নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অভিলাষ

২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৫

আমি নির্বোধ, চিন্তা শক্তি বেশি নাই,
আমি শুধু একটা সীমান্তহীন বিশ্ব চাই।
যারা চায় বিভক্ত বিশ্ব আর বাধার প্রাচীর,
আমি মোটেও তাদের দলে নই।
আমি চাই বন্ধনহীন স্বাধীনতা, যেমন আছে
আকাশচারী মুক্ত পাখির।

আমি চাই নদী হয়ে বয়ে যেতে দূরে,
বাধা এলে বাঁক নিয়ে ইচ্ছেমত ঘুরে,
তীব্র স্রোতস্বিনীর ন্যায় দু’কূল ভেঙে
যথেচ্ছা এগিয়ে যাবো তরঙ্গে তরঙ্গে।

সূর্যের আলো যেভাবে করে না বাছবিচার,
আনাচে কানাচে ছড়িয়ে পড়ে হটায় অন্ধকার,
আমিও চাই তেমনি করে হাওয়ায় ভেসে ভেসে
ছড়িয়ে যাবো দূর নিকটের দেশে দেশে
শুনিয়ে যাবো মেঘ পাখিদের গান,
বিভক্তি আর বৈষম্য থেকে আনবো পরিত্রাণ।


ঢাকা
২০ অগাস্ট ২০২১

মন্তব্য ৩৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



মানুষে মানুষে দুর্ত্ব কমে আসবে; তবে, অনেক সময়ের দরকার হবে। আজকের মানুষের বিভক্তির কারণ গুলো হচ্ছে: শিক্ষা, জীবনদর্শন, ধর্ম, কালচার, অর্থনীতি।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাবনাগুলো অনেকাংশে ঠিক আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

মেহেদি_হাসান. বলেছেন: খু্ব সুন্দর কবিতা স্যার

২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম।

৩| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: সীমান্ত বিহীন বিশ্ব আমিও চাই।
বিভক্ত, বৈষম্য মুক্ত হোক পৃথিবী।
প্রতিটি মানুষের জীবন হোক স্বচ্ছ সুন্দর নির্মল। সবাই ফুল হয়ে ফুটুক। উড়ে বেড়াক পাখির মত তাল মিলিয়ে নদীর স্রোতে ভেসে ।


চমৎকার কবিতা।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এ চমৎকার অভিলাষগুলোর কথা এখানে বলে যাবার জন্য অনেক ধন্যবাদ। খুব সুন্দর আপনার এ অভিলাষগুলোও।
প্রথম 'লাইক'টি অনেক অনুপ্রাণিত করে গেল।
শুভকামনা-----

৪| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সীমান্তহীন বিশ্ব হলে সারা বিশ্বে গৃহ যুদ্ধ লেগে যাবে। জাতিতে জাতিতে হাঙ্গামা দাঙ্গামা বাড়বে। সীমান্তহীন বিশ্ব তখনি হওয়া সম্ভব যখন পৃথিবী আবার পাথুরে যুগে চলে যাবে।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৩

খায়রুল আহসান বলেছেন: সেটাও একটা সম্ভাবনা বৈকি!
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে। আপনার অভিলাষ অনুযায়ী সত্যিই যদি বিশ্বটা সিমান্তহীন হতো, তবে কতই না ভালো হতো। এখন শুধু কিছু ধনী দেশ বলতে গেলে সীমান্তহীন হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দিলে মানবতার জয় হতো। নিপীড়িত আফগানিদের বিশ্বের খুব কম দেশই নিতে চাচ্ছে। কিন্তু মানবতার দাবিতে ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত ছিল সামর্থ্যবান দেশগুলির।

আপনার উপমাগুলি ভালো লেগেছে। আপনি স্বাধীনতার সাথে উড়ে চলা পাখি, নদীর স্রোত আর সূর্যের আলোর তুলনা করেছেন। আমাদের মন এদের মতো বাঁধাহীন হতে চায়।

আপনার অভিলাষের মধ্যে আছে বিভক্তি আর বৈষম্য থেকে পরিত্রাণের প্রচেষ্টা। আপনার কবিতা পড়তে গিয়ে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা 'প্রার্থনা' র প্রথম চারটি চরণ মনে এলো। আমরা স্কুলে এই কবিতা পড়েছি।

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,


আমরা তো গৃহের প্রাচীর দিয়ে এই বসুধাকে খণ্ড আর ক্ষুদ্র করে রেখেছি। এটাতো আমাদের মানসিক দীনতার বহিঃপ্রকাশ কবিগুরুর কবিতার এই অংশের মর্মার্থের সাথে আপনার কবিতার মর্মার্থে আমি মিল খুঁজে পাই। কবি করেছেন প্রার্থনা আর আপনার ক্ষেত্রে এটা আপনার একটা অভিলাষ। আমি এই রকম যে কোন কল্যাণকর অভিলাষের সাথে আছি, সেটা পূরণ হোক বা না হোক সেটা বিবেচ্য না।

২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: "কিছু শর্ত সাপেক্ষে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দিলে মানবতার জয় হতো" - দুঃখের বিষয় যে মানবই মানবতার সবচেয়ে বড় শত্রু।

আমার কবিতা পড়ে কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা 'প্রার্থনা' র প্রথম চারটি চরণ উদ্ধৃত করার জন্য ধন্যবাদ। উদ্ধৃত কবিতাংশের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলা আপনার কথাগুলো খুব ভালো লাগল।

"আমি এই রকম যে কোন কল্যাণকর অভিলাষের সাথে আছি, সেটা পূরণ হোক বা না হোক সেটা বিবেচ্য না" - অনেক ধন্যবাদ এমন দৃঢ় সমর্থন ব্যক্ত করার জন্য। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।

৬| ২০ শে আগস্ট, ২০২১ রাত ৮:০০

জুন বলেছেন: আপনার মনের কথাগুলো আমারও মনের কথা। আমরাই গোটা বিশ্বকে ভাগ করে রেখেছি ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে। আপনার অভিলাষ অনুযায়ী বিশ্ব হলে কোন হানাহানি মারামারি থাকতো না হয় তো।
অনেক অনেক ভালোলাগা রইলো।
+

২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: খুব খুশি হ'লাম আপনার মন্তব্যে।
কবিতার বক্তব্যকে একই চোখে দেখেছেন (see eye to eye) জেনে অনুপ্রাণিত হ'লাম। প্লাসেও।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৭| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৮| ২১ শে আগস্ট, ২০২১ রাত ২:১৪

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম।
শুভকামনা....

৯| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতায় অভিলাস , মনের যত ইচ্ছা তা ব্যক্ত হয়েছে উপমা সহকারে । সুর্য আর নদীর মত
ততটা উদার কি হওয়া যাবে কোন কালে । সে জন্য সকলের মন মানসিকতা,শিক্ষা , ধর্ম
জীবনদর্শন, কালচার, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে হবে । ভেঙ্গে
দিতে হবে সীমাবদ্ধতা । উন্মোক্ত করে দিতে হবে সীমান্ত । ভিসামুক্ত পৃথিবী এখন
সময়ের দাবী ।

এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ
‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ প্রতিবছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা তৈরি করে।
আর পাসপোর্ট ইনডেক্স ২০২০-এর তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ৯৮তম।

সংস্থাটি বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের মাত্র ৪১টি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল
ভিসা নিয়ে প্রবেশ করা যাবে। দেশগুলি হলো।
এশিয়া মহাদেশের ৬টি দেশ যথা-
ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।
আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ যথা -
কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া,
মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ যথা -
কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ যথা-
বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত,
সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

আমেরিকার মাত্র একটি দেশ সেটা হল- বলিভিয়া।

দেশগুলির নামের দিকে তাকালে বুঝা যায় কাদের সাথে কাদের মৈত্রী ও বন্দনহীন সীমান্ত ।
আন্দোলনটা তাই নীচ হতেই শুরু হতে হবে । এ তালিকা বাড়াতে বাড়াতে তাদের কে করতে হবে এ
তালিকায় যুক্ত যারা নীজ দেশের দরজা জানালা করে রেখেছে বন্ধ । হয় তাদেরকে তাদের নীজ ঘরের
দরজা জানালা খুলে দিতে হবে, না হয়তো কালের আবর্তে রেশম গুটির পোকার মত তাদেরকে নীজের
তৈরী করা জালের ঘরে বদ্ধ হয়ে থাকতে হবে , রেশম গুটি কেটে খূব কম মথই বেড়িযে আসতে পারে ।
বেশীরভাগই মথই গরম পানিতে নীজকে চুবিয়ে রেশমী সুতা হয়ে দামী রেশমী শাড়ি বা বস্ত্ হয়ে জড়িয়ে
থাকে সমাজের কিছু বিত্তবানদের গায়ে শুধু সৌন্দর্যের প্রতিক হয়ে । তাই নীজেদেরকে সারা জগত হতে
দুরে সড়িয়ে রেখে উন্নয়ন ও সৌন্দর্য আর বিত্ত ভৈববের পাহাড় গড়ায় যারা আজ মত্ত তাদের গতি কি হবে
প্রকৃতিই বিবিধভাবে তার ঈঙ্গিত দিয়ে যাচ্ছে ।

শিক্ষা নিতে হবে সকলকে , সকলের জন্য দ্বার অবারিত করে ভিসামুক্ত পৃথিবী গড়তে হবে ।
হিংসা বিদ্বেস, হানা হানি , মারা মারি কাটা কাটি , শোষন বঞ্চনা, দখল ভুলে গিয়ে সকলে
একসাথে শান্তিপুর্ণভাবে বসবাস করে এই পৃথিবীর প্রতিটি প্রান্তেই স্বর্গসুখের আবহ সৃজন
করতে হবে । চাই শুধু সকলের সদিচ্ছা ও তা বাস্তবায়নের অদম্য স্পৃহা ।

কবিতায় সুন্দর অভিলাস প্রকাশের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২২ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: "ভিসামুক্ত পৃথিবী এখন সময়ের দাবী" - দিনে দিনে সোচ্চার হয়ে উঠুক এ দাবী, এবং কালক্রমে একদিন বাস্তবায়নও হোক!

রেশম গুটির পোকার সাথে প্রাচীর ও কাঁটাতারপন্থীদের তুলনাটা চমৎকার হয়েছে। +

তথ্যপূর্ণ, উদাহরণসমৃদ্ধ, দীর্ঘ এ মন্তব্যটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১০| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০৮

হাবিব বলেছেন: পূর্ণতা পাক সকল অভিলাষ

২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: "পূর্ণতা পাক সকল অভিলাষ" - অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।

১১| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৯

তারেক ফাহিম বলেছেন: চাঁদ সূর্য এক পৃথিবি কেন অবরুদ্ধ!

পাঠে মুগ্ধতা।

২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: "পৃথিবি কেন অবরুদ্ধ!" - সেটাই তো প্রশ্ন, এবং সেখানেই আপত্তি!
মুগ্ধপাঠের কারণে প্রীত ও প্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: কতই না সহজ কথামালা অথচ তার ব্যপ্তি সসীম থেকে অসীমের প্রান্তে বিস্তৃত। যদি পূর্ণতা পেত কবি মনের এই আকুতি তাহলে কতই না ভালো হতো। স্বার্থান্বেষী, দলাদলি, পঙ্কিলতার নিমজ্জিত সমাজে হৃদয় বেদনাবিধুর হলেও এর হাত থেকে নিস্তার নেই। জীবন নদীতে তাই গা এলিয়ে দেওয়া ছাড়া অন্য কোন উপায় নাই।

চমৎকার কাব্যে ভালোলাগা রইলো।++
ডক্টর আলী ভাইয়ের প্রলম্বিত মন্তব্যে ভালোলাগা ।

শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: "স্বার্থান্বেষী, দলাদলি, পঙ্কিলতার নিমজ্জিত সমাজে হৃদয় বেদনাবিধুর হলেও এর হাত থেকে নিস্তার নেই। জীবন নদীতে তাই গা এলিয়ে দেওয়া ছাড়া অন্য কোন উপায় নাই" - এমন উপলব্ধিতে আসে শুধুই দীর্ঘশ্বাস!

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২১

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন খায়রুল আহসান ভাই। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সংবেদনশীল মানুষের চাওয়া এটাই। এত যুদ্ধ বিগ্রহ সত্যি ভালো লাগেনা৷
ভালো থাকবেন।

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: "আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সংবেদনশীল মানুষের চাওয়া এটাই। এত যুদ্ধ বিগ্রহ সত্যি ভালো লাগেনা" - ধন্যবাদ উম্মে সায়মা, অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত।

আশাকরি ভালো আছেন, সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা---

১৪| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



পৃথিবী সুন্দর হোক, বেজে উঠুক মানবতার জয়গান - এমন ইচ্ছে তো মনের মাঝে পাখির মতো উড়ে উড়ে বেড়ায় ! নদীর মতো বাঁক নিয়ে নিয়ে ফেরে।
কিন্তু সে ইচ্ছে পাখিরা ডানা ভেঙে পড়ে থাকে কর্দমাক্ত মাটিতে, নদী শুকিয়ে চরা পড়ে যায়।
তারপরেও আপনার অভিলাষকে স্বাগত জানাতেই হয়।
সুন্দর হয়েছে কবিতা।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: "পৃথিবী সুন্দর হোক, বেজে উঠুক মানবতার জয়গান - এমন ইচ্ছে তো মনের মাঝে পাখির মতো উড়ে উড়ে বেড়ায় ! নদীর মতো বাঁক নিয়ে নিয়ে ফেরে" - খুবই চমৎকার বলেছেন এ কথাগুলো! একেবারে আমার মনের কথা!

কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১৫| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৫৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খাইরুল আহসান,



খুব সুন্দর কবিতা যেন মনের কথা!! পোস্টে ১২ তম লাইক+++

একটি সীমাহীন বিশ্ব এবং বৈষম্য ও বিভক্তি মুক্ত পৃথিবী গড়তে প্রশস্ত মন দরকার আমি মনে করি। প্রশস্ত মনের অধিকারী তার আপন ছন্দে নেচে ওঠে প্রাণের উল্লাসে বাঁচিয়ে রাখে চারপাশ। প্রশস্ত মন অনেকটা নদীর মতো যেদিক দিয়ে বয়ে যায় সেদিকে সজীবতা ছড়ায়।
এমন প্রাণবন্ত এবং সজীব প্রাণের শুভ কামনায়,

- দেয়ালিকা বিপাশা

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জনেক ধন্যবাদ। প্রাণবন্ত মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

(আমার নামের সঠিক বানানঃ খায়রুল আহসান)

১৬| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার,




টাইপিং এর ফলে নামের ভুল বানানের জন্য দুঃখিত।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: ভাবলাম, ভুলটা না ধরিয়ে দিলে হয়তো এটা হতেই থাকবে, তাই কথাটা হাল্কা করে ব্রাকেটের মধ্যে বলেছিলাম। আরও দুই একজন ব্লগার এর আগে আমার নামটা নিয়ে এ ভুলটা করতেন। তাদেরকে ভুলটা ধরিয়ে দেয়ার পর এখন আর তাদের ভুল হয় না।

ভালো থাকুন, শুভকামনা.....

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:১৭

সোহানী বলেছেন: আপনার ইচ্ছে ঘুরিটা একদিন ধরা দিক, সেই প্রত্যাশায়।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রত্যাশাটা পূরণ হোক, আমারটাও!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা মাশাআল্লাহ

০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.