নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ছড়া কবিতাঃ ফোকলা বুড়ি

৩১ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪৭

আমার বাসায় আছে যে এক ছোট্ট ফোকলা বুড়ি
দাঁতগুলো তার শক্ত ছিল, যেন ছোট্ট পাথর নুড়ি।
ঘুমের আগে দাত মাঁজতে বলা হতো তাকে
প্রথম প্রথম মাজতো ঠিকই, ছোট্ট ব্রাশটি হাতে।

ধীরে ধীরে ফাঁকি দেওয়া শিখে গেল সেই বুড়িটা,
দাঁত না মেজেই নানান ছলে এড়িয়ে যেত নজরটা।
তাই ঘুমের সময় থাকতো লেগে দাঁতে তার চকলেট,
চুইংগাম ও খাদ্যকণায় লাগতো না কোন ব্রাশ-পেস্ট।

এভাবেই সেই ছোট্ট বুড়ীর দাঁতগুলো সব ক্ষয় হলো,
ক্ষয়ে ক্ষয়ে ছোট্ট হয়ে হঠাৎ হঠাৎ পড়ে গেল।
নড়বড়ে যে কয়টা ছিল তা উপড়ে ফেলা হলো দায়,
কারণ কান্নাকাটি আর চিৎকারে বুড়ীটা যে ঘর মাতায়।

তার দাঁতের নীচে দাঁত উঠছে, এটা যখন বোঝা গেল,
ডেন্টিস্ট এর কাছে তাকে দাঁত তুলতে নেয়া হলো।
তিন তিনটে দাঁত তোলার পর বুড়ীর কথা বোঝা দায়
আধেক যদিও যায় বা বোঝা বাকি আধেক ঊহ্য রয়!


ঢাকা
৩০ মার্চ ২০২১

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: আমাদের সাহিত্য থেকে ছড়া কবিতা হারিয়ে যেতে বসেছে যখন, তখন চমতকার একটা ছড়া কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ছড়া কবিতা ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: বেশ ক'দিন যাবত আমি নিজেও বুঝতে পারছিলাম, পাঠকের মন্তব্য থেকেও কিছুটা আভাস পাচ্ছিলাম, আমার কবিতায় একটা মনোটনি এসে গেছে বা যাচ্ছে। তাই এবারে একটু ভিন্নতর চেষ্টা নিলাম।
প্রেরণাদায়ক প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৪

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছড়া।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া

৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে দারুণ অনুপ্রাণিত।

৪| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৪

সিগনেচার নসিব বলেছেন: অনেকদিন পর আপনার কোন পোস্টে মন্তব্য করতে পেরে আনন্দিত। দাঁত থাকতে আমাদের সকলেরই দাঁতের মর্যাদা দেওয়া উচিত। অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনেকদিন পরে হলেও আমার পোস্টে আসার জন্য। মনোমুগ্ধকর মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার পেইজ থেকে সব লেখাগুলো উধাও হয়ে গেল কেন?

৫| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫২

ওমেরা বলেছেন: ফোকলা বুড়ির ছড়া
হয়েছে দারুন মজা।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটাও হয়েছে দারুণ মজার!
ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম। ।

৬| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: হা হা ফোকলাবুড়ির ছবি দাও ভাইয়া।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৫

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা দেখি, বুড়িটা তার ফোঁকলা দাতের ছবি তুলতে দেয় কিনা। এমনিতেই ছবি তুলতে চাইলে ও যে ঢং শুরু করে! খুব বেশি অনুরোধ করলে ও এমন একটা মুখ ভেংচি মেরে পোজ দেয়, যেটা আর কোথাও দেখানো যায় না।
তবে গত একুশে ফেব্রুয়ারীতে ও ওর ১ + বছরের ছোট ভাইটাকে নিয়ে আমাদের এলাকার স্কুলটির শহীদ মিনারে গিয়েছিল। সেটার দুটো ছবি দিচ্ছি। ও কিন্তু ওর ছোট ভাইটাকে ভীষণ, ভীষণ আদর করে।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

খায়রুল আহসান বলেছেন:

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫০

খায়রুল আহসান বলেছেন:

৭| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

৮| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
হাহাহা ----যাক আবার প্রমান হলো পেন ইজ মাইটার দ্যান সোর্ড (এখানে ব্লগারদের আপনার পোস্টে করা দাবি দাওয়া অর্থে পড়তে হবে) । এইতো অনেক মজার কবিতা হয়েছে । যাক মনের আকাশের কালো মেঘ কাটলো কিছুটা তাহলে আপনার ? কবিতা পড়ে আমাদেরতো (দাবি দাওয়া জানানো আমরা ক'জন ) অবশ্যই। শায়মার দাবি দাওয়ার পক্ষে জোরালো সমর্থম জানানো থাকলো ।
ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: শায়মার দাবি দাওয়ার পক্ষে জোরালো সমর্থম জানানো থাকলো - মূল দাবী উল্থাপনকারী এবং জোরালো সমর্থনকারীর সম্মানে কয়েকটি ছবি প্রতিমন্তব্যে সংযোজন করলাম। :)
পোস্ট পাঠ এবং আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৯| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:৩০

মা.হাসান বলেছেন: আপনার নাতনির বয়স মনে হয় চার বছরের মতো হলো। তাকে নিয়েই লেখা? নাকি ২য় জন?
আল্লাহ আপনার পরিবারে বরকত বৃদ্ধ করে দিন ।

অদ্ভুত এই যে মানুষের প্রথম জীবন সম্পর্কে যে কথা গুলো সত্য , শেষ জীবন সম্পর্কেও ঠিক একই কথা বলা যায়।

০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ওরা আমার নাতনি ও নাতি। নাতনি'র বয়স ছয় বছর এখন।
দাঁত ওঠা ও পড়া মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

১০| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ২:০৬

সোহানী বলেছেন: কত নাম্বার নাতনীকে নিয়ে লিখা B-))

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: নাতনি তো ঐ একটাই, নাতিও একটাই! :)
ওরাই এখন আমাকে ব্যস্ত রাখছে।

১১| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৮:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



ছড়া কবিতার দুর্দিন কাটছে মনে হচ্ছে ।

ফোকলা বুড়িকে নিয়ে মসকরা!
মঝাটা টের পাওয়া যাবে
যখন সে তেড়ে উঠে বলবে-

কটা দাঁত ফোকলা বলে
হেঁসে তোমার দাঁত দেখাও।
সামনে তোমার কোদাল দাত
তার পাশেরটাও ত্যারা ব্যাকা।
এক্যাব্যাকা দাঁত দিয়ে তাই
করছ তুমি এতো বড়াই।
ফোকলা দাঁতেও কম যাইনা
আমি কি তাই কারো ডরাই?
আমার দাঁত ফোকলা হলেও
নিজে নিজেই গড়তে পারে,
তোমার মতো ব্যাকা না
এদিক সেদিক নড়ে না ।
একটা দাত গেলে পরে
ফোকলা থাকবে জনম ভরে
খিলিপান খাওয়া ভুলে যাবে
হাম্মান দিস্তায় গুড়িয়ে খাবে ।

শুভ কামনা রইল

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, খুব ভাল বলেছেন আলি ভাই!
ভাগ্যিস বুড়িটা পাল্টা দাদার দাঁতের হিসেব নেয় নি! :)

১২| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:০৫

করুণাধারা বলেছেন: ফোকলা বুড়ির এখন বড় দুশ্চিন্তায় সময় কাটছে- দাঁতগুলো আগের মতো হবে তো!! ফোকলা বুড়ির জন্য শুভকামনা।

বুড়ির এই দুশ্চিন্তা ভোলাতে টুথ ফেয়ারী কী উপহার দিল জানতে ইচ্ছা করছে। আজকাল বাচ্চারা কী উপহার পেলে খুশি হয় জানিনা!

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: ফোকলা বুড়ির এখন বড় দুশ্চিন্তায় সময় কাটছে - ফোকলা বুড়ীর ওসব কোন দুশ্চিন্তা নেই!
"আজকাল বাচ্চারা কী উপহার পেলে খুশি হয় জানিনা!" - ও আপাততঃ চকোলেট, চিপস আর ডল পেলেই খুশি হয়।
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে প্রাণিত।

১৩| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ফোকলা বুড়ির জন্য আদর শুভ কামনা।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার এই মমতাময়, স্নেহমাখা আদর ও শুভকামনার জন্য।
প্লাসে অনুপ্রাণিত।

১৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:২৪

শায়মা বলেছেন: ভাইয়া ছবি দেখে বুঝা গেলো কাউকে আর বলে দিতে হবে না সে যে তোমার নাতনী!!!!!! এক্কেবারেই তোমার মত ভাইয়ামনি!!!

০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: বাহ, তাই নাকি? কথাটা জেনে ভাল লাগলো, খুশি হ'লাম।

১৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:২৬

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া আবারও ছবিগুলো দেখলাম। ভাইটার পায়ে ঘাস লেগেছে তাই ওমন এক পা উপরে তুলে ...... হা হা হা এমনই হয় ........

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: ভিডিওটা বেশ মজার! ধন্যবাদ।
ব্যাপারটা আসলে তাই ছিল, ঘাসের জন্যই সে একটু আনকম্ফোর্টেবল ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.