নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দুটো পথ

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৭

প্রতিদিন আমরা দুটো পথ হাঁটি।
প্রথম পথটি হেঁটেও হাঁটা যায়,
আবার না হেঁটেও,
এর নাম ‘পৃথিবীর পথ হাঁটা’।
এ পথে কখনও সোজা পথে হাঁটি,
আবার কখনও আঁকাবাঁকা পথে।
কখনও চড়াই উৎরাই পেরিয়ে
পদব্রজে, আবার কখনও বাহনে,
উড্ডয়নে অথবা ভাসমান, চলমান,
দোদুল্যমান জলযানে, সন্তরণে।
ঘর থেকে এ পথের শুরু হয়,
জলে স্থলে অথবা অন্তরীক্ষে হেঁটে
আবার দিনশেষে ঘরেই ফেরা হয়।

আমাদের অপর হাঁটা পথটি
এ পথের মত নয়।
এটি একটি একমুখি, সরলরৈখিক পথ।
এ পথে কোন বাঁক নেই, বিরাম নেই।
নিদ্রায়, জাগরণে, কর্মে ও বিশ্রামে,
এ পথ বেয়ে নিরন্তর আমরা হেঁটে চলি,
চলতেই থাকি....
ইচ্ছে হলেও, না হলেও।
এ পথে পিছু ফিরে তাকানো যায়,
তবে পিছু ফিরে আসা যায় না।
এ পথের শুরু এক অন্ধকার জঠর থেকে,
শেষ হয় আরেক অন্ধকার বিবরে।
শুরুটা হয় সরবে, শেষটা নীরবে!


ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২১

মন্তব্য ৩৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

হাবিব বলেছেন: এই দুটি পথে হেঁটে বেড়ানোর ফসল আমরা ভোগ করি। কেউ সুখী হই কেউ দু:খী। সুন্দর কবিতায় ++

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক বলেছেন, কেউ সুখী হই কেউ দু:খী

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



প্রানী জগতে সবকিছুর শুরু ও শেষ আছে।

০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: "প্রানী জগতে সবকিছুর শুরু ও শেষ আছে" - সত্য কথা।

কবিতায় আমি বলতে চেয়েছি, মানুষ হিসেবে আমরা একই সাথে দুটো পথ হেঁটে থাকি। একটা 'পৃথিবীর পথ' (জীবনানন্দের ভাষায়), আরেকটা 'জীবন-পথ'। প্রথমটা বহুমাত্রিক, এ পথে যেদিকে খুশি সেদিকেই হাঁটা যায়, আবার ফিরেও আসা যায়। পরেরটা একমাত্রিক, এ পথচলা শুরু হবার পর শুধু সামনেই এগিয়েই চলে, এ পথে ফিরে আসার কোনই উপায় নেই। ইচ্ছে না থাকলেও এ পথচলা চলতেই থাকে, একসময়ে দেহ নিথর, নিস্পন্দ হয়ে গেলেই তবে এ পথচলার নীরব সমাপ্তি ঘটে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ভাবনা।দুটো পথে আমরা দুইভাবে হেঁটে চলেছি। স্বতন্ত্র হলেও সাংঘর্ষিক নয়। এই পথ কারো কাছে মধুময় হয়ে জীবন হয়ে ওঠে গদ্যময়।কারো বা জীবন্মৃতের‌ অবস্থা। জন্ম-মৃত্যুর শাশ্বত নিয়মের কথা মাথায় রেখেও বলবো জীবন হয়ে উঠুক সুখানুভূতিতে পরিপূর্ণ।
পোস্টে ভালোলাগা রইলো।

শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

০১ লা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: "জন্ম-মৃত্যুর শাশ্বত নিয়মের কথা মাথায় রেখেও বলবো জীবন হয়ে উঠুক সুখানুভূতিতে পরিপূর্ণ" - কবিতা পাঠের পর এমন সুন্দর একটি মন্তব্য এখানে রেখে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। আমরা সবাই জীবনপুরের পথিক। জীবন নদীর স্রোতের মত। এই প্রসঙ্গে হেমন্তের একটা প্রিয় গান মনে পড়ে গেলো।

জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়েচড়ে
আমার তাসের ঘরের বসতি হে ওমনি ভেঙ্গে পড়ে রে
তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার
বন্ধু রে, তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার
আমি কোথাও আমার মনের খবর পেলাম না
মন চলে আগে আগে, আমি পরে রই
বন্ধু, মন চলে আগে আগে আমি পরে রই
সোনার পিঞ্জর দিলাম, বাঁধে বাসা কই
পাখি বাঁধে বাসা কই
অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি
বন্ধু রে, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি
তবু কোথাও আমার মনের খবর পেলাম না
জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না

০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: হেমন্তের গানটা এখানে সম্পূর্ণ তুলে দেয়ার জন্য ধন্যবাদ। আসলেই আমরা সবাই 'জীবনপুরের পথিক'। পথ চলতে চলতে একে অপরের সাথে পরিচিত হই, আবার পথ চলতে চলতেই একদিন হারিয়ে যাই।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৩

জুল ভার্ন বলেছেন: শুরুটাও কষ্টের, শেষটাও কষ্টের।
শুরুটা কান্নার, শেষটাও কান্নার।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন, ধন্যবাদ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: চমৎকার একটা কবিতা পাঠ করলাম।
কবিতার সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ছবি দিলে আরো মনোরম লাগতো।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: এ কবিতার সাথে কী ছবি দেয়া যায়, তা ভেবে পেলাম না, খুঁজেও পেলাম না।
মন্তব্যে প্রীত হ'লাম।

৭| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ও সুশীল একটা কবিতা

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্য এবং প্রশংসার জন্য ধন্যবাদ।

৮| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০২ রা অক্টোবর, ২০২১ ভোর ৬:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৯| ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:



ছোট গোছানো সুন্দর লেখা ।
একটি জীবন চলার পথ ।
We can mend it the way we want.

Another path is time to ultimate destination.
It goes in its own way.
No one can change or control it.

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনার উপলব্ধি ঠিক আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
"ছোট গোছানো সুন্দর লেখা" - অনুপ্রাণিত হ'লাম। প্লাসেও।
আশাকরি ভালো আছেন। শুভকামনা.....

১০| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৫৯

নজসু বলেছেন:


হয়তো সেই সবসময় সোজা পথে হাঁটে। আমি হয়তো বা বাঁকা পথে। তাইতো দুজনার দুটি পথ আলাদা।
আমি সরবেই হাঁটতে চাই। ফিরতেও চাই সরবে।

০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটা ঠিকমত বোধহয় বুঝতে পারিনি, তবে কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত।

১১| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: মানব জীবনের চলার পথ দুটি। প্রথমটি দৈনন্দিন জীবনের তাগিদে হাঁটা চলা, স্থানান্তরিত হওয়া, যা ইচ্ছা করলে আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু দ্বিতীয় পথটি একমুখী এবং এটি হচ্ছে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ভ্রমণ। আমরা জন্মের একটু পরেই কেঁদে উঠি সরবে, অবশেষে মৃত্যুর সময় দেহ থেকে প্রাণটি বেরিয়ে যায় নীরবে! প্রথমটি আনে গতি, পরেরটি যতি!

১২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতাটি প্রথম থেকে আমি তিন-তিন বার পড়েছি। ভাবনায় ফেলে দিলেন! আপনার কবিতার প্রতি চার লাইন দিয়ে নতুন করে ব্যাখ্যা করে করে ব্লগ পোস্ট করা সম্ভব। চিরন্তন বাস্তব নিয়ে লিখেছেন। কবিতাটি বারংবার পড়ার মতো। +++

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: "কবিতাটি বারংবার পড়ার মতো" - কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। উদার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১৩| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর লেখা

০৩ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কবি ও ছবি, প্রশংসা ও প্লাসের জন্য। :)

ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা---

১৪| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১

নজসু বলেছেন:


আমি আর আমার চিরপ্রস্থানের কথাই বলেছি প্রিয় ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: পুনরায় ধন্যবাদ, বিষয়টি ব্যাখ্যা করার জন্য।

১৫| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার, কবিতা জলের মত গড়িয়ে গেছে আপন গতিতে। চমৎকার এক খন্ড ভাল লাগা।

০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: "কবিতা জলের মত গড়িয়ে গেছে আপন গতিতে" - কি চমৎকার একটি প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেলেন এ কবিতাটিতে। খুব ভালো লেগেছে মন্তব্যটা।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৬| ০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

১৭| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪১

সোহানী বলেছেন: একটি পথে নীরে ফিরি আরেকটি পথ অনন্ত কালের জন্য হারিয়ে যায়............

১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন, খুবই কাব্যিক ভাষায়।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৮| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫৯

জাহিদ অনিক বলেছেন: সুন্দর, পার্থিব আর অপার্থিব ভাবমূলক কবিতা ভাইয়া।
হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, আর যেতে যেতে হাঁটছি পথ ধ'রে ।।


ভালো থাকবেন ভাইয়া। :)

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এসে একটা সুন্দর মন্তব্য এখানে রেখে গেলেন। আশাকরি ভালো আছেন এই বিরূপ সময়ে।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.