেলে তা ফিরে আর আসে না,তবে মানুষের প্রতি প্রেম-ভালবাসা কখনো শেষ হয়ে যায় না - ভাল বলেছেন এ কথাটা।
আমার এ কবিতাটা পড়ে আপনার অনেক ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

বিজন রয় বলেছেন: ফলবান বৃক্ষ কি হতে পারে না?

বাসন্তী শুভেচ্ছা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: ফলবান বৃক্ষ কি হতে পারে না? - জ্বী, অবশ্যই পারে!
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। আপনার জন্যেও রইলো ফাল্গুনী শুভেচ্ছা---

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

উম্মে সায়মা বলেছেন: বেদনা ছুঁয়ে গেল।
বসন্তের শুভেচ্ছা খায়রুল আহসান ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: বেদনা ছুঁয়ে গেল - মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনাকেও ফাল্গুনী শুভেচ্ছা জানাচ্ছি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনার "মেঘবন্ধু" এবং 'স্বেচ্ছাবন্দী মন'' কবিতা দুটো পড়ে মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

জগতারন বলেছেন:
প্রবাসে আজ সকালে কী সব ভালোবাসাময় কবিতা পড়ছি।

মন যে উন্মাতাল হয়ে যাচ্ছে।

কবির প্রতি সুভেচ্ছা জানাচ্ছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: প্রবাসে আজ সকালে কী সব ভালোবাসাময় কবিতা পড়ছি। মন যে উন্মাতাল হয়ে যাচ্ছে - অনেক ধন্যবাদ, এমন প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
ফাল্গুনী শুভেচ্ছা রইলো...

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০১

জাহিদ অনিক বলেছেন:

আপনার আপনার বেশকিছু কবিতায় বৃক্ষ শব্দটিকে নানাভাবে উপসস্থাপন করেছেন। বৃক্ষ্য নিয়ে আপনার বেশকিছু ধারণা বা গভীর চিন্তা আছে বোঝা যাচ্ছে।

ফলবতী বৃক্ষের বেদনা- শীর্ষক কবিতাটিও বেশ ভালো লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার বেশকিছু কবিতায় বৃক্ষ শব্দটিকে নানাভাবে উপসস্থাপন করেছেন - বিষয়টি লক্ষ্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। বৃক্ষ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বৃক্ষ সৌম্য ও শান্তির প্রতীক।
ফলবতী বৃক্ষের বেদনা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। মুগ্ধকর +++।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ এবং ফাল্গুনী শুভেচ্ছা রইলো...

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

পুলক ঢালী বলেছেন: ছন্দ মিলের খুব দারুন একটা কবিতা লিখেছেন। জীবন বৃক্ষের ফল ভক্ষন করে আমরা এক একজন আশা , আকাংখা, উদ্দীপনা আর ভালবাসার প্রতিশ্রুতি নিয়ে ফলবান বৃক্ষ কিন্তু আমরা কি সবাই সফল হই অবশ্যই না তাই আমাদের আর রূপক বৃক্ষের বেদনা মিলেমিশে একাকার হয়ে গেছে কবিতায়। :)
ভাল থাকুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: কিন্তু আমরা কি সবাই সফল হই অবশ্যই না তাই আমাদের আর রূপক বৃক্ষের বেদনা মিলেমিশে একাকার হয়ে গেছে কবিতায় - ধন্যবাদ, আপনার চমৎকার এই বিশ্লেষণটুকুর জন্য। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ফাল্গুনী শুভেচ্ছা রইলো...

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অতিশয় মুগ্ধ হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন রূপক কাব্যে ভাললাগা

নদী, নারী, বৃক্ষ জীবন এমনই! নিজিকে বিলীয়েও কখনো কখনো বেদনার ভার বয়ে বেড়াতে হয় অন্তহীন

বাসন্তি আর ভ্যালেন্টাইন প‌্যাকেজ শুভেচ্ছা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: নদী, নারী, বৃক্ষ জীবন এমনই! নিজিকে বিলীয়েও কখনো কখনো বেদনার ভার বয়ে বেড়াতে হয় অন্তহীন - কথাটা চমৎকার বলেছেন! অন্তর্দৃষ্টি ছাড়া এসব অনুভব মনে আসেনা।
বাসন্তি আর ভ্যালেন্টাইন প‌্যাকেজ শুভেচ্ছা - দারুণ! এই প্যাকেজের আইডিয়াটা খুব ভাল লাগলো। আপনার সবসময় এই হাসিখুশী ভাবটা আমার ভাল লাগে। :)

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভিতরে লালিত যাতনা ফুটে উঠেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ভিতরে লালিত যাতনা ফুটে উঠেছে - অনেক ধন্যবাদ, বৃক্ষের যাতনাটুকু উপলব্ধি করার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

শিখা রহমান বলেছেন: ছন্দময় কবিতাটি ভালো লেগেছে। ভালোবাসা দিবসে ফাল্গুনী শুভেচ্ছা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: সময় করে এসে আমার এ কবিতাটি পড়ে গেলেন, মন্তব্য করে গেলেন, কবিতা ভাল লাগার কথা জানিয়ে গেলেন, ফাল্গুনী শুভেচ্ছাও জানিয়ে গেলেন, এসব কিছুর জন্যেই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অনেকদিন ধরে আপনার লেখায় যাইনি, আশাকরি খুব শীঘ্রই আবার যাবো। আপনি এ ব্লগের একজন অন্যতম সেরা কথাশিল্পী।
ভাল থাকুন, সপরিবারে, সবসময়।

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

করুণাধারা বলেছেন: কবিতা ভাল লাগল।

এই ফলবান গাছ যেন কন্যাদায়গ্রস্ত পিতা। আদরের কন্যাকে তিনি বিদায় করতে চান, অথচ কেউ নিতে চায় না!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: এই ফলবান গাছ যেন কন্যাদায়গ্রস্ত পিতা। আদরের কন্যাকে তিনি বিদায় করতে চান, অথচ কেউ নিতে চায় না!! - কবিতা পড়ে আপনার এই ভাবনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত হ'লাম।

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:





বৃক্ষের সুখ তার ফলে, নিঃসৃত অক্সিজেনে, ক্লান্ত পথিককে ছায়া দানে...

গভীর ভাবনা, ফল না আসার আফসুসে বৃক্ষের দুঃখ নীরবে রয় হাট বাজারে । কে জানে ? কবি ছাড়া !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: কে জানে ? কবি ছাড়া! - যৌক্তিক প্রশ্ন!
আপনার ভাবনাটার সাথে আমারও ভাবনার মিল খুঁজে পেলাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ফাল্গুনী শুভেচ্ছা---

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৃক্ষের মনের ক্ষত যন্ত্রণা সব যেন কবিবর তুলে দিয়েছেন কথামালায়। ছন্দময় মনোমুগ্ধকর আক্ষেপ। ভালো লাগলো খুব।




মানুষ জাতিটাই আমার কাছে অদ্ভুত লাগে!
ভালো পাইলে যেমন গলায় ঝুলিয়ে রাখে,
তেমনি সামান্য মন্দের ভাগে কেউ না থাকে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করে আপনার ভাবনাটুকু এখানে রেখে গেছেন, সেজন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং ছন্দের প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম, প্লাসেও।
বাসন্তী শুভেচ্ছা---

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: বলাবাহুল্য, ফলবতী বৃক্ষ কথাটি কবিতায় রূপকার্থে ব্যবহৃত হয়েছে। এ বৃক্ষটি একজন ব্যক্তির প্রতীক। সাথে 'ফলবতী' কথাটা থাকলেও সে ব্যক্তিটি নারীও হতে পারে, আবার করুণাধারা যেমনটি মনে করেছেন, সেটা পুরুষও হতে পারে। আবার বিজন রয় যেমনটি বলেছেন, ফলবান বৃক্ষ কি হতে পারে না?- তার উত্তরে বলবো, হ্যাঁ পারে। ব্লগার চাঁদগাজী এর পরামর্শ অনুযায়ী, সবার মন্তব্যের উত্তর দেয়া শেষ হলে কবিতার একটি ব্যাখ্যা 'পাদটীকা' হিসেবে জুড়ে দিতে পারি।

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা । কথা গুলো সুন্দর

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা----

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

মলাসইলমুইনা বলেছেন: হ্যা, এভাবেই না চাইলেও আমাদের জীবনের হিসেবে নিকেশ হয়ে যায় হয়তো একটা ভুলের ওপর ভিত্তিতে করেই | কেউই আগের ভালোগুলো আর মনে করতে চায় না | একটা ভুলই জীবনের সাফল্য মাপতে হিমালয় সমান উঁচু বাঁধা হয়ে যায়, ঢেকে দেয় জীবন জুড়ে একটু একটু করে গাঁথা কীর্তিগুলো | আমরা মানুষ হিসেবে সবাই বেশির ভাগ সময়ই হয়তো ক্ষনিকের ভালোলাগা মন্দ লাগা দিয়েই অন্যকে মাপতে চাই | চক চক করা ঔজ্জ্বল্যের বাইরে অন্য গুণগুলো অবহেলাই করি | খায়রুল ভাই, জানিনা কবিতায় এই কথাগুলো কোনো ভাবে আপনি বলতে চেয়েছেন কিনা কিন্তু আপনার কবিতা পড়ে আমার কেন যেন এই কথাগুলোই মনে হলো | সুন্দর কবিতাটা আরো সুন্দর লাগলো তার লুকোনো মেসেজের কারণে |

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতাটা আরো সুন্দর লাগলো তার লুকোনো মেসেজের কারণে - অনেক ধন্যবাদ, এমন চমৎকার একটা কথার জন্যে। কবিতায় বৃক্ষ ও তার ফল রূপকার্থে ব্যবহৃত হয়েছে।
ফাল্গুনী শুভেচ্ছা---

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



সাংকেতিক কবিতা ভাল লেগেছে। কবিতার ভাব গুরুগম্ভীর। তাৎপর্য অনন্যা!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
ফাল্গুনী শুভেচ্ছা রইলো---

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

সুমন কর বলেছেন: অর্থবহ। ভালো লাগল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.