নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আষাঢ়ের শেষ বিকেলের আকাশ, ১৪২৭ বঙ্গাব্দ।
ঝাঁকে ঝাঁকে দল বেঁধে সবুজ টিয়ারা
ওড়াউড়ি করে, খুশিতে আত্মহারা!
ডাকাডাকি করে ওরা আসে আর যায়,
শাখায় শাখায় বসে কখনো গান গায়।
বানরেরাও পাল্লা দিয়ে আনন্দে ঝোলে
গাছ থেকে গাছে আর ডাল থেকে ডালে।
বানর মায়ের কোলে ঝোলে তার শিশু,
দোল খাওয়া শেষ হলে হাঁটে তার পিছু!
চড়ুই, বুলবুলি আর শালিকেরা এসে,
প্রাণের খুশিতে গায় একসাথে বসে।
শুভ্র মেঘ ভেসে যায় আত্ম মগনে,
অভ্র-আবির ছড়ায় সায়াহ্ন লগনে।
(ছবিগুলোর মধ্যে প্রথম তিনটে পরশুদিন, অর্থাৎ আষাঢ়ের শেষ দিনে তোলা, বাকিগুলো আজকের। বড় যে গাছগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে অসংখ্য টিয়া পাখি প্রতিদিন দলে দলে ওড়াউড়ি করে, ডাকাডাকি করে। কবিতায় যেমন বলা হয়েছে, বানরেরাও এসব বৃক্ষশাখায় মনের আনন্দে খেলা করে। ছোট পাখিরা এর চেয়ে ছোট ছোট গাছে ওড়াউড়ি করে, বাসা বাঁধে। ‘লকডাউন’ এর কারণে অলিন্দে দাঁড়িয়ে প্রতিদিন এসব দেখা এখন আমার নিত্যদিনের কাজ। দেখতে দেখতেই ভাবনাগুলো আজ ছন্দে আত্মপ্রকাশ করলো। যদিও, পাখিদের ওড়াউড়ি কিংবা বানরের ঝোলাঝুলি, কোনটাই ছবিতে ধারণ করতে পারিনি।)
ঢাকা
০২ শ্রাবণ ১৪২৭
১৭ জুলাই ২০২০
আষাঢ়ের শেষ বিকেল, ১৪২৭ বঙ্গাব্দ।
আষাঢ়ের শেষ বিকেল, ১৪২৭ বঙ্গাব্দ।
এক পশলা বৃষ্টির পর শ্রাবণের দ্বিতীয় বিকেল, ১৪২৭ বঙ্গাব্দ।
এক পশলা বৃষ্টির পর শ্রাবণের দ্বিতীয় বিকেল, ১৪২৭ বঙ্গাব্দ।
এক পশলা বৃষ্টির পর শ্রাবণের দ্বিতীয় বিকেল, ১৪২৭ বঙ্গাব্দ।
এক পশলা বৃষ্টির পর শ্রাবণের দ্বিতীয় বিকেল, ১৪২৭ বঙ্গাব্দ।
পশ্চিমের জানালা দিয়ে দেখা শ্রাবণের দ্বিতীয় সন্ধ্যা, ১৪২৭ বঙ্গাব্দ।
পশ্চিমের জানালা দিয়ে দেখা শ্রাবণের দ্বিতীয় সন্ধ্যা, ১৪২৭ বঙ্গাব্দ।
"অভ্র-আবির ছড়ায় সায়াহ্ন লগনে" ......
শিশুকোলে একটি বানর মাতা কাঁটাতারের বেষ্টনী পাড় হচ্ছে, নিচে আরেকটা বানর তাকে পাহাড়া দিয়ে রাখছে।
সময়ঃ ২-৫২, অপরাহ্ন। তারিখঃ ১৯ জুলাই ২০২০।
আমার অভিবাদনের জবাবে সে কী বলবে, তা ভাবছে!
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ, কবি।
২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩
শায়মা বলেছেন: কবিতার ছবিগুলো আমি অনেকবার দেখেছি। এইখানেই দেখেছি তাই সবই দেখতে পেলাম ভাইয়া।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: "এইখানেই দেখেছি" - একই ঝুল-বারান্দা, একই আকাশ, একই গাছ, তাই ছবিগুলোও প্রায় একই, সেজন্যেই হয়তো এ ছবিগুলো এর আগে আমার কোন লেখায় দেখে থাকবেন আপনি। কারণ আমি আকাশ, প্রত্যুষ, অপরাহ্ন আর সায়াহ্নের মেঘ, গাছপালা ইত্যাদি যেমন দেখতেও ভালবাসি, তেমনি এগুলো নিয়ে লিখতেও ভালবাসি। তবে এবারের ছবিগুলো একেবারেই নতুন। তিনটে আষাঢ়ের শেষ দিনে অর্থাৎ ১৫ জুলাই ২০২০ তারিখে এবং বাকিগুলো শ্রাবণের দ্বিতীয় দিনে অর্থাৎ ১৭ জুলাই ২০২০ তারিখে তোলা।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!!
৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনি এক জন সিনিয়র সিটিজেন। প্রাজ্ঞ মানুষ। আপনার যে কোন পোস্টই দেখি ত্রুটি মুক্ত। এগুলোকে আমার কাছে টেক্সটবুকের মতো সঠিক মনে হয় ।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ অকুন্ঠ প্রশংসায় সত্যিই অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন:
ছবিটা আজ তুলেছি।
কবিতা এবং ছবি গুলো অতি মনোরম।
১৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: ছবিটা সুন্দর তুলেছেন! ছবিতে একটা সান্ধ্যকালীন বিষণ্ণতার প্রচ্ছন্ন ছায়া রয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।
৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩১
সোহানাজোহা বলেছেন: লাল সবুজের টিয়া পাখি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আমার খুবই পছন্দের পাখি টিয়া। কবিতার সাথে ছবিগুলোও দেখতে ভালো লাগছে।
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৬
খায়রুল আহসান বলেছেন: লাল সবুজের টিয়া পাখি হচ্ছে বাংলাদেশের মানচিত্র - বাহ, চমৎকার বলেছেন তো কথাটা!
কবিতার সাথে ছবিগুলোও দেখতে ভালো লাগছে - অনেক ধন্যবাদ, এ ভালোলাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন!!!!
৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা মোটামুটি।
বানরের ছবিটা কোতায় তোলা, ঢাকায়?
১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: সবগুলো ছবিই ঢাকায় তোলা, সম্প্রতি।
৭| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা ও ছবি।
১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
কবিতা ও ছবির প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
৮| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার সাথে ছবি ও ছবির বর্ণনাতে কবিতার যেমন পরিপূর্ণতা এসেছে, তেমনি ছবিগুলোও পরিপূর্ণতা পেয়েছে। আমাদের দেশ থেকে সকল পাখি একে একে হারিয়ে যাচ্ছে। এখন বুলবুলি শালিক টিয়া টুনটুনি চড়ুই বাবুই তেমন একটা চোখে পরে না।
১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতার সাথে ছবি ও ছবির বর্ণনাতে কবিতার যেমন পরিপূর্ণতা এসেছে, তেমনি ছবিগুলোও পরিপূর্ণতা পেয়েছে - আপনাকে অনেক ধন্যবাদ, ঠাকুরমাহমুদ, এমন উদার একটি মূল্যায়নের জন্য।
হ্যাঁ, আমাদের দেশ থেকে বহুদিন ধরে অনেক পাখি একে একে হারিয়ে যাচ্ছে। শস্যক্ষেতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার, সৌখিন শহুরে বাবু ও বেবীদের বিনোদনের জন্য খাঁচার পাখির ব্যবহার বেড়ে যাওয়া, মাংসাশী শিকারীদের পাখির মাংসের প্রতি আকরষণ, ইত্যাদি কারণে পাখিরা আজ এদেশ থেকে পলায়নপর। আমি ছোট থাকতে ঢাকার আকাশে অনেক চিল শকুন দেখতাম। এখন আর দেখিনা।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন!!!!
৯| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:৪০
শায়মা বলেছেন: না মানে এই পথে যেতে যেতে দেখেছি ভাইয়া!!!
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:১০
খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা, বুঝতে পেরেছি।
নিশ্চয়ই তাহলে সারিবদ্ধভাবে লাইন করে ফুটপাথ কিংবা সীমানা প্রাচীর ধরে হেঁটে যাওয়া বানরকূলের নানাবিধ কান্ডকারখানাও কিছুটা দেখেছেন?
পুনঃমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
প্রকৃতিতে গ্রীষ্মের রুদ্র দহন ছিন্ন করে আষাঢ় আসে । তৃষিত হৃদয়ে, পুষ্পে-বৃক্ষে, পত্র-পল্লবে নতুন প্রাণের নতুন গানের সুর নিয়ে আষাঢ়ের পথচলা । আষাঢ় মানেই খাল-বিলে থৈ থৈ পানি, নদীতে বয়ে চলা ছবির মতো পাল তোলা নৌকার সারি। তাল তমাল শাল পিয়াল আর মরাল কপোতের বন বীথিকায় চোখে পড়ে বকুল, কদম, জারুল, পারুল, কৃষ্ণচূড়া ও রাধাচূড়াসহ অসংখ্য ফুল। গাছের ডালে ডালে নেচে নেচে গান গায় পক্ষিকুল ।আবহমান বাংলার সে রূপের কথাই যেন এই কবিতাটি বলে। কবির আবেগঘন আকুতি যেন ঝড়ে পড়েছে ক্যমেরায় তুলা আকাশে ভেসে চলা মেঘের বেসে । মহাকবি কালিদাস তার ‘মেঘদূত’ কাব্যে আষাঢ়স্য প্রথম দিবসে বিরহ কাতর যক্ষ মেঘকে দূত করে কৈলাশে পাঠিয়েছিলেন তার প্রিয়ার কাছে। আপনার ক্যামেরায় ধারণকৃত মেঘগুলি জানিনা যাবে কার কাছে।
সুন্দর সুন্দর ছবি সহ আষাঢ়ের কিছু রূপ বর্ণনাসমৃদ্ধ কবিতাটি পাঠের সাথে মনের গহীনে ভাসে আষাঢ়ের চিরকালীন রূপ।
আষাঢ়ের এই অপরূপ সৌন্দর্যের মাঝেও এখন জামালপুর, গাইবান্দা, কুড়িগ্রাম সিলেটের বন্যার্তদের করুন চিত্রও মনে ভাসে। আপনার এই পোষ্টের মাধ্যমে তাদের প্রতি জানাই সমবেদনা ।দোয়া করি আল্লাহ যেন বন্যা কবলিত মানুষদের সহায় হোন।
পোষ্টটি গেল প্রিয়তে ।
শুভেচ্ছা রইল
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: পোষ্টটি গেল প্রিয়তে - অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন।
আপনার ছবিটাও খুব সুন্দর। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
১১| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছবিগুলো। কবিতাও সুন্দর।
১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ, দেশ প্রেমিক বাঙালী।
১২| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাব্য ও ছবি অনন্য।
২০ শে জুলাই, ২০২০ রাত ১২:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
১৩| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো
২০ শে জুলাই, ২০২০ সকাল ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আবার আসবেন।
প্লাসে অনুপ্রাণিত।
১৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫১
মা.হাসান বলেছেন: অসাধারণ কিছু ছবি। ছবিতে সব ধারণ করতে না পারলেও কথা মালায় তা খুব ভালো ভাবেই করেছেন।
অনেক শুভ কামনা।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: যারা আপনাকে চেনেন, জানেন, তারা আপনাকে কবিতার পাতায় দেখে প্রথমে চোখ দুটো রগড়ে নেবেন, ভূত দেখছেন কিনা তা নিশ্চিত হতে। তারপরে হয়তো তারা আপনার মন্তব্যটি পড়বেন। সেই তেমন একজনের কাছ থেকে যখন কবিতার এবং ছবির প্রশংসা পাই, তখন বিস্মিত এবং সেই সাথে অভিভূত না হয়ে পারিনা। হয়তো কবিতা নয়, ছবিই আপনাকে টেনে এনেছে এ পাতায়। তবুও, কবিতা ভাল না লাগলে যা যা বলেছেন, তা সব বলতেন না। তাই আপনার প্রতিটি কথাতেই আনন্দ পেলাম। তদুপরি প্লাসে তো বটেই!
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা----
১৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ অপূর্ব !!
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন!!!!
১৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: আমি প্রতিদিন ছবি তুলি। ছবি তুলতে আমার ভালো লাগে।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনার ছবি তোলার হাত ভালো, তা আমি জানি। একটা সুন্দর ছবি মনকে অনেকক্ষণ প্রফুল্ল রাখতে পারে, আবার বিষণ্ণও রাখতে পারে। মনকে বিষণ্ণ করলেই ছবি অসুন্দর হয়ে যায় না।
১৭| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাদা মেঘগুলো দেখে এই কথাটাই প্রথমে মনে এলো :
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
ছবি এবং কবিতা, সব মিলিয়ে সুন্দর একটা পোস্ট স্যার। ভালো লাগলো।
শুভেচ্ছা নিন স্যার।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৬
খায়রুল আহসান বলেছেন: ছবি এবং কবিতা, সব মিলিয়ে সুন্দর একটা পোস্ট - অনেক ধন্যবাদ। ছবি ও কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
১৮| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৪
লরুজন বলেছেন: অল্প কথায় মনের ভাব প্রকাশের নাম যদি কবিতা হয় তাহলে আপনি স্বার্থক।
-
পোস্টের দশটা ছবির নয়টা ছবিতে আকাশ আছে। একটু ব্যতিক্রম মন্তব্য করার চেষ্টা করেছি, চেষ্টা করেছি নতুন কিছু কি চোখে পরে যা আর কেউ এখন পর্যন্ত বলে নাই। যেই লেখা পড়ে মনে শান্তি পাওয়া যায় সেই লেখা ভালো লেখা, আপনার কবিতা ভালো লেগেছে। শুভেচ্ছা নেবেন।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪২
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় মনের ভাব প্রকাশের নাম যদি কবিতা হয় তাহলে আপনি স্বার্থক (সার্থক) - অনেক ধন্যবাদ আপনাকে, অল্প কথায় কবিতাটির এমন প্রশংসা করে যাবার জন্য।
আকাশ প্রকৃতির বিভিন্ন ঋতুতে বিভিন্ন সৌন্দর্যে আবির্ভূত হয়। আকাশের সৌন্দর্য প্রায়ই আমাকে আকর্ষণ করে। তাই, আকাশের প্রতি আমার একটু পক্ষপাতিত্ব রয়েছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন!!!!
১৯| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
সোহানী বলেছেন: ঢাকা শহরে বানর আছে??? বলেন কি????
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: ঢাকা শহরে বানর আছে??? - আছে তো! উপরের সব ছবিগুলোই তো ঢাকা শহরের!
পোস্ট পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
আপনাদের কি এখনও "ওয়ার্ক ফ্রম হোম" চলছে?
২০| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: ছন্দময় কবিতাটি বেশ লাগলো। ছবিগুলোও ভীষণ প্রাসঙ্গিক লেগেছে।পোস্টে পঞ্চদশ লাইক।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: ছবি ও ছন্দময় কবিতা'র প্রশংসায় প্রীত হ'লাম। পঞ্চদশ প্লাসে অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা....
২১| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৭
সোহানী বলেছেন: আমি বেছে নিয়েছে আপাতত সেপ্টেম্বর পর্যন্ত। তারপর ডিসিশান নিবো।
আমিতো ভেবেছি ঢাকা শহর থেকে সকল প্রানীই বিলুপ্ত!!!!!!!!!
২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: আশা করা যায়, সেপ্টেম্বরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে।
পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।
২২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:০৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: আকাশ পাখি বৃক্ষ। দারুন সব ছবি।
নভোনীল পর্ব -৮
লিখলাম। মা হাসান ভাই সকল নভোনীল রাইটারদেরকে লিঙ্ক দিয়ে যেতে বলেছিলেন।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: সিরিজটা থেমে গিয়েছিল। আপনি হাতে তুলে নেয়াতে সেটা আবার সচল হলো!
অনেক ধন্যবাদ, এই ইনিশিয়েটিভটুকু নেয়ার জন্য। আমি নিশ্চিত, এ সিরিজের লেখকগণ এতে প্রভূত প্রীত হয়েছেন, হবেন।
২৩| ২২ শে জুলাই, ২০২০ সকাল ৮:১৭
নজসু বলেছেন:
আষাঢ়ের শেষদিনেই ঝলমলে আকাশে শ্রাবণের আনাগোনা।
ছবিগুলো দারুন। আর আপনার লেখা বরাবরই আমার কাছে ভালো লাগে।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: আষাঢ়ের শেষদিনেই ঝলমলে আকাশে শ্রাবণের আনাগোনা - চমৎকার পর্যবেক্ষণ!
ছবির এবং লেখার প্রশংসা পেয়ে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা....
২৪| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০২
করুণাধারা বলেছেন: কবিতায় যাদের কথা লিখেছেন, একজন বাদে তাদের কারো ছবি দেখা গেল না...
তাতে অসুবিধা নেই, ছবিগুলো সবই খুব ভালো উঠেছে। আপনি কি মোবাইল ফোন দিয়ে এই ছবি তুলেছেন? সবচাইতে ভালো লেগেছে প্রথম ছবিটি; এই শহরে এখনো এত সবুজের দেখা পাওয়া যায়!!!
++++
২২ শে জুলাই, ২০২০ রাত ৯:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতায় যাদের কথা লিখেছেন, একজন বাদে তাদের কারো ছবি দেখা গেল না - এ অপারগতার কথাটা আমি কিন্তু ব্রাকেটে উল্লেখ করেছি।
ছবিগুলো সবই খুব ভালো উঠেছে - অনেক ধন্যবাদ, এতেই খুশী!
জ্বী, সব ছবিই আমার আনাড়ি হাতে আই-ফোন দিয়ে তোলা। আমি প্রায়শঃই আকাশের ছবি তুলে থাকি। অনন্ত আকাশ আমার খুবই প্রিয়।
প্রথম ছবিটা সহ সব ছবিই আমার ব্যালকনি থেকে তোলা। বানরের ছবিগুলো ব্যালকনি থেকে নয়, তবে বাসার কাছে থেকেই তোলা।
২৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৯
জুন বলেছেন: সহজ সরল কবিতা সাথে ছবিগুলোও ব্যাতিক্রমী ।
ভালোলাগা রইলো অনেক ।
+
২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: সহজ সরল কবিতা সাথে ছবিগুলোও ব্যাতিক্রমী - অনেক ধন্যবাদ এ মূল্যায়নের জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন!!!!
২৬| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:২৫
মৃন্ময়ী শবনম বলেছেন:
দলে দলে টিয়া পাখি উড়ে যাওয়ার দৃশ্য যে কত্তো সুন্দর তা লেখার ভাষা আমার জানা নেই। আকাশের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। নিজের দেশ বলেই হয়তো! বাংলাদেশের আকাশই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। সন্ধ্যাবেলার আকাশ হচ্ছে সন্তানের চিন্তায় দুঃখী মায়ের অপেক্ষার চিত্র।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: সন্ধ্যাবেলার আকাশ হচ্ছে সন্তানের চিন্তায় দুঃখী মায়ের অপেক্ষার চিত্র - অতি চমৎকার একটি ভাবনার প্রতিফলন ঘটেছে আপনার এ কথাগুলোতে। এখন থেকে সন্ধ্যার আকাশ দেখলে হয়তো এ কথাটি মনে হবে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন!!!!
২৭| ২৫ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪২
মিরোরডডল বলেছেন:
'তবু নীলাকাশ ওই যে আমার
রেখো তোমার দুচোখের ছোঁয়াতে'
আকাশের সাথে আমার মিতালী, জন্ম জন্মান্তরের বন্ধন ।
ছবিগুলো দারুণ !!!
অনেকদিন পর শাখামৃগ দেখলাম
২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: 'তবু নীলাকাশ ওই যে আমার
রেখো তোমার দুচোখের ছোঁয়াতে' - উদ্ধৃতিটা চমৎকার!
আপনাদের ওখানেও কি মাঝে মাঝে শাখামৃগের দেখা পাওয়া যায়!
ছবির প্রশংসার জন্য ধন্যবাদ। প্লাসে প্রাণিত।
২৮| ২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫১
মিরোরডডল বলেছেন:
ওটা গানের কথামালা ।
শাখামৃগ আছে নিশ্চয়ই কোথাও না কোথাও ।
আমার সাথে যদিও এখনও সাক্ষাৎ হয়নি
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার সাথে হয়তো "মৃগ" এর সাক্ষাৎ হবার সম্ভাবনা বেশী, কারণ সেটা আপনার সাথে যায়। শাখামৃগ এর নয়, কারণ সেটা বোধকরি আপনার সাথে যায় না (তবে হঠাৎ হঠাৎ সবার মাঝেই কখনো কখনো শাখামৃগের প্রভাব এসে পড়ে! )
২৯| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩
মিরোরডডল বলেছেন:
হা হা হা......
(তবে হঠাৎ হঠাৎ সবার মাঝেই কখনো কখনো শাখামৃগের প্রভাব এসে পড়ে! )
ট্রু
২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্কস!
৩০| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: সবাই দেখে, সেটা কথায় আনতে পারে কয়জন? অসাধারন।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: সবার শেষে পাওয়া আপনার মন্তব্যটাই মনে হয় সবচেয়ে বেশি প্রেরণা যুগিয়ে গেল। অনেক, অনেক ধন্যবাদ এ উদার প্রশংসার জন্য।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা....
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+