নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ যাপিত এ জীবনে....

১০ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫২



জীবন নিরন্তর বয়ে চলে....
এ বয়ে চলার মাঝেই মানুষকে
অন্ন সংস্থানের রকমারি পথ খুঁজতে হয়।
দৈনন্দিন ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করেই
দরিদ্র মানুষকে ঘর হতে বের হতে হয়।

আকাশে কালো মেঘের ঘনঘটায় ভয় নেই,
খরস্রোতা খালের উঁচু পিচ্ছিল কর্দমাক্ত পাড়,
তাতেও কোন ভয় নেই;
জীবন সংগ্রামী এক অকুতোভয় বীর সেনানী
ধীর পায়ে এগিয়ে চলেছে আনমনে,
সেদিনের রুজির সন্ধানে।

ওরা প্রকৃতির সন্তান। প্রকৃতির আলো বাতাসে
ওরা হেসে খেলে বড় হয়, গভীর সখ্যে।
যাপিত জীবনের অবসানে একদিন ওরা
আবার প্রকৃতি মায়ের কোলে ঢলে পড়ে অলখে।

হে জীবন সংগ্রামী বীর, তোমায় লাল সালাম!

ঢাকা
১০ অক্টোবর ২০২১

ছবিটির সত্ত্বাধিকারী জনাব তোফায়েল আহমেদ। ফেসবুকের “পেন্সিল” গ্রুপ পেইজে তিনি গত ০৩ অক্টোবর ২০২১ তারিখে এ ছবিটি পোস্ট করেন। তিনি সম্ভবতঃ শিক্ষকতা পেশায় জড়িত আছেন। সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকায় ভ্রমণকালে একটি সরু খালের পাড়ে জীবিকার অন্বেষণে হেঁটে যাওয়া এ মানুষটিকে দেখে তিনি এ ছবিটি তুলেছিলেন। তার অনুমতিক্রমে আমি ছবিটি কবিতায় ব্যবহার করেছি।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



স্ত্রী ও পরিবার রেখে ৫/৬ বছর সোদীতে কাজ করতে যাওয়া স্বাভাবিক নয়, ইহা বন্চনা।

১১ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এ অভিমতটির সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু বলতেই হচ্ছে যে মন্তব্যটি পোস্টের কথা ও ছবির সাথে অপ্রাসঙ্গিক।

২| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা চমৎকার হয়েছে।

১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্যে প্রীত হ'লাম।

৩| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭

ইসিয়াক বলেছেন:




প্রিয় ব্লগার,
এই অকুতোভয় প্রকৃতির সন্তানগুলোর শ্রমলব্ধ সম্পদের কারণে ই তথাকথিত সমাজের উঁচুতলার মানুষগুলোর যত আস্ফালন,যত তর্জন গর্জন।তাদের শ্রম, সম্পদকে পুঁজি করে নিজেদের আখের গোছায় লুটেরেরা। প্রকৃতির
এই সন্তানেরা সব সময় অল্পতে সন্তুষ্ট থাকে। জীবিকার প্রয়োজনে তাই তাদের নিত্য নতুন লড়ায়ে সামিল হতে হয় নিরন্তর । এই বৈচিত্রের কারণে জীবনের আসল স্বাদ উপভোগ করে প্রাণ ভরে যদি ও থাকে অভাব অনটন তাতে তাদের ভ্রুক্ষেপ নেই অবশ্য কোন। আর লুটেরা দুবৃত্তরা তাদের লুট করে করে সম্পদের পাহাড় গড়ে কিন্তু শেষ পর্যন্ত কোন কিছুই নিজের আয়ত্তে রাখতে পারে না।শুভঙ্করের ফাঁকিতে পড়ে পাপের বোঝা মাথায় নিয়ে চলে যায় পরপারে ।
সালাম অকুতোভয় জীবন সংগ্রামী বীর সেনানীদের।

চমৎকার পোস্ট।
শুভকামনা রইলো।

১১ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মূল্যায়ন করেছেন "এই অকুতোভয় প্রকৃতির সন্তানগুলোর"
পোস্টে এ যাবত পাওয়া একমাত্র 'লাইক'টি এসেছে আপনার কাছ থেকে। ধন্যবাদ ও শুভেচ্ছা.....

৪| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: অপূর্ব সুন্দর কবিতার সাথে চমতকার ছবির সংযোজন ভালো হয়েছে।

১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও ছবি- উভয়ের প্রতি আরোপিত বিশেষণে অভিভূত হ'লাম।
মন্তব্যে প্রীত ও প্রাণিত।

৫| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,





শ্রম বিক্রী করা এমন সাধারণ মানুষেই ভরপুর আমাদের দেশ। যাপিত জীবন তাদের শুধুই শ্রমের, সেখানে সুখ আর আনন্দের বা স্বস্তির কোনও ঠাঁই নেই! এরাই বিনির্মান করে সভ্যতা কিন্তু নিজেরাই থেকে যায় তথাকথিত অসভ্যদের কাতারে!

এ কবিতাটির বুনট খুব সাদামাটা লেগেছে আমার কাছে। তবে বক্তব্য প্রধান হওয়াতে ভালোলাগার মতো।
ইসিয়াক এর মন্তব্যটি ভালো লেগেছে। আপনার অনুক্ত কথাগুলোই যেন বলে গেছেন ইসিয়াক।

( আমার পুরোনো পোস্টে আপনার করা মন্তব্যগুলোর জবাব দিয়ে এসেছি যথা সম্ভব।)

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: "এরাই বিনির্মান করে সভ্যতা কিন্তু নিজেরাই থেকে যায় তথাকথিত অসভ্যদের কাতারে!" - অনেক ধন্যবাদ আপনাকে, গভীর বোধসম্পন্ন এ পর্যবেক্ষণটির জন্য।

কবিতাটির বুনট খুব সাদামাটা মনে হবার পরেও কবিতায় প্লাস রেখে যাওয়ার জন্যও অশেষ ধন্যবাদ।

৬| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেবু থেকে নেয়া ছবিটা ও কবিতা দারুন হয়েছে।

কাব্যে ছবির কথা, ছবিতে কাব্যের কথা খাপে খাপে ফুটে উঠেছে।

১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: "কাব্যে ছবির কথা, ছবিতে কাব্যের কথা খাপে খাপে ফুটে উঠেছে" - অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা পাঠান্তে কবিতা ও ছবির এমন চমৎকার মূল্যায়নের জন্য। মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত।

৭| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে যাপিত জীবনে প্রকৃতি মায়ের বীর সেনানীদের ভূমিকা সুন্দর করে তুলে ধরেছেন। নিজেদের শ্রম দিয়ে সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে তুলছেন।অথচ বরাবরই সমাজ সভ্যতার নিভৃতে থেকে গেছে।

ছবিটা সত্যিই অপূর্ব। সবমিলিয়ে সুন্দর পোস্ট।

শুভেচ্ছা স্যার আপনাকে।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: "নিজেদের শ্রম দিয়ে সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে তুলছেন।অথচ বরাবরই সমাজ সভ্যতার নিভৃতে থেকে গেছে" - ঠিকই বলেছেন। এটাই তাদের জীবনের একটি নির্মম পরিহাস!

"ছবিটা সত্যিই অপূর্ব। সবমিলিয়ে সুন্দর পোস্ট" - অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রাণিত হ'লাম।

৮| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: তিন নম্বরে কমেন্ট কারী ইসিয়াক ভাইয়ের কমেন্টটি ভালো লেগেছে। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ওনাকে।

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, ইসিয়াক আপনার এ মন্তব্যটি কোন এক সময়ে দেখবেন এবং মন্তব্য পড়ে খুশি হবেন। ওনার মন্তব্যটা আমারও ভালো লেগেছে।

৯| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: জীবন এমনই। তাইতো বলা হয় জীবন সংগ্রাম। সুন্দর কবিতা। ছবিটিও হয়েছে চমৎকার ।

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: "জীবন এমনই। তাইতো বলা হয় জীবন সংগ্রাম" - চমৎকার যুক্তি ও পর্যবেক্ষণ!
ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.