নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
গত পরশুদিন, সোমবার ১১ অক্টোবর ২০২১ সকাল পৌনে আটটায় ল্যাপটপ খুলে সামুতে লগ-ইন করলাম। আমি সাধারণতঃ এত সকালে ল্যাপটপে বসি না। সেদিন লগ-ইন করার পরে পরেই আমার চোখ পড়লো “অনলাইনে আছেন” তালিকার উপর। বিস্মিত হ’লাম নিজের নামটিকে উপর থেকে ২ নম্বরে দেখে। আমি এখানে ব্লগিং শুরু করেছি মাত্র ৬ বছর আগে। এই গত ৬ বছরে কখনোই আমি নিজের নামটিকে তালিকার এতটা উপরে দেখতে পাই নি। তার মানে এর আগে কখনোই সামু এতটা পাঠক স্বল্পতাতে ভোগেনি। তখন অনলাইনে ছিলেন আমি ছাড়া আর মাত্র ৫ জন ব্লগারঃ মুক্ত মানব, নতুন নকিব, অকপটে, নজসু এবং ঝুমুর জারোফা। এমনকি ব্লগে প্রায় সার্বক্ষণিক উপস্থিত থাকা প্রবীণ ব্লগার (বয়সের দিক থেকে) চাঁদগাজীকেও সে তালিকায় উপস্থিত দেখতে পেলাম না। ফেসবুকে এবং ব্লগে কয়েকটা পোস্টে মন্তব্যের ঘরে কাজী ফাতেমা ছবিকে দেখলাম “ব্লগে মন্তব্যের খরা”- এই বলে উষ্মা প্রকাশ করতে। গত কয়েকদিন থেকে আমি মনে মনে যে কথাটা ভাবছিলাম, ছবি সেটাই তার মন্তব্যে অনেককে স্মরণ করিয়ে দিচ্ছিলেন।
কিন্তু হঠাৎ এমন কেন হচ্ছে? ২০১৯ সালে যখন সামু’র উপর অদৃশ্য নিষেধাজ্ঞা আরোপিত ছিল, তখনও তো অনলাইনে থাকা সামুর পাঠক, লেখক ও ভিজিটরগণের সংখ্যা এতটা কম ছিল না। সাধারণতঃ কমপক্ষে ২০ থেকে ৩০ জন সবসময় থাকতো। কিন্তু এখন সে অদৃশ্য নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও সামু কেন এতটা পাঠক সংকটে পড়লো??
যাহোক, আমার এ পদোন্নতিতে আমি মোটেও খুশি নই। আমি চাই। সার্বক্ষণিক যেন আমার উপরে অন্ততঃ ৩০ জন ব্লগার থাকেন, নীচে অন্ততঃ ২০ জন। এটা শুধুমাত্র বিদ্যমান পরিস্থিতির আলোকে চাওয়া। অন্যথায় আমি চাইবো সার্বক্ষণিক যেন আমার উপরে অন্ততঃ ১০০ জন ব্লগার থাকেন, নীচে অন্ততঃ ৫০ জন। আরও বেশি হলে আরও ভালো। আনন্দের সাথে লক্ষ্য করেছি যে কয়েকজন পুরনো ব্লগার বেশ একটা দীর্ঘ বিরতির পর ব্লগে ফিরে এসেছেন এবং এখন নিয়মিত লিখে চলেছেন। যেমনঃ শেরজা তপন এবং জুল ভার্ন। জাফরুল মবীনও ফিরে এসেছিলেন, কিন্তু তিনি পুনরায় নিরুদ্দেশ হয়েছেন। আরও কয়েকজনকে দেখেছি, কিন্তু তাদের নাম এখন খুঁজতে যাচ্ছি না। আমি চাই, আরও অনেকে ফিরে আসুন এবং তাদের নিজ নিজ লেখা পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করুন। নতুন যারা রেজিস্টার্ড হয়েছেন, তারা আরও বেশি বেশি করে লিখুন এবং অন্যের লেখায় মন্তব্য করুন। আর ব্লগে যোগদানে প্রত্যাশীদেরকে যেন প্রথম পাতায় প্রবেশাধিকার পেতে খুব বেশিদিন ঝুলে থাকতে না হয়, এজন্য ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি।
ঢাকা
১৩ অক্টোবর ২০২১
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১
খায়রুল আহসান বলেছেন: আবারও পড়ুন, মন্তব্য প্রতিমন্তব্যগুলো পড়ুন, বুঝবেন।
২| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৪
নূর আলম হিরণ বলেছেন: গত কয়েকদিন আবার দেখলাম ভিজিটরের সংখ্যা আগের তুলনায় কিছুটা বেশির দিকে। তবে ব্লগাররের সংখ্যা খুবই কম।
১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩
খায়রুল আহসান বলেছেন: "তবে ব্লগাররের সংখ্যা খুবই কম" - জ্বী, ঠিক বলেছেন। আশাকরি শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, সকলের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৯
শায়মা বলেছেন: সবাই বিজি হয়ে গেছে তাই এই অবস্থা ভাইয়া।
আর তাছাড়া ছুটির দিন পেয়ে এখন মানুষ ঘর ছেড়ে বাইরে ছুটছে।
আরও বড় কথা সব কিছুই বদলে যায়।
কি আর করা!
১৪ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: "সবাই বিজি হয়ে গেছে তাই এই অবস্থা ভাইয়া" - সেটা তো বুঝিই। তবুও চাই, সবাই সুবিধেমত আরেকটুখানি করে সময় দিক। লেখার মান বাড়ালে হয়তো পাঠক সংখ্যা এমনিতেই বাড়বে ।
"আরও বড় কথা সব কিছুই বদলে যায়" - জ্বী, এটাও তো ঠিক বলেছেন। সময়ের সাথে সাথে অনেক কিছুকেই মানিয়ে নিতে হয় বৈকি।
কি আর করা!
৪| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমি সম্প্রতি ব্লগে একটু কম আসছি, পড়ার মতো তেমন কিছু থাকে না; আগে প্রথমে লগইন করে নিতাম, এখন কমেন্ট করতে হলে লগইন করছি।
১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কৌশল ঠিকই আছে মনে হয়।
৫| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৩:২৮
শফিউল আলম চৌধূরী বলেছেন: এই মুহুর্তে আমিই মুরুব্বী!
১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩০
খায়রুল আহসান বলেছেন: "এই মুহুর্তে আমিই মুরুব্বী!" - জ্বী অবশ্যই! সেই মুহূর্তে আপনিই ছিলেন জ্যেষ্ঠতম মুরুব্বী, তাই আপনার নামটি সবার উপরে দেখা যাচ্ছে।
৬| ১৪ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা ভালো লক্ষণ না। সময়ের সাথে সাথে নতুন কিছু আসছে আর পুরনো জিনিস মানুষ ত্যাগ করছে। ব্লগ কর্তৃপক্ষেরও দায় আছে।
১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠান্তে এখানে একটি মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।
"ব্লগ কর্তৃপক্ষেরও দায় আছে" - সহমত।
৭| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগের এ অবস্থা আমারও মন খারাপ হয়। আগে কত কমেন্ট পেতাম। এখন কেউ কারো পোস্টে কমেন্টও করে না। মানুষ অপেক্ষা করে ক্যাচাল পোস্ট তবেই সরগরম হয় ব্লগ।
ব্লগ ভালো থাকুক
১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: "আগে কত কমেন্ট পেতাম" - বিদ্যমান পরিস্থিতিতে আপনি তো এখনও বেশ ভালোই পাচ্ছেন বলা যায়।
ব্লগ যতই 'সরগরম' হোক না কেন, 'ক্যাচাল পোস্ট' ব্লগ এবং ব্লগার- উভয়ের জন্যই ক্ষতিকর।
পোস্টে প্রথম 'লাইক'টি দিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ।
৮| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩
নতুন বলেছেন: স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের মাঝে ব্লগের পরিচিতি বাড়াতে হবে।
নতুন প্রজন্ম না আসলে ব্লগ বন্ধ হয়ে যাবে।
১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: "নতুন প্রজন্ম না আসলে ব্লগ বন্ধ হয়ে যাবে" - নতুন প্রজন্মের হাতে তো স্মার্টফোন আছেই। ইচ্ছে করলেই তারা ইন্টারনেট চষে বেড়াতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে তারা পড়তে চায় না, লিখতেও চায় না। তারা শুধু সংলাপ নির্ভর লেখালেখি বা গালগল্পে আগ্রহী। আর তার উপর তো রয়েছে আরেকটা বড় বাধা- অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোন দিয়ে ব্লগে প্রবেশ করা যায় না, বিশেষ করে জিপি থেকে। সুচতুর বাধা আরোপকারীরা খুব ভালো করেই জানে, কোথায় গিঁট দিয়ে রাখতে হয়। দু'বছর হয়ে গেল, আমরা এ গিঁট খুলতে পারলাম না।
৯| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭
নীল আকাশ বলেছেন: ব্লগ ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে।
১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: "ব্লগ ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে" - আলবৎ। এ ধ্বস ঠেকাতে হবে।
১০| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে প্রবীনরা ব্লগে না এলে নবীনদের নামতো উপরে আসবেই। ব্লগটা আগের মত জমজমাট হোক, ফিরুক ব্লগাররা।
১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৪
খায়রুল আহসান বলেছেন: "আসলে প্রবীনরা ব্লগে না এলে নবীনদের নামতো উপরে আসবেই" - ঠিক কথা।
"ব্লগটা আগের মত জমজমাট হোক, ফিরুক ব্লগাররা" - সহমত। আমারও সে প্রত্যাশা।
১১| ১৪ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে ব্লগারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।আমার মনে হয় এ ব্যাপারে ব্লগ কতৃপক্ষকে ভুমিকা রাখতে হবে।
বর্তমান প্রজন্ম তো ব্লগ সম্পর্কে তেমন জানে না বললেই চলে।ব্লগে কি ভাবে নতুনদের যুক্ত করা যায় সেটা নিয়ে ভাবতে হবে।
আর পুরাতন যারা ব্লগার আছেন তাদেরও সময় করে সামুর জন্য কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ করতে হবে।
সামুর জন্য একটা এ্যাপস বানানোর কথা অনেক আগের শুনেছি সেটা কতদূর আগালো তাও জানিনা।মোবাইলে যদি সামু সহজে ব্যবহার করা যায় তাহলে এক পাঠক লেখক দুটোই বাড়বে।আরও অনেক সমস্য আমার কাছে আছে সময়ের কারনে বলা হলনা।
ব্যস্ততার কারনে আমিও সেভাবে ব্লগে সময় দিতে পারি না তবে সময় পেলেই সামুতে ঢু মারতে ভুল করিনা।
১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার সবগুলো পয়েন্টের সাথে আমি একমত। পোস্ট পড়ে মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১২| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
জিপি'তে হয় না লগিন,
সেই থেকে থামা ব্লগিং।
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: জ্বী, এটা অন্যতম একটা বড় কারণ।
অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
১৩| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: আমি আশাবাদী মানুষ।
ব্লগ নিয়ে হতাশার কিছু নেই। সামনে সুসময় আসছে।
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: এমন আশার কথা শুনিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।
১৪| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:০২
নেওয়াজ আলি বলেছেন: বগ্লের আগের সেই জৌলুস নেই ।
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: লিখুন, পড়ুন, মন্তব্য করুন-- বগ্লের আগের সেই জৌলুস আবার ফিরে আসবে!
১৫| ১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৯
অপু তানভীর বলেছেন: ব্লগ ছেড়েছেন অনেকে । কিন্তু লেখালেখি কিন্তু অনেকে চালিয়ে যাচ্ছেন । তারা লেখা ছাড়েন নি । ফেসবুক কিংবা নিজেদের ব্লগে লেখা চলছেন । এখন ফেসবুকে ব্লগ থেকেও প্রচুর মান সম্মত লেখা পোস্ট হচ্ছে নিয়মিত ।
ব্লগের দিন শেষ হয়ে আসছে । আস্তে আস্তে আরও শেষ হয়ে যাবে ।
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: "ব্লগের দিন শেষ হয়ে আসছে । আস্তে আস্তে আরও শেষ হয়ে যাবে" - সেটাই হয়তো সত্য হবে। তবে সেই শেষটুকু দেখতে চাই না।
১৬| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪১
মেহবুবা বলেছেন: আপনার এহেন উন্নতিতে আসলেই হতাশা এনে দিল।
বেশী বেশী ব্লগার পেতে হলে নিরাশ হবেন।
ভেবে দেখেন এখন কি আগের মত বই পোকা বা পড়ুয়া আছে?
এখন কি এত ধৈর্য্য আছে এখানে প্রমাণ দেবার?
এখন কি বিষয় এবং বস্তুর অভাব আছে যে এখানে এসে সময় নষ্ট করবে
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: "আপনার এহেন উন্নতিতে আসলেই হতাশা এনে দিল" - চমৎকার বলেছেন এ কথাটা!
এবং বাকি কথাগুলোও ঠিক বলেছেন।
১৭| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১০
জটিল ভাই বলেছেন:
কেমন আছেন ভাই? এতোসব জানিনা। তবে আমার ফিরে যাবার তথা হারিয়ে যাবার চেষ্টার কারণটা শুধু জানি। এনিওয়ে, ভালো আছেন আশা করি। জটিলবাদ।
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০২
খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
কিছু একটা বলতে চেয়েও মনে হচ্ছে বললেন না।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ এবং শুভকামনা....
১৮| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৮
সোহানী বলেছেন: হয়তো দেশ এখন শান্ত তাই ব্লগ এখন শান্ত ।
তবে সত্য যে ইদানিং এতো কম পাঠ সংখ্যা ও আলোচিত ব্লগে স্থান পাচ্ছে। কারন ব্লগে লগইন খুব কম। তার প্রধান কারন আমি বলবো, মোবাইল ফ্রেন্ডলি না হবার কারনে এটি হচ্ছে।
সবাই বলতে গেলে স্মার্ট ফোনে নেট ইউজ করে। আর পথে ঘাটে সবখানেই তা ইউজ সহজ বলে ল্যাপটপ দিয়ে স্যোসাল মিডিয়ায় খুব কমই ঢুকে। আমার কথাও তাই বলি। বিজি থাকি বলে যখন হাতে সময় পাই মোবাইলে ব্রাউজ করি। কিন্তু লগইন করা প্রায় যায় না বা মন্তব্য ঠিকভাবে লোড হয় না। অথবা মন্তব্যের উত্তরও ঠিকভাবে দেয়া যায় না। এতো সমস্যার মাঝে ব্লগে লগইন করা হয়ে উঠে না।
১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: হয়তো দেশ এখন শান্ত তাই ব্লগ এখন শান্ত - হয়তো এটাও একটা কারণ হতে পারে।
"তার প্রধান কারন আমি বলবো, মোবাইল ফ্রেন্ডলি না হবার কারনে এটি হচ্ছে" - আপনার এ পর্যবেক্ষণের সাথে কোন দ্বিমত নেই।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভকামনা....
১৯| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৩
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
ব্লগ আবার আগের মতন প্রাণচঞ্চল হয়ে উঠুক আর আপনার আন্তরিক প্রচেষ্টা কে সাধুবাদ জানাই । আমার অনেক প্রিয়
লেখক এর মাঝে আপনিও একজন । আপনি সব সময়
লেখায় আমাদের মাঝে থাকুন এই আশা রাখি ।
১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: "আমার অনেক প্রিয় লেখক এর মাঝে আপনিও একজন" - অনেক ধন্যবাদ, আমাকে রকজন 'প্রিয় লেখক' হিসেবে গণ্য করার জন্য।
"ব্লগ আবার আগের মতন প্রাণচঞ্চল হয়ে উঠুক আর আপনার আন্তরিক প্রচেষ্টা কে সাধুবাদ জানাই" - আপনাকেও সাধুবাদ জানাচ্ছি, (অনিয়মিতভাবে হলেও) মাঝে মাঝে ব্লগে এসে পোস্ট লেখার জন্য, অন্যান্যদের পোস্টে প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাবার জন্য। এমন কি ব্লগ যখন অবরুদ্ধ ছিল, তখনও আপনি আসতেন এবং করণীয় যা, তা করে যেতেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ এবং শুভকামনা....
২০| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: ব্লগের কোনো কারিগরি উন্নয়ন নাই, কোনো গঠনমূলক পদক্ষেপ নাই, দুষ্ট ও সারবত্তাহীন গরুদের প্রতি অতিমাত্রায় প্রশ্রয়শীল। ভাব দেখে মনে হয়, কর্তৃপক্ষ হাল ছেড়ে দিয়েছে। আজকাল চারপাশে এত বেশি তথ্যের প্রবাহ, তথ্যভিত্তিক যেকোনো সংঘটনকেও অভিনব হতে হবে অবস্থান ধরে রাখতে।
১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৩০
খায়রুল আহসান বলেছেন: কারিগরি উন্নয়ন নাই - এটা একটা জরুরি বিষয়। নোটিফিকেশন সমস্যাটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটা কমিটি করে কিছু নীতি-নির্ধারণীমূলক ব্যবস্থা নেয়া যেতে পারে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুশ্চিন্তার বিষয় স্যা্র। এমন উন্নতি আমাদের কারো কাম্য নয়। কিন্তু বর্তমানে ব্লগে অদ্ভুত একটা ছন্নছাড়া ভাব চলে এসেছে। অস্বীকার করবো না যে আগের মতো লেখা দিতে বা কমেন্ট করতে আর আগ্রহ পাইনা। ব্লগকে আধুনিক ভার্চুয়াল জগতের উপযোগী করতে না পারলে মনে হয় এই রাহুদশা ঘোচানো সম্ভব নয়।
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: "এমন উন্নতি আমাদের কারো কাম্য নয়" - হা হা হা, একটু ব্যঙ্গ করে বললেও, কথাটা ঠিক বলেছেন। শেষের কথাটাও ঠিক বলেছেনঃ "ব্লগকে আধুনিক ভার্চুয়াল জগতের উপযোগী করতে না পারলে মনে হয় এই রাহুদশা ঘোচানো সম্ভব নয়"।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
২২| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিষ্টি খাওয়ান প্রিয় সিনিয়র
ফাস্টু হইছেন
হুম। সোহানীপুর `দেশ শান্ত 'বুঝি কবরের স্তব্ধতার শান্তির মতোই সত্য!
মতপ্রকাশে নিয়মিত গ্রেফতার আর আবরার ঘটনার পর -কে যায় নিজের খেয়ে অঘোরে প্রাণ দিতে!?
বিপ্লবীতো সবাই হয় না।
আবার সেই বিপ্লব সব প্রাণে সমান জাগায়ও না।
স্বৈরাচার শব্দটাও বলতে ভয় পায়- সুশীল শব্দে বলে- কতৃত্বপরায়ন সরকার!!!!
এই নিরুপায় বাস্তবতায় বাকী কাকস্য কারণ অনুসন্ধান -করা যেতেই পারে! মনের স্বস্তির জন্যে
কিন্তু সত্যতো দিবালোকের ন্যায় স্পস্ট। অস্বীকারে বা আড়ালেতো তা মিথ্যা হয়না।
কেটে যাক অন্ধকার মাৎসানায় সময়
মানুষ মন খুলে বলুক: কালোকে কালো- সাদাকে সাদা।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: ফাস্টু হইছেন - 'ফাস্টু' নয়, সেকেন্ডু হয়েছি। আমার উপরে ব্লগার 'মুক্ত মানব' ছিলেন।
আর বাকি কথাগুলোর সাথে একমত।
"মানুষ মন খুলে বলুক: কালোকে কালো- সাদাকে সাদা" - এ কথা বলার স্বাধীনতাটুকু 'অর্জন' করতে হয়, এমনি এমনি আসে না। আর কে না জানে, স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়!
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২১
কুশন বলেছেন: পোষ্ট পড়লাম। কিন্তু কিছুই বুঝতে পারলাম না।