নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আকাশের মায়া

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪


একুশে সেপ্টেম্বরের সন্ধ্যার আকাশঃ সময় ০৫ঃ৪৬

একুশে সেপ্টেম্বরের সন্ধ্যার আকাশঃ সময় ০৫ঃ৪৭

একুশে সেপ্টেম্বরের রাতের আকাশঃ সময় ০৯ঃ১১

আকাশ আমায় কাছে টেনে নেয় এক অপূর্ব মায়ায়
অরুণোদয়ের আর অপরাহ্নের আকাশ কত সুন্দর!
তবে গোধূলির বর্ণিল আকাশের মত আর কিছু নেই।
এমন মায়াবী তার কনকপ্রভা, এমন নিঃশব্দ প্রস্থান
কখনো মনকে করে তোলে উদ্বেলিত, কখনো বিষণ্ণ।

তাই মাঝে মাঝে অকারণেই এসে পশ্চিম জানালার
গ্রীল ধরে ঠায় দাঁড়িয়ে দেখি মেঘমেদুর দিগন্তরেখা।
দেখি পাখিদের ঘরে ফেরা আর দিগন্তে ছড়িয়ে পড়া
সোনালী আলোয় রাঙানো মেঘপুঞ্জের আবীর খেলা।
গ্রীলের এপাশ থেকে দেখি ওপাশের অনন্ত বিস্তীর্ণতা।

শরতের আকাশে চাঁদ লুকোচুরি খেলে মেঘের সাথে,
এক অপূর্ব স্নিগ্ধতায় জ্যোৎস্না-স্নাত সাদা মেঘের দল
স্নান সেরে নেয় হেসে খেলে, অষ্টাদশী তরুণীর মত।
সুদূর অট্টালিকার ছাদে ছাদে দাঁড়িয়ে দেখতে থাকে
কিছু চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার।

ঢাকা
২১ সেপ্টেম্বর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮০ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ছবির সঙ্গে অরুনোদয়ের মায়ায় একআকাশ মুগ্ধতা ।

কাব্য ও কথায় অপূর্ব মেলবন্ধন। ++++


বিনম্র শ্রদ্ধা ও মঙ্গলকামনা স্যার আপনাকে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।
কাব্য ও কথায় অপূর্ব মেলবন্ধন - অনুপ্রাণিত হ'লাম!
ভাল থাকুন, শুভেচ্ছা---

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

সনেট কবি বলেছেন: সুন্দর+

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

স্রাঞ্জি সে বলেছেন:
ছবিগুলো চিলেকোঠা থেকে তোলা নিশ্চয়....... ছবিগুলো মন কেড়ে নিয়েছে.... সাথে কবিতার একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেছে।

কবিতায় +++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো চিলেকোঠা থেকে তোলা নয়। তবে ছবিগুলো আপনার মন কেড়ে নিয়েছে জেনে প্রীত হ'লাম।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

জাহিদ অনিক বলেছেন: কিছু চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার - সত্যিকার অর্থেই কবিতাটি বেশ স্নিগ্ধ হয়েছে।
ছবিগুলোও ভালো লাগলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: সত্যিকার অর্থেই কবিতাটি বেশ স্নিগ্ধ হয়েছে। - অনেক ধন্যবাদ। কবিতার চরণ উদ্ধৃত করায় অনুপ্রাণিত হয়েছি, প্লাসেও।
ভাল থাকুন, শুভকামনা---

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুদূর অট্টালিকার ছাদে ছাদে দাঁড়িয়ে দেখতে থাকে
কিছু চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার


এ অংশটা অতি সুন্দর।

সুর্যাস্তের দুটো ছবি দেখলাম, এক মিনিট ব্যবধানের। ভালো লাগলো দৃশ্য দুটো। রাতেরটাও মনোরম।

'আকাশের মায়া' নাম দেখেই বেগম সুফিয়া কামালের 'সাঁঝের মায়া' কবিতাটার কথা মনে পড়লো, যেটি আমাদের নাইন-টেনে পাঠ্য ছিল। এ কবিতাটার নাম ভুলে গিয়েছিলাম বলে এতদিন খুঁজতে পারি নি, আজ পেয়ে গেলাম। ঐ কবিতাটার মধ্যে যেমন একটা মায়ার আকর্ষণ বোধ করতাম সেই নাইন-টেনের সময়েই, আপনার কবিতাটা পড়েও তেমনি অনুভূতির সৃষ্টি করলো। কয়েক লাইনঃ

অনন্ত সূর্যাস্ত-অন্তে আজিকার সূর্যাস্তের কালে
সুন্দর দক্ষিণ হস্তে পশ্চিমের দিকপ্রান্ত-ভালে
দক্ষিণা দানিয়া গেল, বিচিত্র রঙের তুলি তার_
বুঝি আজি দিনশেষে নিঃশেষে সে করিয়া উজাড়
দানের আনন্দ গেল শেষ করি মহাসমারোহে।
সুমধুর মোহে
ধীরে ধীরে ধীরে
প্রদীপ্ত ভাস্কর এসে বেলাশেষে দিবসের তীরে
ডুবিল যে শান্ত মহিমায়,
তাহারি সে অস্তরাগে বসন্তের সন্ধ্যাকাশ ছায়।


ভালো কবিতা উপহার দিলেন স্যার। শুভেচ্ছা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। ছবিগুলো ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
সুফিয়া কামালের 'সাঁঝের মায়া' কবিতাটা আমারও অত্যন্ত প্রিয় ছিল। সেখান থেকে চমৎকার ক'টা চরণ তুলে দেবার জন্য আবারো ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা---

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: আকাশ আমারও খুব প্রিয়। সন্ধ্যার চেয়ে ভোরের আকাশ বেশি ভালো লাগে, জানিনা কেন সন্ধ্যার সাথে বিষণ্ন শব্দ টা মনে যুক্ত হয়ে যায়।

ছবি সহ কবিতা মনে ভালোলাগা এনে দিল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: সন্ধ্যার চেয়ে ভোরের আকাশ বেশি ভালো লাগে, জানিনা কেন সন্ধ্যার সাথে বিষণ্ন শব্দ টা মনে যুক্ত হয়ে যায় - আমার হয় উল্টোটা। গোধূলির আকাশ অনেক সময় মনে বিষণ্ণতা এনে দেয় ঠিকই, তবে অন্যরকম ভাবনাও আসে। সোনালী আলো ছড়িয়ে সূর্যটা গ্রেসফুলী বিদায় নিতে চায়, কারণ তার দায়িত্ব আছে অন্য গোলার্ধে গিয়ে প্রত্যুষের আলো ছড়ানোর। আমিও তাই তাকে মনে মনে বিদায়ী সম্ভাষণ জানাই। সামরিক জীবনে সূর্যাস্তের প্রাক্কালে বিউগল বাজিয়ে দিবসের কর্ম সমাপ্তি ঘোষণার প্রতীক হিসেবে জাতীয় পতাকে নামানো হতো, সশস্ত্র সালামের মাধ্যমে। খোলা আকাশের নীচে যারাই থাকতো, বিউগলের ধ্বনি শুনে তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে হতো (এ্যাটেনশন)। প্রাক-সূর্যাস্তের সময়টাকে আমার কাছে প্রায়ই মনে হয় শান্তির, শ্রান্তির ও শ্রদ্ধার।
মন্তব্যের জন্য ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভকামনা...

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

সাইন বোর্ড বলেছেন: ছবি ও কবিতাতে অাকাশের মায়া পাঠককেও কাছে টানলো ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

মনিরা সুলতানা বলেছেন: চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার
দারুণ বলেছেন !!!
চমৎকার ছবি আর স্নিগ্ধ কবিতায় ভালোলাগা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি আর স্নিগ্ধ কবিতায় ভালোলাগা - অনেক ধন্যবাদ, এ স্নিগ্ধ মন্তব্যের জন্য।
কবিতা থেকে উদ্ধৃতির জন্যেও ধন্যবাদ। প্লাসেও অনুপ্রাণিত হয়েছি,
ভাল থাকুন, শুভকামনা---

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

আল ইফরান বলেছেন: চমৎকার লিখেছেন আর তার সাথে সামঞ্জস্যপুর্ণ কিছু সুন্দর ছবি।
ঠিক যেন ছবির কবিতা :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাকু হাসান বলেছেন:

আমার কথা অনেকটা কবি জাহিদ অনিক বলে দিয়েছেন ।
কনকপ্রভা,চন্দ্রমোহিত শব্দটি খুব ভালো লাগলো ব্যবহার করায় । শেষ স্তবক আমার কাছে বেশি সিগ্ধতা দিয়েছে । সেই সিগ্ধ কবিতার জন্ম .....এই কবিতাটিও তেমন । বরাবরের মত চমৎকার ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যের মধ্যেও রয়েছে চন্দ্রালোকের স্নিগ্ধতা। সুন্দর মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




ছবির যতো গোধূলির বর্ণিলতা , তার সবটুকুই কবিতার গায়ে ।
আবার রাতের আকাশের মতো কবির কিছু বিষন্ন বিস্ময় সে বর্ণিলতারই ফাঁকে ফাঁকে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

খায়রুল আহসান বলেছেন: ছবির যতো গোধূলির বর্ণিলতা , তার সবটুকুই কবিতার গায়ে - রঙ এবং কবিতা- উভয়টি নিয়ে আপনি খেলা করেন এবং উভয়টিতে আপনি সিদ্ধহস্ত। তাই আপনার এমন মন্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।
বাকী কথাটাও খুব সুন্দর করে বলেছেন। অনেক অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার আহমেদ জী এস

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: প্রকৃতি মানুষের মনে প্রভাব ফেলে, রাত, দিন, সকাল, সন্ধ্যা, রাত, রোদ, বৃষ্টি ইত্যাদি প্রকৃতির পরিবর্তনে মানুষের মনও তার সাথে তাল মিলিয়ে চিন্তা চেতনায় ভিন্নতা চলে আসে ভাবনায়।
কবিতায় তার সুন্দর ও সাবলিল প্রকাশ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতির খেলাঘরে মানব মনের বিশাল অনুভুতি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য। অনেক ধন্যবাদ।
আমরা সবাই নিয়তির ক্রীড়নক।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

রাকু হাসান বলেছেন:
আরেকটু বলি :)
শেষ ছবি ভিষণ রকম ভাল লেগেছে । :-B

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আবার এসে ছবিটা ভাল লাগার কথা জানিয়ে যাবার জন্য।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
আপনার কবিতায় ১২ লাইনে শব্দটি একসাথে হবে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। শব্দজোড়াকে একসাথে করে দিয়েছি। সাজেশনের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা....

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

আতোয়ার রহমান বাংলা বলেছেন: ছবির সাথে কাব্য ও কথায় অপূর্ব বন্ধন
অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ’লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

ওমেরা বলেছেন: আকাশ অনেক সুন্দর সকাল, দুপুর , সাঝে , রোদ , বৃষ্টি ঝড়ে ভিন্ন ভিন্ন রুপে । কিন্ত আকাশ তো আমায় কাছে টানে না । আমি যখনই আকাশের দিকে তাকাই সে শুধু উপরে আরো উপরে চলে যায় । আপনার কবিতা ভাল লেগেছে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: আকাশের কাজই তো হচ্ছে দূরে থাকা। এমনকি প্লেনে করে যখন আকাশটাকে ছুঁতে চাইবেন, তখনো আকাশটা শুধু উপরেই উঠতে থাকবে। যখন আকাশ কাউকে কাছে টানে, তখনই মানুষ আকাশের দিকে তাকায়। আপনি আকাশের দিকে তাকান, তার মানেই আকাশ আপনাকেও কাছে টানে। আকাশ আর মানুষের একমাত্র যোগসূত্র চোখের দৃষ্টি। শুধুমাত্র দৃষ্টি দিয়েই আকাশ ছোঁয়া যায়। আকাশের সাধ্য নেই, মানুষের দৃষ্টিসীমার বাইরে যাবার।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের এবং প্লাসের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাহ্ বেশ সুন্দর ছবিগুলো , কবিতাটিও ভালো লেগেছে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ’লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট "সামু ব্লগে প্রথম দিন" এবং এর পরের পোস্টটাতেও, দুটো মন্তব্য রেখে এসেছি। সময় করে একবার দেখে নেবেন।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আকাশের ক্যানভাসে
নিত্য আঁকে প্রকৃতি আপন মনে
রঙ রুপ ঢেলে অকৃপন
দেখার নেই সে নয়ন।

মাথাগোজ যাপিত জীবনে
আকাশের পানে কবে চেয়েছি
খুব বেশি ব্যাথায়
কিংবা দীর্ঘশ্বাসে প্রভূর সন্ধানে!!

ভালবেসে, ভাবনায় আলোজ্বেলে
আকাশ দেখা হয়না কতদিন।
তোমাকে নিয়ে জোৎস্না দেখা
অঝোর বৃস্টি স্নানে ডুবে থাকা

এরপর তুমি হারিয়ে গেলে
জীবন টেনে নিলো দানব ধাওয়ায়
এখন উপরে চাইলেই দেখি
দশফিট বাই পনের ফিটের ছোট্ট ছাদ!!

আকাশের কথা মনে করিয়ে দিলে কবি
এখন আমাকে আকাশ ধার দাও, বড় সাধ আকাশ দেখার! :)

+++




২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এ আবেগাপ্লুত মন্তব্য, সেই সাথে কবিতাটি পেয়ে মুগ্ধ হ'লাম।
এখন উপরে চাইলেই দেখি
দশফিট বাই পনের ফিটের ছোট্ট ছাদ!!
- চমৎকার!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ সুমন কর। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

সোহানী বলেছেন: কবিতার সাথে ছবির মিশ্রণটি শতভাগ পারফেক্ট.............ভালোলাগা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: বিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। :)

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতা ববিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রথমেই ছবিগুল মন কেড়ে নেয়। তারপর কবিতার বর্ণনা! মনোমুগ্ধকর!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট "ছোট গল্প– জাদু কলম" পড়ে একটি মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময়ও করে দেখে নেবেন এবং জবাব দেবেন।
আজ আপনার আরেকটা পোস্ট পড়ে মন্তব্য করে এলাম - যার নাম "অদ্ভুত কালো মুরগীর দাম লাখ টাকা যার ওজন ২-৩ কেজি"।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

মাহমুদুর রহমান বলেছেন: তবে গোধূলির বর্ণিল আকাশের মত আর কিছু নেই।

শতভাগ সত্য।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হয়েছি।
ভাল থাকুন, শুভকামনা---

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

শামচুল হক বলেছেন: ছবির সাথে কবিতার মনোমুগ্ধকর কাব্য কথায় মুগ্ধ হলাম। খুবই ভালো লাগল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১

শিখা রহমান বলেছেন: চমৎকার ছবির সাথে মানানসই চমৎকার একটি কবিতা। "সুদূর অট্টালিকার ছাদে ছাদে দাঁড়িয়ে দেখতে থাকে
কিছু চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার।"
--- লাইন দুটো অসাধারণ!!

একরাশ মুগ্ধতা!! শুভকামনা প্রিয় লেখক-কবি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। একরাশ মুগ্ধতা পেয়ে প্রীত হ'লাম।
আপনার পুরনো পোস্ট একছড়া তেঁতুল বা একটি হরিণের কাহিনী পড়ে এলাম। খুব সুন্দর লিখেছেন।
ভাল থাকুন, শুভকামনা....

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: সন্ধ্যার আকাশের এক অদ্ভুত মায়া আছে। কবিতায় ভালো লাগা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো। অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

জুন বলেছেন: ছবি আর কবিতা দুটোই আকর্ষনীয় । প্রকৃতি আমাকে ভীষন কাছে টানে । ভালোলাগা রইলো খায়রুল আহসান ।
+


আপনার অজানা গন্তব্যে একটা মন্তব্য করেছি দেখে নিবেন আশা করছি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি আমাকে ভীষন কাছে টানে - সেটা এই ব্লগের আমরা সবাই বেশ ভাল করেই জানি! এবং মানি! :)
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
আপনার অজানা গন্তব্যে একটা মন্তব্য করেছি দেখে নিবেন আশা করছি - সেটাতো আপনার মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই দেখেছিলাম এবং প্রতিমন্তব্যও করেছিলাম। :)
আপনার পুরনো পোস্ট "মরীচিকা" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। সেটা দেখেছেন কি?

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত মায়াময় এক সুন্দর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ’লাম।
শুভকামনা....

৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: আমার জানালা থেকে বিকেলের মেঘাচ্ছন্ন আকাশ এর ছবি দেখুন, মোবাইলে তোলা।
আগের মন্তব্যের সময় ছবিটি খুজে পাইনি :(


২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: মেঘাচ্ছন্ন আকাশের ছবিটা খুব সুন্দর! বিশেষ করে বিকেলে বা সন্ধ্যায় গরম গরম চা সিঙারার সাথে এমন আকাশ দেখতে ভাল লাগে।

৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আকাশের ছবিগুলো অপূর্ব ।

কবিতায়ও ধরা দিয়েছে প্রকৃতি ও মনের কথা।

+++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

আরজু পনি বলেছেন: আপনিতো কবিতার সাথে ভালো ছবিও তোলেন!
আপনার ক্যাডেট কলেজের পোস্টগুলো এখনো আমার কাছে দারুণ প্রিয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আমার কোন পোস্টে এলেন- অনেক ধন্যবাদ! আশাকরি ভাল আছেন/ছিলেন।
ছবি তো আপনার মত এত ভাল তুলতে পারিনি। তবুও, প্রশংসায় প্রীত হ'লাম।
আমার "আমার কথা" সিরিজটাতে আপনার নিয়মিত উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করতো।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা....

৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আকাশ যখন রঙিন মেঘে সাজে তখন আকাশ দেখতে সত্যি ভিষন ভাল লাগে।আমি আকাশের কিছু ছবি তুলেছিলাম।ভেবেছিলাম সে গুলো নিয়ে একটা পোষ্ট দেব।কিন্তু সময়ের অভাবে তা আর হয়নি।
ছবি আর কবিতা দুটিই অনেক ভাল লেগেছে ভাইয়া।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: আকাশের ছবিগুলো যেমনই হোক, কিছু একটা লিখে পোস্ট দিয়ে দিন। আকাশের ছবি দেখতে ভাল লাগে।
কবিতায় আসার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর লিখেছেন।।। ভালো লাগলো।।।।ভালোবাসা রইলো কবির তরে।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

বলেছেন: কবিতার একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেছে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। একরাশ মুগ্ধতা পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় খায়রুল আহসান বরাবরে মত ভালো লিখেছেন। ছবি গুলোও বেশ স্নিগ্ধ আর কোমল। আর এরকম আকাশ থেকে স্নিগ্ধ কবিতা বেড় হওয়াটাই স্বাভাবিক । স্নিগ্ধ পোস্ট।+++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনার এ কোমল কথাগুলোও আমার মনে স্নিগ্ধতার পরশ বুলিয়ে গেলো সেলিম আনোয়ার। আকাশের ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, ভাল থাকুন সপরিবারে---

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

প্রথমকথা বলেছেন: মুগ্ধ প্রিয় কবি , ছবি ও লেখা খুব ভাল লেগেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: ছবি ও লেখা খুব ভাল লেগেছে - অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম আপনার এ ভাল লাগার কথা জানতে পেরে এবং সেই সাথে + পেয়ে।
শুভকামনা রইলো....

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

বিজন রয় বলেছেন: আমরা কি অবশেষে সবাই আকাশে যাবো?

শেষ প্যারাটি খুব ভাল হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: আকাশই তো নেমে আসে আমাদের কাছে কখনো জানালার ফাঁক গলে, কখনো উন্মুক্ত ময়দানে। সাথে কখনো নিয়ে আসে জ্যোৎস্না, কখনো বারিধারা, কখনো বা শুধুই মেঘের ভেলা, রঙিন খেলা।
শেষ প্যারাটি খুব ভাল হয়েছে - অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আশাকরি, কুশলেই আছেন। ভাল থাকুন---

৩৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০০

মলাসইলমুইনা বলেছেন: শরতের আকাশে চাঁদ লুকোচুরি খেলে মেঘের সাথে,
এক অপূর্ব স্নিগ্ধতায় জ্যোৎস্না-স্নাত সাদা মেঘের দল
স্নান সেরে নেয় হেসে খেলে, অষ্টাদশী তরুণীর মত।
সুদূর অট্টালিকার ছাদে ছাদে দাঁড়িয়ে দেখতে থাকে
কিছু চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার।


খায়রুল ভাই, সেই যে ছোট বেলার কোন স্মৃতিময় এক দূর দিনে আম্মার কোলে বসে চাঁদের বুড়িকে দেখার মধ্যে দিয়ে আকাশের সাথে পরিচয়, আকাশের দিকে তাকানো শেখা সেই আকাশটা অনেক মায়াময় করে এঁকেছেন কবিতায় I কবিতার ওপরের লাইনগুলো ব্রিলিয়ান্ট (আমি কবি হলে আমার জন্য শেষ কথাটাও সত্যি হতে পারতো !) I কবিতায় ভালোলাগা অনেক I

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: সেই আকাশটা অনেক মায়াময় করে এঁকেছেন কবিতায় - আকাশ আমাকে টানে। সেটা শ্রাবনের ঘন কালো মেঘে ঢাকা আকাশ হোক, শরতের নীল-সাদা আকাশ, হলুদাভ জ্যোৎস্না-স্নাত আকাশ, গোধুলির হিরন্ময় আকাশ কিংবা রাতের নক্ষত্রখচিত 'ঘনঘোর আঁধিয়ার' আকাশ- যেটাই হোক না কেন। আমি আকাশের মায়া টের পাই, তাই আকাশ নিয়ে কিছু লিখতে গেলে আমার লেখায় মায়া স্বয়ংক্রিয়ভাবে এসে পড়ে।
উদ্ধৃত পংক্তিগুলোকে ব্রিলিয়ান্ট বলায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন প্রবাসে, স্বদেশের মায়া বুকে নিয়ে। শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.