নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মায়ার ইন্দ্রজাল ছড়ানো এ ভুবনে

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

জানি,
এ জগতে সবাই একা আসে,
একাই চলে যায়।
দিন শেষে সবাই একা থাকে,
একাই রয়ে যায়।
অনন্তযাত্রায়,
কেউ কারো সাথী হতে পারে না,
চাইলেও পারে না।

তবুও,
মায়ার ইন্দ্রজাল ছড়ানো এ ভুবনে
প্রিয়জনদের সান্নিধ্য কামনা করি,
তাদের নৈকট্যের স্মৃতিকে
বুকে আঁকড়ে ধরে থাকতে চাই।
যে পাখিটা একটু আগে
শিস দিয়ে চলে গেল নানুবাড়ীতে,
তার ডানার ছোঁয়া ধরে রাখতে চাই।

স্মৃতিগুলো কিছুদিন তরতাজা থাকে।
তারপর ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়,
প্রাকৃতিক নিয়মে।
আজকের স্মৃতি, কালকের, পরশু’র-
তার আগের দিনের, তারও আগের....
সবই জমা হয়ে থাকে গোপন কোঠায়।
ক্ষণে ক্ষণে একেকটা এসে বৃষ্টি ঝরায়,
মায়ার আলিঙ্গণ হারিয়ে যায় শূন্যতায়!


ঢাকা
১২ জানুয়ারী ২০২১

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
বিষন্নতায় ভরা কবিতা।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: সহজবোধ্যতা কবিতার শোভা।
আপনি আমার এ কবিতাটাকে সেভাবে পেয়েছেন জেনে আনন্দিত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫

ঢুকিচেপা বলেছেন: কবিতা পড়ে বিষন্নতায় ভর করলো।

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি লেখার সময় ভাবনায় বিষণ্ণতার চেয়ে মায়া ভর করেছিল বেশি।
মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানব জীবনে আরেকটু প্রশান্তি আনার জন্য কোটি কোটি মানুষ চেষ্টা করে চলেছেন যুগে যুগে।

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭

খায়রুল আহসান বলেছেন: "মানব জীবনে আরেকটু প্রশান্তি আনার জন্য কোটি কোটি মানুষ চেষ্টা করে চলেছেন যুগে যুগে" - তাদের সম্মিলিত অবদানের ভিতের উপর দাঁড়িয়ে আছে আজকের মানবসমাজ।
মানবতার জয় হোক!

৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা যদি কাজে বা আনন্দে থাকি তবে স্মৃতি কাতর হবার বেশি সময় থাকে না।কাজও নাই আনন্দে থাকার উপকরণও নাই তখন একমাত্র সম্বল স্মৃতি।আমরা মুসলমান বাঙ্গালীরা আনন্দ করতে বা আনন্দে থাকতে জানি না।

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

খায়রুল আহসান বলেছেন: কে কিসে আনন্দ খুঁজে পায়, তার মধ্যে ভিন্নতা রয়েছে। ইংরেজ রোমান্টিক কবি Percy Bysshe Shelley তো বিষণ্ণতার মাঝেও মাধুর্য খুঁজে পেয়েছিলেনঃ
"Our sincerest laughter
With some pain is fraught;
Our sweetest songs are those that tell of saddest thought."

৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৩

সোহানী বলেছেন: আপনার এ ধরনের কবিতা পড়লেই মনে হয় কেউ কি চলে গেল অসময়ে?

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: আসলে, একেকটি ক্ষণিক বিদায়ও একেকটি ক্ষণিক 'চলে যাওয়া'। যে একটু আগে গুডবাই বলে চলে গেল, সে যে আবার আপনার চোখের সামনে আসবেই কিংবা আপনি তার চোখের সামনে যাবেনই, এমন কোন নিশ্চয়তা নেই। চোখ বন্ধ করলেই কত জনের সাথে কত লাভিং মেমোরিজ এর ছবি চোখে ভাসে, সেই ছোট্টকাল থেকে বড় এবং বুড়োকাল পর্যন্ত, কিন্তু তাদের অনেকেই তো অনন্তলোকে ইতোমধ্যে চলে গিয়েছেন এবং বাকিদের অধিকাংশের সাথে জীবনে আর কখনো হয়তো দেখাই হবে না, কথাও হবে না!!

৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩০

বলেছেন: স্মৃতিরা জমা রয় -

গোপনে অতি গোপনে —

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: 'ডিমেনশিয়া' রোগীদের কথা ভাবি। কিভাবে ধীরে ধীরে তাদের স্মৃতির বর্ণিল ক্যানভাসটা একদিন সাদা কাগজে পরিণত হয়ে যায়!

৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩০

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,






জীবনের সত্যটুকুর ছাপ সবটা কবিতা জুড়ে।

এরপরে বলতেই হয় -
" যে যায় সে যায়,
তার স্মৃতির ধবল মিনার
নেমে যায় ক্রমাগত
মাটির গহীন অবধি......"



১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্ধৃতি দিয়েছেন! +
"জীবনের সত্যটুকুর ছাপ সবটা কবিতা জুড়ে" - অনেক ধন্যবাদ।
বিদেশে গিয়েও ব্লগে ঢুকে লেখাগুলো খুঁটে খুঁটে পড়ছেন, মন্তব্য করছেন, এ থেকেই বোঝা যায় আপনি কতটা ডেডিকেটেড একজন ব্লগার!

৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৫

রামিসা রোজা বলেছেন:

এই মায়া থেকে অনেক কিছু সৃষ্টি হয় আবার মায়া না
থাকলে কিছুই ধ্বংস হয়ে যায় ,মায়ার খেলা এ জগতে..

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: মায়ার খেলা এ জগতে.. - জ্বী, সে কথাটাই বলতে চেয়েছি।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৮

ঢাকার লোক বলেছেন: জীবনের একটা চরম সত্য খুবই অল্প কথায় সুন্দর তুলে ধরেছেন! অনন্তযাত্রায় কেউ সাথে যাবে না! তবে জীবনের চলার পথে একদিন কারো দূঃখে দুটো সান্তনার কথা বলেছিলেন, কারো খুশিতে খুশিতে হয়েছিলেন, কারো প্রয়োজনে সামান্যতমও সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, তার কিছুই হারাবে না। প্রতিটি ভাল কাজ, সে যত ক্ষুদ্রই হোক, আমাদের সাথী হবে যখন আর কোন সাথী থাকবে না!
অন্তহীন শুভকামনা, সুস্থ থাকুন, আনন্দে থাকুন!

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: "প্রতিটি ভাল কাজ, সে যত ক্ষুদ্রই হোক, আমাদের সাথী হবে যখন আর কোন সাথী থাকবে না!" - ভাল কাজ করার জন্য কি চমৎকারই না উৎসাহ উদ্দীপনা দিয়ে গেলেন! এটাও আপনার সাথে যাবে ইন শা আল্লাহ!

১০| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩১

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
জ্বি সত্যিই 'মায়ার ইন্দ্রজাল ছড়ানো এ ভুবনে'-র সব জায়গায় প্রিয়জনদের ঘিরে । এই মায়া থেকে আমাদের মতো সাধারণ কারুরই মুক্তি নেই ।
কোনো এক নির্জন পূর্ণিমা রাতেপাশে ঘুমানো অপরূপা স্ত্রী যশোধরা আর ছেলে কুনালের মায়া কাটিয়ে নির্বাণ লাভের আশায় ঘর ছাড়তে পেরেছিলেন বলেই কৌশলের রাজা শুদ্ধদনের ছেলে রাজকুমার সিদ্ধার্থ হতে পেরেছিলেন মহামতি বুদ্ধ ----সেটা পৃথিবীতে একবারই ঘটেছিলো । আমাদের জীবনে সে'রকম ঘটেনা । আমরা ভালোবাসার মায়া কাটাতে পারিনা কখনোই । ভালোবাসার মানুষজন সংসার থেকে ছুটিই পাক বা মুক্তি পাক আমরা তাদের মনে রাখি । আকাশ গঙ্গার তারার মতো অনেক দূরে থেকেও তারা মিটি মিটি জ্বলতেই থাকে মনের মধ্যে। মাঝে সাঝে ধুলো ধোঁয়ায় আর কুয়াশায় যদিও ঢাকা পরে ক্ষনিকের জন্য কিন্তু আবার ঠিক ভোরের সূর্যের মতো বিস্মৃতির আধার সরিয়ে জ্বলজ্বলে আলো নিয়ে মনের আকাশ জুড়ে ময় ছড়াতেই থাকে । চমৎকার স্মৃতিজাগানিয়া কবিতা । তারার দেশে হারিয়ে যাওয়া কত জনের কথা যে মনে করিয়ে দিলেন এই কবিতায় ! কবিতা ভালো লাগলো অনেক ।

১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: এই মায়া থেকে আমাদের মতো সাধারণ কারুরই মুক্তি নেই - ঠিক বলেছেন। আমরা সবাই পিঞ্জরে আবদ্ধ। এ মায়া যে কতটা সূক্ষ্ম কিন্তু ভারী, অদৃশ্য কিন্তু অন্তর্ভেদী, তা কবিতায় বোঝাতে পারিনি। ভাবছি এ নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করে আরেকটা কথিকা লিখতে হবে।
চমৎকার মন্তব্যটি খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১১| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

খাঁচা ছেড়ে তবু পাখি একদিন যায় চলে যায়.............।

১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মরমি কথাটা খুব ভাল লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




মায়ার ইন্দ্রজাল - নিজের প্রতি নিজের মায়া, সন্তানের প্রতি মাতাপিতার তীব্র মায়া, বাড়ির প্রতি মায়া, এমনকি যে হাতঘড়িটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি তার প্রতিও মায়া। আমাদের জীবনের ক্ষণে ক্ষণে আমরা মায়াতে বসবাস করি। হয়তো এরই নাম জীবন। মায়া আছে বলেই হয়তো বেঁচে আছি।

কবিতা সত্যি সত্যি চমৎকার হয়েছে। +++

১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: "নিজের প্রতি নিজের মায়া, সন্তানের প্রতি মাতাপিতার তীব্র মায়া, বাড়ির প্রতি মায়া, এমনকি যে হাতঘড়িটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি তার প্রতিও মায়া। আমাদের জীবনের ক্ষণে ক্ষণে আমরা মায়াতে বসবাস করি। হয়তো এরই নাম জীবন। মায়া আছে বলেই হয়তো বেঁচে আছি" - আপনার এ চমৎকার দার্শনিক মন্তব্যটাকে উদ্ধৃত না করে পারলাম না, খুব ভাল লেগেছে।
কবিতার প্রশংসায় প্রাণিত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩

ঢাবিয়ান বলেছেন: জীবনের সারসত্য তুলে ধরেছেন কবিতায়। খুব ভাল লাগলো

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: জীবনের সারসত্য তুলে ধরেছেন কবিতায়। খুব ভাল লাগলো - অনেক ধন্যবাদ। অনেক অনুপ্রাণিত হ'লাম এ প্রশংসাটুকু পেয়ে।
শুভকামনা---

১৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

পদ্মপুকুর বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম। অবশ্য পাখি যদি শীষ দিয়ে নানুবাড়ি চলে যায়, তখন নস্টালজিক না হয়ে পারা যায় না।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজবোধ্যতা কবিতার শোভা।
আপনি আমার এ কবিতাটাকে সেভাবে পেয়েছেন জেনে আনন্দিত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেকে কবিতায় কঠিন কঠিন শব্দ ব্যবহার করেন। এটা আমার মোটেও পছন্দ না।
এই যে আপনার এই কবিতায় কোনো কঠিন শব্দ নেই। কিন্তু কবিতাটা মনোরম হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: এই যে আপনার এই কবিতায় কোনো কঠিন শব্দ নেই। কিন্তু কবিতাটা মনোরম হয়েছে - অনেক ধন্যবাদ।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০

ইসিয়াক বলেছেন: কবিতাটি পড়ে বুকের মধ্যে কেমন যেন খাঁ খাঁ করে উঠলো। নিজের অজান্তেই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আসলে ভালো করে ভাবলে জীবনটা কিছুই না। সবটাই মায়াজাল।তবুও মানুষ এই জীবনকে সবচেয়ে বেশি ভালো বাসে।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: সবটাই মায়াজাল - বাস্তবিকই তাই, ঠিক বলেছেন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

ANIKAT KAMAL বলেছেন: সহজ সুন্দ‌রের মা‌ঝে অনুভ‌রের অসাধারন প্রকাশ শুভ কামনা স্যার নিরন্তর

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে পোস্টে আপনাকে দেখে ভাল লাগছে। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: জীবন তো সত্যিই মায়ার ইন্দ্রজাল। বিভিন্ন ভাবে সে আমাদের মায়ার চাদরে মুড়িয়ে ফেলে। আমরা তার পরশে মুগ্ধ হই। কিন্তু আমাদের চলে যাওয়ার সময় উপস্থিত হলে ব্যাথাতুর হয়ে পড়ি। তবুও ততক্ষণ থাকি তার উষ্ণ অনুভুতিতে স্বপ্নের বীজ বপন করি।
জীবন বোধের কবিতা ভালো হয়েছে স্যার।++
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: "জীবন তো সত্যিই মায়ার ইন্দ্রজাল। বিভিন্ন ভাবে সে আমাদের মায়ার চাদরে মুড়িয়ে ফেলে" - খুব সুন্দর বলেছেন কথাটা, খুবই সত্য।
কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ে কেমন যেন চোখের ওপাশে কষ্ট জড়ো হলো। কেন এই কষ্ট !! অনেক বেশি সুন্দর লিখেছেন কবি।

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: আপনিও অনেক সুন্দর মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ।
অনেকদিন পর ব্লগে ফিরেছেন দেখে প্রীত হ'লাম। প্রত্যাবর্তনে সুস্বাগতম!

২০| ১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নব ভাস্কর বলেছেন: সহজ সরল সজল মায়া ভাল লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

করুণাধারা বলেছেন: শিরোনাম খুব ভালো লাগলো, মায়ার ইন্দ্রজাল ছড়ানো এ ভুবনে। সত্যিই ইন্দ্রজাল, সবই অলীক অথচ এই মায়ায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে যায় জীবন...

শিরোনামের পর কবিতাও ভালো লাগলো। ++++

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: "সত্যিই ইন্দ্রজাল, সবই অলীক অথচ এই মায়ায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে যায় জীবন..." - জ্বী, কবিতার কথাটা খুব সুন্দর করে এখানে বলে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যের গভীরতায় এবং প্লাসের উদারতায় প্রীত, অনুপ্রাণিত ও মুগ্ধ হ'লাম।
শুভকামনা....

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কিছু মনে করবেন না, আপনার কবিতায় কাব্যভাব কম পেলাম, বিবৃতিমূলক লেগেছে অনেকটা। "যে পাখিটা শিস দিয়ে চলে গেলো একটু আগে, তার ডানার ছোঁয়া ধরে রাখতে চাই" এই লাইনগুলিতে যে ব্যঞ্জনা, "স্মৃতিগুলি কিছুদিন তরতাজা থাকে, তারপর ঝাপসা হয়ে যায় প্রাকৃতিক নিয়মে" এই লাইনগুলিতে তা নেই। এবং কবিতার বেশিরভাগ অংশই এ ধরণের। তাই সব মিলিয়ে ঠিক আবেশিত হতে পারলাম না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: "তাই সব মিলিয়ে ঠিক আবেশিত হতে পারলাম না" - তার পরেও যে কবিতাটা পড়ে একটা মন্তব্য এখানে রেখে গেলেন, একটা প্লাসও দিয়ে গেলেন, সেজন্য ধন্যবাদ।
"বিবৃতিমূলক লেগেছে অনেকটা" - আমার বেশিরভাগ কবিতাই ওরকমটি হয়ে যায় অনিচ্ছাসত্ত্বেও! যদি সাধ্যের মধ্যে থাকে, তবে আপনার মন্তব্য থেকে প্রেরণা নিয়ে ভবিষ্যতে কবিতা লেখায় আরও উন্নতি সাধনের চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.