নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
(১)
জ্বলছে চিতা, ভরছে ক্ববর,
এক এক করে, রাত দিনভর,
বেসামাল দেশ
শান্তি নিঃশেষ,
ভাগ্যের উপর মানুষ নির্ভর।
(২)
নাক দিয়ে টান দেয়া, এটুকুই কাজ,
বায়ুতে করছে যে অক্সিজেন বিরাজ,
সেটাই চলে যায়
ফুসুফুসের খাঁচায়
সে টানটুকু দিতেও, নাকটা নারাজ!
(৩)
করোনার দংশনে যারা মারা যায়,
তাদের পরিজনরা হায় কত অসহায়,
কেউ লাশ ছোঁবে না
গোসলটাও দেবে না
জানাযায় আসা লোক হাতে গোনা যায়!
ঢাকা
০৬ মে ২০২১
০৭ ই মে, ২০২১ সকাল ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: অবশ্যই, ধন্যবাদ।
২| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২৯
স্বর্ণবন্ধন বলেছেন: সুন্দর লিখেছেন।
০৭ ই মে, ২০২১ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
৩| ০৬ ই মে, ২০২১ রাত ১০:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
এখন মনে হচ্ছে আমাদের আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। আমরা সত্যিকার অর্থে ক্রান্তিকালে চলে এসেছি। ছোট্ট কবিতা কিন্তু ব্যাখ্যা অনেক বড় হতে পারে।
০৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: করোনা বিশ্বমানবতার প্রতি একটি অভিসম্পাত হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করি। আমার ধারণা, এ রোগ সম্পর্কে আরও অনেক নিগূঢ় তথ্য আমরা এখনো জানতে পারিনি। যেদিন জানবো, সেদিন বিস্ময়ের শেষ থাকবে না।
ছবিটা সুন্দর। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০৬ ই মে, ২০২১ রাত ১১:১৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: পৃথিবী থেকে কোভিড দূর হোক।
০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: পৃথিবী থেকে কোভিড দূর হোক - সবাই সেটা চাচ্ছে, কিন্তু মনে হয় না সেটা শীঘ্রই দূর হবে। আর আমাদের দেশে তো আমরা সেটাকে দাওয়াত করে নিয়ে আসি!
৫| ০৭ ই মে, ২০২১ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: করোনা আমি খুবই ভয় পাই। বাইরে যাওয়া কমিয়ে দিয়েছি।
০৭ ই মে, ২০২১ বিকাল ৩:২২
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক কাজটিই করেছেন। করোনাকে ভয় পাওয়াই উচিত।
৬| ০৭ ই মে, ২০২১ রাত ১২:১০
ঢুকিচেপা বলেছেন: “জানাযায় আসা লোক হাতে গোনা যায়!”
আহা শেষ লাইনটা কত নির্মম বাস্তবতা।
০৭ ই মে, ২০২১ রাত ৯:১০
খায়রুল আহসান বলেছেন: আমার একদম নিকটাত্মীয় দু'জনের জানাযায় যেতে পারিনি। ঘনিষ্ঠ একজন বন্ধুর এবং অপর একজন বন্ধুর স্ত্রীর জানাযায় যেতে পারিনি। এনারা সবাই করোনার শিকার হয়েছিলেন।
করোনায় মারা যাওয়া রোগীদের দাফন নিয়ে পরিজনদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। সব কবরস্থানে করোনায় নিহত ব্যক্তির লাশ দাফন করা যায় না।
কবিতা থেকে লাইনটি উদ্ধৃত করার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৭| ০৭ ই মে, ২০২১ সকাল ৯:২০
কালো যাদুকর বলেছেন: করোনা বড় ভয়ংকর ৷ আসলে অতি ক্ষুদ্র ঔ ভাইরাস মানুষের থেকেও অনেক শক্তিশালী ৷ এখন পর্যন্ত এটাই প্রমানিত হয়েছে।তবুও আমাদের নেই অহংকারের সীমানা I করোনা হয়ত সেটাই আঙ্গুল তুলে দেখিয়ে দিল ৷
০৭ ই মে, ২০২১ রাত ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক বলেছেন। কবিতা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করে যাবার জন্য ধন্যবাদ।
৮| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
আল্লার রহমতে মানুষ অচিরেই করোনাজয়ী হবে । সেদিন বেশি দুরে নয় ।
বাংলাদেশে করোনা থেকে বেশী মানুষ মরে ভেজাল অষুধ , ভেজাল খাবার
সড়ক দুঘর্টনায় আর আত্মহত্যায় । এ দিক গুলিতেও নজর দেয়া প্রয়োজন ।
সামপ্রতিক পরিসংখ্যান বলে উন্নত দেশগুলি করোনার হ্রাস টেনে ধরতে
পেরেছে বেশ সাফল্যের সাথে । তবে ইদানিং একটি বিশেষ প্রবনতা
দেখা দিচ্ছে উন্নত দেশগুলিতে । তারা প্রায়ই সংবাদ প্রকাশ করছে যে
তৃতীয় বিশ্ব হতে তাদের দেশে আগত মানুষদের মাঝে করোনার নতুন
নতুন ভেরিয়েন্ট ধরা পরেছে এবং এসমস্ত নতুন ভেরিয়েন্টের করোনা
ভাইরাস নাকি তৃতীয় বিশ্বের দেশ গুলিতেই বিস্তার পাচ্ছে । তাই তারা
তৃতীয় বিশ্বের অনেক দেশকেই যাতায়াতের জন্য রেড লিষ্টেড করে
রেখেছে । অথচ নীজেরা থাকছে গ্রীণ তালিকাভুক্ত । করোনার ভেকসিন
সরবরাহ নিয়েও বানিজ্যকরনে বিবিধ ধরনের মাফিয়া কার্যকলাপের সৃস্টি
ও ইন্ধন দিয়ে যাচ্ছে । করোনার কারণে ভেকসিন বানিজ্য ও বিবিধ ধরনের
অর্থনৈতিক কর্মকান্ডের কৃত্তিম বৈকুল্য সৃজন ও ততা বজায় রাখার মাধ্যমে
বিশ্বের গবীরমানুষদেরকে পিষে মারার কায়দা কানুন তৈরী হবে সুকৌশলে ।
লক্ষ করা যাচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিপি করোনার নাম ধরে তৃতীয় বিশ্বকে বিবিধ
গোপন শর্তে ঋণ দিয়ে যাচ্ছে দেদারসে। আর তাতে আমরা স্বস্তির ঢেকুর ছাড়ছি।
এ ঋণের অর্থের মুল মালিক উন্নত বিশ্বের কতিপয় দেশগুলি,বিশ্ব ব্যাংক হলো
তাদের সুদি দাদন ব্যবসার একটি বাহন মাত্র।
বছর কয়েক বাদেই সুদ সমেত ঋণের অর্থ পরিশোধের জন্য তৃতীয় বিশ্বের
দরিদ্র দেশ গুলির কষ্টার্জিত বিদেশী মুদ্রা সহ জিডিপির সিংহভাগ অর্থ ব্যয়
হয়ে যাবে । মাথাপিছু ঋণের বোজা হবে পাহাড় সমান ।তৃতীয় বিশ্বের দেশগুলির
মাথা তলে দাঁড়াবার পথ হবে রোদ্ধ ।
এমতাবস্থায় করোনার দীর্ঘ মেয়াদি মারাত্মক অর্থনৈতিক প্রভাব ও পরিনতি
এড়ানোর জন্য আমাদের নিজস্ব সম্পদ ও সামর্থ নিয়েই ঝাপিয়ে পড়তে
হবে এখনি । করোনা ভাইরাসের সংক্রমন রোধে বিশ্ব স্বাস্থ সংস্থা নির্ধারিত
প্রতিরোধমুলক ব্যবস্থা ও জন সচেনতা সে সাথে করোনার টিকা সহজলভ্য
করে অচিরেই সকলকে টিকার দুটি ডোজ দেয়ার বিষয়ে দুর্বার দাবী জাগিয়ে
জাগিয়ে তুলতে হবে জনতার মাঝে ।
করোনারোধি স্বাস্থ্যবিধি বিধান পালন করে এবং এ উদ্ধেশ্য এখন পর্যন্ত
উদ্ভাবিত চিকিতসা পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি পরম করোনাময়ের
কাছে সকলের আকুল প্রার্থনাও জানাতে হবে । পরম করুনাময়ের অসাধ্য
কিছু নেই , তিনিই আখেরে রক্ষা করবেন আমাদেরে ।
ভাল থাকার শুভ কামনা রইল
০৮ ই মে, ২০২১ সকাল ১০:১০
খায়রুল আহসান বলেছেন: "বাংলাদেশে করোনা থেকে বেশী মানুষ মরে ভেজাল অষুধ , ভেজাল খাবার সড়ক দুঘর্টনায় আর আত্মহত্যায় । এ দিক গুলিতেও নজর দেয়া প্রয়োজন" - একেবারে খাঁটি কথা, এর সাথে নৌ দুঘর্টনার কথাটাও যোগ করা যেতে পারে।
করোনার কারণে তৃতীয় বিশ্বের নাগরিকদের নতুন করে বৈষম্যের শিকার হতে পারে। ভ্রমণ, ব্যবসা, ইত্যাদি ক্ষেত্রে কোন না কোন আবরণে নতুন নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
বিশ্লেষণী মন্তব্যটির জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৯| ০৭ ই মে, ২০২১ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
লিমেরিক হলেও মর্মান্তিক। সবটা মিলিয়ে বেদনাদায়ক বাস্তব।
এক মৃত্যুপুরীতে এখন আমাদের বসবাস। অথচ এতো এতো মৃত্যু দেখেও আমাদের কোনও হুশ নেই। অক্সিজেন .. অক্সিজেন করে সারা বিশ্বের মানুষ যেখানে হায় হায় করছে সেখানে আমরা অক্সিজেনের জোগানদাতা গাছগুলোকে নিধন করে চলেছি অবলীলায়! কী বিচিত্র একটি দেশ!
লাইকড......
০৮ ই মে, ২০২১ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: "অক্সিজেন .. অক্সিজেন করে সারা বিশ্বের মানুষ যেখানে হায় হায় করছে সেখানে আমরা অক্সিজেনের জোগানদাতা গাছগুলোকে নিধন করে চলেছি অবলীলায়! কী বিচিত্র একটি দেশ!" - অত্যন্ত মর্মাহত এবং সেই সাথে বিক্ষুব্ধ হয়েছি এ দুঃসংবাদটার কথা জেনে। প্রকৃতির প্রতি নির্মমতার প্রতিশোধ প্রকৃতি একদিন তার নিজস্ব উপায়ে নেবে ঠিকই।
মন্তব্য এবং 'লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও প্রাণিত হ'লাম।
১০| ০৮ ই মে, ২০২১ রাত ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী কবিতা ।
০৮ ই মে, ২০২১ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখে প্রীত হ'লাম।
১১| ১২ ই মে, ২০২১ রাত ১১:৩৬
সোহানী বলেছেন: আমিতো ভয়েই আছি, এ যে ঈদে সব বাড়ি ছুটলো। এর পরবর্তীতে কি হবে? ভারতের পর নেপাল... এরপর কে? আমরা কি পারবো বাঁচতে?
১৩ ই মে, ২০২১ দুপুর ১২:৩৩
খায়রুল আহসান বলেছেন: "আমরা কি পারবো বাঁচতে?" - ভারতীয় ভ্যারিয়েন্টটা এদেশে পাখা ছড়ালে সবকিছু ছারখার করে যাবে বলে আশঙ্কা করছি। সেটা হতে পারে এ দেশের ইতিহাসে এক অন্যতম বড় বিপর্যয়।
১২| ১৩ ই মে, ২০২১ দুপুর ১:৫৭
নির্জন অঙ্কন বলেছেন: অসাধারণ
১৩ ই মে, ২০২১ রাত ৮:৩০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম।
১৩| ১৪ ই মে, ২০২১ রাত ২:২২
ডঃ এম এ আলী বলেছেন:
১৪ ই মে, ২০২১ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী ভাই। আপনাকেও পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানাচ্ছি।
১৪| ২৪ শে মে, ২০২১ রাত ১১:৩১
শোভন শামস বলেছেন: অপূর্ব কবিতা, সুন্দর শব্দের মালায় গাঁথা সাবলীল প্রকাশ
২৪ শে মে, ২০২১ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি প্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, শোভন শামস।
প্লাসেও প্রীত হ'লাম।
১৫| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:২৪
হাবিব বলেছেন: কি আর করার আছে
সবাই আমাদের হাতের কামাই।
আমরা শুদ্ধ হলেই মহামারী দূর হবে।
০৮ ই জুন, ২০২১ রাত ১১:১১
খায়রুল আহসান বলেছেন: বহুদিন পর আজ আবার আপনাকে ব্লগে দেখে প্রীত হ'লাম। পুনঃপ্রত্যাবর্তনে সুস্বাগতম!
"আমরা শুদ্ধ হলেই মহামারী দূর হবে" - কিন্তু আমাদের শুদ্ধ হবার কোনই লক্ষণ দেখছি না যে!
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২২
জটিল ভাই বলেছেন: আল্লাহ্ সহায় হোন....